সেরা ১৫+ ক্রোম এক্সটেনসন | Top 15+ Best Chrome Extension
সেরা ক্রোম এক্সটেনসন সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমরা
প্রতিদিন বিভিন্ন কাজে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। আপনি যদি গুগল
ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন এবং নিচের এই এক্সটেনশন গুলো ব্যবহার না করে
থাকেন তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে কোন মজা পাবেন না। এছাড়া এই
আর্টিকেলে আমি গুগল ক্রোম এক্সটেনশন ডাউনলোড করার পদ্ধতি খুব সহজভাবে চিত্রের
মাধ্যমে শিখিয়ে দেবো। তাই আপনি যদি আপনার দৈনন্দিন লাইফের বিভিন্ন
কাজগুলোকে সহজ করার জন্য গুগল ক্রোমের এই এক্সটেনশন গুলো ব্যবহার করেন তাহলে
আপনার অনেক উপকার হবে।
আপনি খুব দ্রুত যেকোনো কাজ সম্পন্ন করতে পারবেন এই এক্সটেনশন গুলো গুগল ক্রোম
ব্রাউজারে ইনস্টল থাকলে। ফলে কাজ সম্পন্ন করার জন্য আপনার সময় আগের চেয়ে অনেক
কম লাগবে। সেরা ক্রোম এক্সটেনসন গুলো আমি নিচে দিয়ে দিব ছবি আকারে। আপনারা
শুধু গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে এই এক্সটেনসন গুলো ডাউনলোড করে নিবেন।
পোস্ট সূচিপত্রঃ সেরা ১৫+ ক্রোম এক্সটেনসন
এই আর্টিকেল থেকে আপনারা যা কিছু জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
সেরা ১৫+ ক্রোম এক্সটেনসন
আমাদের এন্ড্রয়েড মোবাইল গুলোর কাজ সহজ করে দেওয়ার জন্য আমাদের গুগল প্লে স্টোর
রয়েছে। আমরা এই প্লে স্টোর থেকে আমাদের প্রয়োজনীয় এপ্স গুলো নামিয়ে খুব সহজেই
বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারি।
অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরের অ্যাপস গুলো ছাড়া এন্ড্রয়েড মোবাইল চালিয়ে
যেমন মজা পাওয়া যায় না ঠিক তেমনি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম এক্সটেনশন
ব্যবহার না করলে আপনি গুগল ক্রোম ব্রাউজারের আসল মজা পাবেন না।
আমাদের এন্ড্রয়েড মোবাইলে যেমন গুগল প্লে স্টোর রয়েছে ঠিক তেমনি google ক্রোম
ব্রাউজার এর জন্য রয়েছে। তাই আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজারে আমার দেখানো
Chrome Extension গুলো ব্যবহার করেন তাহলে আপনি আগের চেয়ে এখন আরো নিখুঁতভাবে
বিভিন্ন কাজ দ্রুত করতে পারবেন।
তাহলে চলুন আমরা এখন সেরা ক্রোম এক্সটেনসন গুলো সম্পর্কে ধারণা নিয়ে আসি-
ColorZila:
আমরা জানি প্রতিটি কালারের একটি করে কোড থাকে। এই কোডের মধ্যে ৬ ডিজিট এর সংখ্যা
থাকে। আপনারা যদি যেকোনো ধরনের কালারের কোড কপি করতে চান, তাহলে ColorZila ক্রোম
এক্সটেনশন ব্যবহার করে দেখতে পারেন।
source: ColorZila chrome extention
বিশেষ করে যারা বিভিন্ন ইউআই মডিফাই করেন অথবা ওয়েবসাইট ডেভেলপার রয়েছেন তাদের
এই অ্যাপসটি অনেক কাজে দিবে।
Allow Right Click:
বিভিন্ন ওয়েবসাইটে লেখাগুলো লক করে রাখা হয় যেন কেউ কপি করতে না পারে। আপনি যদি
লক করা ওয়েবসাইটের লেখাগুলো কপি করে রাখতে চান তাহলে Allow Right click এই
এক্সটেনশনটি ব্যবহার করুন।
source: Allow Right Click chrome extention
তবে হ্যাঁ কোন ওয়েবসাইট থেকে সরাসরি কোন লেখা কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট
করবেন না। তাহলে আপনার ওয়েবসাইটে কপিরাইট স্ট্রাইক আসবে। শুধুমাত্র দরকারি কিছু
টেক্সট আপনার প্রয়োজন হলে আপনি এই ক্রম এক্সটেনশন টির মাধ্যমে সেটি কপি করতে
পারবেন।
AdBlock - Block Ads Across The Web:
আমরা যখন কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করি তখন সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের
বিজ্ঞাপন সামনে আসে। যার কারণে আমরা যে বিষয়টি দেখতে চাই সেটি ভালোভাবে
বিজ্ঞাপনের জন্য দেখতে পারি না।
source: AdBlock chrome extention
আপনি যদি কম্পিউটারের ক্রোম ব্রাউজারের AdBlock এক্সটেনশন টি ব্যবহার করেন
তাহলে কোন ওয়েবসাইটে আপনাকে বিজ্ঞাপন দেখাবে না।
Word Counter:
আমরা যারা লেখালেখি করি তারা অনেক সময় কত ওয়ার্ডের লিখলাম তা চেক করার প্রয়োজন
পড়ে। অথবা কম্পিউটারের যে কোন জায়গায় যদি কোন লেখার ফাইল থাকে এবং আপনি যদি
সেই লেখার ফাইলের ওয়ার্ডগুলো গুনতে চান সে ক্ষেত্রে Word Counter এই ক্রম
এক্সটেনশন টি ব্যবহার করে দেখতে পারেন।
source: Word Counter chrome extention
আশা করছি আপনি খুব দ্রুত এই এক্সটেনশন এর মাধ্যমে ওয়ার্ড গননা করতে পারবেন।
Copilot Sidebar:
বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর যুগ। আমরা আমাদের দৈনন্দিন
কাজকে আরো সহজ করে সম্পন্ন করতে পারি এআই এর মাধ্যমে। আপনি যদি আপনার কম্পিউটারের
ক্রোম ব্রাউজারে Copilot Sidebar ইন্সটল করে রাখেন তাহলে আপনার কাজ আরো
দ্রুত সম্পন্ন হবে।
source: Copilot Sidebar chrome extention
কারণ আপনি খুব সহজেই Copilot AI এর মাধ্যমে ইন্সট্রাকশন দিতে পারবেন এবং নিতে
পারবেন। ফলে আপনাকে আলাদাভাবে অন্য কোন ট্যাবে AI এর ইন্সট্রাকশন দিতে যাওয়া
লাগবে না। যার ফলে আপনার সময় অপচয় কম হবে।
Picture in Picture:
আমরা অনেকেই ক্রোম ব্রাউজারে ইউটিউবের ভিডিও দেখি। কিন্তু ক্রোম ব্রাউজারে
ইউটিউবে ভিডিও দেখার সাথে সাথে অন্য কোন ট্যাবে গেলে আমরা সেই ভিডিওটি আর দেখতে
পারি না।
source: Picture in Picture chrome extention
আপনি যদি একসাথে Youtube এর ভিডিও দেখতে চান এবং অন্য ট্যাবে অন্য কাজ করতে চান
তাহলে সাহায্য নিতে পারেন Picture in Picture এই এক্সটেনশনটির। আমি
গ্যারান্টি দিয়ে বলছি এই এক্সটেনশনটি আপনার অনেক ভালো লাগবে।
One Tab:
কম্পিউটারে বা ল্যাপটপে অনেকেই আপনারা মাল্টি টাস্কিং করেন অর্থাৎ একসাথে
অনেকগুলো কাজ করেন। এক্ষেত্রে কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং স্লো হয়ে যায়।
তাছাড়া মাল্টিটাস্কিং করার সময় ট্যাব গুলো খুজে পেতেও সমস্যা হয়।
source: One Tab chrome extention
আপনারা যদি এই সবগুলো ট্যাবকে একটি জায়গায় রেখে দিতে চান এবং সহজে খুঁজে পেতে
চান তাহলে ব্যবহার করুন One Tab এই এক্সটেনশন টি।
Eassy Auto Refresh:
এই এক্সটেনশন টি ফ্রিল্যান্সারদের অনেক কাজে দিবে। কারণ আপনারা যারা ফাইবার বা
আপওয়ার্কে কাজ করেন তাদের ২৪ ঘন্টা অনলাইনে থাকা সম্ভব নয়। কিন্তু কাজ পাওয়ার
জন্য আপনাদের ২৪ ঘন্টা অ্যাক্টিভ থাকা প্রয়োজন।
source: Eassy Auto Refresh extention
এজন্যই আপনারা যদি যেকোনো ওয়েবসাইটে ২৪ ঘন্টা একটিভ থাকতে চান তাহলে ব্যবহার করে
দেখতে পারেন Eassy Auto Refresh এই এক্সটেনশন টি।
Read Aloud: A Text To Speech Voice Reader:
আপনারা অনেকেই রয়েছেন যারা বিভিন্ন লেখা বা আর্টিকেল পড়তে ভালোবাসেন। এক্ষেত্রে
সবসময়ই বড় বড় আর্টিকেল পড়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে আপনারা যদি ভয়েস এর
মাধ্যমে বড় বড় আর্টিকেল শুনতে চান তাহলে ব্যবহার করুন Text To Speech এই
এক্সটেনশন টি।
source: Read Aloud chrome extention
আপনি যেকোনো ধরনের টেক্সট ভয়েস আকারে শুনতে পারবেন এই এক্সটেনশন টি
দিয়ে।
Copy Fish:
আমরা মাঝে মাঝে একটি ভিডিও দেখার সময় এমন কিছু ভিডিও পাই যে সব ভিডিওতে
প্রয়োজনীয় লেখা থাকে। আপনি যদি এই সমস্ত লেখাগুলোকে খুব সহজেই কপি করে রেখে
দিতে চান তাহলে ব্যবহার করে দেখতে পারেন Copy Fish এই এক্সটেনশন টি।
source: Copy Fish chrome extention
এই এক্সটেনশন টি দিয়ে আপনি ফটো এবং ভিডিওর যে কোন লেখা কপি করতে পারবেন।
Speed Test By Okla:
আপনি যে ব্রড ব্যান্ডের লাইন ব্যবহার করছেন সে ব্রডব্যান্ডের লাইন আপনাকে
ঠিকমতো ইন্টারনেট প্রোভাইড করছে কিনা তা চেক করার জন্য আপনি ব্যবহার করতে
পারেন Speed Test By Okla এই এক্সটেনশন টি।
source: Speed Test By Okla extention
এই এক্সটেনশন টি দিয়ে আপনি একদম সঠিক এমবিপিএস স্পিড দেখতে পাবেন।
Scientific Calculator:
আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে একটি ক্যালকুলেটর থাকে। এটি একটি নরমাল
ক্যালকুলেটর এবং এই ক্যালকুলেটর দিয়ে আপনি সাইন্টিফিক কোন কাজ করতে পারবেন
না।
source: Scientific Calculator extention
সেজন্য আপনি যদি কম্পিউটারে সাইন্টিফিক ক্যালকুলেটর এর সুবিধা পেতে চান
তাহলে Scientific Calculator এই এক্সটেনশন টি ব্যবহার করে দেখতে পারেন।
Microsoft 365:
গুগল এর ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট অথবা মাইক্রোসফট এক্সেল এর যাবতীয় কাজগুলো
আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারের একটি কোনায় রেখে দিতে পারি তাহলে আমাদের কাজ
আরো দ্রুত করা সম্ভব। এতে করে অফিসিয়াল কাজগুলো করার সময় আমাদের বিভিন্ন
জায়গায় বারবার যাওয়া লাগবে না।
source: Microsoft 365 chrome extention
আপনারা যদি এ ধরনের সুবিধা ভোগ করতে চান তাহলে ব্যবহার করুন Microsoft 360
এই এক্সটেনশন টি। গুগল ক্রোমের এই এক্সটেনশন টি ব্যবহার করার পূর্বে অবশ্যই
আপনার মাইক্রোসফট এর একাউন্ট লগইন করে রাখবেন।
Awesome Screenshot and Screen Recorder:
কম্পিউটারে বা ল্যাপটপে অনেকেরই ডিসপ্লের ওপর থেকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন
পড়ে অথবা যেকোনো টিউটোরিয়াল বানাতে স্ক্রিন রেকর্ডার এর সাহায্য নিতে হয়।
সেক্ষেত্রে আপনারা শুধু এই একটি এক্সটেনশনের মাধ্যমে দুইটা কাজ একসাথে করতে
পারবেন।
source: Awesome Screenshot and Screen Recorder extention
এক্সটেনশনটির নাম হচ্ছে Awesome Screenshot and Screen Recorder। আপনি
শুধু স্ক্রীনশট এবং স্ক্রিন রেকর্ড করতে পারবেন তা নয়, এই এক্সটেনশন টি দিয়ে
আপনি যে কোন প্রকারের পেজ স্ক্রিনশট নিয়ে আবার ডাউনলোড করে রেখে দিতে পারবেন।
যেকোনো ধরনের পেজ স্ক্রিনশট নেওয়ার পরেই আপনাকে ডাউনলোড করার অপশন প্রদান
করবে।
আরেকটা মজার বিষয় হচ্ছে এই এক্সটেনশন টি দিয়ে আপনি সম্পূর্ণ পেজ একবারেই
স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এই এক্সটেনশন টি দিয়ে আপনি মজার
মজার অনেক কিছু করতে পারবেন, আপনি ব্যবহার করার পরে তা বুঝতে পারবেন।
Print Friendly & PDF:
আমরা যদি কোন একটি ওয়েবসাইটের পেজকে প্রিন্ট করতে চাই তাহলে এই এক্সটেনশন টি
আপনাকে অনেক সহায়তা করবে। আমরা যদি এমনি নরমাল নিয়মে কোন একটি ওয়েবসাইটের
পেজকে প্রিন্ট করতে চাই তাহলে বিজ্ঞাপন সহ প্রিন্ট হয়ে যায়।
source: Print Friendly & PDF extention
আপনারা যদি বিজ্ঞাপন বাদ দিয়ে শুধুমাত্র সেই নির্দিষ্ট ওয়েবসাইটের পেজটিকে
প্রিন্ট করতে চান তাহলে Print Friendly & PDF এই এক্সটেনশন টি ব্যবহার
করে দেখতে পারেন।
আপনি যদি কোন একটি ওয়েবসাইটের পেজকে প্রিন্ট না করে পিডিএফ করতে চান তাহলেও এই
এক্সটেনশন টি আপনাকে অনেক সহায়তা করবে। এছাড়া আপনি নির্দিষ্ট কোন পেজকে সাথে
সাথে ক্যাপচার করে ইমেইল করতে পারবেন এই এক্সটেনশন টি দিয়ে।
Super Dark Mod:
আপনারা যারা দীর্ঘক্ষন কম্পিউটারের সামনে বসে থাকেন তাদের চোখে সমস্যা হতে
পারে। সাধারনত দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকার ফলে অনেক সময় চোখ দিয়ে
পানি পড়ে। সেই সময় আপনাকে আপনার স্ক্রিন ডার্ক মোড করে দিতে হবে।
source: Super Dark Mod extention
আপনি যদি ডার্ক মোড করে দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার এই
সমস্যা হবে না। কম্পিউটারে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড ব্যবহার করার জন্য আপনি
Super Dark Mod এক্সটেনশন টি ব্যবহার করে দেখতে পারেন।
গুগল ক্রোম এক্সটেনশন ডাউনলোড করার পদ্ধতি
আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকে যেকোনো এক্সটেনশনের নাম সার্চ দিলেই আপনারা সেই
এক্সটেনশন টি পেয়ে যাবেন। তারপরও আপনারা যদি গুগল ক্রোম এক্সটেনশনের সম্পূর্ণ
প্ল্যাটফর্মটি সামনে পেতে চান তাহলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
গুগল ক্রোম এক্সটেনশন ডাউনলোড করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ চিত্রসহকারে
নিচে দেওয়া হল-
১) যেকোনো ধরনের গুগলের ক্রম এক্সটেনশন ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে এই
অপশনে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করবেন তা আমি চিত্র তে আপনাদের মার্ক
করে দিলাম।
২) এরপর হালকা স্ক্রল করলে আপনি দেখতে পাবেন গুগল ক্রোম স্টোর লেখা রয়েছে।
গুগল ক্রোম স্টোরের উপরে ক্লিক করুন।
৩) এখন নিচের ছবিতে লক্ষ্য করুন। যেখানে এক্সটেনশন লেখা আছে সেখানে ক্লিক
করলেই আপনি এক্সটেনশনের পেজে চলে যাবেন।
৪) এখন আপনারা যে এক্সটেনশন টি প্রয়োজন সেটা সার্চ করলেই আপনার সামনে চলে
আসবে।
৫) আপনাদেরকে বোঝানোর জন্য আমি Scientific Calculator সার্চ দিলাম। এখন
আপনারা Add to Chrome অপশনে ক্লিক করে দিন।
৬) এখন নিচের ছবিতে লক্ষ্য করুন। আমি যেখানে মার্ক করে দিয়েছি এখানে
ক্লিক করলেই আপনারা যে সমস্ত এক্সটেনশন গুলো এড করবেন সেগুলো দেখতে পাবেন।
এখন আপনি চাইলেই এই এক্সটেনশন গুলো পিন করে আপনার ডেক্সটপের ক্রোম ব্রাউজারের
উপরে রেখে দিতে পারবেন। এক্সটেনশন গুলো পিন না করে রেখেও আপনি ব্যবহার
করতে পারবেন। তবে পিন করে রাখলে ক্রোম ব্রাউজারের উপরেই এক্সটেনশন টি
পাওয়া যায়, ফলে এক্সটেনশন টি খুঁজে পেতে সহজ হয়।
FAQ
এই আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী নিচে দেওয়া
হল-
১) গুগল ক্রোম এক্সটেনশন কি এবং এটি কিভাবে কাজ করে?
উত্তরঃ গুগল ক্রোম এক্সটেনশন হল ছোট ছোট সফটওয়্যার প্রোগ্রাম যা ক্রোম
ব্রাউজারের কার্যকারিতা বাড়ায়। এটি ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতাকে
আরও সহজ এবং দক্ষ করে তোলে। এক্সটেনশন গুলো ক্রোম ওয়েব স্টোর থেকে ডাউনলোড
করা যায় এবং ব্রাউজারে ইনস্টল করা যায়।
২) এক্সটেনশনের বৈশিষ্ট্য কি?
উত্তরঃ এক্সটেনশনের বৈশিষ্ট্য হচ্ছে এটি গুগল ক্রোম ব্রাউজারের
কাজের প্রসারণ বাড়াতে ও দ্রুত কাজ সম্পন্ন করতে সহায়তা করে।
৩) ক্রোম এক্সটেনশন কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ Chrome extension ব্যবহার করা হয় কারণ এটি ব্যবহারের ফলে
ক্রোম ব্রাউজারে কাজের সহজলভ্যতা বৃদ্ধি পায়।
শেষ মন্তব্য
এখানে সেরা ১৫+ ক্রোম এক্সটেনসন গুলো বাছাই করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো
ভালো ভালো ক্রোম এক্স টেনশন পেলে এই আর্টিকেলে তা দিয়ে দেওয়া হবে। এই ক্রোম
এক্সটেনসন গুলো আপনাকে কতটা সহায়তা করবে তা আপনি ব্যবহার না করা পর্যন্ত
বুঝতে পারবেন না।
এরকম টেকনোলজি বিষয় সম্পর্কিত যে কোন তথ্য আমাদের কাছ থেকে জানতে চাইলে
আমাদের মেসেজ করবেন অথবা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এছাড়া যে কোন
সফটওয়্যার অথবা এক্সটেনশন বিষয়ে আরো কোন তথ্য জানার থাকলে আমাদের অবগত
করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
এই পোস্ট শেয়ার করুন
Add Comment
comment url