প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার | প্রবাসী কল্যাণ ব্যাংক সব শাখা

প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বমোট ১২৩টি প্রবাসী কল্যাণ ব্যাংক হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান শাখা এবং অন্যান্য শাখা মিলিয়ে সারা বাংলাদেশে ১২৩টি প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারা পাবেন। এই আর্টিকেলে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক সব শাখার ঠিকানা গুলো দিয়ে দিব।
প্রবাসী-কল্যাণ-ব্যাংক-হেল্পলাইন-নাম্বার
এছাড়া এই আর্টিকেলে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার গুলো পাবেন সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক নিয়ে।

সূচিপত্রঃ প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার | প্রবাসী কল্যাণ ব্যাংক সব শাখা

এই ব্লগ পোস্ট থেকে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সমস্ত তথ্য পাবেন তা এক নজরে দেখে নিন-

প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার

আপনাদের অনেকেরই প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার প্রয়োজন পড়ে। কিন্তু আপনারা হঠাৎ করে এই নাম্বার গুলো খুঁজে পান না। এজন্য আমি আজকে এখানে বাংলাদেশের সকল প্রবাসী কল্যাণ ব্যাংকের হেল্প নম্বর গুলো প্রদান করব। 


আমি আশা করছি এই আর্টিকেলটি পড়লে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে আর কোন তথ্য জানা লাগবে না।

প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্প নাম্বার-

শাখা সমূহ মোবাইল নাম্বার ফোন নাম্বার
প্রধান শাখা (ঢাকা) ০১৭০০৭০২৭০০ ০২৮৩২১৮৭৮
ময়মনসিংহ ০১৭০০৭০২৭০৫ ০৯১৬২১৪৬
কিশোরগঞ্জ ০১৭০০৭০২৭০৮ ০৯৪১৬২৩১৩
চট্টগ্রাম ০১৭০০৭০২৭১৭ ০৩১২৫৮৪৫১৩
কুমিল্লা ০১৭০০৭০২৭১৮ ০৮১৭৩৪১০
নোয়াখালী ০১৭০০৭০২৭১৯ ০৩২১৭১৭৮০
ব্রাহ্মণবাড়ীয়া ০১৭০০৭০২৭২০ ০৮৫১৬১০৮২
কক্সবাজার ০১৭০০৭০২৭২১ ০৩৪১৬২০৩৬
রাঙ্গামাটি ০১৭০০৭০২৭২২ ০৩৫১৬৩৭৪৬
ফেনী ০১৭০০৭০২৭২৫ ০৩৩১৬৯১১৯
সিলেট ০১৭০০৭০২৭২৮ ০৮২১৭১৫৩৭৬
রাজশাহী ০১৭০০৭০২৭৩২ ০৭২১৭৬১৬১৯
চাঁপাইনবাবগঞ্জ ০১৭০০৭০২৭৩৩ ০৭৮১-৫৩৩৮২
বগুড়া ০১৭০০৭০২৭৩৪ ০৫১৬২২৫৮
নওগাঁ ০১৭০০৭০২৭৩৫ ০৭৪১৬১০৬২
পাবনা ০১৭০০৭০২৭৩৬ ০৭৩১৬৫৬১৯
খুলনা ০১৭০০৭০২৭৩৮ ০৪১৭২২৬৭২
কুষ্টিয়া ০১৭০০৭০২৭৩৯ ০৭১৬৩৩৫২
যশোর ০১৭০০৭০২৭৪০ ০৪২১৭১৭৫৫
রংপুর ০১৭০০৭০২৭৪১ ০৫২১৫৫৭০৯
দিনাজপুর ০১৭০০৭০২৭৪২ ০৫৩১৬৬৫৮০
বরিশাল ০১৭০০৭০২৭৪৪ ০৪৩১৬২১৬৭
নাটোর ০১৭১৩০৫৭৫৩৩
খাগড়াছড়ি ০১৭১৩০৫৭৫৭৮
বান্দরবান ০১৭১৩০৫৭৫৭৭

উপরের এই ২৫টি শাখা বাদেও আরো ৯৮টি শাখা রয়েছে। বাংলাদেশের প্রতিটি প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা এবং তাদের মোবাইল নাম্বার জানার জন্য নিচের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

প্রবাসী কল্যাণ ব্যাংক অফিশিয়াল ওয়েবসাইট - লিংক

প্রবাসী কল্যাণ ব্যাংক সব শাখা

এখন আমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রধান প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা গুলো এখানে তুলে ধরব। প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে আপনারা যদি তা জানতে চান তাহলে উপরে আমি যে লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করুন। কারণ এখানে আমি শুধুমাত্র প্রধান কিছু শাখার নাম আপনাদের দিয়ে দিব।

শাখা ঠিকানা
প্রধান শাখা (ঢাকা) ৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০
ময়মনসিংহ টিটিসি কমপ্লেক্স, ১৬৪ মাসকান্দা (ঢাকা রোড), ময়মনসিংহ
কিশোরগঞ্জ রাবেয়া ভবন, বড়বাজার মাছমহল, কিশোরগঞ্জ
চট্টগ্রাম হোসেন মঞ্জিল, বায়োজিদ বোস্তামি রোড, পাঁচলাইশ, চট্রগ্রাম
কুমিল্লা ৬১৩/৫৬২,মাজেদা ভবন, লাকসাম রোড, আদর্শ সদর, কুমিল্লা-৩৫০০
নোয়াখালী টিটিসি কমপ্লেক্স, গাবুয়া, বেগমগঞ্জ, নোয়াখালী
ব্রাহ্মণবাড়ীয়া এফএম ভবন, হোল্ডিং-১৩৯৫, কাউতলী বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া
কক্সবাজার দক্ষিণ কহেলী, ফ্ল্যাট নং-১/এ, পাহাড়তলী রোড, কক্সবাজার
রাঙ্গামাটি কাদেরিয়া মার্কেট, হোল্ডিং-৬১৯/৭২/খ(১১), কাটা পাহাড় লেন, বনরুপা, ওয়ার্ড-৭, রাঙ্গামাটি সদর
ফেনী বিছমিল্লাহ মার্কেট, ১৭২ মহিপাল ফিশারি রোড, ফেনী সদর, ফেনী
সিলেট খয়রুন ভবন, হোল্ডিং-৩৭৯০০, মিরবক্সটুলা রোড, সিলেট সদর
রাজশাহী মঞ্জু ভিলা, সপুরা রোড, ওয়ার্ড নং ১৮, থানা: শাহ্ মখদুম, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ কাওসার ভিলা, হোল্ডিং ৫২৬/৫২৭, সোনা মসজিদ রোড, ওয়ার্ড নং- ১৪, চাঁপাইনবাবগঞ্জ সদর
বগুড়া হোল্ডিং নং-১৬২২, শহীদ তারেক রোড, ওয়ার্ড নং-০৩, নামাজগড়, বগুড়া সদর
নওগাঁ আনোয়ার ভবন, হোল্ডিং নং-৩১৯৭/২, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সড়ক, ওয়ার্ড নং-৩, থানা: নওগাঁ সদর, নওগাঁ
পাবনা টিটিসি কমপ্লেক্স, উপজেলাঃ রাজাপুর, দুগাছি, পাবনা
খুলনা মালিহা প্লাজা, ১৮/বি, মজিদ স্বরণী, সোনাডাঙ্গা, খুলনা
কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং কমপ্লেক্স, শৌরহাস, বিসিক, কুষ্টিয়া
যশোর মার্স পয়েন্ট, হোল্ডিং নং-৯৭, আরএন রোড, ওয়ার্ড নং-৮, যশোর পৌরসভা, কোতয়ালী, যশোর
রংপুর এআরবি কমপ্লেক্স, রোড নং-০১, হোল্ডিং ১৪৩৬৪, কলেজ রোড, কোতয়ালী, রংপুর
দিনাজপুর টিটিসি কমপ্লেক্স, মাতাসাগর রোড (রাজারামপুর), শেকপুরা, দিনাজপুর
বরিশাল টিটিসি কমপ্লেক্স, সি এন্ড বি রোড, বরিশাল
নাটোর ফিরোজ লজ, কানাইখালি রোড, নাটোর সদর, নাটোর
খাগড়াছড়ি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরো, টিটিসি, গোলাবাড়ি-৪৪০০, খাগড়াছড়ি
বান্দরবান বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা, বান্দরবান সদর, বান্দরবান

সোর্সঃ প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসী কল্যাণ ব্যাংক হাউজ লোন

প্রবাসী কল্যাণ ব্যাংকের হাউজ লোনের বিষয়ে আপনারা যারা জানতে চান তারা এখন নিচের আলোচনাগুলো মনোযোগ দিয়ে পড়ুন। কারণ এখানে এখন হাউজ লোনের বিষয়ে এ টু জেড আলোচনা করা হবে।
প্রবাসী-কল্যাণ-ব্যাংক-হাউজ-লোন
আমরা জানি প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের ঋণের সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে হাউজ লোন সুবিধা। এই লোনের মাধ্যমে আপনি খুব সহজেই একটি বাড়ি ক্রয় করতে পারবেন অথবা বাড়ির সংস্কার এবং বাড়ির নির্মাণ করতে পারবেন।
  • আপনি যদি হাউজ লোনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে আবেদন করেন তাহলে আপনাকে কত পরিমান ঋণ দিবে তা নির্ভর করবে আপনার আয়ের ওপর।
  • আপনার ঋণের ওপর সুদের হার কেমন হবে তা বিভিন্ন সময়ের ভিত্তিতে পরিবর্তন হতে পারে। আবার ঋণের পরিমাণ এর ওপরেও সুদের হার নির্ভর করে।
  • আপনার শর্ত অনুযায়ী এবং আয়ের ধরন অনুযায়ী ঋণের মেয়াদ ৫ থেকে ২০ বছর পর্যন্ত হতে পারে।
  • আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ঋণ নেওয়ার জন্য আপনাকে প্রবাসে থাকার ডকুমেন্ট, আয়ের সনদ, ব্যাংক স্টেটমেন্ট এগুলো প্রয়োজন হতে পারে।
  • প্রবাসী কল্যাণ ব্যাংক জামানত গ্রহণ করবে কিনা তা নির্ভর করবে ঋণদাতার নীতিমালার উপরে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা

প্রবাসী ব্যক্তিদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সমস্ত লোন সুবিধা গুলো রয়েছে সেগুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই এখন আমি এই ব্যাংকের বিভিন্ন লোনের সুবিধা গুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি।
  • প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বপ্রথম যে সুবিধাটি দিয়ে থাকে সেটি হল হোম লোনের সুবিধা।
  • প্রবাসী ব্যক্তিদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিয়ে থাকে।
  • এছাড়া প্রবাসী ব্যক্তিরা যদি ব্যবসা করতে চায় তাহলে সে ক্ষেত্রেও প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দেয়।
  • আপনি যদি দেশের বাইরে যেতে চান তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের বাইরে যেতে পারবেন।
  • প্রবাসী ব্যক্তিদের আয় ইনকামের ওপরে সুদ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ব্যক্তিদের চাহিদার উপর নির্ভর করে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করা হয় যেন প্রবাসী ব্যক্তিরা ঋণ প্রদানের জন্য চাপে না থাকে।
  • প্রবাসী কল্যাণ ব্যাংকের আরেকটি ভালো ঋণ সুবিধা হচ্ছে এখানে সুদের পরিমাণ অনেক কম।
  • প্রবাসী ব্যক্তিদের সুবিধা অনুযায়ী ঋণ পরিশোধের মেয়াদ ঠিক করা হয়। আবার ঋণ পরিষদের সময়সীমা বাড়ানোর সুযোগ থাকে।
এছাড়া প্রবাসী ব্যক্তিদের চাহিদা অনুযায়ী, আরো অনেক প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধা চালু হতে পারে। আপডেট ঋণ সুবিধা গুলো পাওয়ার জন্য তাদের হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের হেল্পলাইন নম্বর গুলো আমি এই আর্টিকেলে দিয়ে দিয়েছি এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি যেন আপনারা সমস্ত হেল্পলাইন নম্বর এবং শাখা পেয়ে যান।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ম কি কি রয়েছে সে সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন নেওয়ার পূর্বে আপনাকে কিছু নিয়ম কানুন গুলো পালন করতে হবে। তবেই আপনি এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি কাগজ লাগবে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত টাকা ঋণ নেওয়া যায় তা এখান থেকে জানতে পারবেন।


প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন আপনি ৩ ভাবে নিতে পারবেন। যেমনঃ অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ এবং বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ।

১) অভিবাসন ঋণঃ

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ নিতে হলে আপনাকে প্রবাসে যাওয়ার সকল ডকুমেন্ট গুলো নিয়ে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় কাগজপত্র জমা দিতে হবে।

অভিবাসনের ঋণ নিতে যে সমস্ত কাগজপত্র লাগবে তা দেখে নিন-
  • সর্বপ্রথম প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় একটি একাউন্ট থাকতে হবে।
  • পাসপোর্ট বা ভিসার ফটোকপি।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • নাগরিক সনদপত্র।
  • দুইজন জমিদারের তথ্য এবং জমিদার কর্তৃক স্বাক্ষরকৃত ৩টি চেকের পাতা।
ঋণের পরিমাণ- অভিবাসন ঋণ আপনি সর্বোচ্চ ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন।

২) পুনর্বাসন ঋণঃ

পুনর্বাসন ঋণ তখনই একজন ব্যক্তিকে প্রদান করা হয় যখন সেই ব্যক্তি প্রবাস থেকে বাংলাদেশে চলে আসে। আপনি যদি একজন বৈধ উপায়ে প্রবাসী ব্যক্তি হয়ে থাকেন এবং যেকোনো সমস্যার কারণে বাংলাদেশে ফিরে চলে আসেন তবেই আপনি পুনর্বাসন ঋণ পেতে পারেন।

পুনর্বাসন ঋণ নিতে যে সমস্ত কাগজপত্র লাগবে তা দেখে নিন-
  • পুনর্বাসন ঋণ নেওয়ার জন্য সর্বপ্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে বিদেশ থেকে আসার প্রমাণপত্র বা ডকুমেন্ট।
  • আপনি যদি জামানত দিতে চান তাহলে জামানতের কাগজপত্র প্রয়োজন পড়বে।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
  • যিনি ঋণ গ্রহণ করবেন তার বিনিয়োগের ঘোষণা পত্র।
  • যে ব্যক্তি ঋণ গ্রহণ করবেন তারা স্বাক্ষর সহ তিন পাতার চেক।
  • গত দুই বছরের আয় সহ অন্যান্য আয়ের প্রমাণপত্র।
  • জমিদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটা।
  • জমিদারের নাগরিক সনদপত্র।
  • আবেদনকারী ব্যক্তির নাগরিক সনদপত্র।
ঋণের পরিমাণ- আপনি যদি সম্পত্তি জামানত রাখেন তাহলে আপনি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আর আপনি যদি জামানত না দিতে চান তাহলে আপনি সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ঋণ পাবেন। পুনর্বাসন ঋণের সর্বোচ্চ মেয়াদ থাকে দশ বছর।

৩) বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণঃ

আপনি যদি একজন প্রবাসী ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি চান আপনার পরিবারের কেউ ঋণ গ্রহণ করবে তাহলে সেই ঋণ হবে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। এক্ষেত্রে আপনার অনুমতি ক্রমে আপনার পরিবারের যে কেউ এই ঋণ গ্রহণ করতে পারবে।

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ নিতে যে সমস্ত কাগজপত্র লাগবে তা দেখে নিন-
  • প্রবাসী ব্যক্তির এক বছরের আয় এবং ব্যয়ের প্রমাণপত্র।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের ফটোকপি।
  • যদি থাকে তাহলে লিজের চুক্তিপত্র
  • প্রশিক্ষণপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে।
  • জমিদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
  • জমিদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • জমিদারের নাগরিক সনদপত্র।
  • আবেদনকারী নাগরিক সনদপত্র।
  • স্বাক্ষর সহ তিনটি চেকের পাতা।
ঋণের পরিমাণ- বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ আপনি সর্বোচ্চ নিতে পারবেন ১০ লক্ষ টাকা কিন্তু এ ক্ষেত্রে আপনাকে জামানত দিতে হবে। কিন্তু আপনি যদি তিন লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন তাহলে আপনাকে জামানত দিতে হবে না।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়মঃ 

আপনি যদি এই ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনাকে নিকটস্থ শাখায় গিয়ে ফরম পূরণ করে উপরের কাগজপত্র গুলো সংযুক্ত করে জমা দিতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন

এছাড়া আপনি যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করার পর, উপরের কাগজগুলো সংযুক্ত করে জমা দিতে পারবেন। আপনি যে লিংকে ঢুকে প্রবাসী কল্যাণ ব্যাংকের অনলাইন আবেদন করতে পারবেন তা আমি এখন নিচে দিয়ে দিচ্ছি।

অনলাইন ফর্ম ডাউনলোড করার- লিংক

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পরিশোধ করার নিয়ম

আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর কিভাবে তা পরিশোধ করবেন তা আপনি প্রথমেই চুক্তি করে নিতে পারবেন। অর্থাৎ আপনার সময় মত আপনি ঋণ পরিষদের সময়সীমা নির্ধারণ করতে পারবেন আবার প্রয়োজনের তাগিদে তা বাড়াতে পারবেন।
প্রবাসী-কল্যাণ-ব্যাংক-লোন-পরিশোধ-করার-নিয়ম
তবে প্রবাসী কল্যাণ ব্যাংকের ধার্যকৃত নিয়ম অনুযায়ী-
  • অভিবাসন ঋণ দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
  • পুনর্বাসন ঋণ ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
  • বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত টাকা ঋণ নেওয়া যায়

এই ব্যাংক থেকে আপনি যত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তা নিজে দেওয়া হলো-

অভিবাসন লোনের মেয়াদ ২ বছর থাকে = সর্বোচ্চ এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা
পুনর্বাসন লোনের মেয়াদ ১০ বছর থাকে = সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোনের মেয়াদ ১০ বছর = সর্বোচ্চ ১০ লক্ষ টাকা

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের উপর সুদের হার

প্রবাসী কল্যাণ ব্যাংকে কোন লোনের ওপর কেমন সুদ ধার্য করা হয় তা জানতে নিচের টেবিলটি লক্ষ্য করুন-
লোনের নাম লোনের পরিমান লোন পরিশোধের মেয়াদ সুদের হার
অভিবাসন লোন ১,০০,০০০-৩,০০,০০০ ২ বৎসর ৯%
পূর্ণবাসন লোন ৫০,০০,০০০ ১০ বৎসর ৯%
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন ১০,০০,০০০ ১০ বৎসর ৯%

FAQs

১) PKB কি?
উত্তরঃ PKB এর পূর্ণরূপ হচ্ছে Probashi Kallyan Bank।

২) প্রবাসী কল্যাণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংকে বলা হয় প্রবাসীদের বিশেষায়িত ব্যাংক। এই ব্যাংকটি রাষ্ট্র মালিকানাধীন একটি ব্যাংক।

৩) প্রবাসী কল্যাণ ব্যাংক এর কার্যক্রম কবে শুরু হয়?
উত্তরঃ ২০১১ সালের ২০ এপ্রিল থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছিল।

৪) প্রবাসী কল্যাণ ব্যাংক কি সরকারি?
উত্তরঃ হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংক একটি সরকারি ব্যাংক।

শেষ আলোচনা

আমি আশা করছি আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার এবং প্রবাসী কল্যাণ ব্যাংক সব শাখাগুলোর সঠিক তথ্য পেয়েছেন। আপনারা যারা প্রবাসী রয়েছেন এবং বাংলাদেশের ঋণ নিতে চাচ্ছেন তারা আমার এই আর্টিকেলটি যদি ভালোভাবে পড়েন তাহলে আপনার আর প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে অন্য কিছু জানার প্রয়োজন হবে না। তাই আমি এই আর্টিকেলে বিস্তারিতভাবে আপনাদের সব তথ্য তুলে ধরেছি।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url