ব্যাংক আবেদন ফরমেট | Bank Application Format in English

অনেক সময় দেখা যায় কিছু কিছু ব্যাংকে ইংরেজিতে অ্যাপ্লিকেশন দিতে হয়। আবার অনেক সময় বিভিন্ন বিসিএস পরীক্ষাতেও ব্যাংক এপ্লিকেশন আস্তে দেখা গেছে। ব্যাংকে লেখার এই অ্যাপ্লিকেশনটি সব সময় কাজে না লাগলেও কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে দরকার হয়। ব্যাংক আবেদন ফরমেট সকল ব্যাংকের একই রকম হয়ে থাকে।
Bank-Application-Format-in-English
তাই আপনারা যদি আজকের আর্টিকেলটি পড়েন তাহলে আপনি খুব সহজেই ব্যাংকে কিভাবে ইংরেজি ফর্মেটে এপ্লিকেশন লিখতে হয় তা জানতে পারবেন। এছাড়া বাংলা ফরমেট এর ব্যাংকের সকল আবেদন পত্র এখানে আপনারা পেয়ে যাবেন।

পোস্ট সূচিপত্রঃ ব্যাংক আবেদন ফরমেট

এই আর্টিকেল থেকে আপনি যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

Bank Application Format in English

ব্যাংকে অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনাদের আর বই খুঁজতে হবে না। শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়েই আপনি হাজার রকমের ব্যাংকে লেখার অ্যাপ্লিকেশন ফরমেট তৈরি করতে পারবেন। 


আপনি কিভাবে ব্যাংকের জন্য ইংরেজিতে একটি অ্যাপ্লিকেশন সঠিকভাবে প্রস্তুত করবেন তার নমুনা নিচে দেখে নিন।

Application for Bank Account
(Reopen)

To
The Branch Manager,
Bank Name
Branch Name
Date: DD/MM/YYYY

Subject: Reactivation of Inactive Bank Account.

Reference: Account Number(should be written)

Sir/Madam,
I have the above-mentioned account with your branch. Due to long-term non-operation, the above- mentioned account fell into inactive status.

Therefore, I would request you to reactivate my account to enable me to proceed with future transactions. I would appreciate it if you consider my request and take action as soon as possible.

Thanks.
yours sincerely
Name:
Signature:
Address:

অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কিভাবে ব্যাংকের একাউন্ট পুনরায় চালু করতে হবে সে সম্পর্কে এই অ্যাপ্লিকেশনে বলা আছে। 


আপনারা এই ফরমেটে অনুসরণ করে ব্যাংকের বিভিন্ন ধরনের ইংরেজি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আশা করছি এই নমুনা অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক সহায়তা করবে।

ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য আবেদনপত্র

টাইপ ১ঃ

মাননীয় ব্যাংক ম্যানেজার,
ব্যাংকের নাম:
শাখার নাম:
শাখার ঠিকানা:
তারিখ: যেদিন চিঠি লিখবেন সেদিনের তারিখ

বিষয়: ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য আবেদন।

মহাশয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি (আপনার নাম), অ্যাকাউন্ট নম্বর (আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর), আপনার ব্যাংকের (শাখার নাম) শাখার একজন গ্রাহক। আমি আমার অ্যাকাউন্টটি (যে শাখায় ব্যাংক একাউন্ট স্থানান্তর করবেন সেই শাখার নাম এখানে দিন) শাখায় স্থানান্তর করতে চাই। 

আমার অ্যাকাউন্টের বর্তমান বিবরণ নিম্নরূপঃ
  • অ্যাকাউন্ট হোল্ডারের নাম: আপনার নাম
  • অ্যাকাউন্ট নম্বর: আপনার অ্যাকাউন্ট নম্বর
  • বর্তমান শাখা: বর্তমান শাখার নাম
  • স্থানান্তর করার শাখা: নতুন শাখার নাম- যে শাখায় একাউন্ট স্থানান্তর করতে চান
নতুন শাখায় ব্যাংক একাউন্ট স্থানান্তরের জন্য আমি প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংযুক্ত করেছি। অনুগ্রহ করে আমার আবেদনটি বিবেচনা করে নতুন শাখায় ব্যাংক একাউন্ট স্থানান্তর করলে অনেক কৃতজ্ঞ থাকব। 

সবিনয় বিনীত নিবেদন এই যে, ব্যাংক একাউন্ট স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। 

ধন্যবাদান্তে,
আপনার নাম
আপনার ঠিকানা
মোবাইল নম্বর / ফোন নম্বর
আপনার স্বাক্ষর

সংযুক্ত ডকুমেন্টঃ আবেদনপত্রের সাথে নিচের ডকুমেন্টগুলো সংযুক্ত করুন- 
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • চেক বই এর ফটোকপি
টাইপ ২ঃ

বরাবর,
শাখা ব্যবস্থাপক,
ব্যাংকের নাম,
শাখার নাম,
শাখার ঠিকানা।
আবেদনের তারিখ

বিষয়: ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য আবেদন।

শ্রদ্ধেয় মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি হামিদুর রহমান, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার -------। আমার ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে আপনাদের শাখায় রয়েছে। আমি আগামী সপ্তাহে চাকরির উদ্দেশ্যে অন্য জায়গায় যাওয়ার কারণে আমার বর্তমান ব্যাংক একাউন্টটি (যে শাখায় ব্যাংক একাউন্টে স্থানান্তর করতে চান) স্থানান্তর করতে চাই।

ব্যাংক একাউন্ট এই শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরের জন্য আমি প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংযুক্ত করেছি। অনুগ্রহ করে আমার আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আপনার নিকট অনেক কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,
আপনার নাম
আপনার মোবাইল নম্বর
আপনার ইমেইল ঠিকানা
আপনার ঠিকানা
আপনার স্বাক্ষর

প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি সমূহঃ 
  • অ্যাকাউন্ট হোল্ডারের পরিচয় প্রমাণ (পাসপোর্ট/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্সের কপি)
  • পাসবুক বা চেকবুকের কপি
  • পাসপোর্ট সাইজ ছবি

ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করার জন্য আবেদনপত্র

মাননীয় ব্যাংক ম্যানেজার,
ব্যাংকের নাম:
শাখার নাম:
শাখার ঠিকানা:
তারিখ:

বিষয়: ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করার জন্য আবেদনপত্র।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। আমার অ্যাকাউন্ট নম্বর (আপনার অ্যাকাউন্ট নম্বর)। আমার ব্যক্তিগত/ব্যবসায়িক প্রয়োজনে আমি (তারিখ) থেকে (তারিখ) পর্যন্ত আমার অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে চাই।

অতএব, বিনীত অনুরোধ করছি যেন আমার অ্যাকাউন্টের উক্ত সময়ের ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত করে দেওয়া হয়। প্রয়োজন হলে আমি সংশ্লিষ্ট ফি পরিশোধ করতে প্রস্তুত আছি। আপনার দ্রুত সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।

বিনীত,
আপনার নাম
আপনার ঠিকানা
মোবাইল নম্বর
ইমেইল
আপনার স্বাক্ষর

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদনপত্র

প্রতি,
শাখা ব্যবস্থাপক,
ব্যাংকের নাম,
শাখার নাম,
শাখার ঠিকানা,
তারিখ: আবেদনের তারিখ

বিষয়: ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদনপত্র।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নোক্ত ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই। আমার অ্যাকাউন্টের বিবরণ হচ্ছে- অ্যাকাউন্ট হোল্ডারের নাম (আপনার নাম), অ্যাকাউন্ট নম্বর (আপনার অ্যাকাউন্ট নম্বর), অ্যাকাউন্টের ধরন (সঞ্চয়ী / চলতি / স্থায়ী), শাখার নাম। আমি আমার অ্যাকাউন্টের টাকাগুলো উত্তোলন করে নিয়েছি এবং এই অ্যাকাউন্টে আমি এখন কোন লেনদেন করতে চাই না। তাই, আমি আমার উপরের উল্লিখিত অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছি।

অতএব বিনীত নিবেদন, দয়া করে আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।

বিনীত,
আপনার নাম
আপনার যোগাযোগ নম্বর
আপনার ইমেইল ঠিকানা (যদি থাকে)
আপনার ঠিকানা

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদন পত্রের সাথে নিচের কাগজগুলো সংযুক্ত করতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
  • পাসবুক / চেকবুকের ফটোকপি
  • অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট (যদি থাকে)

ব্যাংক লোনের জন্য আবেদনপত্র

শাখা ব্যবস্থাপক,
ব্যাংকের নাম, 
শাখার নাম,
ঠিকানা।
তারিখ: আবেদনের তারিখ বসাতে হবে

বিষয়: ব্যাংক লোনের জন্য আবেদন।

শ্রদ্ধেয় মহাশয়,
আমি (আপনার পূর্ণ নাম), পিতার/স্বামীর নাম, মাতার নাম, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আমি আপনার ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক এবং আমার অ্যাকাউন্ট নম্বর (আপনার অ্যাকাউন্ট নম্বর দিন)। আমি ব্যবসা সম্প্রসারণ / ঘর নির্মাণ / শিক্ষা / চিকিৎসা ইত্যাদি এর জন্য ১,০০,০০০ টাকা ব্যাংক লোন গ্রহণ করতে চাই।

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমার আবেদনটি গ্রহণ করে আমাকে সাহায্য করবেন।

বিনীত নিবেদক,
হিমেল
স্বাক্ষর
টেলিফোন নাম্বার

আবেদনপত্রের সাথে নিচের ডকুমেন্টগুলো সংযুক্ত করুনঃ
  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের কপি
  • টিন সার্টিফিকেটের কপি
  • ব্যাংক স্টেটমেন্ট
  • আয়ের প্রমাণপত্র
  • সম্পত্তির দলিল (যদি প্রযোজ্য হয়)
  • পাসপোর্ট সাইজের ছবি

ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় খোলার জন্য আবেদনপত্র

প্রতি,
শাখা ম্যানেজার,
ব্যাংকের নাম,
শাখার নাম,
শাখার ঠিকানা।
তারিখ

বিষয়: ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় খোলার জন্য আবেদন।

মহোদয়,
আমি হোসেন আলী, আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর -----। আমার উক্ত অ্যাকাউন্টটি বন্ধ করেছিলাম ----- তারিখে। আমি এখন এই অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে চাই।

অতএব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার অ্যাকাউন্টটি পুনরায় চালু করার ব্যবস্থা করুন। প্রয়োজনীয় ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র আমি পুনরায় প্রদান করব। আপনার দ্রুত পদক্ষেপের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।

বিনীত,
হোসেন আলী
ঠিকানা
স্বাক্ষর

আবেদনপত্রের সাথে নিজের কাগজগুলো সংযুক্ত করুনঃ
  • অ্যাকাউন্ট হোল্ডারের পরিচয় পত্র। (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি)।
  • ঠিকানা প্রমাণ (ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিল)।
  • পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
  • পুরনো অ্যাকাউন্টের বিবরণ (যদি থাকে)।

যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র

শাখা ব্যবস্থাপক,
ব্যাংকের নাম,
ব্যাংকের শাখার ঠিকানা,
তারিখ।

বিষয়: যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন।

শ্রদ্ধেয় স্যার, 
আমি আব্দুল কুদ্দুস এবং আমার স্ত্রী মোসাঃ রেজওয়ানা পারভীন আপনাদের এই শাখায় একটি যৌথ ব্যাংক একাউন্ট খুলতে চাই। আমরা উভয়েই একমত হয়ে এই একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই। তাই আমরা দুজন আপনাকে অনুরোধ জানাচ্ছি যে, উক্ত অ্যাকাউন্টে আমাদের উভয়ের নাম অন্তর্ভুক্ত করা হোক। আমাদের দুইজনের সকল তথ্য পরের পৃষ্ঠায় দেওয়া হল।

আপনার শাখা কর্তৃপক্ষ যদি কোনো অতিরিক্ত তথ্য বা কাগজপত্র চায়, তবে আমরা তা দিতে প্রস্তুত রয়েছি। আমরা আশা করছি আপনি আমাদের আবেদন পত্রটি সদরে গ্রহণ করবেন।

আপনার বিশ্বস্ত,
আব্দুল কুদ্দুস
রেজওয়ানা পারভীন
মোবাইল নাম্বার।

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

আবেদন পত্র লেখার জন্য আপনাকে কয়েকটি স্টেপ পালন করতে হবে। আবেদন পত্র লেখার স্টেপ গুলো নিম্নরূপ নিচে দেওয়া হল-
  • যেকোনো আবেদনপত্র লেখার জন্য সর্বপ্রথম আপনাকে বরাবর দিয়ে শুরু করতে হবে এবং আপনি যার কাছে লিখবেন তার তথ্য দিতে হবে।
  • এরপর বিষয় অপশনে আপনি কোন বিষয়ে আবেদন পত্রটি লিখবেন সেটি সংক্ষেপে উল্লেখ করতে হবে। 
  • এখন সম্মান সূচক বাক্য উপস্থাপনা করে আপনাকে আপনার বিষয়বস্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে।
  • বিষয়বস্তু আলোচনা করা হয়ে গেলে কৃতজ্ঞতামূলক বাক্য পোষণ করে আপনার আবেদন পত্রটি সমাপ্ত করতে হবে।
  • আবেদন পত্রটি সমাপ্ত হয়ে গেলে আপনার নাম, ঠিকানা, স্বাক্ষর দিতে হবে।
একটি আবেদন পত্র লেখার জন্য মাত্র উপরের এই কয়টি পদক্ষেপ গ্রহণ করলেই আপনি যে কোন আবেদন পত্র লিখতে পারবেন নিজের মত করে

FAQ

১) ব্যাংক অ্যাপ্লিকেশন কেন লেখা প্রয়োজন?
উত্তরঃ ব্যাংক এপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যাংকে বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পন্ন করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। যেমন ধরুন আপনি ব্যাংক একাউন্ট খোলা অথবা বন্ধ করার জন্য সর্বপ্রথম ম্যানেজারের কাছে আবেদন করতে হবে। আপনার ব্যাংক একাউন্টে স্থানান্তর থেকে শুরু করে যাবতীয় সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম ব্যাংকে আবেদন করতে হয়। ঠিক এজন্যই ব্যাংকে অ্যাপ্লিকেশন করার প্রয়োজনীয়তা অনেক।

২) ব্যাংক একাউন্ট কত ধরনের হয়?
উত্তরঃ ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যেমন সেভিংস অ্যাকাউন্ট, চলতি একাউন্ট এবং স্থায়ী একাউন্ট। স্থায়ী একাউন্ট কে মেয়াদী বা ফিক্স একাউন্ট বলা হয়।

৩) ব্যাংক একাউন্ট বন্ধ করার পর পুনরায় চালু করা যায়?
উত্তরঃ হ্যাঁ ব্যাংক একাউন্ট বন্ধ করার পর পুনরায় সেই একাউন্ট চালু করা যায় কিন্তু এজন্য আপনাকে ব্যাংকের নিকট দরখাস্ত লিখতে হবে এবং পূর্বের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে।

৪) ব্যাংকে আবেদন লিখতে কোন তথ্য গুলি অবশ্যই থাকা উচিত?
উত্তরঃ ব্যাংকে দরখাস্ত লিখতে হলে আপনাকে অবশ্যই আপনার সঠিক তথ্যগুলো দিতে হবে। যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য, আপনার চেক বইয়ের তথ্য ইত্যাদি।

৫) অ্যাপ্লিকেশন এর অর্থ কি?
উত্তরঃ এপ্লিকেশন এর অর্থ হচ্ছে আবেদন করা বা দরখাস্ত করা।

৬) দরখাস্ত শব্দের অর্থ কি?
উত্তরঃ দরখাস্ত শব্দের সঠিক অর্থ হচ্ছে অর্জি।

৭) আবেদন পত্রের কয়টি অংশ কি কি?
উত্তরঃ একটি আবেদন পত্রের সর্বমোট আটটি অংশ থাকে। যেমন প্রথমে তারিখ, এরপর প্রাপকের নাম ও ঠিকানা, এরপর বিষয়, এরপর সম্বোধন, এখন আপনাকে মূল বিষয়বস্তু প্রকাশ করতে হবে, তারপর বিদায় বিষয়ক কথা বলতে হবে, প্রেরকের নাম ও ঠিকানা দিতে হবে এবং আট নাম্বারে যদি কোন কিছু সংযুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে সেটা সংযুক্ত করতে হবে।

৮) চিঠির মূল অংশ কয়টি ও কি কি?
উত্তরঃ একটি চিঠির মূল অংশ দুইটি থাকে। যেমন শিরোনাম এবং পত্রগর্ভ। শিরোনাম অর্থ হচ্ছে বাইরের অংশ এবং পত্রগর্ভ অর্থ হচ্ছে ভেতরের অংশ।

৯) শিরোনামের প্রথম অংশ কোনটি?
উত্তরঃ শিরোনামের যে অংশে প্রাপকের ঠিকানা থাকে সেটিকেই বলা হয় প্রথম অংশ।

১০) প্রেরক এবং প্রাপক অর্থ কি?
উত্তরঃ প্রেরক শব্দের অর্থ হচ্ছে যিনি কোন কিছু পাঠাবে এবং প্রাপক শব্দের অর্থ হচ্ছে যিনি কোন কিছু গ্রহণ করবে।

শেষ মন্তব্য

আমি আশা করছি ব্যাংক আবেদন ফরমেট এই মেথডটি আপনাদের অনেক উপকার করবে। আপনি ব্যাংক সম্পর্কিত আর কোন বিষয়ে আবেদনপত্র চান তা আমাদের জানাবেন তাহলে আমরা আপনাদের সেই অ্যাপ্লিকেশন দিয়ে দিব। তবে আমি আপনাদের ব্যাংকে আবেদন করেন যে দরখাস্ত গুলো দিয়েছি এগুলোই সাধারণত সব সময় প্রয়োজন পড়ে।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url