বেস্ট ফ্রী ব্লগার টেমপ্লেট | জেট থিম | Jet Theme

আজ আমরা আলোচনা করব কিভাবে ব্লগারে একটি কাস্টম থিম বা টেমপ্লেট ইন্সটল করা যায়। আমরা আজকে যে থিমটি ইন্সটল করব এই থিমটির নাম জেট থিম। এই থিমটি ডেভেলপ করেছে ইন্দোনেশিয়ান একজন ডেভেলপার। তার নাম সম্ভবত Saweria, তার ওয়েবসাইটে এই নামটাই দেওয়া রয়েছে। আপনি ব্লগারের অন্যান্য থিম বা টেমপ্লেট গুলোতে যে সমস্ত সুবিধা গুলো পাবেন, এই জেট থিমে আপনি সেই সমস্ত সকল সুবিধা গুলো পেয়ে যাবেন।

বেস্ট-ফ্রী-ব্লগার-টেমপ্লেট
ব্লগার ওয়েবসাইটের জন্য জেট থিম সম্পর্কে এ টু জেড জানার জন্য এই আর্টিকেলটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। এছাড়া এই থিমটি ডাউনলোড করে কিভাবে ইন্সটল করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া আমি খুব সহজভাবে এখানে প্রদর্শন করব।

পোস্ট সূচিপত্রঃ বেস্ট ফ্রী ব্লগার টেমপ্লেট | জেট থিম | Jet Theme

এই আর্টিকেলে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

বেস্ট ফ্রী ব্লগার টেমপ্লেট | জেট থিম | Jet Theme

বেস্ট ফ্রী ব্লগার টেমপ্লেট জেড থিমের ২ টা ভার্সন রয়েছে।

যেমনঃ
  • ব্লগ থিম বা টেমপ্লেট
  • নিউজপেপার থিম বা টেমপ্লেট
ব্লগ থিম বা টেমপ্লেট, এটি সম্পূর্ণ ফ্রি। কিন্তু নিউজ পেপার থিম বা টেমপ্লেট টি পেইড। ইন্দোনেশিয়ান এই ডেভেলপার ২টা জেট থিম তৈরি করেছে। একটি হলো যারা ব্লগার তাদের জন্য এবং আরেকটি হলো যারা নিউজ সম্পর্কিত আর্টিকেল পাবলিশ করে তাদের জন্য। আমরা যেহেতু ওয়েবসাইটে ব্লগ পোষ্ট লিখব সেহেতু আমরা ব্লগ থিম বা টেমপ্লেটটি ব্যবহার করব। বাংলাদেশের ১০০ জনের মধ্যে ৭০ জন ব্লগার এই থিমটি ব্যবহার করে।


যারা প্রথম অবস্থায় ব্লগ শুরু করে তারা সাধারণত পেইড থিম কিনতে চায় না। তাছাড়া প্রথম অবস্থায় যেহেতু ব্লগারদের ইনকাম থাকে না সেহেতু তাদের কথা বিবেচনা করে ইন্দোনেশিয়ান এই ডেভেলপার ব্লগারদের টেমপ্লেট টি একদম সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে।

এখন প্রশ্ন হল এতগুলো থিম বা টেমপ্লেট থাকতে আপনি কেন জেড থিম ব্যবহার করবেন?

যে কারণে আপনি জেট থিম বা টেমপ্লেট ব্যবহার করবেনঃ
*** জেট থিমের এসইও স্কোর অন্যান্য থিম বা টেমপ্লেট তুলনায় অনেক বেশি।
*** জেট থিম এর স্পিড অনেক বেশি। অর্থাৎ এই থিম ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের স্পিড অনেক বেশি থাকবে।
*** জেট থিমের ইউজার ইন্টারফেস অত্যন্ত মিনিমাল যা সহজেই বোঝা যায়।
*** জেট থিমে খুব তাড়াতাড়ি Adsence পাওয়া যায় যদি আপনার কনটেন্ট গুলো মানসম্পন্ন হয়।
*** জেট থিমে আপনি ইচ্ছামতো আপনার ওয়েবসাইটের কালার পরিবর্তন করতে পারবেন।
*** জেট থিমে আপনি ইচ্ছামত ডিজাইন করতে পারবেন।
*** বেস্ট মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন থিম হচ্ছে জেড থিম।
*** জেড থিম আপনি Lifetime Update পাবেন।
*** Free Custom Copyright অর্থাৎ এই থিম আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এবং এই জন্য আপনার কোন কপিরাইট আসবে না।

এছাড়া আপনি-
  • Support Group
  • Optimize CLS
  • No Encrypted
  • Optimize Lazyload
  • Add Widget Archive
  • Optimize Image DPI
এই সকল সুবিধা সমূহ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই থিম থেকে।


আমরা জেনে নিলাম কেন আমরা ব্লগারের জন্য জেট থিম ব্যবহার করব। তাহলে চলুন আমরা এখন শিখেনিই আপনি কিভাবে জেট থিম ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ব্লগারে থিমটি ইনস্টল করবেন সে সম্পর্কে।

জেট থিম বা টেমপ্লেট ডাউনলোড করার নিয়ম

প্রথমে আমাদের জেট থিমটি ডাউনলোড করতে হবে। এই থিমটি ডাউনলোড করার জন্য আমি একটি লিংক দিয়ে দিচ্ছি আপনি লিংকে ক্লিক করে প্রথমে থিমটি ডাউনলোড করে নিন।
  • ডাউনলোড করার লিংক = লিংক (Direct Download Link)
  • অথবা, ডাউনলোড করার লিংক = লিংক
জেট-থিম-বা-টেমপ্লেট-ডাউনলোড-করার-নিয়ম

উপরে ভালোভাবে লক্ষ্য করুন। আমি যে ২টি জায়গায় মার্ক করে দিয়েছি আপনি এই ২টি জায়গা থেকেই ডাউনলোড করতে পারবেন।

জেট থিম বা টেমপ্লেট ইন্সটল করার জন্য আরও একটি অতিরিক্ত ফাইল ডাউনলোড করুন

ব্লগারে থিম ইন্সটল করার জন্য আপনাকে আরো একটি অতিরিক্ত সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটার ইন্সটল করে রাখা লাগবে। এই সফটওয়্যারটির নাম হচ্ছে Notepad++। অথবা আপনি চাইলে Sublime Text Editor ব্যবহার করতে পারেন।
  • নোটপ্যাড প্লাস প্লাস (Notepad++) ডাউনলোড লিংক = লিংক
  • সাবলাইম টেক্সট এডিটর ( Sublime Text editor ) ডাউনলোড লিংক = লিংক
এর ভিতর থেকে আপনি যেকোনো একটি টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে নোটপ্যাড প্লাস প্লাস (Notepad++) টা ব্যবহার করবেন। কারণ সাবলাইম টেক্সট এডিটর ( Sublime Text editor ) এডভান্স লেভেল এর ব্যক্তিরা বেশি ব্যবহার করে।

ব্লগারে জেড থিম বা টেমপ্লেট ইন্সটল করার নিয়ম

আমরা এখন স্টেপ বাই স্টেপ গুগলের ব্লগার এ জেট থিম ইন্সটল করার প্রক্রিয়া জেনে নিব।

STEP 1:

থিমটি ডাউনলোড করা হয়ে গেলে থিমটিকে UNZIP করুন।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

UNZIP করা হয়ে গেলে এখন আপনি চারটা ফাইল দেখতে পাবেন।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 2:

আপনি যে থিমটি UNZIP করলেন সেই UNZIP করা ফোল্ডার এর ভেতরের Blank.xml এবং jettheme-v2.min.xml এই দুইটি ফাইল এখন নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যম দিয়ে ওপেন করতে হবে। অথবা সাবলাইম টেক্সট এডিটর ( Sublime Text editor ) দিয়ে ওপেন করুন।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 3:

এখন আপনাকে আপনার ব্লগার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ব্লগার ওয়েবসাইটে প্রবেশ করার পর  আপনাকে থিম অপশন এ ক্লিক করতে হবে।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 4:

এখন আপনাকে কাস্টমাইজ (CUSTOMIZE) এর পাশে ট্রায়াঙ্গেলের মতো ছোট এই অপশনে ক্লিক করতে হবে।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 5:

এখন এডিট এইচটিএমএল (EDIT HTML) এ ক্লিক করতে হবে।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 6:

এখন আপনি আপনার ওয়েবসাইটের ডিফল্ট থিম Contempo Light এর কোড সমূহ দেখতে পাবেন। সমস্ত কোড গুলো এখন আপনাকে ডিলিট করে দিতে হবে।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 7:

কোড গুলো ডিলেট করে দেওয়ার পরে আপনাকে পুনরায় নোটপ্যাড প্লাস প্লাস (Notepad++) সফটওয়্যার এর মধ্যে আসতে হবে এবং Blank.xml থেকে কোড গুলো কপি করতে হবে।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

কোড গুলো কপি করা হয়ে গেলে আপনাকে এই কোড গুলো আপনার ব্লগার ওয়েবসাইটের ওই জায়গায় পেস্ট করতে হবে, যে জায়গায় আপনি একটু আগে কোড গুলো ডিলিট করলেন। এবং সেভ করে দিতে হবে। এখন আপনি আপনার ওয়েবসাইটের পেজটি রিফ্রেশ করলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে কোন কিছু নেই।

বিশেষ দ্রষ্টব্যঃ আসলে মূল কথা হচ্ছে জেড থিম এর কোড গুলো ওয়েবসাইটে দেওয়ার আগে আপনাকে Blank.xml এর কোড গুলো ওয়েবসাইটে বসিয়ে Save করতে হবে।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

STEP 8:

এখন Blank.xml এর কোড গুলো পুনরায় ডিলিট করে দিন এবং নোটপ্যাড প্লাস প্লাস এ আবার প্রবেশ করন। তারপর jettheme-v2.min.xml থেকে সকল কোড কপি করে নিন।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

এই কপি করা কোড গুলো এখন আপনার ব্লগার ওয়েবসাইটে এসে পুনরায় Past করুন, যেখানে আপনি কিছুক্ষণ আগে Blank.xml এর কোড বসিয়েছেন সেখানে। এবং Save করে দিন।

ব্লগারে-জেড-থিম-বা-টেমপ্লেট-ইন্সটল-করার-নিয়ম

এভাবে জেট থিম বা টেমপ্লেট আপনাকে আপনার ওয়েবসাইটে সেট করতে হবে। এখন আপনি এই আর্টিকেলের শেষের দিকে যে ভিডিওটি আছে সেটি দেখুন। তাহলে আপনি খুব সহজেই আপনার ব্লগারে এই জেট থিমটি ব্যবহার করতে পারবেন। আর্টিকেলটি বুঝতে সমস্যা হলেও ভিডিওটি দেখলে আপনার আর কোথাও সমস্যা হবে না আশা করছি।

Top 10 Free Blogger Templates

আপনাদের যদি জেট থিম ভালো না লাগে তাহলে আপনারা আরো অনেক থিম ব্যবহার করতে পারেন। আমি এখন আরো দশটি টপ টেন টেমপ্লেট এর লিস্ট আপনাদের দিয়ে দিব। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মত একটি থিম ব্যবহার করতে পারেন।

তবে একটি গুরুত্বপূর্ণ কথা হলো ব্লগার শুরু করার সময় বারবার থিম চেঞ্জ না করাই ভালো। এতে করে আপনার ওয়েবসাইটের বিভিন্ন টেকনিক্যাল সমস্যা হতে পারে। তাই ব্লগার জগতে প্রো লেভেলে না যাওয়া পর্যন্ত বারবার থিম চেঞ্জ করবেন না।

যেকোনো একটি থিম ইন্সটল করে সেই থিম নিয়ে কাজ করা শুরু করুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ছে।

 ব্লগারের জন্য টপ টেন ফ্রি টেমপ্লেট নিম্নরূপ লিখে দেওয়া হল-
  • Jet Theme
  • Xenify
  • Qten
  • Kalify
  • Sora Study
  • Pixer
  • Nuri
  • Devify
  • Musa
  • Micro
আরো অতিরিক্ত কিছু টেমপ্লেট নিচে দেওয়া হল-
  • New Seo
  • Eventify
  • Publister (News Template)
  • Casper
উপরের এই থিমগুলো এসইও ফ্রেন্ডলি এবং এডসেন্স অ্যাপ্রভাল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্লগার থিম। এই থিমগুলোর বাইরে আপনার আর কোন থিম লাগবেনা। এই থিমগুলো ব্যবহার করলে আপনি একদম প্রিমিয়াম একটি ইন্টারফেস পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য

একটি কথা মনে রাখবেন আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে যে থিম ব্যবহার করেন না কেন আপনার কনটেন্ট অবশ্যই ভালো হতে হবে। এডসেন্স অ্যাপ্রুভাল এর ক্ষেত্রে অবশ্যই একটি ভালো থিম প্রয়োজন কিন্তু সব থেকে ভালো যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে আপনার কনটেন্ট। 

তাই আমার দেওয়া এই থিমগুলোর যে কোন একটি ব্যবহার করে ভালো ভালো কনটেন্ট লিখুন। আমি আশা করছি আপনারা এই থিমগুলো ব্যবহার করলে এবং ভালো ভালো কনটেন্ট লিখলে অনেক তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটকে ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন।

FAQ

১) জেট থিম কি?
উত্তরঃ জেট থিম একটি ফ্রি ব্লগার থিম যা SEO এবং এডসেন্স এর জন্য জনপ্রিয় একটি থিম। এটি সকল ব্লগারদের জন্য উপযুক্ত বেস্ট থিম হিসেবে বিবেচিত। বিশেষ করে যারা বাংলায় লেখালেখি করে এডসেন্স পেতে চান তাদের জন্য এই থিম অবশ্যই প্রয়োজন।

২) জেট থিমের সুবিধাগুলো কী কী?
উত্তরঃ জেট থিমের সুবিধাগুলো হচ্ছে- এটি SEO ফ্রেন্ডলি থিম, ফাস্ট লোডিং থিম, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন থিম, আনলিমিটেড কালার কাস্টমাইজেশন। এছাড়া আজীবন ফ্রি আপডেট এর সুবিধা। 

৩) নতুন ব্লগারদের জন্য জেট থিম কেন উপযুক্ত?
উত্তরঃ কারণ এটি সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম থিম, এছাড়া এই থিমটার এসইও স্কোর ভালো এবং দ্রুত AdSense অনুমোদন পেতে সহায়ক এই থিম।

৪) জেট থিমে AdSense পাওয়া যায়?
উত্তরঃ মানসম্মত কন্টেন্ট থাকলে জেট থিমে দ্রুত AdSense পাওয়া যায়। তাই শুধু থিমের উপর ভরসা করলে হবে না, আপনাকে ভালো ভালো কনটেন্ট লিখতে হবে।

৫) জেট থিম ব্যবহারের সময় কোনো সমস্যা হলে কী করবেন?
উত্তরঃ জেট থিম ব্যবহারের সময় কোনো সমস্যা হলে ডেভেলপারের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করতে হবে।

শেষ মন্তব্য

জেট থিম সম্পর্কে আরো কোন তথ্য জানার থাকলে অথবা জেড থিম আপনার ব্লগার ওয়েবসাইটে ইন্সটল করতে না পারলে আমাদের মেসেজ করে জানাবেন। আমরা আপনাকে সাহায্য করবো প্রপার ভাবে আপনার ব্লগার এই থিমটি ইন্সটল করার জন্য।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url