মোবাইলের টাচস্ক্রিন পরীক্ষা করার উপায় | Touch Screen Test Code
মোবাইলের টাচস্ক্রিন পরীক্ষা করার উপায় জেনে নিন এই আর্টিকেল থেকে। আপনারা অনেক
সময় পুরনো মোবাইল কিনে থাকেন অথবা দোকানে গিয়ে নতুন মোবাইল কিনেন। আপনারা নতুন
এবং পুরাতন যে মোবাইল কিনেন না কেন আপনাদের অবশ্যই মোবাইলে টাচ স্ক্রিন টি
যাচাই-বাছাই করে তারপরে কেনা উচিত।

ঠিক এজন্যই আমি আজকে আপনাদের সাথে মোবাইলের টাচ স্ক্রিন পরীক্ষা করার উপায়
সম্পর্কে আলোচনা করব । বাংলাদেশে যে সমস্ত মোবাইল গুলো মানুষ বেশি ব্যবহার করে সে
সমস্ত মোবাইল গুলোর টাচস্ক্রিন পরীক্ষা করার জন্য কিছু কোড রয়েছে।
এই কোড গুলো আপনার ফোনে ডায়াল করলে আপনার ফোনটি ইঞ্জিনিয়ারিং মোডে প্রবেশ করবে।
সকল ফোনের ইঞ্জিনিয়ারিং মোডের ফাংশন এক রকম হয় না, তাই আপনারা চেক করে নিবেন।
ইঞ্জিনিয়ারিং মোডে ফোন যখন চলে যাবে তখন আপনাকে খুঁজতে হবে টাচ স্ক্রিন
অপশন।
সেই টাচ স্ক্রিন অপশনে গিয়ে আপনাকে মোবাইলের টাচ পরীক্ষা করতে হবে।
টাচ পরীক্ষা করার জন্য আপনি মোবাইলের চারিদিকে আঙ্গুল দিয়ে স্পর্শ করে দাগ
মেলাবেন। যদি দাগ মিলে যায় তাহলে সেই টাচটি ভালো কিন্তু যদি দাগের ভেতরে গ্যাপ
থাকে তাহলে সেই টাচ স্ক্রিন ভালো না।
এই আর্টিকেল থেকে আপনারা যে সমস্ত ফোনের Touch Screen Test Code গুলো বের করতে
পারবেন তা এক নজরে দেখে নিন-
মোবাইলের টাচস্ক্রিন পরীক্ষা করার উপায় | Touch Screen Test Code
এখন আমরা প্রত্যেকটি ব্র্যান্ডের মোবাইলের টাচস্ক্রিন পরীক্ষা করার উপায় জানার
জন্য ইঞ্জিনিয়ারিং মোডে ঢোকার যে কোড গুলো রয়েছে সে কোড গুলো জেনে নিব।
নিম্নে আলোচনা করা হলো মোবাইলের টাচ স্ক্রিন পরীক্ষা করার
উপায় সম্পর্কে
- Samsung (স্যামসাং) মোবাইলের ইঞ্জিনিয়ারিং মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#0*#
- Xiaomi (শাওমি) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#*#6484#*#*
- Oppo (ওপ্পো) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#899#
- Vivo (ভিভো) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#*#225#
- Realme (রিয়েলমি) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#899#
- Huawei (হুয়াওয়ে) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#*#2345#*#*
- One+ (ওয়ান প্লাস) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#*#2346579#*#*
- Motorola (মটরালা) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#*#2486#*#*
- Sony (সনি) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#*#737378423#*#*
- Infinix (ইনফিনিক্স) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#85#
- Techno (টেকনো) মোবাইলের ইঞ্জিনিয়ার মোড বা টাচ স্ক্রিন চেক করার কোড *#85#
কিভাবে মোবাইলের টাচ স্ক্রিন চেক করবেন তা ভালো ভাবে বোঝার জন্য নিচের
স্ক্রিনশট লক্ষ্য করুন-
প্রথমে আপনার ফোনের মডেল নাম্বার অনুযায়ী নিজ নিজ কোডটি টাইপ করুন।
এরপর কারেক্ট অপশনে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্য: এখান থেকে আপনি মোবাইলে টাচ স্ক্রিন ছাড়াও আরো অনেক কিছু চেক করতে পারবেন। যেমন: ফিঙ্গারপ্রিন্ট, কম্পাস, এফএম, হেডফোন, চার্জিং, কালার, বিভিন্ন ধরনের সেন্সর ইত্যাদি।
কোন মোবাইলের ডিসপ্লে ভালো?
এখন আমি আলোচনা করব সে সমস্ত মোবাইল ফোন নিয়ে যে সমস্ত মোবাইলে ডিসপ্লে
অত্যন্ত ভালো। এখানে আপনারা সেরা ১০ টি ভালো ডিসপ্লে মোবাইল সম্পর্কে তথ্য
পেয়ে যাবেন। তবে মনে রাখবেন ডিসপ্লের দিক দিয়ে Samsung সবার চাইতে সেরা।
Samsung এর অ্যামোলেড, সুপার এমোলেড, ডাইনামিক অ্যামোলেড ছাড়াও অনেক ধরনের
ডিসপ্লে রয়েছে। এমনকি স্যামসাং এর আইপিএস ডিসপ্লেে অন্যান্য মোবাইলের
ডিসপ্লের তুলনায় অনেক ভালো।
সুতরাং ডিসপ্লে ভালো চাইতে হলে Samsung এর মোবাইল কিনুন। তারপরও আমি এখন
সেরা ১০ টি ভালো ডিসপ্লে সমৃদ্ধ মোবাইলের তালিকা নিচে দিয়ে দিচ্ছি।
- Samsung galaxy সিরিজ সকল ফোন+Samsung এর a সিরিজের সকল ফোন
- আইফোন এর যে কোন মডেল। যদি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান তাহলে পূর্বের পুরাতন মডেল গুলো বাদ দিয়ে আইফোন কিনবেন। আইফোনে তাদের নিজস্ব রেটিনা ডিসপ্লে ব্যবহার করে।
- Xiaomi Redmi Note 14 Pro+ 5G
- Xiaomi 15 Pro
- OnePlus 13
- OnePlus Ace 3 Pro
- Vivo S21 Pro
- Oppo Find X8 Pro
- Vivo iQOO 12 Pro
- Realme GT সিরিজ এর ফোন
কোন মোবাইলের ব্যাটারি ভালো?
বর্তমান সময়ে প্রতিটি মোবাইলের ব্যাটারি অনেক ভালো। ব্যাটারি mah বেশি
হলেই যে সেই ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যাবে এই কথাটি ভুল। কারণ
মোবাইলের প্রসেসর যত ভালো হবে ব্যাটারি ব্যাকআপ তত বেশি হবে। কিন্তু
তারপরেও আমি এখানে দশটি মোবাইলের নাম বলে দিব যে মোবাইল গুলোর ব্যাটারি
অন্যান্য মোবাইল গুলো থেকে অনেক এগিয়ে থাকবে।
- Iphone 16+15 all models.
- Samsung এর S series+A series
- Xiaomi Poco X7 Pro
- Xiaomi Redmi Turbo 4 Pro
- Vivo iQOO Z7 Pro
- Vivo iQOO Neo9 Pro
- OnePlus Ace 5 Pro
- OnePlus 13R
- Realme 14 Pro
- Oppo Reno13 Pro
মনে রাখবেন মোবাইলের প্রসেসর যত ছোট হবে সেই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ তত
বেশি পাওয়া যাবে।
কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো?
ক্যামেরার দিক দিয়ে সবচেয়ে সেরা মোবাইল হচ্ছে iphone। iphone কে এখনো কোন
মোবাইল ক্যামেরার দিক দিয়ে পিছনে ফেলতে পারেনি। তারপরেও চলুন আমরা এখন
জেনে নিই সেরা ১০ টি ক্যামেরা মোবাইল সম্পর্কে।
- Iphone ১৬+১৫ অল মডেল
- Samsung এর এস সিরিজ
- OnePlus 13
- OnePlus Open
- Vivo iQOO 12 Pro
- Oppo Find X8 Pro
- Oppo Find X7 Ultra
- Oppo Reno11 Pro
- Xiaomi 14 Ultra
- Xiaomi 15 Ultra
মোবাইলের কোন প্রসেসর সবচেয়ে ভালো?
বর্তমান সময়ে মোবাইলের সবচেয়ে ভালো প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগণ
প্রসেসর। এখন পর্যন্ত যতগুলো ফ্ল্যাগশিপ ফোন বের হয়েছে তার সবগুলোতেই
কোয়ালকম প্রসেসর দেয়া হয়েছে।
কিন্তু আইফোনের বায়োনিক প্রসেসর সবচাইতে শক্তিশালী প্রসেসর। আমরা জানি
প্রসেসর যত ছোট হয় সেই প্রসেসর থেকে তত ভালো পারফরম্যান্স পাওয়া যায়।
আইফোনের প্রসেসর গুলো সবচেয়ে ছোট তাই মোবাইলের জগতে আইফোনের প্রসেসরের
অনেক নাম রয়েছে।
আইফোনের এই প্রসেসর শুধুমাত্র আইফোন মোবাইলে ব্যবহার করা হয়। এই প্রসেসর
আর অন্য কোন মোবাইলে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। কিন্তু কোয়ালকম
প্রসেসর বিভিন্ন মডেলের ফোনগুলোতে দেওয়া হয়। এমনকি স্যামসাং নিজেও
কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে।
মিডিয়াটেক প্রসেসর সাধারণত মিড বাজার থেকে শুরু করে কম দামের মোবাইলগুলোতে
দেওয়া হয়। কারণ মিডিয়াটেক প্রসেসর গুলো সস্তা। মিডিয়াটেক আস্তে আস্তে
ভালো ভালো প্রসেসর বের করছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে
পাল্লা দিয়ে মার্কেটে টিকে আছে।
এছাড়া রয়েছে হুয়াওয়ে মোবাইলের নিজস্ব কিরিন প্রসেসর। এই প্রসেসর গুলো
ভালো তবে কোয়ালকম প্রসেসর এর মত অতটা ভালো নয়। Samsung এর নিজস্ব
প্রসেসরের নাম এক্সিনোস প্রসেসর। Samsung এর এক্সিনোস প্রসেসরও তেমন একটা
ভালো না, তাই স্যামসাং কোয়ালকমের প্রসেসর গুলো এখন মোবাইলে ব্যবহার করে।
মোবাইল অপারেটিং সিস্টেমের নাম
বিভিন্ন মোবাইলে বিভিন্ন অপারেটিং সিস্টেম দেওয়া হয়। অপারেটিং সিস্টেমের
সংক্ষিপ্ত নাম হচ্ছে ওএস (OS)।
- আইফোনের অপারেটিং সিস্টেমের নাম আইওএস।
- Samsung এর অপারেটিং সিস্টেম এর নাম ওয়ান ইউআই।
- ওয়ানপ্লাসের অপারেটিং সিস্টেমের নাম অক্সিজেন ওএস।
- শাওমির অপারেটিং সিস্টেমের নাম হাইপার ওএস।
- রিয়েলমির অপারেটিং সিস্টেমের নাম realme UI।
- অপ্পো মোবাইলের অপারেটিং সিস্টেমের নাম Color OS।
- ভিভো মোবাইলের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে Funtouch OS।
- আইকু মোবাইলের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে Funtouch OS।
- Huawei মোবাইলের অপারেটিং সিস্টেমের নাম EMUI।
- মটোরোলা মোবাইলের অপারেটিং সিস্টেমের নাম স্টক এন্ড্রয়েড।
উপরের অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে সবথেকে স্মুথ এবং ফ্রেশ অপারেটিং
সিস্টেম হচ্ছে আইফোনের আইওএস। এছাড়াও স্যামসাংয়ের ওয়ান ইউআই আইফোনের ওএস
এর মত ফাস্ট।
Samsung এর পুরনো ইউআই অনেক স্লো ছিল। আর তাই Samsung তাদের ইউআই পরিবর্তন
করে ওয়ান ইউআই নিয়ে আসার পর এখন সবচেয়ে ভালো মডিফাইড রোম ওয়ান ইউ আই।
Samsung এর ওয়ান ইউআই ওএস এ খুব ভালো কাস্টমাইজেশন করা যায়।
আইওএস এবং ওয়ান ইউআই ছাড়াও আরও একটি ভালো ইউআই রয়েছে। এই ইউআই টির নাম
হচ্ছে অক্সিজেন ওএস যেটা ওয়ানপ্লাস ব্যবহার করে। এছাড়া মটোরোলার স্টক
এন্ড্রয়েড একদম সিম্পল এবং ফ্রেশ একটি ইউআই। মটোরোলার ইউআই ও অনেক ফাস্ট
এবং ব্যবহার করে অনেক মজা পাবেন।
ডিসপ্লে কত প্রকার?
ডিসপ্লে পাঁচ প্রকার। যেমনঃ
- আইপিএস ডিসপ্লে
- সুপার এমোলেড ডিসপ্লে
- ওএলইডি ডিসপ্লে
- এলসিডি ডিসপ্লে
- এএমওএলইডি ডিসপ্লে
নোটঃ সুপার এমোলেড ডিসপ্লেগুলোর আরো বিভিন্ন ধরনের ডিসপ্লে রয়েছে।যেমন
ওলেড, ডায়নামিক, এমোলেড।
ফোন dpi কি?
ফোনের ডিপিআই হচ্ছে ফোনের ডিসপ্লের জায়গা ছোট বড় করার একটি পরিমাপ।
আপনার ফোনে dpi যত বেশি থাকবে আপনার ফোনের ডিসপ্লে তত জুম দেখাবে। আবার
আপনার ফোনের dpi যত কমানো হবে আপনার ডিসপ্লের স্ক্রিনে বেশি লেখা সেট
করতে পারবেন।
সহজ ভাবে বলতে গেলে dpi বেশি থাকলে যদি আপনার ডিসপ্লে তে ১০০ টি লেখা সেট
করা যায়, ডিপিআই কমিয়ে দিলে আপনার মোবাইলের ডিসপ্লে তে ২০০ টি লেখা সেট
করা যাবে। ফোনের ডিপিআই সিস্টেমটি ডিফল্টভাবে মোবাইলে দেওয়া থাকে
না।
তাই আলাদাভাবে ইউ আই মডিফাইড করে ডিপিআই কমানো বাড়ানো যায়। তবে কিছু
কিছু মোবাইলে ডিফল্ট ভাবে ডিপিআই সেট করার অপশনটি দিয়ে দেয়।
বর্তমানে সবচেয়ে ভালো প্রসেসর কোনটি?
বর্তমান সময়ে সবচেয়ে চারটি ভালো প্রসেসরের নাম নিচে দেওয়া হল-
অ্যাপেলের বায়নিক এ১৬ চিপসেট।
অ্যাপেলের বায়নিক এ১৫ চিপসেট।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২।
মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০০।
স্ন্যাপড্রাগন কোন প্রসেসর ভালো?
স্ন্যাপড্রাগণের প্রতিটি প্রসেসরই অত্যন্ত ভালো। এইজন্য এই স্ন্যাপড্রাগন
মানুষের কাছে একটি বিশ্বস্ত প্রসেসর। স্ন্যাপড্রাগণের কিছু উল্লেখযোগ্য
ভালো প্রসেসরের নাম হচ্ছে-
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২
সবচেয়ে ভালো গেমিং প্রসেসর কোনটি?
কম্পিউটারের সবচেয়ে ভালো গেমিং প্রসেসর AMD Ryzen 7 এবং Intel Core i7।
মোবাইলের গেমিং করার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রসেসর হচ্ছে
অ্যাপেলের প্রসেসর+কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। মিডিয়াটেক এর
প্রসেসর গেমিং এর ক্ষেত্রে ভালো নয়।
স্যামসাং ফোন কি গেমিং করা যায়?
হ্যাঁ, স্যামসাং ফোনে গেমিং করা যায় কিন্তু Samsung ফোনে গেমিং করতে হলে
আপনাকে বেশি দামের ফোন কিনতে হবে। কারণ Samsung এর কম দামি ফোনগুলোতে
গেমিং পারফরম্যান্স খুব একটা ভালো না।
FAQ
১) মোবাইলের জনক কে?
উত্তরঃ মোবাইলের জনক হচ্ছে- মার্টিন ‘মার্টি’ কুপার (Martin ‘Marty’
Cooper)।
২) মোবাইলের সবচেয়ে ভালো ডিসপ্লে কোনটি?
উত্তরঃ মোবাইলের সবচেয়ে ভালো ডিসপ্লে Samsung এর সুপার এমোলেড ডিসপ্লে। এই
ডিসপ্লের আরো অনেক নাম রয়েছে যেমন ওলেড ডিসপ্লে, ডাইনামিক ডিসপ্লে
ইত্যাদি। এছাড়া অ্যাপলের রেটিনা ডিসপ্লে অনেক ভালো।
৩) কোন ফোনের স্ক্রিন রেজুলেশন ভালো?
উত্তরঃ যে সমস্ত ফোনের পিক ব্রাইটনেস যত বেশি থাকবে সে সমস্ত ফোনের স্ক্রিন
রেজুলেশন ততো ভালো থাকবে। এছাড়া আপনার ফোনে সুপার এমোলেড ডিসপ্লে থাকার
পাশাপাশি ভালো রিফ্রেশ রেট থাকতে হবে। তাহলে আপনি সেই ফোন থেকে
স্ক্রিনের ভালো রেজুলেশন পাবেন।
৪) কোন মোবাইলের ডিসপ্লে চোখের জন্য ভালো?
উত্তরঃ যে সমস্ত মোবাইলে সুপার এমুলেড ডিসপ্লে দেওয়া হয়েছে সে সমস্ত
মোবাইল গুলো চোখের কোন ক্ষতি করে না। তাই সুপার এমোলেড ডিসপ্লে চোখের জন্য
ভালো।
শেষ মন্তব্য
আমরা জানি প্রত্যেকটি ফোনের ফাংশন এক রকম হয় না। ঠিক তেমনি আপনারা যখন এই
কোডগুলো ডায়াল করবেন তখন প্রত্যেকটি ফোনের ইঞ্জিনিয়ারিং মোড ফাংশন এক হবে না।
তাই আপনারা মোবাইলে টাচ স্ক্রিন পরীক্ষা করার জন্য যখন ইঞ্জিনিয়ারিং মোডে
ঢুকবেন তখন প্রত্যেকটি অপশন চেক করে নিবেন।
এবং ইঞ্জিনিয়ারিং মডের ভেতরে টাচ স্ক্রিন নামক যে অপশন থাকবে, সেই অপশনটি
খুঁজে বের করবেন। ইঞ্জিনিয়ারিং মোদের টাচ স্ক্রিন অপশন থেকেই আপনাকে নতুন এবং
পুরাতন মোবাইলের টাচ পরীক্ষা করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনি যদি মোবাইল সম্পর্কে একটু কম বোঝেন তাহলে চেষ্টা
করুন, যে ব্যক্তি মোবাইল সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে তাকে দিয়ে এই কাজটি
করানোর।
এই পোস্ট শেয়ার করুন
Add Comment
comment url