আইপিএল ফিক্সচার 2025 | আইপিএল 2025 সময়সূচী বাংলা

আইপিএল ফিক্সচার 2025 যদি জানতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন কারণ আমি এই আর্টিকেলে ২০২৫ সালের আইপিএলের সকল ম্যাচের সময়সূচি এবং মাঠগুলো সম্পর্কে আলোচনা করব।

আইপিএল-ফিক্সচার-2025
তাই আপনারা যদি ২০২৫ সালের আইপিএল থেকে পরিপূর্ণ ধারণ নিতে চান তাহলে এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

সূচিপত্রঃ আইপিএল ফিক্সচার 2025 | আইপিএল 2025 সময়সূচী বাংলা

আইপিএল ২০২৫ থেকে আপনি যা যা জানতে পারবেন তা এক নজরে এখানে দেখে নিন-

আইপিএল ফিক্সচার 2025 | আইপিএল 2025 সময়সূচী বাংলা

এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকে শুরু করে একদম ফাইনাল ম্যাচ পর্যন্ত সর্বমোট ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চুয়াত্তরটি ম্যাচ ১৩ টি মাঠে অনুষ্ঠিত হবে। আমরা জানি প্রতিটি দলের একটি করে হোম ভেন্যু থাকে। 
আইপিএল-2025-সময়সূচী-বাংলা
কিন্তু এইবার আইপিএলে মাঠের সংখ্যা বাড়ানো হয়েছে। মূলত ভারতের প্রতিটি স্থানের দর্শকরা যেন আইপিএল খেলা উপভোগ করতে পারে এজন্যই মাঠের সংখ্যা বাড়ানো হয়েছে।


* চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটানস, রয়েলস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দেরাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস দল গুলোর একটি করে ভেন্যু রয়েছে রয়েছে। 

* অন্যদিকে রাজস্থান রয়েলস, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস এর দুইটি করে ভেন্যু রয়েছে।

চলুন তাহলে আমরা এখন IPL ফিক্সচার ২০২৫ টেবিলের মাধ্যমে সুশৃংখলভাবে জেনে আসি।

আইপিএল ফিক্সচার 2025: প্রথম ১০টি ম্যাচ

প্রথম ১০টি ম্যাচ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
কলকাতা নাইট রাইডার্স
VS
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মার্চ ২২ (৮.০০) কলকাতা
সানরাইজার্স হায়দেরাবাদ
VS
রাজস্থান রয়েলস
মার্চ ২৩ (৪.০০) হায়দেরাবাদ
চেন্নাই সুপার কিংস
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
মার্চ ২৩ (৮.০০) চেন্নাই
দিল্লি ক্যাপিটালস
VS
লখনৌ সুপার জায়ান্টস
মার্চ ২৪ (৮.০০) ভিসাখাপাটনাম
গুজরাট টাইটান্স
VS
পাঞ্জাব কিংস
মার্চ ২৫ (৮.০০) আহমেদাবাদ
রাজস্থান রয়েলস
VS
কলকাতা নাইট রাইডার্স
মার্চ ২৬ (৮.০০) গুয়াহাটি
সানরাইজার্স হায়দেরাবাদ
VS
লখনৌ সুপার জায়ান্টস
মার্চ ২৭ (৮.০০) হায়দেরাবাদ
চেন্নাই সুপার কিংস
VS
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মার্চ ২৮ (৮.০০) চেন্নাই
গুজরাট টাইটান্স
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
মার্চ ২৯ (৮.০০) আহমেদাবাদ
১০ দিল্লি ক্যাপিটালস
VS
সানরাইজার্স হায়দেরাবাদ
মার্চ ৩০ (৪.০০) ভিসাখাপাটনাম

আইপিএল ফিক্সচার 2025: ১১ থেকে ২০ পর্যন্ত ম্যাচসমূহ

১১-২০ পর্যন্ত ম্যাচসমূহ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
১১ রাজস্থান রয়েলস
VS
চেন্নাই সুপার কিংস
মার্চ ৩০ (৮.০০) গুয়াহাটি
১২ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
কলকাতা নাইট রাইডার্স
মার্চ ৩১ (৮.০০) মুম্বাই
১৩ লখনৌ সুপার জায়ান্টস
VS
পাঞ্জাব কিংস
১ এপ্রিল (৮.০০) লখনৌ
১৪ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
গুজরাট টাইটান্স
২ এপ্রিল (৮.০০) বেঙ্গালুরু
১৫ কলকাতা নাইট রাইডার্স
VS
সানরাইজার্স হায়দেরাবাদ
৩ এপ্রিল (৮.০০) কলকাতা
১৬ লখনৌ সুপার জায়ান্টস
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
৪ এপ্রিল (৮.০০) লখনৌ
১৭ চেন্নাই সুপার কিংস
VS
দিল্লি ক্যাপিটালস
৫ এপ্রিল (৪.০০) চেন্নাই
১৮ পাঞ্জাব কিংস
VS
রাজস্থান রয়েলস
৫ এপ্রিল (৮.০০) মুল্লানপুর চন্ডিগড়
১৯ কলকাতা নাইট রাইডার্স
VS
লখনৌ সুপার জায়ান্টস
৬ এপ্রিল (৪.০০) কলকাতা
২০ সানরাইজার্স হায়দেরাবাদ
VS
গুজরাট টাইটান্স
৬ এপ্রিল (৮.০০) হায়দেরাবাদ

আইপিএল ফিক্সচার 2025: ২১ থেকে ৩০ পর্যন্ত ম্যাচসমূহ

২১-৩০ পর্যন্ত ম্যাচসমূহ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
২১ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৭ এপ্রিল (৮.০০) মুম্বাই
২২ পাঞ্জাব কিংস
VS
চেন্নাই সুপার কিংস
৮ এপ্রিল (৮.০০) মুল্লানপুর চন্ডিগড়
২৩ গুজরাট টাইটান্স
VS
রাজস্থান রয়েলস
৯ এপ্রিল (৮.০০) আহমেদাবাদ
২৪ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
দিল্লি ক্যাপিটালস
১০ এপ্রিল (৮.০০) বেঙ্গালুরু
২৫ চেন্নাই সুপার কিংস
VS
কলকাতা নাইট রাইডার্স
১১ এপ্রিল (৮.০০) চেন্নাই
২৬ লখনৌ সুপার জায়ান্টস
VS
গুজরাট টাইটান্স
১২ এপ্রিল (৪.০০) লখনৌ
২৭ সানরাইজার্স হায়দেরাবাদ
VS
পাঞ্জাব কিংস
১২ এপ্রিল (৮.০০) হায়দেরাবাদ
২৮ রাজস্থান রয়েলস
VS
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১৩ এপ্রিল (৪.০০) জয়পুর
২৯ দিল্লি ক্যাপিটালস
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
১৩ এপ্রিল (৮.০০) নিউ দিল্লী
৩০ লখনৌ সুপার জায়ান্টস
VS
চেন্নাই সুপার কিংস
১৪ এপ্রিল (৮.০০) লখনৌ

আইপিএল ফিক্সচার 2025: ৩১ থেকে ৪০ পর্যন্ত ম্যাচসমূহ

৩১-৪০ ম্যাচ সমুহ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
৩১ পাঞ্জাব কিংস
VS
কলকাতা নাইট রাইডার্স
১৫ এপ্রিল (৮.০০) মুল্লানপুর চন্ডিগড়
৩২ দিল্লি ক্যাপিটালস
VS
রাজস্থান রয়েলস
১৬ এপ্রিল (৮.০০) নিউ দিল্লী
৩৩ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
সানরাইজার্স হায়দেরাবাদ
১৭ এপ্রিল (৮.০০) মুম্বাই
৩৪ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
পাঞ্জাব কিংস
১৮ এপ্রিল (৮.০০) বেঙ্গালুরু
৩৫ গুজরাট টাইটান্স
VS
দিল্লি ক্যাপিটালস
১৯ এপ্রিল (৪.০০) আহমেদাবাদ
৩৬ রাজস্থান রয়েলস
VS
লখনৌ সুপার জায়ান্টস
১৯ এপ্রিল (৮.০০) জয়পুর
৩৭ পাঞ্জাব কিংস
VS
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০ এপ্রিল (৪.০০) মুল্লানপুর চন্ডিগড়
৩৮ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
চেন্নাই সুপার কিংস
২০ এপ্রিল (৮.০০) মুম্বাই
৩৯ কলকাতা নাইট রাইডার্স
VS
গুজরাট টাইটান্স
২১ এপ্রিল (৮.০০) কলকাতা
৪০ লখনৌ সুপার জায়ান্টস
VS
দিল্লি ক্যাপিটালস
২২ এপ্রিল (৮.০০) লখনৌ

আইপিএল ফিক্সচার 2025: ৪১ থেকে ৫০ পর্যন্ত ম্যাচসমূহ

৪১-৫০ ম্যাচ সমুহ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
৪১ সানরাইজার্স হায়দেরাবাদ
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
২৩ এপ্রিল (৮.০০) হায়দেরাবাদ
৪২ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
রাজস্থান রয়েলস
২৪ এপ্রিল (৮.০০) বেঙ্গালুরু
৪৩ চেন্নাই সুপার কিংস
VS
সানরাইজার্স হায়দেরাবাদ
২৫ এপ্রিল (৮.০০) চেন্নাই
৪৪ কলকাতা নাইট রাইডার্স
VS
পাঞ্জাব কিংস
২৬ এপ্রিল (৮.০০) কলকাতা
৪৫ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
লখনৌ সুপার জায়ান্টস
২৭ এপ্রিল (৪.০০) মুম্বাই
৪৬ দিল্লি ক্যাপিটালস
VS
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২৭ এপ্রিল (৮.০০) নিউ দিল্লী
৪৭ রাজস্থান রয়েলস
VS
গুজরাট টাইটান্স
২৮ এপ্রিল (৮.০০) জয়পুর
৪৮ দিল্লি ক্যাপিটালস
VS
কলকাতা নাইট রাইডার্স
২৯ এপ্রিল (৮.০০) নিউ দিল্লী
৪৯ চেন্নাই সুপার কিংস
VS
পাঞ্জাব কিংস
৩০ এপ্রিল (৮.০০) চেন্নাই
৫০ রাজস্থান রয়েলস
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
১ মে (৮.০০) জয়পুর

আইপিএল ফিক্সচার 2025: ৫১ থেকে ৬০ পর্যন্ত ম্যাচসমূহ

৫১-৬০ ম্যাচ সমুহ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
৬১ পাঞ্জাব কিংস
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
১১ মে (৪.০০) ধর্মশালা
৬২ দিল্লি ক্যাপিটালস
VS
গুজরাট টাইটান্স
১১ মে (৮.০০) নিউ দিল্লী
৬৩

চেন্নাই সুপার কিংস
VS
রাজস্থান রয়েলস

১২ মে (৮.০০) চেন্নাই
৬৪

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
সানরাইজার্স হায়দেরাবাদ

১৩ মে (৮.০০) বেঙ্গালুরু
৬৫

গুজরাট টাইটান্স
VS
লখনৌ সুপার জায়ান্টস

১৪ মে (৮.০০) আহমেদাবাদ
৬৬

মুম্বাই ইন্ডিয়ান্স
VS
দিল্লি ক্যাপিটালস

১৫ মে (৮.০০) মুম্বাই
৬৭

রাজস্থান রয়েলস
VS
পাঞ্জাব কিংস

১৬ মে (৮.০০) জয়পুর
৬৮

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
কলকাতা নাইট রাইডার্স

১৭ মে (৮.০০) বেঙ্গালুরু
৬৯

গুজরাট টাইটান্স
VS
চেন্নাই সুপার কিংস

১৮ মে (৪.০০) আহমেদাবাদ
৭০

লখনৌ সুপার জায়ান্টস
VS
সানরাইজার্স হায়দেরাবাদ

১৮ মে (৮.০০) লখনৌ

আইপিএল ফিক্সচার ২০২৫: ৬১ থেকে ৭০ পর্যন্ত ম্যাচসমূহ

৬১-৭০ ম্যাচ সমুহ

ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
৬১ পাঞ্জাব কিংস
VS
মুম্বাই ইন্ডিয়ান্স
১১ মে (৪.০০) ধর্মশালা
৬২ দিল্লি ক্যাপিটালস
VS
গুজরাট টাইটান্স
১১ মে (৮.০০) নিউ দিল্লী
৬৩ চেন্নাই সুপার কিংস
VS
রাজস্থান রয়েলস
১২ মে (৮.০০) চেন্নাই
৬৪ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
সানরাইজার্স হায়দেরাবাদ
১৩ মে (৮.০০) বেঙ্গালুরু
৬৫ গুজরাট টাইটান্স
VS
লখনৌ সুপার জায়ান্টস
১৪ মে (৮.০০) আহমেদাবাদ
৬৬ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
দিল্লি ক্যাপিটালস
১৫ মে (৮.০০) মুম্বাই
৬৭ মুম্বাই ইন্ডিয়ান্স
VS
গুজরাট টাইটান্স
১৬ মে (৮.০০) মুম্বাই
৬৮ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
VS
কলকাতা নাইট রাইডার্স
১৭ মে (৮.০০) বেঙ্গালুরু
৬৯ গুজরাট টাইটান্স
VS
চেন্নাই সুপার কিংস
১৮ মে (৪.০০) আহমেদাবাদ
৭০ লখনৌ সুপার জায়ান্টস
VS
সানরাইজার্স হায়দেরাবাদ
১৮ মে (৮.০০) লখনৌ

কোয়ালিফায়ার-এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ

কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল- ৪টি ম্যাচের সময়সূচি
ম্যাচ নাম্বার যার সাথে যার খেলা হবে সময় মাঠ
৭১)- ১ম কোয়ালিফায়ার ম্যাচ - ২০ মে (৮.০০) হায়দেরাবাদ
৭২)- এলিমিনেটর ম্যাচ - ২১ মে (৮.০০) হায়দেরাবাদ
৭৩)- ২য় কোয়ালিফায়ার ম্যাচ - ২৩ মে (৮.০০) কলকাতা
৭৪)- ফাইনাল ম্যাচ - ২৫ মে (৮.০০) কলকাতা
৭০ টি ম্যাচ শেষ হওয়ার পরে যার সাথে যার খেলা পড়বে তার আপডেট তথ্য এখানে দিয়ে দেওয়া হবে।

IPL ২০২৫ মাঠ সমূহ

আমরা এই আর্টিকেলে পূর্বেই জেনেছি এবারের আইপিএলে কিছু কিছু টিম দুইটি মাঠে তাদের হোম ভেন্যু হিসেবে খেলবে। আপনারা নিচের লিস্ট দেখলে বুঝতে পারবেন কোন কোন দল গুলো এবার দুইটা হোম ভেন্যু মাঠে খেলবে।

সকল মাঠ সমূহ জেনে নিন

সকল দল সমূহ সকল দলের হোম ভেন্যু সমূহ
চেন্নাই সুপার কিংস এমএ চিদাম্বারাম স্টেডিয়াম (চেন্নাই)
মুম্বাই ইন্ডিয়ান্স ওয়ানখেদা স্টেডিয়াম (মুম্বাই)
কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্স (কলকাতা)
গুজরাট টাইটান্স নরেন্দ্র মোদী স্টেডিয়াম (আহমেদাবাদ)
রাজস্থান রয়েলস সাওয়াই মানসিং স্টেডিয়াম (জয়পুর)
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম (গুয়াহাটি)
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু)
দিল্লি ক্যাপিটালস

অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম (নিউ দিল্লী)

এসিএ - ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম (ভিসাখাপাটনাম)

সানরাইজার্স হায়দেরাবাদ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম (হায়দ্রাবাদ)
পাঞ্জাব কিংস

হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম (ধর্মশালা)

মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (চন্ডিগড়)

লখনৌ সুপার জায়ান্টস ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম (লখনৌ)

আইপিএল ২০২৫ পাওয়ার র‍্যাংকিং

আমরা এখন এখানে ২০২৫ সালের আইপিএলে কোন দল সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে তার পাওয়ার র‍্যাংকিং লিস্ট দেখবো। প্রথমে বলে রাখি এটি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত কারণ এই আমি দল দেখে এই পাওয়ার র‍্যাংকিংটি নির্বাচন করেছি।

১) মুম্বাই ইন্ডিয়ান্সঃ আমার পাওয়ার র‍্যাংকিং লিস্টে সর্বপ্রথম রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে জাসপ্রিত ভুমরা যদি ইনজুরির কারণে আইপিএল খেলতে না পারে তাহলে মুম্বাই ইন্ডিয়ানস কে আমি পাওয়ার র‍্যাংকিং এক নম্বর থেকে পাওয়ার র‍্যাংকিং ২ নাম্বারে নিয়ে যাব।

২) চেন্নাই সুপার কিংসঃ আইপিএল এর কিং চেন্নাই কে আমি এইবার ২০২৫ সালের আইপিএলে দুই নম্বরে রেখেছি। তবে মনে রাখবেন মুম্বাই এবং চেন্নাই এর মধ্যে ১৯/২০ পার্থক্য রয়েছে। তাছাড়া চেন্নাই টিমে বরাবরের মতোই রয়েছে ক্যাপ্টেন কুল এমএস ধোনি। এজন্য আমি মুম্বাইকে যদি ১০০ দিই তাহলে চেন্নাইকে দিব ৯৯।

৩) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ এবারের আইপিএল এ আমি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তিন নম্বর পাওয়ার র‍্যাংকিং এ রেখেছি। কারণ বেঙ্গালুরু প্রতিবছর ভালো বলার না থাকার কারণে আইপিএল ট্রফি জিততে পারে না। কিন্তু এই বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো ভালো কিছু বলার দলে ভিড়িয়েছে।

৪) গুজরাট টাইটান্সঃ গুজরাট টাইটানস প্রথম বছর আইপিএল খেলতে এসে চমক দেখিয়ে শিরোপা জিতেছিল। কিন্তু গত বছর গুজরাট টাইটান্স খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। এই বছর মনে হচ্ছে গুজরাট টাইটান্স এর একটি ব্যালেন্স টিম রয়েছে।
আইপিএল-২০২৫-পাওয়ার-র‍্যাংকিং
৫) সানরাইজার্স হায়দারাবাদঃ গুজরাট টাইটান্স এর মত এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদেও একটি ব্যালেন্স টিম রয়েছে। এজন্য আমি এই দলকে ৫ নম্বর পাওয়ার র‍্যাংকিং এ রেখেছি।

৬) কলকাতা নাইট রাইডার্সঃ গতবারের চ্যাম্পিয়ন কলকাতাকে আমি এই বছর ৬ নম্বর পাওয়ার র‍্যাংকিং এ রেখেছি। তবে মনে রাখবেন কলকাতা যখন ভালো খেলতে শুরু করবে তখন কলকাতাকে হারানো মুশকিল। যেমনটি তারা গতবার খেলেছিল। কিন্তু এই বছর কলকাতা নাইট রাইডার্স কেমন করবে তা নির্ভর করছে প্রথম তিনটি ম্যাচের ওপর।

৭) রাজস্থান রয়েলসঃ রাজস্থান রয়েলস দলের কোচ যদি রাহুল দ্রাবিড় হয় তাহলে রাজস্থান রয়েলসের ভালো খেলার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাহুল দ্রাবিড় বাদে যদি অন্য কেউ কোচ হয় তাহলে রাজস্থান রয়েলস তেমন ভালো পারফরম্যান্স নাও করতে পারে। এজন্য আমি রাজস্থান রয়েলস কে পাওয়ার র‍্যাংকিং ৭ নম্বরে রেখেছি।

৮) দিল্লি ক্যাপিটালসঃ দিল্লি ক্যাপিটালসেও ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু দিল্লি ক্যাপিটালসকে শিরোপা দিতে হলে কয়েকজন প্লেয়ার দিয়ে পারফরম্যান্স করালে হবে না। দলীয় একটি সাপোর্ট যদি কিছু কিছু প্লেয়ার পায় তাহলে দিল্লি ক্যাপিটালস এই বছর ভালো করতে পারে। ঠিক এজন্যই আমি দিল্লি ক্যাপিটালকে পাওয়ার র‍্যাংকিং ৮ নম্বরে রেখেছি।

৯) লখনৌ সুপার জায়ান্টসঃ আমার মনে হচ্ছে এই বছর লখনৌ সুপার জায়ান্টস খুব ভালো পারফরম্যান্স করতে পারবেনা এজন্য আমি এই দলকে নয় নম্বরে রেখেছি।

১০) পাঞ্জাব কিংসঃ বরাবরের মতোই আমি এই বছরও পাঞ্জাব কিংসকে ১০ নম্বর স্থানে রেখেছি। কারণ পাঞ্জাব কিংস ভালো ভালো প্লেয়ার ব্যালেন্স করে কিনতে পারেনা। পাঞ্জাব কিংস অনেক খরচ করে এটা ঠিক কিন্তু পরিকল্পনা মাফিক প্লেয়ার না কেনার জন্য শিরোপা দিতে পারে না।

12FAQs

১) আইপিএল ২০২৫ কবে শুরু হবে?
উত্তরঃ ২০২৫ সালে আইপিএল শুরু হবে মার্চ মাসের ২২ তারিখ থেকে।

২) আইপিএল ২০২৫ কবে শেষ হবে?
উত্তরঃ টানা দুই মাস আইপিএল চলার পর মে মাসের ২৫ তারিখে শেষ হবে।

৩) 2025 সালে আইপিএলের ফাইনাল ম্যাচ কবে?
উত্তরঃ 2025 সালে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে।

৪) ২০২৫ সালের আইপিএলে কয়টি দল খেলবে?
উত্তরঃ ২০২৫ সালের আইপিএলে মোট দশটি দল খেলবে।

৫) ২০২৫ সালের আইপিএলে সবচেয়ে শক্তিশালী টিম কোনটি?
উত্তরঃ ২০২৫ সালের আইপিএলে সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে- মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।

শেষ আলোচনা

এই ছিল আজকের আলোচনা, আমি আশা করছি আপনাদের আমি সমস্ত তথ্য দিতে পেরেছি। এছাড়া আপনারা যদি ২০২৫ সালের আইপিএলের সকল টিমের প্লেয়ারদের লিস্ট দেখতে চান তাহলে, আমি উপরে একটি লিংক দিয়েছি সেখানে ক্লিক করুন। তাহলে আইপিএল সম্পর্কে কোন তথ্য অন্য জায়গায় আপনাকে আর খুঁজতে হবে না।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url