বাংলা আর্টিকেল রাইটিং জব সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। এছাড়াও বাংলায় লিখে
আয় করার সাইট গুলো কি কি এবং এই সাইট সমুহ কোথায় পাওয়া যাবে সে সম্পর্কেও জানতে
চান। এজন্য আজকে এই আর্টিকেলটি লিখছি।
আশা করছি আপনি এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে বাংলা আর্টিকেল রাইটিং
জব এবং বাংলায় লিখে আয় করার সাইট বিষয়ে এ টু জেড তথ্য পেয়ে যাবেন।
পেজ সূচিপত্রঃ বাংলা আর্টিকেল রাইটিং জব - বাংলায় লিখে আয় করার সাইট
অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বাংলা
আর্টিকেল রাইটিং জব। অনলাইনে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করার জন্য যতগুলো
সেক্টর রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য কাজ আর্টিকেল রাইটিং।
বাংলাদেশের অনেক আইটি প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত আইটি প্রতিষ্ঠানগুলো আপনাকে
বাংলা কন্টেন্ট রাইটিং জব প্রদান করবে। তাদের মধ্যে
সারোয়ার ইনফো অন্যতম।
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এতগুলো আইটি প্রতিষ্ঠান থাকতে আমি কেন শুধু সারোয়ার
ইনফোর নাম বললাম? দেখুন আপনি যখন অন্য কোন আইটি প্রতিষ্ঠানে আর্টিকেল রাইটিং জব
করতে যাবেন তখন তারা আপনাকে যা সুবিধা ও বেতন দেয়, তার থেকে বেশি সুযোগ সুবিধা ও
বেতন দেয় সারোয়ার ইনফো।
আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারোয়ার ইনফোতে আপনি যখন আর্টিকেল রাইটিং
জব এর জন্য আবেদন করবেন তখন তারা আপনাকে আর্টিকেল রাইটিং এর জন্য একটি ফ্রি কোর্স
করাবে। এই কোর্সের মাধ্যমে আপনি আর্টিকেল রাইটিং সম্পর্কে সকল টেকনিক গুলো বুঝতে
পারবেন। আপনি যদি গুগলে সার্চ করেন বাংলাদেশের সবচেয়ে ভালো আর্টিকেল রাইটিং জব
ফ্রিতে কে প্রদান করে, তাহলে আপনি সর্ব প্রথমে সারোয়ার ইনফোকেই খুঁজে পাবেন।
সারোয়ার ইনফোতে আর্টিকেল রাইটিং জব এর জন্য দুইটি বিভাগ রয়েছে। একটি বিভাগের নাম
এলিট রাইটার। দ্বিতীয় বিভাগের নাম হচ্ছে জেনারেল রাইটার।
এলিট রাইটার: এলিট রাইটারদের কাজ হচ্ছে প্রতিদিন একটি করে কনটেন্ট
লিখতে হবে। কনটেন্ট টি ৩০০০ শব্দের মধ্যে হতে হবে। এলিট রাইটারদের সারোয়ার
ইনফো বেতন প্রদান করে ১৫ হাজার টাকা। আপনি যখন সারোয়ার ইনফোতে বাংলায়
আর্টিকেল রাইটিং জব করবেন তখন আপনাকে প্রথমে জেনারেল রাইটার দের সাথে কাজ করতে
হবে। আপনি যদি ভালো কনটেন্ট লিখতে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনাকে পরবর্তীতে
এলিট রাইটার পদে পদোন্নতি করা হবে।
জেনারেল রাইটার: সারোয়ার ইনফোতে আর্টিকেল রাইটিং পদে চাকরি করার
জন্য আপনাকে জেনারেল রাইটার পদে প্রথমে জব করতে হবে। জেনারেল রাইটারদের প্রতিদিন
দুইটা করে কনটেন্ট লিখতে হয় এবং এই কনটেন্ট গুলো হতে হবে ১৫০০ শব্দের মধ্যে।
এক্ষেত্রে আপনাকে বেতন প্রদান করা হবে আট থেকে দশ হাজার টাকা। আপনি যখন সারোয়ার
ইনফোতে জেনারেল রাইটার পদে আর্টিকেল রাইটিং এর জব করবেন তখন সারোয়ার ইনফোর এডমিন
প্যানেলের সদস্যরা আপনাকে পর্যবেক্ষণ করবে আপনার কনটেন্ট সমূহ ভালো মানের হচ্ছে
কিনা। যদি আপনি ভালো ভালো কনটেন্ট লিখেন তাহলে সারোয়ার ইনফোর এডমিন প্যানেল
আপনাকে এলিট রাইটার টিমে সংযুক্ত করবে।
বাংলায় লিখে আয় করার সাইট
বাংলায় লিখে আয় করার সাইট এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একটি সাইট
হচ্ছে সারোয়ার ইনফো। সারোয়ার ইনফোতে রয়েছে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সের
বিস্তারিত একটি সিলেবাস। কোন কাজ করার পূর্বে সেই কাজটি যেমন আগে শিখতে হয় ঠিক
তেমনি বাংলায় আর্টিকেল লিখে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে আর্টিকেল লেখা
শিখতে হবে।
সারোয়ার ইনফোতে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আপনি আর্টিকেল রাইটিং
সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠবেন এবং কোর্স শেষে আপনি বাংলা আর্টিকেল রাইটিং জব
করতে পারবেন। বাংলাদেশের অনেক আইটি প্রতিষ্ঠান রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং
কোর্স করায় এবং আপনার পকেট থেকে ১৫-২০ হাজার টাকা খসিয়ে নেয়। আপনি ভালো করে সেই
সমস্ত আইটি প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে দেখুন তারা নিজেরাই ইনকাম করতে পারে না
কিন্তু কোর্স করায়।
সে ক্ষেত্রে সারোয়ার ইনফো সম্পূর্ণ ব্যতিক্রম কারণ সারোয়ার ইনফো থেকে
আপনি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে পারছেন। সারোয়ার ইনফোর ডিজিটাল মার্কেটিং
কোর্সের মধ্যেই আর্টিকেল লেখার কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।
সারোয়ার ইনফোতে ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য সারোয়ার ইনফোর
এডমিন ্সারোয়ার হোসেন হিমেল ভাই যে বিস্তারিত সিলেবাস নিয়ে এসেছে এর
জন্য তাকে ধন্যবাদ। কারণ সারোয়ার ইনফোর মত ডিজিটাল মার্কেটিং কোর্সের সিলেবাস আমি
আর কোথাও পাইনি। সারোয়ার ইনফোর সিলেবাসে ডিজিটাল মার্কেটিং এর জন্য এ টু জেড টিপস
এন্ড ট্রিকস সংযুক্ত করা হয়েছে। সুতরাং বাংলায় আর্টিকেল লেখার সবচেয়ে জনপ্রিয়
সাইট সারোয়ার ইনফো।
বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট কোনটি?
বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট কোনটি সে বিষয়ে অনেকেই জানতে চান। বাংলা কনটেন্ট
রাইটিং ওয়েবসাইট হচ্ছে সারোয়ার ইনফো। ওয়েবসাইটে বাংলায় আর্টিকেল লিখে ইনকাম
করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে তাদের মধ্যে সারোয়ার ইনফো সবচেয়ে ভালো।
কারণ সারোয়ার ইনফো অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কারন এখানে টাকা না নিয়ে
ফ্রিতে ফ্রিল্যান্সিং সেখান হয়। তাছাড়া সারোয়ার ইনফোতে কাজ করার পাশাপাশি আপনারা
নতুন নতুন অনেক টিপস এন্ড ট্রিক্সস সারোয়ার হোসেন হিমেল ভাইয়ের তত্ত্বাবধানে
শিখতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে সময়ের সাথে সাথে আপডেট থাকতে হবে। গুগল
প্রতিনিয়ত কনটেন্ট রাইটিং এ পরিবর্তন নিয়ে আসে, এসমস্ত পরিবর্তন এবং নিয়ম
কানুনগুলো জানার জন্য এবং লাইফটাইম সাপোর্ট পাবার জন্য সারোয়ার ইনফো বেস্ট।
কন্টেন্ট রাইটিং জব
কন্টেন্ট রাইটিং জব আপনি দুই ভাবে করতে পারবেন। প্রথমটি হচ্ছে বাংলা কনটেন্ট
লিখে জব করতে পারবেন এবং দ্বিতীয়টি হচ্ছে ইংরেজি কনটেন্ট লিখে আপনি জব করতে
পারবেন। যারা ইংরেজি কনটেন্ট লিখতে পারেন তাদের জন্য সুবিধা বেশি কারণ ইংরেজি
কনটেন্ট লেখার জন্য আপনি Fiverr বা Upwork এ কাজ করতে পারবেন। Fiverr বা Upwork এ
বাংলা কনটেন্ট লিখে ইনকাম করার জব খুব সীমিত পাওয়া যায়।
আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন এবং আপনার যদি একটি নিজস্ব ওয়েবসাইট থাকে
তাহলে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে ইংরেজি কনটেন্ট লিখতে পারবেন কারণ ইংরেজি
কনটেন্টে হাই সিপিসি পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করব বাংলায় আর্টিকেল লিখে
ইনকাম করতে Fiverr বা Upwork এ না গিয়ে সারোয়ার ইনফোতে আসার জন্য।
কারণ এখানে প্রতিদিন কনটেন্ট লিখার মাধ্যমে প্রতিমাসে পার্মানেন্টলি ইনকাম করতে
পারবেন। Fiverr বা Upwork এখানে কাজ ধরে কাজ করতে হবে অর্থাৎ আপনি কাজ পাবেন কি
পাবেন না তার কোন সিউরিটি নেই। আপনি এখানে কাজ করলে ১০০% সিওর প্রতিমাসে আয় করতে
পারবেন।
বাংলা কন্টেন্ট রাইটিং সহজ না কঠিন?
বাংলা কন্টেন্ট রাইটিং সহজ না কঠিন তা অনেকের অজানা। বাংলা কনটেন্ট রাইটিং
সবচেয়ে সহজ একটি কাজ। বাংলা আর্টিকেল রাইটিং জব এর থেকে সহজ কাজ পৃথিবীর আর
কোথাও নেই। কোনরকম শারীরিক পরিশ্রম ছাড়াই শুধুমাত্র লেখালেখির মাধ্যমে এখান থেকে
ইনকাম করা যায়। বর্তমানে শিক্ষিত বেকার যুবক-যুবতীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।
তারা যদি বাংলা কনটেন্ট লিখে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারে তাহলে
দেশের উন্নতি সাধন হবে।
এজন্য অনেক বেকার যুবক-যুবতীদের বর্তমানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসতে দেখা
যাচ্ছে এবং তারা বাংলায় কনটেন্ট লিখে ইনকাম করছেন। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ
করার সুবিধা হচ্ছে এখানে নিজ স্বাধীন ভাবে কাজ করা যায়। অর্থাৎ যারা অন্যের
অধীনে কাজ করতে পছন্দ করেন না তাদের জন্য ফ্রিল্যান্সিং সবচেয়ে উপযুক্ত একটি
পেশা।
ইংরেজি আর্টিকেল রাইটিং জব কোথায় পাবো?
অনেকের মনে প্রশ্ন থাকে ইংরেজি আর্টিকেল রাইটিং জব কোথায় পাবো? তাই এখন আমি
আলোচনা করব ইংরেজি আর্টিকেল রাইটিং জব নিয়ে। আপনি কয়েকটি ওয়েবসাইট থেকে
ইংরেজিতে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
এই চারটা ওয়েবসাইট ছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি ইংরেজি
আর্টিকেল লিখে উপার্জন করতে পারবেন। এজন্য আপনাকে ইন্টারনেটে সার্চ করতে হবে,
গুগলের সাহায্য নিতে হবে এবং বিভিন্ন কনটেন্ট রাইটারদের সাথে যোগাযোগ রাখতে হবে।
আর্টিকেল রাইটিং কি?
ব্লগারের যারা নতুন তারা অনেকেই আর্টিকেল রাইটিং কি সে সম্পর্কে ধারণা থাকে না।
তাই এখন আমি আলোচনা করব আর্টিকেল রাইটিং কি সেই সম্পর্কে। গুগল ব্লগার এ বা
ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসইটে কোনো নিস নিয়ে লেখালেখি করাকে
আর্টিকেল রাইটিং বলে। ব্লগার ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি একটি
নিস অথবা মাল্টি নিস নিয়ে আর্টিকেল দেখতে পারবেন।
ওয়েব সাইটে আর্টিকেল রাইটিং করে গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে
পারবেন। আপনি যে বিষয়ে ভালো বুঝেন সে বিষয়ে আর্টিকেল লিখার চেষ্টা করবেন তাহলেই
আপনার আর্টিকেলটি মানসম্পন্ন হবে। আর্টিকেল মানসম্পন্ন না হলে সে আর্টিকেল
থেকে ভালো উপার্জন করা যায় না।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল রাইটিং জব করার জন্য আর্টিকেল লেখার নিয়ম জানতে হবে। আসলে বাংলা
আর্টিকেল লেখার নিয়ম এভাবে বোঝানো একটু কঠিন। প্র্যাকটিক্যালি আর্টিকেল লেখার
নিয়ম শিখলে সেই নিয়ম আয়ত্ত করতে সুবিধা বেশি হয় অর্থাৎ সহজে আয়ত্ত করা যায়।
তারপরেও আমি চেষ্টা করছি কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয় তা বোঝানোর।
প্রথমে আপনি যে টপিক নিয়ে কনটেন্ট লিখবেন বা আর্টিকেল লিখবেন সেই
টপিক গুগলে সার্চ করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার সার্চ করা টপিকের
রিলেটেড আরো অনেক টপিক রয়েছে। এখন সবগুলো কিওয়ার্ড আপনাকে নিয়ে নিতে হবে। এই
কিওয়ার্ড গুলো থেকে বাছাই করে একটি ফোকাস কিওয়ার্ড নিতে হবে এবং একটি
সেকেন্ডারি কিওয়ার্ড নিতে হবে।
ধরুন আপনি একটি ফোকাস কিওয়ার্ড নিলেন, একটি সেকেন্ডারি কিওয়ার্ড নিলেন এবং আরো
আটটি এক্সট্রা কিওয়ার্ড নিলেন গুগল থেকে। এখন টোটাল দশটি কিওয়ার্ড প্যারা
প্যারা করে টাইটেল সহ আপনাকে আর্টিকেলটি লিখতে হবে। আর্টিকেল সাধারণত ১৫০০-২০০০
শব্দের মধ্যে রাখা ভালো। এছাড়া আপনি ৩০০০ শব্দের বড় আর্টিকেল লিখতে পারলে আরো
ভালো। তবে চেষ্টা করবেন আপনার আর্টিকেলটি যেন এক হাজার শব্দের নিচে না হয়।
আর্টিকেলটি লেখার পূর্বে আর্টিকেলে ভূমিকা দিতে হবে। ভুমিকাতে অবশ্যই ফোকাস
কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড রাখতে হবে। এরপরে পুরো পোস্টে সামঞ্জস্য
মোতাবেক ফোকাস কিওয়ার্ড যুক্ত করতে হবে। পুরো পোস্টে দশ জায়গায় ফোকাস
কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে। আর্টিকেলে ফিচার ইমেজ যুক্ত করতে হবে এবং এই
ফিচার ইমেজের নেম, অলটার ট্যাগ, টাইটেল ট্যাগের ভিতর ফোকাস কিওয়ার্ড থাকতে হবে।
পুরো পোস্টে সেকেন্ডারি কিওয়ার্ড রাখতে হবে দুই জায়গায়।
অন্যান্য কিওয়ার্ডগুলো একবার করে ইমপ্লিমেন্ট করতে হবে। আর্টিকেল লেখা হয়ে
গেলে লেখক এর শেষ মন্তব্য দিয়ে আর্টিকেলটি সমাপ্ত করতে হবে। আর্টিকেল লেখা
সমাপ্ত হয়ে গেলে সে আর্টিকেলকে গুগলে ইনডেক্স করতে হবে। গুগলে আর্টিকেল ইনডেক্স
হওয়ার পরে সে আর্টিকেল থেকে যত ভিজিটর এবং ক্লিক আসবে ততো ইনকাম বৃদ্ধি পাবে। আর
এই ইনকামটি আপনি পাবেন Google এডসেন্স এর মাধ্যমে।
বাংলা আর্টিকেল লিখার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। শুধু আর্টিকেল লিখলে হবে না
আর্টিকেলকে ভালোভাবে SEO করতে হবে। আর্টিকেল লেখা থেকে শুরু করে আর্টিকেল এসইও
করার জন্য আপনাকে অবশ্যই একটি কোর্স কমপ্লিট করতে হবে।
প্রাকটিক্যালি ধারনা ছাড়া আপনি বাংলায় আর্টিকেল লিখে ইনকাম করতে
পারবেন না। বাংলায় আর্টিকেল লিখে ইনকাম করারা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম
সারোয়ার ইনফো। এখানে তাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি
করা শিখাবে, আপনাকে ওয়েবসাইট ডিজাইন করা শেখাবে, আপনাকে আর্টিকেল লেখা শেখাবে,
সর্বশেষে আর্টিকেল কিভাবে এসইও করে গুগলে পাবলিশ করতে হয় তা শিখিয়ে দিবে। এরপরে
গুগল এডসেন্সের মাদ্ধমে আপনি ডলার ইনকাম করতে পারবেন।
ইংরেজি আর্টিকেল লিখে আয়
আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষ হয়ে থাকেন এবং ইংরেজি ভালো বোঝেন তাহলে ইংরেজি
আর্টিকেল লিখে আয় করতে পারবেন। বাংলায় আর্টিকেল লিখে যা আয় করা যায়, ইংরেজিতে
আর্টিকেল লিখে তার চেয়ে অনেক বেশি আয় করা যায়। মনে রাখতে হবে ইংরেজিতে
আর্টিকেল লিখার প্রতিযোগিতা অনেক বেশি কারণ সারা বিশ্বের অধিকাংশ মানুষ ইংরেজি
ভাষায় কথা বলে। এই কারণে ইংরেজিতে প্রতিযোগিতা বেশি।
বাংলায় আর্টিকেল লিখলে যেহেতু শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষগণ শুধু বাংলা
বোঝে, সেহেতু এখানে প্রতিযোগিতা কম। ইংরেজিতে আর্টিকেল লিখলে অনেক ইম্প্রেশন এবং
ক্লিক পাওয়া যাবে এটা স্বাভাবিক। তবে তার মানে এই নয় যে বাংলায় আর্টিকেল লিখলে
আপনার উপার্জন খুব বেশি কম হবে। আমার দেখা অনেকেই প্রতি মাসে ওয়েবসাইটে বাংলা
কনটেন্ট লিখে ৫০ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে।
পত্রিকায় লিখে টাকা আয়
কোন একটা ওয়েবসাইটে লেখালেখি করে ইনকাম করা এবং পত্রিকায় লিখে টাকা আয় করা একই
বিষয়। আপনি যখন কোন একটি আইটি প্রতিষ্ঠানে লেখালেখির কাজ করে দিবেন তখন তারা
আপনাকে পেমেন্ট প্রদান করবে। ঠিক তেমনি আপনি যখন কোন একটি পত্রিকায় আর্টিকেল
লিখে দিবেন তারাও আপনাকে পেমেন্ট প্রদান করবে।
পত্রিকায় লেখালেখি করার জন্য আপনাকে এসইও জানতে হবে। আপনি কনটেন্ট রাইটিং এ এসইও
না জানলে কোন পত্রিকা থেকে আপনাকে লেখালেখির জব অফার করবে না এবং কোনো পত্রিকায়
আপনি লেখালেখির চাকরি করতে পারবেন না। পত্রিকায় লেখালেখি করার জন্য বাংলাদেশের
বিভিন্ন নাম করা পত্রিকা গুলোর সাথে যোগাযোগ করলে তারা আপনাকে দিকনির্দেশনা সমুহ
বলে দিবে যে কিভাবে লেখালেখির জন্য কাজ করবেন।
তবে পত্রিকা থেকে খুব বেশি ইনকাম করা যায় না কারণ লেখালেখি করলে খুব বেশি বেতন
তারা প্রদান করে না। শুধুমাত্র সারোয়ার ইনফো ছাড়া বাংলাদেশের আর কোন
সেক্টরে লেখালেখি করে ভালো বেতন প্রদান করা আমি দেখিনি। এজন্য আমি সাজেস্ট করছি
পত্রিকায় লেখালেখি করার চেয়ে আপনারা সারোয়ার ইনফোতে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখে
লেখালেখি করুন। পত্রিকায় লেখালেখি করে সময় দিয়ে যা টাকা ইনকাম করবেন, সেই
সময়টুকু সারোয়ার ইনফোতে প্রদান করে লেখালেখি করার মাধ্যমে বেশি টাকা ইনকাম করতে
পারবেন।
বাংলা গল্প লিখে আয়
আপনি আপনার নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করে বাংলা গল্প লিখে আয় করতে পারবেন।
এছাড়া আপনি যদি চান বিভিন্ন পত্রপত্রিকায় বা ম্যাগাজিনে বাংলা গল্প লিখে ইনকাম
করতে তাও পারবেন। দৈনিক প্রথম আলো বা দৈনিক ইত্তেফাক সহ আরো অনেক পত্র পত্রিকা
রয়েছে যারা বাংলাদেশের তরুণদের লেখালেখির সুযোগ দিয়ে থাকে।
বাংলাদেশের অনেক জনপ্রিয় ম্যাগাজিন রয়েছে যারা গল্প লিখে আয় করার সুযোগ প্রদান
করে। তবে আমার মতে আপনার যদি একটি ওয়েবসাইট না থাকে তাহলে একটি ওয়েবসাইট তৈরি
করুন। কারণ নিজস্ব ওয়েবসাইটে নিজে গল্প লিখে ইনকাম বেশি করতে পারবেন। আপনার
গল্পের মান যদি ভাল হয় এবং আপনি যদি ভালো এসইও করতে পারেন তাহলে আপনি অন্যদের
ওয়েবসাইটে কাজ করার চেয়ে নিজের ওয়েবসাইটে বেশি ইনকাম করতে পারবেন।
গল্প কবিতা লিখে আয় করে বিকাশে পেমেন্ট
বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রিতে করায় সারোয়ার ইনফো।
এখানে একটি টিম রয়েছে যারা লেখালেখি করে ইনকাম করে। আপনি সেই টিমে যোগদান করতে
পারেন। এই টিমে যারা লেখালেখি করে তারা বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট লিখে থাকে।
আপনি যদি গল্প কবিতায় অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি এখানে গল্প কবিতা লিখে আয়
করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
সারোয়ার ইনফো ছাড়াও আরো অনেক সাইট পাবেন যেখানে লেখালেখি করে বিকাশ বা নগদে
পেমেন্ট প্রদান করা হয় কিন্তু সে সমস্ত সাইটগুলো বিশ্বস্ত সাইট কিনা এটা আপনাকে
যাচাই বাছাই করতে হবে। আমি যেহেতু সারোয়ার ইনফো সাথে কাজ শুরু করেছি সেহেতু
অন্যান্য আইটি প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা নেই।
এজন্য আমি বলতে পারছি না অন্য কোনো আইটি প্রতিষ্ঠান লেখালেখির কাজ করে
বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য ভালো না খারাপ। আমি এখানে এসেছি কারণ সারোয়ার
ইনফো সম্পর্কে আমি খোজ নিয়েছি এবং ব্যক্তিগত ভাবে সারোয়ার ইনফোর সার্ভিস
আমার কাছে খুব ভালো লেগেছে।
ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং নিস
ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং নিস হচ্ছে কোন একটি নিস সিলেক্ট করে ওয়েবসাইটে
লেখালেখি করা। আপনি যদি একের অধিক বিষয়ে অভিজ্ঞ হন তাহলে আপনি মাল্টি মিস নিয়ে
লেখালিখি করতে পারবেন। নিস অর্থ হল কোন বিষয়। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ
ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা কেউ কেউ তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ, আবার কেউ কেউ
নিউজ লেখা লেখিতে অভিজ্ঞ, আবার কেউ খেলাধুলা সম্পর্কে বেশি অভিজ্ঞ, মেয়েরা
সাধারণত রূপচর্চা বিষয়ক জ্ঞানে অভিজ্ঞ।
এই যে তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, নিউজ, রূপচর্চা এসকল বিষয়গুলো হচ্ছে এক একটি নিস
বা বিষয়। ফ্রিল্যান্সিং কনটেন্ট রাইটিং এর জন্য আপনার যদি কোন একটি বিষয়ে জ্ঞান
নাও থাকে তবুও আপনি মাল্টি নিস গুলো নিয়ে কনটেন্ট লিখতে পারবেন। অর্থাৎ আপনি কোন
একটি বিষয় অভিজ্ঞ না হয়েও যে যে বিষয় আপনি বুঝবেন সেই সেই বিষয়ে কন্টেন্ট
লিখে ইনকাম করতে পারবেন।
কন্টেন্ট রাইটিং কেন প্রয়োজন?
আপনি যখন কোন কিছু সার্চ করার জন্য গুগলের সহায়তা নেন, তখন গুগল আপনাকে সেই
কন্টেন্ট গুলো সাজেস্ট করে যা আপনি সার্চ করেন। আপনি সার্চ করে যেই টপিকগুলো পান
এগুলো আপনার মতই অন্য কেউ ওয়েবসাইটে লিখে গুগলে পাবলিশ করেছে। অর্থাৎ সেই
ব্যক্তি যদি তার ওয়েবসাইটে লিখে গুগলে পাবলিশ না করতো তাহলে আপনি সেই টপিক
সম্পর্কে কোন ধারণা পেতেন না।
আরো সহজ ভাবে বলা যায় ধরুন আপনি কোন একটি টপিক বোঝেন না এবং সে টপিক বোঝার জন্য
গুগলে সার্চ দিয়ে সেই টপিক সম্পর্কে জ্ঞান অর্জন করলেন। এখন কেউ যদি সে টপিক
সম্পর্কে না লিখতো তাহলে আপনার সেই টপিক সম্পর্কে জানা হত না। এজন্য গুগল চায়
বেশি বেশি কন্টেন্ট রাইটার। Google সব সময় চাই তার তথ্যভাণ্ডারকে বেশি বেশি তথ্য
দিয়ে সমৃদ্ধ করতে, আর এজন্য গুগলের প্রয়োজন কনটেন্ট রাইটারদের। আশা করছি
কন্টেন্ট রাইটিং কেন প্রয়োজন বুঝতে পেরেছেন।
বাংলাদেশের অনলাইন ইনকাম সাইট
বাংলাদেশের অনলাইন ইনকাম সাইট জানার জন্য আপনাকে গুগলের সহায়তা নিতে হবে। আপনার
পরিচিত ভাই, বোন, আত্মীয়-স্বজন, যদি কেউ ফ্রিল্যান্সিং করে তাহলে তাদের সহায়তা
নিতে হবে। অনলাইন জগতে বর্তমানে প্রতারণার সংখ্যা বেড়ে গেছে। আর তাই ভেবেচিন্তে
অনলাইন জগতে কাজ করতে হবে। আমি এখন কিছু অনলাইন সাইটের নাম বলব যেগুলো থেকে আপনি
ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন।
বাংলাদেশে অনলাইন ইনকাম সাইট সমূহ নিম্নরূপ:
সারোয়ার ইনফো: ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য বাংলাদেশের সবচেয়ে
জনপ্রিয় আইটি হচ্ছে সারোয়ার ইনফো। এখানে আপনি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং
কোর্স করে সহজে ইনকাম করতে পারবেন। এছাড়াও তাদের ওয়েবসাইটে বাংলা
আর্টিকেল রাইটিং জব বা লেখালেখি করেও আয় করার সুব্যবস্থা রয়েছে।
ফাইবার: বাংলাদেশের অনলাইনে ইনকাম করার জন্য জনপ্রিয় একটি সাইট
হচ্ছে fiverr.com । এই সাইট থেকে আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা আপনার
ক্লায়েন্টকে দেখিয়ে ইনকাম করতে পারবেন। এখানে আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন
যারা আপনাকে কাজ দেবে। আপনার কাজ যত ভালো দেখাতে পারবেন ক্লায়েন্ট আপনাকে ততো
বেশি কাজ দিবে। আবার আপনার কাজ যত ভালো হবে ক্লায়েন্টরা আপনাকে ততো বেশি ডলার
প্রদান করবে।
আপওয়ার্ক: ফাইবারের মতোই আপওয়ার্ক একটি জনপ্রিয় ওয়েবসাইট। আপনি
যদি ওয়েব ডিজাইন ভালো পারেন বা গ্রাফিক ডিজাইন ভালো পারেন তাহলে এই সাইট থেকে
অনেক ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি যেকোন দক্ষতা যেমন আর্টিকেল রাইটিং, ডাটা
এন্ট্রি, ওয়েবসাইট তৈরি করে দেওয়া ইত্যাদি কাজ করেও এখান থেকে ইনকাম করতে
পারবেন।
ফ্রিল্যান্সার ডট কম: এই ওয়েবসাইট টাও বর্তমানে বাংলাদেশে অনেক
জনপ্রিয়। উপরের দুইটা ওয়েবসাইটের মতই এই ওয়েবসাইটে আপনি কাজের দক্ষতা অভিজ্ঞতা
দেখিয়ে ক্লাইন্টের কাছ থেকে কাজ নিয়ে অনেক উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সার
ডট কম থেকেও অনেক ব্যক্তি ভালো ভালো কাজ পাচ্ছে এবং অনেক ডলার উপার্জন করতে
পারছে।
সহজ ডট কম: আপনি যদি অনলাইনে কোন সেবা বা পণ্য বিক্রি করতে চান তাহলে
সহজ ডট কম আপনার জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট হতে পারে। বর্তমানে সহজ ডট কমে
অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান অনলাইনে তাদের পণ্য বিক্রি করে ইনকাম করছে।
অনেক ফ্রিল্যান্সারদের কাছেও সহজ ডট কম এখন ইনকাম করার বিশ্বস্ত একটি মাধ্যম। সহজ
ডট কম বাংলাদেশে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে।
পাঠাও ডট কম: আপনারা যারা ঢাকা এবং চট্টগ্রামে থাকেন তাদের মধ্যে
অনেকেই পাঠাও ডট কমে জব করেন। পাঠাও ডট কম সাধারণত প্রদান করে যোগাযোগ পরিষেবা।
রাইট শেয়ার, গাড়ি চালানো, মোটরসাইকেল চালিয়ে ইনকাম করার জন্য এই ওয়েবসাইট টা
বেস্ট। পাঠাও ডট কম এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাইট শেয়ারিং বা রাইট
শেয়ারিং যোগাযোগ পরিষেবা।
বিক্রয় ডট কম: আপনি যে কোন পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে ইনকাম
করতে হলে Bikroy.com কে বেছে নিতে পারেন। Bikroy.com এর বর্তমানে অনেক প্রতারণা
বেড়ে গেছে এজন্য আপনাকে অনেক সাবধানতার সহিত এখান থেকে পন্য ও সেবা কেনাবেচা
করতে হবে। Bikroy.com এমন একটি সাইট যেখানে আপনি যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রদান
করতে পারবেন।
আমাজন ডট কম: বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট
হচ্ছে Amazon.com ওয়েবসাইট। যারা অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করতে চাই তারা
সকলেই আমাজন ডট কমে এফিলিয়েট মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করছে। আপনি
Amazon.com এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইট বা সোশ্যাল
মিডিয়ায় মার্কেটিং করে নির্দিষ্ট পরিমাণ কমিশন অর্জন করে ইনকাম করতে পারবেন।
ফেসবুক ডট কম: বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে। এজন্য
আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন তাহলে অনেক ভিজিটর পাবেন। ফেসবুকে মার্কেটিং
করার মাধ্যমে বর্তমানে অনেক মানুষ পন্য ও সেবা বিক্রি করছেন। ফেসবুকে মার্কেটিং
করতে আপনার কোন দোকান দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনি বাসায় বসেই এই ব্যবসা
করতে পারবেন সহজেই। তবে ফেসবুকে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে। যদি
আপনার ক্রেতাদের সাথে সৎ থেকে ব্যবসা করেন তাহলে আপনার ক্রেতা দিন দিন বৃদ্ধি
পাবে এবং আপনি কোনো দোকান না দিয়েও বাসায় বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে
পারবেন।
ইউটিউব ডট কম: ফেসবুকের মতোই Youtube এ আপনি আপনার পণ্য সেবা
বিজ্ঞাপন দিতে পারবেন। নিজেই ইউটিউবে চ্যানেল খুলে সেই চ্যানেলে হাজার হাজার
ভিজিটর নিয়ে আসতে পারবেন, যদি আপনার প্রদান করা সেবাটি ভালো হয়। বাংলাদেশের
মানুষ ইউটিউব এবং ফেসবুক বেশি ব্যবহার করে যার কারণে এই দুইটা ওয়েবসাইটে আপনি
যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
গুগল ডট কম: বর্তমানে ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম
হচ্ছে গুগল। গুগলে ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ওয়েবসাইট তৈরি করতে
হবে এবং সেই ওয়েবসাইটে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইন
করার পরে সেই ওয়েবসাইটে আপনি কনটেন্ট লিখে ইনকাম করতে পারবেন। ওয়েবসাইট কনটেন্ট
লেখার পরে সেই কনটেন্ট আপনাকে এসইও করা জানতে হবে। এসইও না করা পর্যন্ত আপনার
কন্টেন্ট গুগলের প্রথম পেজে প্রদর্শন হবে না। আপনার কনটেন্ট গুগলের প্রথম পেজে
থাকলে আপনার ইনকাম বেশি হবে। গুগলের এই ইনকাম গুগল আপনাকে প্রদান করবে গুগল
এডসেন্সের মাধ্যমে।
FAQ: বাংলা আর্টিকেল রাইটিং জব - বাংলায় লিখে আয় করার সাইট
বাংলা আর্টিকেল রাইটিং জব কী?
বাংলা আর্টিকেল রাইটিং জব হল এমন একটি কাজ, যেখানে আপনি বাংলা ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আর্টিকেল লেখেন এবং এর মাধ্যমে আয় করেন।
কীভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করা যায়?
আপনি বাংলা আর্টিকেল লিখে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, কনটেন্ট রাইটিং কোম্পানি বা নিজের ব্লগে লেখালেখি করে আয় করতে পারেন।
বাংলা কনটেন্ট রাইটিং জবের জন্য কোন সাইটগুলো ভালো?
বাংলা কনটেন্ট রাইটিং জবের জন্য সারোয়ার ইনফো, Fiverr, Upwork, Freelancer.com ইত্যাদি সাইটগুলো জনপ্রিয় এবং বিশ্বস্ত।
বাংলা কনটেন্ট রাইটিং কি সহজ না কঠিন?
বাংলা কনটেন্ট রাইটিং সহজ কাজ, যদি আপনার লেখালেখির দক্ষতা এবং বাংলা ভাষার প্রতি ভালো ধারণা থাকে।
বাংলা কনটেন্ট রাইটিং জব কোথায় পাবো?
আপনি বাংলা কনটেন্ট রাইটিং জব সারোয়ার ইনফো বা অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে পেতে পারেন।
সারোয়ার ইনফো কী এবং কেন এটি ভালো সাইট?
সারোয়ার ইনফো একটি জনপ্রিয় আইটি প্রতিষ্ঠান, যা বাংলা আর্টিকেল রাইটিং জব দেয় এবং এখানে ফ্রি কোর্সের মাধ্যমে লেখালেখির দক্ষতা বাড়ানোর সুযোগ থাকে।
আর্টিকেল লেখার জন্য SEO শেখা কি প্রয়োজন?
হ্যাঁ, SEO (Search Engine Optimization) শেখা প্রয়োজন, কারণ এটি আপনার আর্টিকেলকে গুগলে ভালো র্যাঙ্ক করতে সাহায্য করে। সারোয়ার ইনফো সহ অনেক প্রতিষ্ঠান SEO শেখার সুযোগ দেয়।
বাংলা আর্টিকেল রাইটিং জবের বিভিন্ন পদ কী কী?
সারোয়ার ইনফোতে সাধারণ রাইটার এবং এলিট রাইটার দুইটি পদ রয়েছে। সাধারণ রাইটাররা দৈনিক ২টি ১৫০০ শব্দের আর্টিকেল লেখেন, আর এলিট রাইটাররা ৩০০০ শব্দের একটি আর্টিকেল লেখেন।
ইংরেজিতে আর্টিকেল লিখে কি বেশি আয় করা যায়?
হ্যাঁ, ইংরেজিতে আর্টিকেল লিখলে বিশ্বের অনেক বড় প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, যা আপনাকে বেশি আয় করতে সাহায্য করবে। তবে বাংলা আর্টিকেল লেখেও ভালো আয় করা সম্ভব।
বাংলা আর্টিকেল লিখে কিভাবে পেমেন্ট পাবো?
বাংলা আর্টিকেল লিখে পেমেন্ট সাধারণত PayPal, ব্যাংক ট্রান্সফার, বিকাশ বা নগদ এর মাধ্যমে পাওয়া যায়, যা আপনি যে সাইটে কাজ করবেন তার ওপর নির্ভর করে।
লেখক এর শেষ মন্তব্য
পরিশেষে যায় বাংলা আর্টিকেল রাইটিং জব ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে সহজ একটি
কাজ, যদি আপনি ভালো একটি আইটি সেক্টরে আর্টিকেল রাইটিং কৌশল এবং এসইও ভালোভাবে
শিখতে পারেন তাহলে আপনি বাংলায় হোক আর ইংরেজিতে হোক যে কোন ভাষায় কন্টেন্ট লিখে
হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি
অন্যদের ওয়েবসাইটে আর্টিকেল লিখেও ইনকাম করতে পারবেন।
Sarwar Info
I am Sarwar Hossain an SEO specialist, Web designer, Google blogger, Wordpress blogger, Digital marketer, Affiliate marketer, CPA marketer, Bangla & English content writer.