ইংরেজি কম্পোজিশন লেখার ফরমেট | English Essay or Composition Writing Format
English
Essay or Composition Writing Format আপনারা অনেকেই ইন্টারনেটে খুঁজে থাকেন। তাই
আপনাদের জন্য আমি আজকে ইংরেজি কম্পোজিশন লেখার টেকনিক বিস্তারিতভাবে এ টু জেড
আলোচনা করব।
আপনারা যদি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে
আপনারা ইংরেজি কম্পোজিশন লেখার ফরম্যাট খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
সূচিপত্রঃ ইংরেজি কম্পোজিশন লেখার ফরমেট | English Essay or Composition Writing Format
এই আর্টিকেল থেকে আপনি যা কিছু শিখতে পারবেন তা এক নজরে দেখে নিন-
ইংরেজি কম্পোজিশন লেখার ফরমেট
ইংরেজি কম্পোজিশন লেখার ফরমেট শিখতে পারলে আপনি পরীক্ষায় কম্পোজিশন কমন না পেলেও
লিখতে পারবেন। আপনি যদি পরীক্ষায় ইংরেজি কম্পোজিশন কমন না পান তাহলে ইংরেজি
কম্পোজিশন লেখার টেকনিক অবলম্বন করে খাতায় লিখে আসবেন। এতে করে আপনি কিছু হলেও
মার্ক তুলতে পারবেন।
এছাড়া যারা ইংরেজিতে দুর্বল স্টুডেন্ট রয়েছেন এবং ইংরেজি ফ্রী হ্যান্ড রাইটিং
লিখতে পারেন না, তারাও English Essay or Composition Writing Format খাতাই
নোট করে নিন এবং মুখস্থ করে ফেলুন।
আপনি যদি ইংরেজিতে খারাপ রেজাল্ট করার জন্য
টেনশনে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনাকে অনেক সহায়তা করবে। আপনি আমার
ওয়েবসাইটে শুধুমাত্র কম্পোজিশন লেখার টেকনিক পাবেন না বরং ইংরেজি রাইটিং সাইট
লেখার সকল টেকনিক গুলো পেয়ে যাবেন।
আমি এখানে টোটাল ৩টি কম্পোজিশন আপনাদের দিব। এই তিনটি কম্পোজিশন থেকে আপনাদের যে
কম্পোজিশন ভালো লাগবে সে কম্পোজিশন খাতায় নোট করে রেখে মুখস্থ করে ফেলবেন।
যেমনঃ
-
All Kinds of good side
- Type 1
- Type 2
- All kinds of bad side
তাহলে চলুন আমরা এখন প্রথমে অল কাইন্ডস অফ গুড সাইট দেখে নিই-
এই গুড সাইড কম্পোজিশন দিয়ে আপনি কি কি কম্পোজিশন লিখতে পারবেন তা প্রথমে দেখে
নিনঃ
- Discipline
- Dignity of Labour
- Value of Time
- Labour
- Mass Education
- Politeness
- Kindness
- Honesty
- Industry
- Self Reliance
- Ambition
- Truthfulness
- Friendship
- Charity
- Co-operative
- Obidence to Parents
- Perseverance
- Character
- Faithfulness
- Dutifulness
- Experience
- Struggle
- Health
- Unity
- Self-employment etc.
এছাড়া আরো যে গুড সাইডগুলো রয়েছে সেগুলো সব লিখতে পারবেন।
ইংরেজি কম্পোজিশন লেখার টেকনিক
All Kinds of good side :
সমস্ত প্রকার ভালো গুণাবলী
Type 1
“X” is a very important element in our lives. As a man lives in a society,
he should perform his duty to the society. Man can complete his tasks what
he wishes but he has to maintain some duties. If he does not abide by the
rules, there is no piece in his family or society.
“X” is the most valuable step in our lives. It is the way to success in
life. The man who abides by this great virtue has achieved great respect in
his life. Without “X” non can hope to be a famous person. Many men have made
their lives fruitful by not having “X”.
If we find the nobel and famous
people who have brought glory to their lives and society in their occupation
we shall discover that their happiness depends on “X”. Bearing this great
virtue, we can not only make our lives happy but also help the every
function of civilization.
If wealth loses, it will be found again but if “X” loses, It will never be
again. At every step of life it is needed. “X” is to build up one’s reward
for his life. One may have much wealth but he is wretched in the absence of
“X”.
Without this noble virtue, men become unhappy and poor. We should try
our best to abide by this virtue. It can be said that it is the backbone of
one's life. If a student abides by the rules he will make a glorious
life.
In a nutshell, we can say that the person who has built his glorious
character achieved by dint of “X”. As habit is formed at the very
beginning of life, we should help our child to practice it.
Type 2
যারা মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন তারা এই রচনাটি পড়বেন। উপরের
গুড হ্যাবিট রচনাটি একদম দুর্বল স্টুডেন্টদের জন্য।
“X” is the most valuable and powerful element of our success in life. It
enriches the self-confidence of our running life. If we want to reach our
apex,We must attain such quality. এখন এখানে নিজের মতো করে পরীক্ষায় যে
বিষয়ে সম্পর্কে আসবে সে বিষয়ে দুই থেকে তিন লাইন ফ্রি হ্যান্ডরাইটিং লিখুন।
It is necessary to have a mental faculty. IT can bring out standing rewards
for human beings. It is important to have (TOPIC) to retain the existence of
human beings. এখন এখানে নিজের মতো করে পরীক্ষায় যে বিষয়ে সম্পর্কে আসবে সে
বিষয়ে দুই থেকে তিন লাইন ফ্রি হ্যান্ডরাইটিং লিখুন।
Without (TOPIC), Anybody cannot achieve anything great and glorious. A man
can lose his prestigious life for its absence. Most of the greatest people
have attained success by it. It is a special knowledge that no training can
teach. It broadens our outlook. এখন এখানে নিজের মতো করে পরীক্ষায় যে বিষয়ে
সম্পর্কে আসবে সে বিষয়ে দুই থেকে তিন লাইন ফ্রি হ্যান্ডরাইটিং লিখুন।
Therefore, we should have this quality at any cost. এখন এখানে নিজের মতো করে
পরীক্ষায় যে বিষয়ে সম্পর্কে আসবে সে বিষয়ে দুই থেকে তিন লাইন ফ্রি
হ্যান্ডরাইটিং লিখে কম্পোজিশনটি শেষ করে দিন।
All Kinds of Social Problem
(সকল ধরনের মারাত্মক সামাজিক সমস্যা সমূহ)
“X” is a tremendous and harmful problem. It is a common phenomenon not only
in our country but also in third world’s countries.It is destroying our
social peace and happiness. এখন এখানে নিজের মতো করে পরীক্ষায় যে বিষয়ে
সম্পর্কে আসবে সে বিষয়ে দুই থেকে তিন লাইন ফ্রি হ্যান্ডরাইটিং লিখুন।
Day by day it is going out of our control. Which is very alarming. Keeping
this problem, we can not imagine our peace and happy life. Though it is
difficult to remove this problem totally from society.But we have to try at
any cost. Without removing this acute problem, people cannot get relief and
a better life.
Everybody wants a good solution to this problem. Besides the government,
various social organisations should come forward to overcome this
problem.The law forces agencies should arrest those who are creating such a
problem. It is possible to remove by creating public awareness. এখন এখানে
নিজের মতো করে পরীক্ষায় যে বিষয়ে সম্পর্কে আসবে সে বিষয়ে দুই থেকে তিন লাইন
ফ্রি হ্যান্ডরাইটিং লিখুন।
Therefore, we should have this quality at any cost. এখন এখানে নিজের মতো করে
পরীক্ষায় যে বিষয়ে সম্পর্কে আসবে সে বিষয়ে দুই থেকে তিন লাইন ফ্রি
হ্যান্ডরাইটিং লিখে কম্পোজিশনটি শেষ করে দিন।
একটু দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য প্রবলেম বিষয়ক কম্পোজিশন আমি এখনো কালেক্ট
করতে পারিনি। আমি কালেক্ট করলেই এই আর্টিকেলে সেটি সংবেদন করে দিব।
তবে আমার এই ওয়েবসাইটে প্রবলেম বিষয়ক প্যারাগ্রাফ লেখার টেকনিক দেওয়া আছে।
আপনি সেখান থেকে প্যারাগ্রাফটি পড়েও লিখতে পারেন।
FAQ
১) ইংরেজি কম্পোজিশন লেখার সঠিক ফরম্যাট কি?
উত্তরঃ ইংরেজি কম্পোজিশন লেখার সঠিক ফরমেট হচ্ছে সর্বপ্রথম আপনাকে টপিকের
বিষয়বস্তুর সূচনা দিতে হবে। সংক্ষেপে এমনভাবে সূচনা দিতে হবে যেন সেই
সূচনার মধ্যে বিষয়বস্তুটি সংক্ষিপ্ত ভাবে বোঝা যায়। এরপর মাঝখানে
বিষয়বস্তুটির ব্যাপক আলোচনা দিতে হবে। সবশেষে বিষয়বস্তুটির পরিষ্কার একটি
সাজানো শেষ মন্তব্য প্রকাশ করতে হবে। পরিশেষে উপসংহার দিয়ে কম্পোজিশনটি
শেষ করতে হবে।
২) ইংরেজি কম্পোজিশন লেখার জন্য কী ধরনের অভ্যাস গড়ে তুলব?
উত্তরঃ ইংরেজি কম্পিটিশন লেখার অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে সর্বপ্রথম
ইংরেজি গল্পের বই পড়তে হবে। এরপরে ইংরেজি পত্রিকা সমূহ পড়তে হবে। বিভিন্ন
ইংরেজি আর্টিকেলগুলো করতে হবে। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
আপনাকে টেন্স ভালোভাবে পারতে হবে।
৩) কম্পোজিশন লেখার সময় সাধারণ ভুল কি?
উত্তরঃ কম্পোজিশন লেখার ক্ষেত্রে সাধারণ একটি ভুল হচ্ছে বিষয়বস্তুকে
সুবিন্যস্ত ভাবে ভাবে না সাজানো। আপনি যদি বিষয়টি বুঝে নিয়ে সুবিন্যস্ত
ভাবে সাজিয়ে লিখেন তাহলে আপনার কম্পোজিশন অন্যান্যদের তুলনায় অনেক ভালো
হবে। এছাড়া আপনাকে স্পেলিং গুলো সঠিক রাখতে হবে। কম্পোজিশন লেখার
ক্ষেত্রে অনেকেরই সবচেয়ে সাধারণ ভুল হচ্ছে স্পেলিং মিসটেক।
৪) ইংরেজি কম্পোজিশনে কীভাবে শব্দের ব্যবহার উন্নত করা যাবে?
উত্তরঃ ইংরেজি কম্পোজিশনে শব্দের ব্যবহার অন্যদের চেয়ে উন্নত করার জন্য
আপনাকে বেশি বেশি ভোকাবুলারি পড়তে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি
গল্প থেকে ভোকাবুলারি মুখস্ত করেন। কারণ গল্পের ভোকাবুলারি থেকেই আপনি
ভাল ভাল শব্দ ব্যবহার করে ইউনিক কম্পোজিশন লিখতে পারবেন।
৫) ফ্রি হ্যান্ড রাইটিং এর গুরুত্ব কী?
উত্তরঃ বর্তমানে ফ্রি হ্যান্ড রাইটিং এর গুরুত্ব অনেক বেশি কারণ
পরীক্ষাতে এখন আগের মত রাইটিং বিষয়গুলো কমন পড়ে না। আগে দুই থেকে তিনটা
বিষয় মুখস্ত করে গিয়ে পরীক্ষার রুমে কমন পাওয়া যেত। কিন্তু এখন
সমসাময়িক ঘটনাগুলো থেকেই ইংরেজি রাইটিং সাইটের বিষয়গুলো দিয়ে থাকে।
তাই ফ্রি হ্যান্ড রাইটিং শেখা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে আপনি বিসিএস বা যে কোন
চাকরির পরীক্ষায় রিটেনে ভালো করবেন।
৬) কম্পোজিশন বলতে কী বোঝ?
উত্তরঃ যখন কোন একটি বিষয়ের উপর নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে
সুবিন্যস্ত ভাবে বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা
হয় তখন তাকে বলা হয় কম্পোজিশন।
৭) কম্পোজিশন কত প্রকার?
উত্তরঃ কম্পোজিশনকে চার ভাগে বিভক্ত করা যায়। যেমনঃ
- বর্ণনামূলক কম্পোজিশন
- বিবৃতিমূলক কম্পোজিশন
- যুক্তিমূলক কম্পোজিশন
- কল্পনামূলক কম্পোজিশন
৮) কম্পোজিশনের আরেক নাম কি?
উত্তরঃ কম্পোজিশনের আরেক নাম হচ্ছে- Essay।
৯) কম্পোজিশনের বাংলা নাম কি?
উত্তরঃ Composition বা Essay এর বাংলা নাম হচ্ছে রচনা।
১০) Short composition কি?
উত্তরঃ যখন কোন কম্পোজিশন সংক্ষিপ্তভাবে দুই পৃষ্ঠার মধ্যে লেখা হয় তখন
সেটি হচ্ছে শর্ট কম্পোজিশন কিন্তু লং কম্পোজিশন অনেক পৃষ্ঠা লিখতে হয়।
শেষ মন্তব্য
মনে রাখবেন এই কম্পোজিশন গুলো সে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য যারা ইংরেজিতে
কিছুই পারেন না। ইংরেজি পরীক্ষা দেওয়ার সময় খাতা ফাঁকা না রেখে যদি কিছু লিখে
আসতে পারেন তাহলে অন্তত অর্ধেক মার্ক পাবেন। ফেল করার থেকে অর্ধেক মার্ক পেয়ে
পাশ করা অনেক ভালো।
তবে আপনারা যারা ভাল ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন তারা
এই আর্টিকেলের কম্পোজিশন গুলোর সাথে আপনার নিজস্ব নোট তৈরি করে নিন। তাহলে আপনি
এই কম্পোজিশন গুলো পড়েই ১০ এর মধ্যে ৭ থেকে ৮ মার্ক তুলতে পারবেন। আর যদি এমনি
এই কম্পোজিশন গুলো পড়ে যান তাহলে ৫ মার্ক শিওর পাবেন ইনশাআল্লাহ।