ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Bank Viva Preparation BD

ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন গুলো আপনারা এই আর্টিকেলে সুন্দরভাবে পেয়ে যাবেন। ব্যাংকে ভাইভা দিতে গেলে সাধারণত যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো বেসিক থেকে করে থাকে। তাই আমি আজকে এই আর্টিকেলে ব্যাংকের ভাইভা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেসিক প্রশ্নগুলো তুলে ধরব। এই আর্টিকেলটি পড়লে আপনার আর আলাদা করে ব্যাংকের ভাইভার জন্য নোট করার প্রয়োজন নেই। কারণ ব্যাংকের ভাইভার জন্য যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো আপনি এখান থেকে পাবেন।

ব্যাংক-সম্পর্কিত-ভাইভা-প্রশ্ন
নিচের ভাইভা প্রশ্নগুলো পড়ার আগে আপনাকে সর্বপ্রথম আপনার সাবজেক্টের বেসিক প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সে সাবজেক্ট থেকে অনেক প্রশ্ন করবে। অবশ্যই এ বিষয়টি মাথায় রাখবেন।

সূচিপত্রঃ ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Bank Viva Preparation BD

এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Bank Viva Preparation BD

দেখুন ব্যাংকে ভাইভার জন্য যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো সাধারণত একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং এবং অর্থনীতি থেকে করে থাকে। তাই সর্বপ্রথম আপনাকে এই পাঁচটি সাবজেক্টের বেসিক গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন গুলো জেনে নিতে হবে।


আমি এখন আপনাদের যে লিংকগুলো দিবো। এই লিংক গুলো বিবিএ এবং এমবিএ এর একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং এর প্রত্যেকটি বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া অর্থনীতির বই থেকে যে প্রশ্নগুলো বারবার ভাইভাতে ধরে সেগুলো আপনি এই লিংক গুলোতে পেয়ে যাবেন।

তাই সর্বপ্রথম আপনাকে এই সাবজেক্ট গুলো থেকে প্রশ্ন পড়ে নিতে হবে। এরপরে আমি আপনাদের আরো কিছু ব্যাংক ভাইভা প্রশ্ন নিচে দিয়ে দিব।

ব্যাংকে ভাইবা পরীক্ষায় ভালো করার জন্য সর্বপ্রথম আপনি এই বিষয়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে ফেলুন-
উপরের লেখাগুলোর উপরে ক্লিক করলে আপনি প্রশ্নগুলো পেয়ে যাবেন। উপরের সাবজেক্টের প্রশ্নগুলো থেকে আপনি বাছাই করে প্রশ্ন পড়তে পারেন। কারণ আপনি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে না হিসাববিজ্ঞান কাকে বলে বা মার্কেটিং কাকে বলে বা ম্যানেজমেন্ট কাকে বলে বা অর্থনীতি কাকে বলে। তাই উপরের সাবজেক্ট গুলো থেকে আপনি বাছাই করে করে পড়তে পারেন। 

আশা করছি বুঝতে পেরেছেন উপরের প্রশ্নগুলো থেকে আপনার সব প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আপনি উপরের প্রশ্নগুলো পড়ে পড়ে দেখবেন কোন প্রশ্নগুলো ব্যাংকিং এর সাথে রিলেটেড এবং কোন প্রশ্নগুলো ব্যাংকিংয়ের ভাইভাতে ধরতে পারে। তারপর আপনি সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে নিবেন। কিন্তু যারা বিবিএ এবং এমবিএ অথবা অর্থনীতি থেকে পড়াশোনা করেছেন তাদের ওপরের সবগুলো প্রশ্ন পড়তে হবেই।

দেখুন আপনি ব্যাংকে চাকরির ভাইভা দেওয়ার জন্য যদি একটি বই কিনেন তাহলে সেই বই থেকে প্রশ্নগুলো পড়ে শেষ করতে পারবেন না। কিন্তু আপনি যদি এই আর্টিকেল থেকে গোছানোভাবে এই প্রশ্নগুলো পড়ে ফেলেন তাহলে ভাইভাতে আপনাকে এগুলোই ধরবে। সিওর থাকেন আপনি যদি এই সকল প্রশ্নগুলো পড়েন তাহলে প্রিপারেশনে অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন।

আপনি বেশি প্রশ্ন পড়লে সেই প্রশ্নগুলো মনে রাখা অনেক কঠিন হয়ে যাবে। তাই বেশি পড়ে মাথা নষ্ট না করে কম পড়ে ভালো ভাইভা দিতে হবে। আপনি যদি বেশি পড়ে ভাইভার হলে কোন কিছু বলতে না পারেন তাহলে আপনার বেশি পড়ে কি লাভ হল? আর আপনি যদি কম পড়ে ভাইভাতে স্যারদের ভালোভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি তাদের থেকে এগিয়ে থাকবেন।

ব্যাংকের ভাইভা প্রশ্নগুলো সাধারণত হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স এবং অর্থনীতি সাবজেক্ট এর উপর করা হয়ে থাকে। তাই একটু কষ্ট হলেও উপরে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে সে প্রশ্নগুলো আগে পড়ে ফেলুন। তারপর নিচের প্রশ্নগুলো পড়ুন।

ব্যাংকে ভাইভা দেওয়ার জন্য মনে রাখবেন, আপনি যদি ব্যাংকে চাকরি করতে চান তাহলে আপনাকে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না। ব্যাংকের ভাইভাতে আপনাকে যদি ২০টি প্রশ্ন করে তাহলে আপনি এখান থেকেই ৮০% পার্সেন্ট ১৩ থেকে ১৬ টা প্রশ্ন কমন পাবেন।
Bank-Viva-Preparation-BD
আপনাকে যদি ব্যাংকের ভাইভা বোর্ডে ১০টি প্রশ্ন করে তাহলে আপনি এখান থেকে ৮০% ৬ থেকে ৮টি প্রশ্ন কমন পাবেন। সেজন্য বুঝতে পারছেন আমি কেন বলছি কম পড়ে আপনি অন্যান্য স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকবেন। তবে আমি আবারও বলছি, আপনি নিচের এই প্রশ্নগুলো পড়ার আগে উপরের ওই প্রশ্নগুলো পড়ে নিবেন।

প্রথম ৫০টি ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন

১) ব্যাংক কাকে বলে?
উত্তরঃ ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ জমা রাখে, ঋণ দেয় এবং ব্যাংকিং সংক্রান্ত কার্যাবলী সম্পূর্ণ করার সাথে সাথে, বিভিন্ন ধরনের ব্যাংকিং সংক্রান্ত সেবা ও সুবিধা  প্রদান করে।

২) ব্যাংকের বৈশিষ্ট্য গুলো কি কি?
উত্তরঃ ব্যাংকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
  • মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান
  • অর্থ ও ঋণের ব্যবসায়ী
  • নিরাপত্তার প্রতীক
  • বিশ্বস্ততার প্রতীক
  • মূলধন গঠনের কারখানা
  • একটি দেশের অর্থনীতির চালিকাশক্তি
  • সেবা বিক্রয়
  • গোপনীয়তা রক্ষা
৩) ব্যাংকের লকার কি?
উত্তরঃ ব্যাংকের লকার হচ্ছে গ্রাহকদের স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ জিনিসপত্র, কাগজপত্র ইত্যাদি সুরক্ষিত ভাবে রাখার একটি সুব্যবস্থা।

৪) বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিস্কস ব্যাংক(Riks bank)। এই ব্যাংকটি ১৬৬৮ সালে প্রতিষ্ঠা করেছে সুইডেন।

৫) কেন্দ্রীয় ব্যাংকের আরেক নাম কি?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংকের আরেক নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক।

৬) কেন্দ্রীয় ব্যাংকের কাজ গুলো কি কি?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কাজের মধ্যে প্রধান কিছু কাজ গুলো হচ্ছেঃ 
  • অর্থ ছাপানো
  • অর্থের চালার নিয়ন্ত্রণ
  • দেশের অফিসিয়াল ইন্টারেস্ট রেট বেঁধে দেওয়া 
  • দেশের অন্য সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা
৭) সোনালী ব্যাংক এমন কি কাজ করতে পারে যা অন্যান্য রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংকগুলো করতে পারেনা?
উত্তরঃ যেখানে বাংলাদেশ ব্যাংকের কোন শাখা নেই সেখানে সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘরের কাজ করে থাকে। এই কাজটি অন্য কোন ব্যাংক করতে পারেনা।

৮) নিকাশ ঘর কাকে বলে?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। ঠিক এই কারণেই একটি জায়গায় বা ঘরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক লেনদেন সমূহ সম্পন্ন করে। এটাকেই বলা হয় নিকাশ ঘর। 

৯) বিশেষায়িত ব্যাংক কয়টি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশের তিনটি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোর মালিকানা সরাসরি সরকারের হাতে থাকে। 

ব্যাংক তিনটির নাম হচ্ছে-
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  • প্রবাসী কল্যাণ ব্যাংক
১০) রিজার্ভ কি?
উত্তরঃ বিদেশী মুদ্রায় আমদানি, রপ্তানি, গ্রান্ড, লোন সব মিটিয়ে দেওয়া ও নেওয়ার পরে, যে বৈদেশিক মুদ্রা থেকে যায় সেটা বিশেষ এবং আকস্মিক প্রয়োজন মেটানোর জন্য জমা রাখা হয়। এটাকেই বলা হয় রিজার্ভ বা Foreign Exchange Reserve।

১১) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় গচ্ছিত রাখা হয়?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গচ্ছিত রাখা হয় আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক (Federal Reserve Bank) এ জমা রাখা হয়।

১২) ফেডারেল রিজার্ভ ব্যাংক (Federal Reserve Bank) কোথায় অবস্থিত?
উত্তরঃ ফেডারেল রিজার্ভ ব্যাংক (Federal Reserve Bank) অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে (America, New York)।

১৩) বাংলাদেশের মোট কয়টি সরকারি ব্যাংক রয়েছে?
উত্তরঃ বাংলাদেশের মোট ছয়টি সরকারি ব্যাংক রয়েছে।

তাদের নাম গুলো হচ্ছে-
  • সোনালী ব্যাংক
  • অগ্রণী ব্যাংক
  • রূপালী ব্যাংক
  • জনতা ব্যাংক
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড
  • বেসিক ব্যাংক। 
গুরুত্বপূর্ণ নোটঃ সরকার, সরকারি ব্যাংকের সংখ্যা বাড়াচ্ছে কিনা তা খোঁজ রাখবেন।

১৪) বর্তমানে বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি রয়েছে?
উত্তরঃ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে দশটি।

গুরুত্বপূর্ণ নোটঃ সরকার বাংলাদেশ ব্যাংকের শাখা বাড়াচ্ছে কিনা তা খোঁজ রাখবেন।

১৫) ব্যাংক আর এনজিও এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ব্যাংকঃ ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ জনগণের টাকা গ্রহণ করে পুঁজি গড়ে তুলে বা বৃদ্ধি করে। এই পুজিসসমূহ বিভিন্ন উদ্যোক্তার মধ্যে ধার দিয়ে বিনিয়োগে সাহায্য করে। যার ফলে উদ্যোগ তারা অনেক উপকৃত হয়। ব্যাংকে একটি চুক্তির মাধ্যমে বড় লোন দেওয়া হয়। 

এনজিওঃ অপরদিকে এনজিও হচ্ছে বেসরকারি আলাভজনক সংগঠন যারা দেশ সমাজ ও মানুষের উন্নয়নের জন্য নানামুখী কাজ করে এবং এরা সাধারণত ক্ষুদ্র লোন প্রদান করে।

১৬) ব্যাংকের সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানতের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ব্যাংকের সঞ্চয়ী আমানতঃ সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে টাকা জমা এবং তোলার কাজ নিয়মিত করা হয়।

ব্যাংকের স্থায়ী আমানতঃ স্থায়ী ও মেয়াদী আমানত এর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ তোলা যায়।

১৭) ব্যাংকিং কি বা কাকে বলে?
উত্তরঃ ব্যাংকের সমস্ত কার্যক্রমকে একসঙ্গে বলা হয় ব্যাংকিং।

১৮) বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত ব্যাংক মুনাফা অর্জনের জন্য আমানত গ্রহণ এবং ঋণ প্রদান করে তাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক।

১৯) বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কি কি?
উত্তরঃ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গুলো হচ্ছেঃ
  • SBL
  • JBL
  • ABL
  • RBL
  • BDBL
  • BASIC BANK
২০) তফসিলি ব্যাংক কাকে বলে?
উত্তরঃ যখন কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স সংগ্রহ করে এবং সকল বিধি-বিধান মেনে চলে তাকে বলা হয় তফসিলি ব্যাংক।

২১) বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তরঃ বিশেষ অর্থনৈতিক খাত অর্জনের জন্য বা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক কার্যক্রম পরিচালনা করে সে ব্যাংকে বলা হয় বিশেষায়িত ব্যাংক।

২২) বাংলাদেশের সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কতটি রয়েছে?
উত্তরঃ বাংলাদেশের সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কতটি রয়েছে ২টি। যেমনঃ
  • BKB
  • RAKUB
২৩) উন্নয়ন ব্যাংক কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত ব্যাংক সমূহ শিল্প প্রতিষ্ঠান গঠন এবং উন্নয়নের জন্য কাজ করে তাকে বলা হয় উন্নয়ন ব্যাংক।

উন্নয়ন ব্যাংকের উদাহরণ হচ্ছে-
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
২৪) বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কতটি রয়েছে?
উত্তরঃ বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৪০টি।

২৫) বাংলাদেশের বিদেশি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি রয়েছে?
উত্তরঃ বাংলাদেশের বিদেশী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৯ টি।

২৬) সুদের হার কি?
উত্তরঃ ঋণ গ্রহণ করার জন্য প্রদত্ত অর্থের যে শতকরা হার রয়েছে সেই হারকে বলা হয় সুদের হার।

২৭) ব্যাংক হার কি?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলিভুক্ত ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে সেই হারকে বলা হয় ব্যাংক হার।

২৮) বর্তমানে বাংলাদেশে ব্যাংক হার কত পারসেন্ট?
উত্তরঃ বর্তমানে বাংলাদেশে ব্যাংক হার ৫ পার্সেন্ট। 

২৯) ব্যাংক হার নীতি কি?
উত্তরঃ যে নিতে অনুসারে কেন্দ্রীয় ব্যাংক সমূহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে সেই হার নীতিকে বলা হয় ব্যাংক হার নীতি। 

৩০) ঋণ নীতি কাকে বলে?
উত্তরঃ ব্যাংক যখন জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে,এরপরে এই আমানত থেকে বিভিন্ন জনগণকে সহায়তা করার জন্য ঋণ প্রদান করে, ব্যাংকের এই কার্যক্রম পরিচালনা করার জন্য যে নীতি অবলম্বন করতে হয় সেই নীতিকে বলা হয় ঋণ নীতি। 

৩১) আর্থিক নীতি কাকে বলে?
উত্তরঃ একটি দেশের টাকা পয়সার যোগান এবং ঋণ নিয়ন্ত্রণের যে নীতি রয়েছে তাকে বলা হয় আর্থিক নীতি।

৩২) আর্থিক নীতি কাকে বলে?
উত্তরঃ একটি দেশের টাকা পয়সার যোগান এবং ঋণ নিয়ন্ত্রণের যে নীতি রয়েছে তাকে বলা হয় আর্থিক নীতি।

৩৩) ব্যাংকের সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানতের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ব্যাংকের সঞ্চয়ী আমানতঃ সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে টাকা জমা এবং তোলার কাজ নিয়মিত করা হয়।

ব্যাংকের স্থায়ী আমানতঃ স্থায়ী ও মেয়াদী আমানত এর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ তোলা যায়। সঞ্চয় আমানতের চেয়ে স্থায়ী আমানতের সুদের হার বেশি থাকে।

৩৪) প্রকৃত আমানত কাকে বলে?
উত্তরঃ যখন কোন ব্যাংক সঞ্চিত মূলধনের একটি অংশ বাণিজ্যিক ব্যাংকে জমা রাখে তখন তাকে বলা হয় প্রকৃত আমানত।

৩৫) মুদ্রা পাচার কাকে বলে?
উত্তরঃ এক দেশ থেকে অন্য দেশে যখন অবৈধ উপায়ে মুদ্রা হস্তান্তর করা হয় তখন তাকে বলা হয় মুদ্রা বাজার।

৩৬) আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকের সমস্ত কার্যক্রম যখন দেশের সীমানা পেরিয়ে, দেশের বাইরেও সমানভাবে কার্যক্রম পরিচালনা করে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক ব্যাংকিং।

৩৭) কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয় কেন?
উত্তরঃ ব্যাংক সমূহ কে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়।ব্যাংক সময়ের যখন অর্থ সরবরাহের ঘাটতি দেখা দেয় তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে।

সুতরাং বুঝতে পারছেন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক গুলোর মধ্যে  আন্তঃলেনদেন এবং ব্যবস্থাপনার সমন্বয়ক হিসেবে কাজ করে। ঠিক এজন্যই কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয়।

৩৮) ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড।

৩৯) বাংলাদেশের বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি রয়েছে?
উত্তরঃ বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা রয়েছে ৬৪ টি।

গুরুত্বপূর্ণ নোটঃ তফসিলি ব্যাংকের সংখ্যা প্রতিবছর বাড়তে পারে বা কমতে পারে তাই এই বিষয়ে খোঁজ রাখবেন।

৪০) আপনি কেন ব্যাংকে জব করতে চান? 
উত্তরঃ বাংলাদেশে ব্যাংকিং সেক্টর একটি প্রমিজিং এবং সম্মানজনক পেশা। তাছাড়া আর্থিক সচ্ছলতার জন্য এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। তাছাড়া ছোট থেকেই আমার ব্যাংকে চাকরি করার প্রতি ইন্টারেস্ট বেশি ছিল। ঠিক এজন্যই আমি ব্যাংকে জব করতে চাই।

নোটঃ আপনি আপনার মত করে গুছিয়ে বলবেন।

৪১) আগামী পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান?
উত্তরঃ আমি একটি ক্রমবর্ধমান ব্যাংকের অংশীদার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।

৪২) মুদ্রাস্ফীতি কি?
উত্তরঃ মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত নিচে নেমে যেতে থাকে এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বেড়ে যায়।

৪৩) স্বর্ণমান বলতে কী বোঝায়?
উত্তরঃ কোন দেশের বিক্রিত মুদ্রার মূল্যের সাথে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণমূলের সমতা স্থাপন করা হলে তাকে  স্বর্ণমান বলে।

৪৪) কালো টাকা কি?
উত্তরঃ অবৈধ আয়ের যে অংশ নগর টাকা ধরে রাখা হয় তাকে কালো টাকা বলে।

৪৫) ব্যাংক রেট বলতে কী বোঝায়?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক যে রেটে বাণিজ্যিক ব্যাংক গুলোকে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংক রেট।

৪৬) বাজেট কাকে বলে?
উত্তরঃ কোন নির্দিষ্ট বছরের সরকার বিভিন্ন খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করবে এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে, তার বিস্তারিত যে বিবরণ তৈরি করা হয় তাকে বলা হয় বাজেট।

৪৭) মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উত্তরঃ যখন সরকার স্বেচ্ছায় বিদেশে মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার বিনিময়ে মূল্য কমিয়ে দেয় তখন তাকে মুদ্রার অব মূল্যায়ন বলে।

৪৮) কমন মার্কেট কাকে বলে?
উত্তরঃ যখন দুই বা ততোধিক দেশের মধ্যে চুক্তি হয় নিজেদের সমস্ত বাণিজ্য বাধা অপসারণ করার জন্য। এছাড়া আমদানি কারকের শুল্ক ও অশুল্ক বাধা প্রতিষ্ঠা করে এবং নিজেদের মধ্যে শ্রম, মূলধন পরিষেবা কার্যক্রমের অনুমতি দেয় তখন তাকে বলা হয় কমন মার্কেট।

৪৯) কমন মার্কেটে একটি উদাহরণ দিন?
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়ন কমন মার্কেট হিসেবে কাজ করছে ১৯৯২ সাল থেকে।

৫০) স্মার্ট কার্ড কাকে বলে?
উত্তরঃ যে কার্ডের মাধ্যমে যে কোন সময় টাকা ছাড়া লেনদেন এবং কেনাবেচা করা যায় তাকে বলা হয় স্মার্ট কার্ড।

দ্বিতীয় ৫০টি ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন

১) ফোরেইন এক্সচেঞ্জ ডিলিং (Foreign Exchange Dealing) কি?
উত্তরঃ ফোরেইন এক্সচেঞ্জ ডিলিং মানে হচ্ছে বৈদেশিক মুদ্রার স্পট যা মূলত দুটি পক্ষের মধ্যে একটি কারেন্সি কেনার জন্য চুক্তি। এটাকে (FX) নামও বলা হয়।

২) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
উত্তরঃ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় হয় হচ্ছে ৪৬০০ মার্কিন ডলার।

নোটঃ প্রতিবছর এটি পরিবর্তন হয় তাই খোঁজখবর রাখবেন।

৩) স্টক এক্সচেঞ্জ বলতে কী বোঝায়?
উত্তরঃ যে স্থানে জয়েন্ট স্টক কোম্পানি, সরকারি এবং আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ ঋণ ক্রয় বিক্রয় করে তাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ। 

৪) মূসক কি?
উত্তরঃ মূসক হচ্ছে মূল্য সংযোজন কর (Value Added Tax)। আমদানিকৃত পণ্য, রপ্তানিকৃত পণ্য, উৎপাদিত পণ্য, সরবরাহকৃত পণ্য ও সেবার উপর যে কর আরোপ করা হয় তাকে বলা হয় মূসক।

৫) শেয়ার কাকে বলে?
উত্তরঃ শেয়ার হচ্ছে একটি কোম্পানির পুঁজির বিশেষ একটা অংশ। শেয়ার হোল্ডাররা, কোম্পানির এই লাভের অংশ পেয়ে থাকে।

৬) বাংলাদেশের নিকাশ ঘর হিসেবে কাজ করে কোন ব্যাংক?
উত্তরঃ বাংলাদেশে নিকাশ ঘর হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক।

৭) দারিদ্র্যের দুষ্টচক্র কি?
উত্তরঃ অনুন্নত দেশ সমূহে উৎপাদন কম হয়, যার কারণে আয় কম হয়। আর আয় কম হওয়ার কারণে সঞ্চয় এবং বিনিয়োগ দুটোই কম হয়। ঠিক এই কারণেই এই সমস্ত দেশের মূলধন কম থাকে। এই প্রক্রিয়াটি যখন বারবার চলতে থাকে তখন সে দেশ বরাবরের মতোই দরিদ্র থেকে যায়। এটাকে বলা হয় দারিদ্র্যের দুষ্টচক্র।

৮) অর্থের মূল্য কাকে বলে?
উত্তরঃ নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় তাকে বলা হয় অর্থের মূল্য।

৯) বিশ্ব ব্যাংকের মোট কয়টি শাখা রয়েছে?
উত্তরঃ ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের মোট পাঁচটি শাখা রয়েছে। যেমনঃ
  • IBRD
  • ICSID
  • IFC
  • IDA
  • MIGA
১০) GSP কি?
উত্তরঃ GATT চুক্তির ফলে স্বল্প উন্নত দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণের জন্য, উন্নত দেশ যখন স্বল্প উন্নত দেশে ক্ষতিপূরণ দেয় তখন তাকে বলা হয় জিএসপি(GSP)।

১১) ব্যাংক ড্রাফট কি?
উত্তরঃ যখন কোন ব্যাংক নিজস্ব কোন ব্যাংকের শাখা অথবা অন্য কোন ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য আদেশ পত্র প্রদান করে তখন তাকে বলা হয় ব্যাংক ড্রাফট।

১২) ব্যাংক ওভারড্রাফট বলতে কী বোঝায়?
উত্তরঃ ব্যাংকে গচ্ছিত জমা টাকার অতিরিক্ত টাকা ওঠানো কে বলা হয় ব্যাংক ওভারড্রাফট।

১৩) আপনি কোনটি সমর্থন করেন, মুদ্রাস্ফীতি নাকি মুদ্রা সংকোচন?
উত্তরঃ একটি দেশের অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কোনোটিই ভালো হয় না। তাই আমার মতে যদি কম মুদ্রাস্ফীতি হয় তাহলে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি হতে পারে কারণ মুদ্রা সংকোচন এর চেয়ে মুদ্রাস্ফীতি তুলনামূলক কম ক্ষতি করে।

১৪) Monetary policy বলতে কী বোঝায়?
উত্তরঃ সার্বিক অর্থনীতির পরিস্থিতিতে নিয়ন্ত্রণের জন্য গৃহীত হয় যে পলিসি তাকে বলা হয় Monetary policy।

১৫) Monetary policy এর সাথে কি কি সম্পর্কিত রয়েছে?
উত্তরঃ Monetary policy এর সাথে কি কি সম্পর্কিত রয়েছে-
  • মুদ্রাস্ফীতি
  • GDP Growth
  • ব্যাংকের জমা
  • ব্যাংকের নিয়ন্ত্রণ ইত্যাদি।
১৬) Monetary policy কেন গৃহীত হয়? 
উত্তরঃ বিনিয়োগ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এটি গৃহীত হয়। 

১৭) লিকুইডিটি রিস্ক কি বা তারল্য ঝুঁকি?
উত্তরঃ অর্থ প্রদানের যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা সঠিক সময়ে বা যথাযথ সময়ে সম্পূর্ণরূপে পূরণ করতে না পারাকে বলা হয় তারল্য ঝুঁকি।

১৮) মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি কাকে বলে? 
উত্তরঃ বাজার ঝুঁকি হচ্ছে রিস্ক নেওয়া। অর্থাৎ বাজারে ঝুঁকির বিনিময়ে মূল্যবান কোন কিছু অর্জন বা হারানোর যে সম্ভাবনা থাকে তখন তাকে বলা হয় বাজার ঝুঁকি।

১৯) ট্রেডমার্ক কি?
উত্তরঃ ট্রেডমার্ক হচ্ছে একটি  প্রতীক বা চিহ্ন যা একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে।

২০) কয়েকটি বিদেশী বাণিজ্যিক ব্যাংকের নাম কি?
উত্তরঃ কয়েকটি বিদেশী বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে-
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 
  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 
  • সিটি ব্যাংক এন এ ইত্যাদি
২১) ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

২২) বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান।

২৩) বাংলাদেশ ব্যাংকের কাজ কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অর্থ ব্যবস্থাপনা সহ,ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সময়ের আর্থিক তদারকিরদায়িত্ব পালন করে।

এছাড়া নোট ইস্যু করণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, সরকারের যাবতীয় লেনদেন, দেশের মুদ্রা ও ঋণ নীতি প্রণয়ন ইত্যাদি বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে।

২৪) ব্যাংক কত প্রকার?
উত্তরঃ ব্যাংক ৪ প্রকার। যেমনঃ
  • কেন্দ্রীয় ব্যাংক 
  • বাণিজ্যিক ব্যাংক 
  • বিশেষায়িত ব্যাংক 
  • সমবায় ব্যাংক
২৫) রাজস্ব বাজেট কাকে বলে?
উত্তরঃ যে বাজেটে সরকারের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে বলা হয় রাজস্ব আয়।

২৬) FATF কি? এর কাজ কি?
উত্তরঃ FATF হচ্ছে ৩৪টি উন্নয়ন দেশ। এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যা দুটি আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত।

২৭) FATF এর কাজ কি?
উত্তরঃ FATF এর কাজ হচ্ছে-
  • মানি লন্ডারিং 
  • সন্ত্রাস প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ 
  • বাস্তবায়ন নিশ্চিত করা
২৮) মুক্ত বাণিজ্য বলতে কী বোঝায়?
উত্তরঃ মুক্ত বাণিজ্য এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কোন রকম বাধা বিঘ্ন আরোপ করা হয় না। 

২৯) ডাম্পিং কি বা কাকে বলে?
উত্তরঃ যখন দেশীয় বাজারের চেয়ে কম দামে বিদেশে দ্রব্য বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় ডাম্পিং। 

৩০) অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি করাকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি।

৩১) চেকে দাগ কাটার উদ্দেশ্য কি?
উত্তরঃ চেকের নিরাপত্তার জন্য দাগ কাটা হয়।

৩২) কল মানি কাকে বলে?
উত্তরঃ একটি ব্যাংকের প্রয়োজন মেটাতে যখন অন্য ব্যাংক থেকে নগদ অর্থ ধার নেওয়া হয় তখন তাকে বলা হয় কল মানি। সাধারণত একদিন বা ১২ ঘন্টার জন্য এ ধরনের ঋণের কারবার হয়ে থাকে।

৩৩) সরকারি বীমা প্রতিষ্ঠানগুলোর নাম কি?
উত্তরঃ বাংলাদেশের সরকারি বীমা প্রতিষ্ঠান দুইটি। যেমনঃ
  • জীবন বীমা কর্পোরেশন
  • সাধারণ বীমা কর্পোরেশন
৩৪) কয়েকটি ক্রেডিট কার্ডের নাম কি?
উত্তরঃ কয়েকটি ক্রেডিট কার্ডের নাম হচ্ছে-
  • VISA
  • MASTER CARD
  • AMERICAN EXPRESS
  • GOLD CARD
৩৫) বাংলাদেশে কি ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে?
উত্তরঃ বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা রয়েছে।

৩৬) ব্যালেন্স শীট(Balance Sheet) কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময় শেষে যখন একটি  কোম্পানির দায় এবং সম্পদের সার্বিক হিসাব করার জন্য তালিকা বা বিবরণী তৈরি করা হয় তখন তাকে বলা হয় ব্যালেন্স শীট(Balance Sheet)।

৩৭) ব্যাংকের প্রধান কাজ কি?
উত্তরঃ ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা এবং ঋণ প্রদান করা।

৩৮) স্থির বিনিময় হার বলতে কী বোঝায়?
উত্তরঃ যখন মুদ্রার বিনিময় হার সরকার কর্তৃক নির্ধারিত হয়, তখন এই হারকে বলা হয় স্থির বিনিময় হার।

৩৯) সরকার যদি বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে কি সমস্যা হতে পারে?
উত্তরঃ সরকার যদি বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। কারণ বাংলাদেশ ব্যাংক যখন সরকারকে টাকা দিবে, তখন বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম টাকা ছেপে তারপর টাকা সরকারকে দিবে। আর আমরা সকলেই জানি অর্থনীতিতে টাকার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।

৪০) সরকার যদি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে কি সমস্যা হতে পারে?
উত্তরঃ সরকার যদি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে দেশের ব্যক্তিগত বিনিয়োগ কমে যাবে।কারণ বেসরকারি ব্যাংক থেকে সরকার টাকা নিলে উদ্যোক্তাগন টাকা পাবে না।

৪১) সোনালী ব্যাংকের নাম কি?
উত্তরঃ সোনালী ব্যাংকের নাম হচ্ছে= সোনালী ব্যাংক লিমিটেড।

৪২) সোনালী ব্যাংক কবে লিমিটেড হয়েছিল?
উত্তরঃ ২০০৭ সালের ১৫ নভেম্বর থেকে সোনালী ব্যাংক লিমিটেড হিসেবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

৪৩) সোনালী ব্যাংকের কতটি ব্রাঞ্চ বা শাখা রয়েছে?
উত্তরঃ সোনালী ব্যাংকের সর্বমোট ১৩১৬ টি শাখা রয়েছে।

নোটঃ এই তথ্যটি প্রতিবছর আপডেট হয়, তাই খোঁজখবর রাখবেন।

৪৪) সোনালী ব্যাংকের দেশের বাইরে কতটি ব্রাঞ্চ বা শাখা রয়েছে?
উত্তরঃ সোনালী ব্যাংকের দেশের বাইরে মোট তিনটি ব্রাঞ্চ বা শাখা রয়েছে।

নোটঃ এই তথ্যটির আপডেট খোঁজ খবর নিবেন। 

বিশেষ দ্রষ্টব্যঃ আপনারা যে ব্যাংকে পরীক্ষা দিতে যাবেন সেই ব্যাংকের “লিমিটেড” এবং “দেশ ও দেশের বাইরের শাখা” গুলো পড়ে যাবেন।

৪৫) কৃষি ব্যাংক কেমন ব্যাংক?
উত্তরঃ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক।

৪৬) কৃষি ব্যাংকের উদ্দেশ্য কি?
উত্তরঃ কৃষি এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করাই হচ্ছে কৃষি ব্যাংকের উদ্দেশ্য।

৪৭) জাল টাকার বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ জাল টাকার বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
  • টাকার নিরাপত্তা সুতাটি যদি ভেতরে না থাকে তাহলে সেটি একটি জাল নোট।
  • ৫০০ টাকা অথবা ১০০০ টাকার নোটটি আলুতে ধরলে যদিও রং পরিবর্তন না হয় তাহলে সেটি একটি জাল টাকা। 
  • টাকার এক পাশে কয়েকটি আড়া আড়ি দাগ থাকে, কোন টাকায় যদি এই আড়া আড়ি দাগ না থাকে তাহলে সেটি একটি জাল টাকা।
  • টাকা যদি অমসৃণ না হয় তাহলে সেটি হাতে ধরেই বোঝা যাবে সেটি একটি জাল টাকা।
৪৮) ম্যানেজমেন্টের লেভেল কয়টা এবং কি কি?
উত্তরঃ ম্যানেজমেন্টের লেভেল তিনটা। যেমনঃ
  • হাই লেভেল ম্যানেজমেন্ট 
  • মিড লেভেল ম্যানেজমেন্ট
  • লোয়ার লেভেল ম্যানেজমেন্ট
৪৯) ম্যানেজমেন্টের কোন লেভেলে কারা কাজ করে?
উত্তরঃ 
  • ম্যানেজমেন্টের হাই লেভেলে কাজ করে বোর্ড এর ডিরেক্টর।
  • ম্যানেজমেন্টের মিড লেভেলে কাজ করে ম্যানেজার।
  • ম্যানেজমেন্টের লোয়ার লেভেলে কাজ করে অপারেশনাল এমপ্লয়িরা।
৫০) ইফেক্টিভিনেস কাকে বলে?
উত্তরঃ ইফেকটিভনেস হচ্ছে Doing The Right Things।

তৃতীয় ২৮টি ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন

১) এফিসিয়েন্সি কাকে বলে?
উত্তরঃ এফিসিয়েন্সি হচ্ছে Doing The Things Right।

২) 6M কি কি?
উত্তরঃ 6M হচ্ছে-
  • Man
  • Machine
  • Material
  • Money
  • Market
  • Method
৩) বাংলাদেশের বাজেট কেমন বাজেট?
উত্তরঃ বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট।

৪) বাংলাদেশের এই ঘাটতি বাজেট কিভাবে পূরণ করতে হবে?
উত্তরঃ 
  • বৈদেশিক ঋণ নিয়ে 
  • অভ্যন্তরীণ নিয়ে এবং
  • বিদেশি সাহায্যের মাধ্যমে।
৫) বাংলাদেশ ব্যাংক কোন কাজগুলো করে থাকে?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করে-
  • বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু করে
  • বাংলাদেশ ব্যাংক মুদ্রা নীতি প্রণয়ন করে
  • বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে 
  • বাংলাদেশ ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে 
  • বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে
  • বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে 
  • বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংগ্রহ ও সংরক্ষণ করে
৬) এমন একটি কাজ বলুন যে কাজটি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক ছাড়া আর অন্য কোন ব্যাংক করতে পারে না?
উত্তরঃ ট্রেজারি ফাংশন বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক ছাড়া আর অন্য কোন ব্যাংক করতে পারে না।

৭) ক্যাশ অফিসারের ঝুঁকি কোনটি?
উত্তরঃ ক্যাশ অফিসারের ঝুঁকি হচ্ছে জাল টাকা শনাক্ত করতে না পারা এবং ভুলবশত টাকার কম বা বেশি লেনদেন করা।

৮) অ্যামাউন্ট বেশি হলে কি করতে হয়?
উত্তরঃ এমাউন্ট বেশি হলে সর্বপ্রথম ম্যানেজারকে জানাতে হবে। এরপর এই টাকা Sundry Account এ রাখতে হবে।

৯) একজন ক্যাশিয়ারের কাজ কি?
উত্তরঃ একজন ক্যাশিয়ারের কাজ হচ্ছে-
  • কাউন্টারে জমা গ্রহণ এবং পেমেন্ট প্রদান করা 
  • ক্যাশ পরিবর্তন করা ক্রেডিট কার্ডের পেমেন্ট এবং জমা রশিদ প্রক্রিয়াকরণ করা
১০) একটি চেকের ভেতরে কি কি লক্ষ্য রাখতে হয়?
উত্তরঃ একটি চেকের ভেতরে যে সমস্ত বিষয় লক্ষ্য রাখতে হয় তা হচ্ছে-
  • শব্দ বা সংখ্যার মাঝখানে ফাঁকা জায়গা না রাখা 
  • টাকা পাঠানোর ক্ষেত্রে “A/C Payee” উল্লেখ করা
  • থেকে নাম ও অর্থের পরিমাণ লেখার পর চেকের শেষ পর্যন্ত ডাক টেনে দেওয়া
  • টাকার অংক লেখার পরে “/-” চিহ্ন বসানো 
  • কাউকে চেক দেওয়ার সময় এর সম্পূর্ণ বিবরণী লিখে রাখা
  • তারিখ
১১) সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক দুটি সরকারি বাণিজ্যিক ব্যাংক। উভয় ব্যাংক একই উদ্দেশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।

তবে সার্ভিসের ধরন অনুযায়ী সোনালী ব্যাংক সরকারের এমন কিছু কাজ করে না আর অন্যান্য ব্যাংক করতে পারে না।

যেমন সোনালী ব্যাংক নিম্নোক্ত এই কাজগুলো করে থাকে যা আর অন্য কোন ব্যাংক করতে পারে নাঃ
  • সরকারি যত রকমের চালানের টাকা সব সোনালী ব্যাংকের মাধ্যমে জমা হয়। 
  • সিভিল সার্ভিসের সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা প্রদান করে।
  • সরকারি যত ঠিকাদারি বিল, মাটি কাটা বিল,খাল খনন বিল এবং রিলিফের টাকা প্রদান করে।
  • সমাজসেবা অধিদপ্তরের যত ভাতা রয়েছে যেমনঃ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব কল্যাণ ইত্যাদি দিয়ে থাকে।
  • মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যত ভাতা এবং লোনের টাকা রয়েছে এই সকল ভাতা প্রদান করে সোনালী ব্যাংক।
  • উপজেলায় কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা প্রদান করে সোনালী ব্যাংক। 
  • যেখানে বাংলাদেশ ব্যাংকের কোন শাখা নেই সেখানে আপনি সোনালী ব্যাংকের শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ করতে পারবেন। সুতরাং বোঝা যাচ্ছে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। 
  • গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কৃষি ঋণ, পশুপালন ঋণ, ধান শস্য ঋণ ইত্যাদি প্রদান করে সোনালী ব্যাংক।
  • দুর্যোগ প্রবণ এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ প্রদান করে। 
  • দরিদ্র মহিলাদের উন্নয়নে কাজ করে সোনালী ব্যাংক। যেমনঃ উন্মেষ, মুরগি পালন, এসএমই ইত্যাদি।
১২) মানি লন্ডারিং কাকে বলে?
উত্তরঃ মানে লন্ডারিং হচ্ছে একটি অবৈধ অর্থনৈতিক কার্যক্রম। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদের উৎস গোপন করার উদ্দেশ্যে সেই সম্পদের আংশিক বা পূর্ণ অংশ রূপান্তর বা এমন কোন বৈধ জায়গায় বিনিয়োগ করা হয়, যেন সেই বিনিয়োগকৃত সম্পদ থেকে অর্জিত আই বৈধ হলে মনে হয়, এটাকেই বলা হয় মানি লন্ডারিং বা অর্থশোধন।

১৩) ব্যাংকের দায় পরিষদের সামর্থ্যকে কি বলা হয়?
উত্তরঃ ব্যাংকের দায় পরিষদের সামর্থক বলা হয় স্বচ্ছলতার নীতি।

১৪) বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও কাকে বলে?
উত্তরঃ যখন একজন বিনিয়োগকারী মোট মূলধনকে বিভিন্ন ধরনের আর্থিক সম্পাদে বিভক্ত করার মাধ্যমে আনুপাতিক হারে যে বিনিয়োগ করে এবং আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় হয় তাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও।

১৫) অফশৌর ব্যাংকিং কাকে বলে?
উত্তরঃ আন্তর্জাতিক ব্যাংকিং কার্যকলাপের একটি অফশৌর কেন্দ্র থাকে এবং এই কেন্দ্রে ব্যাংক সেবামূলক ব্যাংকিং কার্যক্রম গড়ে তোলে, এটাকেই বলা হয় অফশৌর ব্যাংকিং।

১৬) একটি চেকের সবকিছু ঠিক থাকার পরেও কখন পেমেন্ট দেওয়া হয় না?
উত্তরঃ 
  • যদি কোটের মাধ্যমে কোন নির্দেশিকা থাকে 
  • অ্যাকাউন্ট হোল্ডার যদি মৃত ব্যক্তি হয়।
১৭) অ্যাকাউন্ট হোল্ডার যদি মৃত ব্যক্তি হয় তাহলে ব্যাংক কিভাবে পেমেন্ট প্রদান করে?
উত্তরঃ যদি কোন একটি চেক আগেই good for payment হিসেবে চিহ্নিত করা হয় তাহলে সেই চেকের পেমেন্ট প্রদান করা হয়। 

১৮) চেকের পার্টি কি কি?
উত্তরঃ চেকের পার্টি হচ্ছে Drawer, Drawee এবং payee।

১৯) Drawer বলতে কী বোঝায়?
উত্তরঃ অ্যাকাউন্ট হোল্ডার কে বলা হয় Drawer।

২০) Stale Cheque কাকে বলে?
উত্তরঃ যদি কোন চেকে ছয় মাস আগের ডেট দেওয়া থাকে তাহলে সেই চেক কে বলা হয় Stale Cheque।

২১) Shell Bank কাকে বলে?
উত্তরঃ যদি কোন ব্যাংক একটি দেশের নিবন্ধিত হয় কিন্তু তার কার্যক্রম অন্য দেশে করে তাহলে সেই ব্যাংকে বলা হয় Shell Bank।

২২) ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে কোন কোন মেকানিজম ব্যবস্থা গ্রহণ করে?
উত্তরঃ ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে তিনটি মেকানিজম ব্যবস্থা গ্রহণ করে। যেমনঃ
  • বাই
  • শেয়ার এবং
  • ইজারা 
২৩) অফ সোর ব্যাংক বলতে কি বুঝায়?
উত্তরঃ যে ব্যাংক বিদেশি কোন উৎস থেকে ফরেন কারেন্সি সংগ্রহ করে এবং বিদেশী কোন উৎসতে তা বিনিয়োগ করে তখন তাকে বলা হয় অফ সোর ব্যাংক।

২৪) শেয়ার বাজার কাকে বলে?
উত্তরঃ যদি কোন সুসংহত বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের কাজ গুলো সম্পন্ন করা হয় তাহলে তাকে বলা হয় শেয়ারবাজার।

২৫) ব্যাংকের তারল্য কি?
উত্তরঃ গ্রাহকদের চাইবা মাত্র দেওয়ার জন্য ব্যাংকে যে টাকা মজুদ রাখা হয় তাকে বলা হয় তারল্য।

২৬) বাট্টা করণ কাকে বলে?
উত্তরঃ ভবিষ্যতের কোন একটি সময়ে একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা কে বলা হয় বাট্টা করণ।
 
২৭) ইউরো ডলার বলতে কী বোঝায়?
উত্তরঃ ইউরোপিয়ান কান্ট্রিগুলো একত্রিত হয়ে যে মুদ্রারনাম করণ করেছে সেটি হচ্ছে ইউরো ডলার।

২৮) অনলাইন ব্যাংকিং কি?
উত্তরঃ অনলাইন ব্যাংকিং হচ্ছে বিভিন্ন ব্যাংকের শাখার মধ্যে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের দ্বারা ব্যাংকিং কার্য পরিচালনার একটি প্রক্রিয়া।

পূর্ণরূপ

এখন কিছু পূর্ণরূপ জেনে নিন যেগুলো প্রায়ই ব্যাংকের ভাই ভাই ধরে থাকে।

১) ATM এর পূর্ণরূপ কি?
  • ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine.
২) BEPZA এর পূর্ণরূপ কি?
  • BEPZA এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Exports Processing Zones Authority.
৩) FIFA এর পূর্ণরূপ কি?
  • FIFA এর পূর্ণরূপ হচ্ছে Federation Of International Football Association.
৪) SEC এর পূর্ণরূপ কি?
  • SEC এর পূর্ণরূপ হচ্ছে Securities & Exchange Commission.
৫) FATF এর পূর্ণরূপ কি?
  • FATF এর পূর্ণরূপ হচ্ছে Financial Action Task Force.
৬) GSP এর পূর্ণরূপ কি?
  • GSP এর পূর্ণরূপ হচ্ছে Generalized System Of Preference.
৭) CIB এর পূর্ণরূপ কি?
  • CIB এর পূর্ণরূপহচ্ছে Credit Information Bureau.

ব্যাংক সম্পর্কিত ভাইভার কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিন

ব্যাংকে শুধুমাত্র বিবিএ এবং এমবিএ স্টুডেন্টরা চাকরি পায় এই কথাটি ভুল। আমি অনেক আর্টসের স্টুডেন্টদের দেখেছি যারা বর্তমানে ব্যাংকে চাকরি করছে। তারা ব্যাংকের চাকরিতে ভাইবা দেওয়ার জন্য তাদের নিজ সাবজেক্টের বেসিক বিষয়গুলো ভালোভাবে পড়ে গিয়েছিল এবং এমবিএ সাবজেক্ট গুলোর কিছু বেসিক বিষয় পড়ে গিয়েছিল।
ব্যাংক-সম্পর্কিত-ভাইভা
যে বেসিক বিষয়গুলো ব্যাংকিং সংক্রান্ত কার্যাবলীর সাথে রিলেটেড সেগুলো তারা বিবিএ এবং এমবিএ এর বই গুলো থেকে পড়ে গিয়েছিল। ঠিক এই জন্য আমি বিবিএ এবং এমবিএ এর গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলো এই আর্টিকেলে সংযোজন করে দিয়েছি + ব্যাংকিং সংক্রান্ত ভাইভা প্রশ্নগুলো সংযোজন করে দিয়েছি।

FAQ

১) ব্যাংক এশিয়া কি?
উত্তরঃ ব্যাংক এশিয়া হচ্ছে- একটি তৃতীয় জেনারেশনের পাবলিক লিমিটেড কমার্শিয়াল ব্যাংক।

২) ব্যাংক হিসাব কি?
উত্তরঃ ব্যাংকের যাবতীয় লেনদেনের কার্যকলাপ, ব্যাংক গ্রাহকদের জমা ও লেনদেন সম্পর্কিত সকল হিসাব সমূহ হচ্ছে ব্যাংক হিসাব।

৩) ব্যাংক লোন কি?
উত্তরঃ যে নির্দিষ্ট ইন্টারেস্টের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের অর্থ প্রদান করে এবং গ্রাহকদের একটি নির্দিষ্ট সময় পরপর লোন পরিশোধ করা সহ ইন্টারেস্ট প্রদান করতে হয় সেটাই হচ্ছে ব্যাংক লোন।

৪) ব্যাংক ড্রাফট কি?
উত্তরঃ ব্যাংক ড্রাফট মূলত একটি ব্যাংকের কাগজ। এই কাগজের মাধ্যমে টাকা প্রধান করা হয়। ব্যাংক ড্রাফট পূরণ করে তারপর টাকা প্রদান করা যায়। ব্যাংক ড্রাফট এর আরেক নাম হচ্ছে- ডিমান্ড ড্রাফট।

৫) ব্যাংক হার কি?
উত্তরঃ ব্যাংক যে হারে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় ব্যাংক হার।

৬) ব্যাংক স্টেটমেন্ট কি?
উত্তরঃ ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে সেই প্রমাণ পত্র যা লেনদেনের একটি অফিসিয়াল সারসংক্ষেপ। ব্যাংক স্টেটমেন্টে আপনার লেনদেনের একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে থাকে।

৭) বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি?
উত্তরঃ বিশ্বের প্রথম ব্যাংকের নাম হচ্ছে- মন্টে ডেই পাসচি ডি সিয়েনা।

৮) বাংলাদেশ ব্যাংকের ডলার রেট কত?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের ডলার রেট সময়ের ভিত্তিতে পরিবর্তন হয়ে থাকে তবে এভারেজে ১২০ টাকা ডলার রেট লক্ষ্য করা যায়।

৯) বাংলাদেশের আধুনিক ব্যাংক ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ বাংলাদেশের আধুনিক ব্যাংক ব্যবস্থাপনার জনক হচ্ছে- লুৎফর রহমান।

১০) বাংলাদেশের টাকার ব্যাংক কোড কি?
 উত্তরঃ বাংলাদেশের টাকার ব্যাংক কোড হচ্ছে BDT।

শেষ মন্তব্য

আমি আশা করছি আপনারা এই আর্টিকেল থেকে ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন গুলো পড়ে অনেক উপকৃত হবেন। আর্সের বিভিন্ন সাবজেক্টের বেসিক প্রশ্নগুলো আমি কালেকশন করতে পারলে এই আর্টিকেলে সেই প্রশ্নগুলোর লিংক সংযোজন করে দিব। এছাড়া ব্যাংকের ভাইভা রিলেটেড আরো কিছু প্রশ্ন যদি আমি সংগ্রহ করতে পারি তাহলে এখানে প্রশ্নগুলো আপডেট করে দিব।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url