দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর | Philosophy viva questions
দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর আপনারা এই আর্টিকেলে পেয়ে যাবেন। যারা
দর্শন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন এবং প্রাইমারি, নিবন্ধন অথবা যেকোনো সরকারী
চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ভাইভা বোর্ডে নিজ সাবজেক্ট থেকে প্রশ্ন
করবে। তাই নিচের এই প্রশ্নগুলো ভাইভার আগে অবশ্যই পড়ে যাবেন।
আমি এই আর্টিকেলে দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন সমূহ উত্তর সহ আপনাদের প্রদান
করব। তাই আপনারা যারা দর্শন বিভাগের ছাত্র-ছাত্রী রয়েছেন, তারা দর্শন বই থেকে
গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন গুলো বাছায় করার প্রয়োজন নেই। অর্থাৎ আমি আপনাদের
সময় বাঁচিয়ে দিলাম। আপনারা চাইলেই দর্শন সাবজেক্টের ভাইভা বোর্ডের জন্য,
নিচের এই প্রশ্নগুলো নোট করে রাখতে পারেন।
সূচিপত্রঃ দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর | Philosophy viva questions
এই ব্লগ পোস্ট থেকে আপনি যা যা তথ্য জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর
দর্শন হল জ্ঞান, নীতি ও বাস্তবতার গভীর অনুসন্ধান। এটি মূলত তিনটি শাখায়
বিভক্ত – নীতিশাস্ত্র, জ্ঞানতত্ত্ব ও বাস্তবতত্ত্ব। দর্শনের মূল উদ্দেশ্য সত্য
ও বাস্তবতা সম্পর্কে গভীর বোঝাপড়া তৈরি করা।
প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল দর্শনের ভিত্তি গড়ে
তুলেছেন। আধুনিক দর্শন বিজ্ঞান, নীতিশাস্ত্র ও সমাজবিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে
জড়িত।
গুরুত্বপূর্ণ প্রথম ৫০টি দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর
১) দর্শন কাকে বলে?
উত্তরঃ জীবন ও জগত সম্পর্কিত সমস্ত প্রকারের প্রশ্ন ও উত্তর খুঁজে পেতে, যে বিষয়
সহায়তা করে তাকে দর্শন বলে।
২) দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে- Philosophy।
৩) Philosophy শব্দটি কোথা থেকে উদ্ভব?
উত্তরঃ Philosophy শব্দটি গ্রিক শব্দ Philos এবং Sophia থেকে উদ্ভব হয়েছে।
৪) Philos শব্দের অর্থ কি?
উত্তরঃ Philos শব্দের অর্থ হচ্ছে- অনুরাগ বা ভালোবাসা। (Loving)
৫) Sophia শব্দের অর্থ কি?
উত্তরঃ Sophia শব্দের অর্থ হচ্ছে-জ্ঞান বা প্রজ্ঞা (Knowledge বা Wisdom)
৬) দর্শনশাস্ত্রের জনক কাকে বলা হয়?
উত্তরঃ থেলিসকে দর্শনশাস্ত্রের জনক বলা হয়।
৭) আধুনিক দর্শনের জনক কাকে বলা হয়?
উত্তরঃ আধুনিক দর্শনের জনক বলা হয় রেনে ডেকার্ট কে।
৮) রেনে ডেকার্টকে আধুনিক দর্শনের জনক কেন বলা হয়?
উত্তরঃ রেনে ডেকার্ট দর্শন সম্পর্কে একটি মৌলিক মতবাদ দিয়েছেন। এই মতবাদ
টির নাম হচ্ছে সংশয় পদ্ধতি। এই মতবাদের সকল বৈশিষ্ট্য আধুনিক দর্শনের সাথে মিলে
যায় ঠিক এজন্যই রেনে ডেকার্টকে আধুনিক দর্শনের জনক বলা হয়।
৯) আধুনিক দর্শনের কয়েকটি বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ আধুনিক দর্শনের কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে-
- বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সত্য জানার প্রচেষ্টা।
- স্বাধীন চিন্তা প্রতিষ্ঠা লাভ।
- জ্ঞান বিজ্ঞানের চর্চা।
- স্বাধীন ও সার্বভৌম।
১০) Philosophy শব্দের অর্থ কি?
উত্তরঃ Philosophy শব্দের অর্থ হচ্ছে- জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ
বা ভালোবাসা।
১১) দর্শন শব্দটি কোন ধাতু থেকে এসেছে?
উত্তরঃ দর্শন শব্দটি এসেছে সংস্কৃত 'দৃশ' ধাতু থেকে। এটার অর্থ হল দেখা।
১২) 'দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান' এই উক্তিটি কে বলেছেন?
উত্তরঃ 'দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান' এই উক্তিটি বলেছেন- Auguste
Comte। তিনি একজন French philosopher and mathematician।
১৩) উত্তরঃ 'The unexamined life is not worth living' উক্তিটি কে
করেছেন?
'The unexamined life is not worth living' এই উক্তিটি করেছেন- গ্রীক দার্শনিক
সক্রেটিস।
১৪) দর্শন সম্পর্কে প্লেটো কি বলেছেন?
উত্তরঃ দর্শন সম্পর্কে প্লেটো বলেছেন- যে ব্যক্তির সকল প্রকার জ্ঞানের প্রতি
আসক্ত রয়েছে এবং যার জ্ঞান পিপাসা কোনদিনই পরিতৃপ্ত হয় না তিনিই প্রকৃত
দার্শনিক।
১৫) 'The Republic' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ 'The Republic' গ্রন্থের রচয়িতা হচ্ছে- প্লেটো।
১৬) 'Education is the dynamic side of philosophy' উক্তিটি কে
বলেছেন?
উত্তরঃ 'Education is the dynamic side of philosophy' এই উক্তিটি বলেছেন-
জন অ্যাডামস (John Adams)।
১৭) আদর্শবাদ বা ভাববাদের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ আদর্শবাদ বা ভাববাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে- 'Idealism'।
১৮) কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম কি কি?
উত্তরঃ কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম হচ্ছে- প্লেটো, সক্রেটিস, হেগেল, কান্ট,
ফ্রয়েবেল, পেস্তালৎসী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমূখ।
১৯) দুইজন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম কি কি?
উত্তরঃ দুইজন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম হচ্ছে- টি. এইচ. গ্রিন ও
এফ. এইচ. ব্রাডলি।
২১) ভাববাদের প্রধান সূত্র কি?
উত্তরঃ মানব জীবনের চরম লক্ষ্য হচ্ছে সত্য, শিবম ও সুন্দরকে লাভ করা।
আত্মাই সব, জড়বস্তু কিছুই নয়। - এটাই হচ্ছে ভাববাদের প্রধান সূত্র।
২২) প্রকৃতিবাদী দার্শনিক কাদের বলা হয়?
উত্তরঃ প্রকৃতিবাদী দার্শনিক যারা তাদের নাম হচ্ছে- এরিস্টটল, হারবার্ট
স্পেন্সার, ডারউইন, ফ্রয়েবেল, লক, হবস, ম্যাক্স, রুশো।
২৩) প্রয়োগবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ প্রয়োগবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে- 'Pragmatism'।
২৪) 'Pragmatism' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন এবং কবে ব্যবহার
করেছিলেন?
উত্তরঃ 'Pragmatism' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন Charles Piers,
১৮৭৮ খ্রিস্টাব্দে।
২৫) 'Pragmatism' শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তরঃ 'Pragmatism' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'Pragmatics' থেকে।
২৬) 'Pragmatics' শব্দের অর্থ কি?
উত্তরঃ 'Pragmatics' শব্দের অর্থ হচ্ছে- কর্মঠ ও সক্ষম।
২৭) কোন দর্শনকে মানবতাবাদী দর্শন বলা হয়?
উত্তরঃ প্রয়োগবাদ দর্শনকে মানবতাবাদী দর্শন বলা হয়।
২৮) প্রয়োগবাদী দার্শনিক কাদের বলা হয়?
উত্তরঃ যারা প্রয়োগবাদী দার্শনিক তাদের নাম গুলো হচ্ছে- জন ডিউই, উইলিয়াম
জেমস, কিলপ্যাট্রিক, মার্গারেট প্রমূখ।
২৯) "How to make our ideas clear" প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তরঃ How to make our ideas clear প্রবন্ধটির রচয়িতা
হচ্ছে- Charles Piers।
৩০) মার্কসবাদ কি?
উত্তরঃ মার্কসবাদ হল একটি সামগ্রিক চিন্তাধারা ও একটি সঠিক সমাজ দর্শন।
৩১) সর্বপ্রথম কে মার্কসবাদ শব্দটি ব্যবহার করেছেন?
উত্তরঃ সর্বপ্রথম মার্কসবাদ শব্দটি ব্যবহার করেছিলেন- এঙ্গেলস।
৩২) কয়েকজন মার্কসবাদী দার্শনিকের নাম কি কি?
উত্তরঃ কয়েকজন মার্কসবাদী দার্শনিকের নাম হচ্ছে- এঙ্গেলস, কাল মার্কস,
লেলিন, স্তালিন, মাও-জে-দং।
৩৩) মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার দর্শন কি ছিল?
উত্তরঃ মুক্তি যুদ্ধ সংঘটিত হওয়ার দর্শন ছিল- স্বাধীনতার চেতনা।
৩৪) বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের নাম হচ্ছে- আরজ আলী
মাতুব্বর।
৩৫) আরজ আলী মাতুব্বরের দার্শনিক হবে ওঠার কারণ কি ছিল?
উত্তরঃ আরজ আলী মাতুব্বর বই থেকে জ্ঞান হরণ করে এবং নিজের জ্ঞানের হবে কথার
সমন্বয়ে চিন্তার জগৎ তৈরি করতে পারতেন। তিনি প্রশ্ন করতে ভালোবাসতেন এবং সেই
প্রশ্নের উত্তর সন্ধান করার জন্য চেষ্টা করতেন। যখন তার মনে মানুষের জীবনে
প্রকৃতি নিয়ে প্রশ্ন উদয় হয়েছিল তখন তিনি বস্তুবাদ বিষয়টি নিয়ে পর্যালোচনা
করেছেন। এভাবেই তিনি আস্তে আস্তে দার্শনিক হয়ে ওঠেন।
৩৬) দর্শন এবং ধর্মের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ দর্শনের একটি আলোচ্য বিষয় রয়েছে সেটির নাম হচ্ছে অস্তিত্ব। অর্থাৎ
বিচারবুদ্ধির আলোকে অস্তিত্বের স্বরূপ উদঘাটন করায় হচ্ছে দর্শনের মূল প্রতিপাদ্য
বিষয়। মনে রাখবেন, দর্শন এবং ধর্মের সূচনা বিন্দু অভিন্ন হয়। এটার মূল কারণ
হচ্ছে- ধর্ম ও দর্শন উভয়ই অস্তিত্বের স্বরূপ সম্পর্কে কথা বলে।
দর্শন ও ধর্ম ও উভয় অন্যের সাথে সম্পর্কযুক্ত কারণ উভয় সার্বিক নীতি সম্পর্কে
আলোচনা করে। দর্শন এবং ধর্ম উভয়েরই উদ্দেশ্য হচ্ছে- বিশ্ব জগতের রহস্য উদঘাটন
করা, বিশ্ব পরিকল্পনাই মানুষের স্থান প্রদান করা, দায়িত্ব ও কর্তব্য নির্ণয়ের
ব্যাখ্যা ইত্যাদি।
৩৭) দর্শন ও ধর্মের মধ্যে পার্থক্য কি কি?
উত্তরঃ দর্শন ও ধর্মের মধ্যে পার্থক্য গুলি হচ্ছে-
দর্শন | ধর্ম |
---|---|
দর্শনে আচার অনুষ্ঠান নেই, দর্শনে আছে জ্ঞান চর্চা। | ধর্মে আচার অনুষ্ঠান আছে। |
দর্শনের সাহায্যে প্রাপ্ত জ্ঞান হচ্ছে সুস্পষ্ট, সুসংহত ও যুক্তিপূর্ণ। | ধর্মের সাহায্যে প্রাপ্ত জ্ঞান হচ্ছে অস্পষ্ট এবং অসম্পূর্ণ। |
দর্শনের কাজ হল বুদ্ধিভিত্তিক বা বিচার ভিত্তিক। | ধর্মের কাজ হল বিশ্বাস ভিত্তিক বা ব্যবহারিক। |
দর্শনের লক্ষ্য হচ্ছে সত্য। | ধর্মের লক্ষ্য হচ্ছে কল্যাণ |
৩৮) হেগেলোত্তর দর্শনের দুটি ধারার নাম কি কি?
উত্তরঃ হেগেলোত্তর দর্শনের দুটি ধারার নাম হচ্ছে- হেগেলীয় ডানপন্থী
ও হেগেলীয় বামপন্থী।
৩৯) দার্শনিক হেগেলের পূর্ণ নাম কি?
উত্তরঃ দার্শনিক হেগেলের পূর্ণ নাম হচ্ছে- জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল।
৪০) ভিয়েনা চক্রের দুইজন সদস্যের নাম কি কি?
উত্তরঃ ভিয়েনা চক্রের দুইজন সদস্যের নাম হচ্ছে- মরিজ শ্লিক ও রুডলফ
বার্নাফ।
৪১) মরিজ শ্লিক কোন ধর্মের দার্শনিক ছিলেন?
উত্তরঃ মরিজ শ্লিক বিশ্লেষণী বা যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক
ছিলেন।
৪২) Tractatus logico-philosophicus বইটি কে লিখেছেন?
উত্তরঃ Tractatus logico-philosophicus বইটি লিখেছেন- ভিটগেনস্টাইন।
৪৩) বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবর্তক কাকে বলা হয়?
উত্তরঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবর্তক হচ্ছে- কার্ল মার্কস।
৪৪) সংশ্লেষণ বচন কাকে বলে?
উত্তরঃ যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোন নতুন তথ্য দেয়, তাকে
সংশ্লেষণ বচন বলা হয়।
৪৫) অস্তিত্ববাদের জনক কাকে বলা হয়?
উত্তরঃ অস্তিত্ববাদের জনক বলা হয় সোরেন কির্কেগাড কে।
৪৬) সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তরঃ সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে- লুইস হেনরী বার্গসো।
৪৭) বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে?
উত্তরঃ শ্রেণীহীন, শোষণমুক্ত এবং বঞ্চনামুক্ত সমাজ ব্যবস্থা কে বৈজ্ঞানিক
সমাজতন্ত্র বলে।
৪৮) কাল মার্কস কি ধরনের দার্শনিক?
উত্তরঃ কার মার্কস একজন বস্তুবাদী দার্শনিক।
৪৯) উদ্বৃত্ত মূল্যের সূত্রটি কি?
- উদ্বৃত্ত মূল্য = কোন দ্রব্যের বিকৃত মূল্য - মজুরি
- অথবা, উদ্বৃত্ত মূল্য = উৎপাদিত পণ্যের বাজার মূল্য - বিনিময় মূল্য
- RS = S / QV * 100
৫০) মার্কসীয় দর্শনের তিনটি উৎসের নাম কি?
উত্তরঃ মার্কসীয় দর্শনের তিনটি উৎসের নাম হচ্ছে-
- ধ্রুপদী জার্মান দর্শন
- ফরাসি ইউরোপীয় সমাজতন্ত্র
- ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি
দ্বিতীয় গুরুত্বপূর্ণ ২০টি দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর
১) শ্রেণী সংগ্রাম কাকে বলে?
উত্তরঃ শাষিত ও শাসন শ্রেণী তথা শ্রমিক ও মালিক শ্রেণীর মধ্যকার সংগ্রামকেই বলা
হয় শ্রেণী সংগ্রাম।
২) Anti Duhring গ্রন্থের লেখক কে?
উত্তরঃ Anti Duhring গ্রন্থটি লিখেছেন- ফ্রিডরিখ এঙ্গেলস।
৩) পুঁজিবাদ কাকে বলে?
উত্তরঃ একটি অর্থনৈতিক ব্যবস্থাকে পুঁজিবাদ বলা হয়।
৪) প্রলেতারিয়েত কী?
উত্তরঃ পুরুলিয়াতে বলতে সমাজে সেই শ্রেণীর মানুষদের বোঝায় যাদের উৎপাদনের
মাধ্যমের উপর কোন মালিকানা বা নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ তারা মজুরি ভিত্তিক
শ্রমিক এবং নির্দিষ্ট মজুরির উপর তাদের জীবিকা নির্বাহ করতে হয়।
৫) Class in Itself কি?
উত্তরঃ Class in Itself বলতে রাজনৈতিক চেতনাহীন শ্রেণীদের বোঝায় যারা তাদের
অধিকার সম্পর্কে সচেতন নয়।
৬) মার্কস ও এঙ্গেলস এর সম্পর্ক কি?
উত্তরঃ মার্কস ও এঙ্গেলস একে অপরের পরস্পর বন্ধু, সহকর্মী ও সহযোগী।
৭) দর্শনের কোন শাখায় নন্দনতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়?
উত্তরঃ দর্শনের রূপবিদ্যা শাখায় নন্দনতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়।
৮) প্রাচীন ভারতের নন্দনতত্ত্বের নাম কি?
উত্তরঃ প্রাচীন ভারতের নন্দনতন্ত্রের নাম হচ্ছে অলংকারশাস্ত্র।
৯) নান্দনিক অদ্বৈতবাদ কে প্রবর্তন করেছেন?
উত্তরঃ নান্দনিক অদ্বৈতবাদ প্রবর্তন করেছেন- আচার্য বজেন্দ্রনাথ শীল।
১০) Mimesis শব্দের অর্থ কি?
উত্তরঃ Mimesis শব্দের অর্থ হচ্ছে- অনুকরণ।
১১) রস কত প্রকার?
উত্তরঃ রস ৯ প্রকার।
১২) দুইজন পাশ্চাত্য নন্দন তাত্ত্বিকের নাম কি?
উত্তরঃ দুইজন পাশ্চাত্য নন্দন তাত্ত্বিকের নাম হচ্ছে- প্লেটো এবং এরিস্টটল।
১৩) শিল্পীর উদ্দেশ্য কি?
উত্তরঃ শিল্পীর উদ্দেশ্য হচ্ছে- সৌন্দর্য সৃষ্টি করা।
১৪) শিল্প কি?
উত্তরঃ শিল্প বলতে কোন বস্তুর এমন এক বৈশিষ্ট্যকে বোঝায় যা কোন ব্যক্তির
চিত্তকে ভাবা বেগে পরিপূর্ণ করে দিতে পারে।
১৫) শিল্পীয় গুরু কাকে বলা হয়?
উত্তরঃ শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর কে শিল্পীয় গুরু বলা হয়।
১৬) নন্দনতত্ত্বকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
উত্তরঃ নন্দনতত্ত্বকে আদর্শ নিষ্ঠ বিজ্ঞান বলা হয়।
১৭) গ্রীক শিল্পের ধারা কয়টি ও কি কি?
উত্তরঃ গ্রীক শিল্পের ধারা দুইটি। যেমনঃ
- আর্টিক ধারা
- পিলোপনেশিয়েন ধারা
১৮) দার্শনিক 'রাজা' কে?
উত্তরঃ ন্যায়, ধর্ম, সৌন্দর্য ও মিথ্যাচার সম্পর্কে যার পূর্ণ জ্ঞান রয়েছে,
যার কোন লাভ-লালসা নেই এবং ব্যক্তিগত কোন স্বার্থ থাকে না তিনিই হচ্ছে দার্শনিক
রাজা।
১৯) এরিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন?
উত্তরঃ এরিস্টটলের শিক্ষাগুরু ছিলেন প্লেটো।
২০) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়?
উত্তরঃ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়- নিকোলো ম্যাকিয়াভেলি কে।
তৃতীয় গুরুত্বপূর্ণ ২০টি দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর
১) আল হাদিস কি?
উত্তরঃ আল হাদিস হচ্ছে- মহানবীর কথা, কাজ, মৌন সম্মতি বা অনুমোদন।
২) ইসলাম শব্দের অর্থ কি?
উত্তরঃ ইসলাম শব্দের অর্থ হল শান্তি বা আত্মসমর্পণ।
৩) উপাসনা কি?
উত্তরঃ মানুষের মনের চাওয়া ও আবেদন একজন পরম সত্তার কাছে তুলে ধরাই
হচ্ছে উপাসনা।
৪) বিশ্বাস কাকে বলে?
উত্তরঃ কোন কিছুর অস্তিত্ব সম্পর্কে নিশ্চয়তার অনুভূতিকেই বিশ্বাস বলা
হয়।
৫) জাগতিক অমঙ্গল কি?
উত্তরঃ জাগতিক অমঙ্গল বলতে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মহামারী, হারিকেন,
সাইক্লোন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বা ধ্বংসলীলা কে বোঝায়।
৬) নৈতিক অমঙ্গল কি?
উত্তরঃ নৈতিক অমঙ্গল বলতে অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, শোষণ,
হানাহানি ইত্যাদি নৈতিক কাজগুলোকে বোঝায়।
৭) তাওহীদ শব্দের অর্থ কি?
উত্তরঃ তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদ।
৮) সেন্ট আগাস্টিন কোন যুগের রাষ্ট্র দার্শনিক?
উত্তরঃ সেন্ট আগাস্টিন মধ্য যুগের রাষ্ট্র দার্শনিক ছিলেন।
৯) হবস "রাষ্ট্রচিন্তার পূর্বাবস্তাকে" কি বলেছেন?
উত্তরঃ হবস "রাষ্ট্রচিন্তার পূর্বাবস্তাকে" বলেছেন প্রকৃতির রাজ্য।
১০) "মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত" এই উক্তিটি কে
বলেছেন?
উত্তরঃ "মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত" এই
উক্তিটি বলেছেন- জাঁ জ্যাক রুশো।
১১) হেগেল কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তরঃ হেগেল জার্মানির দার্শনিক ছিলেন।
১২) রেনেসাঁর বরপত্র কাকে বলা হয়?
উত্তরঃ রেনেসাঁর বরপত্র বলা হয়- নিকোলো ম্যাকিয়াভেলি কে।
১৩) উনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?
উত্তরঃ উনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ হচ্ছে- রাজা রামমোহন রায়।
১৪) সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়?
উত্তরঃ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ১৮২৯ সালে।
১৫) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয় কুমার দত্ত।
১৬) আত্মীয় সভা কত সালে গঠিত হয়েছিল?
উত্তরঃ আত্মীয় সভা গঠিত হয়েছিল ১৮১৫ সালে।
১৭) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি লাভ করেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালের ৩ জুন তারিখে নাইট উপাধি লাভ
করেছিলেন।
১৮) জি সি দেবের পূর্ণ নাম কি?
উত্তরঃ জি সি দেবের পূর্ণ নাম হচ্ছে- গোবিন্দ চন্দ্র দেব।
১৯) চেতনার কর্তা কে?
উত্তরঃ চেতনার কর্তা হচ্ছে মন।
২০) অন্তর দর্শন কাকে বলা হয়?
উত্তরঃ যে প্রক্রিয়ার সাহায্যে কোন ব্যক্তি যখন নিজের অভিজ্ঞতাকে
পরীক্ষা-নিরীক্ষা করে ভাষার মাধ্যমে ব্যক্ত করে তখন সেই প্রক্রিয়াকেই মনে হয়
অন্তর দর্শন।
চতুর্থ ৩৮টি গুরুত্বপূর্ণ দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর
১) কর্ম বলতে কী বোঝায়?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতির স্বাভাবিক গতিশীলতা
ঘটিয়ে পছন্দ অনুযায়ী নতুন ভাগ্য নির্ধারণের জন্য ভিন্নতর পরিস্থিতির
সম্মুখীন হয় তখন তাকে বলা হয় কর্ম।
২) দেহ মন সম্পর্কিত ডেকার্টের তত্ত্বটির নাম কি?
উত্তরঃ দেহ মন সম্পর্কিত ডেকার্টের তত্ত্বটির নাম হচ্ছে- ক্রিয়া
প্রতিক্রিয়াবিদ।
৩) অহং কি?
উত্তরঃ অহম বলতে আত্মসত্তাকে বোঝায়।
৪) দ্বৈতবাদী তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তরঃ দ্বৈতবাদী তত্ত্বের প্রবক্তা হচ্ছে- রেনে ডেকার্ট।
৫) আত্মা বলতে এরিস্টটল কি বলেছেন?
উত্তরঃ এরিস্টটল বলেছেন সজীব মানবদেহের আকার হচ্ছে আত্মা।
৬) সম্পাদন মূলক তত্ত্ব সম্পর্কে কে আলোচনা করেছেন?
উত্তরঃ সম্পাদন মূলক তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন- অস্টিন।
৭) রাইলের মতে ইচ্ছা কি?
উত্তরঃ রাইলের মতে ইচ্ছা বলতে বোঝায়- কোন বিষয়ের উপর একান্তভাবে অধিক
আগ্রহী উঠলে।
৮) ব্যক্তি বলতে কী বোঝায়?
উত্তরঃ মানসিক ঘটনা ঘটে এমন সত্তাকে যা পুরোপুরি জড় নয় আবার পুরোপুরি
অজড় নয়, এমন সত্তাকেই বলা হয় ব্যক্তি।
৯) ব্যক্তি তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তরঃ পি এফ স্ট্রসনকে ব্যক্তি তত্ত্বের প্রবক্তা বলা হয়।
১০) ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ ইবনে খালদুন ১৩৩২ সালের ২৭ মে তারিখে জন্মগ্রহণ করেছিলেন।
১১) অগ্যুস্ত কোঁৎ এর সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ অগ্যুস্ত কোঁৎ এর সম্পূর্ণ নাম হচ্ছে- ইসিডোর মেরি আগাস্ট
ফ্রানকোইস জেভিয়ান কোঁৎ।
১২) দৃষ্টিবাদ বলতে কী বোঝায়?
উত্তরঃ দৃষ্টিবাদ হচ্ছে একটি দার্শনিক মতবাদ যা ১৮ শতকের গোড়ার দিকে
গড়ে উঠেছিল।
১৩) বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
উত্তরঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কস কে।
১৪) ডুরখেইমের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অবদান কোনটি?
উত্তরঃ ডুরখেইমের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অবদান হচ্ছে- আত্মহত্যা
সম্পর্কিত আলোচনা করা।
১৫) ম্যাক্স ওয়েবার এর মতে ক্ষমতার প্রধান ধরন গুলো কি কি?
উত্তরঃ ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতার প্রধান ধরন গুলো হচ্ছে-
- প্রচলিত কর্তৃত্ব
- যুক্তিসঙ্গত কর্তৃত্ব
- সহজাত দক্ষতা সম্পন্ন কর্তৃত্ব
১৬) আমলাতন্ত্র কাকে বলে?
উত্তরঃ আমলাতন্ত্র বলতে এমন একটি সংগঠন কে বোঝায় যা স্থায়ী, দক্ষ ও
নির্দিষ্ট নিয়ম নীতি মেনে পরিচালিত হয়।
১৭) টালকট পারসন্স কোন দেশের সমাজবিজ্ঞানী?
উত্তরঃ টালকট পারসন্স মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সমাজবিজ্ঞানী
ছিলেন।
১৮) বুর্জোয়া কারা?
উত্তরঃ যে সমস্ত শ্রেণীর শাসকগণ ক্ষমতায় এসে নিজেদের আধিপত্য বিস্তার
করে তাদেরকে বলা হয় বুর্জোয়া।
১৯) সামাজিক সংহতির মূল ভিত্তি কি?
উত্তরঃ সামাজিক সংহতের মূল ভিত্তি গুলো হচ্ছে- মানসিক প্রক্রিয়া।
২০) সামাজিক সংহতি বলতে কী বোঝায়?
উত্তরঃ সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, আইন-কানুন ইত্যাদি
দ্বারা ব্যক্তি পরিচালিত ও অনুশাসিত হয় এবং এদের সহযোগে যে সংহতি গড়ে ওঠে
তাকেই বলা হয় সামাজিক সংহতি।
২১) জি ই ম্যূরের পূর্ণ নাম কি?
উত্তরঃ জি ই ম্যূরের পূর্ণ নাম হচ্ছে- জর্জ এডওয়ার্ড ম্যূর।
২২) 'নৈতিক বাক্য বা উক্তি সমূহ ছদ্মধারণা মাত্র' এই উক্তিটি কে
বলেছেন?
উত্তরঃ নৈতিক বাক্য বা উক্তি সমূহ ছদ্মধারণা মাত্র এই উক্তিটি বলেছেন- এ
যে এয়ার।
২৩) ম্যুরের মতে- ভালো কি?
উত্তরঃ ভালো একটি সহজ সরল, অপ্রাকৃতিক ও সংজ্ঞায়িত ধারণা যাকে
কেবলমাত্র স্বজ্ঞার মাধ্যমে জানা যায়।
২৪) সার্লের মতবাদের নাম কি?
উত্তরঃ সার্লের মতবাদের নাম হচ্ছে- বর্ণনাবাদ।
২৫) আবেগবাদের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তরঃ আবেগবাদের প্রবক্তা বলা হয়- এ জে এয়ারকে।
২৬) নীতিবিদ্যায় প্রকৃতিবাদী কারা?
উত্তরঃ নীতিবিদ্যায় প্রকৃতিবাদীগণ হচ্ছে- মেরি ওয়ারনফ, ফিলিপ্পা ফুট,
সার্লে ইত্যাদি।
২৭) দুইজন আবেগবাদী দার্শনিকের নাম কি কি?
উত্তরঃ দুইজন আবেগবাদী দার্শনিকের নাম হচ্ছে- এ জে এয়ার এবং সি এল
স্টিভেনসন।
২৮) নৈতিক দ্বন্দ্ব কি?
উত্তরঃ নৈতিক দ্বন্দ্ব হচ্ছে- বিশ্বাসের মতনৈক্য ও প্রবণতার মতনৈক্য।
২৯) এ জে এয়ার কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তরঃ এ জে এয়ার ইংল্যান্ডের দার্শনিক ছিলেন।
৩০) প্রিন্সিপিয়া ইথিকা কত সালে প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ প্রিন্সিপিয়া ইথিকা প্রকাশিত হয়েছিল- ১৯০৩ সালে।
৩১) নৈতিক উক্তি অর্থহীন কেন?
উত্তরঃ নৈতিক উক্তি অর্থহীন কারণ পরখ ও যাচাই করা যায় না।
৩২) ধর্ম দর্শন কাকে বলে?
উত্তরঃ দর্শনের যে শাখা থেকে ধর্ম সংক্রান্ত অভিজ্ঞতার স্বরূপ মূল্য,
ক্রিয়া, সততা এবং পরম তত্ত্বের স্বরূপের প্রকাশ হিসেবে ধর্মের সমর্থ্য
সম্পর্কে অনুসন্ধান করা হয় তাকেই ধর্ম দর্শন বলে।
৩৩) ধর্ম দর্শন সম্পর্কে জন হিক এর একটি বিখ্যাত বইয়ের নাম কি?
উত্তরঃ ধর্ম দর্শন সম্পর্কে জন হিক এর একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে-
Philosophy of Religion।
৩৪) খ্রিস্টধর্ম মতে ত্রিত্ববাদ কি?
উত্তরঃ খ্রিস্টধর্ম মতে- পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের
বিশ্বাসকে বলা হয় ত্রিত্ববাদ।
৩৫) Totem শব্দের অর্থ কি?
উত্তরঃ Totem শব্দের অর্থ হচ্ছে- প্রতিক বা চিহ্ন।
৩৬) বাইবেলের প্রধান দুটি অংশ কি কি?
উত্তরঃ বাইবেলের প্রধান দুটি অংশ হচ্ছে- ওল্ড টেস্টামেন্ট ও নিউ
টেস্টামেন্ট।
৩৭) আল কোরআন কি?
উত্তরঃ আল কোরআন হলো ইসলাম ধর্মের মূল ঐশী গ্রন্থ বা কিতাব।
৩৮) দর্শনের জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে কিভাবে কাজে লাগানো সম্ভব?
উত্তরঃ দর্শন মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। জ্ঞান, মূল্যবোধ, মন,
ভাষা ইত্যাদি সম্পর্কে সাধারণ এবং মৌলিক প্রশ্ন গুলোর অধ্যায়নই হচ্ছে দর্শন।
আমরা জানি, দর্শন বিভাগে এগুলো নিয়েই পড়াশোনা করেছি। এই বিভাগে পড়াশোনা
করে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের অনেক কিছু
দেওয়ার রয়েছে। যেমনঃ
- মৌলিক সমস্যা গুলোকে যুক্তি দিয়ে সমাধান করা।
- মূল্যবোধের সঞ্চার ঘটানো।
- জ্ঞানের প্রতি অনুসন্ধিতসু করে তোলা ইত্যাদি।
গ্রন্থ বিষয়ক দর্শন সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর
১) 'অস্তিত্ব সার সত্তা পূর্বগামী' এই উক্তিটি কে করেছেন?
উত্তরঃ 'অস্তিত্ব সার সত্তা পূর্বগামী' এই উক্তিটি করেছেন- জাঁ-পল সার্ত্রের।
২) 'The Refutation of Idealism' এই প্রবন্ধটি কে লিখেছেন?
উত্তরঃ 'The Refutation of Idealism' এই প্রবন্ধটি লিখেছেন- জি,ই ম্যুর।
৩) 'The Poverty of Philosophy' এই গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ The Poverty of Philosophy এই গ্রন্থটি লিখেছেন- কার্ল মার্কস।
৪) শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গ্রন্থের নাম কি?
উত্তরঃ শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গ্রন্থের নাম
হচ্ছে- সৌন্দর্যের সন্ধান।
৫) 'পলিটিক্স' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ পলিটিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল।
৬) সেন্ট টমাস একুইনাসের একটি গ্রন্থের নাম কি?
উত্তরঃ সেন্ট টমাস একুইনাসের একটি গ্রন্থের নাম হচ্ছে- On Kingship।
৭) 'ডিফেন্ডার অফ পিস' কার লেখা?
উত্তরঃ 'ডিফেন্ডার অফ পিস' লিখেছেন মার্সিলিও।
৮) Second Treatise of Government গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ Second Treatise of Government গ্রন্থটি লিখেছেন- জন লক।
৯) আরজ আলী মাতুব্বর এর একটি বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তরঃ আরজ আলী মাতুব্বর এর একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে- সত্যের
সন্ধান।
১০) 'পারস্য প্রতিভা' এই গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ পারস্য প্রতিভা এই গ্রন্থটি লিখেছেন- মোঃ বরকতউল্লাহ।
১১) The Spirit of Islam এই গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ The Spirit of Islam এই গ্রন্থটি লিখেছেন- সৈয়দ আমির আলী।
১২) ব্রাক্ষ ধর্মগ্রন্থ কে রচনা করেছেন?
উত্তরঃ ব্রাক্ষ ধর্মগ্রন্থ রচনা করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর
১৩) জেরম এ শেফারের একটি বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তরঃ জেরম এ শেফারের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে- Philosophy of
Mind।
১৪) ম্যাক্স ওয়েবারের একটি বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তরঃ ম্যাক্স ওয়েবারের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে- দ্য সিটি।
১৫) "দ্য কমিউনিস্ট ম্যানুফেস্ট" এ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ দ্য কমিউনিস্ট ম্যানুফেস্ট এ গ্রন্থটি কে লিখেছেন- কাল মার্কস।
১৬) Modern Moral Philosophy এই গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ Modern Moral Philosophy এই গ্রন্থটি লিখেছেন- ডব্লিউ ডি হাডসন।
FAQs
প্রশ্নঃ দর্শন কয় প্রকার?
উত্তরঃ দর্শন ৩ প্রকার। যেমনঃ অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যতত্ত্ব বা
নীতিবিদ্যা।
প্রশ্নঃ বাংলা দর্শন কি?
উত্তরঃ বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যে চিন্তা বা মতবাদ রয়েছে সেগুলোই
বাংলা দর্শন।
প্রশ্নঃ দর্শন সাবজেক্ট কেমন?
উত্তরঃ দর্শন একটি চিন্তাশীল ও বিশ্লেষণধর্মী বিষয়। এটি জীবন, জ্ঞান,
নৈতিকতা, যুক্তি এবং বাস্তবতার মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করে।
প্রশ্নঃ দর্শন মানে কি?
উত্তরঃ দর্শন মানে হলো- এই পৃথিবীর জগত, মানুষের জীবন, রীতিনীতি ও জ্ঞানের
মৌলিক, সত্যতা ইত্যাদি সম্পর্কে গভীর চিন্তাভাবনা ও বিশ্লেষণ করা।
প্রশ্নঃ দর্শন নিয়ে পড়লে কি হওয়া যায়?
উত্তরঃ দর্শন নিয়ে পড়লে আপনি যেকোনো সরকারি চাকরি করতে পারবেন। তবে সে
ক্ষেত্রে আপনাকে চাকরিতে আবেদন করার জন্য নূন্যতম যোগ্যতার রেজাল্ট পেতে হবে।
যদি আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য ভালোভাবে পড়াশোনা করেন তবেই আপনি সরকারি
চাকরি পাবেন।
শেষ আলোচনা
আমি আশা করছি আপনাদের দর্শন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো
পেয়ে অনেক উপকার হবে। এই প্রশ্নগুলো ভাইভা বোর্ডের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ তাই অবহেলা না করে মুখস্থ করে রেখে দিন। এগুলো একদিন বা দুদিনে
মুখস্ত হবেনা তাই প্রতিদিন পাঁচটা করে মুখস্ত করুন। সবগুলো মুখস্থ করা হয়ে
গেলে বারবার রিভাইস দিন।