হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Accounting related viva questions
হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন আপনাদের অনেকেরই প্রয়োজন পড়ে। আসলে
হিসাববিজ্ঞান ভাইভা প্রশ্ন এর উত্তর দেওয়ার জন্য সম্পূর্ণ হিসাববিজ্ঞান বই পড়ার
দরকার নেই। কারণ বইয়ের এত তথ্য আমাদের মনে রাখা সম্ভব না। তাই আমি আজকে আপনাদের
সাথে হিসাববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
ভাইভার জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আরো পেলে এই আর্টিকেলে সেই প্রশ্নগুলো
সংযোজন করা হবে অর্থাৎ আপডেট করা হবে। এই আর্টিকেলটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে হিসাববিজ্ঞান বইয়ের
গুরুত্বপূর্ণ ভাইভার বেসিক প্রশ্নগুলো খুব সহজেই উত্তর সহ পেয়ে যাবেন। তাহলে
চলুন শুরু করা যাক।
পোস্ট সূচিপত্রঃ হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন
এই আর্টিকেল থেকে আপনারা যা কিছু জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Accounting related viva questions
আপনি কি হিসাববিজ্ঞান এর ভাইভা প্রশ্ন সমূহ খুজছেন? তাহলে আপনি আজ একদম ঠিক
জায়গায় এসেছেন কারণ আপনি এই আর্টিকেল থেকে হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন
গুলো পেয়ে যাবেন। শুধু তাই নয় এ আর্টিকেলটি আপনি পড়লে ভাইভা প্রশ্নের খুব সহজ
সহজ উত্তর পেয়ে যাবেন।
আমরা জানি হিসাববিজ্ঞান বইয়ে অনেক ধরনের হিসাববিজ্ঞান সম্পর্কিত সংক্ষিপ্ত
প্রশ্ন উত্তর রয়েছে। কিন্তু আমাদের এত তথ্য মনে রাখা কি সম্ভব? পড়লে তো সবকিছুই
পড়া যায় কিন্তু সবকিছুকে মনে রাখা যায়? এজন্য আপনাদের খুব গুরুত্বপূর্ণ
প্রশ্নগুলো, যেগুলো সচরাচর ভাইভা পরীক্ষায় ধরে, এসব প্রশ্নগুলো আপনাকে মুখস্ত
করতে হবে।
একটি মানুষ ভাইভা পরীক্ষায় কখনোই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না। কাজেই আপনাকে
যদি ৮ প্রশ্ন করা হয়, তাহলে আপনি খুব সহজেই আজ থেকে ৬ টি প্রশ্নের উত্তর দিতে
পারবেন, যদি আপনি আজকে আমার এই আর্টিকেলটি থেকে প্রশ্নগুলো মুখস্ত করেন।
আপনি কেন আমার এখান থেকে প্রশ্নগুলো মুখস্ত করবেন?
দেখুন বইতে অনেক সময় এমন কিছু উত্তর লেখা থাকে যা আমাদের বুঝতে সমস্যা হয়। আর
আমাদের কোনো জিনিস বুঝতে সমস্যা হলে তা আমরা ভাইভা পরীক্ষায় ভালোভাবে বোঝাতে
পারবো না। এজন্য আমি এখানে গুরুত্বপূর্ণ Accounting related viva questions গুলোর
উত্তর সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যেন আপনাদের প্রশ্নের উত্তর গুলো খুব
সহজে মনে থাকে এবং ভাইভা বোর্ডে অতি সহজেই প্রশ্নের উত্তর দিতে পারেন।
প্রথম ২০টি হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) হিসাববিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ অর্থের অংকে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সমূহের সংগ্রহ, সংকলন,
লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত করুন, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরকে
হিসাব বিজ্ঞান বলে।
২) হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি।
৩) হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়?
উত্তরঃ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে "সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট
প্রপোরশনালিটা" নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্ভাবন করেন।
৪) হিসাববিজ্ঞান কয় ভাগে বিভক্ত?
উত্তরঃ হিসাববিজ্ঞানকে ২ ভাগে ভাগ করা যায়। যেমন-
- আর্থিক হিসাববিজ্ঞান
- বিশেষায়িত হিসাববিজ্ঞান
৫) হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি?
উত্তরঃ হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক
অবস্থা নিরূপণ বা নির্ণয় করা।
৬) বাট্টা কাকে বলে?
উত্তরঃ চুক্তি অনুসারে বা প্রচলিত নিয়ম অনুসারে পণ্যের স্বাভাবিক মূল্য অথবা
প্রাপ্য দেয় টাকার পরিমাণ হতে যে অংশ বাদ দেওয়া হয়, তাকে বাট্টা বলে।
৭) বাট্টা কয় প্রকার?
উত্তরঃ বাট্টা ২ প্রকার। যথা-
- কারবারের বাট্টা বা ব্যবসায়িক বাট্টা
- নগদ বাট্টা
কারবারের বাট্টা বা ব্যবসায়িক বাট্টাঃ পণ্যের তালিকা মূল্য বা লিখিত মূল্য থেকে
যে ছাড় পাওয়া যায় তাকে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বলে।
নগদ বাট্টাঃ দেনা পরিষদ বা পাওনা আদায়ের ক্ষেত্রে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে
বলা হয় নগদ বাট্টা।
৮) হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বা গোল্ডেন রুল (Golden Rule) কি?
উত্তরঃ লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে
বা সূত্রের সাহায্যে ডেবিট ক্রেডিট করা হয়। ডেবিট বা ক্রেডিট করার এই প্রাচীনতম
নিয়মকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বা গোল্ডেন রুল (Golden Rule) বলা হয়।
৯) GAAP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ GAAP এর পূর্ণরূপ হচ্ছে Generally Accepted Accounting Principles (GAAP)
।
১০) চলতি সম্পদ কাকে বলে?
উত্তরঃ যে সকল সম্পদ এক বছরের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরিত
হয় বা উপযোগ নিঃশেষ হয়ে যায় সেগুলোকে চলতি সম্পদ বলে।
উদাহরণ -
- নগদ ব্যাংক জমা
- সমাপনী মজুদ
- প্রাপ্য হিসাব
- বিল অগ্রিম খরচ
- অনাদায়ী আয় ইত্যাদি
১১) চলতি দায় কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত দায় এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বলে।
উদাহরণ -
- পাওনাদার
- প্রদেয় বিল
- ব্যাংক জমাতিরিক্ত
- বকেয়া খরচ
- অগ্রিম আয় ইত্যাদি
১২) স্থায়ী সম্পদ বা স্থায়ী সম্পত্তি কাকে বলে?
উত্তরঃ যে সকল সম্পদ বা সম্পত্তি হতে একাধিক বছরকাল সেবা বা সুবিধা পাওয়া যায়
সেগুলোকে স্থায়ী সম্পদ বা স্থায়ী সম্পত্তি বলে।
১৩) FASB, IPO, IAS, LC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ
- FASB: Financial Acoounting Standard Board
- IPO: Initial Public Offering
- IAS: International Accounting Standards
- LC: Letter of Credit
১৪) দীর্ঘমেয়াদী দায় কাকে বলে?
উত্তরঃ যে সকল দায় এক বছরের অধিক সময়ে পরিশোধযোগ্য সেগুলোকে দীর্ঘমেয়াদী দায়
ভালো হয়।
উদাহরণ -
- ব্যাংক ঋণ,
- বন্ধকী ঋণ,
- ঋণপত্র।
১৫) মোট পাওনা বা বুক ডেবিট (Book Debit) কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রকার গ্রাহকের নিকট কারবারের মোট পাওনার
পরিমাণকে মোট পাওনা বা বুক ডেবিট (Book Debit) বলে।
১৬) দালালি কি?
উত্তরঃ বিক্রয় প্রতিনিধিকে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে দেয় অর্থকে দালালি
বলে।
১৭) হিসাব কি বা হিসাব কাকে বলে?
উত্তরঃ লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে হিসাব বলে।
১৮) লেনদেন কাকে বলে?
উত্তরঃ কোন কিছুর আদান-প্রদানের মাধ্যমে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন
তাকে লেনদেন বলে।
বা অর্থের অংকের পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে।
১৯) লেনদেনের দ্বৈত সত্তা কি?
উত্তরঃ লেনদেনের দ্বৈত সত্তা হচ্ছে দুটি পক্ষ বা হিসাব।
২০) হিসাববিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়?
উত্তরঃ হিসাববিজ্ঞানকে তথ্য ব্যবস্থা হিসেবে অভিহিত করা হয়।
দ্বিতীয় ২০টি হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কি?
উত্তরঃ লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান।
২) অদৃশ্যমান লেনদেন কোনটি?
উত্তরঃ অদৃশ্যমান লেনদেন হচ্ছে সুদ প্রদান করা।
৩) অবচয় কোন ধরনের লেনদেন?
উত্তরঃ অবচয় হচ্ছে অনগদ লেনদেন।
৪) ডেবিট নোট তৈরি করে কে?
উত্তরঃ ডেবিট নোট তৈরি করে ক্রেতা।
৫) খতিয়ান কাকে বলে?
উত্তরঃ ইংরেজি লেজ (Ledge) শব্দের অর্থ তাক বা সেলফ। তাক বা সেলফ এর মাধ্যমে যেমন
বিভিন্ন প্রকার গৃহস্থলীর জিনিসপত্র সাজিয়ে রাখা হয় তেমনি খতিয়ানেও ব্যবসায়ীক
লেনদেন গুলোকে সাজিয়ে রাখা হয়। তাই অনেকে মনে করেন লেজ (Ledge) শব্দ হতেই লেজার
(Ledger) শব্দের উৎপত্তি।
অর্থাৎ যে হিসাবের বইতে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনের হিসাব, জাবেদা হতে
স্থানান্তরিত করে, শ্রেণীবিন্যাসপূর্বক পৃথক পৃথক শিরোনামে, সংক্ষিপ্ত আকারে
স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে খতিয়ান বলে।
৬) জাবেদা কাকে বলে?
উত্তরঃ জাবেদা হচ্ছে হিসাব চক্রের প্রথম স্তর। হিসাব-নিকাশের যে প্রাথমিক বইতে,
দৈনন্দিন সংঘটিত লেনদেনসমূহ চিহ্নিত করে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে, তারিখের
ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে।
৭) প্রাপ্তি ও প্রদান হিসাব কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার নগদ
আদান-প্রদান সংক্রান্ত লেনদেন সমূহ সাজিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে
প্রাপ্তি ও প্রদান হিসাব হিসাব বলে।
৮) রেওয়ামিল কাকে বলে?
উত্তরঃ রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়, সম্পদ ও দায় জাতীয় হিসাব
গুলোর জের সমূহ ডেবিট ও ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়।
সকল ব্যক্তিবাচক ও সম্পত্তিবাচক হিসাব এখানে নিয়ে আসা হয়। জাবেদা ও খতিয়ানের
লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।
৯) অবচয় কাকে বলে?
উত্তরঃ স্থায়ী সম্পত্তির অর্জনের ব্যয় কে তার প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে খরচ
হিসেবে বন্টনের প্রক্রিয়াকে অবচয় বলে।
বা স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে।
১০) 2C কাকে বলে?
উত্তরঃ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্রেতা বিক্রেতা কেউ কাউকে চেনে না।
এক্ষেত্রে বিক্রেতার একটা ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকি এড়াতেই আন্তর্জাতিক
ক্রেতারা যে চুক্তির মাধ্যমে লেনদেন করে তাকে বলে 2C.
১১) মৌলিক বা ব্যাসিক হিসাব সমীকরণ কোনটি?
উত্তরঃ মৌলিক বা ব্যাসিক হিসাব সমীকরণটি হচ্ছে,
সম্পদ = দায় + মূলধন + আয় - খরচ - উত্তোলন।
১২) ডেবিট ক্রেডিট অর্থ কি?
উত্তরঃ
- ডেবিট অর্থ বাম দিক,
- ক্রেডিট অর্থ ডান দিক।
১৩) হিসাব সমীকরণ কাকে বলে?
উত্তরঃ হিসেবে ডেবিট ও ক্রেডিট দিককে গাণিতিক আকারে প্রকাশ করাকে হিসাব সমীকরণ
বলে।
১৪) হিসাব চক্র কি বা হিসাব চক্র কাকে বলে?
উত্তরঃ হিসাব তথ্য প্রস্তুত ও ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা যে চক্রের সাহায্যে
প্রকাশিত হয় তাকে হিসাব চক্র বলে।
১৫) হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি?
উত্তরঃ হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে লেনদেন চিহ্নিত করা।
১৬) দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ লেনদেনর দ্বৈত সত্তা লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তুলে ধরার
প্রক্রিয়াকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে।
১৭) অনুপার্জিত আয় কি?
উত্তরঃ অনুপার্জিত আয় হল দায়। আয় অর্জিত হওয়ার পূর্বে যে আয় অগ্রিম আদায় হয়,
সেটাই হচ্ছে অনুপার্জিত আয়।
১৮) আর্থিক বিবরণীর উপাদানগুলো কি কি?
উত্তরঃ আর্থিক বিবরণীর উপাদান গুলো হচ্ছে -
- আয় বিবরণী
- আর্থিক অবস্থা বিবরণী
- মালিকানা স্বত্ব বিবরণী
- নগদ প্রবাহ বিবরণী
- নোট ও টিকা বিবরণী
১৯) হিসাবের প্রাথমিক বই কোনটি?
উত্তরঃ হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা।
২০) সম্পদ কাকে বলে?
উত্তরঃ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন উপাদান সমূহ যার অর্থনৈতিক সুবিধা আছে এবং
উপযোগ সৃষ্টি করে, তাকে বলা হয় সম্পদ।
তৃতীয় ২৫টি হিসাববিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) চালান কি?
উত্তরঃ বিক্রেতা কর্তৃক ধার বিক্রিত পণ্যের পরিমাণ, দর, মোট মূল্য ইত্যাদি উল্লেখ
করে সংশ্লিষ্ট ক্রেতার নিকট যে দলিল পাঠানো হয়, তাকে চালান বলে।
২) ভাউচার কি?
উত্তরঃ ক্রয়, বিক্রয়, খরচ ও আয় ইত্যাদি সকল প্রকার লেনদেন হিসাবের বইতে
লিপিবদ্ধ করার জন্য, লেনদেনের সমর্থনে সংরক্ষিত লিখিত দলিল কে ভাউচার বলে।
৩) সুযোগ ব্যয় কি?
উত্তরঃ সর্বোত্তম বিকল্পের জন্য অন্য বিকল্প ত্যাগ স্বীকার করাকেই সুযোগ ব্যয়
বলে।
৪) শেয়ার কি?
উত্তরঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে কতগুলো সমান অংশে বিভক্ত করা হয়, এর
প্রত্যেক অংশকে শেয়ার বলে।
৫) LIFO, FIFO এর পূর্ণরূপ কি?
উত্তরঃ
- LIFO = Last in first out
- FIFO = First in first out
৬) DSE এর পূর্ণরূপ কি?
উত্তরঃ DSE এর পূর্ণরূপ হচ্ছে- Dhaka Stock Exchange।
৭) ডেবিট নোট ও ক্রেডিট নোট কাকে বলে?
উত্তরঃ ডেবিট নোটঃ ক্রয়িত পণ্য ফেরত বা ভুল সংশোধনের জন্য, বিক্রেতাকে অবহিত
করতে, ক্রেতা কর্তৃক যে পত্র ইস্যু করা হয় তাকে ডেবিট নোট বলে।
ক্রেডিট নোটঃ বিক্রয়কৃত পণ্য ফেরত বা ভুল সংশোধনের জন্য, ক্রেতাকে অবহিত করে,
বিক্রেতা কর্তৃক যে পত্র ইস্যু করা হয়, তাকে ক্রেডিট নোট বলে।
৮) বর্ধিত হিসাব সমীকরণ কোনটি?
উত্তরঃ বর্ধিত হিসাব সমীকরণটি হচ্ছে - A = L + (C + R - EX - D)
এখানে,
- A = Assets
- L = Liabilities
- C = Capital
- R = Revenues
- Ex = Expenses
- D = Drawings
৯) আর্থিক বিবরণী বা ব্যাংক সমন্বয় বিবরণী কি?
উত্তরঃ আমানতকারীর নবদান বইয়ে ব্যাংক কলাম এবং ব্যাংক পদত্য পাস বইয়ের
উদ্বৃত্তের মধ্যে প্রায়ই পার্থক্য দেখা যায়, এই পার্থক্যের কারণ বের করে নগদান
বই ও পাস বইয়ের সমন্বয় সাধনের জন্য, আমানতকারী একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী
প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে।
১০) হিসাব কয় প্রকার?
উত্তরঃ সনাতন পদ্ধতিতে হিসাব ২ প্রকার। যেমন -
- ব্যক্তিবাচক হিসাব
- অব্যক্তিবাচক হিসাব
আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার। যেমন -
- সম্পদ হিসাব
- দায় হিসাব
- মালিকানা স্বত্ব হিসাব
- আয় হিসাব
- ব্যয় হিসাব
১১) GAAP কি?
উত্তরঃ হিসাববিজ্ঞানের সর্বজনীন স্বীকৃত নীতিমালা হচ্ছে (GAAP)।
১২) হিসাববিজ্ঞানের স্বর্ণ সূত্র কি? জাবেদা সহ কিছু উদাহরণ দাও?
উত্তরঃ হিসাববিজ্ঞানের স্বর্ণ সূত্রঃ ইটালিয়ান গণিতবিদ লুকা প্যাসিওলি দুতরফা
দাখিলা পদ্ধতির উন্মোচন করেন। এ পদ্ধতিতে লেনদেনগুলোকে দুইটি পক্ষে ডেবিট ও
ক্রেডিটের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। এটিই হচ্ছে হিসাববিজ্ঞানের স্বর্ণ সূত্র।
জাবেদাঃ
সম্পদ বৃদ্ধি ডেবিট
সম্পদ হ্রাস ক্রেডিট
দায় হ্রাস ডেবিট
দায় বৃদ্ধি ক্রেডিট
আয় হ্রাস ডেবিট
আয় বৃদ্ধি ক্রেডিট
ব্যয় বৃদ্ধি ডেবিট
ব্যয় হ্রাস ক্রেডিট
মালিকানা স্বত্ব হ্রাস ডেভিড / স্বত্বাধিকার হ্রাস ডেবিট
মালিকানা স্বত্ববৃদ্ধি ক্রেডিট / স্বত্বাধিকার বৃদ্ধি ক্রেডিট
১৩) হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা?
উত্তরঃ অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেমনঃ মালিক, কর্মচারী, ব্যবস্থাপক, অর্থ পরিচালক
ইত্যাদি।
বাহ্যিক ব্যবহারকারী। যেমনঃ ভোক্তা, পাওনাদার, বিনিয়োগকারী, গবেষক, কোম্পানি
নিবন্ধন,কর কর্তৃপক্ষ, সরকার, নিরীক্ষক ইত্যাদি।
১৪) হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তরঃ হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে - A = L + P (OE)
এখানে,
- A = Assets
- L = Liabilities
- P (OE) = Capital + Revenue + Additional Capital - Expense - Drawing
১৫) হিসাবের জের টানা বা সমীকরণ কি?
উত্তরঃ হিসেবে দুই দিক সমান করার কাজকে হিসাবের জের টানা বা সমীকরণ বলে।
১৬) ব্যক্তিবাচক হিসাব কি?
উত্তরঃ যে হিসাব দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব বোঝাই তাকে
ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন - প্রাতিষ্ঠানিক আয়, খরচ, মুনাফা বা ক্ষতি জাতীয়
হিসাব ইত্যাদি।
১৭) অনাদায়ী পাওনা কি এবং অনাদায়ী দেনা কি?
উত্তরঃ অনাদায়ী পাওনাঃ প্রাপ্য হিসাবের যে পরিমিত অর্থ আদায়যোগ্য নয় বা আদায়
করা সম্ভব না হলে সেই প্রাপ্য অর্থকে অনাদি পাওনা বলে। এটি ব্যবসার জন্য একটি
ক্ষতি। অনাদায়ী পাওনা চিহ্নিত করার পর প্রাপ্য হিসাব থেকে সরাসরি বাদ দিয়ে
হিসাব ভুক্ত করা হয়।
অনাদায়ী দেনাঃ প্রদেয় হিসাবের যে পরিমিত অর্থ প্রদান করা সম্ভব নয় সেই প্রদেয়
অর্থকে অনাদায়ী দেনা বলে। এটি ব্যবসার জন্য ক্ষতি নয় বরং লাভ।
১৮) পাবলিক হিসাববিজ্ঞান এবং প্রাইভেট হিসাববিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ পাবলিক হিসাববিজ্ঞানঃ সনদপ্রাপ্ত বা পেশাজীবী হিসাববিজ্ঞান কর্তৃক যে
হিসাববিজ্ঞান কার্যক্রম পরিচালিত হয় তাকে পাবলিক হিসাববিজ্ঞান বলে।
প্রাইভেট হিসাব বিজ্ঞানঃ সনদ প্রাপ্ত বা পেশাজীবী হিসাব বিজ্ঞানকর্তৃক পরিচালিত
নয় এমন ধরনের হিসাববিজ্ঞানকে প্রাইভেট হিসেবে বিজ্ঞান বলে।
১৯) বন্ড (Bond) কাকে বলে?
উত্তরঃ যে প্রতিজ্ঞা পত্র ইস্যু বা বিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় তাকে বন্ড
(Bond) বলে।
২০) জিরো কুপন বন্ড কি?
উত্তরঃ যে বন্ডের ধারক কে কোন প্রকার সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড
বলে।
২১) স্টক কি?
উত্তরঃ কোন কোম্পানির বিক্রিত শেয়ার সমূহের মূল্যকে স্টক বলে।
২২) লভ্যাংশ বা ডিভিডেন্ট কি?
উত্তরঃ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টনকৃত, কোম্পানির লাভের অংশকে বলে লভ্যাংশ বা
ডিভিডেন্ট।
২৩ ) ঋণপত্র বা ডিবেঞ্চার কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময় পরে, নির্দিষ্ট সুদের হারে, সুদসহ আসল ফেরত দেওয়ার
লিখিত বিবরণ বা চুক্তিকে ঋণপত্র বা ডিবেঞ্চার বলে।
২৪) আধুনিক হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি।
২৫) হিসাববিজ্ঞানের তিনটি কাজ কি কি?
উত্তরঃ হিসাববিজ্ঞানের তিনটি কাজ হচ্ছে লেনদেন সংগ্রহ এবং সংরক্ষণ, প্রত্যেকটি
লেনদেনের জার্নাল তৈরি, চূড়ান্ত হিসাব তৈরি।
ভাইভাতে প্রশ্ন না পারলে কি বলতে হয়?
আপনি যদি হিসাববিজ্ঞান বিভাগে ভাইবা দেন তাহলে আপনি যদি ভাইবা বোর্ডে কোন
প্রশ্নের উত্তর না পারেন, সে ক্ষেত্রে আপনাকে বলতে হবে- স্যার এই প্রশ্নের
উত্তরটি আমি পড়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না।
হিসাববিজ্ঞান ভাইভা দিতে যাওয়ার পর আপনি যদি কোন প্রশ্ন না পারার জন্য বলেন যে-
এই প্রশ্নের উত্তরটি আমার জানা নাই, সে ক্ষেত্রে ভাইভা বোর্ডের স্যারেরা আপনাকে
বলতে পারে যে- আপনি একাউন্টিং এর স্টুডেন্ট অথচ এটি আপনি জানেন না? তখন আপনার
প্রতি স্যারেরা বিরক্ত হতে পারে।
শুধুমাত্র বিসিএস এবং চাকরির ভাইভা গুলোতে যদি কোন প্রশ্নের উত্তর না পারা যায়
তখন বলতে হয় স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। কারণ চাকরির ভাইভা বা
বিসিএস এর ভাইবা গুলোতে অনেকগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন করে।
FAQ
১) ভাইভাতে কয়টি প্রশ্ন করে?
উত্তরঃ ভাইভাতে আপনাকে কয়টি প্রশ্ন করবে সেটি নির্ভর করে আপনার উপর। কারণ আপনি
যদি প্রশ্ন না পারেন তাহলে আপনাকে তিন থেকে পাঁচটি প্রশ্ন করে ছেড়ে দিবে। আবার
আপনি যদি একটু ভালো প্রশ্ন করেন তাহলে আপনাকে সাত থেকে আটটি প্রশ্ন করতে পারে।
এটি সম্পূর্ণ নির্ভর করে ভাইভা বোর্ডের কর্মকর্তাদের উপর। কিন্তু বিসিএস এর মত
জায়গায় আপনাকে ১৫থেকে ২০টির মত প্রশ্ন করতে পারে।
২) VIVA (ভাইভা) এর বাংলা অর্থ কি?
উত্তরঃ VIVA (ভাইভা) এর বাংলা অর্থ হল- মৌখিক পরীক্ষা।
৩) Viva Voce (ভাইভা ভৌসি) এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তরঃ Viva Voce (ভাইভা ভৌসি) এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে- VIVA (ভাইভা)।
৪) হিসাববিজ্ঞান দিবস কবে?
উত্তরঃ হিসাববিজ্ঞান দিবস হচ্ছে- ১০ নভেম্বর।
৫) হিসাব পেশাজীবী দিবসকে কি বলে?
উত্তরঃ হিসাব পেশাজীবী দিবসকে হিসাববিজ্ঞান দিবস বলে যা ১০ নভেম্বর প্রতি বছর
পালিত হয়।
৬) হিসাবরক্ষক দিবস কবে?
উত্তরঃ হিসাবরক্ষক দিবস হচ্ছে- ১৯ মে।
৭) লুকা প্যাসিওলি জন্ম কত সালে?
উত্তরঃ লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন ১৪৪৭ সালে সানফ্রান্সিসকো তে।
৮) হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি?
উত্তরঃ হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ এবং আর্থিক
ফলাফল নির্ণয় করা।
৯) হিসাববিজ্ঞান বিভাগের লক্ষ্য কি?
উত্তরঃ প্রতিটি প্রতিষ্ঠানের হিসাববিজ্ঞান বিভাগ রয়েছে। এই বিভাগের মূল উদ্দেশ্য
হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক লেনদেনসমূহ তালিকা তৈরি করে রাখা এবং প্রতিষ্ঠানের
উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রস্তুত করা।
১০) হিসাববিজ্ঞানের স্বল্পমেয়াদী লক্ষ্য কি?
উত্তরঃ হিসাববিজ্ঞানের স্বল্পমেয়াদী মূল লক্ষ্য হচ্ছে সেগুলো যেগুলো সাধারণত ১
থেকে ২ বছরের মধ্যে অর্জন করতে হয়।
লেখকের শেষ মন্তব্য
আমি আশা করছি আপনারা এই আর্টিকেল থেকে Accounting related viva questions গুলো
জানতে পেরেছেন। দেখুন হিসাব বিজ্ঞানের ভাইবা দেওয়ার জন্য এত প্রশ্ন পড়ার দরকার
নেই। বেশি প্রশ্ন পড়ে গেলে আপনি ভাইবা বোর্ডে গিয়ে কিছুই বলতে পারবেন না।
ভাইভা বোর্ডে মূলত বেসিক জিনিসগুলো জেনে যেতে হয়। কারণ স্যারেরা বেসিক থেকেই
প্রশ্ন করে। তাই হিসাববিজ্ঞানের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো মুখস্থ করে আপনি আপনার
বেসিক স্ট্রং করুন এবং প্রতিটি ভাইভাতে কমপক্ষে এখান থেকে দশটি প্রশ্ন কমন পাবেন
ইনশাল্লাহ।