একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম | Story Likhar Niyom

একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম জানার জন্য আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সুন্দরভাবে একটি Story Likhar Niyom শিখতে পারেন সে সম্পর্কে।
স্টোরি-লেখার-নিয়ম
দেখুন স্টোরি লেখার নিয়ম সবার এক রকম হতে হবে এই কথাটি ভুল। স্টোরি এমন একটা লিখিত বিষয় যেখানে আপনাকে গল্প আকারে আপনার নিজের ভাষা ব্যবহার করে স্টোরি লিখতে হবে।

সূচিপত্রঃ একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম

এই আর্টিকেল থেকে আপনারা যা কিছু জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

Story Likhar Niyom

স্টোরি লেখার বেশ কিছু নিয়ম রয়েছে। এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এই নিয়মগুলো শেখাবো। সাধারণত যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারেন তাদের জন্য স্টোরি লেখার এই নিয়মটি কার্যকর হবে।
Story-Likhar-Niyom
তবে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমি একটি ফরমেট নিচে দিয়ে দিব। আপনারা যারা ইংরেজিতে একটু দুর্বল তারা ওই একটি ফরমেট মুখস্ত করে স্টোরি লিখে কিছু হলেও মার্ক তুলতে পারবেন ইনশাল্লাহ।

তাহলে চলুন প্রথমে আমরা শিখে নিই কিভাবে একটি সম্পূর্ণ স্টোরি নিজের মত করে লিখতে হয় সে সম্পর্কে-
  • স্টেপ ১- প্রথমে আপনাকে গুরুত্বপূর্ণ ২০টি স্টোরি বাছাই করতে হবে। সাধারণত বোর্ড পরীক্ষায় যে সমস্ত স্টোরিগুলো আসে, সেই স্টোরিগুলো থেকে গুরুত্বপূর্ণ ২০টি স্টোরি বাছাই করবেন। আপনি যখন গুরুত্বপূর্ণ স্টোরিগুলো বাছাই করার জন্য বোর্ডের বিভিন্ন কোশ্চেন খুলবেন তখন লক্ষ্য করতে পারবেন যে- স্টোরিগুলো বার বার বিভিন্ন বোর্ড পরীক্ষায় রিপিট হয়েছে।
অর্থাৎ পরীক্ষায় সাধারণত সেই সমস্ত স্টোরিগুলোই আসে যে স্টোরিগুলো বারবার বোর্ড পরীক্ষায় এসেছে।
  • স্টেপ ২- এখন আপনাকে স্টোরিগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং Google Translate দিয়ে সেন্টেন্স গুলো বাংলা করে পড়তে হবে।
  • স্টেপ ৩- স্টোরিগুলো পড়া হয়ে গেলে সেই স্টোরিগুলো বাংলা ভাষায় নিজের মতো করে খাতায় নোট করে নিবেন।
  • স্টেপ ৪- আপনি আপনার নিজের ভাষায় অর্থাৎ সহজ ভাষায় বাংলায় স্টোরিগুলো নোট করার পর সেই স্টোরিগুলো ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখে ফেলুন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে Tense সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
  • স্টেপ ৫- ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং নিজের ভাষায় লিখা হয়ে গেলে, এই সম্পূর্ণ লেখা Google ডকুমেন্টে এসে পেস্ট করুন। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সময় অনেক ক্ষেত্রে বানান ভুল হয় বা গ্রামার ভুল হয়। আপনি যদি আপনার তৈরি ২০টি স্টোরি গুগল ডকুমেন্টে পেস্ট করেন তাহলে গুগল ডকুমেন্ট আপনাকে ভুলগুলো ধরিয়ে দিবে।
বিশেষ দ্রষ্টব্যঃ যে সমস্ত ওয়ার্ডে বা গ্রামারে ভুল থাকবে সেখানে লাল চিহ্ন আপনারা দেখতে পাবেন গুগল ডকুমেন্টে। লাল চিহ্নর উপরে ক্লিক করলেই আপনাকে সঠিক সাজেশন গুগল অটোমেটিক প্রদান করবে।

এভাবে নিজের ভাষায় বিশ টা ইম্পরট্যান্ট স্টোরি লিখে ফেলুন।
  • স্টেপ ৬- এখন আপনি স্টোরিগুলো বারবার পড়তে থাকুন। আপনি যখন আপনার নিজের তৈরি করা গল্প বারবার পড়বেন, তখন দেখবেন স্টোরিগুলো আপনার মুখস্ত হয়ে যাচ্ছে এবং ইংরেজি ভাষায় আপনি অনায়াসেই লিখতে পারছেন। প্রথম প্রথম হয়তো সমস্যা হবে কিন্তু বারবার রিভিশন দিতে লাগলেই আপনি কার্যকর ফলাফল দেখতে পাবেন।
স্টোরি একদম বইয়ে যেভাবে রয়েছে সেরকমই হতে হবে এই কথাটি ভুল। আমরা সকলেই জানি স্টোরি মানে হচ্ছে গল্প। একটি গল্প বিভিন্নভাবে বোঝানো যায় কিন্তু প্রেক্ষাপট একই হতে হবে। তাই বইয়ে যেভাবে গল্প বলা আছে আপনি সেই গল্পটাকে নিজের মতো করে তৈরি করুন এবং নিজের মতো করেই ইংরেজিতে লিখে ফেলুন।

এভাবে যদি আপনি নিজের মতো করে গল্প পরীক্ষায় লিখে আসেন, তাহলে স্যার বুঝতে পারবে আপনি একজন ভালো স্টুডেন্ট এবং আপনি মুখস্ত করে লিখেন নি। কারণ স্টোরি মুখস্ত করে লিখলে বোঝা যায় যে এটি একটি মুখস্ত করা স্টোরি। 

তাছাড়া এতগুলো স্টোরি আপনি কিভাবে মুখস্ত করবেন? তাই নিজের মতো করে গল্প তৈরি করে, ইংরেজিতে সহজভাবে সেনটেন্স তৈরি করুন এবং বারবার সেগুলো রিভিশন দিতে থাকুন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি একটা সময় পর আপনার কাছে এই ২০টি স্টোরি পানির মত সহজ হয়ে যাবে।

এখন আমি আপনাদের স্টোরি লেখার যে টেকনিকটি শেখাবো, এই টেকনিকটি শিখে রাখলে, স্টোরি কমন না পেলেও আপনারা লিখে আসতে পারেন। একদম জিরো পাওয়ার থেকে চার থেকে পাঁচ মার্ক পাওয়া অনেক ভালো, তাই পরীক্ষার খাতায় কিছু না লিখে আসার চেয়ে নিচের এই টেকনিকটি লিখে আসুন।

একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম

আপনারা যারা একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম চেয়েছিলেন তারা নিচের নিয়মটি ফলো করুন। মনে রাখবেন এই নিয়মটি শুধুমাত্র দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য এবং পরীক্ষায় কমন না পেলে লেখার জন্য।

পরীক্ষায় কমন না পেলেও কিভাবে চার পাঁচ মার্ক তুলতে পারবেন সেই স্টোরি লেখার কৌশল নিম্নরূপ নিচে দেওয়া হলঃ

স্টোরি যেখান থেকে শেষ হবে সেখান থেকে নিচের এই লেখাগুলো দিয়ে শুরু করবেন-

স্টোরি শুরু --------------------------------------------------------------------------------------------------------------------------- স্টোরি শেষ- এখন নিচের লিখা গুলো দিয়ে স্টোরি কমপ্লিট করুন।

strictly speaking, *** was happy about this. (*** এর যায়গায় গল্পে ছেলে থাকলে He লিখুন, গল্পে মেয়ে থাকলে She লিখুন / গল্পে ছেলে এবং মেয়ে উভয় থাকলে, গল্পের সবচেয়ে বেশি যার ক্যারেক্টার শক্তিশালী হবে তার নামটি লিখুন)

One day *** went out (যে কোন স্থানের নাম দিন এখানে). In the meantime *** meet his intimate friends on the way. *** was stopped then and merrily to walk with (যেকোনো বন্ধুর নাম এখানে বসিয়ে দিন) a few minutes. But the total condition may be different. Every creation has to face its own fate. It is true that nothing brings happiness out of nothing. Common awareness can play an important role.University should always be maintained.

গুরুত্বপূর্ণ কথা

এভাবে আপনি পরীক্ষায় কমন না পেয়েও খাতায় লিখে দিয়ে আসবেন। ১০ মার্কের মধ্যে শূন্য পাওয়ার চেয়ে আপনি যদি চার থেকে পাঁচ মার্ক তুলতে পারেন তাহলে এই চার থেকে পাঁচ মার্ক আপনার জন্য অনেক মূল্যবান।

তবে আপনি সবসময় চেষ্টা করবেন স্টোরিগুলো নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখার। অর্থাৎ আমি উপরে যেভাবে আপনাদের স্টোরি লেখার পদ্ধতি শিখিয়েছি সে প্রথম পদ্ধতিটি অনুসরণ করার চেষ্টা করবেন, যদি আপনি ভালো একটি মার্ক স্টোরি থেকে পেতে চান।

কিন্তু যদি আপনি পড়াশোনায় ফাঁকিবাজি হয়ে থাকেন এবং ইংরেজি একটা সেন্টেন্স ও নিজের মতো করে লিখতে পারেন না তারা আমার দ্বিতীয় এই পদ্ধতিটি অনুসরণ করুন।

স্টোরি শেখার কৌশল

বাজারে যে সমস্ত ছোটদের গল্পের বই পাওয়া যায় এই সমস্ত গল্পের বইয়ের স্টরিগুলো পরীক্ষায় এসে থাকে। এজন্য আপনাকে সর্বপ্রথম ছোট ছোট গল্পের বই পড়তে হবে। আপনি চাইলেই এই গল্পের বইগুলো বাংলা এবং ইংরেজি ভার্সনে লাইব্রেরী থেকে কিনতে পারেন। এরপর সেই বইগুলো থেকে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন রিডিং পড়বেন। 

আপনি যদি ইংরেজিতে একটু ভালো হয়ে থাকেন তাহলে আপনার বাংলা ভার্সন গল্পের বই কেনার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি ইংরেজিতে দুর্বল হন তাহলে বাংলা ভার্সনের গল্পের বইটা আপনার অনেক উপকার করবে।

এই গল্পের বইগুলো সাধারণত ৫০ থেকে ৬০ টাকা বা ১০০ টাকার ভেতরে আপনারা লাইব্রেরীতে পেয়ে যাবেন। এই গল্পগুলো বারবার রিডিং পড়তে পড়তে আপনার মাথার মধ্যে গল্পগুলো থেকে যাবে। এবার আপনি আপনার নিজের মত করে গল্পগুলো বলুন ইংরেজিতে। দরকার হলে খাতায় নোট করে রাখুন এবং সেগুলো বারবার বলুন।

তাহলে দেখবেন একটা সময় শেষে আপনি ৩০ থেকে ৪০ টা স্টোরি নিজে নিজেই ইংরেজিতে বলে দিতে পারছেন। পরীক্ষার খাতায় স্টোরি কত বড় লিখবেন তা মুখ্য বিষয় নয়। স্টোরি লেখার মুখ্য বিষয় হচ্ছে গল্পের প্রেক্ষাপট। অর্থাৎ গল্পটির ভাষা এবং শব্দ ঠিক থাকতে হবে। আপনি গল্পটি যেভাবে ইচ্ছা স্যারদের বোঝাতে পারেন সমস্যা নেই কিন্তু বাক্য এবং ওয়ার্ড ভুল করা যাবে না।

স্টোরি লেখার কৌশল

উপরের নিয়ম অনুসারে স্টোরিগুলো পড়ার পর আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষার খাতায় স্টোরি কিভাবে লিখব। দেখুন পরীক্ষার প্রশ্নপত্রে স্টোরি অর্ধেক দেওয়াই থাকে। বাকি অর্ধেক আপনাকে লিখতে হয়।

সেহেতু প্রথম অর্ধেক পরীক্ষার খাতায় লিখার পরে আপনাকে তিনটি প্যারায় স্টোরি শেষ করতে হবে। অর্থাৎ আপনি গল্পগুলো যেভাবে মুখস্ত করেছেন অথবা নোট করেছেন সেখান থেকে মনে করে বাকি গল্পগুলো লিখবেন। লেখাগুলো অবশ্যই তিনটি প্যারায় বিভক্ত হতে হবে।

গল্প লেখার সময় সংক্ষিপ্ত এবং সাবলীল ভাষা ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন ছোট ছোট বাক্য দিয়ে গল্প লিখার। এতে করে আপনার লেখা ভালো হবে এবং ভুল হবে না। যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছেন তারা বাক্যের মধ্যে idiom phrase ব্যবহার করতে চেষ্টা করবেন। 

অযথা এবং অহেতুক কোন বাক্য দিয়ে স্টোরি বড় করবেন না, এতে করে স্যার বিরক্ত হতে পারে তাই শুধুমাত্র মূল কথাটুকু লিখে শেষ করে দিন। তাহলে ইনশাল্লাহ আপনি স্টরি তে ভালো একটা মার্ক তুলতে পারবেন।

FAQ

১) স্টোরি কাকে বলে বা গল্প বলতে কি বুঝায়?
উত্তরঃ যখন কোন একটি কাল্পনিক কাহিনীকে বাস্তবিক রূপে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে মুখে বলা হয় অথবা লেখা হয় তখন সেটিকে বলা হয় স্টোরি বা গল্প।

২) স্টোরি কত প্রকার ও কি কি?
উত্তরঃ স্টোরি সাধারনতা দুই প্রকার হয়ে থাকে। যেমনঃ রূপকথা বা কাল্পনিক গল্প এবং বাস্তবিক গল্প।

৩) স্টোরি লেখার নিয়ম কি?
উত্তরঃ স্টোরি মুখস্ত করতে হয় না। স্টোরি নিজের মত করে গুছিয়ে লিখতে হয়। একটি স্টোরি লেখার পূর্বে আপনাকে স্টোরিটিকে ভালোভাবে পড়তে হবে। কারণ আপনি যদি স্টোরি না পড়েন তাহলে খাতায় কি লিখবেন? এরপর সহজ ভাষায় স্টোরি বাংলায় নোট করে নেবেন এবং ইংরেজিতে ট্রান্সলেট করবেন। এই ট্রান্সলেট করা স্টোরিটি বারবার পড়বেন। Tense এ ভাল দক্ষতা রাখবেন। এভাবে যদি প্রস্তুতি নেন তাহলে আপনি স্টরি খুব ভালোভাবে খাতায় লিখে আসতে পারবেন।

৪) কিভাবে একটি স্টোরি লেখার জন্য প্রস্তুতি নিতে হবে?
উত্তরঃ পরীক্ষায় কোন স্টোরি আসবে তা আমরা জানিনা এজন্য আমাদের ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ ২০ থেকে ৩০ টি গল্প বাছাই করে নিতে হবে। এই গল্পগুলো নিজের মতো করে বলার এবং লিখার চেষ্টা করতে হবে সঠিকভাবে টেনস প্রয়োগ করার মাধ্যমে। এভাবে স্টোরি লেখার প্রস্তুতি নিতে হবে। 

৫) স্টোরি লেখার সময় কোন ভুল এড়িয়ে চলা উচিত?
উত্তরঃ একটি স্টোরি লেখার সময় অপ্রাসঙ্গিক বাক্য বা কথাগুলো এড়িয়ে যাওয়া উচিত।

৬) ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য পরামর্শ কি?
উত্তরঃ ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আপনার গ্রামার শেখার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র Tense সম্পর্কে আয়ত্ব নিলেই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন। এছাড়া বিভিন্ন Modal verb সম্পর্কে ধারণা থাকতে হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রিপারেশন যেমন For, To, At, In, Beside, On, Away, Into, Over সম্পর্কে হালকা ধারণা থাকতে হবে। 

৭) একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম কি?
উত্তরঃ একটি স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম হয় না। এটি শুধুমাত্র আপনাকে পরীক্ষার সময় সাপোর্ট প্রদান করবে। কারণ আমরা জানি প্রত্যেকটি গল্প আলাদা আলাদা ভাব প্রকাশ করে। তাই একটি স্টোরি দিয়ে কখনো অনেকগুলো স্টোরি লেখা যায় না। 

কিন্তু পরীক্ষার খাতায় কমন না পেলে বিকল্প একটি পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র একটি স্টোরি দিয়ে আপনি হাজার হাজার স্টোরি লিখতে পারবেন। আমি আগেও বলেছি এবং এখনো বলছি, এটা শুধুমাত্র বিকল্প একটি পদ্ধতি এবং পরীক্ষার খাতায় কমন না পেলে লিখার একটি পদ্ধতি। যারা অত্যন্ত ইংরেজিতে দুর্বল তাদের জন্যই মূলত এই টেকনিকটি তৈরি করা হয়েছে।

৮) Story এর বাংলা অর্থ কি?
উত্তরঃ Story এর বাংলা অর্থ হচ্ছে- গল্প।

৯) History এর বাংলা অর্থ কি?
উত্তরঃ History এর বাংলা অর্থ হচ্ছে- ইতিহাস।

১০) বাংলা কি কি ধরনের গল্প লেখা যায়?
উত্তরঃ আপনি বাংলায় বিভিন্ন ধরনের গল্প লিখতে পারবেন যেমন শিক্ষনীয় গল্প, ছোটদের গল্প, রোমান্টিক গল্প, ট্রাজেডি গল্প, হাসির গল্প ইত্যাদি।

শেষ আলোচনা

আপনারা আমার এই ওয়েবসাইটে একটা স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লেখার নিয়ম পাওয়ার পাশাপাশি ইংরেজি রাইটিং সাইটের ৬০ মার্ক এর সকল ধরনের লেখার টেকনিক গুলো পেয়ে যাবেন। 

যেমনঃ
ইত্যাদি আরো অনেক টেকনিক পাবেন এবং এই টেকনিক গুলো দেখতে উপরের লেখা গুলোর উপরে ক্লিক করুন।

আজ এই পর্যন্তই। আপনাদের কোন বিষয়ে তথ্য জানার আছে তা আমাদের জানাবেন। আমরা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url