গুড সাইড ডায়লগ | ব্যাড সাইড ডায়লগ

গুড সাইড ডায়লগ লেখার কৌশল এবং ব্যাড সাইড ডায়লগ লেখার একটি কৌশল আপনারা অনেকেই চেয়েছেন। আমি ইতিমধ্যেই ডায়লগ লেখার একটি কৌশল আপনাদের শিখিয়েছি। সবথেকে ভালো হয় যদি সেই কৌশলটি আপনারা শিখে যান। কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ফ্রি হ্যান্ড রাইটিং একদমই লিখতে পারেন না।
গুড-সাইড-ডায়লগ
তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি খুবই সহজভাবে দুইটি ডায়লগ নিয়ে এসেছি। আপনারা যদি আমার আগের ডায়লগ লেখাটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন।

সূচিপত্রঃ গুড সাইড ডায়লগ | ব্যাড সাইড ডায়লগ

এই আর্টিকেল থেকে আপনারা যা কিছু জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

ডায়লগ নিয়ে প্রাথমিক আলোচনা

আপনারা যদি বিনা পরিশ্রমে অল্প পড়ে ডায়লগে পাঁচ থেকে ছয় মার্ক পেতে চান তাহলে এই দুইটি ডায়লগ আপনাকে পড়তেই হবে।
ব্যাড-সাইড-ডায়লগ
এখন আমি প্রথমে আলোচনা করব-
  • গুড সাইড ডায়লগ নিয়ে
  • এরপরে আলোচনা করব ব্যাড সাইড নিয়ে।

গুড সাইড ডায়লগ

Dialogue (ডায়লগ - সংলাপ)
Good Side
  • Myself: Hello Mr. Suman, how are you?
  • Sumon: I am fine and you?
  • Myself: I am fine. Do you know about the important of ( বিষয় )?
  • Sumon: Yes I know significance of ( বিষয় ).
  • Myself: Kindly give me some information about this ( বিষয় ).
  • Sumon: Well the purpose of (বিষয়) is to strengthen Our knowledge and wisdom. (নোটঃ Hobbies/Early rising এর ক্ষেত্রে the purpose of (বিষয়) improve our health and mind).
  • Myself: Thank you very much. I have got an excellent idea. It also purifies the mind and soul.
  • Sumon: Thank you too.
  • Myself: Goodbye, I pray to almighty Allah for your better success.
  • Sumon: Goodbye, see you again.

ব্যাড সাইড ডায়লগ

এই ডায়লগটি থেকে আপনারা কি কি Bad side ডায়লগ লিখতে পারবেন তা প্রথমে দেখে নিন-

Traffic jam/ Road Accident/ Environment Pollution/ Air Pollution/ Load shedding/ Drug Addiction/ Violence in the campus/ Green house effect/ Child labour/ Bad illiteracy/ Eve teasing.


Dialogue (ডায়লগ - সংলাপ)
Bad Side
  • Myself: Hello Mr Rocky. How are you?
  • Rocky: Yes I am fine, and you?
  • Myself: I am also fine. Do you know about the bad effects of ( বিষয় ).
  • Rocky: Yes, I know.
  • Myself: Kindly give me some information about this ( বিষয় ).
  • Rocky: (বিষয়) is one of the greatest problems not only in our country but also all over the world. It brings bad consequences in our life. Sometimes it also affects our normal way of livings.
  • Myself: Thank you very much. I have got an excellent idea.
  • Rocky: Thank you too.
  • Myself: Goodbye, I pray to Allah for my success and also for you.
  • Rocky: Goodbye, see you again.

বিশেষ মন্তব্য

আমরা জানি ইংরেজিতে ডায়লগে ১০ মার্ক থাকে। ডায়লগ সাধারণত দুজনের মধ্যে কথোপকথন। সুতরাং এখানে আপনি নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখলে সবচেয়ে ভালো মার্ক পাবেন। কিন্তু আপনারা যদি কোন কিছুই লিখতে না পারেন তাহলে এই দুইটা ডায়লগ পড়ে যাবেন। 


সেই সাথে আমার আরও একটি ডায়লগ শেখানোর টেকনিক দেওয়া আছে সেটি শিখে যাবেন। তাহলে আপনি ডায়লগে কমপক্ষে সাত মার্ক ইনশাল্লাহ তুলতে পারবেন।

ডায়লগ শেখার প্রয়োজনীয়তা

ডায়লগ শব্দের অর্থ সংলাপ। ইংরেজিতে আপনি যদি ডায়লগ ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং ধারণা নিতে পারেন তাহলে যেকোনো ধরনের সংলাপ আপনি ইংরেজিতে বলতে পারবেন। ডায়লগ শেখার গুরুত্ব আমাদের জীবনে অনেক বিশেষ করে ভাইভার সময়। ভাইবা বোর্ডে আপনি যদি স্যারদের সাথে কমিউনিকেশন ভালো করতে পারেন তাহলে তাহলে আপনার ভাইভা পরীক্ষা ভালো হবে। আর স্যারদের সাথে কমিউনিকেশন ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়লগ।

আপনি যদি ডায়লগ শিখে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে সুস্পষ্ট এবং সুন্দরভাবে একে অন্যের সাথে যোগাযোগ করতে হয়। এছাড়া ছোটদের যদি প্রথম থেকে ডায়লগ শেখান তাহলে তারা যে কোন ইংরেজি কথা বলা ব্যক্তির সাথে কথোপকথন করতে পারবে।

ডায়লগ লেখার ক্ষেত্রে যে সমস্ত বিষয় লক্ষ্য রাখতে হবে 

ডায়লগ খাতায় লেখার পূর্বে আপনাকে কিছু বিষয় মাথায় রেখে তারপর ডায়লগ শুরু করতে হবে।
  • ডায়লগ শুরুর পূর্বে আপনাকে সূচনা বোধক বাক্য গুলো দিয়ে ডায়লগ শুরু করতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
  • ডায়লগ এর মধ্যে প্রশ্ন করতে হবে অর্থাৎ ইন্টারোগেটিভ শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
  • ডায়লগ সব সময় সুস্পষ্ট এবং সরল ভাষা দিয়ে লিখতে হবে।
  • ডায়লগ এর অর্থ গুলো সকলের বোধগম্য হতে হবে।
  • এছাড়া ডায়লগ এর বিষয়বস্তুর উত্তর অত্যন্ত সংক্ষিপ্তভাবে দিতে হবে। এক কথায় বলতে গেলে সারাংশ যেভাবে লিখতে হয় ঠিক সেভাবেই ডায়লগ এর বিষয়বস্তু অল্প কথায় শেষ করতে হবে।
  • ডায়লগ শেষের দিকে বিদায় সূচক বাক্য অত্যন্ত নম্রতার শহীত প্রকাশ করতে হবে।
ডায়লগ এর মধ্যে একে অন্যের সাথে সম্মান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

ডায়লগ মুখস্ত করার নিয়ম

ইংরেজিতে ডায়লগ লেখার জন্য মুখস্ত করার দরকার নেই। ইংরেজিতে ডায়লগ নিজের ভাষায় লেখার একটি বিষয়। বই থেকে এতগুলো ডায়লগ মনে রেখে লেখা সম্ভব নয়। তাই প্রতিটি ডায়লগ লেখার জন্য একটি নিজস্ব ফরমেট তৈরি করুন। ফরমেটের মধ্যে একটি বিষয়বস্তু রাখুন যেখানে ডায়লগ এর মূল বিষয় বসাতে হবে।


এরপর বই থেকে বিভিন্ন ধরনের ডায়লগের বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিন এবং নিজের মতো করে বলার ও লেখার চেষ্টা করুন। পরীক্ষার জন্য এভাবে আপনাকে ডায়লগ এর প্রিপারেশন নিতে হবে।

গুরুত্বপূর্ণ কয়েকটি ডায়লগ সাজেশন

পরীক্ষা সাধারণত যে সমস্ত ডায়লগ আসতে দেখা যায় তা নিম্নরূপ নিচে দেওয়া হল।
  • নিউজ পেপার পড়ার গুরুত্ব সম্পর্কে ডায়লগ।
  • বিভিন্ন ধরনের ভালো অভ্যাসগুলোর সম্পর্কে ডায়লগ খুব গুরুত্বপূর্ণ।
  • এছাড়া খারাপ বিভিন্ন অভ্যাসগুলো সম্পর্কেও ডায়লগ আসতে দেখা যায়।
  • আমাদের বিভিন্ন সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা বা গ্লোবাল সমস্যা সম্পর্কে ডায়লগ আসে।
  • পরীক্ষায় নকল করার কুফল সম্পর্কে ডায়লগ মাঝেমধ্যে আসে।
সাধারণত উপরের এই পাঁচ ধরনের ডায়লগ পরীক্ষায় আসতে দেখা যায়। তাই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য শুধু এইগুলোই পড়ুন।

ডায়লগ এর কয়টি অংশ থাকে?

ডায়লগ এর সাধারণত তিনটি অংশ থাকে। যেমনঃ

প্রথম অংশে কৃতজ্ঞতামূলক বাক্য এবং সূচনা মূলক বাক্য প্রয়োগ করতে হয়। এরপরে দ্বিতীয়তে, মাঝখানে মূল বিষয়বস্তু উল্লেখ করতে হয়। মূল বিষয়বস্তু উল্লেখ করা হয়ে গেলে ডায়লগ এর শেষ দিকে বিদায় মূলক বাক্য এবং সম্মানসূচক বাক্য প্রয়োগ করতে হয়।

ইংরেজি ডায়লগ কি?

এই ডায়লগ বলতে সিনেমা বা চলচ্চিত্রের ডায়লগ বোঝায় না। এই ডায়লগ বলতে সেই ডায়লগ কে বোঝায় যেগুলো সংলাপ হয়ে থাকে। অর্থাৎ আমরা একে অপরের সাথে যেভাবে কথোপকথন করি সহজ ভাষায় সেটাকেই বলা হয় ডায়লগ। 

বাস্তবের ডায়লগ এর সাথে চলচ্চিত্র বা নাটকের ডায়লগ এর কোন মিল থাকেনা কারণ চলচ্চিত্র বা নাটকের ডায়লগ গুলো মানসম্পন্ন নয়। দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হওয়ার সময় সেই ডায়লগ গুলো মানসম্পন্ন হয়ে থাকে। যে সমস্ত ডায়লগ গুলো মানসম্পন্ন হয় না সেগুলোকে ডায়লগ বলা হয় না।

পরীক্ষায় ইংরেজি ডায়লগ কাদের মধ্যে হয়? 

ডায়লগ গুলো বিভিন্ন ব্যক্তির মধ্যে হতে পারে যেমন। বাবা-ছেলে, ভাই-বোন, মা-মেয়ে বা মা-ছেলে, দুই বন্ধু ইত্যাদি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ডায়লগ এর শুধুমাত্র দুজন ব্যক্তি থাকে এবং পরীক্ষাতে দুইজন ব্যক্তির ডায়লগ আসে। ডায়লগে কখনো তৃতীয় কোন ব্যক্তি থাকে না।

ইংরেজি ডায়লগে কত মার্ক?

ইংরেজি ডায়লগ গুলো সাধারণত ইংরেজি দ্বিতীয় পত্রে আসে। ইংরেজি দ্বিতীয় পত্রের ডায়লগ এর জন্য ১০ মার্ক বারান্দা রয়েছে। একটু গুছিয়ে এক পৃষ্ঠা লিখতে পারলে ডায়লগে অনায়াসেই সাত মার্ক তোলা সম্ভব। 

এজন্য ডায়লগ একটি ফরমেটে মুখস্ত করে বিভিন্ন কৌশলে লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়লগ এর বিষয়বস্তু। ডায়লগে দুই থেকে তিন লাইন এই বিষয়বস্তু সুন্দরভাবে গুছিয়ে লিখলেই ছোট ডায়লগ থেকেও সাত মার্ক তোলা যায়।

ডায়লগ কত প্রকার পরীক্ষায় আসে?

সাধারণত তিন প্রকারের ডায়লগ পরীক্ষায় বেশি আসে।
  • পরীক্ষায় সবচাইতে বেশি আসে গুড সাইড ডায়লগ।
  • এর পরে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সম্পর্কে ডায়লগ পরীক্ষায় আসতে দেখা যায়।
  • এছাড়া ব্যাড সাইড ডায়লগ গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।
এই তিন প্রকারের ডায়লগ আপনারা শিখে গেলে পরীক্ষায় ১০০% কমন পাবেন।

ডায়লগ এর মূল বিষয় লেখার কৌশল

আমরা জানি ডায়লগে মূল বিষয় দুই থেকে তিন লাইন লিখতে হয়। এই লাইনগুলো একটু কৌশলে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। যেমন আমি এই আর্টিকেলে আপনাদের একটি লিংক দিয়ে দিয়েছি। 

ডায়লগ শেখার সেই লিংকটির ভিতর প্রবেশ করলেই আপনি বিষয়বস্তু লেখার কৌশল গুলো পেয়ে যাবেন। সেখানে আমি গুড সাইড ব্যাড সাইড এবং বিভিন্ন প্রবলেম গুলোর বিষয়বস্তু কিভাবে লিখবেন তা শিখিয়ে দিয়েছি। এই আর্টিকেলটির প্রথমেই আপনি সেই আর্টিকেল এর লিংকটি পাবেন।

FAQ

১) গুড সাইড ডায়লগ কি?
উত্তরঃ গুড সাইট ডায়লগ বলতে সেই সমস্ত ডায়লগ গুলোকে বোঝায়, যে ডায়লগ গুলোতে মানুষের ভালো গুণাবলী সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শেখানো হয় কিভাবে এই গুণাবলী গুলো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

২) ব্যাড সাইড ডায়লগ কী?
উত্তরঃ ব্যাড সাইড ডায়লগ গুলো বলতে সেই ডায়লগ গুলোকে বোঝায় যেগুলো মানুষের খারাপ অভ্যাস থাকে। এ ধরনের ডায়লগে মানুষের খারাপ অভ্যাসের ফলে কি কি ক্ষতি হয় তা উল্লেখ থাকে।

৩) সমস্যা সম্পর্কিত ডায়লগ কি?
উত্তরঃ সমস্যা সম্পর্কিত ডায়লগ বলতে সে সমস্ত ডায়লগকে বুঝায় যেগুলো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এই সমস্ত সমস্যাগুলোর কারণে আমাদের কি কি ক্ষতি হয় তা হালকাভাবে এই ডায়লগে বর্ণনা করতে হয়। এছাড়া বৈশ্বিকভাবে কিভাবে এই সমস্যাগুলো প্রভাব ফেলে তা উল্লেখ করতে হয়।

৪) ডায়লগ লেখার সঠিক কৌশল কী?
উত্তরঃ একটি ডায়লগ লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নৈতিকতা মূলক কথোপকথন। এরপরে এমন একটি বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় সম্পর্কে কোন কিছু জানতে চান। আপনার বিপরীত যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি আপনার সমস্যা সম্পর্কে আলোচনা করবে। অথবা সেই ব্যক্তি যদি আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাহলে আপনি সেই সমস্যাটির আলোচনা করবেন। মূল আলোচনা শেষ হওয়ার পরে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা দিয়ে ডায়লগ শেষ করতে হবে।

৫) ডায়লগে ভুল করা থেকে কীভাবে বিরত থাকা যায়?
উত্তরঃ ডায়লগে অনেক সময়, কে কোন বাক্য বলবে তা ভুল হয়ে যায়। এজন্য আমাদের ডায়লগ বারবার প্র্যাকটিস করতে হবে। অবশ্যই মুখে বলে বেশি প্র্যাকটিস করতে হবে। খাতায় আপনি দুই থেকে তিনবার লিখে তারপর মুখে বলে বলে প্র্যাকটিস করুন। তাহলে আপনি ডায়লগ এর বিভিন্ন ভুলগুলো শুধরাতে পারবেন।

৬) ফ্রি হ্যান্ড রাইটিং ডায়লগ লেখার সুবিধা কী?
উত্তরঃ ফ্রি হ্যান্ড রাইটিং ডায়লগ লেখার সুবিধা হচ্ছে- আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে যে কোন ডায়লগ লিখতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে আপনি ডায়লগ লিখবেন তা আমি এই আর্টিকেলে বর্ণনা করেছি। এই ডায়লগটি আপনারা মুখস্ত করে ফেলুন এবং প্র্যাকটিস করুন তাহলে পরীক্ষায় যে কোন ডায়ালগ আসলেই আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন।

৭) যোগাযোগের সংলাপ কি?
উত্তরঃ যোগাযোগের সংলাপ বলতে সেই সংলাপ কে বোঝায় যা দুইজনের মধ্যে, কখন সামনা সামনি কথা হবে তা নির্দেশ করে। অর্থাৎ একে অন্যের সাথে দেখা করার জন্য যে সংলাপ করা হয় সেটাই যোগাযোগের সংলাপ।

৮) সংলাপে কোন ভাষা ব্যবহার করতে হয়?
উত্তরঃ সংলাপে চলিত ভাষা ব্যবহার করতে হয়। ইংরেজি সংলাপে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয়।

৯) Dialogue এর Synonym কি?
উত্তরঃ Dialogue এর Synonym হচ্ছে- Discussion, Conversation, chat।

১০) ডায়লগ কাকে বলে?
উত্তরঃ স্বাভাবিক জগতে যখন একাধিক ব্যক্তির মধ্যে কথোপকথন হয় তখন সেটি ডাইলক। চলচ্চিত্র জগতে কোন ব্যক্তির আকর্ষণ ধরে রাখার জন্য একটি নির্দিষ্ট কথোপকথন সিলেক্ট করা হয় সেটাই হচ্ছে চলচ্চিত্র জগতের ডায়লগ ।

শেষ মন্তব্য

এই ছিল আজকের গুড সাইট বেড সাইট ডায়লগ নিয়ে আলোচনা। আপনারা যদি আরো অনেক ভালো ভালো শিক্ষামূলক তথ্য এবং টিপস জানতে চান তাহলে আমাদের অবশ্যই অবগত করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করার। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url