ডায়লগ লেখার ফরমেট | Dialogue Writing All in One
ডায়লগ লেখার ফরমেট
আপনারা অনেকেই খুজে থাকেন। তাই আমি আজকে এই আর্টিকেলে মাত্র একটি ডায়লগ লেখার
কৌশল দেখানোর মাধ্যমে শতশত ডায়লগ লেখার সহজ নিয়ম আপনাদের শেখাবো। তাই মনোযোগ
দিয়ে অবশ্যই আর্টিকেলটি পড়ুন। আজকের আর্টিকেলটি আপনি পড়লে আপনার আর কখনো
ডায়লগ নিয়ে সমস্যা হবে না এবং টেনশন করতে হবে না। অর্থাৎ আপনি এই আর্টিকেল থেকে
Dialogue Writing All in One পেয়ে যাচ্ছেন।
দেখুন ডায়লগ বই থেকে মুখস্ত করে লিখলেই বেশি পাওয়া যাবে এই কথাটি ভুল।
কারণ ডায়লগ এমন একটা বিষয় যা আপনাকে নিজের মতো করে লিখতে হবে এবং আপনার
নিজস্ব মনোভাব পোষণ করতে হবে। আপনি নিজের মতো করে কিভাবে একটি ডায়ালগ লিখে ১০
মার্কের মধ্যে সহজেই ৭ থেকে ৮ মার্ক খুলতে পারবেন তা আমি এই আর্টিকেলে আপনাদের সব
কিছু দিয়ে দিব।
সূচিপত্রঃ ডায়লগ লেখার ফরমেট | Dialogue Writing All in One
আপনি এই আর্টিকেল থেকে যা কিছু শিখতে পারবেন তা এক নজরে দেখে নিন-
ডায়লগ লেখার ফরমেট | Dialogue Writing All in One
মাত্র একটি ডায়লগ লেখার ফরমেট মুখস্ত করে আপনি যেকোনো পরীক্ষাতে যেকোনো ধরনের
ডায়লগ নিজের মত করে লিখতে পারবেন। আমি আপনাদের যেভাবে ডায়লগ লেখা শিখাবো আপনি
ডায়লগ লেখার সহজ নিয়ম এর চাইতে আর কোথাও পাবেন না।
ডায়লগ লেখার নিয়ম নিম্নে নিচে দেওয়া হলঃ
- Myself: May I come in Brother/Friend/Anyone?
- Anyone: Yes, Come in.
- Myself: Good morning Brother/Friend/Anyone.
- Anyone: Good morning. Sit down please.
- Myself: Thank You Brother/Friend/Anyone.
- Anyone: So, How are you?
- Myself: I am fine and You?
- Anyone: I am also fine by the grace of almighty Allah. Why are you coming here? How can I help you?
- Myself: Yes, I want to discuss an important matter.
- Anyone: What do you discuss with me?
গুড হেবিট সম্পর্কে বলে তাহলে এটি লিখুন। 👇
- Myself: I want to discuss with you the importance of (GOOD HABIT/GOOD FACT).
- Myself: I want to discuss with you about the problem/side effects of (BAD HABIT/PROBLEM).
- Anyone: But why?
গুড হেবিট সম্পর্কে বলে তাহলে এটি লিখুন। 👇
- Myself: Because (GOOD HABIT/GOOD FACT) is a very interesting habit/fact. Do you know anything else about it?
- Myself: Because (BAD HABIT/PROBLEM) is one of the biggest problems in Bangladesh. Do you know anything else about it?
- Anyone: Of course, I know very well about that. So, Are you here to learn/know about this?
- Myself: Yes, What is that?
- Anyone: এখন এখানে পরীক্ষায় যে সম্পর্কে টপিক আসবে সেই টপিকের তিন থেকে পাঁচ লাইন বর্ণনা দিতে হবে। আপনি কিভাবে তিন থেকে পাঁচ লাইন বর্ণনা দিবেন তা এই আর্টিকেলের নিচে পেয়ে যাবেন। সেখানে আমি গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট এবং প্রবলেম সম্পর্কে আলাদাভাবে লেখার ফরমেট দিয়ে দেবো।
- Myself: Thank you for your wise opinion.
- Anyone: You are most welcome.
- Myself: God bless you. Stay well. I have to go now. Insallah will meet again.
- Anyone: Ok, See you again.
- Myself: Good by Brother/Friend/Anyone.
- Anyone: Ok, Good bye. Stay well.
বুঝতে না পারলে উদাহরণটি দেখুন
মনে করুন ট্রি প্লান্টেশন সম্পর্কে পরীক্ষা এসেছে
- Myself: May I come in Brother?
- Brother: Yes, Come in.
- Myself: Good morning Brother.
- Brother: Good morning. Sit down please.
- Myself: Thank You Brother.
- Brother: So, How are you?
- Myself: I am fine and You?
- Brother: I am also fine by the grace of almighty Allah. Why are you coming here? How can I help you?
- Myself: Yes, I want to discuss an important matter.
- Brother: What do you discuss with me?
গুড হেবিট সম্পর্কে বলে তাহলে এটি লিখুন। 👇
- Myself: I want to discuss with you the importance of tree plantation.
- Anyone: But why?
- Myself: I want to discuss with you about the problem of population/side effects of smoking.
- Anyone: But why?
গুড হেবিট সম্পর্কে বলে তাহলে এটি লিখুন। 👇
- Myself: Because Tree plantation is a very interesting habit. Do you know anything else about it?
- Anyone: Of course, I know very well about that. So, Are you here to know about this?
- Myself: Because population problem is one of the biggest problems in Bangladesh/smoking is one of the biggest problems in Bangladesh. Do you know anything else about it?
- Anyone: Of course, I know very well about that. So, Are you here to know about this?
- Myself: Yes, What is that?
- Anyone: (Tree plantation) is a very interesting habit. we can get more pleasure from the life of (Tree plantation). It serves life both physically and mentally. One can build up this habit if one likes. Fare timing is necessary for it. It should be an object of man and he can not but do it. (Tree plantation) may cause some problems sometimes when performing that task of (Tree plantation) in ill health that causes harm. To sum up, one should have thought for a while before enjoying it for its greatest enjoyment.
উপরে লক্ষ্য করুন গুড হ্যাবিট সম্পর্কে লিখেছি। যদি পরীক্ষায় ব্যাড
হ্যাবিট বা প্রবলেম সম্পর্কে আসে তাহলে এখানে সেই লেখাটুকু দিবেন যা আমি
নিচে দিয়ে দিয়েছি।
- Myself: Thank you for your wise opinion.
- Anyone: You are most welcome.
- Myself: God bless you. Stay well. I have to go now. Insallah will meet again.
- Anyone: Ok, See you again.
- Myself: Good by Sir/Brother/Friend/Father/Mother/Sister/Anyone.
- Anyone: Ok, Good bye. Stay well.
ডায়লগ লেখার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা
উপরের এই একটি নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজেই একটি ডায়লগ পরিপূর্ণভাবে লিখতে
পারবেন। যারা ইংরেজি ভালো পারেন এবং ইংরেজি লিখতে ও বলতে পারেন তাদের এ সমস্ত
বিষয় শিখতে হয় না। কিন্তু আপনারা যারা ইংরেজিতে দুর্বল তারা কিভাবে নিজের মতো
করে এই বিষয়গুলো লিখবেন বুঝতে পারেন না।
মূলত সে সমস্ত ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্যই আমি আজকে ডায়লগ লেখার এই
ফর্মেটটি শেখালাম। আপনি যদি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে ঠিকভাবে লিখতে পারেন
তাহলে ইনশাল্লাহ ডায়লগে ৭ থেকে ৮ মার্ক ভুলতে পারবেন। যারা একটু ভালো লিখতে
পারবেন তারা অবশ্যই ৮ থেকে ৯ মার্ক পাবেন। আর যারা ইংরেজিতে একদমই দুর্বল তারাও ৬
থেকে ৭ মার্ক তুলতে পারবেন।
চলুন এখন আমরা ডায়লগ লেখার সহজ নিয়ম এর যে গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট এবং
প্রবলেম গুলো রয়েছে তা কিভাবে লিখতে হবে তা জেনে নিই।
ডায়লগ লেখার কৌশলঃ গুড হ্যাবিট সমূহ
যত ধরনের গুড হ্যাবিট রয়েছে, এই সব ধরনের গুড হ্যাবিট পরীক্ষায় আসলে,
আপনারা নিচের এই তথ্যগুলো লিখবেন।
(*****) চিহ্নের জায়গায় পরীক্ষায় আসা গুড হ্যাবিট বিষয় বসিয়ে দিবেন।
বিভিন্ন ধরনের গুড হ্যাবিট সমূহ আসলে নিচের লেখাগুলো ডায়লগে বসিয়ে দিবেন-
***** is a very interesting habit. we can get more pleasure from the life of
*****. It serves life both physically and mentally. One can build up this
habit if one likes. Fare timing is necessary for it. It should be an object of
man and he can not but do it. ***** may cause some problems sometimes when
performing that task of ***** in ill health that causes harm. To sum up,
one should have thought for a while before enjoying it for its greatest
enjoyment.
ডায়লগ লেখার কৌশলঃ ব্যাড হ্যাবিট সমূহ
যত ধরনের ব্যাড হ্যাবিট রয়েছে, এই সব ধরনের ব্যাড হ্যাবিট পরীক্ষায় আসলে,
আপনারা নিচের এই তথ্যগুলো লিখবেন।
(*****) চিহ্নের জায়গায় পরীক্ষায় আসা ব্যাড হ্যাবিট বিষয় বসিয়ে
দিবেন। বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট সমূহ আসলে নিজের লেখাগুলো ডায়লগে
বসিয়ে দিবেন-
***** is now a very harmful respect for our lives. Since he/she lives in a
society he/she should maintain some social rules. Otherwise there may be some
effect in the society. ***** harms not only a single person but also the
people of our country. The man/woman who wants to lead his/her life
happily, should avoid *****. Though government may be very much
un-concerned should avoid *****. We should take proper steps against it.
ডায়লগ লেখার কৌশলঃ প্রবলেম সমূহ
নিম্নে প্রথমে প্রবলেম গুলো দেখে নিন-
- Air pollution - বায়ু দূষণ।
- Load shedding - বিদ্যুৎ বিভ্রাট।
- Environment pollution - পরিবেশ দূষণ।
- Sound pollution - শব্দ দূষণ।
- Road accident - সড়ক দুর্ঘটনা।
- Housing problem - গৃহায়ন সমস্যা।
- Price hike - দ্রব্যমূল্য বৃদ্ধি।
- Superstition - কুসংস্কার।
- Child labour - শিশুশ্রম।
- Traffic jam - যানজট।
- Arsenic problem - আর্সেনিক সমস্যা।
- Black marketing - অবৈধ বাজার।
- Un-adult marrious - বাল্যবিবাহ।
- Dowry system - যৌতুক প্রথা।
- Deforestation - বনউজাড়।
- Rumour - গুজব।
- Literacy - নিরক্ষরতা।
- Corruption - দূর্নীতি, ইত্যাদি।
এরকম যত ধরনের প্রবলেম গুলো রয়েছে, এই সব ধরনের প্রবলেম পরীক্ষায় আসলে, আপনারা
নিচের এই তথ্যগুলো লিখবেন।
(*****) চিহ্নের জায়গায় পরীক্ষায় আসা প্রবলেম বিষয় বসিয়ে দিবেন। বিভিন্ন
ধরনের প্রবলেম সমূহ আসলে নিজের লেখাগুলো ডায়লগে বসিয়ে দিবেন-
***** is now a dangerous and harmful problem. It is one of the greatest
problems not only in our country but also in the countries lying in the
third world. ***** causes social unrest and throws the Peaceful society down
to the dust. ***** is going out of control day by day and creating other
problems too. We cannot think of a happy and carefree life for it. We lose
progress because of it. For this the people have to suffer a lot.
While the
modern world is advancing day by day, ***** is leading us to a disaster.
Though the government is trying to solve the problem of *****. The proper
solution lies in rising public awareness and working together with the
common people. If this cannot be done, our dream of living a healthy, happy
and prosperous life will be nipped in the bed.
FAQ
১) ডায়লগ লেখার সহজ নিয়ম কি?
উত্তরঃ একটি ডায়লগ লেখার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে একটি
উপযুক্ত শুভেচ্ছা বার্তা জানাতে হবে এবং আস্তে আস্তে কথোপকথনের মধ্যে
প্রশ্ন উত্তর শুরু করতে হবে। এরপর আপনাকে লক্ষ্য করতে হবে স্বাভাবিক এবং
সহজ ভাষায় মূল বিষয়বস্তু আলোচনা করতে।
২) ডায়লগ লেখার ক্ষেত্রে চরিত্র কয়টি থাকে?
উত্তরঃ একটি ডায়লগে সাধারনতা দুইটি চরিত্র থাকে।
৩) ডায়লগ লেখার ক্ষেত্রে কী কী ভুল এড়িয়ে চলা উচিত?
উত্তরঃ ডায়লগ লেখার ক্ষেত্রে ভুল এড়াতে হলে নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখা
উচিতঃ
অপ্রয়োজনীয় শব্দ বা বাক্য ব্যবহার না করা।
একঘেয়েমি এবং অপ্রাকৃতিক ভাষা থেকে বিরত থাকা।
চরিত্রগুলোর সংলাপে বাস্তবতা বজায় রাখা।
সঠিক গ্রামার এবং ভাষার প্রয়োগ নিশ্চিত করা।
৪) ডায়লগ লেখার জন্য কি অভ্যাস গড়ে তোলা উচিত?
উত্তরঃ ডায়লগ লেখার জন্য কিছু ভালো অভ্যাস হলোঃ
নিয়মিত ইংরেজি বই এবং গল্প পড়া।
প্রতিদিন ডায়লগ লেখার অনুশীলন করা।
বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ডায়লগ লেখা যায় তা ভেবে দেখা।
সঠিক গ্রামার ব্যবহার করা।
এগুলি ডায়লগ লেখায় দক্ষতা বাড়াতে সহায়তা করে।
৫) ডায়লগ লেখার সময় কমন ভুলগুলো কি কি?
উত্তরঃ ডায়লগ লেখার সময় সাধারণত যে ভুলগুলো হয় তা হলোঃ
চরিত্রগুলোর ভাষার মধ্যে অপ্রাকৃতিকতা।
বাক্য গঠনে ভুল এবং অর্থহীন শব্দের ব্যবহার।
ডায়লগের চরিত্রের অবস্থান, বয়স এবং পরিস্থিতি অনুসারে ভাষা না ব্যবহার করা।
অনুচ্ছেদ বিভাজনে ভুল করা এবং দৈর্ঘ্যে অসঙ্গতি রাখা।
শেষ মন্তব্য
মনে রাখবেন এই ডায়লগ লেখার ফরমেট শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজি বুঝতে পারেন
না এবং বেশি ইংরেজি লিখতে পারেন না। যারা ইংরেজি ভালো পারে তাদের বিষয়টি ভিন্ন
কিন্তু আপনি কিভাবে ইংরেজিতে ভাল মার তুলবেন তা আপনাকে বুদ্ধি খাটিয়ে তুলতে হবে।
তাই আমি আপনাদের জন্য ডায়লগ লেখার এই পদ্ধতিটি শেয়ার করলাম।
আশা করছি যারা ইংরেজি নিয়ে খুব ভয়ে আছেন তাদের উপকার হবে।