রাজশাহীতে থাকা খাওয়ার খরচ | রাজশাহী আবাসিক হোটেলের নাম্বার

রাজশাহীতে থাকা খাওয়ার খরচ কত তা আপনারা অনেকেই জানতে চান। রাজশাহীতে অন্যান্য জেলার তুলনায় থাকা খাওয়ার খরচ অনেক কম। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে রাজশাহীতে থাকার এবং খাবার যে খরচ তা আলোচনা করব।
রাজশাহীতে-থাকা-খাওয়ার-খরচ
এছাড়া এই আর্টিকেল থেকে আপনারা রাজশাহী আবাসিক হোটেলের নাম্বার, রাজশাহীতে আবাসিক হোটেল ভাড়া কত, রাজশাহীতে কম খরচে আবাসিক হোটেল এবং রাজশাহী আবাসিক হোটেল লিস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাই আপনারা যারা রাজশাহীতে ঘুরতে বা বেড়াতে বা বিভিন্ন কোনো কাজে আসতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি অনেক সহায়ক হবে আশা করছি।

পোস্ট সূচিপত্রঃ রাজশাহীতে থাকা খাওয়ার খরচ

এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

রাজশাহীতে থাকা খাওয়ার খরচ

রাজশাহীতে থাকা খাওয়ার খরচ জানতে হলে আপনাকে রাজশাহীর আবাসিক হোটেল ভাড়া কত এবং রাজশাহীতে বিভিন্ন আবাসিক হোটেলের বিভিন্ন তথ্য জানতে হবে। কারণ আপনারা এখানে বেড়াতে এসে বাসায় তো থাকবেন না, আপনাদের থাকতে হবে আবাসিক হোটেলে।


সেহেতু রাজশাহীর বিভিন্ন আবাসিক হোটেলের যে সমস্ত সুযোগ সুবিধা গুলো রয়েছে তা আমি বলে দিব এবং রাজশাহীর সমস্ত আবাসিক হোটেলের নাম্বার এই আর্টিকেলে আপনাদের দিয়ে দিব।

রাজশাহী আবাসিক হোটেল লিস্ট | রাজশাহীতে কম খরচে আবাসিক হোটেলঃ

প্রথমে চলুন রাজশাহী আবাসিক হোটেল লিস্ট গুলো জেনে নিন। রাজশাহীতে অনেক আবাসিক হোটেল রয়েছে কিন্তু সবগুলো আবাসিক হোটেল আপনার মন মত হবে না। তাই রাজশাহীতে যে সমস্ত আবাসিক হোটেল গুলো মানসম্পন্ন শুধুমাত্র সেই হোটেল গুলোর লিস্ট আপনারা এখানে পাবেন। এই আবাসিক হোটেল গুলো থেকে আপনারা কম খরচে ভাল সার্ভিস পাবেন।
  • পর্যটন মোটেল
  • হোটেল আনজুম
  • হোটেল হক’স ইন
  • হোটেল নাইস ইন্টারন্যাশনাল
  • হোটেল এশিয়া
  • হোটেল ডালাস ইন্টারন্যাশনাল
  • হোটেল সুইস ইন্টারন্যাশনাল
  • হোটেল হক ইন্টারন্যাশনাল
  • হোটেল আল আরাফাহ
  • হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল
  • হোটেল গুলশান
  • হোটেল হাসনাহেনা আবাসিক
  • হোটেল সিটি প্লাস
  • হোটেল রাজমহল
  • হোটেল স্নেহ
  • হোটেল এক্স
  • হোটেল রয়েল
  • হোটেল গ্র্যান্ড রিভারভিউ
  • হোটেল স্টার ইন্টারন্যাশনাল
  • হোটেল ওয়ারিশন রেসিডেন্সিয়াল
  • হোটেল গ্রীন সিটি ইন্টারন্যাশনাল
মূলত উপরের এই আবাসিক হোটেল গুলো রাজশাহীতে বেশি পপুলার। তাই আপনারা যদি রাজশাহীতে এসে আবাসিক হোটেলে থাকতে চান তাহলে উপরের যে কোন একটি আবাসিক হোটেলে থাকবেন।

রাজশাহীতে আবাসিক হোটেল ভাড়া কত এবং সুবিধা সমূহঃ

রাজশাহীতে আবাসিক হোটেল ভাড়া কত তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই আমি এখন উপরের আবাসিক হোটেল গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ১০ টি আবাসিক হোটেলের ভাড়া এবং সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা আরও বিস্তারিত জানার জন্য তাদের নাম্বারে যোগাযোগ করবেন। এই আবাসিক হোটেল গুলোর নাম্বার আমি নিচে দিয়ে দিব।

কম খরচে টপ টেন আবাসিক হোটেল রাজশাহীঃ

১) পর্যটন মোটেল
  • সুবিধাঃ রাজশাহীতে ভ্রমণের জন্য যদি আসতে চান তাহলে আপনাকে ভালো একটি আবাসিক হোটেল পছন্দ করতে হবে। সেই হিসেবে আমার বাসা যেহেতু রাজশাহী তাই আমি জানি রাজশাহীতে কোন আবাসিক হোটেল পর্যটকদের জন্য সবচেয়ে ভালো। রাজশাহীতে ভ্রমণের জন্য যদি আপনি আসতে চান তাহলে আপনাকে পর্যটন মটেল (Porjoton Motel) এই আবাসিক হোটেলে উঠতে হবে। 
কারণ এই হোটেলটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন একটি হোটেল। তাই আপনারা যদি নিরাপত্তার দিক দিয়ে বিবেচনা করেন তাহলে অন্যান্য হোটেল গুলোর তুলনায় এই হোটেল সবচেয়ে ভালো। আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা সহ এই হোটেলে আপনি পাচ্ছেন ফ্যামিলি রুম, সিঙ্গেল রুম, ডাবল রুম, ইকোনমিক বেড সহ বিভিন্ন ধরনের কনফারেন্স প্লেস।


এখানে আপনি আরো পাচ্ছেন ফ্রি গাড়ি পার্কিং করার সুবিধা, ফ্রি ওয়াইফাই, লন্ড্রি সার্ভিস, আবাসিক গেস্টের জন্য সকালে ফ্রি নাস্তা করার সু-ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম। এখানে আপনারা বাংলা, ইংলিশ, থাই, চাইনিজ সহ আরো যেকোনো ধরনের খাবার পেয়ে যাবেন। পর্যটন মোটেল পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এখানে আপনি পরিবারসহ খুব ভালোভাবে থাকতে পারবেন। আপনি চাইলে ডাবল রুম বা সিঙ্গেল রুম ব্যবহার করতে পারবেন।
  • ভাড়ার পরিমাণঃ এখানে আপনারা বিভিন্ন দামের বিভিন্ন রুম পেয়ে যাবেন। যেমনঃ ইকোনমি বেড, সিঙ্গেল এসি রুম, এসি কাপল রুম, তিন বেড এসি রুম, ভিআইপি রুম ইত্যাদি। এই হোটেলে আপনি ৪০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার ভিতরে আপনার সুবিধা মত রুম পেয়ে যাবেন।
২) হোটেল আনজুম
  • সুবিধাঃ এরপরে রাজশাহীতে যে ভালো আবাসিক হোটেলটি রয়েছে, সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল আনজুম। আধুনিক স্ট্যান্ডার্ড মানের একটি আবাসিক হোটেল এর নাম হলো হোটেল আনজুম। সিঙ্গেল ডাবল এবং ফ্যামিলি এসি কেবিন সহ আপনারা এখানে আরও পাচ্ছেন কনফারেন্স প্লেস, ওয়েলকাম ড্রিংক্স, জেনারেটর এবং পার্কিং সুবিধা সহ আরো অনেক সুবিধা। এছাড়া আরো পাচ্ছেন এই হোটেলের তরফ থেকে অন কল ডক্টর সার্ভিস সুবিধা। সুতরাং বুঝতে পারছেন এখানেও আপনারা সব ধরনের সুবিধা পেয়ে যাবেন।
  • ভাড়ার পরিমাণঃ এই হোটেলে সিঙ্গেল রুম ভাড়া ১২০০ টাকা এবং ডাবল রুম ভাড়া ১৬০০ টাকা। ফ্যামিলি রুম, দুইটা বেড থাকবে, ভাড়া ১৮০০ টাকা।
৩) হোটেল হক’স ইন
  • সুবিধাঃ আপনি যদি কম খরচে রাজশাহীতে একটি ভালো মানের হোটেল নিতে চান তাহলে হোটেল হক’স ইন আপনার জন্য পারফেক্ট হবে। এখানেও আপনারা এসি এবং নন-এসি রুম পেয়ে যাবেন, এছাড়া সার্বক্ষণিক ওয়াইফাই সুবিধা রয়েছে। তবে কনফারেন্স হল, রেস্টুরেন্ট এবং গাড়ি পার্কিংয়ের কোনো সুযোগ-সুবিধা এখানে আপনি পাবেন না। এই আবাসিক হোটেলের রুমগুলো অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা।
  • ভাড়ার পরিমাণঃ নন এসি সিঙ্গেল বেড ৫০০ টাকা, নন এসি ডাবল বেড ৯০০ টাকা। নন এসি ট্রিপল বেড মাত্র ১০০০ টাকায় আপনারা পেয়ে যাবেন। এখানে কোন সিঙ্গেল এসি রুম নেই। এসি ডাবল ও মাস্টার রুমের ভাড়া ১৫০০ থেকে ৩০০০ টাকা।
৪) হোটেল নাইস ইন্টারন্যাশনাল
  • সুবিধাঃ আপনি যদি রাজশাহীতে এসে একটি আধুনিক মানের হোটেলে উঠতে চান তাহলে হোটেল নাইস ইন্টারন্যাশনাল আপনার জন্য পারফেক্ট হবে। এখানে আপনি বিলাসবহুল সিঙ্গেল, ডাবল, ফ্যামিলি রুম, এসি কিংবা নন-এসি দুটোই পেয়ে যাবেন। এখানে আপনারা আরো পাচ্ছেন পার্কিং সুবিধা, রেস্টুরেন্ট সুবিধা, ফ্রি ওয়াইফাই সুবিধা, জিম করার সুবিধা, সেলুনের সুবিধা ইত্যাদি।
  • ভাড়াঃ এখানে আপনারা এসি এবং নন এসি রুমের ভাড়া ১৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
৫) হোটেল এশিয়া
  • সুবিধাঃ  রাজশাহীর আরও একটি সাশ্রয়ী রেটের ভালো মানের হোটেল হচ্ছে হোটেল এশিয়া। সিঙ্গেল বেড নন এসি বা ডাবল বেড নন এসি রুমের পাশাপাশি আপনারা এখানে পাবেন সিঙ্গেল বেড এসি এবং ডাবল বেড এসি রুম। তাছাড়া গাড়ি পার্কিং সুবিধা এবং ফ্রি ওয়াইফাই সুবিধা পাচ্ছেন এখানে। 
এখানে আপনি খাওয়া-দাওয়ার জন্য কোন রেস্টুরেন্ট পাবেন না। স্বল্প খরচে রাজশাহীতে থাকতে চাইলে এই হোটেলটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। রাজশাহীতে ভালো ভালো অনেক খাবার হোটেল রয়েছে হোটেল এশিয়ার আশেপাশে। তাই আপনি চাইলে সে সমস্ত আশেপাশের খাবার হোটেলে খেতে পারেন এবং হোটেল এশিয়াতে থাকতে পারেন।
  • ভাড়াঃ এখানে আপনারা পাচ্ছেন নন এসি সিঙ্গেল রুম ৪০০ টাকা, নন এসি ডাবল রুম ৬০০ টাকা। এছাড়া এসি ডাবল বেড আপনারা ১২০০ টাকায় পেয়ে যাবেন।
৬) হোটেল ডালাস ইন্টারন্যাশনাল
  • সুবিধাঃ রাজশাহীতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসিক হোটেল হচ্ছে ডালাস ইন্টারন্যাশনাল। এই আবাসিক হোটেলটি একটি লাক্সেরিয়াস হোটেল। এখানেও আপনারা সিঙ্গেল বেড, ডাবল বেড এবং ফ্যামিলি নিয়ে থাকার জন্য বেড পেয়ে যাবেন। প্রতিটি রুমে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা, গাড়ি পার্কিং, রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই সুবিধা ইত্যাদি।
  • ভাড়াঃ এখানে সিঙ্গেল এসি রুম ভাড়া ১৭০০ টাকা থেকে ২৩০০ টাকা পর্যন্ত এবং এসি ডাবল বেড রুমের জন্য আপনারা ৩০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ফ্যামিলি রুম আপনারা যদি নিতে চান তাহলে ৫০০০ টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন।
৭) হোটেল সুইস ইন্টারন্যাশনাল
  • সুবিধাঃ এটাও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রাজশাহীর একটি আবাসিক হোটেল। এখানে আপনারা মনোরম এবং সুসজ্জিত পরিবেশ পাবেন। সুযোগ-সুবিধা বিবেচনা করলে এখানেও ভাড়া মোটামুটি সাধ্যের মধ্যেই থাকে। এখানেও আপনারা সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি বেড নিতে পারবেন। এ ছাড়া থাকছে ফ্রি ওয়াইফাই এবং গাড়ি পার্কিং করার সুবিধা।
  • ভাড়াঃ এই হোটেলে সিঙ্গেল রুম ভাড়া ১২০০ টাকা এবং এসি ডাবল রুম ভাড়া ১৮০০ থেকে ২০০০ টাকা। ফ্যামিলি নিয়ে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে ২৪০০ থেকে ২৫০০ টাকা।
৮) হোটেল হক ইন্টারন্যাশনাল
  • সুবিধাঃ রাজশাহের আরেকটি আবাসিক হোটেলের নাম হচ্ছে হক ইন্টারন্যাশনাল। এখানেও আপনারা এসি এবং নন এসি বেডরুম পেয়ে যাবেন। এছাড়া এখানকার ভাড়াও আপনার নাগালের মধ্যেই থাকবে। আরো পাচ্ছেন টিভি এবং ফ্রি ওয়াইফাই এর সুবিধা।
  • ভাড়াঃ এখানে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে নন এসি ৫০০ টাকা, এসি ১০০০ টাকা, নন এসি ডাবল ১০০০ টাকা, এসি ডাবল ২০০০ টাকা এবং নন এসি ফ্যামিলি ব্যাড ২০০০ টাকায় আপনারা পেয়ে যাবেন।
৯) হোটেল আল আরাফাহ
  • সুবিধাঃ রাজশাহীর আরও একটি ভালো আবাসিক হোটেলের নাম হচ্ছে আল আরাফাহ। এখানেও আপনারা অন্যান্য আবাসিক হোটেল গুলোর মত সুবিধা পেয়ে যাচ্ছেন। এছাড়া পেয়ে যাচ্ছেন ওয়াইফাই, ফ্রি পারকিং সুবিধা। পার্কিং করার জন্য এখানে এক্সট্রা চার্জ আপনাকে প্রদান করতে হবে।
  • ভাড়াঃ এখানে নন এসি সিঙ্গেল রুম ৫০০ থেকে ৭০০ টাকা, এসি সিঙ্গেল রুম ১৩০০ থেকে ১৮০০ টাকা এবং নন এসি ফ্যামিলি রুম ১২০০ থেকে ১৮০০ টাকায় আপনারা পেয়ে যাবেন। এখানে ফ্যামিলি কেবিনের কোন এসি সার্ভিস নেই, এছাড়া ডাবল বেডের কোন নন এসি সার্ভিস নেই।
১০) হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল
  • সুবিধাঃ এখানেও আপনারা সব ধরনের এসি এবং নন এসি সুবিধা পেয়ে যাবেন। সার্ভিস হিসেবে এখানকার ভাড়াও অনেক কম। আপনারা এখানে সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি বেড নিতে পারবেন।
  • ভাড়াঃ এখানে আপনারা নন এসি সিঙ্গেল রুম ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে, এসি সিঙ্গেল রুম ১৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে, নন এসি ডাবল রুম ১০০০ থেকে ১২০০ টাকা, এসি ডাবল রুম ১৮০০ থেকে ৩০০০ টাকা এবং ফ্যামিলি রুম হলে ৩০০০ টাকা থেকে ভাড়া শুরু।

রাজশাহী আবাসিক হোটেলের নাম্বার ও ঠিকানা

রাজশাহীর আবাসিক হোটেলের নাম্বার ঠিকানা সহ আমি এখন আপনাদের সাথে বিস্তারিত তথ্য তুলে ধরব। আমি এখানে যে নাম্বারগুলো দিবো এই নাম্বার গুলো বর্তমানে সচল রয়েছে। ভবিষ্যতে যদি নাম্বার গুলো চেঞ্জ করা হয় তাহলে আমরা এই আর্টিকেলে নাম্বার গুলো আপডেট করে দিব।
রাজশাহী-আবাসিক-হোটেলের-নাম্বার
কোন মোবাইল নাম্বার যদি কাজ না করে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা পুনরায় নাম্বারটি সংশোধন করে আপনাদের বলে দিব।

তাহলে চলুন আমরা এখন জেনে নিই আবাসিক হোটেলের নাম্বার ও ঠিকানা সম্পর্কেঃ

১) পর্যটন মোটেলঃ
  • ঠিকানাঃ রাজশাহীর শ্রীরামপুরের আব্দুল মজিদ রোডে (চিড়িয়াখানার পাশে) পর্যটন মোটেলটি অবস্থিত।
  • মোবাইল নাম্বারঃ ০১৯৯১-১৩৯৩৯৭
২) হোটেল আনজুম
  • ঠিকানাঃ গোধূলি মার্কেট ২য় তলা, স্টেশন রোড, রাজশাহী। 
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৯-৭৫০৯১৪
৩) হোটেল হক’স ইন
  • ঠিকানাঃ স্টেশন রোড, রাজশাহী। 
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৫-৬০৫১৫১
৪) হোটেল নাইস ইন্টারন্যাশনাল
  • ঠিকানাঃ পিএন গার্লস স্কুল সংলগ্ন, গনকপাড়া, রাজশাহী।
  • মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারঃ ০১৭৪০-১৩৩৯৩৩
  • টেলিফোন নাম্বারঃ ০২৫৮৮-৮৫৬১৮৮
৫) হোটেল এশিয়া
  • ঠিকানাঃ গোরহাঙ্গা, স্টেশন রোড, রাজশাহী। 
  • মোবাইল নাম্বারঃ ০১৭৮০-৫৬৫৯১৯
৫) হোটেল ডালাস ইন্টারন্যাশনাল
  • ঠিকানাঃ রেল গেট, বিন্দুর মোড়, রাজশাহী। 
  • মোবাইল নাম্বারঃ ০১৭১১-৮০২৩৮৭
৬) হোটেল সুইস ইন্টারন্যাশনাল
  • ঠিকানাঃ রানী বাজার, রাজশাহী। 
  • মোবাইল নাম্বারঃ ০১৭৯১-৪৫০৯৯৯
৭) হোটেল হক ইন্টারন্যাশনাল
  • ঠিকানাঃ জিরো পয়েন্ট, সাহেব বাজার, রাজশাহী।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১১-০৬৬৫৯৭
৮) হোটেল আল আরাফাহ
  • ঠিকানাঃ রাজশাহী নিউ মার্কেট সংলগ্ন। 
  • মোবাইল নাম্বারঃ ১০৭১২-৬৮৫১৬৭ বা ০১৭৪৭-৬৪৯২৮৫
৯) হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল
  • ঠিকানাঃ সোনাদীঘির মোড়, সাহেব বাজার, রাজশাহী। 
  • মোবাইল নাম্বারঃ ০১৭১১-৮১১০১৪
১০) হোটেল গুলশান 
  • ঠিকানাঃ বিন্দুর মোড়, স্টেশন রোড,গোরহাঙা, রাজশাহী ।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১২-১৯৭৮৮৩
১১) হোটেল হাসনাহেনা আবাসিক 
  • ঠিকানাঃ শিরোইল স্টেশন বাজার, রেলস্টেশন, বাস স্ট্যান্ড রাজশাহী।
  • মোবাইল নাম্বারঃ ০১৭৫০-৮৭৭৯৩৩
১২) হোটেল স্নেহ
  • ঠিকানাঃ রাজশাহী বাস টার্মিনাল, রাজশাহী।
  • মোবাইল নাম্বারঃ ০১৭৯১-২১১৬১৩
১৩) হোটেল রাজমহল 
  • ঠিকানাঃ লক্ষীপুর বাজার, রাজশাহী।
  • মোবাইল নাম্বারঃ ০১৭৬৪-০০০৩২১
১৪) হোটেল সিটি প্লাস
  • ঠিকানাঃ রাজশাহী রেলওয়ে স্টেশন, রাজশাহী।
  • মোবাইল নাম্বারঃ ০১৭৪৩-৯০৬০০৬
১৫) এছাড়া রাজশাহীর অন্যান্য জনপ্রিয় আবাসিক হোটেল-
  • হোটেল এক্স
  • হোটেল রয়েল
  • হোটেল গ্র্যান্ড রিভারভিউ
  • হোটেল স্টার ইন্টারন্যাশনাল
  • হোটেল ওয়ারিশন রেসিডেন্সিয়াল
  • হোটেল গ্রীন সিটি ইন্টারন্যাশনাল
এই আবাসিক হোটেল গুলোও রাজশাহীতে অনেক জনপ্রিয়। এই আবাসিক হোটেল গুলোর নাম্বার দেখতে নিচের ফটো তে লক্ষ্য করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ যে কোন সময় উক্ত আবাসিক হোটেল গুলোর ভাড়া বা নিয়ম কানুন পরিবর্তন হতে পারে। তাই অবশ্যই আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করে সর্বপ্রথম থাকা খাওয়া ও ভাড়া সম্পর্কে প্রাথমিক আলোচনা করে নিবেন।

রাজশাহী আবাসিক হোটেলের নাম্বার আপডেট তথ্যঃ

এ ছাড়া আপনারা নিচের এই ছবিটি থেকে নাম্বার গুলো সংগ্রহ করে আবাসিক হোটেল গুলোতে ফোন দিতে পারেন।
রাজশাহী-আবাসিক-হোটেলের-নাম্বার
রাজশাহী-আবাসিক-হোটেলের-নাম্বার
রাজশাহী-আবাসিক-হোটেলের-নাম্বার
source: www.ru.ac.bd

FAQ

১) রাজশাহীতে থাকা খাওয়ার খরচ কত?
উত্তরঃ রাজশাহীতে থাকার এবং খাবারের খরচ অন্যান্য জেলাগুলোর তুলনায় অনেক কম। এখানে আপনি কম বাজেটে ভালো খাবার এবং থাকার সুযোগ পাবেন। এখানে আপনি ৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে থাকতে পারবেন এবং আপনার খাওয়া খরচ বাজেটের উপর নির্ভর করে ব্যয় করতে পারবেন।

২) রাজশাহীতে থাকার জন্য সেরা আবাসিক হোটেল কোনটি?
উত্তরঃ রাজশাহীতে অনেক ভালো আবাসিক হোটেল রয়েছে। সবথেকে সেরা আবাসিক হোটেল হচ্ছে পর্যটন মোটেল এবং হোটেল আনজুম। এই আবাসিক হোটেল দুটি অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। 

৩) রাজশাহীতে কম খরচে ভালো আবাসিক হোটেল কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ রাজশাহীতে কম খরচে ভালো আবাসিক হোটেল পেতে হলে আপনাকে দিতে হবে হোটেল হক’স ইন এবং হোটেল ডালাস ইন্টারন্যাশনাল।

৪) রাজশাহী আবাসিক হোটেলের ভাড়া কেমন?
উত্তরঃ রাজশাহী হোটেলের ভাড়া ৫০০ টাকা থেকে শুরু হয় এবং উচ্চমানের হোটেলে ভাড়া ৩০০০ টাকা পর্যন্ত হতে পারে। ভাড়ার পরিমাণ রুমের সুবিধা এবং ধরণের উপর নির্ভর করে।

৫) রাজশাহীতে হোটেল গুলোতে কী ধরনের খাবার পাওয়া যায়?
উত্তরঃ রাজশাহীতে হোটেলগুলোতে আপনি বাংলা, ইংলিশ, থাই, চাইনিজ সহ বিভিন্ন ধরনের খাবার পাবেন। পর্যটন মোটেলে এসব খাবার বেশি পাওয়া যায়।

৬) রাজশাহী আবাসিক হোটেলগুলোতে কী কী সুবিধা পাওয়া যায়?
উত্তরঃ রাজশাহী হোটেল গুলোতে সাধারণত ফ্রি Wi-Fi, লন্ড্রি সার্ভিস, শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম, ফ্রি পার্কিং এবং সকালের নাস্তার ব্যবস্থা থাকে।

৭) রাজশাহীতে নিরাপদ হোটেল কোনটি?
উত্তরঃ রাজশাহীতে পর্যটন মোটেল একটি নিরাপদ হোটেল।

৮) রাজশাহীতে কিভাবে একটি হোটেল বুক করতে হয়?
উত্তরঃ আপনি রাজশাহী হোটেলগুলোর নাম্বারে ফোন করে বা তাদের ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে পারবেন। 

৯) রাজশাহী হোটেলগুলোতে কনফারেন্স সার্ভিস আছে কি?
উত্তরঃ হ্যাঁ, রাজশাহীর অনেক হোটেলে কনফারেন্স সার্ভিস প্রদান করে।

১০) রাজশাহীর আয়তন কত?
উত্তরঃ রাজশাহীর আয়তন হচ্ছে- ২৪০৭.০১ বর্গকিলোমিটার।

শেষ কথা

রাজশাহীতে থাকা খাওয়ার খরচ এবং রাজশাহী আবাসিক হোটেলের নাম্বার সম্পর্কে আমি যে আলোচনাগুলো করেছি এগুলো যে কোন সময় পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে। কারণ আবাসিক হোটেল গুলো তাদের ভাড়া এবং নিয়ম কানুন পরিবর্তন করলে, এই আর্টিকেলে তা আপডেট করা হবে।

তাছাড়া আমি এই আর্টিকেলে যে মোবাইল নাম্বার গুলো দিয়ে দিয়েছি, আপনারা সর্বপ্রথম সেই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে আপডেট ভাড়া জেনে নিবেন। সব থেকে ভালো হয় যদি আপনারা প্রতিটি আবাসিক হোটেলে গিয়ে তাদের পরিবেশটি পর্যবেক্ষণ করেন। আপনার কাছে যে হোটেলের পরিবেশ ভালো লাগবে আপনারা সেখানে উঠবেন।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url