ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪ কার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের এই মর্যাদাপূর্ণ
ট্রফিটি? কোন ফুটবলারের এই বছর ফিফা বর্ষসেরা পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা রয়েছে
তা আমরা আজকে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই আর্টিকেলটি প্রথম
থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না পড়লে আপনি বুঝতে পারবেন না ফিফা বর্ষসেরা
ফুটবলার ২০২৪ কোন প্লেয়ারের পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ এখানে আমি কিছু স্ট্যাটিসটিকস তুলে ধরব যার মাধ্যমে আপনি ধারণা করতে পারবেন
এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার কে হতে যাচ্ছেন। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের
জন্য ভোটিং প্রসেস শুরু হয়ে গেছে এবং এই ভোটিং প্রসেসটি শেষ হবে ১০ ডিসেম্বর
২০২৪ তারিখে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা।
পোস্ট সূচিপত্রঃ ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪
ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪
ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪ সালের জন্য মোট ১১ জন প্লেয়ারের নাম ঘোষণা করেছে
ফিফা কর্তৃপক্ষ। গত বছরের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত যে সমস্ত প্লেয়াররা
বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় ভালো খেলেছে শুধুমাত্র তারাই এই ১১ জনের শর্ট
লিস্টে জায়গা পেয়েছে।
যার মধ্যে লিওনেল মেসির নাম রয়েছে। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই এই ১১ জন
শর্ট লিস্টে কোন কোন প্লেয়ার রয়েছে-
প্লেয়ারের নাম সমুহ |
দেশ |
ক্লাব |
লিওনেল মেসি |
আর্জেন্টিনা |
ইন্টার মিয়ামি |
দানি কারবাহাল |
স্পেন |
রিয়াল মাদ্রিদ |
আরলিং হল্যান্ড |
নরওয়ে |
ম্যানচেস্টার সিটি |
ফেদেরিকো ভালভারদে |
উরুগুয়ে |
রিয়াল মাদ্রিদ |
ফ্লোরিয়ান ভির্টস |
জার্মানি |
বায়ার লেবারকুজেন |
জুড বেলিংহাম |
ইংল্যান্ড |
রিয়াল মাদ্রিদ |
কিলিয়ান এমবাপ্পে |
ফ্রান্স |
রিয়াল মাদ্রিদ |
লামিনি ইয়ামাল |
স্পেন |
বার্সেলোনা |
টনি ক্রস |
জার্মানি |
রিয়াল মাদ্রিদ |
রদ্রি |
স্পেন |
ম্যানচেস্টার সিটি |
ভিনিসিয়াস জুনিয়র |
ব্রাজিল |
রিয়াল মাদ্রিদ |
রিয়াল মাদ্রিদ গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, কোপা দেল রে জিতেছে, লা লিগা
জিতেছে। রিয়াল মাদ্রিদের গত বছরের এত শিরোপা অর্জনের মূল কারণ হল- তাদের একাদশের
অনেক ফুটবলার গত সিজনে ভালো করেছে। আর ঠিক এই জন্যেই এবারের এই ১১ জনের শর্ট
লিস্টে রিয়াল মাদ্রিদের অধিক সংখ্যক প্লেয়ার রয়েছে।
লিওনেল মেসি গত বছর কোপা আমেরিকা জিতেছে। এছাড়া লিওনেল মেসির কারণে ইন্টার
মিয়ামি সর্বপ্রথম একটি লিগ টাইটেল শিরোপা জিতেছে। এই শিরোপাটির নাম হচ্ছে
সাপোর্টারস শিল্ড। ফিফা জানিয়েছে ঠিক এজন্যই লিওলেন মেসিকে ১১ জনের শর্ট লিস্টে
রাখা হয়েছে। এখন চলুন জেনে নিই কিভাবে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়।
কিভাবে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়?
ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচন সম্পূর্ণ একটি ভোটিং প্রসেস। আমরা সকলেই জানি
ব্যালন ডি অর প্লেয়ার বাছাই করার জন্য যারা ভোট প্রদান করে তারা বিভিন্ন দেশের
নামি দামি জার্নালিস্ট হয়ে থাকে। এই সকল জার্নালিস্টরা ভোটিং প্রদান করার
মাধ্যমে ব্যালন ডি অর বেস্ট প্লেয়ার নির্বাচন করে।
কিন্তু ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র তারাই ভোট দিতে পারে
যারা ফুটবল বিশেষজ্ঞ এবং বিভিন্ন বড় বড় দলের অভিজ্ঞ কোচ। অর্থাৎ এখানে বোঝা
যাচ্ছে ফুটবলের সঙ্গে যারা প্রতিনিধিত্ব করেন এবং ফুটবল ভালো বোঝেন শুধুমাত্র
তাদের ভোটিং প্রসেস এর মাধ্যমে প্রতিবছর ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়।
কে পেতে যাচ্ছে ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪ এর পুরস্কার?
কে পেতে যাচ্ছে ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪ এর পুরস্কার নির্দিষ্ট করে এ বিষয়টি
বলা কঠিন তবে আমরা কিছু স্টেট দেখার মাধ্যমে ধারণা করতে পারি কে পেতে যাচ্ছে
এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
লিওনেল মেসিঃ
লিওনেল মেসি এই বছর কোপা আমেরিকা জিতেছে যেখানে ১ গোল এবং ১ এসিস্ট করেছে। সেই
সাথে ইন্টার মিইয়ামির হয়ে সাপোর্টারস শিল্ড শিরোপা জয় লাভ করেছে। লিওনেল মেসি
ইন্টার মিয়ামির হয়ে ২২ ম্যাচে করেছে ২১ গোল এবং ১১ টি এসিস্ট।
দানি কারবাহালঃ
দানি কারবাহাল স্পেনের হয়ে এই বছর ইউরো জিতেছে। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা
চ্যাম্পিয়নস লিগ জয় এর অন্যতম প্লেয়ার ছিলেন দানি কারবাহাল। চ্যাম্পিয়ন্স
লিগে তিনি ১০ ম্যাচে ১ গোলে ১ এসিস্ট করেছেন। এছাড়া দানি কারবাহাল কোপা
দেলরে জিতেছে এবং লা লিগা জিতেছে। লা লিগাতে দানি কারবাহাল ২৮ ম্যাচে ৪
গোল এবং ৩ টি এসিস্ট করেছেন।
আরলিং হল্যান্ডঃ
আরলিং হল্যান্ড গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে এবং সেখানে তিনি ৩১ ম্যাচে
২৭ গোল সহ ৫ টা এসিস্ট করেছেন। এছাড়া এফএ কাপে ৩ ম্যাচে ৫ গোল এবং
চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচের ৬ গোল এবং ১ এসিস্ট করেছেন।
ফেদেরিকো ভালভারদেঃ
ফেদেরিকো ভালভারদে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লা লিগা জিতেছে এবং কোপা
দেল রে জিতেছে। গত বছর ফেদেরিকো ভালভারদে ৩৭ ম্যাচে ২ গোল এবং ৭
এসিস্ট করেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ২ গোল এবং ৩ এসিস্ট
করেছেন।
ফ্লোরিয়ান ভির্টসঃ
গত বছর বায়ার লেবারকুজেন এর বুন্দেসলিগা জয়ের প্রধান এবং মূল কারিগর হচ্ছে
ফ্লোরিয়ান ভির্টস।এই প্লেয়ারটি গত বছর ৩২ ম্যাচে ১১ গোল এবং ১১ টি
এসিস্ট করেছেন।
জুড বেলিংহামঃ
জুড বেলিংহাম গত বছর রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লা লিগা
জিতেছে, কোপা দেল রে জিতেছে। গত বছর জুড বেলিংহাম চ্যাম্পিয়ন্স লিগে ১১
ম্যাচে করেছে ৩ গোল এবং ৫ টি এসিস্ট। এছাড়া লা লিগাতে ২১ ম্যাচে করেছে ১৯
টি গোল এবং ৬ এসিস্ট। কোপা দেলরে তে ১ ম্যাচে করেছে ১ এসিস্ট।
কিলিয়ান এমবাপ্পেঃ
কিলিয়ান এমবাপে গত বছর পিএসজি তে ছিল। এই বছর রিয়াল মাদ্রিদে যোগদান করেছে।
গত বছর কিলিয়ান এমবাপে পিএসজির জার্সি গায়ে দিয়ে ২৯ ম্যাচে ২৭ গোল এবং
৭ টি এসিস্ট করেছেন।
লামিনি ইয়ামালঃ
লামিনি ইয়ামাল গতবছর স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। মূলত স্পেনের
ইউরো জয়ের অন্যতম প্রধান মূল কারিগর ছিলেন লামিনি ইয়ামাল। তিনি গত বছর ইউরোতে
৭ ম্যাচে ১ গোল এবং ৪ এসিস্ট করেছেন। এছাড়া লা লিগাতে ৩৭ ম্যাচে ৫ গোল এবং ৫টি
এসিস্ট করেছেন। লামিনি ইয়ামাল নেশনস লিগে ৩ ম্যাচে ১ এসিস্ট করেছেন। এই
বছর লামিনি ইয়ামাল সেরা কম বয়সি উদিয়মান প্লেয়ার নির্বাচিত হয়েছে।
টনি ক্রসঃ
টনি ক্রস গত বছর রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং
কোপা দেল রে জিতেছেন। গত সিজনের রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কান্ডারী ছিলেন
টনি ক্রস। টনি ক্রস গত বছর ৩৩ ম্যাচে ৮ টি এসিস্ট এবং ১ গোল করেছেন।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে করেছেন ২টি এসিস্ট।
রদ্রিঃ
রদ্রি গত বছর স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছে এবং ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ
প্রিমিয়ার লিগ জয় লাভ করেছে। গত বছর ম্যানচেস্টার সিটির হাই পারফর্মেন্সের
মূল কারিগর ছিলেন এই রদ্রি।একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও রদ্রি গত
সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৮ টি গোল এবং ৯
টি এসিস্ট করেছে। এছাড়া এফএ কাপে ৪ ম্যাচে করেছেন ১টি এসিস্ট। চ্যাম্পিয়ন্স
লিগে ৮ ম্যাচে করেছেন ১টি গোল এবং ২টি এসিস্ট। ইউরো কোয়ালিফিকেশন এর ৭ ম্যাচে
করেছেন ১ এসিস্ট। আর ঠিক এই কারনেই রদ্রি এই বছর ফিফা ব্যালন ডি অর জিতেছেন
ভিনিসিয়াস কে টপকে। তবে এটা নিয়ে অনেকেরি ভিন্ন মতবিনিময় রয়েছে তাই সে বিষয়ে আর
কথা বলছি না।
ভিনিসিয়াস জুনিয়রঃ
গত বছর ভিনিসিয়াস জুনিয়র ছিলেন অপ্রতিরোধ্য। গত বছরের আগের সিজনেও
ভিনিসিয়াস জুনিয়র খুব ভালো খেলেছিল। গত বছর রিয়াল মাদ্রিদের
চ্যাম্পিয়নস লিগ জয় এর প্রধান প্লেয়ার ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও
সিজনের অর্ধেক সময় ইনজুরির জন্য ভিনিসিয়াস জুনিয়র গত বছর খেলতে পারেনি।
কিন্তু ইনজুরি থেকে ফিরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রিয়াল মাদ্রিদকে
চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে এই ভিনিসিয়াস জুনিয়র। গত বছর এই প্লেয়ারটি ইনজুরি
থেকে ফিরে চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে করেছেন ৬টি গোল এবং ৪টি এসিস্ট। এছাড়া
তিনি লা লিগায় ২৬ ম্যাচে ১৫ গোল এবং ৫টি এসিস্ট করেছেন।
একটি কথা মনে রাখবেন, ফিফা বর্ষসেরা এই এওয়ার্ডটি, ফুটবলারকে দেয়ার জন্য তারা
এমন একজন প্লেয়ারকে নির্বাচন করে যে প্লেয়ার কোন একটি দলের ইম্প্যাক্ট তৈরিতে
সাহায্য করে। আর এজন্যই এবার হয়তো ভিনিসিয়াস জুনিয়র ই পেতে যাচ্ছে ফিফা
বর্ষসেরা পুরস্কার। তবে স্পেনের রদ্রি এবং ভিনিসিয়াসের মধ্যে যে কোন একজন হতে
পারে এবারের বর্ষসেরা ফুটবলার।
এই পুরস্কারটি কোন শিরোপা অর্জনের উপর দেওয়া হয় না বরং পুরো সিজনের
ইম্প্যাক্টফুল পারফরমেন্সের উপর দেওয়া হয়।
FAQ: ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪
ফিফা ক্লাব বিশ্বকাপ কত বছর পর পর হয়?
ফিফা বিশ্বকাপ যেমন ৪ বছর পরপর হয় ঠিক তেমনি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ৪
বছর পর পর হয়।
মেসি কেন ফিফা বর্ষসেরা তালিকায় রয়েছে?
ফিফার তরফ থেকে জানানো হয়েছে মেসি এই বছর কোপা আমেরিকা জিতেছে এবং ইন্টার
মিয়ামিকে প্রথমবারের মতো লীগ শিরোপা জিতিয়েছে। আর এজন্যই মেসিকে ফিফা
বর্ষসেরার এই শর্ট লিস্টে রাখা হয়েছে।
ফিফার সেরা খেলোয়াড় কিভাবে নির্বাচিত হয়?
প্রতিবছর ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিভিন্ন দেশের কোচ এবং ফুটবল
বিশ্লেষকদের ভোট প্রদানের মাধ্যমে।
২০২৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার কে ছিলেন?
২০২৩ সালের ফিফা বর্ষসেরা পুরস্কার ৪৮ পয়েন্ট নিয়ে লিওনেল মেসি এই
পুরস্কারটি পেয়েছিলেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ কোথায় হবে?
২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং
মেক্সিকোতে। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ মার্কিন
যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে অনুষ্ঠিত হবে।
শেষ মন্তব্য
ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৪ কে হবে তা নির্ধারণ করা আসলেই কঠিন। কারণ এখানে যদি
রদ্রিকে বিবেচনা করা হয় শিরোপার দিক দিয়ে তাহলে রিয়াল মাদ্রিদের দানি
কারবাহাল কেও এই লিস্টে রাখা উচিত। কারণ রদ্রিকে যদি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং
ইউরো জয়ের জন্য ফিফা বর্ষসেরা দেয়া হয় তাহলে দানি কারবাহাল তার থেকে বেশি
শিরোপা জিতেছে। দানি কারবাহাল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো কাপ, লা লিগা এবং
কোপা দেলরে। আমার মতে এবার বর্ষ সেরা পুরস্কার পেতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র।
আপনার মতে এবার কোন প্লেয়ার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতবে তা নিচে কমেন্টে
উল্লেখ করুন।