Terms & Conditions

স্বাগতম সারোয়ার ইনফো-তে!
আমাদের ওয়েবসাইট (www.sarwarinfo.com) ব্যবহার করে, অনুগ্রহ করে আপনি নিচের এই সহজ নিয়মগুলো মেনে চলুন। অনুগ্রহ করে নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

১. আমাদের কনটেন্ট সুরক্ষিত

সারোয়ার ইনফো-র সব তথ্য, আর্টিকেল এবং ছবি আমাদের মালিকানাধীন এবং কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। এছাড়া, আমাদের কনটেন্ট ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট (DMCA) দ্বারা সুরক্ষিত। এর অর্থ হলো, আমাদের লিখিত অনুমতি ছাড়া আপনি আমাদের ওয়েবসাইটের কোনো কিছু কপি, শেয়ার বা ব্যবহার করতে পারবেন না।

আমাদের অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহার করলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি। আমাদের কনটেন্ট নিলে অবশ্যই আমাদের ক্রেডিট দিয়ে দিবেন।

২. ব্যক্তিগত ব্যবহারের জন্য

সারোয়ার ইনফো শিক্ষা, চাকরি প্রস্তুতি, ভাইভা প্রস্তুতি, পড়াশোনা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করার জন্য বিভিন্ন রিসোর্স সরবরাহ করে। এই ওয়েবসাইটের তথ্য কেবলমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, যাতে আপনারা জ্ঞান অর্জন এবং দক্ষতা উন্নয়ন করতে পারেন।

আপনি আমাদের কনটেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। অনুগ্রহ করে আমাদের তথ্য নিজের বলে দাবি করবেন না এবং নিজের বলে শেয়ার করবেন না। আপনি আমাদের কনটেন্ট কপি করে অন্য কোন ওয়েবসাইটে শেয়ার করবেন না।

৩. কপি করবেন না

আপনি আমাদের আর্টিকেল বা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, তবে এটি এডিট, পরিবর্তন বা কপি করা যাবে না। শেয়ার করার সময় সর্বদা সারোয়ার ইনফো-কে যথাযথ ক্রেডিট প্রদান করবেন।

অনুমতি ছাড়া কপি, পরিবর্তন বা কনটেন্ট নিজের বলে দাবি করা কঠোরভাবে নিষিদ্ধ কারন এটি গুগল কন্টেন্ট পলিসি বিরোধী একটি কাজ।

৪. নির্ভরযোগ্য এবং আপডেট তথ্য আমরা সরবরাহ করি

আমরা সর্বদা সঠিক, নির্ভরযোগ্য এবং আপডেট তথ্য সরবরাহ করার চেষ্টা করি। আমাদের আর্টিকেল নিয়মিত পর্যালোচনা এবং আপডেট করা হয় যাতে সেগুলো পাঠকদের জন্য প্রাসঙ্গিক এবং উপযোগী থাকে।

সব তথ্য সর্বদা আপডেট থাকবে তা গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তবে আমরা আপডেট তথ্য হাতে পেলেই কনটেন্ট আপডেট করে দিই। সঠিক এবং নির্ভরযোগ্য আপডেট তথ্য না পাওয়া পর্যন্ত আমরা কন্টেন্ট আপডেট করি না। ওয়েবসাইট এবং এর কনটেন্ট ব্যবহারের দায় সম্পূর্ণ আপনার নিজের।

৫. শ্রদ্ধাশীল হোন

সারোয়ার ইনফো একটি ব্যক্তিগত প্ল্যাটফর্ম, যেখানে কেবলমাত্র সারোয়ার ইনফোর অথর কনটেন্ট প্রকাশ করতে পারেন। দর্শকরা আর্টিকেল পড়তে এবং শিখতে পারবেন। অন্য কেউ এই ওয়েবসাইটে কিছু আপলোড, এডিট বা প্রকাশ করতে পারবেন না।

ওয়েবসাইটের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখতে নিচের বিষয়গুলো মেনে চলুনঃ
  • ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করবেন না।
  • ক্ষতিকারক সফটওয়্যার, ভাইরাস বা কোড কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন না।
  • ওয়েবসাইট এবং এর কনটেন্টের সম্মান বজায় রাখুন।
  • কমেন্টে খারাপ ভাষা ব্যবহার করবেন না।

৬. কপিরাইট নিয়ম

সারওয়ার ইনফো-র সবকিছু কপিরাইট দ্বারা সুরক্ষিত। অনুমতি ছাড়া কিছুই কপি, শেয়ার বা ব্যবহার করবেন না।

৭. নিয়ম পরিবর্তন

আমরা যে কোনো সময় এই নিয়মগুলো আপডেট করতে পারি। আমাদের ওয়েবসাইটের সকল নিয়মসমূহ পরিবর্তন ও পরিবর্ধন করার সকল দায়িত্ব আমাদের। তাই নিয়মিত আমাদের এই পেজ পরিদর্শন করুন।

৮. অন্যান্য ওয়েবসাইটের লিংক

আপনাদের প্রয়োজনের তাগিদে কখনও কখনও আমরা অন্যান্য ওয়েবসাইটের লিংক শেয়ার করতে পারি। এই লিংকগুলো আপনার সুবিধার জন্য দেওয়া হয়। আপনি অন্য ওয়েবসাইটে লিংকের মাধ্যমে প্রবেশ করলে তাদের নিয়ম নীতিগুলো আগে পড়ে নিন, অন্যথায় আমরা কোন দায়ভার গ্রহণ করবোনা।

৯. আপনার গোপনীয়তা

আমরা আপনার গোপনীয়তার উপর খুব যত্নশীল। তাই আপনার গোপনীয়তা জানতে আমাদের Privacy Policy পড়ুন।

১০. আমাদের সাথে যোগাযোগ করুন

নিয়ম বা ওয়েবসাইট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানানোর জন্য ধন্যবাদ। আপনাদের সামান্য একটু সমর্থন, আমাদের সাহায্য করতে পারে আপনাদের জন্য উপকারী তথ্য শেয়ার করতে।