ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রতে হতে যাচ্ছে আগামী ২০২৫ সালের জুন মাসের ১৫
তারিখে এবং শেষ হবে জুলাই মাসে ১৩ তারিখে। যুক্তরাষ্ট্রের ১১ টি শহরের ১২ টি
ভেনুতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের
মায়ামিতে এই ড্র টি অনুষ্ঠিত হয় দুপুর ১ টায়। ফুটবল ক্লাব বিশ্বকাপটা আয়োজনের
মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার জায়ান্ট টীম দের
মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্বাচন করা। অর্থাৎ ফিফা চাচ্ছিল বৈশ্বিক একটি টুর্নামেন্ট
তৈরি করতে, আর সেই টুর্নামেন্টারি নাম দেওয়া হয়েছে ফুটবল ক্লাব বিশ্বকাপ। এই
বিশ্বকাপটি এক মাস ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে। প্রথম ম্যাচটি
লিওনেল মেসির ইন্টার মিয়ামি খেলবে মিশরের ক্লাব আল আহালির বিপক্ষে।
লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি এবার ক্লাব বিশ্বকাপে খেলবে। আমরা সকলেই জানি
ইন্টারমি একটি যুক্তরাষ্ট্রের ক্লাব। আবার আগামী ২০২৬ সালে এই যুক্তরাষ্ট্রতেই
হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাই ফিফা সবকিছু মাথায় রেখে জমজমাট একটি এক মাসের
আসর সম্পূর্ণ করতে চাচ্ছে যা কিনা ফুটবল বিশ্বকাপের মতোই আমেজ তৈরি করবে।
পোস্ট সূচিপত্রঃ ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫
ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫
ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রতে এবার সর্বমোট ৩২ টি দল খেলবে। ৩২ টি দলকে মোট
আটটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। অর্থাৎ প্রতিটি
গ্রুপের চারটি দলের মধ্যে দুটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। তো চলুন আমরা প্রথমে
জেনে নেই এইবার ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রতে কোন ৩২টি দল অংশগ্রহণ করবে।
৩২ টি দল নিম্নে নিচে দেওয়া হলঃ
- Real Madrid
- Al Hilal Sfc
- CF Pachuca
- Man City
- Wydad Fc
- Al Ain Fc
- Juventus fc
- Fluminense Fc
- Burussia Dortmund
- Ulsan HD
- Mamelodi Sundowns
- CA River Plate
- Urawa Reds
- CF Monterrey
- Inter Milan
- CR Flamengo
- Esperance Tunis
- Chelsae Fc
- Club Leon
- FC Bayern Munich
- Auckland City Fc
- CA Boca Juniors
- SL Benfica
- PSG
- Athletico Madrid
- Botafogo
- Seattle Sounders Fc
- SE Palmeiras
- FC Porto
- AL Ahly Fc
- Inter Miami
- Fc Salzburg
এখন চলুন জেনে নেওয়া যাক ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫ ফিক্সার
সম্পর্কে।
ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ৩২ দলের ফিকচারঃ
Group A |
SE Palmeiras (Brazil) |
FC Porto (Portugal) |
AL Ahly Fc (Egypt) মিশর |
Inter Miami (USA) |
Group B |
PSG (France) |
Athletico Madrid (Spain) |
Botafogo (Brazil) |
Seattle Sounders Fc (USA) |
Group C |
FC Bayern Munich (Germany) |
Auckland City Fc (New Zealand) |
CA Boca Juniors (Argentina) |
SL Benfica (Portuga) |
Group D |
CR Flamengo (Brazil) |
Esperance Tunis (Tunisia) |
Chelsae Fc (England) |
Club Leon (Mexico) |
Group E |
CA River Plate (Argentina) |
Urawa Reds (Japan) |
CF Monterrey (Mexico) |
Inter Milan (Itally) |
Group F |
Fluminense Fc (Brazil) |
Burussia Dortmund (Germany) |
Ulsan HD (South Korea) |
Mamelodi Sundowns (South Africa) |
Group G |
Man City (England) |
Wydad Fc (Morocco) |
Al Ain Fc (UAE) |
Juventus fc (Italy) |
Group H |
Real Madrid (Spain) |
Al Hilal Sfc (Soudi arabia) |
CF Pachuca (Mexico) |
Fc Salzburg (Austri) |
ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাস
ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাস কি? কিভাবে শুরু হল এই ক্লাব বিশ্বকাপের যাত্রা?
তাহলে চলুন জেনে নিন। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০০৫ সাল থেকে তাদের যাত্রা শুরু করে।
সেই সময় ফিফা এই ক্লাব বিশ্বকাপটির নাম দিয়েছিল মিনি বিশ্বকাপ। কারণ এই ক্লাব
বিশ্বকাপে প্রতিটি মহাদেশের ভালো পারফরম্যান্স করা দলগুলোকে নেওয়া হতো।
এছাড়া যেখানে ক্লাব বিশ্বকাপটি আয়োজন করা হতো সেখানকারী একটি হোস্ট দল থাকতো।
যেমন ধরুন যখন বিশ্বকাপ কোন দেশ আয়োজন করে তখন সেই দেশ হোস্ট হিসেবে বিশ্বকাপে
সুযোগ পায় অর্থাৎ সেই হোস্ট দলকে বিশ্বকাপে খেলার জন্য বাছাই পর্বের ম্যাচ খেলতে
হয় না। ক্লাব বিশ্বকাপের বিষয়টাও ঠিক এমনই।
প্রথম অবস্থায় ক্লাব বিশ্বকাপে ছয় থেকে সাতটি দল খেলতো কিন্তু ২০১৬ সালের পরে
দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফিফা। এইজন্য ফিফা ২০১৭ সালে সিদ্ধান্ত নেয় ২৪ টি দল নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। কিন্তু ফিফা পরবর্তীতে
তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ টি দল ক্লাব ওয়ার্ল্ডকাপে খেলানোর জন্য
পুনরায় সিদ্ধান্ত নেয়।
অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে বিশ্বকাপ যেহেতু ৩২টি দলের একটি টুর্নামেন্ট হত সেহেতু
তারই আদলে মিল রেখে ক্লাব বিশ্বকাপে ৩২ টি দল নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর
ফিফা ২০১৯ সালে ঘোষণা করে যে ২০২১ সাল থেকে নতুন করে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ পুরো
একমাস ব্যাপী শুরু হতে যাচ্ছে, সেই সাথে এটাও ঘোষণা করা হয় যে ২০২১ সালে ফিফা
ক্লাব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে চিনে।
কিন্তু কোভিড ১৯-এর কারণে এই আয়োজনটি আর সম্পূর্ণ হয়নি। এরপর কোভিড
১৯ থেকে সারা বিশ্ব মুক্ত হলে ২০২৩ সালে ফিফা কর্তৃপক্ষ আবার ঘোষণা দেয় যে
২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পুরো এক মাস ব্যাপী ফিফা ক্লাব বিশ্বকাপ
অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তারই আদলে এইবার ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ টি দল নিয়ে
ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে যা আমাদের বিশ্বকাপের মতোই আমেজ দিবে আশা
করছি।
ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫ কোন মহাদেশ থেকে কয়টি
দল নির্বাচন করা হয়েছে?
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর ছয়টি মহাদেশীয় দেশগুলোর ক্লাবের নাম দেখতে নিচের
টেবিলটি ভালোভাবে লক্ষ্য করুন।
মহাদেশ |
দলের সংখ্যা |
দলের নাম সমুহ |
ইউরোপ |
১২ টি |
চেলছি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান, পোরতো,
বেনেফিক, বুরুসিয়া ডর্ট্মুন্ড, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, আরবি
সালজবার্গ
|
দক্ষিন আফ্রিকা |
৬ টি |
পালমেইরাস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, বোটাফোগো, রিভারপ্লেট, বোকা
জুনুয়র্স
|
এশিয়া |
৪ টি |
আল হিলাল, উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি |
আফ্রিকা |
৪ টি |
আল আহলি, অইদাদ কাসাব্লাংকা, এস্পেরান্সে দে তিউনিস, মামোলোদি সান্ডাইন্স
|
উত্তর আমেরিকা |
৪ টি |
মন্টেরি, সিয়াটল, লিওন, পাচুকা |
ওশেনিয়া |
১ টি |
অকল্যান্ড সিটি |
হোস্ট দেশ |
১ টি |
ইন্টার মায়ামি |
ফিফা ক্লাব বিশ্বকাপে দল নির্বাচন করে কিভাবে?
ফিফা ক্লাব বিশ্বকাপে দল নির্বাচন করে কিভাবে সে প্রশ্ন আমার মনেও ছিল। আমি
বিভিন্ন সোর্স এবং গুগল থেকে যা জানতে পারলাম তা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি।
দেখুন আমরা জানি,
- ইউরোপঃ ইউইয়েফা= ইউয়েফা চ্যাম্পিওন্স লিগ
- দক্ষিণ আমেরিকাঃ কনমেবল= কোপা লিবারতেদোরেস
- উত্তর আমেরিকায়ঃ কনকাকাপ= কনকাকাপ চ্যাম্পিওন্স লিগ
- এশিয়াঃ এএফসি= এএফসি চ্যাম্পিওন্স লিগ
- আফ্রিকাঃ সিএএফ= সিএএফ চ্যাম্পিওন্স লিগ
- ওশেনিয়াঃ ওএফসি= ওএফসি চ্যাম্পিওন্স লিগ
এই ছয়টি মহাদেশের চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরম্যান্স করা দলগুলোকেই মূলত ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য নির্বাচন করা হয়। বার্সেলোনা এবং লিভারপুল এই সিজনে খুব ভালো
ফর্মে থাকলেও তারা ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে নাই।
এর মূল কারণ হচ্ছে লিভারপুল এবং বার্সেলোনা গত চার বছরে চ্যাম্পিয়ন্স লিগে ভালো
করতে পারেনি অর্থাৎ ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারাই ভালো করেছে চ্যাম্পিওন্স
লিগে, সুধুমাত্র তারা এবারের ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চান্স পেয়েছে।
যেমন গত চার বছরে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করেছে-
চেলছি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান, পোরতো,
বেনেফিক, বুরুসিয়া ডর্ট্মুন্ড, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, আরবি
সালজবার্গ। তাই এই দলগুলো ২০২৫ সালের যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বকাপে জায়গা
করে নিয়েছে।
- চ্যাম্পিয়ন্স লিগে কোন দল কয়টি ম্যাচ জিতছে?
- কোন দল নক আউট পর্বে যাচ্ছে?
- কোন দল নক আউট পর্বে ভালো খেলছে?
- কোন দল নকট পর্বের কতদূর পর্যন্ত
যাচ্ছে?
এ সকল বিষয়গুলো এক জায়গায় করে এরপর হিসাব নিকাশ করে ফিফা ক্লাব
ওয়ার্ল্ড কাপের জন্য দল নির্বাচন করা হয়। এভাবেই ঠিক একই ভাবে হিসাব নিকাশ করে অন্যান্য মহাদেশ থেকে দলগুলো নেওয়া
হয়েছে।
FAQ: ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫
ইন্টার মিয়ামি কি ক্লাব বিশ্বকাপ খেলতে পারবে?
হ্যাঁ ইন্টার মিয়ামি ২০২৫ সালের যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ খেলার
জন্য যোগ্যতা অর্জন করেছে। যদিও ইন্টার মিয়ামি মার্কিন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বড় লিগ শিরোপা জিততে পারেনি কিন্তু তবুও
অভারঅল পারফরম্যান্সের ভিত্তিতে এবং ক্লাব বিশ্বকাপ কে জমজমাট করার
জন্য ফিফা ইন্টার মিয়ামিকে হোস্ট দেশের ক্লাব হিসেবে বেছে নিয়েছে।
Club World Cup কি?
ক্লাব ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপে ছয়টি
মহাদেশ থেকে, বিগত চার বছরের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা
থেকে ভালো পারফরম্যান্স করা দলগুলোকে নির্বাচন করে একটি বিশ্বকাপের
মতো টুর্নামেন্ট আয়োজন করা। ক্লাব বিশ্বকাপের পূর্বে নাম ছিল মিনি
বিশ্বকাপ।
আল নাসর কেন ক্লাব বিশ্বকাপে নেই?
আল নাসর ক্লাব বিশ্বকাপে না থাকার কারণ হচ্ছে বিগত চার বছরে আল নাসর
ক্লাবের পারফরমেন্স ওভারঅল ভালো নয়। কারণ আমরা জানি ক্লাব বিশ্বকাপে
সে দলগুলোকে নেওয়া হয় যে দলগুলো বিগত চার বছরে ভালো পারফরমেন্স
করে।
বার্সেলোনা কেন ক্লাব বিশ্বকাপে নেই?
বার্সেলোনা এই সিজনে ভালো পারফরম্যান্স করলেও ২০২৫ সালের
যুক্তরাষ্ট্র তে যে ক্লাব বিশ্বকাপটি হতে যাচ্ছে সে বিশ্বকাপে
যোগ্যতা অর্জন করতে পারেনি। এর মূল কারণ হচ্ছে বার্সেলোনা বিগত চার
বছরে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলাফল করতে পারেনি।
ক্লাব বিশ্বকাপ কি ট্রফি?
ক্লাব বিশ্বকাপ হচ্ছে একটি মিনি বিশ্বকাপ যা প্রতিটি মহাদেশের
শ্রেষ্ঠ প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করে শুধু তাদেরকেই
ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য নির্বাচন করা হয়।
বার্সেলোনা কি ২০২৫ ক্লাব বিশ্বকাপে খেলবে?
না বার্সেলোনা ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলবে না তার কারণ হচ্ছে
বার্সেলোনা বিগত চার বছরে চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলাফল করতে
পারেনি।
লিভারপুল কেন ক্লাব বিশ্বকাপে নেই?
লিভারপুল এই সিজনে দুর্দান্ত ফর্মে থাকলেও ২০২৫ সালের ক্লাব
বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। এর মূল কারণ হচ্ছে বিগত চার বছরের
লিভারপুল চ্যাম্পিয়নস লিগে ভালো ফলাফল অর্জন করতে পারেনি।
শেষ মন্তব্য
ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ২০২৫ সম্পর্কে এটাই ছিল বিস্তারিত আলোচনা।
আমি এই আর্টিকেলে যেভাবে ক্লাব বিশ্বকাপ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি
আপনি অন্য কোন আর্টিকেলে এত ডিটেলস ভাবে ফিফা ক্লাব বিশ্বকাপ সম্পর্কে তথ্য
পাবেন না। তাই আমি আশা করছি আপনারা এই আর্টিকেল থেকে ফিফা বিশ্বকাপ সম্পর্কে
এখন অনেক কিছু জানতে পেরেছেন। এরকম আরো অনেক তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে
ভিজিট করুন। ধন্যবাদ আসসালামুয়ালাইকুম।