ব্রাজিলের খেলা কবে ২০২৫ | ব্রাজিলের খেলার সময় সূচি ২০২৫
২০২৫ সালে ব্রাজিলের খেলা কবে হবে তা আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন।
ব্রাজিলের খেলার সময় সূচি ২০২৫ আপনারা অনেকেই জানার জন্য গুগলে সার্চ করেন।
আপনারা যদি ব্রাজিলের খেলার সঠিক সময়সূচী পেতে চান তাহলে আমার এই আর্টিকেলটি
আপনাদের অনেক সহায়তা করবে।

তাছাড়া আমি এই আর্টিকেলে আপনাদের বলে দিব আপনারা কিভাবে খুব সহজেই এই খেলাগুলো
লাইভ দেখবেন। ব্রাজিল বছর যে ম্যাচগুলো খেলবে এই ম্যাচগুলো বিশ্বকাপ বাছাই পর্বের
ম্যাচ। ব্রাজিল এই সালে সর্বমোট ৬ টি ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচের আপডেট
নিউজ আপনারা এই আর্টিকেলে পেয়ে যাবেন।
পোস্ট সূচিপত্রঃ ব্রাজিলের খেলা কবে ২০২৫
এই আর্টিকেলে আপনারা কি কি জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
- ব্রাজিলের খেলা কবে ২০২৫ | ব্রাজিলের খেলার সময় সূচি ২০২৫
- ব্রাজিলের ২০২৫ সালের পরিসংখ্যান
- দক্ষিণ আমেরিকা কনমেবল অঞ্চলের ফুটবল বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল
- কিভাবে ব্রাজিলের খেলা দেখবেন?
- ব্রাজিল কতবার কোপা আমেরিকা জিতেছে?
- ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে?
- ব্রাজিল কতবার বিশ্বকাপে খেলেছে?
- ব্রাজিল কতবার কনফেডারেশন কাপ জিতেছে?
- পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে?
- কোপা আমেরিকার ইতিহাস
- কত বছর পর পর কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়?
- ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
- FAQ
- শেষ কথা
ব্রাজিলের খেলা কবে ২০২৫ | ব্রাজিলের খেলার সময় সূচি ২০২৫
ব্রাজিলের খেলা ২০২৫ সালে কবে হবে তা অবশ্যই যারা ব্রাজিল সাপোর্টার
রয়েছেন তাদের জানা উচিত। কারণ ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা ভালো
পজিশনে নেই। আবার খারাপ পজিশনেও নেই। তাই এই সাল ব্রাজিলের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ। যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার ৬ টি টিম বিশ্বকাপের জন্য
নিবে, তবুও এই বছর ব্রাজিলের জন্য ম্যাচগুলো একটু কঠিন হবে।
ব্রাজিলের বর্তমান সময়ের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। ব্রাজিল যদি এই
বছর খেলার ছন্দে ফিরে আসতে পারে তাহলে ২০২৬ সালে ব্রাজিল ভালো কিছু করতে পারে।
তাহলে চলুন আমরা এখন জেনে নিই ব্রাজিলের খেলার সময় সূচি সম্পর্কে।
নিম্নে ব্রাজিলের খেলা কবে ২০২৫ নিচে দেওয়া হলঃ
১) প্রথম ম্যাচ (রাউন্ড ১৩): ব্রাজিল বনাম কলম্বিয়া
- ২০২৫ সালে ব্রাজিলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার সাথে।
- এই ম্যাচটিতে ব্রাজিলের মাঠে কলম্বিয়া খেলতে আসবে।
- ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মার্চ মাসের ২০ তারিখে।
- এই খেলাটি বাংলাদেশ সময় ভোর ৫টা থেকে ৬টায় অনুষ্ঠিত হবে।
২) দ্বিতীয় ম্যাচ (রাউন্ড ১৪): আর্জেন্টিনা বনাম ব্রাজিল
এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে। কারণ
আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে একদম প্রথমে রয়েছে। তাই তাদের কোন টেনশন নেই
কিন্তু ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলের মাঝবরাবর রয়েছে। তাই ব্রাজিল যদি হেরে
যায় তাহলে অন্যান্য টিমগুলোর টপ ৬ এর মধ্যে থাকার সম্ভাবনা বেড়ে যাবে।
- আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মার্চ মাসের ২৩ তারিখে।
- এই খেলাটি আপনারা বাংলাদেশ সময় ভোর ৬ টায় দেখতে পারবেন।
- ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাঠে।
৩) তৃতীয় ম্যাচ (রাউন্ড ১৫): ইকুয়েডর বনাম ব্রাজিল
ইকুয়েডর দক্ষিণ আমেরিকা অঞ্চলে বর্তমানে খুব ভালো খেলছে তাই এই ম্যাচটিও
ব্রাজিলের জন্য কঠিন হবে।
- এই ম্যাচটি ইকুয়েডরের মাঠে অনুষ্ঠিত হবে।
- ২০২৫ সালের জুন মাসের ৫ তারিখে বাংলাদেশ সময় ভোর ৫ টা থেকে ৬ টায় এই খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন।
৪) চতুর্থ ম্যাচ (রাউন্ড ১৬): ব্রাজিল বনাম প্যারাগুয়ে
- ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটি ব্রাজিলের মাঠে অনুষ্ঠিত হবে।
- ২০২৫ সালের জুন মাসের ৮ তারিখে এই খেলাটি আপনারা দেখতে পারবেন।
- বাংলাদেশ সময় ভোর ৫ টা থেকে ৬ টায় এই খেলাটি অনুষ্ঠিত হবে।
৫) পঞ্চম ম্যাচ (রাউন্ড ১৭): ব্রাজিল বনাম চিলি
- ব্রাজিল বনাম চিলি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মাঠে।
- ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ৪ তারিখে এই খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন।
- বাংলাদেশ সময় ভোর ৫ টা থেকে ৬ টায় এই খেলাটি অনুষ্ঠিত হবে।
৬) ষষ্ঠ ম্যাচ (রাউন্ড ১৮): বলিভিয়া বনাম ব্রাজিল
- এই ম্যাচটি ২০২৫ সালের ব্রাজিলের শেষ ম্যাচ।
- এই শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বলিভিয়ার মাঠে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে এই খেলাটি অনুষ্ঠিত হবে।
- বাংলাদেশ সময় ভোর ৫ টা থেকে ৬ টায় এই খেলাটি সরাসরি আপনারা দেখতে পারবেন।
ব্রাজিলের ২০২৫ সালের পরিসংখ্যান
লাস্ট আপডেট তথ্য ২৮ মার্চ ২০২৫। খেলা গুলো হয়ে যাওয়ার সাথে সাথে
আর্টিকেলটি আপডেট করে ফলাফল পরিবর্তন করা হবে।
আরো পড়ুনঃ ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫
দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ১৪ রাউন্ড শেষে অর্থাৎ
১৪ টি ম্যাচ শেষে ব্রাজিল বর্তমানে টেবিলের ৪ নম্বরে রয়েছে। ১৪ ম্যাচ শেষে
ব্রাজিলের বর্তমান পয়েন্ট ২১।
এই ১৪ টি ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৬ টি ম্যাচে, হেরেছে ৫ টি ম্যাচ এবং
ড্র করেছে ৩ টি ম্যাচে।
ব্রাজিল ৫ টি ম্যাচে যাদের সঙ্গে জিতেছেঃ
- ব্রাজিল ৫, বলিভিয়া ১
- ব্রাজিল ১, পেরো ০
- ব্রাজিল ১, ইকুয়েডর ০
- ব্রাজিল ২, চিলি ১
- ব্রাজিল ৪, পেরু ০
- ব্রাজিল ২, কলম্বিয়া ১
ব্রাজিল ৪ টি ম্যাচে যাদের সঙ্গে হেরেছেঃ
- ব্রাজিল ০, উরুগুয়ে ২
- ব্রাজিল ১, কলম্বিয়া ২
- ব্রাজিল ০, আর্জেন্টিনা ১
- ব্রাজিল ০, প্যারাগুয়ে ১
- ব্রাজিল ১, আর্জেন্টিনা ৪
ব্রাজিল ৩ টি ম্যাচে তাদের সঙ্গে ড্র করেছেঃ
- ব্রাজিল ১, ভেনিজুয়েলা ১
- ব্রাজিল ১, ভেনিজুয়েলা ১
- ব্রাজিল ১, উরুগুয়ে ১
দক্ষিণ আমেরিকা কনমেবল অঞ্চলের ফুটবল বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল
ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের জন্য দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চলের দল গুলোর
বর্তমান পয়েন্ট টেবিল নিম্নরূপঃ
- আর্জেন্টিনা আছে প্রথম স্থানে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে।
- ইকুয়েডর আছে দ্বিতীয় স্থানে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে।
- উরুগুয়ে আছে তৃতীয় স্থানে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে।
- ব্রাজিল আছে চতুর্থ স্থানে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে।
- প্যারাগুয়ে আছে পঞ্চম স্থানে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে।
- কলম্বিয়া আছে ষষ্ঠ স্থানে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে।
- ভেনিজুয়েলা আছে সপ্তম স্থানে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে।
- বলিভিয়া আছে অষ্টম স্থানে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে।
- পেরু রয়েছে নবম স্থানে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।
- চিলি রয়েছে সবার শেষে দশম স্থানে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।
দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চলে এখন থেকে সরাসরি ৬ টি টিম প্রতিবছর
বিশ্বকাপে খেলবে। যে দল ৭ নম্বর পজিশনে খেলবে সেই দলকে কোয়ালিফাইং
রাউন্ড খেলার পর বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।
কিভাবে ব্রাজিলের খেলা দেখবেন?
ডিস লাইনে যদি এই খেলাগুলো না দেখায় তাহলে আপনারা গুগলে দিয়ে সার্চ করবেন bein match live, yalla shoot, kora live লিখে। তারপরে
আপনারা বিভিন্ন ওয়েবসাইটে লাইভ খেলা উপভোগ করতে পারবেন। সব থেকে ভালো হয় যদি
আপনারা, আপনাদের ডিস লাইনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খেলা সম্প্রচার করতে
বলেন।
আপনি জাতীয় এবং আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলগুলো যেমন Bein Sports, Fox Sports,
Globo ESPN, Star Sports, Sony বা আরও অন্যান্য স্পোর্টস চ্যানেলগুলোতে
ব্রাজিলের খেলা দেখতে পারবেন।
ব্রাজিল কতবার কোপা আমেরিকা জিতেছে?
ব্রাজিল এখন পর্যন্ত সর্বমোট ৯ বার কোপা আমেরিকা শিরোপা জিতেছে। কোপা আমেরিকার
সবচেয়ে সফল দল হচ্ছে আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনা সবচেয়ে বেশি ১৬ বার এই
শিরোপাটি জিতেছে। এমনকি উরুগুয়ে ব্রাজিলের চেয়ে আরো ৬ বার বেশি কোপা আমেরিকা
জিতেছে, অর্থাৎ উরুগুয়ের কোপা আমেরিকা জয়ের সংখ্যা ১৫ টি।
ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে?
ব্রাজিল সর্বমোট পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলই একমাত্র দল যারা সবচেয়ে
বেশি বিশ্বকাপ জয় করেছে। ব্রাজিলের পর জার্মানি সর্বোচ্চ চারবার বিশ্বকাপ জয়
করেছে। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জয় করেছিল ২০০২ সালে রোনালদো, রিভালদো,
রোনালদিনহো, কার্লোস, কাফু এবং কাকাদের হাত ধরে। সেই বছর ব্রাজিল জার্মানিকে
দুই-শূন্য গোলে পরাজিত করেছিল।
ব্রাজিল কতবার বিশ্বকাপে খেলেছে?
ব্রাজিল প্রতিবছর বিশ্বকাপের আয়োজনে নিজেদের জায়গা করে নিয়েছে। সম্পূর্ণ
বিশ্বে ব্রাজিলই একমাত্র দল যারা কোন বছর বিশ্বকাপ থেকে বাদ পড়েনি। এছাড়া
ব্রাজিলে একমাত্র দল যারা সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে।
সাতবারের মধ্যে পাঁচবারই তারা জিতেছে। ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল হেরেছে
ফ্রান্সের সাথে ১৯৯৮ সালে তিন-শূন্য গোলে এবং ১৯৫০ সালে ব্রাজিল হেরেছিল
বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের সাথে দুই-এক গোলে।
ব্রাজিল কতবার কনফেডারেশন কাপ জিতেছে?
ব্রাজিল সর্বোচ্চ চার বার কনফেডারেশন কাপ জিতেছে। এরপরে ফ্রান্স জিতেছে দুইবার,
আর্জেন্টিনা জিতেছে একবার, জার্মানি জিতেছে একবার, মেক্সিকো জিতেছে একবার এবং
ডেনমার্ক জিতেছে একবার। অর্থাৎ কনফেডারেশন কাপের সর্বোচ্চ শিরোপা জয়ী দল হচ্ছে
ব্রাজিল।
ব্রাজিল কনফেডারেশন্স কাপ এর সর্বোচ্চ পাঁচবার ফাইনাল ম্যাচ খেলেছে। এই
পাঁচবারের মধ্যে চার বার জয় লাভ করেছে। ব্রাজিল কনফেডারেশন কাপে ১৯৯৯ সালে
রানার্সআপ হয়েছিল। সেই বছর মেক্সিকো ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল।
পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে?
২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং
মেক্সিকোতে। তবে বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
২০৩০ বিশ্বকাপে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ছয় দেশ একই সঙ্গে
বিশ্বকাপে আয়োজন করবে। ইতিহাসের এই প্রথম ছয়টি দেশ বিশ্বকাপ আয়োজন করবে।
তবে ২০৩০ সালের মূল বিশ্বকাপ আয়োজন দেশ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। জেনে
রাখুন ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালে দক্ষিণ আমেরিকার
আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়েতে শুরুর কয়েকটা ম্যাচ হতে পারে।
২০১৭ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সেই বছর সৌদি আরব একাই এই গ্রেটেস্ট শো অন
আর্থ প্রদর্শন করবে বিশ্বের সামনে। ধারণ করা হচ্ছে সৌদি আরব কাতারের চেয়েও
অনেক ভালো আয়োজন করবে।
আর আমরা ইতিমধ্যে জানি কাতার ইতিহাসের সেরা একটি বিশ্বকাপ ২০২২ সালে আয়োজন
করেছিল। তাহলে এবার ভাবুন সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপে আমাদের জন্য কি চমক নিয়ে
আসতে চলেছে।
কোপা আমেরিকার ইতিহাস
কোপা আমেরিকা এই বিশ্বের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট। কোপা
আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে। প্রথম অবস্থায় কোপা আমেরিকা
টুর্নামেন্টের নাম ছিল দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ অফ নেশনস।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কনমেবল। কনমেবল
পরবর্তীতে নতুনভাবে এই টুর্নামেন্টের নাম দেয় কোপা আমেরিকা।
কত বছর পর পর কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়?
কত বছর পর পর কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় তা বলা কঠিন।
- কারণ কখনো কখনো দেখা যায় কোপা আমেরিকা এক বছর পর হয়।
- আবার কখনো দেখা দেয় কোপা আমেরিকা দুই বছর পর হয়।
- আবার কখনো দেখা দেয় কোপা আমেরিকা তিন বছর পর হয়।
- আবার কখনো দেখাতে কোপা আমেরিকা চার বছর পর পর হয়।
যেমন ২০০১ থেকে যদি আমরা হিসাব করে দেখি তাহলে হবে-
- ২০০১ কলম্বিয়াতে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০০৪ পেরুতে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ এ ভেনেজুয়েলাতে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০১১ তে আর্জেন্টিনায় কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০১৫ তে চিলিতে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০১৬ তে ইউএসএ তে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০১৯ এ ব্রাজিলে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২১ এ আর্জেন্টিনায় কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৪ এ আর্জেন্টিনায় কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল।
উপরের লিস্ট গুলো দেখে বোঝা যাচ্ছে কোপা আমেরিকা কত বছর পর পর হয় তার কোন ঠিক
নেই। অর্থাৎ কনমেবল যখন নির্দিষ্ট তারিখ ঠিক করবে তখন কোপা আমেরিকা আয়োজন করা
হবে।
ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। এছাড়া-
- আর্জেন্টিনা
- উরুগুয়ে
- প্যারাগুয়ে
- পেরু
- বলিভিয়া
- ভেনেজুয়েলা
- চিলি
- কলম্বিয়া
- ইকুয়েডর
এগুলো সব দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
FAQ
৪) ফুটবলের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ ফুটবলের রাজা বলা হয় পেলে কে।
৫) ব্রাজিলের সর্বকালের সেরা প্লেয়ার কে?
উত্তরঃ ব্রাজিলের সর্বকালের সেরা প্লেয়ার পেলে। যিনি ব্রাজিলকে পরপর
তিনটি বিশ্বকাপ এনে দিয়েছেন।
৬) ব্রাজিলের সর্বকালের সেরা স্ট্রাইকার কে?
উত্তরঃ ব্রাজিলের সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো নাজারিও।
৮) ব্রাজিলের সর্বকালের সেরা ড্রিবলার কে?
উত্তরঃ ব্রাজিলের সর্বকালের সেরা ড্রিবলার নেইমার জুনিয়র।
১০) ফুটবলের রাজপত্র কাকে বলা হয়?
উত্তরঃ ফুটবলের রাজপুত্র হচ্ছে ব্রাজিলের কাকা।
১১) ফুটবলের গড কাকে বলা হয়?
উত্তরঃ ফুটবলের গড বলা হয় লিওনেল মেসিকে।
শেষ কথা
ব্রাজিলের খেলার এই সময়সূচি গুলো ফিফা যেকোনো সময় পরিবর্তন করতে পারে। ফিফা
যখনই এই খেলা গুলো পরিবর্তন করে দিবে তখন আমরা এই আর্টিকেলে আপডেট তারিখ এবং
সময়সূচী পরিবর্তন করে দিব।
এই পোস্ট শেয়ার করুন
Add Comment
comment url