চাকরির আবেদনের ফটো তৈরি

চাকরির আবেদনের ফটো তৈরি করতে আপনারা অনেকেই পারেন না, তাই আমাকে আপনারা প্রশ্ন করেন কিভাবে চাকরির আবেদনের জন্য ভালো রেজুলেশনের ফটো তৈরি করব। এজন্য আমি আজকে আপনাদের সাথে এর জন্য কিভাবে ফটো তৈরি করবেন তার প্রসেস দেখাবো।
চাকরির-আবেদনের-ফটো-তৈরি
আপনি এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে চাকরির আবেদনের ফটো তৈরি করার জন্য এ টু জেড তথ্য জানতে পারবেন আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক।

সূচিপত্রঃ চাকরির আবেদনের ফটো তৈরি

চাকরির আবেদনের ফটো তৈরি করার জন্য আপনার একটি পিসি থাকতে হবে। আপনি মোবাইল দিয়েও চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করতে পারবেন কিন্তু মোবাইল দিয়ে আপনি ভালো রেজুলেশনের ফটো আউটপুট পাবেন না। তাই আমি সাজেস্ট করব আপনি পিসিতে এ কাজটি করবেন।


কম্পিউটারে চাকরির আবেদনের ফটো তৈরি করার জন্য আপনি যে কোন ভার্সনের ফটোশপ সিসি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনি অনলাইন থেকে ফটোশপ সিসি নামিয়ে ব্যবহার করবেন। আপনার পিসি যদি একটু ওল্ড কনফিগারেশন হয় তাহলে ফটোশপ সিসি ২০১৮ বা ২০১৯ ব্যবহার করবেন।

আর আপনার পিসি যদি ভালো কনফিগারেশন হয় এবং গ্রাফিক্স কার্ড থাকে তাহলে কি ফটো সবচেয়ে বেশি ২০২০-২১-২২ ব্যবহার করতে পারবেন।
চাকরির-আবেদনের-ফটো-তৈরি
মোবাইল দিয়ে একটি অ্যাপসের মাধ্যমে আপনি ভালো রেজুলেশনের চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করতে পারবেন। অনেকের কাছে কম্পিউটার থাকে না তাই মোবাইলের মাধ্যমে চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করতে চান। দেখুন কম্পিউটারে ফটো এডিট করলে ১০০ এর মধ্যে ১০০% ভালো রিলেশনের ফটো পাওয়া যায় কিন্তু মোবাইলের মাধ্যমে ফটো এডিট করলে ১০০ এর মধ্যে ৫০% ভালো রেজুলেশন এর ফটো পাওয়া যায়।


তাই আমি অনেক গবেষণা করে আপনাদের জন্য এমন একটি মোবাইলের অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাকরির আবেদনের জন্য ফটো এডিট করলে সেই ফটোর রেজুলেশন ১০০ এর মধ্যে ৯০% থাকবে। তাহলে চলুন আমরা এখন জেনে নেই কিভাবে কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে আপনারা চাকরির আবেদনের ফটো তৈরি করবেন
চাকরির আবেদনের ফটো তৈরি ভিডিও টিউটোরিয়াল 👇

মোবাইল দিয়ে চাকরির আবেদনের ফটো তৈরি

মোবাইল দিয়ে চাকরির আবেদনের ফটো তৈরি একদম সহজ যদি আপনারা আমার দেখানো পদ্ধতি অবলম্বন করেন। আমি এখন আপনাদের সাথে এমন একটি অ্যাপস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে ভালো রেজুলেশনের চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করতে পারবেন।
মোবাইল-দিয়ে-চাকরির-আবেদনের-ফটো-তৈরি
দেখুন মোবাইলে অনেকগুলো অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলো দিয়ে ফটো রিসাইজ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে ওই সকল অ্যাপস গুলো দিয়ে ভালো রেজুলেশন এর ফটো পাওয়া যায় না। আর এজন্যই আমি আপনাদের সাথে করবো আপনারা আমার দেখানো অ্যাপটি দিয়ে চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করবেন।

 অ্যাপসটির অ্যাপসটির নাম হচ্ছে - (Photo & Picture Resizer)

প্রথমে আপনি যে ফটো দুইটা চাকরির জন্য প্রস্তুত করবেন সে ফটো ক্যামেরা দিয়ে তুলে গ্যালারিতে সেভ করে রাখবেন। আপনার নিজের ফটো এবং আপনার একটি সিগনেচারের ফটো ক্যামেরায় তুলে রাখবেন। সিগনেচারটি অবশ্যই সাদা কাগজে লিখে তারপরে ফটো তুলবেন।

তাহলে চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ শিখেনি কিভাবে এই অ্যাপসটির মাধ্যমে চাকরির জন্য অটো তৈরি করবেন।

স্টেপ ১ঃ
প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Photo & Picture Resizer লিখে সার্চ করতে হবে এবং অ্যাপসটি ডাউনলোড করতে হবে।
১
স্টেপ ২ঃ
এরপর দ্বিতীয় স্টেপে আপনাকে অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপস টি ওপেন করা হয়ে গেলে সিলেক্ট ফটোতে ক্লিক করতে হবে।
২
স্টেপ ৩ঃ
এরপর তৃতীয় স্টেজে আপনাকে আপনার ফটোটি সিলেক্ট করে ওপেন করতে হবে। এই অপশনে আপনাকে Crop বাটনে ক্লিক করতে হবে।
৩

স্টেপ ৪ঃ
এরপর চতুর্থ নম্বর স্টেজে আপনাকে ফটোটি সুন্দরভাবে কতটুকু নিবেন ততটুকু সিলেট করতে হবে এবং রেজুলেশন অপশন এ ক্লিক করতে হবে।
৪
স্টেপ ৫ঃ
এরপর একটি প্রভাব উইন্ডো শো করবে। এই প্রভাব উইন্ডোতে আপনাকে ক্লিক করতে হবে Custom Size এই অপশনটিতে।
৫
স্টেপ ৬ঃ
এরপর ৬ নম্বর স্টেপে আপনাকে আপনার ফটোর সাইজ দিতে হবে ৩০০*৩০০  পিক্সেল এবং ওকে বাটনে ক্লিক করতে হবে।
৬
স্টেপ ৭ঃ
এখন সাত নম্বর স্টেজে আপনি আপনার ফটো সুন্দরভাবে যতটুকু নিবেন ততটুকু সিলেক্ট করে Crop বাটনে ক্লিক করুন।
৭
স্টেপ ৮ঃ
এখন আপনার ফটোটি সম্পূর্ণভাবে আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে।  ফটোটি দেখার জন্য আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে প্রথমে প্রবেশ করতে হবে। এরপর পিকচার ফোল্ডারে প্রবেশ করতে হবে। পিকচার ফোল্ডারের মধ্যে আপনি দেখতে পাবেন Photo Resize লেখা রয়েছে। এই ফোল্ডারে আপনি আপনার কাঙ্খিত ফটো দিয়ে পেয়ে যাবেন। ফটোটি সেভ হওয়ার সময় লক্ষ্য রাখবেন আপনার ফটোটি যেন ১০০ কিলোবাইটের বেশি না হয়।
৮
স্টেপ ৯ঃ
ফটো তৈরি করা আমাদের শেষ তাই এখন আমরা চাকরির আবেদনের জন্য সিগনেচারের ফটো তৈরি করব। এজন্য পুনরায় আপনি অ্যাপসটিতে প্রবেশ করে যে ফটোতে সিগনেচার দেওয়া আছে সেই ফটোটি সিলেক্ট করে ওপেন করুন।  এবং পুনরায় Resize অপশনে ক্লিক করুন।

মনে রাখবেন সিগনেচারের চাকরির আবেদনের জন্য ফটো সাইজ হবে ৩০০*৮০ পিক্সেল।
৯
স্টেপ ১০ঃ
এখন পুনরায় আপনার স্বাক্ষর টি সুন্দরভাবে সিলেক্ট করে Crop বাটনে ক্লিক করুন।
১০
স্টেপ ১১ঃ
এখন আপনার ফটোটি সম্পূর্ণভাবে আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে।  ফটোটি দেখার জন্য আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে প্রথমে প্রবেশ করতে হবে। এরপর পিকচার ফোল্ডারে প্রবেশ করতে হবে। পিকচার ফোল্ডারের মধ্যে আপনি দেখতে পাবেন Photo Resize লেখা রয়েছে। এই ফোল্ডারে আপনি আপনার কাঙ্খিত ফটো দিয়ে পেয়ে যাবেন। ফটোটি সেভ হওয়ার সময় লক্ষ্য রাখবেন আপনার ফটোটি যেন ১০০ কিলোবাইটের বেশি না হয়।
১১
আপনারা যারা কম্পিউটারের মাধ্যমে ফটো এডিট করতে পারেন না, তারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব ইজিলি আমার দেখানোর নিয়ম অনুসরণ করে মাত্র দুই মিনিটের মধ্যে চাকরির জন্য ফটো তৈরি করতে পারবেন।

FAQ: চাকরির আবেদনের ফটো তৈরি

চাকরির আবেদনের ছবির সঠিক সাইজ এবং রেজোলিউশন কত হওয়া উচিত?

চাকরির আবেদনের ছবির রেজোলিউশন ৩০০ x ৩০০ পিক্সেল হতে হবে এবং ছবির ফাইলের সাইজ ১০০ কেবি এর বেশি হওয়া যাবে না।

চাকরির আবেদনের স্বাক্ষরের ছবির সঠিক সাইজ কত হওয়া উচিত?

চাকরির আবেদনের স্বাক্ষরের ছবির রেজোলিউশন ৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইলের সাইজ ৬০ কেবি বা তার কম হতে হবে।

৩০০ x ৮০ পিক্সেল স্বাক্ষরের ছবি কারা ব্যবহার করেন?

যারা চাকরির আবেদন করেন তাদের জন্য এই সাইজের স্বাক্ষরের ছবি দরকার।

চাকরির আবেদনের জন্য ৩০০ x ৩০০ পিক্সেল ছবির সাইজ ১৫০ কেবি হলে কি গ্রহণযোগ্য?

না, চাকরির আবেদনের জন্য ছবির সাইজ ১০০ কেবি বা তার কম হতে হবে।

৩০০ x ৩০০ পিক্সেল ছবি কীভাবে তৈরি করবেন?

আপনি সহজেই ফটোশপ বা অন্য কোনো ইমেজ এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ছবির সাইজ পরিবর্তন করতে পারবেন। এছাড়া মোবাইলে প্লে স্টোর থেকে ফটো Resizer App থেকে আপনি ফটোর পিক্সেল এবং সাইজ বাড়াতে কমাতে পারবেন। আমাদের টিউটোরিয়ালটি দেখুন বিস্তারিত জানতে।

স্বাক্ষরের ছবির জন্য কোনো কনভার্টার আছে?

অনলাইনে অনেক কনভার্টার পাওয়া যায়, তবে কোয়ালিটি ঠিক রাখতে ফটোশপ ব্যবহার করা ভালো। এতে ছবির মান ঠিক থাকে। এছাড়া মোবাইলে প্লে স্টোর থেকে ফটো Resizer App থেকে আপনি ফটোর পিক্সেল এবং সাইজ বাড়াতে কমাতে পারবেন।

চাকরি নাকি চাকরী কোনটি সঠিক?

বাংলা ভাষায় শুদ্ধ শব্দটি চাকরি। বাংলায় দীর্ঘ ঈ-কার (ী) প্রয়োগে অনেক ক্ষেত্রে অপপ্রয়োগ হয়ে থাকে। "চাকরি" শব্দটি সঠিক ও প্রচলিত, এবং বাংলা একাডেমি ও অন্যান্য ভাষাগত নিয়ম অনুযায়ী এটিই ব্যবহারযোগ্য।

চাকরির আবেদনের ফটো তৈরি সম্পর্কে শেষ মন্তব্য

আশা করছি আপনি চাকরির আবেদনের ফটো তৈরি করার প্রসেসটি ভিডিওর মাধ্যমে দেখে শিখতে পেরেছেন। আপনি যদি কম্পিউটার দিয়ে এভাবে চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করেন তাহলে আপনার ফটো রেজুলেশন অনেক ভালো থাকবে। এছাড়া মোবাইল দিয়ে কিভাবে চাকরির আবেদনের জন্য ফটো তৈরি করবেন তা আমি দেখিয়েছি। আপনি সেখান থেকেও ভালো রেজুলেশন এর চাকরির আবেদনের ফটো তৈরি করতে পারবেন।


বিশেষ দ্রষ্টব্যঃ মানুষ মাত্রই ভুল। তাই আমার লেখায় বা বলা যদি কোন ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Next Post
No Comment
Add Comment
comment url