প্রিলিমিনারি ও লিখিত বিসিএস সিলেবাস বাংলা ভার্সন নতুন সিলেবাসের আলোকে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস সিলেবাস বাংলা ভার্শন প্রকাশিত করে না। তারা বিসিএস সিলেবাসের ইংরেজি ভার্সন প্রকাশিত করে। এই কারণে যারা নতুন বিসিএস পরীক্ষার্থী রয়েছেন তাদের এই ইংরেজি ভার্সনের সিলেবাসটি বুঝতে অনেক সমস্যা হয়। এজন্য আমি আজকে আপনাদেরকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিসিএস এর প্রিলি এবং লিখিত সিলেবাস বাংলা ভার্সনে প্রদান করব।

বিসিএস-সিলেবাস-বাংলা-ভার্সন
তাই আপনারা যদি বিসিএস সিলেবাস বাংলা ভার্সন এ পেতে চান তাহলে মনোযোগ দিয়ে এই ব্লগ পড়ুন। ইনশাল্লাহ আপনি বিসিএস সিলেবাসের এটুজেড বিষয় এই আর্টিকেল থেকে জানতে পারবেন।

সূচিপত্রঃ প্রিলিমিনারি ও লিখিত বিসিএস সিলেবাস বাংলা ভার্সন

আপনি যেখান থেকে পড়তে চান সেখানে ক্লিক করুন-

বিসিএস সিলেবাস বাংলা ভার্সন

বিসিএস সিলেবাস বাংলা ভার্সন সম্পর্কে বিস্তারিত জানতে চান? এখানে আপনি বিসিএস পরীক্ষার বাংলা ভার্সনের পূর্ণ সিলেবাস পেতে যাচ্ছেন।  এই বাংলা ভার্সনের বিসিএস সিলেবাসে সকল বিষয়ের বিস্তারিত বিবরণ রয়েছে যা একজন চাকরি প্রার্থীকে  গুছিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে।  আপনি বাংলা ভার্সনে সিলেবাস অনুসরণ করে সহজে আপনার পড়াশোনার পরিকল্পনা সাজাতে পারবেন। 
বিসিএস-সিলেবাস-সম্পর্কে-বিশেষ-দ্রষ্টব্য
বিসিএস সিলেবাস বাংলা ভার্সনে এখন অনলাইনে সহজেই পাওয়া যায়। কিন্তু সব জায়গায় গুছিয়ে দেওয়া থাকে না এজন্য আমি আপনাদের এই আর্টিকেলে গুছিয়ে সম্পূর্ণ সিলেবাস প্রদান করব, যা আপনাকে অন্যান্যদের তুলনায় পরীক্ষায় সফল হতে অনেক বেশি সহায়তা করবে।


এছাড়া বিসিএস প্রিলি এবং রিটেন পরীক্ষার কমন টপিকগুলো আমি এখানে আপনাদের দিয়ে দেব। এই কমন টপিকগুলো আপনারা প্রিলি প্রিপারেশন নেওয়ার সময় কমপ্লিট করে ফেলবেন। তাহলে লিখিত পরীক্ষার সময় আপনারা অন্যান্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকবেন।


যেকোনো পরীক্ষায় ভালো প্রিপারেশন নেওয়ার জন্য সিলেবাস সর্বপ্রথম ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস এর সিলেবাস অনেকেই বোঝেনা এজন্য সবাই মনে করেন বিসিএস এর সিলেবাস অনেক বড়। কিন্তু আপনারা যদি এই সিলেবাস দেখে ইম্পরট্যান্ট টপিক গুলো বাছাই করে প্রস্তুতি নেন তাহলে বিসিএস পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারবেন।

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস সর্বমোট ২০০ নম্বর
১) বাংলা ভাষা ও সাহিত্য ৩৫ মার্ক
২) ইংরেজি গ্রামার এবং সাহিত্য ৩৫ মার্ক
৩) বাংলাদেশ বিষয়াবলী ৩০ মার্ক
৪) আন্তর্জাতিক বিষয়াবলী ২০ মার্ক
৫) ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০ মার্ক
৬) সাধারণ বিজ্ঞান ১৫ মার্ক
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫ মার্ক
৮) গাণিতিক যুক্তি ১৫ মার্ক
৯) মানসিক দক্ষতা ১৫ মার্ক
১০) নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১০ মার্ক

বিসিএস লিখিত সিলেবাস মোট ৯০০ নম্বর
১) বাংলা ১ম ও ২য় পত্র ২০০ মার্ক
২) ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র ২০০ মার্ক
৩) বাংলাদেশ বিষয়াবলী ২০০ মার্ক
৪) আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ মার্ক
৫) সাধারণ বিজ্ঞান ৬০ মার্ক
৬) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ৪০ মার্ক
৭) গাণিতিক যুক্তি ৫০ মার্ক
৮) মানসিক দক্ষতা ৫০ মার্ক

বাংলা সাবজেক্ট সিলেবাস

বাংলা প্রিলিমিনারি সিলেবাস - ৩৫ মার্ক
বাংলা ভাষা মার্ক ১৫ বাংলা সাহিত্য ২০ মার্ক
প্রয়োগ অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। ১৫ প্রাচীন ও মধ্যযুগ ০৫ মার্ক
আধুনিক যুগ (১৮০০ থেকে বর্তমান পর্যন্ত) ১৫ মার্ক

বাংলা লিখিত সিলেবাস - ২০০ মার্ক

* বাংলা প্রথম পত্র ১০০ মার্ক ঃ সাধারণ এবং টেকনিক্যাল / পেশাগত উভয় ক্যাডারের জন্য

 ১) ব্যাকরণঃ ৫ * ৬ = ৩০ মার্ক
  •  শব্দ গঠন
  •  বানান / বানানের নিয়ম
  •  বাক্যশুদ্ধি / প্রয়োগ ও অপপ্রয়োগ
  •  প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ
  •  বাক্য গঠন
২) ভাব সম্প্রসারণ = ২০ মার্ক
৩) সারমর্ম = ২০ মার্ক
৪) বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর = ৩০ মার্ক
৫) রচনা = ৪০ মার্ক

* বাংলা দ্বিতীয় পত্র ১০০ মার্কঃ শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য

১) অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) - ১৫ মার্ক
২) কাল্পনিক সংলাপ - ১৫ মার্ক
৩) পত্র লিখন - ১৫ মার্ক
৪) গ্রন্থ সমালোচনা - ১৫ মার্ক
৫) রচনা - ৪০ মার্ক

* বাংলা প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস এর কমন টপিক সমূহ-
  • বানান ও বাক্য শুদ্ধিকরণ (মানসিক দক্ষতাতেও কাজে লাগবে)
  • বাগধারা
  • বাক্য রূপান্তর
  • বাংলা সাহিত্য

ইংরেজি সাবজেক্ট সিলেবাস

ইংরেজি প্রিলিমিনারি সিলেবাস - ৩৫ মার্ক

* Part A: language - 20 mark

1) Part of speech:
  • The noun: The determiner, The gender, The number
  • The pronoun
  • The verb:
    • The finite: transitive, intransitive
    • The non-finite: participle, infinitive, gerund
    • The linking verb
    • The phrasal verb
    • Modals verb
  • The adjective
  • The adverb
  • The preposition
  • The conjunction
2) Idiom & phrases:
  • Meaning of phrases
  • Kinds of phrases
  • Identifying phrases
3) Clauses:
  • The principal clause
  • The subordinate clause: The noun clause, The adjective clause, The adverbial clause and its item.
4) Correction: The tense, the verb, the preposition, the determiner, the gender, the number, the subject-verb agreement.

5) Sentence and transformation:
  • The sentence: simple, complex, compound
  • Voice: active voice, passive voice
  • Degree: Positive, comparative, superlative degree
6) Words / vocabulary:
  • Meanings
  • Synonym
  • Antonym
  • Spellings
  • Uses of words as various parts of speech
  • Formation of new words by adding prefixes and suffixes
7) Composition: Name of parts of paragraph / letter / application

* Part B: English literature - Mark 15

1) Name of Writers of literary pieces from Elizabethan period to the 21st century.

2) Quotation from drama / poetry of different ages.

ইংরেজি লিখিত সিলেবাস বাংলা ভার্সন - ২০০ মার্ক

* Part A: অনুধাবন পাঠ - ১০০ মার্ক
বিস্তারিত ব্যাখ্যা মার্ক
১) সমকালীন বিষয়ের উপরে পাঠ্যপুস্তক বহিরভূত একটি অনুচ্ছেদ পরীক্ষায় আসবে। এই অনুচ্ছেদ এর আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ৩০ মার্ক
২) এই অনুচ্ছেদের আলোকে ব্যাকরণ ও সাধারণ নিতি নীতি সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ৩০ মার্ক
৩) প্রদত্ত অনুচ্ছেদের সামারি লিখতে হবে। ২০ মার্ক
৪) প্রদত্ত অনুচ্ছেদের সাথে সম্পর্কিত কোন বিষয়ের উপরে একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদক বরাবর একটি চিঠি লিখতে হবে। ২০ মার্ক

Part B: ১০০ মার্ক

বিস্তারিত ব্যাখ্যা মার্ক
১) সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধটি নির্ধারিত শব্দ সীমার মধ্যে হতে হবে এবং তাতে সমকালীন বিষয়ের উপর বিশ্লেষণ, দক্ষতা ও প্রতিফলন থাকতে হবে। ৫০ মার্ক
২) ইংরেজি হতে বাংলায় অনুবাদ। ২৫ মার্ক
৩) বাংলা হতে ইংরেজিতে অনুবাদ। ২৫ মার্ক

ইংরেজি প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস এর কমন টপিক সমূহ
  • Parts of speech (Transformation)
  • Vocabulary (Synonym, Antonym, Meaning)
  • Correction of sentence

বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস (Bangladesh affairs)

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস বাংলাদেশ বিষয়াবলী - ৩০ মার্ক

১)  বাংলাদেশের জাতীয় বিষয়াবলী (৬ মার্ক)
  • প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি।
  • বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধার ইতিহাসঃ ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন,  ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন,  গণঅভ্যুত্থান ১৯৬৮ থেকে ১৯৬৯,  ১৯৭০ সালের সাধারণ নির্বাচন,  ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন,  ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,  স্বাধীনতা ঘোষণা,  মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
২)  বাংলাদেশের কৃষিজ সম্পদ (৩ মার্ক)
  • শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন এবং ব্যবস্থাপনা।
৩)  বাংলাদেশের জনসংখ্যা (৩ মার্ক)
  • জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়।
৪)  বাংলাদেশের অর্থনীতি (৩ মার্ক)
  • উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
৫)  বাংলাদেশের শিল্প ও বাণিজ্য (৩ মার্ক)
  • শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানি, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
৬)  বাংলাদেশের সংবিধান (৩ মার্ক)
  • প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্রপরিচালনার মূলনীতি সমূহ, সংবিধানের সংশোধনী সমূহ।
৭)  বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা (৩ মার্ক)
  • রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পারিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ এবং এদের ভূমিকা।
৮)  বাংলাদেশের সরকার ব্যবস্থা (৩ মার্ক)
  • আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্ববিন্যাস ও সংস্কার।
৯)  অন্যান্য বিষয়াদি (৩ মার্ক)
  • বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়াদি।
বিসিএস লিখিত সিলেবাস বাংলাদেশ বিষয়াবলী - ২০০ মার্ক

১) বাংলাদেশের ভৌগলিক অবস্থান, ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য ও সময়ের বিবর্তনে এর উন্নয়ন।

২) বাংলাদেশের জনসংখ্যার কাঠামোর নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র।

৩) প্রাচীন ও বর্তমান কাল থেকে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি।

৪) স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনীতি, সামাজিক-সাহিত্যিক ও সাংস্কৃতিক উন্নয়ন, দরিদ্র বিমোচন, ভিশন ২০২১ থেকে পরবর্তী, জিএসপি, এনএনপি, জিডিপি ইত্যাদি।

৫) বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক চ্যালেঞ্জ বিশেষ করে এর টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

৬) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও এর টেকসই ব্যবস্থাপনা।

৭) বাংলাদেশের সংবিধান ও সংবিধানের সংশোধনী সমূহ।

৮) বাংলাদেশের সরকার ব্যবস্থাঃ
  • ক) আইন বিভাগঃ প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন, আর্থিক ক্ষমতা, কার্যপ্রণালী, জেন্ডার ইস্যু, রাজনৈতিক দল, সচিবালয়।
  • খ) নির্বাহী বিভাগঃ প্রধান ও প্রকৃত নির্বাহী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, ক্ষমতা ও কার্যাবলী, মন্ত্রিপরিষদ, মন্ত্রিসভা, আমলাতন্ত্র, সচিবালয়, আইন প্রয়োগকারী সংস্থা, জাতীয় এবং স্থানীয় সরকার কাঠামো, বিকেন্দ্রীকরণ কর্মসূচি ও স্থানীয় পর্যায় পরিকল্পনা।
  • গ) শাসন বা বিচার বিভাগঃ কাঠামো, সুপ্রিম কোর্ট, উচ্চ এবং অধস্তনও আদালত সমূহ, সংগঠন, উচ্চ আদালতের ক্ষমতা ও কার্যাবলী, নিয়োগ, বিচারকের মেয়াদ ও অপসারণ, অধস্থান আদালতের প্রতিষ্ঠান সমূহ, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ, বিচারিক পর্যালোচনা, নিষ্পত্তি, গ্রাম আদালত, বিকল্প নিরোধ নিষ্পত্তি।
৯) বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্কঃ
  • লক্ষ্য নির্ধারক সমূহ এবং নীতি প্রনয়ন প্রক্রিয়া, জাতীয় শক্তির নির্ধারক সমূহ, নিরাপত্তা কৌশল,    ভু-রাজনীতি ও পরিবেশ ইস্য, অর্থনৈতিক কূটনীতি, মানব পাচার, আন্তর্জাতিক সংগঠনের অংশগ্রহণ, জাতিসংঘ শান্তিরক্ষা কৌশল, ন্যাম, সার্ক, ওআইসি, বিমসটেক, জি-৮ ইত্যাদি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ, বৈদেশিক সাহায্য ও আন্তর্জাতিক বাণিজ্য।
১০) বাংলাদেশের রাজনৈতিক দলসমূহঃ
  • ঐতিহাসিক ক্রমবিকাশ, নেতৃত্ব, সামাজিক ভিত্তি, কাঠামো, আদর্শ ও কর্মসূচি, দলবাজি, জোটের রাজনীতি, আন্তঃ ও বহিঃদল সমূহের সাথে সম্পর্ক, নির্বাচনী আচরণ, সরকারি ও বিরোধী দলসমূহ।
১১) বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নির্বাচন কমিশনের ভূমিকাঃ
  • নির্বাচনী আইন প্রচারণা, জনপ্রতিনিধিত্ব, অধ্যাদেশ, নির্বাচন পর্যবেক্ষণ দল।
১২) সমসাময়িক তথ্য ও যোগাযোগ ব্যবস্থাঃ
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণমাধ্যম প্রযুক্তি, তথ্য অধিকার এবং শাসন।
১৩) আনুষ্ঠানিক প্রতিষ্ঠানসমূহঃ
  • সুশীল সমাজ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং বাংলাদেশের এনজিও এর ভূমিকা।
১৪) বিশ্বায়ন ও বাংলাদেশঃ
  • অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে IMF, ADB, WB ও অন্যান্য সংস্থার ভূমিকা।
১৫) বাংলাদেশের জেন্ডার ইস্য।
১৬) মুক্তিযুদ্ধের পটভূমি ও পরবর্তী শাসনামলঃ
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা দাবি, ১৯৬৮ থেকে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ৭ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের গঠন ও কার্যক্রম, জাতিসংঘে বৃহৎ শক্তি সমূহের ভূমিকা, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যাবর্তন।
বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস এর কমন টপিক সমূহ
  • বাংলাদেশের সংবিধান
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • জাতীয় অর্জন ও সরকারের সাফল্য সংক্রান্ত তথ্য

আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস (International affairs)

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস আন্তর্জাতিক বিষয়াবলী - ২০ মার্ক
টপিক মার্ক
১) বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। ৫০ মার্ক
২) ইংরেজি হতে বাংলায় অনুবাদ। ৪ মার্ক
৩) বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। ৪ মার্ক
৪) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ৪ মার্ক
৫) আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ৪ মার্ক

বিসিএস লিখিত সিলেবাস আন্তর্জাতিক বিষয়াবলী - ১০০ মার্ক

* ধারণামূলক বিষয় সমুহ - ৪০ মার্ক

১) আন্তর্জাতিক বিষয়াবলীর ধারণাঃ
  • আন্তর্জাতিক বিষয়াবল এর গুরুত্ব, আন্তর্জাতিক বিষয়াবলীর অর্থ ও পরিধি, আন্তর্জাতিক বিষয়াবলী ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক।
২) বিশ্বের কারক সমূহঃ
  • আধুনিক রাষ্ট্র, রাষ্ট্রের ধরন, সার্বভৌমত্ব, অরাষ্ট্রীয় কারক, আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় কারকের মধ্যে সম্পর্ক।
৩) ক্ষমতা ও নিরাপত্তাঃ
  • ক্ষমতা, জাতীয় শক্তি, শক্তি সাম্য,নিরস্ত্রীকরণ, অস্ত্র নিরস্ত্রিকরণ ও নিয়ন্ত্রণ, ভূ-রাজনীতি ও সন্ত্রাসবাদ।
৪) প্রধান প্রধান ধারণা ও আদর্শঃ
  • জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ, উত্তর আধুনিকতাবাদ, বিশ্বায়ন ও নব্য বিশ্ব ব্যবস্থা।
৫) পররাষ্ট্রনীতি ও কূটনীতিঃ
  • পররাষ্ট্র ও কূটনীতির ধারণা, সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি, পররাষ্ট্রনীতির উপাদান / নিয়ামক সমূহ, কূটনৈতিক কার্যাবলী, দায়মুক্তি ও সুবিধা সমূহ।
৬) আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যা সমূহঃ
  • আন্তর্জাতিক বাণিজ্য, মুক্তা বাজার, সংরক্ষণবাদ, বৈদেশিক সাহায্য, ঋণশংকট, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, অর্থনৈতিক উদারতাবাদ, আঞ্চলিকতাবাদ, আঞ্চলিকীকরণ, উত্তর দক্ষিণ ব্যবধান / অসমতা, বৈদেশিক দারিদ্র এবং MDG।
৭) বৈশ্বিক পরিবেশঃ
  • পরিবেশগত ইস্যুর চ্যালেঞ্জসমূহ, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, অভিযোজন, জলবায়ু কূটনীতি।
* গবেষণামূলক বিষয় সমূহ - ৪৫ মার্ক

১) জাতিসংঘঃ
  • জাতিসংঘ এর অঙ্গ সংগঠনসমূহ, জাতিসংঘের গুরুত্ব ও সীমাবদ্ধতা, জাতিসংঘের সংস্কার, নিরাপত্তা পরিষদের ভূমিকা, জাতিসংঘের শান্তিরক্ষা ও কার্যক্রম, মানবাধিকার কার্যক্রম, পরিবেশগত কার্যক্রম, আন্তর্জাতিক অপরাধ আদালত, নারীর ক্ষমতায়ন।
২) ক্ষমতাধর রাষ্ট্র সমূহের বৈদেশিক সম্পর্কঃ
  • আমেরিকা, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি, জাপান, ভারত ও রাশিয়া।
৩) বৈশ্বিক উদ্যোগ এবং প্রতিষ্ঠানসমূহঃ
  • বিশ্ব ব্যাংক, IMF, ADB, জি-৮, জি-৭৭, WTO, কিয়োটো প্রটোকল, কপ (Cop) ইত্যাদি।
৪) আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহঃ
  • সার্ক, বিমেসটেক, EU, আসিয়ান, NATO, OPEC, OIC, আফ্রিকান ইউনিয়ন (AU), উপসাগরীয় সহযোগী পরিষদ (GCC)।
৫) বিশ্বের প্রধান ইস্যু ও দ্বন্দ্ব সমূহঃ
  • রাশিয়া-ইউক্রেন সমস্যা, প্যালেস্টাইন সমস্যা, আরব বসন্ত, সিরিয়া সংকট, পারস্য উপসাগরীয় সংকট, পারমাণবিক ইস্যু ও ইরান, উত্তর কোরিয়া ইস্য, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার সীমান্তদ্বন্দ্ব, পারমাণবিক বিস্তার ও সমসাময়িক সমস্যা সমূহ।
৬) দক্ষিণ এশিয়ার রাজনীতিঃ
  • ভারত পাকিস্তান সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিকীকরণ, পানি বিতর্ক বা দ্বন্দ্ব, সীমান্ত সমস্যা ও সন্ত্রাস।
৭) আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশঃ
  • প্রধান প্রধান অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পদক্ষেপসমূহ।
* সমস্যার সমাধান - ১৫ মার্ক
  • ব্যবসা-বাণিজ, জলবায়ু পরিবর্তন, বৈদেশিক সাহায্য এবং অস্ত্র বিস্তারের মতো যে কোন বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ের সমস্যার বিশ্লেষণ ও সমাধানের বিষয়ে প্রশ্নপত্রে জিজ্ঞেস করা হবে। 
আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস এর কমন টপিক সমূহ
  • Definition / Terminology
  • জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন
  • আন্তর্জাতিক দ্বন্দ্ব, সংঘাত এবং চুক্তি

গাণিতিক যুক্তি সিলেবাস (Mathematical reasoning)

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস গাণিতিক চুক্তি - ১৫ মার্ক
অধ্যায় মার্ক
১) বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি।
২) বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহ সমীকরণ।
৩) সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।
৪) রেখা, কোন, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরলক্ষেত্র ও ঘনবস্তু।
৫) সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।

বিসিএস লিখিত সিলেবাস গাণিতিক চুক্তি - ৫০ মার্ক

১) পাটিগণিতঃ
  • ঐকিক নিয়ম, গড়, শতকরা হিসাব, সরল যৌগিক মুনাফা, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, লাভ ক্ষতি, সরল।
২) বীজগণিতঃ
  • বীজগণিতের সূত্রাবলী, বহুপদী উৎপাদক, একঘাত বা সরল ও দ্বিঘাত সমীকরণ, একঘাত ও সরল এবং দ্বিঘাত অসমতা, রৈখিক সমীকরণ পদ্ধতির সাহায্যে দুইটি অথবা তিনটির অসমান রাশির মান নির্ণয়, সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম ফাংশন, সামান্তর গুণোত্তর অনুক্রম ধারা।
৩) জ্যামিতিঃ
  • রেখা কোন এবং ত্রিভূজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের অনুসিদ্ধান্ত, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য।
৪) পরিমিতিঃ
  • সরলক্ষেত্র ও ঘনবস্তু।
৫) কার্তেসীয় জ্যামিতিঃ
  • দূরত্ব নির্ণয়, সরলরেখার সমীকরণ নির্ণয়, ত্রিকোণমিতিক অনুপাত ও মান নির্ণয়, উচ্চতা ও দূরত্ব নির্ণয়, সেট তত্ত্ব ও ভেনচিত্র, গণনার মূলনীতি, বিন্যাস ও সমাবেশ, সম্ভাব্যতা
বিশেষ দ্রষ্টব্যঃ  প্রতিটি প্রশ্নের মান ৫ করে মোট ১২টি প্রশ্ন আসে। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর করতে হয়।

মানসিক দক্ষতা সিলেবাস (Mental ability)

বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস মানসিক দক্ষতা-

১) ভাষাগত যৌক্তিক বিচার (Verbal reasoning)
২) সমস্যা সমাধান (Problem solving)
৩) বানান ও ভাষা (Spelling and language)
৪) যান্ত্রিক দক্ষতা (Mechanical reasoning)
৫) স্থানাংক সম্পর্ক (Space relation) 
৬) সংখ্যাগত ক্ষমতা (Numerical ability)

বিশেষ দ্রষ্টব্যঃ সুতরাং বোঝা যাচ্ছে মানসিক দক্ষতার প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস একই। বিসিএস প্রিলিমিনারিতে মানসিক দক্ষতা থেকে মার্ক থাকে ১৫ এবং বিসিএস লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতা থেকে মার্ক থাকে ৫০।

সাধারণ বিজ্ঞান সিলেবাস

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস সাধারণ বিজ্ঞান - ১৫ মার্ক

১) ভৌত বিজ্ঞানঃ
  • পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপ গতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ।
  • নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারন বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফর্মার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।
২) জীব বিজ্ঞানঃ
  • পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ।
  • উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিন্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।
৩) আধুনিক বিজ্ঞানঃ
  • পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ।
  • মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত, ফোটন কণা ইত্যাদি।
বিসিএস লিখিত সিলেবাস সাধারণ বিজ্ঞান - ৬০ মার্ক

১) আলোঃ
  • প্রকৃতি, বর্ণালী, বিভিন্ন বর্ণ ও তরঙ্গ দৈর্ঘ্য, অতি বেগুনি এবং অবলোহিত রশ্মি, লেজার রশ্মি, আলোর প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, লেন্স, পাতলা সমকেন্দ্রিক লেন্স, আলোর বিচ্ছুরন, আলোর কণার প্রকৃতি, আলোক তড়িৎ কোষ, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ।
২) শব্দঃ
  • শ্রবন প্রক্রিয়া, ডেসিবল, কম্পাঙ্ক, ঘরের এবং চারপাশের যন্ত্রাংশ সমূহ, মাইক্রোফোন, লাউডস্পিকার, জনসমাগমে প্রচারণা প্রদ্ধতি, শব্দের বৈশিষ্ট্য, টানা তারে স্থির তরঙ্গ, কম্পনশীল তারের সুত্র, বিট। 
  • ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়ার প্রয়োগ ও সীমাবদ্বতা, প্রতিধ্বনি, শব্দ তরঙ্গ শোষন, পুন: কম্পন, শব্দ যন্ত্র তৈরীর মূলনীতি, সেবাইনের সূত্রের মূলনীতি।
৩) চৌম্বকত্বঃ
  • প্রান্তিকতা ও কারেন্টের সাথে সম্পর্ক, দন্ড চুম্বক, চুম্বক বলরেখা, চুম্বকক্ষেত্রে অবস্থিত একটি দন্ড থেকে সৃষ্ট কর্ক, দন্ড চুম্বক রুপে পৃথিবীর চৌম্বকক্ষেত্র, ট্যানজেন্ট গ্যালভানো মিটার, কম্পনশীল ম্যাগনেটোমিটার,প্যারা-ডায়া ও ফেরো চুম্বক ও উপাদান সমূহ, তড়িৎ চুম্বক, স্থায়ী চুম্বক।
৪) এসিডঃ
  • ক্ষার ও লবন, এসিড ও কারের ধারনা, এসিড ও ক্ষারের বৈশিষ্টসমূহ, এসিড ও ক্ষারের নির্দেশক সমূহ, প্রাত্যহিক জীবনে এসিড ও খারের ব্যবহার এবং সতর্কতা, এসিড ক্ষারের অপব্যবহারে সামাজিক ক্ষতি, পাকস্থলিতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন।
  • কোনো বস্তুতে PH এর পরিমাপ ও গুরুত্ব, লবন, লবনের বৈশিষ্ট্যসমূহ, দৈনন্দিন জীবনে লবনের প্রযোজনীয়তা, কৃষিতে লবনের ব্যবহার, শিল্পে লবনের ব্যবহার, ক্ষার ও লবন।
৫) পানিঃ
  • পানির গুনাগুন, পানির গলন ও বাষ্প বিন্দু, তড়িৎ প্রবাহিত, পানির গঠন, হাইড্রোজেন বন্ধন, পানির উৎস সমূহ, বাংলাদেরো মিঠা পানির উৎসসমূহ, পানির গুনাগুন, পরিমাণের রাশিমালা, গন্ধ ও স্বাদ। 
  • অস্বচ্ছতা, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, বর্জ্যের উপস্থিতি, দ্রবীভূত অক্সিজেন, তাপমাত্রা, পানির প্রয়োজনীয়তা, PH এবং লবনাক্ততা, পানির পুনঃব্যবহার যোগ্য করন, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, পানির ছাঁকন এবং বিশুদ্ধকরণ, ক্লোরিনেশন, ফুটানো ও পাতন।
  • বাংলাদেশে পানি দূষণের কারণ, উদ্ভিদ, মানুষ ও প্রাণীর উপর পানি দূষণের প্রভাব, মিঠা পানির ওপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব, পানি দূষণ রোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব ও সচেতনতা, শিল্পে পানি দূষণ প্রতিরোধ, কৃষি জমিতে পানি দুষণ রোধ, পানির উৎস সংরক্ষন ও উন্নয়ন।
৬) বায়ুমন্ডলঃ
  • জীবমন্ডল ও বারিমন্ডল, আয়নোস্ফিয়ার, অক্সিজেন এর ভূমিকা, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন, পানযোগ্য ও দূষিত পানি, পাস্তুরাইজেশন।
৭) আমাদের সম্পদসমূহঃ
  • মাটি ও মাটির প্রকারভেদ, মাটির ক্ষার, মাটি দুষনের কারন ও প্রভাব, প্রাকৃতিক গ্যাস ও এর উদাহরণসমূহ, প্রাকৃতিক গ্যাস তৈরী, প্রাকৃতিক গ্যাস ব্যবহার ও উৎস, কয়লা ও পেট্রোলিয়াম, বনায়ন, সীমাবদ্ধতা ও সম্পদের সংরক্ষণ।
৮) পলিমারঃ
  • প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার, পলিমার তৈরির প্রক্রিয়া এবং উৎস, সিনথেঠিক পলিমারের বৈশিষ্ট্য ও অপব্যবহার, তেরি প্রক্রিয়া, ফাইবার, সিল্ক, উল, নাইলন এবং রেওনের বৈশিষ্ট্য ও ব্যবহার।
  • রাবার ও প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সমূহ, প্রাকৃতিক ও ভারসাম্য হীনতায় রাবার ও প্লাস্টিকের ভূমিকা, রাবার ও প্লাস্টিক ব্যবহারে সতর্কতা।
৯) খাদ্য ও পুষ্টিঃ
  • খাদ্যের উপাদান, শর্করা, প্রোটিন, চর্বি ও লিপিড, খাদ্যপ্রাণ, শর্করা ও প্রটিনের প্রকারভেদ ও উৎস, পুষ্টিমান, সুষম খাদ্যের তালিকা, সুষম খাদ্যের পিরামিড।
  • BMI, ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড, খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষনের বিভিন্ন প্রক্রিয়া, খাদ্য সংরক্ষণে রাসায়নিকের ব্যবহার এবং এর শারীরিক প্রভাব।
১০) জৈব প্রযুক্তিঃ
  • ক্রোমোসোমের আকার আকৃতি ও রাসায়নিক সংযুক্তি, নিউক্লিক এসিড, DNA, RNA, প্রোটিন, জিন ও DNA টেস্ট।
১১) রোগ ও স্বাস্থ্য পরিচর্যাঃ 
  • প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি, এন্টিসেপটিক, এন্টিবায়োটিক, স্ট্রোক, হার্ট অ্যাটাক, রক্ত চাপ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস, ডেঙ্গু, ডায়রিয়া, মাদকাসক্তি, টিকাদান, ছানি, খাদ্যে বিষক্রিয়া।
  • X-Ray, আল্ট্রাসনোগ্রাফি, সিটিস্ক্যান, MRI, EC-Endoscopy, Radio Therapy, কেমো থেরাপি, এনজিও গ্রাফী, উপর্যুক্ত পদ্ধতির ব্যবহার, ঝুঁকি এবং পার্শ্ব প্রতিক্রিয়া, ক্যান্সার সস্পাকে প্রাথমিক ধারনা। এইডস এবং হেপাটাইটিস।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সিলেবাস

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ১৫ মার্ক

১) কম্পিউটার - ১০ মার্ক

* কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals): কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ওসিআর (OCR) ইত্যাদি।

* কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture): সিপিইউ (CPU), হার্ড ডিস্ক (Hard Disk, এএলইউ (ALU) ইত্যাদি।

* কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance)।

* দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields): কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি।

* কম্পিউটারের নম্বর ব্যবস্থা (Number Systems of Computer)।

* অপারেটিং সিস্টেমস (Operating Systems)।

* এমবেডেড কম্পিউটার (Embedded Computer)।

* কম্পিউটারের ইতিহাস (History of Computer)।

* কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers)।

* কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস (VIRUS), ফায়ারওয়াল (Firewall) ইত্যাদি।

* ডেটাবেইস সিস্টেম (Database System)।

২) তথ্য প্রযুক্তি - ৫ মার্ক

* ই-কমার্স (E-Commerce)।

* সেলুলার ডাটা নেটওয়ার্ক (Cellular Data Network): টুজি (2G), থ্রিজি (3G), ফোরজি (4G), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি।

* কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network): ল্যান (LAN), ম্যান (MAN), ওয়াই-ফাই (WiFi), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি।

* দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (Information Technologies in Practical Fields)।

* স্মার্টফোন (SmartPhone)।

* ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web - WWW)।

* ইন্টারনেট (Internet)।

* নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি Daily-Use Computing Technology): ই-মেইল (E-mail), ফ্যাক্স (Fax) ইত্যাদি।

* ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট (Client-Server Management)।

* মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ (Mobile Features)।

* তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা / তথ্যসমূহ (Tech-Giants Services & News): গুগল (Google), মাইক্রোসফট (Microsoft), আইবিএম (IBM) ইত্যাদি।

* ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)।

* সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking): ফেসবুক (Facebook), টুইটার (Instagram), ইন্সটাগ্রাম (Twitter) ইত্যাদি।

* রোবটিক্স (Robotics)।

* সাইবার অপরাধ (Cyber Crime)।

বিসিএস লিখিত সিলেবাস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ৪০ মার্ক

১) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ২৫ মার্ক

কম্পিউটারঃ
  • আধুনিক পার্সোনাল কম্পিউটার সংগঠন এবং প্রধান কাজ, কম্পিউটার প্রজন্ম, কম্পিউটার ইতিহাস, CPU & Micro প্রসেসর, কম্পিউটার মেমোরির শ্রেনিবিভাগ ও বৈশিষ্ট্য, ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহের বৈশিষ্ট্যে এবং ব্যবহার, বায়োসের ভূমিকা, বাস আর্কিটেকচার, মাদারবোর্ড এবং এর অংশসমূহ, মাইক্রো প্রসেসরের সংগঠন ও কাজ।
  • অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU), Control Unit (cu), ভাষা অনুবাদক, টেক্স এডিটর, কম্পাইলার, ইস্টারপ্রেটার, কম্পিউটার সফটওয়্যার, সিস্টেস সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং এর উদাহরন, সফটওয়্যার উন্নয়নে পদক্ষেপসমূহ।
  • কম্পিউটার ভাইরাস, অফিস অটোমেশন, কম্পিউটেনশাল বায়োলজি, ড্রাগ ডিজাইনে কম্পিউটারের ভূমিকা, প্রোগ্রামিং ভাষা, তাদের টাইপ ও লেভেল, সফটওয়্যার উন্নয়নের পদক্ষেপসমূহ, সমাজে কম্পিউটারের প্রভাব।
তথ্যপ্রযুক্তিঃ
  • ডাটা কমিউনিকেশন ও তথ্য, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বন্টন, সিস্টেম অ্যানালাইসিস এবং ইনফরমেশন সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, ডেটাবেজ সফটওয়্যার ও কাঠামো, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, উদাহরণ সহ হার্ডওয়্যার ও সফটওয়‍্যার এর মৌলিক মাল্টি মিডিয়া পদ্ধতি, ডাটা কারেকশন ধারনা, ফাল্টিমিডিয়া পদ্ধতির উন্নয়নের ধাপসমূহ।
  • লোকাল এরিয়া, মেট্রোপলিটন এরিয়া এবং ওয়াইড এরিয়া, কম্পিউটার নেটওয়ার্কস (LAN, MAN, WAN), টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস সমূহ (Rauter, Switch, Hub), TcP/IP Protocol, ইন্টারনেট, ইন্টারনেট সার্ভিস এবং প্রটোকল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এবং তাদের দায়িত্ব সমূহ, ইন্টারনেট এবং এক্সট্রানেট।
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব টেকনোলজি, জনপ্রিয় ওয়েবসাইট সমূহ, অ্যাকসেস কন্ট্রোল সিকিউরিটি ও প্রাইভেসি, E-mail, সোশাল মিডিয়া এবং এগুলোর প্রভাব, বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া, ব্যান্ডউইথ, টেলিকমিউনিকেশনের সিস্টেমের মূল উপাদান সমূহ, মোবাইল টেলিফোন সিস্টেম। 
  • স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ও ভিস্যাট, ফাইবার অপটিক কমিউনিকেশন ব্যবস্থার গুরুত্ব, ওয়াইফাই, ই-কমার্স প্রযুক্তি এবং সমাজে এর প্রভার, ই-কমার্স ওয়েবসাইটের উদাহরণ, বি২বি, বি২সি, এম-কমার্স, স্মার্টফোন, G.PS.।
২) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রযুক্তি ১৫ মার্ক

ইলেকট্রিক্যাল প্রযুক্তিঃ
  • বৈদ্যুতিক উপাদান সমূহ, ভোল্টেজ, কারেন্ট ও ওহমের সূত্র, বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা, ইলেক্ট্রোম্যাগনেট এবং ম্যাগনেটিক ক্ষেত্র, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সাকিট ব্রেকার, জিএফসিআই এবং ফিউজ, পাওয়ার ডিস্ট্রিবিউশান এবং সিরিজ সার্কিট, সিরিজে ভোল্টেজের উৎস, কার্শফস ভোল্টেজ সুত্র, সিরিজ সার্কিটে ভোল্টেজ এর বিভাজন, সিরিজ উপাদানের পরস্পর পরিবর্তন।
  • ভোল্টেজ রেগুলেশন ও ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ, সমান্তরাল রেজিস্টার, সমান্তরাল সার্কিট পাওয়ার ডিস্ট্রিবিউশন, কার্শফস কারেন্ট সুত্র, ওপেন ও শর্ট সার্কিট, এসি ও ডিসি ভোল্টেজ জেনারেশন, থারমাল, হাইড্রোলিক ও নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, ইলেকট্রিক মটর ও তাদের প্রয়োগ, ট্রান্সফরমার সমূহ, এসি বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ, ইলেকট্রিক্যাল ইনস্ট্রমেন্ট, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, আইপিএস এবং ইউপিএস।
ইলেকট্রনিক্স প্রযুক্তিঃ
  • ইলেকট্রনিক্স উপাদান, এনালগ ও ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এমপ্লিফায়ার, অসিলেটর, রোধ, রোধের প্রকারভেদ, পরিবাহিত, ওহম মিটার, ধারকত্ব, ধারক, আবেশক, আবেশাংক, সাইনুসয়ডাল দিক পরিবর্তন, ওয়েবফর্ম, ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম, সাইনুসয়ডাল ভোল্টেজ ও কারেন্টের সাধারন ফরমেট, ফেজ রিলেশন, বেসিক এলিমেন্টস এবং ফেজরস, ব্যাসিক আর এল ও সি এর রেসপন্স, সাইনুসডাল ভোল্টেজ অথবা কারেন্টের উপাদান সমূহ, গড় পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টর।
  • জটিল সংখ্যা চতুর্ভুজ আকার, পোলার আকার, ইম্পিড্যান্স ও ফেজের ডায়াগ্রাম, তিন ফেজ সিস্টেম পরিচিতি, ট্রান্সফরমার, রেডিও ও টেলিভিশন, রাডারের মৌলিক ধারণা, ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল সমন্বিত বর্তনী, ডিজিটাল ইন্টিগ্রেটেড বর্তনীর প্রভাব, কাউন্টার ও ডিজিটাল ডিসপ্লে ডিভাইস, ডিজিটাল যন্ত্রপাতি সমূহ।

ভূগোল ও পরিবেশ সিলেবাস

পূর্ণমান: ১০

১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব।

২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।

৩) বাংলাদেশের পরিবেশ প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ।

8) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।

৫) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন সিলেবাস

পূর্ণমান: ১০ 

মূল্যবোধ এবং সুশাসনের সংজ্ঞা, মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে সম্পর্ক, মূল্যবোধ এবং সুশাসনের সাধারণ ধারণা, একজন নাগরিক হিসেবে ব্যক্তির জীবনে মূল্যবোধ ও সুশাসনের গুরুত্ব, সেইসাথে সমাজ ও জাতীয় আদর্শ গঠনে, জাতীয় উন্নয়নে মূল্যবোধ ও সুশাসনের প্রভাব, একটি নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে সমাজে সুশাসন এবং মূল্যবোধের উপাদান কীভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে, মূল্যবোধ ও সুশাসনের সুবিধা এবং তাদের অনুপস্থিতিতে সমাজকে যে ক্ষতিপূরণ দিতে হয়।

FAQs

প্রশ্নঃ BCS ক্যাডার কত প্রকার ও কি কি?
উত্তরঃ BCS ক্যাডার দুই প্রকার। যেমনঃ সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার। প্রফেশনাল ক্যাডারকে টেকনিক্যাল ক্যাডার ও বলা হয়।

প্রশ্নঃ BCS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BCS এর পূর্ণরূপ হচ্ছে- Bangladesh Civil Service।

প্রশ্নঃ BCS এর বয়স সীমা কত?
উত্তরঃ BCS এর বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর এবং সর্বনিম্ন ২১ বছর।

শেষ আলোচনা

বিসিএস সিলেবাস বাংলা ভার্সন নতুন সিলেবাসের আলোকে আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের দিয়ে দিলাম। আপনারা এখন এই আর্টিকেল থেকে সম্পূর্ণ সিলেবাসটি নোট করে নিতে পারেন। এই সেলেবাসের আলোকে টপিকগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে পড়তে শুরু করুন। বিসিএস পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আপনাকে কৌশল মত টপিক বাছাই করে পড়তে হবে। অযথা সিলেবাসের বাইরে কোন কিছুই পড়া যাবে না।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url