ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক | English Free Hand Writing All in One
ইংরেজি
ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক আপনারা সহজভাবে শিখতে চান? তাহলে আপনি আজ ঠিক
জায়গায় এসেছেন কারণ আমি আজকে আলোচনা করব কিভাবে ইংরেজি রাইটিং সাইট কমন না পেলেও বানিয়ে লেখা যায় সেই সম্পর্কে।
অর্থাৎ আজকে আপনি এই আর্টিকেল থেকে পাচ্ছেন ইংরেজি ফার্স্ট পেপার এবং
সেকেন্ড পেপারের সকল প্রকার রাইটিং সাইট লেখার টেকনিক। তাই এই আর্টিকেলটি প্রথম
থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না।
সূচিপত্রঃ ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক | English Free Hand Writing All in One
এই আর্টিকেল থেকে আপনি যা যা শিখতে পারবেন তা এক নজরে চোখ বুলিয়ে নিন-
- ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক
-
English Free Hand Writing All in One
- ইংরেজি ডায়লগ লেখার দুর্দান্ত ফরমেট
- ইংরেজি চিঠি লেখার দুর্দান্ত ফরমেট
- ইংরেজি এপ্লিকেশন লেখার দুর্দান্ত ফরমেট
- ব্যাংক আবেদন করার দুর্দান্ত ফরমেট
- ইমেইল এপ্লিকেশন লেখার দুর্দান্ত ফরমেট
- যেকোনো প্যারাগ্রাফ লেখার দুর্দান্ত নিয়ম
- ইংরেজি কম্পোজিশন লেখার দুর্দান্ত টেকনিক
- একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার কৌশল।
- ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা
- FAQ
- শেষ মন্তব্য
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক লেখার জন্য সাধারণত Tense সম্পর্কে ভালো ধারণা
থাকা প্রয়োজন। যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারে তারা গ্রামার সম্পর্কে এত
বেশি কিছু না জানলেও Tense সম্পর্কে ধারণা রাখে। তাই আপনি যদি ফ্রি হ্যান্ড
রাইটিং অভ্যাস গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম টেন্স সম্পর্কে এ টু
জেড মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে।
এছাড়া অনেকেই রয়েছেন দুর্বল স্টুডেন্ট এবং ইংরেজিতে কিছুই লিখতে পারেন না।
তাদের জন্য আমি আজকে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সকল টেকনিক নিয়ে এসেছি। অর্থাৎ
ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে প্রায় ৮০ মার্কের মতো রাইটিং সাইট থাকে
(এই মার্ক যে কোন সময় কম বেশি হতে পারে যদি সরকার কিছু পরিবর্তন করে)।
আবার অনেক সময় এই রাইটিং সাইডগুলো কমন পড়েনা, যার কারণে দুর্বল স্টুডেন্টরা কোন
কিছু না লিখেই চলে আসে এবং পরীক্ষায় ফেল করে। আপনি যদি আমার এই আর্টিকেলটি থেকে
ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক শিখে যান তাহলে আপনার আর ফেল করার টেনশন থাকবে না।
এবং আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে ভালো পারেন তাহলেও আপনি এই আর্টিকেলটি
থেকে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস গুলো হ্যান্ড নোট করে নিবেন। এতে করে আপনার ফ্রি
হ্যান্ড রাইটিং স্কিল আরো উন্নত হয়ে যাবে। ইংরেজিতে যত ধরনের লেখার কৌশল রয়েছে
সবগুলো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব।
আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং লেখার কৌশল গুলো সর্বপ্রথম খাতায় নোট করে রাখবেন
অথবা আমার আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখবেন। যেন যেকোনো সময় আপনি
আমার এই আর্টিকেলটি হারিয়ে না ফেলেন। তাহলে চলুন আমরা এখন ইংরেজির ফ্রি হ্যান্ড
রাইটিং লেখার এ টু জেড বিস্তারিত আলোচনা দেখে নিই।
English Free Hand Writing All in One
আজকে থেকে আপনার ইংরেজিতে পরীক্ষার ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অনেক
স্টুডেন্ট রয়েছে যারা গ্রামার তো পারেই না, আবার ইংরেজি লিখতে পারেনা। আপনি বই
থেকে কতগুলো Paragraph, Letter, Application, Story, Dialogue, Composition
মুখস্ত করবেন? বইয়ের মধ্যে শত শত প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, স্টোরি,
কম্পোজিশন রয়েছে।
এখন আপনি যদি পরীক্ষায় কমন না পান তাহলে কি করবেন? শুনুন প্রথমে ইমপর্টেন্ট তিন
থেকে চারটি গুরুত্বপূর্ণ মুখস্তর বিষয়গুলো পড়ে নিবেন। তারপর আমার দেখানো টেকনিক
গুলো কষ্ট পড়ে নিবেন। এতে করে কি হবে আপনি পরীক্ষার খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা
লিখে আসতে পারবেন এবং পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারবেন।
আবার আপনি যদি বই থেকে কোন রাইটিং সাইড যেমন প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন,
স্টোরি, কম্পোজিশন পড়ে না গিয়ে শুধু আমার এই টেকনিক গুলো পড়ে যান তাও আপনি
পরীক্ষার খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দিয়ে আসতে পারবেন।
প্রথমেই আমি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক নিয়ে শেয়ার করার আগে এই কথাটা
বলে নিলাম কারণ যারা খুব ভালো রেজাল্ট ইংরেজিতে করতে চান তারা শুধু এই টেকনিক
পড়লেই হবে না বরং তাদের আরো এক্সট্রা কিছু ইম্পরট্যান্ট প্যারাগ্রাফ, লেটার,
অ্যাপ্লিকেশন, স্টরি মুখস্ত করে রাখতে হবে।
আমি আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি কেন আমি প্রথমে এই আলোচনাগুলো করে নিলাম।
তাহলে চলুন আমরা এখন ইংরেজি সাবজেক্টের সমস্ত রাইটিং সাইডের ফ্রি হ্যান্ড রাইটিং
কৌশল জেনে নিই।
- ডায়লগ লেখার মাত্র একটি ফরমেট পড়লেই আপনি যে কোন ডায়লগে ১০ এর মধ্যে ৭ মার্ক তুলতে পারবেন। সেই টেকনিক আপনারা এখানেই নিচে পেয়ে যাবেন। আমি লিংকে দিয়ে দিব। আবার আমার দেখানো প্রথম টেকনিক টি যারা পড়তে পারবেন না, তাদের জন্য আরও একটি সহজ পদ্ধতি আমি দিয়ে দিব। অর্থাৎ যারা আরও সহজ ভাবে ডায়লগ শিখতে চান তারা দুই নাম্বার লিঙ্ক থেকে ডায়লগ শিখে নিন।
- ডায়লগ লেখার ফরমেট ১
- ডায়লগ লেখার ফরমেট ২। গুড-ব্যাড সাইড ডায়লগ
- চিঠি লেখার জন্য শুধুমাত্র একটি ফরমেট যথেষ্ট। চিঠি লেখার জন্য হাজার হাজার চিঠি মুখস্ত করার দরকার নেই। আপনারা শুধু নিচের এই চিঠিটা আমার দেখানো কৌশল অনুযায়ী মুখস্ত করে যাবেন।
- ইংরেজি চিঠি লেখার টেকনিক
- ইন্টারনেটে অনেকেই আপনাকে বলবে মাত্র একটি অ্যাপ্লিকেশন পড়ে সকল অ্যাপ্লিকেশন লেখার টেকনিক। কিন্তু বাস্তবে একটি অ্যাপ্লিকেশন শিখে কখনো সকল ধরনের অ্যাপ্লিকেশন লেখা সম্ভব নয়। আপনি যদি ঐ সমস্ত অ্যাপ্লিকেশন গুলো খাতায় লিখেন তাহলে জিরো মার্ক পাবেন। তাই আমি আপনাদের যে টেকনিক অনুসারে মাত্র সাতটা অ্যাপ্লিকেশন শেখাব। আপনি যদি এই সাতটা অ্যাপ্লিকেশন মুখস্ত করে রেখে দিতে পারেন, তাহলে পৃথিবীর হাজার-হাজার কোটি-কোটি এপ্লিকেশন নিজের মত করে লিখতে পারবেন।
- ইংরেজি এপ্লিকেশন লেখার সুপার টেকনিক
- অনেক সময় দেখা যায় পরীক্ষাতে হঠাৎ করে ব্যাংকে আবেদন করার বিভিন্ন বিষয় নিয়ে লিখতে বলা হয়। এ ধরনের অ্যাপ্লিকেশন গুলো সাধারণত পরীক্ষায় আসে না বললেই চলে। কিন্তু যদি চলে আসে তাহলে নিচের এই টেকনিকটি ফলো করে আপনি খাতায় লিখে আসতে পারবেন এবং অ্যাপ্লিকেশন কমন না পেয়েও যথেষ্ট ভালো মার্ক তুলতে পারবেন।
- ব্যাংক আবেদন ফরমেট
- ইমেল অ্যাপ্লিকেশন আগে পরীক্ষাতে না আসলেও বর্তমানে প্রচুর পরিমাণে পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। কারণ বর্তমান বিশ্ব ইন্টারনেট প্রযুক্তির যুগ, যার কারণে ইমেইলের প্রচুর ব্যবহার বেড়েছে। ঠিক এই কারণেই ইমেইল অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রতিবছর পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। এজন্য অবশ্যই আপনারা ইমেল অ্যাপ্লিকেশন লেখার ফরমেটটি মুখস্ত করে যাবেন।
- ইমেইল এপ্লিকেশন লেখার মাস্টার টেকনিক
- প্যারাগ্রাফ নিয়ে আমাদের সকলেরই ভীতি থাকে। কোন প্যারাগ্রাফ পরীক্ষায় আসবে? আমরা কোন প্যারাগ্রাফ পড়ব? এটা নিয়ে আমাদের টেনশনের শেষ থাকে না। আজ থেকে আপনাদের টেনশনের দিন শেষ। আপনারা আজকে এমন কয়েকটি প্যারাগ্রাফ এখানে পেয়ে যাবেন যেগুলো পড়লে আর আপনাদের পরীক্ষায় কমন পাওয়ার টেনশন করতে হবে না। তবে অবশ্যই দুই থেকে তিনটি ইম্পরট্যান্ট প্যারাগ্রাফ পরীক্ষার জন্য মুখস্ত করে যাবেন। যদি পরীক্ষায় প্যারাগ্রাফ কমন না পড়ে তাহলে আমার এই টেকনিকটা অবলম্বন করবেন।
- যেকোনো প্যারাগ্রাফ লেখার একদম সহজ কৌশল
- পরীক্ষাতে প্যারাগ্রাফ কমন পাওয়া নিয়ে যেমন টেনশন থাকে, ঠিক তেমনি কম্পোজিশন কমন পাওয়া নিয়েও টেনশন থাকে। কারণ কম্পোজিশনে প্যারাগ্রাফ এর চেয়ে অনেক বেশি মার্ক থাকে। আপনাদের এই সেকশনটা ভালো করার জন্য, আমি উপরে যে প্যারাগ্রাফ লেখার টেকনিক দিয়েছি সেটার সাথে নিচের টেকনিক গুলো কম্বিনেশন করে নিয়ে পড়বেন। তাহলে আপনি কম্পোজিশন কমন না পেলেও পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে আসতে পারবেন ইনশাল্লাহ।
- ইংরেজি কম্পোজিশন লেখার দুর্দান্ত ফরমেট
- স্টোরি পড়তে সকলেরই অনিহা থাকে। কারণ স্টোরি মানে একটি গল্প আর বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে এই গল্পগুলো বানিয়ে লিখতে পারে না। ভালো স্টুডেন্টরা কিভাবে নিজের মতো করে লিখবেন এবং অনেকগুলো স্টোরি মনে রাখবেন তার টেকনিক, এছাড়াও দুর্বল স্টুডেন্টরা কিভাবে মাত্র একটি স্টোরি পড়ে লিখবেন তার টেকনিক আমি নিচে দিয়ে দিচ্ছি।
- একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার সবচেয়ে সহজ নিয়ম
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা
প্রথমে বলে রাখি ইংরেজি রাইটিং বিষয়গুলো মুখস্ত করার বিষয় নয়। এগুলো নিজের মতো
করে লিখার বিষয়। ঠিক এজন্যই যারা ভালো স্টুডেন্ট তারা ইংরেজি রাইটিং সাইটের জন্য
কোন কিছু মুখস্ত করে না। শুধুমাত্র তারা সেই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে যায় এবং
পরীক্ষার রুমে নিজের মতো করে লিখে আসে।
কিন্তু আপনারা যারা ইংরেজিতে একটা সেন্টেন্স ও লিখতে পারেন না, তারা পরীক্ষায়
কিছু না লিখে চলে আসবেন? আপনি যদি ভুলভাল বানিয়ে লিখেন তাহলে বিন্দুমাত্র কোন
মার্ক পাবেন না। তাই আপনি আমার এই টেকনিক গুলো যদি শিখে যান তাহলে আপনি রাইটিং
সাইটের ৪০ মার্কের মধ্যে ৩০ মার্ক অবশ্যই তুলতে পারবেন। আর যারা একটু টেকনিক্যালি
পড়াশোনা করবেন তারা ৪০ মার্কের মধ্যে ৩৩-৩৫ মার্ক তুলতে পারবেন। এই বিষয়টি
সম্পূর্ণ নির্ভর করবে আপনার পড়াশোনার ওপর।
FAQ
১) ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং কি?
উত্তরঃ ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং একটি লেখার কৌশল, যা দ্বারা পরীক্ষায়
ইংরেজি রাইটিং সেকশনগুলো সঠিকভাবে এবং দক্ষতার সাথে লেখা যায়। আরো সহজ ভাষায়
বলতে গেলে পরীক্ষায় কমন না পেলে নিজে থেকেই ইংরেজিতে বানিয়ে লেখাকে বলা হয়
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং। এছাড়া ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার বেশ
কিছু কৌশল রয়েছে। যারা ইংরেজিতে দুর্বল তাদের এই কৌশল গুলো অনেক কাজে লাগে।
২) ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কি বিশেষ প্রস্তুতি নিতে হয়?
উত্তরঃ ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয় না।
শুধু আপনাকে টেন্স এবং ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আপনার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়ে
যাবে।
৩) ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে পরীক্ষায় পাস করা যাবে?
উত্তরঃ অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে পরীক্ষায় পাশ করা যাবে। আপনি যদি
একটু ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখেই মুখস্ত
করার চেয়ে ভালো মান পাবেন। কারণ যারা মুখস্ত করে লিখে তারা সবাই একই বিষয়ে
খাতায় লিখে। কিন্তু আপনি যদি লেখার মধ্যে ভ্যারাইটি আনতে পারেন তাহলে আপনি
মার্ক ভালো পাবেন।
৪) ডায়লগ লেখার জন্য নির্দিষ্ট ফরম্যাট কি?
উত্তরঃ ডায়লগ লেখার জন্য দুইটা নির্দিষ্ট ফরমেট রয়েছে। শুধুমাত্র এই দুইটা
ফরমেট অনুসরণ করলেই আপনি শত শত ডায়লগ লিখতে পারবেন।
৫) ইংরেজি এপ্লিকেশন লেখার জন্য কতগুলো টেকনিক শিখতে হবে?
উত্তরঃ ইংরেজি এপ্লিকেশন লেখার জন্য আপনাকে সাতটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন
শিখতে হবে। এগুলো শিখে আপনি যেকোনো অ্যাপ্লিকেশন নিজের মতো করে লিখতে সক্ষম
হবেন এবং পরীক্ষায় ভালো মার্ক পেতে পারবেন।
শেষ মন্তব্য
আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার আলোচনা করব নতুন কোন বিষয় নিয়ে। আপনাদের যদি
পড়াশোনা বিষয়ে কোনো তথ্য বা কোন কিছু পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাদের
জানিয়ে দিবেন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আপনাদের সকল প্রয়োজনীয় তথ্য
সঠিকভাবে তুলে ধরার। মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আর যারা ফাঁকিবাজি স্টুডেন্ট
তারা অল্প অল্প করে পড়াশোনা করুন এবং আমার দেখানো টেকনিকগুলো সুন্দরভাবে নোট করে
নিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।