আন্তর্জাতিক বিষয়াবলী: এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান
এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান যেগুলো পরীক্ষায় আসে এবং খুব ইম্পরট্যান্ট,
শুধুমাত্র সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে সংযোজন করা হবে। মাত্র ১ থেকে ২
মার্কের জন্য বিস্তারিত না পড়ে, এশিয়া মহাদেশ থেকে বাছাই করে আপনাকে পড়াশোনা
করতে হবে। কারণ সাধারণ জ্ঞানের পরিসর অত্যন্ত ব্যাপক। এজন্য আপনাকে প্রতিটি টপিক
বাছাই করে করে পড়তে হবে।
আপনি যদি এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান অত্যন্ত গোছানো ভাবে পেতে চান
তাহলে এই আর্টিকেলটি আপনাকে অনেক সহায়তা করবে। তাই এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ
পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। এছাড়া এখানে আমি এশিয়া মহাদেশের দেশসমূহ মনে রাখার
শর্টকাট ট্রিক আপনাদের দিয়ে দিব।
পোস্ট সূচিপত্রঃ এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান
এশিয়া মহাদেশ সম্পর্কে আপনি যে সমস্ত তথ্য জানতে পারবেন তা এক নজরে দেখে নিন
অথবা আপনি যে অংশ থেকে পড়তে চান সেখানে ক্লিক করুন-
এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান
এখানে এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো যেভাবে আলোচনা করা হয়েছে আপনি
ঠিক এভাবেই এই তথ্যগুলো নোট করে রাখুন। যেন আপনি পরবর্তীতে আমার এই আর্টিকেলটি
হারিয়ে ফেললেও আপনার খাতায় রেখে দিতে পারেন। কারণ এখানকার এই তথ্যগুলোই বিভিন্ন
ধরনের পরীক্ষায় এসে থাকে।
প্রথমে বলে রাখি এই সাধারণ জ্ঞান সমূহ সম্পূর্ণ আমার নিজস্ব নোট থেকে আপনাদের
প্রদান করছি।সাধারণত এই তথ্যগুলোর বাইরে আর কোন প্রশ্ন পরীক্ষায় আসেনা। কিন্তু
তবুও এশিয়া মহাদেশ সম্পর্কে কোন তথ্য যদি ছাড়া পড়ে যায় তাহলে অবশ্যই আমাকে
জানাবেন। তাহলে আমি নতুনভাবে সেই তথ্য সংবেদন করে দিব।
এশিয়া নামের উৎপত্তিঃ
এশিয়া মহাদেশ পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ। এশিয়া মহাদেশের নামকরণ করা হয়েছে
'আসিরিয়ান' শব্দ থেকে বা 'আসু' শব্দ থেকে। রোমান সাম্রাজ্যের সময় পূর্ব অঞ্চলীয়
একটি প্রদেশের নাম ছিল আসিরিয়ান। মূলত সেই নাম থেকেই এশিয়া মহাদেশের নামকরণ করা
হয়েছে।
এশিয়া মহাদেশের আয়তনঃ
এশিয়া মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৯৯২ বর্গ কিলোমিটার। পৃথিবীর যে
স্থলভাগ রয়েছে, এই স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশে
অবস্থিত। এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট
এভারেস্ট ৮৮৫০ মিটার।
- এশিয়া মহাদেশের উত্তর রয়েছে উত্তর মহাসাগর।
- এশিয়া মহাদেশের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর।
- এশিয়া মহাদেশের পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর।
- এশিয়া মহাদেশের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে রয়েছে লোহিত মহাসাগর।
বিশেষ দ্রষ্টব্যঃ এশিয়া মহাদেশের পশ্চিমে আরো রয়েছে ইউরোপ মহাদেশ এবং
দক্ষিণ-পশ্চিমে আরো রয়েছে আফ্রিকা মহাদেশ।
এশিয়া মহাদেশের মানচিত্রঃ
এশিয়া মহাদেশের এই ম্যাপটি হাত দিয়ে অংকন করা হয়েছে। এশিয়া মহাদেশের মানচিত্র
নিচে চিত্রের মাধ্যমে দেওয়া হল-
এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু বেসিক তথ্যঃ
প্রথমে এশিয়া মহাদেশ সম্পর্কে যে সমস্ত বেসিক তথ্যগুলো রয়েছে সেগুলো জেনে
নিন-
- এশিয়া মহাদেশ বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এবং জনবহুল একটি মহাদেশ।
- এশিয়া মহাদেশ স্থলভাগের ২৯.৪ ভাগ জুড়ে অবস্থিত।
- এছাড়া ৮৬% অংশ জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত।
- পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে প্রায় ৬০% মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে।
- এশিয়াকে ইউরেশিয়ার পূর্বাংশ হিসেবে ধরা হয়।
- এশিয়া মহাদেশ লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
- এছাড়া এশিয়া মহাদেশ উরাল পর্বতমালা, ককেশাস পর্বতমালা, কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
এশিয়া মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ
এখন আমরা এই মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিব-
- এশিয়া মহাদেশের স্বাধীন দেশে রয়েছে ৪৪টি।
- এই মহাদেশের জাতিসংঘ ভুক্ত দেশের সংখ্যা ৪৯ টি।
- এশিয়া মহাদেশের আয়তন বর্গ কিলোমিটারের হিসেবে ৪ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার বর্গ কিলোমিটার।
- এশিয়া মহাদেশের আয়তন বর্গ মাইল এর হিসেবে ১ কোটি ৭২ লক্ষ ১২ হাজার বর্গমাইল।
- লোহিত সাগর এশিয়ার সৌদি আরবকে আফ্রিকার মিশর থেকে পৃথক করেছে।
- এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে তিমুর-লেস্তে।
- তিমুর-লেস্তে ২০০২ সালে স্বাধীনতা অর্জন করে।
- এশিয়ার জনসংখ্যা প্রায় ৪.৫৬১ বিলিয়ন।
- আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ চীন।
- আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ।
- আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাকিস্তান।
- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাকিস্তান।
- জনসংখ্যা দিক দিয়ে হিসাব করলে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।
- আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচাইতে ছোট মুসলিম দেশ মালদ্বীপ।
- আয়তন ও জনসংখ্যা দিক দিয়ে এশিয়ার সবচাইতে ছোট মুসলিম দেশ মালদ্বীপ।
- এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে- বোর্নিত্ত (কালিমাস্তান)।
- বোর্নিত্ত (কালিমাস্তান) দ্বীপটি ইন্দোনেশিয়ায় অবস্থিত।
- এশিয়া মহাদেশ পৃথিবীর আয়তনের প্রায় ৩০% যা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ।
- পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে প্রায় ৬০% মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে।
- বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট।
- মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল এবং চীনের সীমান্তে।
- এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু হচ্ছে মৃত সাগর।
- মৃত সাগর জর্ডানে অবস্থিত।
- এই মহাদেশের বৃহত্তম উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ
- এই মহাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও।
- এশিয়া মহাদেশের গভীরতম হৃদের নাম হচ্ছে বৈকাল হৃদ।
- এই মহাদেশের বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে- তৈগা।
- এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হচ্ছে- গোবি মরুভূমি।
- গোবি মরুভূমি অবস্থিত চীন এবং মঙ্গোলিয়া সীমান্তে।
* অর্থনৈতিক দিক দিয়ে এশিয়ার সবচেয়ে শক্তিধর পাঁচটি দেশের নাম হচ্ছে-
- চীন
- ভারত
- রাশিয়া
- জাপান এবং
- ইন্দোনেশিয়া
* এশিয়ার নিউক্লিয়ার অস্ত্র সম্মিলিত দেশসমূহ হচ্ছে-
- উত্তর কোরিয়া
- ভারত
- পাকিস্তান
- ইসরাইল এবং
- তুরস্ক
এশিয়া মহাদেশে পর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর এশিয়া, দক্ষিণ এশিয়া এবং
দক্ষিণ-পূর্ব এশিয়াতে আলাদা আলাদা দেশ রয়েছে। চলুন আমরা এখন সে সমস্ত দেশগুলো
সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি এবং কোন অঞ্চলে কোন দেশ রয়েছে তা ছন্দের
মাধ্যমে শিখে আসি।
পূর্ব এশিয়ার দেশসমূহ
পূর্ব এশিয়াতে সর্বমোট ছয়টি দেশ রয়েছে। যেমনঃ
পূর্ব এশিয়ার ছয়টি দেশ |
---|
১) তাইওয়ান |
২) চীন |
৩) উত্তর কোরিয়া |
৪) দক্ষিণ কোরিয়া |
৫) মঙ্গোলিয়া এবং |
৬) জাপান |
এই ছয়টি দেশ মনে রাখার ছন্দঃ তালেতে চীনি দিয়ে উত্তর দক্ষিণ কোরিয়া
হয়ে মঙ্গলিয়ার দেশ জাপানে যাব।
পূর্ব এশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ
শুধুমাত্র পূর্ব এশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন-
* পূর্ব এশিয়ার অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশসমূহ হচ্ছে-
- চীন
- জাপান
- হংকং
- দক্ষিণ কোরিয়া এবং
- তাইওয়ান
আরো জানুনঃ
- অর্থনীতিতে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- অর্থনীতিতে জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
- অর্থনীতিতে দক্ষিণ কোরিয়া বিশ্বে সপ্তম বৃহত্তম দেশ।
- চীন দেশ একটি কমিউনিস্ট সরকার।
- চীনের আয়তন ৯৫ লক্ষ ৬১ হাজার বর্গ কিলোমিটার।
- উত্তর কোরিয়া একটি স্বৈরশাসক রাষ্ট্র।
- দক্ষিণ কোরিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
- জাপান রাজতন্ত্র এবং জনগণের সার্বভৌমত্বের সরকার।
* চীনের অধীনে স্বায়ত্তশাসিত হয়েছে-
- তাইওয়ান
- হংকং এবং
- ম্যাকাও
* পূর্ব এশিয়ার প্রধান রপ্তানি পণ্যগুলো হচ্ছে-
- বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস
- গাড়ি
- মোবাইল
- প্রযুক্তি
- মিনারেল
- টেক্সটাইল এবং
- মেশিন
পশ্চিম এশিয়ার দেশসমূহ
পশ্চিম এশিয়ার সর্বমোট দেশসমূহ হচ্ছে ১৭ টি।
পশ্চিম এশিয়ার ১৭ টি দেশ |
---|
১) আর্মেনিয়া |
২) আজারবাইজান |
৩) বাহরাইন |
৪) ইরান |
৫) ইরাক |
৬) জর্ডান |
৭) কুয়েত |
৮) লেবানন |
৯) ওমান |
১০) ফিলিস্তিন |
১১) কাতার |
১২) সৌদি আরব |
১৩) সিরিয়া |
১৪) তুরস্ক |
১৫) সংযুক্ত আরব আমিরাত |
১৬) ইয়েমেন এবং |
১৭) ইজরাইল |
বিশেষ দ্রষ্টব্যঃ মনে রাখবেন রাজনীতিগত দিক দিয়ে ইজরাইলকে অনেকেই
স্বীকৃতি দেয়নি। এটি সম্পূর্ণই রাজনৈতিক একটি বিষয় তাই আমরা সেদিকে না গিয়ে
ইসরাইলকে পশ্চিম এশিয়ার দেশ গুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছি।
তাই যদি প্রশ্নপত্র ১৬ টি অপশন দেওয়া থাকে তাহলে সেখানে বৃত্ত ভরাট করবেন। আর
যদি ১৭টি দেওয়া থাকে তাহলে ১৭ অপশনে বৃদ্ধ ভরাট করবেন।
পশ্চিম এশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ
এখন পশ্চিম এশিয়া সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলো পরীক্ষায় আসে
সেগুলো আমরা জেনে নিব-
- সম্পূর্ণ বিশ্বের অর্ধেকেরও বেশি তেলের সরবরাহ করে পশ্চিম এশিয়ান দেশসমূহ।
- এজন্য বিশ্বের মধ্যে তেল খনি বলা হয় পশ্চিম এশিয়াকে।
- পশ্চিম এশিয়াতে পেট্রোলিয়ামের মজুদ রয়েছে।
- বিশ্বের ৪০% গ্যাসের মূল অংশ রয়েছে পশ্চিম এশিয়াতে।
* পশ্চিম এশিয়ার বিখ্যাত নদী সমূহ-
- নীল নদ
- টাইগ্রিস
- ইউফ্রেটিস এবং
- জর্ডান
আরো জানুনঃ
- বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল হচ্ছে- পশ্চিম এশিয়ান অঞ্চল।
- বিশ্বের সবচেয়ে বেশি রাজনৈতিক উত্তাল অঞ্চল গুলো এখানে অবস্থিত।
- বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হচ্ছে- পশ্চিম এশিয়া অঞ্চল।
- পশ্চিম এশিয়া অঞ্চলের একমাত্র ইহুদি সম্প্রদায় দেশ হচ্ছে- ইজরাইল।
- পশ্চিম এশিয়া অঞ্চলের নিউক্লিয়ার অস্ত্রধারী অন্যতম দেশ হচ্ছে- ইরান।
- বিশ্বের সবচেয়ে বড় শিয়া সম্প্রদায়ের দেশ হচ্ছে- ইরান।
উত্তর এশিয়ার দেশসমূহ
উত্তর এশিয়াতে শুধুমাত্র একটি দেশ রয়েছে। এ দেশটির নাম হচ্ছে রাশিয়া।
উত্তর এশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ
উত্তর এশিয়ার রাশিয়া থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো
নিম্নরূপ-
- পৃথিবীর সবচেয়ে শীতলতম অঞ্চল হচ্ছে সাইবেরিয়া অঞ্চল।
- সাইবেরিয়া অবস্থিত রাশিয়াতে।
- সাইবেরিয়া রাশিয়ার ৭০ পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে।
- সাইবেরিয়ার এই ৭০ পার্সেন্ট জায়গাতে শুধুমাত্র ৩৬ পার্সেন্ট মানুষজন বসবাস করে।
- সাইবেরিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে তিনজন মানুষ বসবাস করে।
*রাশিয়া প্রাকৃতিকভাবে ধাতব জাতীয় পদার্থে সমৃদ্ধ। যেমনঃ
- সোনা
- তামা
- রুপা
- নিকেল
- জিপসাম
- জিংক
- তেল
- কাঠ এবং
- প্রাকৃতিক গ্যাস
আরো জানুনঃ
- আয়তনে রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ।
- রাশিয়ার রাজধানীর নাম মস্কো।
- রাশিয়া বিশ্বের ১২ তম ধনী দেশ। (জিডিপির তথ্য অনুসারে)
- রাশিয়া অস্ত্র রপ্তানিতে শীর্ষ স্থানীয় একটি দেশ।
দক্ষিণ এশিয়ার দেশসমূহ
দক্ষিণ এশিয়াতে সর্বমোট আটটি দেশ রয়েছে।
দক্ষিণ এশিয়ার ৮টি দেশ |
---|
১) মালদ্বীপ |
২) ভুটান |
৩) আফগানিস্তান |
৪) ভারত |
৫) শ্রীলঙ্কা |
৬) বাংলাদেশ |
৭) নেপাল এবং |
৮) পাকিস্তান |
এই আটটি দেশ মনে রাখার ছন্দঃ MBA is BNP ডাক্তার।
দক্ষিণ এশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ
দক্ষিণ এশিয়া থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা নিম্নরূপ নিচে দেওয়া
হল-
- সার্কভুক্ত দেশ সর্বমোট আটটি। দক্ষিণ এশিয়ার আটটি দেশ নিয়েই এটি গঠিত।
- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চল।
- ভারত পৃথিবীর মধ্যে ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ।
- দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক দেশ হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলংকা।
* অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশগুলো হচ্ছে-
- পাকিস্তান
- নেপাল
- আফগানিস্তান এবং
- ভুটান
আরো জানুনঃ
- দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচিত হয়।
- দক্ষিণ এশিয়ার অধিকাংশ অঞ্চল পূর্বে ব্রিটিশ কলোনী ভুক্ত ছিল।
- মালদ্বীপের আয়তন ৯৯৮ বর্গ কিলোমিটার।
মধ্য এশিয়ার দেশসমূহ
মধ্য এশিয়াতে সর্বমোট পাঁচটি দেশ রয়েছে।
মধ্য এশিয়ার ৫টি দেশ |
---|
১) কাজাকিস্তান |
২) কিরগিস্থান |
৩) তাজিকিস্তান |
৪) তুর্কমেনিস্থান এবং |
৫) উজবেকিস্থান |
উপরের দেশসমূহ মনে রাখার ছন্দঃ কাকি তুমি উজবুক।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ
দক্ষিণ-পূর্ব এশিয়াতে সর্বমোট ১১ টি দেশ রয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টি দেশ |
---|
১) মালয়েশিয়া |
২) থাইল্যান্ড |
৩) ভিয়েতনাম |
৪) ফিলিপাইন |
৫) ইন্দোনেশিয়া |
৬) লাওস |
৭) মায়ানমার |
৮) ব্রুনেই |
৯) কম্বোডিয়া |
১০) সিঙ্গাপুর এবং |
১১) পূর্ব তিমুর |
এই অঞ্চলের দেশগুলো মনে রাখার ছন্দঃ MTV এর FILM দেখলে BCST পাস করা যায়।
এশিয়া মহাদেশের পর্বতমালা এবং দ্বীপপুঞ্জ
এশিয়া মহাদেশের যে সমস্ত পর্বতমালা ও দ্বীপপুঞ্জ গুলো রয়েছে এগুলো সম্পর্কে
মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায় তাই নিচের তথ্যগুলো পড়ে ফেলুন।
- জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন দেশ দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত।
- এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন দেশকে খন্ডিত রাষ্ট্র বলা হয়।
এশিয়া মহাদেশ সম্পর্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়ক তথ্য
এশিয়া মহাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়ক যে সমস্ত তথ্য পরীক্ষায় আসতে দেখা
যায় সেগুলো নিম্নরূপ নিচে দেওয়া হল-
- এশিয়া মহাদেশ ৪৯ টি দেশ নিয়ে গঠিত।
- এশিয়ার ৪৯ টি দেশের মধ্যে সর্ববৃহৎ দেশ চীন।
- এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে- ইয়াংসিকিয়াং।
- ইয়াংসিকিয়াং নদীটি ৫৯৮০ কিলোমিটার।
- এশিয়া মহাদেশের জনসংখ্যা ৪৪৩৭ মিলিয়ন। (পিআরবি এর তথ্য মতে)
FAQs
১) SAARC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ SAARC এর পূর্ণরূপ হচ্ছে- South Asian Association for Regional
Cooperation।
২) South Asian Association for Regional Cooperation এর বাংলা কি?
উত্তরঃ South Asian Association for Regional Cooperation এর বাংলা হচ্ছে- দক্ষিণ
এশিও আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
৩) সূর্যোদয়ের দেশ কোন দেশকে বলা হয়?
উত্তরঃ এশিয়া মহাদেশের জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
৪) PRB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ PRB এর পূর্ণরূপ হচ্ছে- Population Reference Bureau।
৫) সার্ক কত সালে গঠিত হয়?
উত্তরঃ সার্ক ১৮৮৫ সালের ৮ ডিসেম্বর গঠিত হয়েছে।
শেষ আলোচনা
এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। আমি
আশা করছি শুধুমাত্র এই তথ্যগুলো পড়লেই আপনার এশিয়া মহাদেশ সম্পর্কে সবকিছু জানা
হয়ে যাবে। এখানে এশিয়া মহাদেশের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংযোজন করা
হয়েছে। আবার যে সমস্ত তথ্য গুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো এখানে সংযোজন করে
দেওয়া হয়েছে।
অহেতুক কোন অপ্রয়োজনীয় তথ্য এখানে সংযোজন করা হয়নি। তাই এইটুকু তথ্যগুলো
শুধুমাত্র নোট করে পড়লেই, আপনার এই বিষয়ের উপর সমস্ত কিছু কভার হয়ে যাবে।