২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার
২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। চাঁদ ওঠার
ওপর নির্ভর করে বিভিন্ন জায়গায় রমজান মাসের সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
যেমন চাঁদ ওঠার ওপর নির্ভর করে এক দিন কম বা বেশি হতে পারে। যেহেতু চাঁদ ওঠার
আগেই এই ক্যালেন্ডারটি পাবলিশ করা হয়েছে সেহেতু, এই এক দিন কম বেশি আপনারা ঠিক
করে নিবেন এই ক্যালেন্ডারটি দেখে।

আপনারা এই আর্টিকেল থেকে প্রত্যেকটি রোজার সেহেরী এবং ইফতারের টাইম সঠিক ভাবে
পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা এখন দেখে নিই ২০২৫ সালের মাহে রমজান মাসের
ক্যালেন্ডার।
পোস্ট সূচিপত্র: ২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার
এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার
বাংলাদেশের জায়গা ভেদে সেহরি এবং ইফতারের সময় কয়েক মিনিট কম বেশি হতে পারে। ২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার আমরা ৩ টি পর্যায়ে বিভক্ত করব।
যেমনঃ
- প্রথম পর্যায়েঃ ২০২৫ সালের রমজান মাসের রহমতের ১০ দিন
- দ্বিতীয় পর্যায়েঃ ২০২৫ সালের রমজান মাসের মাগফিরাতের ১০ দিন
- তৃতীয় পর্যায়েঃ ২০২৫ সালের রমজান মাসের নাজাতের ১০ দিন
আরো পড়ুনঃ ২০২৫ সালের বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার
এই আর্টিকেলে আপনারা ২০২৫ এর রমজান মাসের ক্যালেন্ডার পাওয়ার পাশাপাশি আরও যে
তথ্যগুলো পাবেন সেগুলো হল।
- ২০২৫ সালে শব-ই-বরাত কবে হবে তা জানতে পারবেন।
- ২০২৫ সালে বিশ্ব ইজতেমা কবে হবে তা জানতে পারবেন।
- ২০২৫ সালের ঈদুল ফিতর কবে হবে তা জানতে পারবেন।
- ২০২৫ সালের ঈদুল আযহা কবে হবে তা জানতে পারবেন।
প্রথম ১০ দিন (রহমত)
তারিখ | বার | রমজান/রোজা | সেহরির শেষ সময় (AM) | ইফতার শুরুর সময় (PM) |
---|---|---|---|---|
২ মার্চ ২০২৫ | রবিবার | রোজা ১ | ০৫:০৭ | ০৬:০০ |
৩ মার্চ ২০২৫ | সোমবার | রোজা ২ | ০৫:০৬ | ০৬:০১ |
৪ মার্চ ২০২৫ | মঙ্গলবার | রোজা ৩ | ০৫:০৫ | ০৬:০১ |
৫ মার্চ ২০২৫ | বুধবার | রোজা ৪ | ০৫:০৪ | ০৬:০২ |
৬ মার্চ ২০২৫ | বৃহস্পতিবার | রোজা ৫ | ০৫:০৪ | ০৬:০২ |
৭ মার্চ ২০২৫ | শুক্রবার | রোজা ৬ | ০৫:০৩ | ০৬:০৩ |
৮ মার্চ ২০২৫ | শনিবার | রোজা ৭ | ০৫:০২ | ০৬:০৩ |
৯ মার্চ ২০২৫ | রবিবার | রোজা ৮ | ০৫:০১ | ০৬:০৪ |
১০ মার্চ ২০২৫ | সোমবার | রোজা ৯ | ০৫:০০ | ০৬:০৪ |
১১ মার্চ ২০২৫ | মঙ্গলবার | রোজা ১০ | ০৪:৫৯ | ০৬:০৪ |
দ্বিতীয় ১০ দিন (মাগফিরাত)
তারিখ | বার | রমজান/রোজা | সেহরির শেষ সময় (AM) | ইফতার শুরুর সময় (PM) |
---|---|---|---|---|
১২ মার্চ ২০২৫ | বুধবার | রোজা ১১ | ০৪:৫৮ | ০৬:০৫ |
১৩ মার্চ ২০২৫ | বৃহস্পতিবার | রোজা ১২ | ০৪:৫৭ | ০৬:০৫ |
১৪ মার্চ ২০২৫ | শুক্রবার | রোজা ১৩ | ০৪:৫৬ | ০৬:০৬ |
১৫ মার্চ ২০২৫ | শনিবার | রোজা ১৪ | ০৪:৫৫ | ০৬:০৬ |
১৬ মার্চ ২০২৫ | রবিবার | রোজা ১৫ | ০৪:৫৪ | ০৬:০৭ |
১৭ মার্চ ২০২৫ | সোমবার | রোজা ১৬ | ০৪:৫৩ | ০৬:০৭ |
১৮ মার্চ ২০২৫ | মঙ্গলবার | রোজা ১৭ | ০৪:৫২ | ০৬:০৭ |
১৯ মার্চ ২০২৫ | বুধবার | রোজা ১৮ | ০৪:৫১ | ০৬:০৮ |
২০ মার্চ ২০২৫ | বৃহস্পতিবার | রোজা ১৯ | ০৪:৫০ | ০৬:০৮ |
২১ মার্চ ২০২৫ | শুক্রবার | রোজা ২০ | ০৪:৪৯ | ০৬:০৯ |
তৃতীয় বা শেষ ১০ দিন (নাজাত)
তারিখ | বার | রমজান/রোজা | সেহরির শেষ সময় (AM) | ইফতার শুরুর সময় (PM) |
---|---|---|---|---|
২২ মার্চ ২০২৫ | শনিবার | রোজা ২১ | ০৪:৪৮ | ০৬:০৯ |
২৩ মার্চ ২০২৫ | রবিবার | রোজা ২২ | ০৪:৪৭ | ০৬:০৯ |
২৪ মার্চ ২০২৫ | সোমবার | রোজা ২৩ | ০৪:৪৬ | ০৬:১০ |
২৫ মার্চ ২০২৫ | মঙ্গলবার | রোজা ২৪ | ০৪:৪৫ | ০৬:১০ |
২৬ মার্চ ২০২৫ | বুধবার | রোজা ২৫ | ০৪:৪৪ | ০৬:১১ |
২৭ মার্চ ২০২৫ | বৃহস্পতিবার | রোজা ২৬ | ০৪:৪৩ | ০৬:১১ |
২৮ মার্চ ২০২৫ | শুক্রবার | রোজা ২৭ | ০৪:৪২ | ০৬:১১ |
২৯ মার্চ ২০২৫ | শনিবার | রোজা ২৮ | ০৪:৪১ | ০৬:১২ |
৩০ মার্চ ২০২৫ | রবিবার | রোজা ২৯ | ০৪:৪০ | ০৬:১২ |
৩১ মার্চ ২০২৫ | সোমবার | রোজা ৩০ | ০৪:৩৯ | ০৬:১৩ |
২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার পিডিএফ(PDF) ডাউনলোড
উপরের রমজান মাসের ক্যালেন্ডার এর টেবিলটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের
ফটোগুলো দেখুন।
ছবিগুলো দেখে নিন-
রহমত
মাগফিরাত
নাজাত
রোজার সময় নিজেকে সংযত রাখার উপায়
রোজার সময় শুধু রোজা রাখলেই হবে না নিজেকে সংযত রাখতে হবে। এজন্য আপনি নিচের
এই উপায় গুলো অবলম্বন করতে পারেন।
অতিরিক্ত খাদ্য গ্রহণ না করাঃ রোজার সময় আমাদের অতিরিক্ত খিদা লাগে
কিন্তু তাই বলে আমাদের অতিরিক্ত খাবার গ্রহণ করা উচিত নয় বরং নরমাল কিছু
খাবার খাওয়া উচিত এবং বেশি বেশি পানি খাওয়া উচিত। অর্থাৎ পেট ভরে খাবার
গ্রহণ করা যাবে না।
অতিরিক্ত রাগ সংযত রাখাঃ রোজার সময় অতিরিক্ত রাগ করা যাবে না এবং
উত্তেজিত হওয়া যাবে না এতে করে রোজা নরম হয়ে যেতে পারে।
অতিরিক্ত খাবার অপচয় রোধ করাঃ রোজার সময় খাবার পানি অপচয় করা যাবে
না বরং আপনি যদি খাবার গরিব ব্যক্তিদের খাওয়ান তাহলে আপনার সব বেশি হবে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল-গ্যাস বা জাতীয় সম্পদ অপচয় রোধ করাঃ রোজার
সময় আমাদের গ্যাস বাজাতে বিভিন্ন সম্পদ বেশি খরচ হতে পারে তাই অতিরিক্ত
জাতীয় সম্পদের অবচয় রোধ করতে হবে।
গীবত না করাঃ রোজার সময় কোনোভাবেই অন্যের নামে খারাপ গীবত করা যাবে
না এতে করে আপনার রোজা নষ্ট হয়ে যাবে।
ইবাদতের জন্য সময় ব্যবস্থাপনা করাঃ রোজার সময় রোজা রাখার পাশাপাশি
নামাজ পড়তে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে এজন্য এবাদত করার সময়
ব্যবস্থাপনা করে রাখতে হবে।
আত্ম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাঃ রমজান মাসে নিজেকে সময় ফেলেই
আত্ম উন্নয়নমূলক কাজ সমুহে অংশগ্রহণ করতে হবে এতে করে সামাজিক উন্নয়নের
ভারসাম্যতা রক্ষা পাবে।
শরীর এবং মন প্রশান্ত রাখাঃ রোজার সময় পরিমিত পরিমাণে বিশ্রাম গ্রহণ
করতে হবে এবং মনকে শান্ত রাখতে হবে।
বিনোদন এবং সোশ্যাল মিডিয়ায় সময় অপব্যবহার কমানোঃ রোজার সময় বেশি
বেশি এবাদত করতে হবে এজন্য সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া যাবে না এবং বিনোদন
উপভোগ করে সময় নষ্ট করা যাবে না।
চোখ ও কানের সংযম রক্ষা করাঃ রোজার সময় চোখ দিয়ে এমন কিছু দেখা যাবে
না যাতে রোজা নষ্ট হয়ে যায় অথবা কান দিয়ে এমন কিছু শোনা যাবে না যাতে রোজা
নষ্ট হয়ে যায়।
কঠিন সময়ে ধৈর্য ধারণ করাঃ আপনার যদি সময় খারাপ যায় তাহলে আপনাকে
রোজার সময় রোজা করতে হবে, নামাজ পড়তে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে
ধৈর্য ধারণ করতে হবে।
রোজার সময় সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশ
রোজার সময় রোজা রাখার পাশাপাশি আমাদের পারিপার্শ্বিক পরিবেশ ভালো রাখতে হবে।
এজন্য আপনি নিচের উপায় গুলো অবলম্বন করতে পারেন।
আরো পড়ুনঃ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
ইফতার ও সেহেরির অপচয় রোধঃ রোজার সময় ইফতার ও সেহেরীর অপচয় হলে
সেগুলো বাইরে ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না। এতে করে বাইরের পরিবেশ দুর্গন্ধ
হতে পারে।
পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার কমানোঃ শুধু রোজার সময় নয় বরং সব
সময় পরিবেশ ভালো রাখতে হলে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। কারণ
এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
জল অপচয় রোধ এবং সংরক্ষণঃ রোজার সময় যে কোন জায়গায় পানির অপচয়
দেখলে সেটি রোধ করতে হবে এবং পানি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তার ব্যবস্থা
করতে হবে।
শান্ত ও নির্মূল পরিবেশ বজায় রাখতে হবেঃ রোজার সময় চারিদিকে অত্যন্ত
সুবাসিত এবং শান্ত পরিবেশ থাকে তাই এই সময় কোনরকম গান-বাজনা করা যাবে না বা
অন্যের সাথে বিভ্রান্তিমূলক কোন কিছু করা যাবে না। মারামারি করা থেকে বিরত
থাকতে হবে।
সবুজায়ন এবং গাছ রোপনঃ রোজার মাসে আপনি সময় পেলেই ছোট ছোট গাছের
চারা রোপন করতে পারেন এবং বাড়ির আশেপাশে সবুজায়নের ব্যবস্থা করতে পারেন।
পরিবেশবান্ধব জীবন যাপন গড়ে তোলাঃ রোজার মাসে পরিবেশ অত্যন্ত
গুরুত্বপূর্ণ তাই এমন ভাবে জীবন যাপন করতে হবে যেন তা সকলের নিকট
পরিবেশবান্ধব হয়।
মানুষকে দেখানো কাজ না করাঃ রোজার মাসে অতিরিক্ত যানবাহনে চড়া
যাবে না এবং মানুষকে দেখানোর জন্য অযথা কেনাকাটা বা ঘোরাঘুরি করা যাবে না।
সামাজিক সচেতনতা বৃদ্ধি করাঃ এই সময় আপনি ইসলামিক বিষয়ে বিভিন্ন
সামাজিক সচেতনতা গ্রহণ করতে পারেন।
শিশুদের জন্য ইসলামিক পরিবেশ গড়ে তোলাঃ রমজান মাসে শিশুরাও নামাজ
রোজা করে থাকে এজন্য এই সময় থেকেই তাদের ইসলামিক পরিবেশে বড় করতে হবে এবং
ভালোভাবে ইসলামিক শিক্ষা প্রদান করতে হবে। তাহলে সেই শিশু ছোট থেকেই সারা বছর
আল্লাহর রাস্তায় চলবে।
দুঃখী গরিবদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলাঃ সমাজে যারা উচ্চবিত্ত
মানুষ করেছেন তাদের উচিত রমজান মাসের দু'কি গরিবদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি
করে দেওয়া।
রমজানের উৎসবমুখর পরিবেশ গড়ে তোলাঃ রমজান মাসে সারাদিন না খেয়ে
থাকলেও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ যেন এক অন্যরকম অনুভূতি কাজ করে। তাই
আমাদের উচিত এই পরিবেশকে আরো উৎসবমুখর ভাবে গড়ে তোলা।
একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাঃ রোজার মাসে একে
অন্যের খোঁজখবর রাখতে হবে এবং কেউ বিপদে পড়লে সাহায্য করতে হবে এভাবে আপনারা
সৌহার্দ্যপূর্ণ পূর্ণ পরিবেশ গড়ে তুলতে পারেন।
FAQ
১) ২০২৫ সালের কত তারিখে রোজা শুরু হবে?
২০২৫ সালের ২ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এটি সম্পূর্ণ চাঁদ
দেখার উপরে নির্ভর করবে।
২) ২০২৫ সালের কত তারিখে রোজা শেষ হবে?
২০২৫ সালে যদি ২ মার্চ থেকে রোজা শুরু হয় তাহলে, রোজা শেষ হবে ৩১ মার্চ। তবে এ
বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে চাঁদ দেখার উপরে।
৩) ২০২৫ সালে শব-ই-বরাত কবে হবে?
২০২৫ সালে শব-ই-বরাত হবে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) তারিখে।
৪) ২০২৫ সালে বিশ্ব ইজতেমা কবে হবে?
২০২৫ সালে প্রথম পর্যায়ের বিশ্ব ইজতেমা হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি
পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইজতেমা হবে ৭-৯ ফেব্রুয়ারি
পর্যন্ত।
৫) ২০২৫ সালের ঈদুল ফিতর কবে হবে?
২০২৫ সালের ঈদুল ফিতর হতে পারে এপ্রিল মাসের ১ তারিখে। এই বিষয়টি সম্পূর্ণ
নির্ভর করবে চাঁদ দেখার উপরে।
৬) ২০২৫ সালের ঈদুল আযহা কবে হবে?
২০২৫ সালের ঈদুল আযহা হতে পারে জুন মাসের ৭ তারিখে। এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর
করবে চাঁদ দেখার উপরে।
শেষ মন্তব্য
২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি, আমি আপনাদের এই
ক্যালেন্ডার এর পিডিএফ ডাউনলোড লিংক দিয়ে দিলাম। আপনারা এই পিডিএফ ডাউনলোড করে
মোবাইলে রেখে দিতে পারেন এবং রমজান মাসের সময় আপনার এই পিডিএফ টি ইনশাল্লাহ
কাজে লাগবে।