মোবাইল কেনার আগে যা যা জানা দরকার ২০২৫

মোবাইল কেনার আগে যা যা জানা দরকার সে বিষয় সম্পর্কে অনেকে জানতে চান। তাই আজকে আমি আলোচনা করব একটি মোবাইল কেনার পূর্বে কি কি বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। এ সমস্ত বিষয়গুলো জানলে আপনি একটি ভালো মোবাইল কেনার ধারনা পাবেন।

মোবাইল-কেনার-আগে-যা-যা-জানা-দরকার
এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি মোবাইল কেনার আগে যা যা জানা দরকার ও মোবাইল কেনার আগে করণীয় বিষয় সম্পর্কে এ টু জেড তথ্য জানতে পারবেন আশা করি।

পেজ সূচিপত্রঃ মোবাইল কেনার আগে যা যা জানা দরকার

মোবাইল কেনার আগে যা যা জানা দরকার

মোবাইল কেনার আগে যা যা জানা দরকার সে বিষয়ে আমরা অনেকেই জানিনা। একটি মোবাইল কিনতে হলে সর্বপ্রথম কিছু ধারনা থাকা জরুরি মোবাইল সম্পর্কে। কারণ একটি মোবাইলের ভেতরে যে সমস্ত সফটওয়্যার হার্ডওয়ার বা অন্যান্য আরো ইকুইপমেন্ট থাকে এ সমস্ত ইকুইপমেন্ট সমুহ সকল মোবাইলের একই রকম হয় না। যার ফলে মোবাইলের পারফরমেন্সের অনেক পার্থক্য দেখা যায়।
মোবাইল-কেনার-আগে-যা-যা-জানা-দরকার
আমরা সাধারণ মানুষগণ এ সমস্ত বিষয়ে জানিনা বলে মার্কেটে মোবাইল কিনতে গিয়ে যেটি দেখতে ভালো লাগে সেটি কিনে নিয়ে চলে আসি। বর্তমানে বাংলাদেশের বাজারে যে মোবাইল গুলো দেখতে সুন্দর সেই মোবাইল গুলো বেশি বিক্রি হয় কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মোবাইলের ভেতরের হার্ডওয়ার সফটওয়্যার প্রসেসর বিষয়ে অজ্ঞ অর্থাৎ কোন জ্ঞান নেই।

মোবাইলের বাজেট সম্পর্কে জানতে হবে: মোবাইল কেনার আগে আপনাকে অবশ্যই আপনার বাজেট নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনি কত টাকার মধ্যে মোবাইল কিনবেন তা নির্ধারণ করতে হবে। কারণ মার্কেটে কম টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত মোবাইল পাওয়া যায়। আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে ১৫ হাজার টাকার মধ্যে বর্তমানে কোন কোন মোবাইল মার্কেটে রয়েছে তা বের করতে হবে। বের করার পরে এই সমস্ত মোবাইল গুলো ইন্টারনেটে সার্চ করতে হবে। 

সবচাইতে ভালো হয় যদি আপনি এই সমস্ত মোবাইল গুলো ইউটিউবে রিভিউ দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাজেটের মধ্যে কোন মোবাইলটি সবচাইতে সেরা। তবে এখন ইউটিউবাররা রিভিউ দেওয়ার জন্য কোম্পানির কাছ থেকে স্পন্সর নেই অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে টাকার মাধ্যমে রিভিউ প্রদান করে। যার কারণে খারাপ মোবাইল হলেও রিভিউ করার সময় অনেকেই সেই মোবাইলকে ভালো মোবাইল বলে চালিয়ে দেয়। এজন্য আপনার বাজেট অনুযায়ী মার্কেটের সকল মোবাইল দেখে শুনে বুঝে তারপরে একটা কিনতে হবে।

মোবাইলের প্রসেসর সম্পর্কে জানতে হবে: মোবাইলের হৃদপিণ্ড হচ্ছে মোবাইলের প্রসেসর। মোবাইল কেনার আগে আপনি কোন প্রসেসরের মোবাইল কিনবেন সে বিষয়ে ভাবতে হবে। বাজারে সাধারণত কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক প্রসেসর বেশি দেখতে পাওয়া যায়। বাজারের অধিকাংশ ফোন গুলোর প্রসেসর স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক। তবে স্যামসাংয়ের একটি নিজস্ব প্রসেসর রয়েছে সে প্রসেসর দিয়ে স্যামসাং বর্তমানে অনেক ফোন বাজারে আনছে। Samsung এর প্রসেসরের নাম এক্সিনোজ প্রসেসর। 

তবে স্যামসাং শুধু এক্সিনোজ প্রসেসর দিয়ে বাজারে ফোন নিয়ে আসে না, Samsung কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক প্রসেসর দিয়েও বাজারে ফোন লোঞ্চ করে। মিডিয়াটেক প্রসেসর সাধারণত বেশি হিটিং সমস্যা দেখা দেয়। এছাড়া স্যামসাংয়ের এক্সিনোজ আগে অনেক গরম হত। Samsung তাদের এক্সিনোজ প্রসেসর বর্তমানে কেমন করেছে তা জানার জন্য গুগল ইউটিউবে সার্চ করুন। তবে আমি যতটুকু জানি স্যামসাংয়ের এক্সিনোজ প্রসেসর এখনো হিটিং সমস্যা রয়েছে। বর্তমানে সবচাইতে ভালো প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।


সারা বিশ্বে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর আসার পরে খুব জনপ্রিয়তা পেয়েছে। অধিকাংশ মোবাইল বিষয়ে জ্ঞানী মানুষরা বর্তমানে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের মোবাইল নিতে সাজেশন দেয় কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন বর্তমানে একটি ট্রাস্টেড প্রসেসর। বর্তমানে মিডিয়াটেক প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন এর সাথে প্রতিযোগিতা করার জন্য অনেক চেষ্টা করছে এবং ভালো ভালো প্রসেসর নিয়ে আসছে।

মিডিয়াটেক প্রসেসর আগের থেকে অনেক উন্নতি করেছে তাই আপনি পূর্বের মিডিয়াটেক প্রসেসর না নিয়ে নতুন মিডিয়াটে প্রসেসর মোবাইল নিতে পারেন। অ্যাপেল তাদের মোবাইলের প্রসেসর হিসেবে Bionic Chip ব্যবহার করে যা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এবং পাওয়ারফুল প্রসেসর হিসেবে বিবেচনা করা হয়। Huawei মোবাইলে তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করে, হুয়াওয়ে মোবাইলের প্রসেসরের নাম হচ্ছে Kirin প্রসেসর। হুয়াওয়ে মোবাইলের কিরিন প্রসেসরের হিটিং সমস্যা রয়েছে। একটা কথা মনে রাখবেন প্রসেসর যত ছোট হবে মোবাইলে পারফরম্যান্স ততো ভালো হবে।

মোবাইলের ডিসপ্লে সম্পর্কে জানতে হবে: মোবাইল কেনার আগে যা জানা দরকার তা হলো মোবাইলের ডিসপ্লে। যে মোবাইলের ডিসপ্লে ভালো এবং সুন্দর সেই মোবাইল ব্যবহার করতে অনেক মজা পাওয়া যায়। মোবাইলের ডিসপ্লে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। মোবাইলের ডিসপ্লের মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লে হচ্ছে সুপার এমুলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ফটো এবং ভিডিও এর কালার অনেক সুন্দর পাওয়া যায় অর্থাৎ একুরেট কালার পাওয়া যাবে। 

অন্যদিকে সুপার এমোলেড ডিসপ্লে ব্যতীত আরো অনেক ডিসপ্লে রয়েছে যেমন এইচডি ডিসপ্লে বা এইচডি+ ডিসপ্লে বা ফুল এইচডি ডিসপ্লে বা ফুল এইচডি+ ডিসপ্লে। এইচডি ডিসপ্লে থেকে ফুল এইচডি ডিসপ্লে বেশি উন্নত। এইচডি ডিসপ্লে বা ফুল এইচডি ডিসপ্লে তে আপনি সুপার এমোলেড ডিসপ্লের মত একুরেট ভাইব্রেনট কালার না পেলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কালার এবং ডিসপ্লে পেয়ে যাবেন। 

আসলে মোবাইলের দামের উপরে ভিত্তি করে মোবাইল কোম্পানিরা মোবাইলে ডিসপ্লে ব্যবহার করে। মোবাইলের দাম যদি বেশি হয় তাহলে সাধারণত সুপার এমোলেড ডিসপ্লে সেই মোবাইলে ব্যবহার করে। আর মিড বাজেটের মোবাইলগুলোতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়। লো বাজেটের মোবাইলগুলো এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়। 

অর্থাৎ মোবাইল কেনার আগে আপনাকে মোবাইলের ডিসপ্লে সম্পর্কে জানতে হবে। বর্তমানে আরেকটি ভালো ডিসপ্লে বের হয়েছে যার নাম হচ্ছে ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিও সুপার এমোলেড ডিসপ্লের মত কালার দেয়। অ্যাপেলের ডিসপ্লের নাম হচ্ছে রেটিনা ডিসপ্লে। Samsung তাদের মোবাইলে সব সময় সুপার এমোলেড ডিসপ্লে বেশি ব্যবহার করে। Samsung এর মিড বাজেটের ফোনে সুপার এমোলেড ডিসপ্লে পাওয়া যায় না। ডিসপ্লের দিক দিয়ে ফোনের রাজা হচ্ছে স্যামসাং।

মোবাইলের ক্যামেরা সম্পর্কে জানতে হবে: আপনি যদি ফটো তুলতে ভালোবাসেন তাহলে আপনাকে মোবাইল কিনতে যাওয়ার আগে কোন মোবাইলের ক্যামেরা ভালো সে সম্পর্কে জেনে তারপরে মোবাইল কিনতে হবে। অবশ্যই এক্ষেত্রেও বাজেটের উপরে নির্ভর করতে হবে কারণ আপনার বাজেট যত বেশি হবে আপনার মোবাইলের ক্যামেরা ততো বেশি ভালো হবে। 

তবে বর্তমানে মিড বাজেটের অনেক মোবাইলে ভালো ভালো ক্যামেরা প্রসেসর ব্যবহার করা হচ্ছে। বর্তমানে মিড বাজেটের মোবাইলগুলোতে ক্যামেরা নিয়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে। একটি মোবাইলের ক্যামেরা বেশি হলেই সে মোবাইলে থেকে ফটো কোয়ালিটি ভালো পাওয়া যাবে এটা ভুল ধারণা। 

তাই মোবাইল কিনতে যাওয়ার আগে গুগল ইউটিউব থেকে ভালোভাবে মোবাইলের ক্যামেরা সম্পর্কে জেনে তারপরে মোবাইল কিনতে যাওয়া উচিত। আমার জানা মতে সনি সেন্সরের ক্যামেরা গুলো থেকে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায়। এছাড়াও রয়েছে স্যামসাং সেন্সর এবং Omni Vision সেন্সর। সাধারণত বেশি বাজেটের মোবাইল গুলোকে সনি সেনসর দেখতে পাওয়া যায়, মিড বাজেটের মোবাইল গুলোতে Samsung সেন্সর এবং লো বাজেটের মোবাইল গুলোতে Omni Vision সেন্সর দেখতে পাওয়া যায়।

মোবাইলের র‍্যাম ও রোম সম্পর্কে জানতে হবে: মোবাইল কেনার আগে যা জানা দরকার তা হল মোবাইলের র‍্যাম ও রোম। মোবাইল কেনার আগে অবশ্যই মোবাইলের র‍্যাম ও রোম সম্পর্কে ধারণা থাকতে হবে। অবশ্য বাজেটের উপর নির্ভর করে র‍্যাম ও রোম বেশি পাওয়া যায়। আপনার মোবাইল কেনার বাজেট যত বেশি হবে আপনি ততো বেশি র‍্যাম ও রোম পাবেন। বর্তমানে র‍্যামের আপডেট ভার্সন চলছে LPDDR5 ভার্সন। যতদিন যাবে এই ভার্সন টি ততই আপডেট হবে।

অর্থাৎ এখন মোবাইল নিতে হলে আপনাকে LPDDR5 ভার্সন বা তার চেয়ে বেশি র‍্যামের মোবাইল নিতে হবে। র‍্যামের ভার্সন প্রতিবছর পরিবর্তন হয়। আপনি যদি নরমাল ব্যবহারের জন্য মোবাইল কিনতে চান তাহলে আপনি ৪ জিবি অথবা ৬ জিবি র‍্যামের মোবাইল কিনলেই যথেষ্ট।

আর আপনি যদি গেম খেলার জন্য বা অনেক ভারী ভারী কাজ করার জন্য মোবাইল কিনতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন ৮ জিবি র‍্যামের মোবাইল কিনতে হবে। মোবাইলের রোম একটু বেশি দেখে কেনা ভালো কারণ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে সকল প্রকারের ফাইলসমূহ দিন দিন বড় হয়ে যাচ্ছে। ফাইল যত বড় হবে মোবাইলে জায়গা ততো বেশি প্রয়োজন হবে।

অ্যান্ড্রয়েড ভার্সন বা অপারেটিং সিস্টেম দেখে মোবাইল কিনতে হবে: মোবাইলের OS লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দেখে কিনতে হবে। বর্তমানে এন্ড্রয়েড ভার্সন ১৫ চলছে। কিছুদিনের মধ্যে এন্ড্রয়েড ভার্সন ১৬ রিলিজ হবে। পুরনো এন্ড্রয়েড ভার্সন ব্যবহার না করাই ভালো কারণ পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে আপনি অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাবেন না। চেষ্টা করবেন নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের মোবাইল গুলো নিতে। 

নতুন এন্ড্রয়েড ভার্সনের মোবাইল নিলে আপনি স্মুথনেস বেশি পাবেন এবং সকল ধরনের অ্যাপ কোন রকম বাফারিং ছাড়াই ব্যবহার করতে পারবেন। Iphone তাদের অপারেটিং সিস্টেম হিসেবে IOS ব্যবহার করে। বাকি অন্যান্য যে সকল মোবাইল গুলো রয়েছে তারা গুগলের ANDROID OS মোডিফাই করে ব্যবহার করে।

ব্যাটারি দেখে মোবাইল কিনতে হবে: ব্যাটারির সাথে প্রসেসরের সম্পর্ক রয়েছে। প্রসেসর যত ছোট হবে ব্যাটারি ততো ভালো পারফরম্যান্স প্রদান করবে। এজন্য সর্বপ্রথম একটি ভালো প্রসেসরের মোবাইল কিনতে হবে। তাহলে আপনি যে কোন মোবাইলে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ব্যাটারি হেলথ পাবেন। মোবাইলের হিটিং সমস্যা সাধারণত ব্যাটারি থেকে আসে। 

প্রসেসর ভালো হলে ব্যাটারি গরম কম হয় ফলে মোবাইল গরম হয় না। বর্তমান মার্কেটে বাজারে ৪ হাজার mah থেকে ৬ হাজার mah এর ব্যাটারি দেখতে পাওয়া যায়। ব্যাটারির mah যত বেশি হবে ব্যাটারীতে চার্জ ততো ভালো থাকবে। সাধারণত স্ন্যাপড্রাগন প্রসেসরের মোবাইল গুলোতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়, ব্যাটারির হেলথ ভালো থাকে এবং ব্যাটারি কম গরম হয়।

ফাস্ট চার্জিং সাপোর্ট: ফাস্ট চার্জিং সাপোর্ট হচ্ছে কম সময়ের মধ্যে মোবাইল সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। যে সমস্ত মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সে সমস্ত মোবাইল এখন কিনতে হবে। কারণ মোবাইলের ব্যাটারি mah দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে মোবাইলে চার্জ হতে ততো বেশি সময় লাগছে। এজন্য ফাস্ট চার্জিং সাপোর্ট দেখে মোবাইল কিনতে হবে তাহলে মোবাইলের mah যত বেশি হোক খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে।

E-Sim ব্যবহারের সুবিধা: যে সমস্ত মোবাইলে বর্তমানে E সিমের ব্যবহার করা যাবে সেই মোবাইল কিনতে হবে। কারণ ভবিষ্যতে এই E Sim এর উপর ভিত্তি করে আমাদের কথা বলতে হবে। এমন একটি সময় আসবে যখন স্যাটেলাইটের মাধ্যমে E সিম ব্যবহার করতে হবে। তাই মোবাইল কিনতে হলে আমাদের E-Sim ব্যবহারের সুবিধা আছে এমন মোবাইল কিনতে হবে।

দুটি সিম ব্যবহারের সুবিধা দেখে মোবাইল কিনতে হবে: বাজারে অনেক মোবাইল রয়েছে যে সমস্ত মোবাইলে শুধুমাত্র একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। অনেক সময় আমাদের দুইটি সিমের প্রয়োজন পড়ে এজন্য যে ফোনে দুইটি সিমের সাপোর্ট রয়েছে সেই মোবাইল কিনতে হবে। 

আবার অনেকে রয়েছে মোবাইল শুধুমাত্র নির্দিষ্ট কাজের জন্য কিনে থাকেন তারা একটি সিমের মোবাইল কিনতে পারেন কারণ একটি সিমের মোবাইল গুলো সাধারণত স্লিম হয় এবং দেখতে ভাল হয়। যারা সেকেন্ডারি ফোন হিসেবে একটি মোবাইল কিনতে চান কথা বলার জন্য, তাদের জন্য দুইটি সিমের সাপোর্ট রয়েছে এমন মোবাইল কেনা উচিত।

ফিঙ্গারপ্রিন্ট আনলক: এখনকার সব ফোনেই ফিঙ্গারপ্রিন্ট আনলক করার অপশন রয়েছে। তবে এখনকার মোবাইলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আনলক অনেক ফাস্ট। আগের মোবাইল গুলোতে ফিঙ্গারপ্রিন্ট আনলক বর্তমানের তুলনায় একটু স্লো ছিল। এজন্য ফিঙ্গারপ্রিন্ট আনলক ফাস্ট কিনা তা দেখে কিনতে হবে। সাধারণত মিড বাজেটের মোবাইলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে দেওয়া থাকে।


আগের মোবাইল গুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে দেওয়া থাকতো এবং একটু বেশি বাজেট মোবাইলগুলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লের উপরে দেওয়া থাকে। তাই আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখে নিবেন।

ওয়াটার রেজিস্ট্যান্ট: বর্তমানে মোবাইল কিনলে এমন মোবাইল কিনতে হবে যেন মোবাইলের মধ্যে পানি না ঢুকে। এখন মোবাইলগুলোতে ওয়াটার রেজিস্ট্যান্ট নিরাপত্তা ব্যবহার করছে। আগের মোবাইলগুলোতে ওয়াটার রেজিস্ট্যান্ট নিরাপত্তা ছিল না। এজন্য ফোন কেনার আগে আপনার ফোনটি পানি থেকে কতক্ষণ নিরাপত্তা প্রদান করবে সে বিষয়ে জেনে মোবাইল কিনবেন।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে মোবাইল কিনতে হবে: যে মোবাইলটি কিনবেন সে মোবাইলটি যদি দেখতে একটু ভালো হয় তাহলে অনেকেরই নজর কাড়বে। এজন্য দেখতে সুন্দর, ডিজাইন ভালো এবং বিল্ড কোয়ালিটি অনেক স্ট্রং এমন ধরনের মোবাইল কিনতে হবে। অনেক সময় অসাবধানতা বশত হাত থেকে মোবাইল পড়ে যায়, আপনার মোবাইলের বিল্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে হাত থেকে মোবাইল পড়ে গেলে মোবাইলের ক্ষতি হবে এবং টাচ ডিসপ্লে ভেঙ্গে যাবে।

অফিসিয়াল ফোন কিনতে হবে: মোবাইল কেনার আগে যা জানা দরকার তা হলো ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল উভয় মোবাইল কিনতে পাওয়া যায়। আনঅফিসিয়াল ফোনগুলোতে দুই থেকে তিন হাজার টাকা কম পাওয়া যায় বলে অনেকেই আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন। তবে আমি সাজেস্ট করব দুই তিন হাজার টাকা বেশি দিয়ে অফিসিয়াল ফোন কিনতে।

ব্র্যান্ড এবং ওয়ারেন্টি দেখে মোবাইল কিনতে হবে: একটি ভালো ব্র্যান্ডের মোবাইল কেনার চেষ্টা করতে হবে। আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনাকে Samsung, I phone মোবাইল কিনতে চেষ্টা করতে হবে। আপনার বাজেট যদি মধ্যম লেভেলের হয় তাহলে আপনাকে আমি OnePlus, Xiaomi, Realme, Vivo, Oppo, Google, Iqoo, Motorola, Asus এ সমস্ত মোবাইল কিনতে সাজেস্ট করব।

বাজেট যদি একদমই লো হয় তাহলে আপনি শাওমি মোবাইল কিনতে পারেন। আমি আবার বলে রাখি  আপনার বাজেট বেশি হাই হলে আপনি ফ্ল্যাগশিপ অ্যাপল অথবা স্যামসাং মোবাইল কিনবেন। ফোন কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি দেখে ফোন কিনবেন।

মোবাইল কেনার আগে করণীয়

মোবাইল কেনার আগে করণীয় কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয় আমাদের জানা উচিত। মোবাইল কেনার আগে এ সমস্ত করণীয় বিষয়গুলো জানলে আপনি আপনার বাজেটের মধ্যে সবচেয়ে সেরা মোবাইলটি নিতে পারবেন। মোবাইল কেনার আগে যে সমস্ত বিষয় করণীয় তা আলোচনা করা হলো।

মোবাইল কেনার আগে ২০টি করণীয় বিষয়:
  1. ডিজাইন এবং স্টাইলিশ: মোবাইল কেনার আগে দেখতে হবে আপনার বাজেটের মধ্যে কোন মোবাইলটির ডিজাইন সুন্দর এবং স্টাইলিশ দেখতে।
  2. স্ক্রিন এবং ডিসপ্লে: মোবাইল কেনার আগে দেখতে হবে আপনি যে বাজেটে মোবাইল কিনবেন সেই বাজেটে কোন মোবাইলে ডিসপ্লে ভালো।
  3. ব্যাটারি: মোবাইল কেনার আগে করনীয় বিষয় হচ্ছে আপনি যে বাজেটে মোবাইল কিনবেন সেই বাজেটের কোন মোবাইলে ব্যাটারি ভালো এবং ব্যাটারি বেশি দেওয়া আছে তা জেনে নেওয়া।
  4. মোবাইলের Ram ও Rom: মোবাইল কেনার আগে মোবাইলের Ram ও Rom বেশি দেখে কিনতে হবে। কারণ মোবাইলের Ram ও Rom যত বেশি হবে মোবাইল ততো ফাস্ট হবে।
  5. মোবাইলের প্রসেসর: মোবাইল কেনার আগে যে বিষয় লক্ষ্য করতে হবে তা হলো মোবাইলের প্রসেসর। মোবাইলের প্রসেসর সবচেয়ে ভালো কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। তবে বর্তমানে মিডিয়াটেক প্রসেসর ভালো ভালো প্রসেসর বের করছে। অর্থাৎ আপনাকে ফোন নিতে হলে কোয়ালকম অথবা মিডিয়াটেক প্রসেসরের মোবাইল নিতে হবে।
  6. মোবাইলের ক্যামেরা: মোবাইল কেনার আগে যে বিষয় করণীয় তা হচ্ছে, আপনি যে বাজেটে মোবাইল কিনবেন সে বাজেটে কোন মোবাইলের ক্যামেরা ভালো তা পূর্বেই পরীক্ষা করা।
  7. মোবাইলের স্টোরেজে জায়গা: আপনি যে মোবাইল কিনবেন সে মোবাইলে যদি এক্সটার্নাল মেমোরি সেট করার অপশন থাকে তাহলে আপনি এক্সট্রা ভাবে আপনার ফোনের স্টোরেজ বাড়াতে পারবেন। এজন্য মোবাইল কেনার আগে মোবাইলে স্টোরেজ বাড়ানো যাবে কিনা এ বিষয়ে জেনে নেওয়া।
  8. ব্র্যান্ড দেখে মোবাইল কেন: আপনি যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলটি অবশ্যই ব্র্যান্ড দেখে কিনবেন। কারণ ব্র্যান্ড ভ্যালু আপনাকে আপনার চাহিদার চেয়ে এক্সট্রা কিছু প্রদান করতে সক্ষম।
  9. মোবাইলের ওয়ারেন্টি: মোবাইল কেনার আগে মোবাইল ওয়ারেন্টি সম্পর্কে জেনে নিবেন তারপর মোবাইল কিনবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগেও আপনাকে মোবাইলের ওয়ারেন্টি দেখে মোবাইল কিনতে হবে।
  10. মোবাইলের দাম: অনেক সময় দেখা যায় ২০ হাজার টাকা দামের মোবাইলে আপনি যা সুবিধা পাচ্ছেন তার চেয়ে ভালো সুবিধা পাচ্ছেন ১৮ হাজার টাকার মোবাইলে। সুতরাং মোবাইলের দাম বেশি হলেই মোবাইল ভালো হবে এ ধারণাটি ভুল। আপনার বাজেটের মধ্যে কোন মোবাইলটি ভালো হবে তা ভেবে চিন্তে দেখেশুনে নেবেন।
  11. মোবাইলের প্রয়োজনীয়তা: আপনি কোন কাজের জন্য মোবাইল কিনবেন সেই বিষয়টি সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে কারণ মোবাইল তৈরি করা প্রতিষ্ঠানগুলো গেম খেলার জন্য, ক্যামেরার জন্য, নরমাল ব্যবহারের জন্য আলাদা আলাদা ক্যাটাগরির ফোন তৈরি করে। এজন্য আপনি কোন ক্যাটাগরির ফোন চাচ্ছেন সেটা আগে নির্ধারণ করুন।
  12. গুগল রিভিউ: মোবাইল কেনার আগে গুগলে সার্চ করে মোবাইলের রিভিউ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিতে হবে।
  13. Youtube ভিডিও রিভিউ: আপনি মোবাইল কেনার আগে অবশ্যই ইউটিউব থেকে সেই মোবাইলের ভিডিও রিভিউ দেখে নিবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যে মোবাইলটি নিতে যাচ্ছেন সে মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত তথ্য।
  14. বন্ধু বা পরিচিতদের সাহায্য গ্রহন: অনেক সময় দেখা যায় আপনি মোবাইল সম্পর্কে বেশি কিছু জানেন না। তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি আপনার বন্ধু অথবা পরিচিত কারো সহায়তা নিতে পারেন যিনি মোবাইল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন।
  15. মোবাইলের শোরুম বা দোকানে যেতে পারেন: আপনি আপনার বাজেটের মধ্যে যে সমস্ত মোবাইল গুলো সিলেক্ট করেছেন আপনি চাইলে মোবাইল কেনার আগে সে সমস্ত মোবাইল গুলো দোকানে গিয়ে বা শো রুমে গিয়ে নিজ হাতে নিয়ে দেখতে পারেন।
  16. হেডফোন সুবিধা: মোবাইল কেনার আগে আপনার মোবাইলে হেডফোন লাগানোর সুবিধা আছে কিনা তা দেখতে হবে কারণ বর্তমানে কিছু কিছু মোবাইলে হেডফোনের 3.5 মিলিমিটার জ্যাক প্রদান করা হয় না।
  17. হিটিং ইস্যু: আপনি যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলটি কেনার আগে গুগল অথবা ইউটিউব থেকে দেখে নিবেন যে মোবাইলটি গরম হয়ে যায় কিনা।
  18. ফাস্ট চার্জিং সাপোর্ট: মোবাইল কেনার আগে আপনাকে দেখতে হবে আপনি যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট কত ওয়াট রয়েছে। ফাস্ট চার্জিং যত বেশি থাকবে মোবাইলটা ততো তাড়াতাড়ি চার্জ হবে।
  19. বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মোবাইল কেনা: মোবাইল কেনার আগে করনীয় বিষয় হচ্ছে আপনাকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মোবাইল কিনতে হবে।
  20. মোবাইলের ডিউরেবিলিটি: মোবাইল কেনার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার মোবাইলের ডিউরেবিলিটি কেমন রয়েছে। অনেক সময় হাত থেকে মোবাইল পড়ে গিয়ে মোবাইল ভেঙ্গে যায় ডিউরেবিলিটি খারাপ হওয়ার কারণে। আপনি ইউটিউব থেকে দেখে নেবেন আপনি যে মোবাইলটি কিনতে চাচ্ছেন সেই মোবাইলের ডিউরেবিলিটি কেমন।

মোবাইল কেনার নিয়ম

মোবাইল কেনার নিয়ম অনেকেই জানেন না। এজন্য মোবাইল কেনার আগে যা যা জানা দরকার এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। মোবাইল হচ্ছে শখের জিনিস। আর এই শখের জিনিস কিনতে হলে আপনাকে মোবাইল কেনার কিছু নিয়ম জানতে হবে অর্থাৎ মোবাইল কেনার আগে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা জানতে হবে।
  1. মোবাইলের ডিজাইনের দিকে নজর দিতে হবে।
  2. বেশি ভারী মোবাইল না কিনে মধ্যম ওজনের মোবাইল কিনতে হবে এতে মোবাইল হাতে ধরে রাখতে কম্ফোর্টেবল লাগবে।
  3. ডিসপ্লের কালার এবং ডিসপ্লের গুণগত মান পরীক্ষা করুন।
  4. বেশি বড় ডিসপ্লে না নিয়ে মধ্যম সাইজের ডিসপ্লে নিন।
  5. আপগ্রেটেড অ্যান্ড্রয়েড OS চেক করে নিন।
  6. অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট কয় বছর পাবেন তা চেক করে নিন।
  7. ফোনে ফোর-জি সাপোর্ট, ফাইভ-জি সাপোর্ট, ব্লুটুথ এবং ওয়াইফাই সাপোর্ট কাজ করছে কিনা তা দেখে নিন।
  8. ফোনে অডিও এবং ভিডিও কল পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা তা পরীক্ষা করে নিন।
  9. ফোনের IMEI বক্সের সাথে মিলছে কিনা তা দেখে নিন।
  10. মোবাইলে কিছু ভারী অ্যাপ অথবা গেম খেলে মোবাইলটি পরীক্ষা করে নিন অর্থাৎ মোবাইলটি সঠিকভাবে অ্যাপ গুলো নিতে পারছে কিনা তা পরীক্ষা করুন।
  11. মোবাইল কেনার সময় মোবাইলের ক্যামেরা অন করে সকল মোড ব্যবহার করে ফটো তুলে পরীক্ষা করুন এবং মোবাইলের ফ্লাশ লাইট পরীক্ষা করুন।
  12. মোবাইলের স্পিকার ঠিক আছে কিনা তা গান বাজিয়ে পরীক্ষা করুন।
  13. সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে সকল ধরনের সিকিউরিটি গুলো চেক করে নিন।
  14. ফোনে পূর্বের কোন একাউন্ট দেওয়া আছে কিনা তা পরীক্ষা করে নিন। এখন বর্তমানে Account বাইপাস করা ফোন বাজারে পাওয়া যাচ্ছে।
  15. সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে ফোনে কোন সার্ভিসিং হয়েছে কিনা তা পরীক্ষা করে নিন।
  16. চার্জার ফোনের সাথে লাগিয়ে পরীক্ষা করে নিন চার্জ ঠিকমত হচ্ছে কিনা।
  17. ফোনে nfc সাপোর্ট আছে কিনা দেখতে হবে কারণ এই সাপোর্ট থাকলে ফোনের ফাইল অনেক ফাস্ট আদান প্রদান করা যাবে।
  18. ফোন কেনার পরে একটি ভালো প্রোটেক্টর এবং ব্যাক কভার লাগিয়ে নিতে হবে।
  19. আপনি যে ফোন কিনবেন সে ফোনের বর্তমান বাজার মূল্য কত রয়েছে তা ভালোভাবে বুঝে শুনে ফোন কিনবেন।
  20. ফোন সম্পর্কে জ্ঞান রয়েছে এমন কাউকে নিয়ে ফোন কিনতে যেতে হবে।

মোবাইল কেনার উপায়

মোবাইল কেনার উপায় অর্থাৎ কোন উপায়ে বা কোথায় মোবাইল কিনবেন সে সম্পর্কে অনেকেরই জানা নেই। মোবাইল কেনার আগে যা জানা দরকার অবশ্যই। মোবাইল কেনার জন্য অনেক উপায় রয়েছে। আমি এখন যে সমস্ত ওয়েবসাইটের নামগুলো দিয়ে দেব আপনি খুব সহজেই এ সমস্ত ওয়েবসাইট থেকে মোবাইল কিনতে পারবেন।
মোবাইল-কেনার-উপায়
প্রথমেই বলে রাখি আপনি সব সময় চেষ্টা করবেন নিজে দোকানে গিয়ে মোবাইল কেনার কারণ বর্তমানে অনেকেই ওয়েবসাইট থেকে মোবাইল কিনে প্রতারিত হচ্ছে। ওয়েব সাইটে মোবাইল কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে ভালো বিশ্বস্ত দোকান থেকে মোবাইল কিনবেন।

মোবাইল কেনার উপায় অর্থাৎ আপনি এইসব জায়গা থেকে মোবাইল কিনতে পারবেন:
  • Rajshahi Tech
  • Sumash tech
  • Apple gadgets bd
  • Daraz
  • Mobile Dokan
  • Pickaboo
  • Bikroy.com
  • Ajkerdeal
  • Robishop
  • Gadget & Gear
  • AliExpress
  • Amazon
  • eBay
  • Flipkart
  • Othoba
  • PriyoShop
  • TechLand bd
  • Click bd
  • Bangla Shoppers
  • Rokomari
  • Star Tech

মোবাইল কেনার টিপস

মোবাইল কেনার টিপস গুলো মোবাইল কেনার আগে জানা দরকার। কারন টিপস গুলো জানলে আপনি খুব সহজেই একটি ভালো মোবাইল কিনতে পারবেন।

মোবাইল কেনার ২০টি টিপস নিচে নেওয়া হলঃ
  1. আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি ফ্ল্যাগশিপ স্যামসাং অথবা Iphone নিতে পারেন। আপনার বাজেট মিড লেভেলের হলে আপনি OnePlus, Xiaomi, Iqoo, Realme, Vivo, Oppo, Motorola ফোন নিতে পারেন। যদি লো বাজেট হয় তাহলে আপনি শাওমি ফোন কিনলে লাভবান হবেন।
  2. আপনাকে নতুন Android ভার্সনের মোবাইল ফোন কিনতে হবে।
  3. সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে একটু আপডেট ভার্সন গুলো নিতে চেষ্টা করবেন। সেকেন্ড হ্যান্ড ফোন ব্ল্যাকবেরি বা উইন্ডোজ কখনোই নেওয়া যাবে না। কারণ এই ফোনগুলোতে আপনি বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে অ্যাপস রান করতে পারবেন না। ব্ল্যাকবেরি এবং উইন্ডোজ অনেক পুরনো হয়ে গেছে এই ফোন গুলোতে অ্যাপ সাপোর্ট করে না।
  4. ফোনের প্রসেসর ভালো দেখে ফোন কিনতে হবে কারণ ফোনের প্রসেসর ভালো হলে ফোন ফাস্ট চলবে এবং বড় বড় অ্যাপসগুলো চালাতে সমস্যা হবে না। আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০+ এর উপরের প্রসেসর গুলো নিবেন। যদি আপনার বাজেট মিডিয়াম হয় তাহলে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০+ প্রসেসর গুলোর ফোন নিবেন।
  5. যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চলে এসেছে সেহেতু বর্তমানে ফোন নিলে ফোর-জি ফোন না নেওয়া ভালো। তবে ফোর-জি ফোন কিনলে আপনি সেই ফোন চালাতে পারবেন না বিষয়টি কিন্তু এমন নয়।
  6. মোবাইল কেনার আরো একটি টিপস হল র‌্যাম (RAM) বেশি দেখে ফোন কিনতে চেষ্টা করতে হবে। প্রফেসর ভালো এবং র‌্যাম (RAM) বেশি হলে ফোন চলবে দুরন্ত স্পিডে।
  7. মোবাইলের ডিসপ্লে রোদে দাঁড়ালে দেখতে সমস্যা হচ্ছে কিনা এ বিষয়টি লক্ষ্য করবেন। যদি রোদে দাড়ালে মোবাইলের ডিসপ্লে দেখতে সমস্যা হয় তাহলে বুঝবেন সেই মোবাইলে নেট ব্রাইটনেস কম আছে। নেট ব্রাইটনেস কম এই ফোন নেওয়া যাবে না।
  8. আপনার বাজেট বেশি হলে ডিসপ্লে ২৫৬০০*১৪৪০ পিক্সেল দেখে কিনতে হবে। আর আপনার বাজেট যদি কম হয় তাহলে ১২৮০*৭২০ পিক্সেলের ফোন নিতে হবে।
  9. ফোনের স্টোরেজ যদি কম হয় তাহলে সেই ফোন নেওয়া যাবে না। এখন অনেক ফোন বের হয়েছে যে ফোনগুলোতে ডেডিকেটেড এসডি কার্ড ব্যবহার করা যায় না। এই সমস্ত ফোনগুলো মোটেও কেনা যাবে না।
  10. মোবাইলে ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের কম থাকলে সেই মোবাইল কেনা যাবে না।
  11. ফোনের পেছনের ক্যামেরা ভালো হওয়ার পাশাপাশি ফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো হতে হবে। ফ্রন্ট ক্যামেরা ভালো না হলে ফোন কেনা যাবে না কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা আমাদের পরিবার বা প্রিয়জনের সাথে ছবি তুলতে পারি।
  12. ফোনের এলইডি ফ্ল্যাশ কম হলে সেই ফোন কেনা যাবে না কারণ এলইডি ফ্ল্যাশ কম হলে সেই ফোনের ক্যামেরা পারফরম্যান্স ভালো হয় না।
  13. ফোনে একবার ফুল চার্জ দিলে ফোন যদি আট ঘন্টা টানা না চালানো যায় তাহলে সেই ফোন কেনা যাবে না।
  14. আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনাকে চেষ্টা করতে হবে ৫০০০ থেকে ৬০০০ এমএএইচ এর ব্যাটারি নেওয়ার। আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি ৪০০০ এমএএইচ ব্যাটারি নিতে পারেন। আর আপনি যদি সেকেন্ডহ্যান্ড কম দামের ফোন কিনেন তাহলে কমপক্ষে ৩০০০ এমএএইচ ব্যাটারি হতে হবে।
  15. মোবাইল কেনার সময় দেখতে হবে মোবাইলে ব্লুটুথ ভার্সন কত রয়েছে। ব্লুটুথ ভার্শন 3.0+ এর কম নেওয়া যাবে না। ব্লুটুথ ভার্শন 3.0 এর উপরে নিতে হবে।
  16. ফোনে জিপিএস সার্ভিস আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে।
  17. ফোনে সকল ধরনের সেন্সর সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে হবে।
  18. ফোনে ক্লিয়ার গান শোনার জন্যে Dolby Atmos সাপোর্ট রয়েছে কিনা তা দেখতে হবে।
  19. ফোনে দুইটা স্পিকার আছে কিনা তা দেখে ফোন কিনতে হবে। বর্তমানে মিড লেভেলের কোনগুলোতে দুইটি স্পিকার ব্যবহার করা হচ্ছে।
  20. ফোনে সাইট ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে। যেসবফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এগুলো একটু পুরনো ফোন। বর্তমান ফোনগুলোতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হচ্ছে।

মোবাইল কেনার পর করনীয়

মোবাইল কেনার পর করনীয় কিছু কাজ রয়েছে। নিম্নে সমস্ত কিছু করণীয় কাজ আলোচনা করা হলো:
  • ফোনটি সর্বপ্রথম একবার ফ্যাক্টরি রিসেট মারতে হবে
  • ফোনে আপডেট আসলে আপডেট দিতে হবে
  • ফোন আপডেট দেওয়ার পরে আবার ফ্যাক্টরি রিসেট দিতে হবে
  • ফোনে গুগল একাউন্ট যুক্ত করতে হবে
  • আপনার পুরনো ফোন থেকে নতুন ফোনে সকল তথ্য ট্রান্সফার করতে হবে
  • প্রয়োজনীয় সকল এপ্স গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে
  • ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক সেট করতে হবে
  • বাসায় ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করতে হবে
  • সম্পূর্ণ ফোন নিজের মতো করে কাস্টমাইজেশন করতে হবে
  • ফোনের ডাটা সমূহ গুগলের সাথে Backup কানেকশন দিয়ে রাখতে হবে
  • ফাইন্ড মাই ডিভাইস চালু করে একাউন্ট যুক্ত করতে হবে যেমন: Mi account, Realme account, Apple account, Samsung account
  • মোবাইলের হোমস্ক্রীন সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে প্রয়োজনীয় অ্যাপ এবং উইজেড দিয়ে।
  • ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগাতে হবে।

সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কোনগুলো?

সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কোনগুলো অনেকে জানতে চান। ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলতে বেশী দামের মোবাইলকে বোঝায়।

সেরা ১০টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিম্নে দেওয়া হলঃ

Iphone 15 pro Max
SPEC. NAME EXPLANATION
Display LTPO Super Retina XDR OLED | 120Hz I HDR10 | Dolby Vision | 2000 nits
Main Camera 48 MP(wide) | 12 MP (periscope telephoto) | 12 MP (ultrawide) | TOF 3D LiDAR scanner (depth) |Dual-LED dual-tone flash, HDR (photo/panorama) | 4K, 1080p, Dolby Vision HDR , ProRes, Cinematic mode , 3D (spatial) video
Selfie Camera 12 MP (wide) | SL 3D | HDR | Cinematic mode | 4K@24/25/30/60fps, 1080p, gyro-EIS
Memory 256GB | 512GB | 1TB
Battery Li-Ion 4441 mAh, non-removable | Charging | Wired, PD2.0, 50% in 30 min (advertised) 15W wireless (MagSafe)
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.7 inches
Weight 221 g (7.80 oz)
Sensors Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer
Processor Apple A17 Pro (3 nm)
Price ৳.196,999 (Official) & ৳.145,000 (Unofficial)

Iphone 15 Pro
SPEC. NAME EXPLANATION
Display LTPO Super Retina XDR OLED | 120Hz I HDR10 | Dolby Vision | 2000 nits
Main Camera 48 MP(wide) | 12 MP (periscope telephoto) | 12 MP (ultrawide) | TOF 3D LiDAR scanner (depth) |Dual-LED dual-tone flash, HDR (photo/panorama) | 4K, 1080p, Dolby Vision HDR , ProRes, Cinematic mode , 3D (spatial) video
Selfie Camera 12 MP (wide) | SL 3D | HDR | Cinematic mode | 4K@24/25/30/60fps, 1080p, gyro-EIS
Memory 256GB | 512GB | 1TB
Battery Li-Ion 3274 mAh | Non-removable | Wired Charging | 15W wireless (MagSafe) | 7.5W wireless (Qi)
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.1 inches
Weight 187 g
Sensors Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer
Processor Apple A17 Pro (3 nm)
Price ৳.184,999 (Official) & ৳.145,000 (Unofficial)

Samsung Galaxy s24 ultra
SPEC. NAME EXPLANATION
Display Dynamic LTPO AMOLED 2X
Main Camera 200 MP (wide) OIS | 50 MP (periscope telephoto) | 10 MP (telephoto) | 12 MP (ultrawide) | LED flash, auto-HDR, panorama | 8K@24/30fps, 4K, 1080p, 1080, HDR10+, stereo sound rec., gyro-EIS
Selfie Camera 12 MP(wide) | Dual video call, Auto-HDR, HDR10+ | 4K@30/60fps, 1080p@30fps
Memory 256GB 12GB RAM, 512GB 12GB RAM, 1TB 12GB RAM
Battery Li-Ion 5000 mAh | Non-removable | 45W wired | 15W wireless (Qi/PMA)
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.8 inches
Weight 232 g or 233 g
Sensors Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer
Processor Qualcomm SM8650-AC Snapdragon 8 Gen 3 | Exynos 2400
Price ৳.204,999 (Official) & ৳.110,500 (Unofficial)

Samsung Galaxy s23 ultra
SPEC. NAME EXPLANATION
Display Dynamic AMOLED 2X | Up to 120Hz | HDR10+ Certified | Edge Quad HD+ | 1750 nits (HBM) | 500 ppi
Main Camera 200 MP Wide | 10 MP Periscope Telephoto | 10 MP Telephoto | 12MP Ultrawide 120° | HDR10+ | Panorama | 8K@24/30fps (HDR) | 4K@30/60fps | Optical Zoom at 3x and 10x , Digital Zoom up to 100x
Selfie Camera 12 MP | HDR | panorama | 4K@30/60fps | 1080p@30/60fps | 720p@120fps | HDR10+
Memory 256GB 8GB RAM | 256GB 12GB RAM | 512GB 12GB RAM | 1TB 12GB RAM
Battery Li-Po 5000 mAh | Non-removable | 45W Wired | 15W Wireless | 4.5W Reverse Wireless | USB Type-C 3.2
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.8 inches
Weight 234 grams
Sensors Fingerprint | accelerometer | gyro | proximity | compass | barometer
Processor Qualcomm SM8550-AC Snapdragon 8 Gen 2 (4 nm)
Price ৳.224,999 (Official) & ৳.92,500 (Unofficial)

Samsung Galaxy z flip 6
SPEC. NAME EXPLANATION
Display Foldable Dynamic LTPO AMOLED 2X, 120Hz, HDR10+, 2600 nits (peak)
Main Camera 50 MP, f/1.8, 23mm (wide), 1.0µm, dual pixel PDAF, OIS & 12 MP, f/2.2, 123˚ (ultrawide), 1.12µm
Selfie Camera 10 MP, f/2.2, 23mm (wide), 1.22µm
Memory 12GB 256GB / 12GB 512GB
Battery Non-removable Li-Po, 4000 mAh, 25W wired, QC2.0, 50% in 30 min (advertised) 15W wireless 4.5W reverse wireless
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.7 inches, 101.5 cm2 (~85.5% screen-to-body ratio)
Weight 187 g (6.60 oz)
Sensors Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass, barometer
Processor Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm)
Price ৳.80,000 (Expected)

Iqoo 12 Pro
SPEC. NAME EXPLANATION
Display AMOLED
Main Camera 50 MP f/1.7, Wide Angle, Primary Camera, 50 MP f/2.0, Ultra-Wide Angle Camera, 64 MP f/2.6, Periscope Camera
Selfie Camera 16 MP f/2.5, Wide Angle, Primary Camera
Memory 16 GB
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5100 mAhWireless ChargingYes
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.78 inches (17.22 cm)
Weight 205 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Finger Sensor Position On-screen Finger Sensor Type, Ultrasonic Face Unlock Yes
Processor Qualcomm Snapdragon 8 Gen 3
Price ৳.105,000 (Unofficial)

Iqoo Z9 Turbo
SPEC. NAME EXPLANATION
Display AMOLED
Main Camera 50 MP f/1.79, Wide Angle, Primary Camera, 8 MP f/2.2, Ultra-Wide Angle Camera
Selfie Camera 16 MP f/2.45, Wide Angle, Primary Camera
Memory 12 GB 256 GB
Battery Li-Poly (Lithium Polymer) Capacity, 6000 mAh Quick Charging, Flash, 80W Reverse Charging Yes, Placement Non-removable USB Type-C, USB Type-C 2.0
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.78 inches (17.22 cm)
Weight 194.9 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope Fingerprint Sensor, Yes Finger Sensor Position On-screen, Finger Sensor Type Optical
Processor Qualcomm Snapdragon 8 Gen 3
Price ৳.42,000 (Unofficial)

Oneplus open
SPEC. NAME EXPLANATION
Display Foldable LTPO3 Flexi-fluid AMOLED
Main Camera 48 MP(wide) | 64 MP (telephoto) | 48 MP (ultrawide) | Hasselblad Color Calibration, LED flash, HDR, panorama | 4K@30/60fps, 1080p, HDR10+, Dolby Vision
Selfie Camera 20MP (ultrawide) | 32MP (ultrawide) [Cover camera] | HDR | 4K@30fps, 1080p@30fps, gyro-EIS
Memory 512GB 16GB RAM | UFS 4.0
Battery Li-Po 4805 mAh | Non-removable | 67W wired Charging
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 7.82 inches (Unfolded) | 6.31 inches (Folded)
Weight 239 g
Sensors Fingerprint | Accelerometer | Proximity | Gyro | Compass
Processor Qualcomm Snapdragon 8 Gen 2 (4 nm)
Price ৳ 2,00,000

Oneplus open apex edition
SPEC. NAME EXPLANATION
Display Foldable LTPO3 Flexi-fluid AMOLED
Main Camera 48MP Sony LYT-T808 Primary (OIS+EIS+AF) + 64MP OmniVision OV64B telephoto (3x zoom) (OIS+EIS+AF) + 48MP Sony IMX581 ultra-wide (EIS+AF)
Selfie Camera Front camera (cover screen): 32MP (EIS) Front camera (foldable screen): 20MP (EIS)
Memory RAM: 16GB LPDDR5X Storage: 1TB UFS 4.0
Battery 4,805 mAh
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 6.31-inch
Weight Unknown
Sensors Fingerprint | Accelerometer | Proximity | Gyro | Compass
Processor Qualcomm Snapdragon 8 Gen 2 (4 nm)
Price Unknown because in Bangladesh it is not available but in India available

Xiaomi 14 Ultra
SPEC. NAME EXPLANATION
Display Xiaomi Shield Glass TrueColor Display Adaptive 120Hz Refresh Rate
Main Camera 50MP (Wide) | 50MP (Ultrawide) | 50MP (Telephoto) | 50MP (Periscope Telephoto) 120x Digital Zoom | Night Mode | Panorama | Pro Mode | HDR | | Up to 8K Video Recording | MasterCinema | Movie Mode | Xiaomi ProFocus
Selfie Camera 32MP (Wide) | Night Mode | HDR | Portrait Mode | Selfie Timer | Up to 4K Recording | Slow Motion Selfie | EIS Video Stabilization
Memory 12GB+256GB | 16GB+512GB | 16GB+1TB | LPDDR5X RAM | UFS 4.0 Storage
Battery 5000mAh battery | Supports 90W HyperCharge | 80W Wireless | Xiaomi Surge Battery Management | USB-C 3.2 Gen 2
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 6.73 inches
Weight 219.8 grams
Sensors Proximity sensor | Ambient light sensor | Accelerometer | Gyroscope | Electronic compass | IR blaster | Barometer | Flicker sensor | X-axis linear vibration motor | Laser autofocus
Processor Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm)
Price Around 150000 ৳
বিশেষ দ্রষ্টব্যঃ I phone 16, I phone 16 pro, I phone 16 pro max, Samsung s25, Samsung s25 ultra, Xiaomi, Oneplus, Oppo, Vivo, Realme নতুন আপডেট বের হয়েছে।

মিড বাজেটের ভালো মোবাইল কোনটি?

মিড বাজেটের ভালো মোবাইল কোনটি তা অনেকের অজানা রয়েছে। মিড বাজেট বলতে ২০ থেকে ৩০ হাজার টাকার ভেতরে মোবাইল গুলোকে বোঝায়।

মিড বাজেটের ১০টি ভালো মোবাইল:

Redmi Note 13 Pro 4G
SPEC. NAME EXPLANATION
Display AMOLED, 1B colors, 120Hz, 500 nits (typ), 1000 nits (HBM), 1300 nits (peak)
Main Camera 200 MP, f/1.7, 23mm (wide) OIS | 8 MP(ultrawide) | 2 MP (macro) | LED flash, HDR, panorama | 1080p@30/60fps
Selfie Camera 16 MP (wide) | 1080p@30/60fps
Memory 256GB 8GB RAM, 512GB 12GB RAM | microSDXC | UFS2.1
Battery 5000 mAh | Non-removable | 67W wired Charging
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.67 inches
Weight 188 g
Sensors Fingerprint (under display, optical), accelerometer, gyro, compass
Processor Mediatek Helio G99 Ultra
Price Around 28000 ৳

Xiaomi Redmi Note 13
SPEC. NAME EXPLANATION
Display AMOLED | 1B colors | 120Hz | 1000 nits
Main Camera 100 MP (wide) | 2 MP (depth) | LED flash, HDR, Panorama | 1080p@30fps
Selfie Camera 16 MP | HDR | 1080p@30fps
Memory 128GB 6GB RAM | 128GB 8GB RAM | 256GB 8GB RAM | 256GB 12GB RAM
Battery Li-Po 5000 mAh | Non-removable | 33W wired Charging
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 6.67 inches
Weight 174.5 g
Sensors Fingerprint | Accelerometer | Proximity | Gyro | Compass
Processor Mediatek Dimensity 6080 (6 nm)
Price Around 23500৳

Realme 9 Pro
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 64MP + 8MP + 2MP | 1080p@30fps
Selfie Camera 16MP | 1080p@30fps
Memory 128GB 6GB RAM | 128GB 8GB RAM
Battery Li-Po 5000 mAh | non-removable
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 6.6 inches
Weight 195 g
Sensors Fingerprint (side-mounted) | accelerometer | gyro | proximity | compass
Processor Qualcomm SM6375 Snapdragon 695 5G
Price Around 23500৳

Realme 13
SPEC. NAME EXPLANATION
Display AMOLED
Main Camera 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.67", 0.64µm, Dual Pixel PDAF 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4", 1.12µm 2 MP, f/2.4, (macro)
Selfie Camera 16 MP, f/2.5, 26mm (wide), 1/3.09", 1.0µm
Memory 128GB Storage Type UFS 2.2 Card Slot microSDXC (dedicated slot) RAM (Memory) 6GB
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5200mAh
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.4 inches, 98.9 cm2
Weight 178 g (6.28 oz)
Sensors Fingerprint (side-mounted), accelerometer, proximity, compass
Processor Qualcomm SM8250-AC Snapdragon 870 5G (7 nm)
Price Around 28350৳

Realme 12
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 108 MP f/1.8, Wide Angle (84° field-of-view), Primary Camera, 2 MP f/2.4, Depth Camera2 MP, f/2.4, (depth)
Selfie Camera 8 MP f/2.0, Wide Angle, Primary Camera
Memory 128 GB Storage Type, UFS 2.2 Expandable Memory, Up to 2 TB USB, OTG=Yes, RAM 8 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.72 inches (17.07 cm)
Weight 188 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor Qualcomm SM8250-AC Snapdragon 870 5G (7 nm)
Price Around ৳28,000

Realme v60
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 32 MP, Wide Angle, Primary Camera
Selfie Camera 8 MP, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB USB OTG Yes RAM 6 GB
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Display Size 6.67 inches (107.4 cm)
Weight 192 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-Mounted, Face Unlock Yes
Processor Mediatek Dimensity 6300
Price Around ৳.25,000 (Expected)

Vivo Y28
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP, f/1.8, Wide Angle Primary Camera, 2 MP, f/2.4, Depth Camera
Selfie Camera 8 MP, f/2.05, Wide Angle Primary Camera
Memory Internal Storage 128 GB Storage Type eMMC 5.1 Expandable Memory Up to 1 TB USB OTG Yes RAM 6 GB RAM Type LPDDR4X
Battery Li-Ion (Lithium Ion) Capacity 6000 mAh
Network & Communication GSM / CDMA / HSPA / EVDO / LTE
Display Size 6.64 inches
Weight 199 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor Mediatek MT6769 Helio G85
Price ৳.20,999 (Official)

Vivo Y58
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP f/2.4, Depth Camera
Selfie Camera 8 MP f/2.1, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.2, Expandable Memory Up to 1 TB, USB OTG Yes, RAM 8 GB, RAM Type LPDDR4X
Battery Li-Ion (Lithium Ion) Capacity 6000 mAh
Network & Communication 2G, 3G, 4G, 5G
Display Size 6.72 inches (17.07 cm)
Weight 199 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-Mounted, Face Unlock Yes
Processor Qualcomm Snapdragon 4 Gen 2
Price ৳.30,000 (Expected)

Oppo F15
SPEC. NAME EXPLANATION
Display AMOLED
Main Camera 48 MP f/1.8, Primary Camera, 8 MP f/2.5, Ultra-Wide Angle Camera, 2 MP f/2.4, Macro Camera, 2 MP f/2.4, Depth Camera
Selfie Camera 16 MP f/2.0, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.1, User Available Storage Up to 106 GB, Expandable Memory Up to 256 GB, USB OTG Yes, RAM 8 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 4000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.4 inches (16.26 cm)
Weight 172 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position On-screen Finger Sensor Type, Optical Face Unlock Yes
Processor MediaTek Helio P70
Price ৳.30,000 (Expected)

Oppo A92
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 48 MP f/1.8, Primary Camera,8 MP f/2.25, Ultra-Wide Angle Camera,2 MP f/2.4, Macro Camera,2 MP f/2.4, Depth Camera
Selfie Camera 16 MP f/2.0, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.1, User Available Storage Up to 104 GB, Expandable Memory Up to 256 GB, USB OTG Yes, RAM 8 GB
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.5 inches (16.51 cm)
Weight 195 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock YES
Processor Qualcomm Snapdragon 665
Price ৳.26,990 (Official) ৳.27,000 (Unofficial)
বিশেষ দ্রষ্টব্যঃ Samsung, Xiaomi, Oneplus, Oppo, Vivo, Realme নতুন আপডেট বের হয়েছে।

কম বাজেটের ভালো মোবাইল 

কম বাজেটের ভালো মোবাইল বর্তমানে মার্কেটে অনেক পাওয়া যায়। প্রতিটি স্মার্টফোন কোম্পানি বর্তমানে কম বাজেটে অনেক ফোন তৈরি করছে। 

কম বাজেটের ১০টি ভালো মোবাইল:

Xiaomi Redmi 13R
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP, f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP, f/2.4, Macro Camera
Selfie Camera 8 MP, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.2, USB OTG Yes, RAM 6 GB, RAM Type LPDDR5
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5030 mAh
Network & Communication 2G, 3G, 4G, 5G
Display Size 6.79 inches (109.5 cm)
Weight 205 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor Qualcomm SM4450 Snapdragon 4+ Gen 2
Price ৳.22,000 (Around)

Xiaomi Poco C65
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP f/2.4, Macro Camera, 0.08 MP Camera
Selfie Camera 8 MP f/2.0, Primary Camera
Memory Internal Storage 256 GB, Storage Type eMMC 5.1, Expandable Memory Up to 1 TB, USB OTG Yes, RAM 12 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.74 inches (17.12 cm)
Weight 192 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor MediaTek Helio G85
Price ৳.13,000 (Unofficial)

Xiaomi Redmi 13 4G
SPEC. NAME EXPLANATION
Display AMOLED
Main Camera 108 MP f/1.8, Wide Angle, Primary Camera, 8 MP f/2.2, Ultra-Wide Angle Camera, 2 MP f/2.4, Macro Camera
Selfie Camera 16 MP f/2.4, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.2, Expandable Memory Yes Up to 1 TB, USB OTG Yes, RAM 6 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.67 inches (16.94 cm)
Weight 188.5 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Under display Finger Sensor Type, Optical Face Unlock Yes
Processor Qualcomm Snapdragon 685
Price ৳.20,000 (Around)

Realme C63
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD, 90Hz, 560 nits (HBM)
Main Camera 50 MP f/1.8, Wide Angle, Primary Camera
Selfie Camera 8 MP f/2.0, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Expandable Memory Up to 2 TB, USB OTG Yes, RAM 6 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.74 inches (17.12 cm)
Weight 189 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor Unisoc Tiger T612
Price ৳.20,000 (Around)

Realme Narzo N65
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD, 120Hz, 500 nits (typ), 625 nits (HBM)
Main Camera 50 MP, f/1.8, (wide), PDAF | Auxiliary lens/sensor | LED flash, panorama | 1080p@30fps
Selfie Camera 8 MP, f/2.0, (wide) | Panorama | 1080p@30fps
Memory 128GB 4GB RAM, 128GB 6GB RAM | microSDXC (uses shared SIM slot)
Battery 5000 mAh, non-removable | 15W wired | USB Type-C 2.0
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 6.67 inches
Weight 189 grams
Sensors Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass
Processor Mediatek Dimensity 6300 (6 nm)
Price ৳.18,000 (Around)

Realme Narzo 70x
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP f/2.4, Mono Camera
Selfie Camera 8 MP f/2.0, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.2, Expandable Memory Up to 2 TB, USB OTG Yes, RAM 4 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G, 5G
Display Size 6.72 inches (17.07 cm)
Weight 188 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor MediaTek Dimensity 6300
Price ৳.18,000 (Around)

Vivo Iqoo Z9 Lite
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP f/2.4, Depth Camera
Selfie Camera 8 MP f/2.0, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type eMMC 5.1, USB OTG Yes, RAM 6 GB, RAM Type LPDDR4X
Battery Li-Ion (Lithium Ion) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G, 5G
Display Size 6.56 inches (103.4 cm2)
Weight 185 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-Mounted, Face Unlock Yes
Processor Mediatek Dimensity 6300
Price ৳.18,000 (Expected)

Vivo Y28e
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD capacitive touchscreen, 16M colors
Main Camera Dual 13 MP, 0.08 M
Selfie Camera 5 MP
Memory Card slot microSDXC (uses shared SIM slot), Internal 128 GB, RAM 4 GB, Variant 4GB 64GB / 4GB 128GB
Battery Non-removable Li-Po Capacity 5000 mAh
Network & Communication GSM / HSPA / LTE / 5G
Display Size 6.56 inches
Weight 185g
Sensors Fingerprint (side-mounted), accelerometer, proximity, compass
Processor Mediatek Dimensity 6300
Price ৳.15,000 (Expected)

Oppo A92
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 48 MP f/1.8, Primary Camera,8 MP f/2.25, Ultra-Wide Angle Camera,2 MP f/2.4, Macro Camera,2 MP f/2.4, Depth Camera
Selfie Camera 16 MP f/2.0, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type UFS 2.1, User Available Storage Up to 104 GB, Expandable Memory Up to 256 GB, USB OTG Yes, RAM 8 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.5 inches (16.51 cm)
Weight 195 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock YES
Processor Qualcomm Snapdragon 665
Price ৳.22,990 (Around)

Oppo A38
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP f/1.8, Wide Angle (75° field-of-view), Primary Camera,2 MP f/2.4, Depth Camera
Selfie Camera 5 MP f/2.2, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 128 GB, Storage Type eMMC 5.1, Expandable Memory Up to 1 TB, USB OTG Yes, RAM 4 GB, RAM Type LPDDR4X
Battery Li-Poly (Lithium Polymer) Capacity 5000 mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.56 inches (16.66 cm)
Weight 190 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor MediaTek Helio G85
Price ৳.22,990 (Around)
বিশেষ দ্রষ্টব্যঃ Samsung, Xiaomi, Oneplus, Oppo, Vivo, Realme নতুন আপডেট বের হয়েছে।

১০ থেকে ১২ হাজার টাকার ভেতরে ভালো মোবাইল কোনটি?

১০ থেকে ১২ হাজার টাকার ভেতরে ভালো মোবাইল কোনটি জানতে চান? খুব অল্প বাজেটের এই মোবাইলগুলো কম দাম হিসেবে অনেক ভালো। 

১০ থেকে ১২ হাজার টাকার ভেতরে ১০টি ভালো মোবাইল:

Realme C51
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera 50 MP f/1.8, Wide Angle (77° field-of-view), Primary Camera, 0.08 MP f/3.0, Depth Camera
Selfie Camera 5 MP f/2.2, Wide Angle, Primary Camera
Memory Internal Storage 64GB, Expandable Memory Up to 2 TB, USB OTG Yes, RAM 4GB, RAM Type LPDDR4X
Battery Li-Polymer Capacity 5000mAh
Network & Communication 2G, 3G, 4G
Display Size 6.74 inches (17.12 cm)
Weight 186 grams
Sensors Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope, Fingerprint Sensor Yes, Finger Sensor Position Side-mounted, Face Unlock Yes
Processor Unisoc T612
Price Price Drop 12000 (Around)

Realme C30
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD, 400 nits
Main Camera 8MP | 1080p@30fps
Selfie Camera 5MP | 720p@30fps
Memory 32GB 2GB RAM | 32GB 3GB RAM | 64GB 4GB RAM
Battery Li-Po 5000 mAh | non-removable
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.5 inches
Weight 182 g
Sensors Accelerometer | proximity
Processor Unisoc Tiger T612
Price 9000৳ (Around)

Realme Note 50
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD capacitive touchscreen, 1B colors
Main Camera 13 MP, (wide), PDAF 0.08 MP ,(auxiliary lens)
Selfie Camera 5 MP, f/2.2, 28mm (wide), 1/5", 1.12µm
Memory Card slot microSDXC (dedicated slot), Internal 64 GB еMMC 5.1, RAM 4 GB
Battery Non-removable Li-Po Capacity 5000 mAh
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.7 inches, 108.4 cm2 (~84.5% screen-to-body ratio)
Weight 186 g (6.56 oz)
Sensors Fingerprint (side-mounted), accelerometer, proximity, compass
Processor Unisoc Tiger T612 (12 nm)
Price 11000৳ (Around)

Xiaomi Redmi A3x
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD, 90Hz, 500 nits
Main Camera 8 MP, f/2.0, (wide) 0.08 MP (auxiliary lens)
Selfie Camera 5 MP, f/2.2, (wide)
Memory Card slot microSDXC (dedicated slot), Internal 64/128 GB, RAM 3/4 GB Variant 3GB 64GB / 4GB 128GB
Battery Non-removable Li-Po Capacity 5000 mAh
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.71 inches, 106.5 cm2 (~82.9% screen-to-body ratio)
Weight Unknown
Sensors Fingerprint (side-mounted), accelerometer, compass, Virtual proximity sensing
Processor Unisoc T603
Price 11000৳ (Around)

Xiaomi Poco C61
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD | 90Hz | 500 nits | Corning Gorilla Glass 3 Protection
Main Camera 8 MP, f/2.0, (wide) | 0.08 MP (auxiliary lens) | Dual-LED flash, HDR | 1080p@30fps
Selfie Camera 5 MP | 1080p@30fps
Memory 64GB 4GB RAM, 128GB 6GB RAM | microSDXC (dedicated slot)
Battery Li-Po 5000 mAh | non-removable | 10W wired | USB Type-C 2.0, OTG
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.71 inches
Weight 199 g
Sensors Fingerprint (side-mounted) | accelerometer | compass
Processor Mediatek Helio G36 (12 nm)
Price 12000৳ (Around)

Xiaomi Redmi A3
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD
Main Camera Dual 8 MP, (wide) 0.08 MP (auxiliary lens)
Selfie Camera 5 MP
Memory Card slot microSDXC (dedicated slot), Internal 64GB / 128GB eMMC 5.1, RAM 3GB / 4GB / 6GB
Battery Non-removable Li-Po Capacity 5000 mAh
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.71 inches, 106.5 cm2 (~82.9% screen-to-body ratio)
Weight 193 g or 199 g (6.81 oz)
Sensors Fingerprint (side-mounted), accelerometer
Processor Mediatek Helio G36 (12 nm)
Price 11000৳ (Around)

Xiaomi Poco C51
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD | High Definition Plus Display | 1500:1 Contrast Ratio
Main Camera 8MP AI Dual Camera | LED Flash | Palm Shutter | HDR | 1080p @30fps Video Recording
Selfie Camera 5MP | Portrait Mode | 1080p @30fps Video Recording
Memory 4GB+64GB | LPDDR4X | eMMC Storage Type
Battery 5000mAh | Lithium-ion polymer | 10W Charging | Micro USB
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.52 Inch
Weight 192 g
Sensors Rear Fingerprint sensor | Ambient light sensor | Accelerometer | Proximity Sensor
Processor Mediatek Helio G36 (12 nm)
Price 11000৳ (Around)

Vivo Y18i
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD capacitive touchscreen, 16M colors
Main Camera 13 MP, f/2.2, PDAF
Selfie Camera 5 MP, f/2.2
Memory Card slot microSD, up to 256 GB Internal, 16 GB ROM, 2 GB RAM
Battery Non-removable Li-Po Capacity 3260 mAh battery
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.22 inches, 96.6 cm2 (~83.0% screen-to-body ratio)
Weight 143 g (5.04 oz)
Sensors Accelerometer, proximity, compass
Processor Mediatek MT6761 Helio A22 (12 nm)
Price 1000৳ (Around)

Vivo Y18e
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD, 90Hz, 528 nits (HBM)
Main Camera ual 13 MP, f/2.2, (wide), PDAF 0.08 MP, f/3.0 (auxiliary lens)
Selfie Camera 5 MP, f/2.2, (wide)
Memory Card slot microSDXC (dedicated slot), Internal 64 GB, RAM 4 GB Variant, 4GB 64GB
Battery Non-removable Li-Po Capacity 5000 mAh
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.56 inches, 103.4 cm2 (~83.6% screen-to-body ratio)
Weight 185 g (6.53 oz)
Sensors Accelerometer, proximity, compass
Processor Mediatek Helio G85 (12nm)
Price 12000৳

Oppo A17k
SPEC. NAME EXPLANATION
Display IPS LCD capacitive touchscreen, 16M colors
Main Camera 8 MP, f/2.0, (wide), AF
Selfie Camera 5 MP, f/2.2, (wide)
Memory Card slot microSDXC, Internal 64 GB eMMC 5.1, RAM 3 GB
Battery Non-removable Li-Po Capacity 5000 mAh
Network & Communication GSM / HSPA / LTE
Display Size 6.56 inches, 103.4 cm2 (~83.3% screen-to-body ratio)
Weight 189 g (6.67 oz)
Sensors Fingerprint (side-mounted), accelerometer, proximity, compass
Processor MediaTek MT6765 Helio G35 (12 nm)
Price 12000৳
বিশেষ দ্রষ্টব্যঃ Samsung, Xiaomi, Oneplus, Oppo, Vivo, Realme নতুন আপডেট বের হয়েছে।

FAQ: মোবাইল কেনার আগে যা যা জানা দরকার

মোবাইল কিভাবে আবিষ্কার হয়েছে?

১৯৭৩ সালে মার্টিন কুপার (Martin Cooper) নামের একজন ব্যক্তি এবং তার দল মোবাইল ফোন আবিষ্কার করেন। পরবর্তীতে মোটরোলা সর্বপ্রথম বাণিজ্যিকভাবে মোবাইল আবিষ্কারের বিস্তৃতি ঘটায়।

মোবাইল ফোনের অসুবিধা কি কি?

মোবাইল ফোনের সুবিধা অনেক অর্থাৎ অসুবিধা তেমন একটা নেই। তবে মোবাইল বেশি ব্যবহারের ফলে অসুবিধা হতে পারে। যেমন সময়ের অপচয়, চোখের সমস্যা ইত্যাদি। তবে মোবাইলের অসুবিধা থেকে সুবিধার পরিমাণ বেশি।

বাংলাদেশে মোবাইল আসে কত সালে?

১৯৯৩ সালের এপ্রিল মাসে সিটিসেল বাণিজ্যিকভাবে বাংলাদেশে মোবাইল নিয়ে আসে।

SMS কি এবং কখন কাজে লাগে?

শেষ মন্তব্য

আশা করছি মোবাইল কেনার আগে যা যা জানা দরকার, মোবাইল কেনার আগে কি কি করনীয় এবং মোবাইল কেনার পরে কি করনীয় সে সম্পর্কে জানতে পেরেছেন। একটি মোবাইল কেনার পূর্বে অনেকগুলো বিষয় বিবেচনা করে তারপরে মোবাইল কেনা উচিত। একটু যাচাই-বাছাই করে মোবাইল কিনলে আপনি সেই মোবাইল থেকে অনেকদিন ভালো সার্ভিস পাবেন এবং একটি ভালো জায়গা থেকে মোবাইল কিনলে সেখান থেকেও আপনি ভাল সার্ভিস পেতে পারেন। তাই আমি আপনাদের সাজেস্ট করব হুট করে কোন সিদ্ধান্ত ছাড়াই বাজারে টাকা নিয়ে গিয়ে, কোন কিছু না ভেবেই কোন মোবাইল কিনবেন না।

বিশেষ দ্রষ্টব্যঃ মানুষ মাত্রই ভুল তাই আমার এই আর্টিকেলে কোন বানান অথবা বাক্য ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য। এরকম নতুন নতুন আকর্ষণীয় তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url