Right form of verbs এর ২৮টি rules | Right form of verbs এর টেকনিক

Right form of verbs এর rules এখানে আমি সর্বমোট ২৮ টি প্রদান করব। Right form of verbs এর এই ২৮ টি টেকনিক জানলেই যথেষ্ট। পরীক্ষায় এই নিয়মের বাইরে আসবেনা। তাই আপনারা এই Right form of verb এর হ্যান্ডনোট টি খাতায় নোট করে রাখুন।
Right-form-of-verbs-এর-rules
Right form of verbs এর rules অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের জন্য। সাধারণত, বিষয়ের (subject) ওপর ভিত্তি করে verb এর ফর্ম পরিবর্তিত হয়। Present, past, future tense অনুযায়ী verb এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হয়। Modal verb এর পরে সর্বদা base form ব্যবহার করা হয়। এরকম আরো অনেক নিয়ম এখানে যুক্ত করা হয়েছে। তাই প্রথমে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে শেষ পড়ুন। এরপর খাতায় নোট করে রাখুন।

সূচিপত্রঃ Right form of verbs এর rules | Right form of verbs এর টেকনিক

Right form of verbs এর rules | Right form of verbs এর টেকনিক

Right form of verbs এর rules শেখার আগে আপনাকে ইংরেজি গ্রামারের আরো কিছু বেসিক টপিকগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যে টপিক গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সেগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি-
Right-form-of-verbs-এর-টেকনিক
Parts of Speech: Right form of verb শেখার পূর্বে অবশ্যই ইংরেজি Parts of Speech সম্পর্কে ধারণা থাকতে হবে।

Tense: আপনি Tense না জানলে Right form of verb শিখতে পারবেন না. Present, Past, Future সহ ১২ প্রকারের tense সম্পর্কে জানতে হবে।

Subject-Verb Agreement: Subject এর Singular ও plural অনুযায়ী verb পরিবর্তনের নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে।


Modal Verbs: Can, Could, May, Might ইত্যাদির পরে verb এর কোন form ব্যবহার করতে হয় তা জানতে হবে।

Voice & Narration: Active-Passive voice এবং Direct-Indirect speech এ verb এর রূপ পরিবর্তন কিভাবে হয় তা জানতে হবে।

উপরের এই বিষয়গুলো ভালোভাবে জানলে Right Form of Verb শেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো জানা হয়ে গেলে নিচের নিয়ম গুলো ফলো করুন।

Right form of verbs এর ১ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে always, often, sometimes, everyday, daily, regularly, usually, normally, occasionally, generally ইত্যাদি শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যের verb টি Present Indefinite Tense হয়।

যেমন: We often ball a victim of circumstance.

Right form of verbs এর ২ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে now, at this moment, at this time, at present, still, look, listen ইত্যাদি শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যের verb টি Present Continuous Tense হয়।

যেমন: Now I am writing a letter to my sister বা I am writing a letter to my sister now.

বিশেষ দ্রষ্টব্য: আমরা জানি কিছু কিছু verb, Continuous হয় না। এজন্য সেই verb গুলো থাকলে Present Indefinite Tense করতে হবে।

যেমনঃ He believes me now.

Right form of verbs এর ৩ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে already, just, just now, yet, never, ever, lately, recently, so far ইত্যাদি শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যেটি Present Perfect Tense হয়।

যেমন: Have you finished the work yet?

Everything is going well. We have not had any problems so far.

Right form of verbs এর ৪ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে since, for, long, how ইত্যাদি শব্দগুলো থাকলে এবং Duration বুঝালে সেই বাক্যেটি Present Perfect Continuous Tense হয়।

যেমন: He has been living here For 5 month.

বিশেষ দ্রষ্টব্য: যেসব verb এর continuous হয়না, সে সমস্ত verb থাকলে বাক্যটি Present Perfect Tense এ করতে হবে।

যেমন: We have known each other since 1990.

নোটঃ know এর continuous form নেই।

Right form of verbs এর ৫ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে yesterday, ago, long ago, long since, last, last week …….. , the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুলো থাকলে সেই বাক্যেটি Past Indefinite Tense নির্দেশ করে।

যেমন: Isha moved to London Just a few months ago.

I opened the door as soon as I heard the bell.

Note: As soon as থাকলে অন্য Tense এও হতে পারে। যেমনঃ

I shall tell him as soon as he comes.

Right form of verbs এর ৬ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে at that moment, then থাকলে সেই বাক্যেটি Past Continuous Tense নির্দেশ করে।

যেমন: At that moment, they were playing football in the field.

She was cooking dinner then.

Then, he was reading a book in his room.

Right form of verbs এর ৭ নম্বর rule

অতীতের দুইটা সমসাময়িক ঘটনা যদি while, when, as দ্বারা যুক্ত হয় তাহলে while, when, as দ্বারা যুক্ত অংশটুকু Past Continuous Tense এবং বাকি অংশটুকু Past Indefinite Tense হবে।

যেমনঃ As the sun was shining, I decided to go out.

বিশেষ দ্রষ্টব্য ১ঃ মনে রাখবেন, কখনো কখনো while, when, as অংশ Past Indefinite Tense হয়. সে ক্ষেত্রে পরবর্তী অংশটুকু হবে Past Continuous Tense অনুযায়ী.

যেমন: We were watching the news when the telephone rang.

বিশেষ দ্রষ্টব্য ২ঃ While এরপরে Subject থাকলে অতীতের ক্ষেত্রে Past continuous tense হয়।

যেমন: Rahim argued against war while his brother was discussing the effect of Pollution

* While এরপরে Subject থেকে যদি Verb থাকে তাহলে Verb এর সাথে ing বসবে।

যেমনঃ While walking in the park, we saw a beautiful bird.

Right form of verbs এর ৮ নম্বর rule

* Past Perfect Tense + before + Past indefinite tense

* Past indefinite tense + after + Past Perfect Tense

যেমন: The Patient had died before the doctor came.

I reached the station after the train had left

Right form of verbs এর ৯ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে Tomorrow, next, coming, ensuing, in the days/years to come ইত্যাদি শব্দগুলো থাকলে সেই বাক্যেটি Future Indefinite Tense নির্দেশ করে।

যেমন: He will come Tomorrow.

Right form of verbs এর ১০ নম্বর rule

যদি কোন বাক্যের ভেতরে
  • By this time,
  • By (time, month, year)
  • Next (time, month, year)
  • By next (time, month, year)
ইত্যাদি শব্দগুলো থাকলে সেই বাক্যেটি Future Perfect Tense হয়।

যেমনঃ Next August Riad and Esha will have been married for 10 years.

Right form of verbs এর ১১ নম্বর rule

* Did + sub + verb এর Present form?

যেমন: Where did the accident happen?

Right form of verbs এর ১২ নম্বর rule

It is time, It is high time ইত্যাদির পর Subject থাকলে, verb টি past tense এ হয়।

যেমন: It is high time we discussed the matter.

বিশেষ দ্রষ্টব্য: It is time, It is high time ইত্যাদির পর subject না থাকলে, to+verb হয়।

যেমন: It is time to do the work.

Right form of verbs এর ১৩ নম্বর rule

* Present Indefinite Tense + Since + Past Indefinite Tense

যেমনঃ It is ten years since we met


* Past Indefinite tense + since + Past Perfect tense

যেমন: It was ten year since we had met.


* Present Perfect Tense + since + Past Indefinite Tense

যেমন: Some days have passed since my father died.


বিশেষ দ্রষ্টব্য: since এর আগে Past Indefinite থাকলে, since এর পরে Past Perfect Tense হবে।

যেমনঃ Many years passed since we had met.

Right form of verbs এর ১৪ নম্বর rule

mind, can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth, would you don't mind ইত্যাদির পর verb আগলে verb এর সাথে ing যুক্ত হবে।

যেমন: I don't mind helping with cooking but I am not going to wash the dishes.

Ritu is looking forward to going to Europe.

যেমন: Would you mind closing the door.

Right form of verbs এর ১৫ নম্বর rule

Preposition এর পর verb থাকলে, উক্ত verb এর সাথে ing যুক্ত করতে হয়। এটি Gerund (verb + ing) হিসেবে কাজ করে।

যেমনঃ He is good at swimming.

এখানে "at" হলো preposition, আর এর পরের "swimming" (swim + ing) হলো gerund।

আরো কিছু উদাহরণ দেখে নিন-

She is interested in reading books.

They left without saying goodbye.

I am looking forward to meeting you.

Right form of verbs এর ১৬ নম্বর rule

It is no good / it is no use + verb এর ing হয়।

যেমন: It is no good waiting for him any longer.

It is no use talking to him.

Right form of verbs এর ১৭ নম্বর rule

No sooner/Scarcely/Hardly + had + subject + verb এর Past Perfect form (V3) + than/when/before + Past Indefinite tense

যেমন: No sooner had he seen the police than ne ranaway.

Hardly had the train stopped before we got down.

Scarcely had we started when it began to rain.

Right form of verbs এর ১৮ নম্বর rule

Have, has, had, having + verb এর past participle (v3) কিছু উদাহরণ দিন

যেমন: He has chosen the right path.

I have finished my homework.

She has visited Paris twice.

He had left before I arrived.

They had already eaten when we got there.

Having completed the project, they took a break.

Having studied hard, he passed the exam.

বিশেষ দ্রষ্টব্য: মনে রাখবেন- Have/Has been + V3 হয় না, V1+ing হয়।

যেমনঃ She has been finished her work. (ভুল)

She has been finishing her work. (সঠিক)

Right form of verbs এর ১৯ নম্বর rule

Right-form-of-verbs
afford, agree, appear, ask, attempt, beg, begin, continue, decide, dare, except, fail, forget, happen, hate, hesitate, hope, intend, learn, like, love, manage, offer, prefer, pretend, promise, propose, refuse, regreet, seem, start, try, want, wish

উপরের শব্দগুলোয় পর To + verb এর base form (V1) বসে।

যেমনঃ He intends to stay in the country.

I want to learn English.

He promised to help me.

They refused to leave early.

She managed to finish the project on time.

Right form of verbs এর ২০ নম্বর rule

admit, avoid, burst out, deny, carry on, enjoy, feel, like, finish, give up, go on, help, keep, keep on, mind miss, postpone, practise, put off, risk, suggest

উপরের শব্দগুলোর পর verb থাকলে verb এর সাথে ing যুক্ত হবে।

যেমন: He gave up playing football when he got married.

Right form of verbs এর ২১ নম্বর rule

make, hare, let, need, dare, had better, would rather ইত্যাদি।

উপরের শব্দ গুলোর পর verb এর present form বসে এবং verb এর পূর্বে to থাকলে, to উঠে যায়।

যেমন: I heard the baby cry for his food.

He did not let me play the guitar.

Right form of verbs এর ২২ নম্বর rule

Causative verb: নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজ করানো বা করিয়ে নেওয়ার জন্য যে verb গুলো ব্যাবহৃত হয় সেগুলো causative verb হিসেবে ব্যাবহৃত হয়।

যেমনঃ have, get, let help ইত্যাদি।

I had my car washed yesterday.

He got his phone repaired.

She let me use her laptop.

She helped me complete the assignment.


* (Causative verbs) have/get/let/help + বস্তুবাচক + Verb এর past participle (v3)

যেমন: I got my car repaired.


* (Causative verbs) have/make/let/help + ব্যক্তিবাচক + Verb এর present form (v1)

যেমন: Our teacher makes us work very hard.

আরো একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নিন- I am going to have my hair cut.

Right form of verbs এর ২৩ নম্বর rule

* Prefer + (verb + ing) + to + (verb + ing)

* Prefer verb টির Preposition to আসলে ও নতুন verb টির সাথে (verb + ing বসে।

যেমন: She prefers dancing to singing.

Right form of verbs এর ২৪ নম্বর rule

that যুক্ত বাক্যে that এর পূর্বে যদি নিমোক্ত শব্দ গুলো থাকে, তবে that এর পরবর্তী verb টি main verb (v1) হবে।

proposed, important, necessary, insisted, essential, needed, required, recommended, advise, mandatory, suggested, advised, urgent, imperative, requested, obligatory + Verb এর present form (v1)

যেমন: The doctor suggested that the patient lose weight

The Judge insisted that the Juny return a verdict immediately.

Right form of verbs এর ২৫ নম্বর rule

ভবিষৎ কালের কাজে যদি when, as soon as, unless, untill, in case দ্বারা যুক্ত থাকে তাইলে এদের পক্ষের অংশটি Present Indefinite এবং বাকী অংশ টি Future Indefinite tense হবে।

গঠন: when/as soon as/unless/until/in case + Present Indefinite

যেমনঃ I will call you when I reach home.

She will start cooking as soon as he arrives.

You will not pass unless you study hard.

He will wait here until you come back.

Take an umbrella in case it rains.

I will carry an umbrella in case it rains.

I will phone you when I get the news.

Right form of verbs এর ২৬ নম্বর rule

It’s the (first/second/third) time এখন উল্লেখ থাকলে Present Perfect Tense হয়।

যেমনঃ It's the first time he has driven a car.

Esha has lost her Passporit again.

This is the second time this has happened.

Right form of verbs এর ২৭ নম্বর rule

* Present indefinite tense + as if, as though + past indefinite tense

যেমন: The man talks as if he knew everything.

Right form of verbs এর ২৮ নম্বর rule

When / While / As এর ব্যবহারঃ

* গঠন: When + Sub + Past Indefinite + Sub2 + Past continuous tense অথবা Sub + Pact continuous tense + when + sub2 + past Indefinite

বিশেষ দ্রষ্টব্য: চলমান কাজটি Past continuous tense, হঠাৎ সংঘটিত কাজটি Past Indefinite tense।

যেমন: When Riad came home, Esha was watching Television.

Esha was watching Television when Riad came home.


* গঠন: While + sub1 + past continuous + Sub2 + past continuous

যেমন: While Riad was watching TV, Esha was reading.


* গঠন: Sub1 + past continuous + while + sub2 + Past continuous

যেমন: Esha was reading while Riad watching TV.


* গঠন: While + sub1 + Past continuous + Sub2 + Past Indefinite

বিশেষ দ্রষ্টব্য: অতীকালে কোন কাজ চলছিল, আর ঠিক তখনই আরেকটি কাজ সংঘটিত হলে, চলমান কাজটি Past continuous, আর হঠাৎ সংঘটিত কাজটি Past Indefinite হবে।

যেমন: While Tamanna was reading, Riad entered the rооm.

FAQs

প্রশ্নঃ Right form of verbs কাকে বলে?
উত্তরঃ বাক্যের subject, tense, voice, mood, modal verb ইত্যাদির সাথে সঠিকভাবে Verb ব্যবহার করাকে বলা হয় Right form of verbs।

প্রশ্নঃ Verb কি অনুযায়ী পরিবর্তন হয়?
উত্তরঃ Tense অনুযায়ী Verb পরিবর্তন হয়।

প্রশ্নঃ Right form of verbs শেখা কেন গুরুত্বপূর্ণ?
উত্তরঃ Right form of verbs শেখা গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যবহার করলে বাক্য সঠিক ভাবে ব্যবহার করা যায়।

শেষ আলোচনা

আমি আশা করছি আপনারা Right form of verbs এর rules গুলো সহজ ভাবে বুঝতে পেরেছেন। ইংরেজি গ্রামার শেখার বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। আপনি যেভাবেই গ্রামার শেখেন না কেন আপনাকে রুলস অবশ্যই মনে রাখতে হবে। রুলস গুলো সহজে মনে রাখার জন্য আমি সহজভাবে আপনাদের এখানে ২৮টি নিয়ম উপস্থাপনা করেছি। আমি আশা করছি আপনারা এখন থেকে বাক্য দেখেই Right form of verbs কোনটি হবে তা চিহ্নিত করতে পারবেন। কারণ আমি সেভাবেই রুলসগুলো এখানে তুলে ধরেছি।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url