এপ্লিকেশন লেখার নিয়ম ইংরেজিতে | এপ্লিকেশন লেখার সহজ টেকনিক
এপ্লিকেশন
লেখার নিয়ম ইংরেজিতে শিখতে হলে আপনাকে এই আর্টিকেলটি অনেক সহায়তা করবে। কারণ এই
আর্টিকেলে আমি এমন ৭টি অ্যাপ্লিকেশন লেখার সহজ টেকনিক আপনাদের দেখাবো যে ৭টি
অ্যাপ্লিকেশন পড়লেই আপনি হাজার হাজার অ্যাপ্লিকেশন নিজেই লিখতে পারবেন।
দেখুন অ্যাপ্লিকেশন বই থেকে মুখস্ত করে কত পড়বেন আপনি? বইতে শত শত অ্যাপ্লিকেশন
রয়েছে। তাই আপনি যদি আমার দেখানো অ্যাপ্লিকেশন লেখার সহজ টেকনিক অবলম্বন করেন
তাহলে আপনাকে পরীক্ষার রুমে অ্যাপ্লিকেশন কমন পাওয়ার টেনশন করতে হবে না।
সূচিপত্রঃ এপ্লিকেশন লেখার নিয়ম ইংরেজিতে | এপ্লিকেশন লেখার সহজ টেকনিক
এই আর্টিকেল থেকে আপনি যা যা শিখতে পারবেন তা এক নজরে দেখে নিন-
এপ্লিকেশন লেখার নিয়ম ইংরেজিতে
এপ্লিকেশন লেখার নিয়ম ইংরেজিতে লেখা খুবই সহজ। আমি বলবো বাংলার চেয়ে ইংরেজিতে
অ্যাপ্লিকেশন লেখা অনেক সহজ, শুধুমাত্র আপনাদের একটি বিশেষ টেকনিক জেনে
নিলেই, আপনাদের কাছেও এটি সহজ মনে হবে। এপ্লিকেশনকে ইংরেজিতে বলা হয়
Formal লেটার। আর যেগুলো চিঠি বা পত্র সেগুলোকে বলা হয় Informal লেটার।
এপ্লিকেশন বা ফর্মাল লেটার চেনার উপায় হচ্ছে-
- To the Pricipal/Headmaster
- To the Mayor
- To the Chairman
- To the UNO
- To the Editor
- To the other Officer (Govt: or Non-Gov:)
- Job Application
এছাড়া চিঠি বা পত্র অর্থাৎ ইনফরমার লেটার চেনার উপায় হচ্ছে-
- To relatives
- To parents
- To friends
- To unknown person
শুধুমাত্র ইমেইল ফরমাল অথবা ইনফর্মাল যেকোন একটি হতে পারে এবং সেটি নির্ভর করে
ইমেইল লিখার উপরে।
এপ্লিকেশন লেখার সহজ টেকনিক
এপ্লিকেশন লেখার জন্য সহজ টেকনিক এখন আমি এখানে শেয়ার করব। আপনারা এখানে ৭ ধরনের
অ্যাপ্লিকেশন লেখার টেকনিক পেয়ে যাবেন। দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং
ইন্টারনেটে আপনি দেখতে পাবেন অনেকেই বলছে যে - মাত্র একটি অ্যাপ্লিকেশন এর
মাধ্যমে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম জেনে নিন।
কিন্তু বাস্তবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল ধরনের অ্যাপ্লিকেশন লেখা কখনোই সম্ভব
নয়। তাই সেই সমস্ত অ্যাপ্লিকেশন কখনোই পড়বেন না।
সে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি যদি খাতায় লিখেন তাহলে মার্ক পাবেন না। তাই একটু
কষ্ট হলেও আপনি মাত্র সাতটা অ্যাপ্লিকেশন পড়ে শেষ করে ফেলুন। আমি গ্যারান্টি
দিচ্ছি আপনার অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনদিন সমস্যা হবে না।
যেমনঃ
-
To the Pricipal/Headmaster
- Type 1
- Type 2
- Type 3
- Type 4
- Type 5
- To the Mayor/Chairman/ UNO
- Job Application
সাধারণত এই ৭টি অ্যাপ্লিকেশন জানলেই আপনি হাজার হাজার এপ্লিকেশন নিজেই তৈরি
করতে পারবেন এবং পরীক্ষার খাতায় লিখতে পারবেন।
এবং আপনি জেনে অবাক হবেন যে এই
টেকনিক থেকে আপনি পরীক্ষার খাতায় লিখলে ১০ মার্কসের মধ্যে ১০০% ৮ মার্ক তুলতে
পারবেন। তাহলে চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ এই ৭টি অ্যাপ্লিকেশন দেখে নিই।
১) To the Pricipal/Headmaster:
Type 1
👉 Suppose your father is a farmer. He is quite unable to bear your
educational expenses. Now, right and application to the headmasters of your
school praying for a full free studentship / Financial help from the fund
/ lump grant / stipend.
----------- (Date)
The Principal / Headmaster,
‘X’ College / School,
Rajshahi.
Subject: Prayer for full free studentship / financial help from the pore
fund / stipend / lump.
Sir,
I beg most respectfully to state that I am a student of class 9 in your
school. My father is a farmer. He is the only earning member in our family.
His income is very poor. With his four incomes he has to maintain a big
family of 7 members. Three of my brothers and sisters are studying in
different schools and colleges. It is almost impossible for him to bear my
educational expenses anymore. So, it is not possible for me to
continue my study without any help.
May I, therefore, pray and hope that your honour would be kind enough to
grant me a full free studentship / Financial help from the poor fund /
stipend / lump grant and oblige thereby.
Yours faithfully
Mohammad Sarwar Hossain Himel
Class - 9
Roll No - 7.
Type 2
👉 Write an application to the Headmaster for testimonial.
-------------- (Date)
The Headmaster / Principal,
‘ X ‘ College,
Rajshahi.
Subject: Prayer for a testimonial.
Sir,
I beg to state that I was a student in your school for 5 years. I have
passed the S.S.C examination in 2025. I got 4.88 out of 5. Now I intend to
get myself admitted into Rajshahi college. So I need a testimonial from you.
May I, therefore, pray and hope that you would kindly give me a testimonial.
Your faithfully
Mohammad Sarwar Hossain Himel
Roll No: 1234567.
Type 3
👉 Three day leave application for school.
-------------- (Date)
The Headmaster / Principal,
‘ X ‘ College,
Rajshahi.
Subject: Application for three day leave.
Dear Sir / Madam,
I am a student of class 8 (section B) in your school. This is to inform you
that I have to visit my grandmother’s place due to some urgent work with my
parents. Therefore I will be unable to attend for the next three days.
Kindly grant me the leave for 3 days. I shall be really thankful to you.
Thanking you
Yours obediently
Mohammed Sarwar Hossain Himel
Class: 8
Section: B
Roll no: 2
Type 4
👉 Application for Transfer Certificate.
-------------- (Date)
The Headmaster / Principal,
‘ X ‘ College,
Rajshahi.
Subject: Application for Transfer Certificate.
Dear Sir / Madam,
With due respect, this is to inform you that I am a student of class 7, in
your school. My father is a government service holder. Recently he has been
transferred to Chittagong. My family will be shifted very soon.
Therefore I request you to kindly issue me my school transfer certificate So
that I would be able to join a new school there. I shall be thankful to you
for this.
Yours Obediently
Mohammed Sarwar Hossain Himel
Class: 7
Roll no: 11
Type 5
👉 Suppose you are a student of Maskata Dighi High School, Rajshahi.
There is no canteen / common room / a library / auditorium
/ literary club / debating club / computer club / scout / blood
donation club / any unit / school bus service in your school. Now
write an application to your headmaster of your school for it.
-------------- (Date)
The Headmaster / Principal,
Maskata Dighi High School,
Rajshahi.
Subject: Prayer for (পরীক্ষায় উপরের বিষয়গুলোর মধ্যে যে বিষয় আসবে).
Sir,
We have the honour to State that, We are the students of your school is one
of the biggest school / College in this area. We are proud of your school as
it is enriched with almost all the facilities. But unfortunately we do not
have any (পরীক্ষায় উপরের বিষয়গুলোর মধ্যে যে বিষয় আসবে). It is a part and
parcel of education. For this reason we need it badly.
We, therefore, pray and hope that you would be kind enough to consider our
prayer and oblige us thereby.
We remain,
Sir,
Your most obedient pupils of
Maskata Dighi High School.
২) To the Mayor / Chairman / UNO
👉 Write an application to the chairman of your union parishad to repair the
road / tubewell / electric poles / bridge etc.
-------------- (Date)
The TNO / UNO / Chairman,
‘ X ’ Union Parishad / Thana / Upazila,
Rajshahi.
Subject: Prayer for --------- (পরীক্ষায় যে বিষয়ে আসবে).
Sir,
With due respect and humble submission, I beg to state that I am a proud
inhabitant of your working area as it is with almost all the facilities like
(প্রশ্নে যা আসবে সে বিষয়ে ফাঁদে দুটি বিষয় যেমন: the road, tubewell etc.).
But unfortunately we do not have any (প্রশ্নে যা আসবে তা লিখতে হবে যেমন:
bridge). It is a part and parcel of a residential area. For this reason we
need it badly.
May, I, therefore, pray and hope that you would be kind enough to consider
our prayer and obliged thereby.
Yours faithfully
MD. Sarwar Hossain Himel
On behalf of the people of this area.
৩) Job Application
👉 যেকোনো চাকরির আবেদন পত্রের জন্য নিচের নমুনাটি যথেষ্ট। যাকে সম্বোধন করে লেখা
হচ্ছে তার পদবী বিজ্ঞাপনে দেওয়া না থাকলে 'The Advertiser' বলে সম্বোধন করতে
হবে। আর যদি পদবী দেওয়া থাকে তাহলে অবশ্যই পদবী উল্লেখ করতে হবে।
Subject: Application for the post a ------- (পদের নাম)
Sir,
I have come to know from the advertisement published in ‘The Daily Star’ on
10 April, 2025 that you are going to appoint a ------- (পদের নাম). I would
like to offer myself as a candidate for the post. My necessary details are
given below for your kind consideration.
Resume / CV
1. Name: Md Sarwar Hossain Himel
2. Father’s Name: Abdus Salam
3. Mother’s Name: Most. Shahina Begum
4. Present Address: Vill- Maskatadighi, P.O- Shyampur, P.S- Katakhali, Dist-
Rajshahi.
5. Permanent Address: Do
6. Mobile: 01303602073
7. Date of Birth: 7 April, 1995
8. Marital Status: Unmarried
9. Religion: Islam
10. Nationality: Bangladesh
11. Educational Qualification:
13: Reference: Dr. Jahurul Islam (Professor Rajshahi University).
I hope you would be kind enough to give me a chance to prove my ability for
the post.
Yours truly,
Md. Sarwar Hossain Himel.
FAQ
১) এপ্লিকেশন লেখার নিয়ম কি?
উত্তরঃ এপ্লিকেশন লেখার নিয়ম হল- প্রথমে ঠিক করে নিন কাকে আবেদন করছেন-যেমন
প্রধান শিক্ষক, চেয়ারম্যান বা চাকরির জন্য আবেদন ইত্যাদি। তারপর আবেদনপত্রে
সঠিক শিরোনাম এবং স্পষ্টভাবে উদ্দেশ্য উল্লেখ করুন। এরপর প্রয়োজনীয় তথ্য
যেমনঃ আবেদনকারীর নাম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে এপ্লিকেশনটি শেষ করুন।
২) এপ্লিকেশন লেখার সবচেয়ে সহজ টেকনিক কি?
উত্তরঃ এপ্লিকেশন লেখার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে কয়েকটি নমুনা এপ্লিকেশন
প্রথমে মুখস্থ করে ধারনা নেওয়া। তাহলেই এপ্লিকেশন লেখা টেকনিকগুলো আপনি
বুঝতে পারবেন।
৩) ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে কোন বিশেষ নিয়ম আছে কি?
উত্তরঃ ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে বিশেষ নিয়ম অবশ্যই রয়েছে এবং সেই
নিয়ম অবশ্যই অনুসরণ করা উচিত। প্রথমে 'To the Principal' বা 'To the
Chairman' দিয়ে সম্বোধন করবেন। তারপর, বিষয় বস্তু (Subject) লিখে, আবেদনের
কারণ স্পষ্টভাবে উল্লেখ করবেন। আবেদন পত্রের শেষে 'Yours faithfully' বা
'Yours obediently' দিয়ে শেষ করবেন। এছাড়া, অ্যাপ্লিকেশন লেখার সময় প্রমিত
ইংরেজি এবং সঠিক গ্রামার ব্যবহার করুন যাতে এপ্লিকেশনটি পরিষ্কার,প্রফেশনাল
মনে হয় এবংবুঝতে সুবিধা হয়।
৪) চাকরির আবেদনপত্র কিভাবে লিখতে হয়?
উত্তরঃ চাকরির আবেদনপত্র লেখার সময় প্রথমেই আবেদনের উদ্দেশ্য সুনির্দিষ্ট
করতে হবে, যেমন-পদবি এবং কোম্পানির নাম উল্লেখ করতে হবে। এরপর, আপনার
যোগ্যতা এবং অভিজ্ঞতা বিস্তারিতভাবে উল্লেখ করবেন। শেষের দিকে, একটি
পেশাদারী 'Yours truly' দিয়ে আবেদন সমাপ্ত করবেন। এছাড়া, আবেদনপত্রের সঙ্গে
আপনার CV যুক্ত করা উচিত, যাতে নিয়োগকারী আপনার পেশাগত যোগ্যতা সহজে যাচাই
করতে পারেন।
৫) অ্যাপ্লিকেশন মানে কি?
উত্তরঃ এপ্লিকেশন মানে আবেদনপত্র।
৬) Application কাকে বলে সহজ কথায়?
উত্তরঃ সহজ কথায় অ্যাপ্লিকেশন বলতে কোন কিছুর জন্য আবেদন করাকে বোঝায়।
৭) আধুনিক প্রযুক্তির যুগে বর্তমানে অ্যাপ্লিকেশন বলতে কী বোঝায়?
উত্তরঃ আধুনিক প্রযুক্তির জগতে বর্তমানে অ্যাপ্লিকেশন বলতে সফটওয়্যার কে
বোঝায়।
শেষ আলোচনা
টোটাল এই সাতটা ফরমাল এপ্লিকেশন একদম টানা মুখস্ত করে ফেলুন। দেখুন একটি
গ্রামার বইয়ের এত অ্যাপ্লিকেশন পড়া কি সম্ভব? তাছাড়া আপনি যদি পরীক্ষায়
কোন অ্যাপ্লিকেশন কমন না পান তখন কি করবেন? ঠিক এজন্যই আপনাকে এই অ্যাপ্লিকেশন গুলো গুরুত্ব সহকারে পড়ে মুখস্ত করতে হবে।
অ্যাপ্লিকেশন গুলো বারবার রিভিশন দিন তাহলে দেখবেন সবগুলো আপনার আয়ত্তে চলে
এসেছে।
Thank you
Pleasure 😊