সকল সিমের আপডেট প্রয়োজনীয় কোড সমূহ জেনে নিন

সকল সিমের আপডেট প্রয়োজনীয় কোড সমূহ জানতে চান? তাহলে আপনি আজ ঠিক জায়গায় এসেছেন কারণ আমি এই আর্টিকেলে বাংলাদেশের সকল সিম কোম্পানির প্রয়োজনীয় কোড সমূহ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বাংলাদেশের সিম কোম্পানিগুলোর কোড গুলো মাঝেমধ্যেই পরিবর্তন হয়। বিশেষ করে প্রতিবছর তারা কিছু কিছু কোড পরিবর্তন করে।
সকল-সিমের-আপডেট-প্রয়োজনীয়-কোড
আপনারা যদি এই কোড গুলো আপডেট পেতে চান তাহলে আমার এই আর্টিকেল থেকে আপনারা পেয়ে যাবেন। কারণ প্রতিবছর কোড গুলো আপডেট হওয়ার সাথে সাথে আমি এই আর্টিকেলে সেই আপডেট কোড গুলো আপনাদের দিয়ে দিব। তাহলে চলুন আমরা এখন জেনে নেই বাংলাদেশের সমস্ত সিম কোম্পানির যে সমস্ত প্রয়োজনীয় কডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে।

সূচিপত্রঃ সকল সিমের আপডেট প্রয়োজনীয় কোড

এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন-

সকল সিমের আপডেট প্রয়োজনীয় কোড

সকল সিমের আপডেট প্রয়োজনীয় কোড আমাদের মনে রাখা প্রয়োজন কারণ এই কোডগুলো মনে রাখলে আপনারা বাংলাদেশের সকল সিমের যেকোনো ইনফরমেশন জানতে পারবেন। তাই আমার এই আর্টিকেল থেকে আপনারা যে কোড গুলো পাবেন এগুলো নোট করে রাখুন। যখন কোন কোড কাজ করবে না তখন জানবেন সেই কোডটি আপডেট করা হয়েছে। 


কোন কোড যখন আপডেট করা হবে এবং কাজ করবে না তখন সেই কোডটি আপনারা পুনরায় আমার এই আর্টিকেলে এসে নিয়ে নিবেন । কারণ আমি পূর্বেই বলেছি বাংলাদেশের সিম কোম্পানিগুলো যদি কোন কোড আপডেট করে তাহলে আমি এই আর্টিকেলে পুর পুরনো কোড গুলো পরিবর্তন করে আপডেট কোড গুলো দিয়ে দিব।

সকল সিমের আপডেট প্রয়োজনীয় কোড সমূহ জেনে নিন

টেলিটকের প্রয়োজনীয় কোড সমূহ নিম্নরূপঃ
  • টেলিটক সিমে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *152#
  • টেলিটক সিমের নাম্বার যদি ভুলে যান তাহলে আপনাকে একটি এসএমএস দিয়ে সেই নাম্বারটি বের করতে হবে। এসএমএস দেওয়ার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Tar এবং পাঠিয়ে দিন 222 নাম্বারে।
  • টেলিটক সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন *152#
  • টেলিটক সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *152#
  • টেলিটক সিমের এমএমএস চেক করার জন্য ডায়াল করতে হবে *152#
  • টেলিটক সিমের ডাটা বা এমবি চেক করার জন্য ডায়াল করুন *152#
গ্রামীণফোন বা জিপির আপডেট প্রয়োজনীয় কোড সমূহ নিম্নরূপঃ
  • জিপি সিমেরব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন *566#
  • জিপি সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *2#
  • জিপি সিমের প্যাকেজ চেক করার জন্য ডায়াল করুন *111*7*2#
  • জিপি সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন *566*24# অথবা *566*20#
  • গ্রামীণফোন সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *566*22#
  • গ্রামীণফোন সিমের এমএমএস চেক করার জন্য ডায়াল করুন *566*14#
  • জিপি সিমের ডাটা বা এমবি চেক করার জন্য ডায়াল করুন *566*10# অথবা *567#
  • জিপি সিমের কল মি ব্যাক এর জন্য ডায়াল করুন *123#
  • জিপি সিমের ইন্টারনেট সেটিং এর জন্য ডায়াল করুন *111*6*2#
বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড সমূহ নিম্নরূপঃ
  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *124#
  • বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করতে হবে *511#
  • বাংলালিংক সিমের প্যাকেজ চেক করার জন্য ডায়াল করুন *124#
  • বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করতে হবে *124*2#
  • বাংলালিংক সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *124*3#
  • বাংলালিংক সিমের এমএমএস চেক করার জন্য ডায়াল করুন *124*2#
  • বাংলালিংক সিমের ডাটা বা এমবি চেক করার জন্য ডায়াল করুন *124*5# অথবা *222*3#
রবি সিমের আপডেট প্রয়োজনীয় কোড সমূহ নিম্নরূপঃ
  • রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *222#
  • রবি সিমের নাম্বার চেক করার জন্য ডায়াল করুন *140*2*4#
  • রবি সিমের প্যাকেজ চেক করার জন্য ডায়াল করুন *140*14#
  • রবি সিমের মিনিট চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *222*3#
  • রবি সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করতে হবে *222*11#
  • রবি সিমের এমএমএস চেক করার জন্য ডায়াল করতে হবে *222*13#
  • রবি সিমেরডাটা বা এমবি চেক করার জন্য ডায়াল করতে হবে *222*81# অথবা *8444*88#
  • রবি সিমের ইন্টারনেট সেটিংস এর জন্য ডায়াল করতে হবে *140*27#
এয়ারটেল এর আপডেট প্রয়োজনীয় কোড সমূহ নিম্নরূপঃ
  • এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *778#
  • এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *121*6*3#
  • এয়ারটেল সিমের প্যাকেজ চেক করার জন্য ডায়াল করুন *121*8#
  • এয়ারটেল সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন *778*5# অথবা *778*8#
  • এয়ারটেল সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *778*2#
  • এয়ারটেল সিমের এমএমএস চেক করার জন্য ডায়াল করুন *222*13#
  • এয়ারটেল সিমের ডাটা বা এমবি চেক করার জন্য ডায়াল করুন *778*39# অথবা *778*4#
  • এয়ারটেল সিমের কল মি ব্যাক এর জন্য ডায়াল করুন *121*5#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস এর জন্য ডায়াল করুন *140*7#

সিম কার্ড কার নামে আছে | সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

বাংলাদেশের বর্তমানে একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সর্বমোট ১৫ টি সিম ব্যবহার করা যাবে। সিম আপনার নামে কয়টা রেজিস্ট্রেশন করা রয়েছে তা চেক করা অত্যন্ত জরুরী। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে কোন ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়েই অনেকেই অবৈধভাবে  সিম উত্তোলন করছে। 
সিম-কার্ড-কার-নামে-আছে
তাই আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তা চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *১৬০০১# এই নম্বরে। এরপরে আপনাকে আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট বসিয়ে দিতে হবে। এরপর আপনার নাম্বারে একটি এসএমএস আসবে।

সেই এসএমএসে আপনি দেখতে পাবেন আপনার নামে কতটি সিম নিবন্ধন করা রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে আপনি বাংলাদেশের সকল অপারেটরের নিবন্ধিত সিম গুলো দেখতে পাবেন।

সিম বন্ধ করার নিয়ম

অনেক সময় আমাদের সিম হারিয়ে যায়, তখন সিম বন্ধ করার প্রয়োজন পড়ে। সিম হারিয়ে গেলে পুনরায় সিম উত্তোলন করা যায়। ধরুন আপনার একটি সিম হারিয়ে গেল এবং আপনি সেই সিম পুনরায় উত্তোলন করতে দেরি করলেন। 

সে ক্ষেত্রে আপনার যে প্রবলেম হবে তা হলো- আপনার নাম্বার যে কেউ মোবাইলে পুরে আপনার ব্যাংক একাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিতে পারে। তাই সিম হারিয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় কাস্টমার কেয়ারে গিয়ে তুলে নিন।

অথবা আপনি যদি চান আপনার সিমটি পুরোপুরি বন্ধ করে দিবেন তাহলে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে অথবা বাসায় বসে থেকে এই কাজটি করতে পারেন। আপনি কিভাবে বাসায় বসে আপনার হারিয়ে যাওয়া সিম বন্ধ করবেন তা নিম্নরূপ নিচে দেওয়া হল। 

ঘরে বসে যে কোন সিম বন্ধ করার জন্য আপনাকে সেই সিম অপারেটরের অফিসিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। যেমন ধরুন আপনার জিপি সিম হারিয়ে গেলে আপনাকে মাই জিপি অ্যাপ থেকে আপনার হারিয়ে যাওয়া সিমটি বন্ধ করতে হবে।

সিম বন্ধ করার জন্য মাই জিপি অ্যাপে ঢুকে আপনাকে Service>Deactivate Lost Sim এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে নাম্বারটি বন্ধ করে দিতে চান সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপর আপনার nid কার্ডের নাম্বারটি দিতে হবে এবং আপনার জন্ম তারিখ বসাতে হবে। 

এখন আপনি যে নাম্বারটি দিয়ে হারানো নাম্বারটা বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারটির এন আই ডি নাম্বার দিন। অর্থাৎ আপনার মাই জিপি অ্যাপে যে নাম্বারটা দিয়ে লগইন করেছেন সেই নাম্বারটার এনআইডি নাম্বারের কথা বলা হচ্ছে। 

এখন ওকে বা কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার সামনে সিম ব্লক অপশন আসবে। সিম ব্লক অপশনে ক্লিক করলেই আপনার সিমটি বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মোবাইলের মাধ্যমে না পারেন তাহলে কাস্টমার কেয়ারে ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন। 

সিম কার্ডের মালিকানা পরিবর্তন

সিম কার্ডের মালিকানা পরিবর্তন আপনি ২ ভাবে করতে পারবেন। প্রথম পদ্ধতি হচ্ছে কাস্টমার কেয়ারে গিয়ে এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মোবাইলের মাধ্যমে। কিন্তু আমার মতে মোবাইল দিয়ে সিমের মালিকানা পরিবর্তন করার চেয়ে কাস্টমার কেয়ারে যাওয়া ভালো। 

কারণ মোবাইলের মাধ্যমে সিমের মালিকানা পরিবর্তন করা অনেক ঝামেলা। যারা একটু এক্সপার্ট তারা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। কারণ মোবাইলের মাধ্যমে এই কাজটা করতে হলে অনেকগুলো স্টেপ সঠিকভাবে পূরণ করতে হয়। এছাড়া বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে হয়। 

তাই সিমের মালিকানা পরিবর্তন করার গুরুত্বপূর্ণ কাজটি নিজে না করে কাস্টমার কেয়ারে গিয়ে সম্পন্ন করে আসুন। এক্ষেত্রে উভয় ব্যক্তির ভোটার আইডি কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন।

স্কিটো সিম কেমন?

স্কিটো হচ্ছে জিপির একটি বিশেষ সিম। সাধারণত যারা বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের কে উদ্দেশ্য করে এই সিমটি তৈরি করা হয়েছে। স্কিটো সিমে ইন্টারনেটের সুবিধা ছাড়াও কম খরচে কথা বলার সুবিধা রয়েছে। স্কিটো সিমের একটি অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে।
স্কিটো-সিম-কেমন
এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার পছন্দের প্যাকগুলো অনেক কম খরচে কিনতে পারবেন। স্কিটো সিমের নেটওয়ার্ক সার্ভিস আগের তুলনায় অনেক ভালো হয়েছে। তাই জিপি সিমের বিশেষ সুবিধা পেতে হলে ব্যবহার করুন স্কিটো সিম।

FAQ

১) সিম কার্ড কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ সিম কার্ড তৈরি হয় PVC দিয়ে। পিভিসি মূলত একটি সার্কিট কার্ড, যার ইংরেজি নাম হচ্ছে- UICC.

২) সবচেয়ে বেশি সিম কোথায় তৈরি হয়?
উত্তরঃ সবচেয়ে বেশি সিম তৈরি হয় নেদারল্যান্ডে।

৩) সিম কার্ডের সবচেয়ে বড় নির্মাতা কে? 
উত্তরঃ সিম কার্ডের সবচেয়ে বড় নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে Gemalto। বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। 

৪) সিম কার্ড কে আবিষ্কার করেন | প্রথম সিম কার্ড আবিষ্কার করেন কে?
উত্তরঃ সিম কার্ডের আবিষ্কারক হচ্ছে- জিৎসেক অ্যান্ড ডেভ্রিয়েন্ট প্রতিষ্ঠান। এটি একটি জার্মান প্রতিষ্ঠান। 

৫) প্রথম সিম কত বড় ছিল?
উত্তরঃ বিশ্বের প্রথম সিম কার্ড অনেক বড় ছিল। যেমন বর্তমানের ক্রেডিট কার্ড যত বড়, ঠিক তত বড় ছিল পূর্বের সিম কার্ড।

৬) মোবাইল ফোনের আবিষ্কারক কে ছিলেন?
উত্তরঃ বিশ্বের প্রথম মোবাইল ফোনের আবিষ্কারকের নাম হচ্ছে- মার্টিন কুপার।

৭) সিম কার্ড এর পুরো নাম কি?
উত্তরঃ সিম কার্ড এর পূর্ণরূপ হচ্ছে- Subscriber Identity Module।

৮) বাংলাদেশের সর্ব প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কবে শুরু হয়?
উত্তরঃ বাংলাদেশের সর্ব প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন শুরু হয় ২০১৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে।

৯) সিম কার্ড কত প্রকার ও কি কি?
উত্তরঃ সিম কার্ড তিন প্রকার। যেমনঃ মাইক্রো সিম কার্ড, মিনি সিম কার্ড এবং ন্যানো সিম কার্ড।

১০) সবচেয়ে ভালো সিম কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে ভালো সিম জিপি সিম। কারণ জিপি সিমের নেটওয়ার্ক বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও পাওয়া যায়। তবে চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলে রবি সিমে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। আর আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে এয়ারটেল অথবা টেলিটক ব্যবহার করতে পারেন কারণ এই দুই সিমে কথা বলার খরচ অনেক কম।

শেষ মন্তব্য

আপনারা যদি প্রতিনিয়ত বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড সমূহ এর আপডেট নিউজ পেতে চান তাহলে আমার এই আর্টিকেলটি আপনাকে অনেক সহায়তা করবে। এই আর্টিকেলটি প্রতিনিয়ত আপডেট করা হবে যেন আপনারা সব সময় সিমের আপডেট কোড গুলো সঠিকভাবে পেয়ে উপকৃত হন।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url