২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন। ২০২৪ সালের ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কে ২০২৫ সালের জন্য সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল। ঠিক এই জন্যই ২০২৪ সালের ২১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য সরকারি ছুটির তালিকা ঘোষণা করেছে।
২০২৫-সালের-সরকারি-ছুটির-তালিকা
১৭ অক্টোবরের এই ঘোষণাটিতে বলা হয়েছে ২০২৫ সালে ঈদুল ফিতরের জন্য ৫ দিন, ঈদুল আযহার জন্য ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজার জন্য ২ দিন ছুটি থাকবে। তবে ছুটির আরো বিস্তারিত জানার জন্য আপনাকে এই পুরো আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

সূচিপত্রঃ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

প্রত্যেকটি মাসের আলাদা আলাদা ভাবে সরকারি ছুটির তালিকা আমি এই আর্টিকেলে একদম নিচে দিয়ে দিব। সেখানে আপনারা ক্যালেন্ডারের মাধ্যমে দেখতে পারবেন।


প্রথমে আপনারা এই আর্টিকেলে যে সরকারি ছুটি গুলো দেখবেন তা নিম্নে নিচে দেওয়া হলঃ
  • সাধারণ ছুটি
  • নির্বাহী আদেশে ছুটি
  • ঐচ্ছিক ছুটিঃ মুসলিমদের জন্য
  • ঐচ্ছিক ছুটিঃ হিন্দুদের জন্য
  • ঐচ্ছিক ছুটিঃ খ্রিস্টানদের জন্য
  • ঐচ্ছিক ছুটিঃ বৌদ্ধদের জন্য
  • ঐচ্ছিক ছুটিঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য
  • ২০২৫ সালের সরকারি ছুটি ক্যালেন্ডার এর মাধ্যমে দেখুন
তাহলে চলুন আমরা এখন পর্যায় ক্রমিকভাবে ২০২৫ সালের সকল মাসের সরকারি ছুটি গুলো দেখে নিই।

সাধারণ ছুটি

ছুটির তারিখ ছুটির কারণ
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস
২৮ মার্চ জুমাতুল বিদা
৩১ মার্চ ঈদুল ফিতর
১ মে মে দিবস
২১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
৭ জুন ঈদুল আজহা
১৬ আগস্ট জন্মাষ্টমী
৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.)
২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী
১৬ ডিসেম্বর বিজয় দিবস
২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)

নির্বাহী আদেশে ছুটি

ছুটির তারিখ ছুটির কারণ
১৫ ফেব্রুয়ারি শবে বরাত
২৮ মার্চ শবে কদর
২৯ ও ৩০ মার্চ ঈদুল ফিতর
১ ও ২ এপ্রিল ঈদুল ফিতর
১৪ এপ্রিল বাংলা নববর্ষ
৫ থেকে ১০ জুন ঈদুল আজহা
৬ জুলাই আশুরা
১ অক্টোবর দুর্গাপূজা

ঐচ্ছিক ছুটিঃ মুসলিমদের জন্য

ছুটির তারিখ ছুটির কারণ
২৮ ফেব্রুয়ারি শবে মিরাজ
৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন
১১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন
২০ সেপ্টেম্বর আখেরি চাহার শোম্বা
৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম

ঐচ্ছিক ছুটিঃ হিন্দুদের জন্য

ছুটির তারিখ ছুটির কারণ
৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা
২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত
১৪ মার্চ দোলযাত্রা
২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
২১ সেপ্টেম্বর মহালয়া
২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী)
৬ অক্টোবর লক্ষ্মীপূজা
৩১ অক্টোবর শ্যামাপূজা

ঐচ্ছিক ছুটিঃ খ্রিস্টানদের জন্য

ছুটির তারিখ ছুটির কারণ
১ জানুয়ারি ইংরেজি নববর্ষ
৫ মার্চ ভস্ম বুধবার
১৭ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার
১৮ এপ্রিল পুণ্য শুক্রবার
১৯ এপ্রিল পুণ্য শনিবার
২০ এপ্রিল ইস্টার সানডে
২৪ ও ২৬ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)

ঐচ্ছিক ছুটিঃ বৌদ্ধদের জন্য

ছুটির তারিখ ছুটির কারণ
১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা
১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি
১০ ও ১২ মে বুদ্ধপূর্ণিমা (পূর্বের ও পরের দিন)
৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা
৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা
৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)

ঐচ্ছিক ছুটিঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য

ছুটির তারিখ ছুটির কারণ
১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও সামাজিক উৎসব

২০২৫ সাল কি?

৩৬৫ দিন শেষে প্রতিবছর সাল পরিবর্তন হয়। ইংরেজি সালের প্রবর্তক হিসেবে ধরা হয় রোমের পোপকে। তিনি ১৫৮২ খ্রিস্টাব্দে ইংরেজি সালের জন্য যে ক্যালেন্ডারটি প্রবর্তন করেন এটি বিশ্বব্যাপী অনেকেই সমর্থন করেছিল। এরই পরিপ্রেক্ষিতে ১৭৫২ সাল থেকে ইংরেজিরা একদম সম্পূর্ণরূপে পোপের এই ক্যালেন্ডারটি ব্যবহার করা শুরু করে। 

আমরা এখন যে ইংরেজি ক্যালেন্ডারটি দেখতে পাই তা মূলত তারই সৃষ্টি। বলে রাখা ভালো ইংরেজি ক্যালেন্ডারটি প্রথম অবস্থায় অশুদ্ধ ছিল। পোপ ১৫৮২ খ্রিস্টাব্দে সেই ক্যালেন্ডারটি পুনরায় সংশোধন করে বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেন এবং সেই ক্যালেন্ডার অনেক জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকেই আমরা প্রতিবছর ইংরেজি সাল পেয়ে থাকি। তারই পরিপ্রেক্ষিতে এই বছর ২০২৫ সাল শুরু হয়েছে।

পৃথিবীর যত দিন চলতে থাকবে ইংরেজি সাল ততদিন থাকবে কারণ ইংরেজি সালটি ইউনিভার্সাল। অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি দেশ ইংরেজি সালকে কেন্দ্র করেই নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতির দিনগুলো নির্ধারণ করে।

রমজান ঈদ কত তারিখে ২০২৫?

প্রতিবছর রমজান কবে শুরু হবে এবং ঈদ কবে হবে তা সঠিকভাবে বলা যায় না কিন্তু ধারণা করা যায়। অর্থাৎ ধারণা করা তারিখের ১ থেকে ২ দিন কম বেশি হতে পারে।
রমজান-ঈদ-কত-তারিখে-২০২৫
এই বছর ২০২৫ সালে রমজান মাসের ঈদ হওয়ার সম্ভাব্য তারিখ ৩০ অথবা ৩১ মার্চ। এই দুই তারিখের ভিতর ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

কুরবানির ঈদ কত তারিখে ২০২৫?

যদি মার্চ মাসের ৩০ অথবা ৩১ তারিখে রমজানের ঈদ হয় তাহলে তার আড়াই মাস পরে কুরবানী ঈদ হয়। সেই হিসাব করলে জুন মাসের ৬ থেকে ৮ তারিখের মধ্যেই ২০২৫ সালে কুরবানীর ঈদ হওয়ার কথা রয়েছে। বিশ্বের প্রতিটি দেশ চাঁদের উপর নির্ভর করে এই সমস্ত উৎসবগুলো পালন করে থাকে। তাই চাঁদের উপরে নির্ভর করবে কত তারিখে কুরবানী ঈদ হবে।

মহরম কত তারিখে ২০২৫?

২০২৫ সালে মহররম জুলাই মাসে হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই বছর জুলাই মাসের ৬ তারিখে মহরম অনুষ্ঠিত হবে। ইসলামিক দেশভক্ত দেশগুলোর জন্য মহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২১ শে ফেব্রুয়ারি ২০২৫ বাংলা কত তারিখ?

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছর বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি পালিত হয়। এছাড়া যারা দেশের বাইরে প্রবাসী রয়েছে তারাও প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। ২০২৫ সালে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা ফাল্গুন মাসের ৮ তারিখ শুক্রবার। 

২০২৫ সালের রমজান কত তারিখ

সাবান মাস শেষ হওয়ার পরে রমজান মাস শুরু হয় তাই সাবান মাসের চাঁদ শেষ হওয়ার পরে যে চাঁদ উঠবে সে চাঁদের উপর নির্ভর করে রমজান মাস শুরু হবে। আমরা জানি এই বছর লিপয়ার, তাই ২৮ দিনে ফেব্রুয়ারি মাস শেষ হবে। ২০২৫ সালে ২৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে রমজান শুরু না হয় তাহলে এক মার্চ থেকে শুরু হবে।

২০২৫ সালের হজ্ব কবে শুরু হবে?

হজ্ব মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার সামর্থ্য রয়েছে তাকে অবশ্যই হজ্ব করতে হবে। আমাদের নবী রাসুলরা হজ্ব করে গেছেন এবং বলে গেছেন যদি কোন মুসলিমের হজ্ব করার সামর্থ্য থাকে তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে।
২০২৫-সালের-হজ্ব-কবে-শুরু-হবে
তবে হজ্ব করার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান এবং পরকালে মৃত্যুর পর কবরের আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে হজ্ব করতে হবে। ২০২৫ সালের ৫ জুন থেকে হজ্ব শুরু হবভে ইনশাহআল্লাহ।

২০২৫ সালের বাংলাদেশের বিশ্ব ইজতেমা কবে?

বিশ্ব ইজতেমা আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা অর্জন করছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে। বাংলাদেশ ছাড়াও বর্তমানে বহির্বিশ্বের অনেক দেশের মুসলমানরা বিশ্ব ইজতেমা পালন করতে বাংলাদেশে আসে। বিশ্ব ইজতেমা দুইটা পর্যায়ে পালিত হয়। বিশ্ব ইজতেমা তিন দিন স্থায়ী হয়।

এই বছর প্রথম বিশ্ব ইজতেমা শুরু হবে ৩১ জানুয়ারি তারিখে এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি। প্রথম বিশ্ব ইজতেমা শেষ হওয়ার চারদিন পরে দ্বিতীয় বিশ্ব ইজতেমা শুরু হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে দ্বিতীয় বিশ্ব ইজতেমা শুরু হবে এবং শেষ হবে ৯ ফেব্রুয়ারি তারিখে। 

২০২৫ সালের শব-ই-বরাত কবে?

রমজান মাস শুরু হওয়ার পূর্বে শব-ই-বরাত আমাদের মুসলমান ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে এই বছর শব-ই-বরাত অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। তবে অনেকেই মনে করছেন এই বছর ১৫ ফেব্রুয়ারি শব-ই-বরাত হতে পারে।

২০২৫ সালের শব-ই-কদর কবে?

শব-ই-কদর রমজান মাসে হয়ে থাকে। শব-ই-কদর কবে হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ আমাদের ধর্মে বলা হয়েছে রমজান মাসের শেষ ১০ দিন যেকোনো সময় শব-ই-কদর হতে পারে। তাই শেষ দশ দিনের রাতগুলোতে শব-ই-কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাংলাদেশের মানুষজন এই বছর ২৮ মার্চ শব-ই-কদর পালন করবে।

শবে কদরের রাত নির্ধারণ করার বেশ কিছু আলামত রয়েছে। যেমন এই রাতে আবহাওয়া অন্যান্য রাতের তুলনায় অনেক শীতল থাকে এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এছাড়া হালকা ঠান্ডা বাতাসের সাথে অন্যরকম একটা প্রশান্তি এবং শান্তি পুরো পৃথিবীর বুকে বয়ে নিয়ে আসে। তাই শুধু ২৮ তারিখের হিসেব না করে আমাদের শেষ দশ রমজানের প্রত্যেকটি রাত লক্ষ্য করা উচিত।

FAQ

১) ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা কীভাবে জানতে পারব?
উত্তরঃ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা জানার জন্য আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। যেকোনো ব্রাউজারে আপনি যদি ২০২৫ সালের সরকারি ছুটি লিখে সার্চ দেন তাহলে গুগল বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে সকল ছুটির তালিকা সমূহ।

২) ২০২৫ সালে কোন কোন সরকারি ছুটি থাকবে?
উত্তরঃ ২০২৫ সালের উল্লেখযোগ্য সরকারি ছুটির তালিকা হল- স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জন্মাষ্টমী, ঈদে মিলাদুন্নবী, দুর্গাপূজা, বিজয় দিবস, বড়দিন। 

৩) সাধারণ ছুটির মধ্যে কোন কোন তারিখগুলো আছে?
উত্তরঃ ২০২৫ সালে সাধারণ ছুটির তারিখ গুলো হচ্ছে- ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ৩১ মার্চ, ১ মে, ২১ মে, ৭ জুন, ১৬ আগস্ট, ৫ সেপ্টেম্বর, ২ অক্টোবর, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর।

৪) নির্বাহী আদেশে ছুটির তারিখ কী কী?
উত্তরঃ নির্বাহী আদেশে ছুটির তারিখগুলো হচ্ছে-  ১৫ ফেব্রুয়ারি, ২৮ মার্চ, ২৯ ও ৩০ মার্চ, ১ ও ২ এপ্রিল, ১৪ এপ্রিল, ৫ থেকে ১০ জুন, ৬ জুলাই, ১ অক্টোবর। 

৫) ২০২৫ সালে মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটির দিনগুলো কি কি?
উত্তরঃ ২০২৫ সালে মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটির দিনগুলো হচ্ছে- ২৮ ফেব্রুয়ারি, ৩ এপ্রিল, ১১ জুন, ২০ সেপ্টেম্বর, ৪ অক্টোবর। 

৬) হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ২০২৫ সালের ছুটি কবে?
উত্তরঃ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ২০২৫ সালের ছুটি হচ্ছে- ৩ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ১৪ মার্চ, ২৭ মার্চ, ২১ সেপ্টেম্বর, ২৯ ও ৩০ সেপ্টেম্বর, ৬ অক্টোবর, ৩১ অক্টোবর। 

৭) খ্রিস্টানদের জন্য ২০২৫ সালের ছুটির তারিখ কী কী?
উত্তরঃ খ্রিস্টানদের জন্য ২০২৫ সালের ছুটির তারিখ গুলো হচ্ছে- ১ জানুয়ারি, ৫ মার্চ, ১৭ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২০ এপ্রিল, ২৪ ও ২৬ ডিসেম্বর।

৮) বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি কি কি?
উত্তরঃ বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি গুলো হচ্ছে- ১১ ফেব্রুয়ারি, ১৩ এপ্রিল, ১০ ও ১২ মে, ৯ জুলাই, ৬ সেপ্টেম্বর, ৫ অক্টোবর।

৯) ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২০২৫ সালে কোন ছুটি থাকবে?
উত্তরঃ ২০২৫ সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি উৎসবের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

১০) ২০২৫ এর সরকারি ছুটির তালিকা কিভাবে দেখা যাবে?
উত্তরঃ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারেন। এর জন্য গুগলে সার্চ করুন।

শেষ মন্তব্য

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আমি যেভাবে টেবিল আকারে আপনাদের সাজিয়ে দিয়েছি এভাবে আপনি আর অন্য কোথাও পাবেন না। টেবিল এর মাধ্যমে ছুটি গুলো দেখলে আপনারা খুব সহজেই ছুটির তারিখ গুলো মনে রাখতে পারবেন। এছাড়া ২০২৫ সালের বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার এবং রমজান মাসের ক্যালেন্ডার উপরে আমি দিয়ে দিলাম।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url