বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ৫ মিনিটে জেনে নিন

বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম আমরা অনেকেই জানিনা তাই আমরা এই বিষয়ে জানার জন্য সার্চ করে থাকি। আজ আমি আপনাদের সাথে এই একটি আর্টিকেলে বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার সহজ নিয়ম আলোচনা করব। আপনি আজকের এই আর্টিকেল থেকে খুব অনায়াসেই এখন থেকে যেকোনো পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন ইনশাল্লাহ।
বাংলাদেশের-সকল-পরীক্ষার-রেজাল্ট-দেখার-নিয়ম
বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানার জন্য আপনাকে মনোযোগ দিয়ে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। কারণ আপনি যদি শেষ পর্যন্ত না পাড়েন তাহলে এ টু জেড বিষয়ে জানতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা।

পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানার জন্য আপনাকে কয়েকটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। রেজাল্ট বের করার জন্য আমি আপনাদের কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে পরিচিত করে দিব কারণ বাংলাদেশের কোন বোর্ড পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশ হয় তখন সার্ভারে অনেক সমস্যা দেখা দেয়।
বাংলাদেশের-সকল-পরীক্ষার-রেজাল্ট-দেখার-নিয়ম
ওই সময় অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী রেজাল্ট দেখার জন্য চেষ্টা করে। ঠিক তখনই রেজাল্ট দেখার ওয়েবসাইটে হোস্টিং জনিত সমস্যার কারণে ওয়েবসাইট স্লো হয়ে যায়। তাই আমি আপনাদের যে কয়েকটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আপনি যদি এই ওয়েবসাইট গুলো মনে রাখেন তাহলে যে কোন একটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট বের করতে সক্ষম হবেন।

ওয়েবসাইটগুলো নিচে দেওয়া হলঃ
  • educationboardresults.gov.bd
  • archive.educationboard.gov.bd
এই দুইটা ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিভিন্ন ধরনের রেজাল্ট বের করতে পারবেন। কিন্তু আমি এই দুইটি ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে নিষেধ করব। কারণ এই দুইটি ওয়েবসাইট অধিকাংশ সময়ে সার্ভার অফ থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে আর্টিকেলটি লিখছি, এখন এই দুটি ওয়েবসাইটের সার্ভার বন্ধ রয়েছে। তাছাড়া এই দুইটি ওয়েবসাইটে SSL সার্টিফিকেট নেই তাই এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করলে অনেক সময় তথ্য চুরি হয়ে যেতে পারে।

SSL মানে হচ্ছে Secure Sockets Layer অর্থাৎ আপনি যখন একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন সেই ওয়েবসাইটটি যদি SSL দ্বারা সিকিউরিটি থাকে তাহলে আপনার কোন তথ্য কেউ চুরি করতে পারবে না। তাই যেহেতু এই দুইটি ওয়েবসাইটে কোন SSL সার্টিফিকেট নেই তাই আমি সাজেস্ট করব এই দুইটি ওয়েব সাইটে না প্রবেশ করতে। তবুও অনেকেই এই দুইটি ওয়েবসাইট থেকে রেজাল্ট নেয় এবং তাদের কখনো কারো সমস্যা হয়নি। কারণ এই ওয়েবসাইট দুটি বাংলাদেশের এডুকেশন বোর্ডের ওয়েবসাইট। তাদের উচিত ছিল এই ওয়েবসাইট দুইটিতে SSL চালু করে রাখা।


যাই হোক আমি এখন আপনাদের যে অ্যাপ্সটির সঙ্গে পরিচয় করিয়ে দিব এই অ্যাপসটি দিয়ে আপনারা বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট বের করবেন। অ্যাপসটি মোবাইলে প্লে স্টোরে পাওয়া যাবে এবং এটি খুবই ছোট একটি অ্যাপস। আপনি আপনার হাতের মুঠোফোন দিয়ে যেকোন জায়গায় যে কোন মুহূর্তে বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে।

১) এই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে All Exam Resul Bd লিখে।
1
২) এখন আপনি রেজাল্ট বের করার অ্যাপস অনেকগুলো দেখতে পাবেন। এই অ্যাপগুলোর মধ্যে একটি অ্যাপস রয়েছে যে অ্যাপ টির নাম হচ্ছে " All Exam Result (মার্কশীট সহ)"।
2
৩) আপনার প্রথম কাজ হচ্ছে এই অ্যাপসটি মোবাইলে ইন্সটল করে রাখা। এখন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই অ্যাপস থেকে আপনি কিভাবে বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।
3

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) (PSC) পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) (PSC) পরীক্ষার রেজাল্ট দেখার দেখার জন্য আপনাকে সর্বপ্রথম All Exam Result (মার্কশীট সহ) এই অ্যাপটিতে প্রবেশ করতে হবে। এখন আপনি প্রথমেই দেখতে পাবেন PSC/Primary Result লেখা রয়েছে।
4
PSC/Primary Result এখানে ক্লিক করার পরে আপনার সামনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি পেজ আসবে। এই পেজে আপনি দেখতে পাবেন "নির্বাচন করুন" নামে একটি অপশন রয়েছে।
5
"নির্বাচন করুন" এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটি পোপাআপ উইন্ডো আসবে। এই পোপাআপ উইন্ডোতে লেখা থাকবে-
  • রোল নম্বর অনুসারে একক ফলাফল
  • আইডি নম্বর অনুসারে একক ফলাফল
  • বিদ্যালয় ভিত্তিক ফলাফল
অর্থাৎ এখান থেকে আপনি আপনার একক ফলাফল বের করতে পারবেন, আবার আপনার বিদ্যালয়ের সম্পূর্ণ ফলাফল বের করতে পারবেন।
6
তো ধরুন আপনি আপনার একক ফলাফল বের করবেন এজন্য আপনাকে রোল নম্বর অনুসারে একক ফলাফল এখানে ক্লিক করতে হবে। আপনি যদি আইডি নম্বর দিয়ে একক ফলাফল বের করতে চান তাহলে, আইডি নম্বর অনুসারে একক ফলাফল এখানে ক্লিক করবেন, আর যদি চান পুরো বিদ্যালয়ের ফলাফল বের করতে তাহলে বিদ্যালয় ভিত্তিক ফলাফল এখানে ক্লিক করবেন।


আমরা যেহেতু একক ফলাফল বের করব তাই আমরা ক্লিক করব রোল নম্বর অনুসারে একক ফলাফল অথবা আইডি নম্বর অনুসারে একক ফলাফল এই দুইটার মধ্যে যে কোন একটি অপশনে। তাহলে আপনি নতুন একটি পেজ পাবেন। এই পেজে আপনাকে পরীক্ষার নাম, পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা বা থানা এবং রোল নাম্বার দিয়ে সমর্থন করুন অপশনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।
8
9
10

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) (JSC) পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) (JSC) পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমরা আবার পুনরায় " All Exam Result (মার্কশীট সহ)" এই অ্যাপটিতে প্রবেশ করব। এই অ্যাপটাতে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন দুই নম্বর সারিতে লেখা রয়েছে "JSC Result"। এখানে আপনাকে ক্লিক করতে হবে
11
"JSC Result" অপসনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ আসবে এবং এই পেজ থেকেই আপনাকে জেএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হবে। এই পেজটিতে আপনি দেখতে পাবেন Examination, Year, Board, Roll, Reg No রয়েছে। এই তথ্যগুলো সঠিকভাবে ফিলাপ করে Submit অপশনে ক্লিক করলে আপনি খুব সহজেই JSC পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।
12
13
14

মাধ্যমিক (এসএসসি) (SSC) পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | উচ্চ মাধ্যমিক (এইচএসসি) (HSC) পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম

আমরা যেভাবে জেএসসি রেজাল্ট বের করেছি ঠিক সেভাবেই পর্যায়ক্রমিকভাবে এখন একই নিয়মে বাকি রেজাল্টগুলো বের করব। সুতরাং চলুন এসএসসি রেজাল্ট বের করার জন্য আমরা আবার " All Exam Result (মার্কশীট সহ)" এই অ্যাপটিতে প্রবেশ করি। এখন আপনি দেখতে পাবেন তিন নম্বর সারিতে "SSC Result" লিখা রয়েছে। "SSC Result" এখানে ক্লিক করুন।
15
এখন আপনি পুনরায় দেখতে পাবেন সেম আগের মতই একটি পেজ আসতে এবং এই পেজেও লেখা রয়েছে Examination, Year, Board, Roll, Reg no। এখন আপনার কাজ হচ্ছে পূর্বের মতোই সকল তথ্য সঠিকভাবে ফিলাপ করে সাবমিট করা। তাহলে আপনি খুব সহজেই একই পদ্ধতি অবলম্বন করে মাত্র একটি অ্যাপ এর মাধ্যমে সকল রেজাল্ট বের করতে পারছেন।
16
17
18
সেমভাবে আপনি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) (HSC) পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে এক্সামিনেশন অপশনে শুধুমাত্র বারবার চেঞ্জ করা লাগছে তাছাড়া বাকি অপশন গুলো একই থাকছে।
19
20
21

22

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রেজাল্ট বের করার নিয়ম

এখন আমি দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপটি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রেজাল্ট বের করতে পারবেন। যেমনঃ
  • অনার্স বা স্নাতক BA,BSc,BSS,BBA,BBS,BCOM, Nu Exam Result
  • মাস্টার্স বা স্নাতকোত্তর (Postgraduate), মাস্টার্স ফাইনাল, মাস্টার্স প্রিলিমিনারি এডমিশন রেজাল্ট, মাস্টার্স প্রফেশনাল এডমিশন রেজাল্ট
  • ডিগ্রী পরীক্ষার রেজাল্ট
  • অনার্স এডমিশন টেস্ট রেজাল্ট 
তাহলে চলুন আমরা পুনরায় " All Exam Result (মার্কশীট সহ)" এই অ্যাপটিতে প্রবেশ করি। এখন আপনি নিচে সারিগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার জন্য সকল অপশন গুলো শ্রেণীবদ্ধভাবে পেয়ে যাবেন।
23
এখান থেকে আপনি আপনার পছন্দমত যে পরীক্ষার রেজাল্ট বের করবেন সেখানে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে সাবমিট করলেই আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।


এছাড়া এই অ্যাপ এর মাধ্যমে আপনি আরো যে সমস্ত রেজাল্ট বের করতে পারবেন তা নিম্নে নিচে দেওয়া হলঃ
  • BTeb (Voc) Result
  • BTEB Admission Result
  • BOU Final Exam Result (All Class)
  • BOU Details, Year wish and Semester wish result
  • MBBS and BDS Admission test Result
  • BCPS Final Exam Result
  • NTRCA Teachers Reg result
24
সুতরাং বুঝতে পারছেন এই অ্যাপটি হচ্ছে অলরাউন্ডার একটি অ্যাপস যার মাধ্যমে আপনি পুরো বাংলাদেশের রেজাল্ট বের করে ফেলতে পারবেন খুব সহজেই। ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে হলে মাঝে মাঝে খুব পেরার সম্মুখীন হতে হয় যা এই অ্যাপটিতে একদমই নেই। ওয়েবসাইটে যতই সার্ভার সমস্যা থাকুক না কেনো এই অ্যাপটিতে আপনি সার্ভার জনিত সমস্যা কখনোই পাবেন না।

এছাড়া এই অ্যাপটিতে এডুকেশন বোর্ড বিডি এর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। আমি উপরে আপনাদের যে দুইটি ওয়েবসাইট দিয়েছি তাদের মধ্যে থেকে একটি ওয়েবসাইট এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। ওই ওয়েবসাইটটিও এই অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া রয়েছে। আপনি নিচের স্ক্রিনশটে খেয়াল করুন তাহলে দেখতে পাবেন এই অ্যাপটিতে কোন জায়গায় বাংলাদেশ এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক রয়েছে।
25
26
মনে রাখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এর এই অফিসিয়াল ওয়েবসাইটটি শুধুমাত্র আপনাকে নিচের এই কয়টি রেজাল্ট প্রদান করতে পারবে।
  • JSC/JDC/
  • SSC/Dakhil/Equivalent
  • HSC/Alim/Equivalent
  • DIBS (Diploma in Business Studies)
27

FAQ: বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

মাস্টার্স এর রেজাল্ট দেখার ওয়েবসাইট কোনটি?

মাস্টার্স এর রেজাল্ট দেখার ওয়েবসাইট হচ্ছে educationboardresults.gov.bd, archive.educationboard.gov.bd

অনার্স রেজাল্ট দেখার ওয়েবসাইট কোনটি?

অনার্স রেজাল্ট দেখার ওয়েবসাইট হচ্ছে educationboardresults.gov.bd, archive.educationboard.gov.bd

ডিগ্রী রেজাল্ট দেখার ওয়েবসাইট কোনটি?

ডিগ্রী রেজাল্ট দেখার ওয়েবসাইট হচ্ছে educationboardresults.gov.bd, archive.educationboard.gov.bd

মাস্টার্স পরীক্ষা কতবার দেওয়া যায়?

মাস্টার্স পরীক্ষা সাধারণত একবার দেওয়া যায়, তবে আপনি মাস্টার্স পরীক্ষার কোন সাবজেক্টে যদি ফেল করেন তাহলে আপনি পরের বছর সেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন। আবার আপনি যদি কোন সাবজেক্ট টা কম মার পান তাহলে সেই সাবজেক্টটা ইমপ্রুভ দিতে পারবেন।

অনার্স পরীক্ষা কতবার দেওয়া যায়?

অনার্স পরীক্ষা আপনি সর্বোচ্চ একবার দিতে পারবেন। তবে মনে রাখবেন আপনি অনার্সে থাকাকালীন কোন সাবজেক্টে ফেল করলে পরের বছর সেই সাবজেক্টে ইম্প্রভমেন্ট দিতে পারবেন। কিন্তু আপনি যদি পরের বছরে ওই সাবজেক্টে আবার ফেল করেন তাহলে আপনাকে অনার্স থেকে ডিগ্রিতে নামিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আপনি তখন ডিগ্রি এর সার্টিফিকেট পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ link কোনটি?

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ link - https://www.nu.ac.bd/recent-news-notice.php

কত বছর গ্যাপ দিয়ে মাস্টার্স করা যাবে?

অঅনার্স শেষ করার কয়েক বছর পরেও আপনি মাস্টার পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনি কত বছর পর মাস্টার্স পরীক্ষা দিবেন তার কোন বাধ্যবাধকতা নেই। তবে বর্তমানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনার্স শেষ করার তিন বছরের মধ্যে মাস্টার্স শেষ করতে বলেছেন।

বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে লেখকের শেষ আলোচনা

আমি আশা করছি আপনারা বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে পেরেছেন। আমি চেষ্টা করেছি মাত্র একটি অ্যাপ এর মাধ্যমে কিভাবে সম্পূর্ণ বাংলাদেশের যেকোনো পরীক্ষার রেজাল্ট বের করা যায় তা সহজ ভাবে আলোচনা করার। জানিনা কতটুকু সফল হয়েছি, তবে আপনাদের যদি কোন পরীক্ষার রেজাল্ট বের করতে সমস্যা হয় তাহলে আমাকে অবগত করবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান করার। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url