বিসিএস প্রিলিমিনারি ও লিখিত বুকলিস্ট | সরকারি চাকরি প্রস্তুতির বুকলিস্ট
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত বুকলিস্ট একসঙ্গে আপনারা এই আর্টিকেলে পেয়ে যাবেন।
আমি এখানে আজকে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এবং সকল সরকারি চাকরি পরীক্ষার সুপার
শর্ট বুকলিস্ট প্রদান করব।
তাই যারা নতুন রয়েছেন এবং আপনারা যদি সামনে চাকরির প্রস্তুতি নেওয়ার কথা
ভেবে থাকেন, তবে তারা অবশ্যই এই বুক লিস্ট ফলো করবেন। তাহলে আপনারা অতি
অল্প সময়ে যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে পারবেন।
সূচিপত্রঃ বিসিএস প্রিলিমিনারি ও লিখিত বুকলিস্ট | সরকারি চাকরি প্রস্তুতির বুকলিস্ট
চাকরি প্রস্তুতির বুকলিস্ট সম্পর্কে এই আর্টিকেলে আপনি যে সমস্ত তথ্য পাবেন তা
দেখে নিন-
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত বুকলিস্ট
আপনারা যারা নতুন চাকরির পরীক্ষার্থী রয়েছেন তারা বিসিএস বা যে কোন চাকরির
পরীক্ষার জন্য কোন বইগুলো পড়বেন সে সম্পর্কে বুঝতে পারেন না। এজন্য আপনারা
অনলাইনে বা ইউটিউব এ ভিডিও দেখে, একটি সাবজেক্ট এর জন্য একাধিক বই ক্রয় করেন।
কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নিতে হলে আপনাকে একটি সাবজেক্টের জন্য শুধুমাত্র
একটি বই শেষ করতে হবে। কারণ একটা সাবজেক্ট এর জন্য দশটা বই একবার শেষ করার থেকে,
একটা বই দশ বার শেষ করা অতি উত্তম।
সব সময় মনে রাখবেন একটি ভালো শর্ট বুক লিস্ট, একজন চাকরির পরীক্ষার্থীকে
অন্যান্য চাকরির পরীক্ষার্থীর তুলনায় এক ধাপ এগিয়ে রাখবে। অনেক আজেবাজে বই কিনে
টাকা নষ্ট করে এবং আজেবাজে বই পড়ে সময় নষ্ট করার চেয়ে, একটি পারফেক্ট বই অনেক
ইফেটিভ।
আপনি যখন একটি সাবজেক্টের জন্য একাধিক বই ক্রয় করে পড়বেন তখন আপনি সিলেবাস শেষ
করতে পারবেন না। এছাড়া চাকরির পরীক্ষার রিভিশন দেওয়ার সময় একাধিক বই রিভিশন
দেওয়া সম্ভব নয়। এজন্যই চাকরি পরীক্ষার্থীদের চাকরির না পাওয়ার সম্ভাবনা বেশি
থাকে। তাই আপনাদের একটি সাবজেক্টের জন্য একটি বই নির্বাচন করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
এছাড়া চাকরির পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি
পদ্ধতি। আপনি যত রিভিশন দিতে পারবেন তত ভাল মার্ক তুলতে পারবেন। তাই আমি এখন
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত এর সুপার সর্ট বুক লিস্ট প্রদান করতে যাচ্ছি। আপনি
শুধুমাত্র এই বইগুলো পড়েই ইনশাল্লাহ যেকোন চাকরির পরীক্ষায় টিকতে পারবেন।
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত বুকলিস্ট
বাংলা সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
বাংলা ব্যাকরণ | অগ্রদূত এবং নবম দশম শ্রেণীর বোর্ড বই |
বাংলা সাহিত্য | প্রিসেপ্টরস বা ইউনিক ডাইজেস্ট |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন - ক্র্যাক বা ফেনম |
টপিক | বই |
---|---|
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র | অ্যাসিওরেন্স বিসিএস লিখিত বাংলা বই |
গ্রন্থ সমালোচনা | ম্যানুয়াল |
ইংরেজি সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
ইংলিশ গ্রামার | NEED ইংলিশ গ্রামার |
ইংরেজি সাহিত্য | A Gateway to English Literature |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
টপিক | বই |
---|---|
ইংরেজি পার্ট এ এবং বি | অ্যাসিওরেন্স বিসিএস লিখিত ইংরেজি |
গণিত সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
বীজগণিত, পার্টি গণিত ও জ্যামিতি | ম্যাথ ককটেল প্রিলি |
টপিক | বই |
---|---|
বীজগণিত, পার্টি গণিত ও জ্যামিতি | ম্যাথ ককটেল লিখিত |
মানসিক দক্ষতা সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
মানসিক দক্ষতা প্রিলি | খায়রুল'স মেন্টাল এবিলিটি |
টপিক | বই |
---|---|
মানসিক দক্ষতা লিখিত | খায়রুল'স মেন্টাল এবিলিটি |
বাংলাদেশ বিষয়াবলী সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
বাংলাদেশ বিষয়াবলী | ডাইজেস্ট প্রিসেপ্টরস বা ইউনিক |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
টপিক | বই |
---|---|
বাংলাদেশ বিষয়াবলী লিখিত | ম্যানুয়েল বাংলাদেশ বিষয়াবলী |
আন্তর্জাতিক বিষয়াবলী সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
আন্তর্জাতিক বিষয়াবলী | ডাইজেস্ট প্রিসেপ্টরস বা ইউনিক |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
টপিক | বই |
---|---|
আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত | ম্যানুয়েল আন্তর্জাতিক বিষয়াবলী |
ভূগোল সুপার শর্ট বুক লিস্টঃ
টপিক | বই |
---|---|
ভূগোল প্রিলি | ডাইজেস্ট প্রিসেপ্টরস বা ইউনিক |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন সুপার শর্ট বুকলিস্ট
টপিক | বই |
---|---|
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন বিসিএস প্রিলিমিনারি বুকলিস্ট প্রিলি | ডাইজেস্ট প্রিসেপ্টরস বা ইউনিক |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
সাধারণ বিজ্ঞান সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
সাধারণ বিজ্ঞান প্রিলি | সাইন্স ককটেল |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন- ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
টপিক | বই |
---|---|
সাধারণ বিজ্ঞান লিখিত | সাইন্স Hour |
কম্পিউটার সুপার শর্ট বুকলিস্টঃ
টপিক | বই |
---|---|
কম্পিউটার প্রিলি | আলাল'স কম্পিউটার |
বিগত বছরের প্রশ্ন | জব সলিউশন- ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনম |
টপিক | বই |
---|---|
কম্পিউটার লিখিত | আলাল'স কম্পিউটার |
উপরের বুকলিস্ট গুলো দেখে পড়ার টিপস
বাংলাঃ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই থেকে অনেকেরই ব্যাকরণ বুঝতে
সুবিধা হয় এজন্য আপনারা অগ্রদূত বই থেকে পড়ে পড়ে ব্যাকরণ শিখবেন এবং নবম দশম
শ্রেণীর বোর্ড বই থেকে সকল উদাহরণ গুলো প্র্যাকটিস করবেন। কারণ নবম দশম শ্রেণীর
বোর্ড বই থেকেই হুবহু প্রশ্ন আসে। প্রিলিমিনারিতে পাস করার পরে লিখিত এর জন্য
আপনারা অ্যাসিওরেন্স বাংলা এবং গ্রন্থ সমালোচনা বইটি পড়বেন।
ইংরেজিঃ ইংরেজি এর বিভিন্ন গ্রামারের রুলস গুলো নিড ইংলিশ গ্রামার
থেকে পড়বেন এবং বিগত বছরের প্রশ্নগুলো ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ জব সলিউশন
থেকে পড়বেন। ইংরেজি সাহিত্যের জন্য সর্বপ্রথম A Gateway to English
Literature বইটি পড়বেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ক্র্যাক জব সলিউশন
থেকে পড়বেন। প্রিলিমিনারিতে পাস করার পর ইংরেজি লিখিত এর জন্য অ্যাসিওরেন্স
বইটি থেকে প্র্যাকটিস করবেন।
গণিতঃ গণিত শর্টকাট শেখার জন্য ম্যাথ ককটেল বইটি কিনুন কারণ এখানে
কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনারা সরাসরি গণিত
শেখার ইউটিউব ভিডিও পেয়ে যাবেন। গণিতের প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময়
অবশ্যই লিখিত এর প্রিপারেশন একসঙ্গে নিবেন। গণিত লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য
আপনি ম্যাথ ককটেলের লিখিত বইটি পড়বেন।
মানসিক দক্ষতাঃ মানসিক দক্ষতার ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি বই পড়বেন।
এই বইটি প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী। বইটির নাম
হচ্ছে- খায়রুল'স মেন্টাল এবিলিটি।
বাংলাদেশ বিষয়াবলীঃ বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রিলিমিনারি এর প্রস্তুতির
জন্য ডাইজেস্ট সবচেয়ে ভালো। কারণ এখানে প্রতিটি টপিক নোট খাতার মতো করে দেওয়া
রয়েছে। ডাইজেস্ট থেকে টপিক পড়ার পরে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ জব সলিউশন থেকে
বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলুন। প্রিলিমিনারি পাস করার পরে বাংলাদেশ
বিষয়াবলীর জন্য ম্যানুয়েল বাংলাদেশ বিষয়াবলী লিখিত বইটি কিনবেন।
আন্তর্জাতিক বিষয়াবলীঃ বাংলাদেশ বিষয়াবলীর মত সেম একইভাবে ডাইজেস্ট থেকে
আন্তর্জাতিক বিষয়াবলীর টপিক গুলো শেষ করবেন এবং ক্র্যাক জব সলিউশন থেকে বিগত
বছরের প্রশ্নগুলো পড়বেন। লিখিত এর জন্য ম্যানুয়াল আন্তর্জাতিক বিষয়গুলি বইটি
পড়বেন।
ভূগোলঃ ভূগোল যেহেতু সাধারণ জ্ঞন এর একটা অংশ সেহেতু এটাও আপনারা ডাইজেস্ট
থেকে পড়বেন এবং বিগত বছরের প্রশ্নগুলো ক্র্যাক জব সলিউশন থেকে পড়ে নিবেন।
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ এই অংশের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য
আলাদাভাবে বই কেনার দরকার নেই। আপনারা ডাইজেস্ট থেকেই এই অংশটি পড়ে নিবেন এবং
বিগত সালের প্রশ্ন পুনরায় ক্র্যাক জব সলুশন থেকে পড়ে নিবেন।
সাধারণ বিজ্ঞানঃ সাধারণ বিজ্ঞানের প্রিলিমিনারি এবং লিখিত প্রিপারেশন
একসঙ্গে নিবেন আলাল'স কম্পিউটার বই থেকে। প্রিলিমিনারির জন্য বিগত বছরের
প্রশ্নগুলো জব সলিউশন বই ক্র্যাক থেকে পড়ে নিবেন।
কম্পিউটারঃ কম্পিউটার প্রিপারেশন নেওয়ার জন্যও আপনারা আলাল'স কম্পিউটার
বই পড়বেন এবং এখান থেকেই প্রিলিমিনারি ও লিখিত প্রিপারেশন নিবেন। প্রিলিমিনারের
জন্য বিগত বছরের প্রশ্নগুলো ক্র্যাক জব সলিউশন থেকে পড়বেন।
আমার দেখানো এই বুকলিস্ট অনুযায়ী আপনি যদি বই কিনেন তাহলে আপনার খরচ কমবে এবং
আপনি একটি থেকে দুইটি বই পড়েই অনেক ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ। বেশি বই
পড়ে মাথা নষ্ট করার চেয়ে একটি বই বারবার পড়া অতি উত্তম।
যেকোনো সরকারি চাকরি প্রস্তুতির বুকলিস্ট-প্রাইমারি-নিবন্ধন-অন্যান্য
প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য সরকারি চাকরির সিলেবাস যেহেতু বিসিএস সিলেবাসের
চেয়ে কম থাকে সেহেতু আপনারা নিচের এই বুকলিস্ট টি ফলো করতে পারেন। মনে রাখবেন,
আপনি যদি উপরের বিসিএস বুকলিস্ট ফলো করে প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনি যে কোন
সরকারি চাকরির পরীক্ষায় টিকে যাবেন।
তারপরেও আমি এখানে অন্যান্য সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য কোন বইগুলো
প্রয়োজন তার লিস্ট দিয়ে দিচ্ছি। আরেকটি কথা মনে রাখুন- শুধুমাত্র বিসিএসেই
লিখিত পরীক্ষা রয়েছে। প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়
লিখিত দেওয়া লাগে না। তাই এখানে শুধুমাত্র প্রিলিমিনারির বুকলিস্ট দেওয়া
হবে।
বাংলা প্রিপারেশনের জন্য বুক লিস্টঃ
* অগ্রদূত বাংলা ব্যাকরণ ও নবম দশম শ্রেণীর বোর্ড বই। বাংলা সাহিত্য
ডাইজেস্ট থেকে পড়তে হবে। বিগত বছরের প্রশ্ন পড়ার জন্য ক্র্যাক জব সল্যুশন।
ইংরেজি প্রিপারেশন এর জন্য বুকলিস্টঃ
* ইংরেজির গ্রামার রুলস পড়ার জন্য NEED ইংলিশ গ্রামার পড়ুন এবং বিগত বছরের
প্রশ্নগুলো ক্র্যাক জব সলিউশন থেকে পড়ুন। ইংরেজী সাহিত্যের জন্য শুধুমাত্র বিগত
বছরের প্রশ্নগুলো পড়ুন ক্র্যাক জব সলিউশন থেকে।
গণিত প্রিপারেশন এর জন্য বুক লিস্টঃ
* ভিডিও দেখে গণিত শেখার জন্য ম্যাথ ককটেল প্রিলিমিনারি বইটি খুবই ভালো।
শুধুমাত্র এই একটি বইয়ের মাধ্যমেই আপনারা গণিতের ফুল প্রিপারেশন নিতে পারবেন।
সাধারণ জ্ঞান প্রিপারেশনের জন্য বুকলিস্টঃ
* অন্যান্য সকল ধরনের সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানে ভালো করতে হলে
আপনাকে শুধুমাত্র ডাইজেস্ট থেকে এগুলো পড়তে হবে। অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী ও
আন্তর্জাতিক বিষয়গুলি ডাইজেস্ট থেকে পড়ার পর বিগত সালের প্রশ্নগুলো ক্র্যাক জব
সলিউশন থেকে শেষ করে ফেলবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ বিসিএস পরীক্ষা ব্যতীত অন্যান্য সকল ধরনের সরকারি
চাকরির পরীক্ষায় সরাসরি বিগত বছরের প্রশ্ন থেকে ৯০% প্রশ্ন কমন পড়ে। সুতরাং
আপনি বুঝতে পারছেন শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো পড়ে গেলেও, আপনি যে কোন
চাকরির পরীক্ষায় টিকে যাবেন। তাই বিগত বছরের প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে
আয়ত্ত করুন। প্রতিটি টপিকের বিগত বছরের প্রশ্নগুলো ক্র্যাক জব সলিউশন সলিউশন
থেকে মুখস্ত করে ফেলুন।
FAQs
প্রশ্নঃ বিগত সালের প্রশ্ন পড়ে সরকারি চাকরি পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ে সরকারি চাকরি পাওয়া যায় কিন্তু
বিগত সালের প্রশ্নগুলো মনে রাখতে হলে আপনাকে সর্বপ্রথম প্রতিটি টপিকের বেসিক
স্ট্রং করতে হবে।
প্রশ্নঃ চাকরির পরীক্ষায় গণিত ও ইংরেজিতে ভালো করার উপায় কি?
উত্তরঃ যে কোন সরকারি চাকরির প্রস্তুতির জন্য, ইংরেজি এবং গণিতে ভালো প্রস্তুতি
নিতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন এই দুইটা সাবজেক্ট প্র্যাকটিস করতে হবে।
প্রশ্নঃ চাকরির পরীক্ষার পড়া মনে রাখার উপায় কি?
উত্তরঃ যেহেতু চাকরির পরীক্ষার পড়া অনেক হয়ে থাকে, সেহেতু অনেকেরই এই পড়াগুলো
মনে থাকে না। মনে রাখবেন- চাকরির পরীক্ষার পড়াগুলো স্থায়ীভাবে মনে রাখার জন্য
আপনাকে একটি বই পাঁচ থেকে সাত বার রিভিশন দিতে হবে।
প্রশ্নঃ সরকারি চাকরি পেতে কি প্রয়োজন?
উত্তরঃ একটি সরকারি চাকরি পেতে দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং পড়াশোনায় পরিশ্রম
করা প্রয়োজন। আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য বারবার ব্যর্থ হবেন কিন্তু তারপরেও
আপনাকে আশা ধরে রাখতে হবে। কারণ সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পর যত সময় যাবে
এবং আপনি যত সময় পর্যন্ত পড়াশোনায় লেগে থাকতে পারবেন, আপনার চাকরি পাওয়ার
সম্ভাবনা ততো বেড়ে যাবে।
শেষ আলোচনা
পরিশেষে একটা কথাই বলতে চাই বিসিএস প্রিলিমিনারি ও লিখিত বুকলিস্ট থেকে আপনারা
যদি শুধুমাত্র প্রিলিমিনারির প্রস্তুতি গ্রহণ করেন তবুও আপনারা যে কোন সরকারি
চাকরি পেতে পারেন। তাই যদি সময় থাকে তাহলে সর্বপ্রথম বিসিএস এর সিলেবাস ধরে এবং
এই আর্টিকেলের বুক লিস্ট দেখে বইগুলো শেষ করুন।
আর যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে আপনি এই আর্টিকেলের সরকারি চাকরি পাওয়ার
বুকলিস্ট ফলো করতে পারেন। আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে বিসিএস এর
বুকলিস্ট ফলো করবেন। আর যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে আপনি সরকারি চাকরির
প্রস্তুতির বুকলিস্ট টি ফলো করবেন।