অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Economics Viva Questions Bangla
অর্থনীতি
সম্পর্কিত ভাইভা প্রশ্ন আপনারা অনেকেই খুঁজে থাকেন। আমি আজকে এই আর্টিকেলে এমন
কিছু সংক্ষিপ্ত এবং বেসিক অর্থনীতির ভাইভা প্রশ্ন গুলো তুলে ধরব, যে ভাইভা প্রশ্ন
গুলো আপনি পড়লে, হান্ড্রেড পার্সেন্ট ভাইভা পরীক্ষায় ভালো করতে পারবেন। কারণ
একটি সম্পূর্ণ বই থেকে যে সমস্ত ইম্পরট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো
অর্থনীতির ভাইভাতে ধরে, শুধুমাত্র সেই সমস্ত বিষয়গুলো এই আর্টিকেলে সংযোজন করা
হয়েছে।

আপনি যদি একটি সম্পূর্ণ অর্থনীতির বই পড়ে ভাইভা দিতে যান তাহলে আপনার অনেক কিছুই
মনে থাকবে না। যার ফলে আপনার ভাইভা পরীক্ষা ভালো হবে না। কিন্তু আপনি যদি একটু
টেকনিক খাটিয়ে এই আর্টিকেলের অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন গুলো পড়ে যান,
তাহলে আপনি শিওর থাকেন ১০ টা প্রশ্নের মধ্যে ৬ থেকে ৮ টি প্রশ্ন কমন পাবেন।
সূচিপত্রঃ অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন | Economics Viva Questions Bangla
এই আর্টিকেল থেকে আপনারা যারা শিখতে পারবেন তা এক নজরে দেখে নিন-
প্রথম ৫০টি অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন
আপনি একবার চিন্তা করুন তো- আপনাকে ভাইভাতে টোটাল আট থেকে দশটি প্রশ্ন করবে। আপনি এই ৮ থেকে ১০ টি প্রশ্নের জন্য সম্পূর্ণ বই পড়ে যাবেন? সম্পূর্ণ বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কি আপনার মনে থাকবে? আশা করছি আপনি নিজেই উত্তরটা পেয়ে গেছেন। ঠিক এজন্যই আপনাকে টেকনিক খাটিয়ে পড়ালেখায় এগিয়ে যেতে হবে।
যাই হোক আমি আপনাদের সঙ্গে আজকে অর্থনীতি ভাইভা বিষয়ক যে সংক্ষিপ্ত বেসিক প্রশ্নগুলো শেয়ার করব, এই প্রশ্নগুলো অর্থনীতি বইগুলো থেকে বাছাই করে সংগ্রহ করা হয়েছে। তাই আপনারা যদি এই প্রশ্নগুলো পড়ে ফেলেন তাহলে আপনারা আলাদাভাবে অর্থনীতি বিষয়ের ভাইভার জন্য কোন নোট পড়া লাগবে না ইনশাআল্লাহ।
অর্থনীতির ভাইভা প্রশ্ন গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আপনাদের কিছু
গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আমি আমার এই ওয়েবসাইটে বিবিএ এবং এমবিএ সম্পর্কিত যে
সকল ভাইভা প্রশ্ন গুলো দিয়েছি, সেই প্রশ্নগুলো থেকে অনেকেই ভাইভা পরীক্ষায় ভালো
করতে পেরেছে।
এই বেসিক প্রশ্নগুলো জানলে আপনি ভাইভা পরীক্ষায় স্যারকে খুব ভালোভাবে বুঝাতে
পারবেন। যদি কোন প্রশ্নের উত্তর আপনার না জানা থাকে তবুও আপনি এই প্রশ্নগুলো থেকে
স্যারকে বোঝাতে পারবেন। তাই আপনারা এই বেসিক প্রশ্নগুলো একটু বুঝে শুনে পড়ে
যাবেন ভাইভার জন্য।
নিম্নে অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন দেওয়া হলঃ
১) অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতি হলো একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও
বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী পর্যালোচনা
করে।
২) অর্থনীতির জনক কে?
উত্তরঃ অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ(Adam Smith)।
৩) অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের অর্থনীতি সম্পর্কিত সংজ্ঞাটি কি?
উত্তরঃ অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান (Economics is the science wealth)।
৪) আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
উত্তরঃ আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এন্থনি স্যামুয়েলসন।
৫) অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তরঃ অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন লায়েনেল রবিন্স।
৬) অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি বলুন?
উত্তরঃ অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের আচরণকে “শেষ এবং দুর্লভ” এই দুইটি
উপায়ের মধ্যে সম্পর্ক হিসেবে অধ্যয়ন করে এবং যার বিকল্প রয়েছে।
৭) কে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এই দুইটি অংশে বিভক্ত করেছেন?
উত্তরঃ রগনার ফ্রেশ ১৯৩৩ সালে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এই দুইটি অংশে বিভক্ত
করেছেন।
৮) আধুনিক যুগে অর্থনীতিকে পৃথক কয়টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়?
উত্তরঃ দুটি। যথাঃ
- ব্যষ্টিক এবং
- সামষ্টিক।
৯) অর্থনীতিতে কয়টি শাখা রয়েছে?
উত্তরঃ অর্থনীতিতে দুইটি শাখা রয়েছে। যেমনঃ
- ব্যষ্টিক অর্থনীতি ও
- সামষ্টিক অর্থনীতি
১০) ব্যষ্টিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
উত্তরঃ ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে রাগনার ফ্রেস।
১১) ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক
পৃথক ভাবে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি।
১২) সামষ্টিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে- জন মেনার্ড কেইন্স।
১৩) ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি কি? অথবা ব্যষ্টিক অর্থনীতির মূল বিষয়
কি কি?
উত্তরঃ ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় গুলো হচ্ছে ব্যক্তিগত চাহিদা, যোগান, ভোক্তা
এবং একক বিষয় সমূহ।
১৪) সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি কি? অথবা সমষ্টিক অর্থনীতির মূল বিষয়
কি কি?
উত্তরঃ সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় গুলো হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান,
মোট বিনিয়োগ, মুদ্রা ও মূল্য স্টোর, সামাজিক কল্যাণ ইত্যাদি।
১৫) সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থায় সামগ্রিক আচরণ বিশ্লেষণ করা হয় তখন
তাকে বলা হয় সমষ্টিক অর্থনীতি।
১৬) কেইনস এর বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটির নাম কি?
উত্তরঃ কেইনস এর বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে- The general theory of employment
interest and money।
১৭) দুই জন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম কি?
উত্তরঃ দুই জন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম হচ্ছে-
- এডম স্মিথ
- ডেভিড রিকার্ডো
১৮) অর্থনীতিকে ব্যক্তি গার্হস্থ বিষয় সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত
বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
উত্তরঃ অর্থনীতিকে ব্যক্তি গার্হস্থ বিষয় সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান
বলে অভিহিত করেছেন এরিস্টটল।
১৯) পূর্বে অর্থনীতিকে কি বিজ্ঞান বলা হতো? অথবা এডাম স্মিথের পূর্বে
অর্থনীতিকে কি বিজ্ঞান বলা হতো?
উত্তরঃ পূর্বে অর্থনীতিকে বলা হত রাজনৈতিক বিজ্ঞান।
২০) শব্দগত দিক থেকে অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলা হয়?
উত্তরঃ শব্দগত দিক থেকে অর্থনীতিকে বলা হয় গৃহ ব্যবস্থাপনার বিজ্ঞান।
২১) গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে সর্বপ্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা
হয়?
উত্তরঃ গ্রিক সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়
এরিস্টটল কে।
২২) অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনোমিক্স (Economics)।
২৩) ইকোনোমিক্স (Economics) কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তরঃ ইকোনোমিক্স (Economics) শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Oikonomia
থেকে।
২৪) Oikonomia শব্দটি কয়টি ও কি কি শব্দের সমন্বয়ে গঠিত?
উত্তরঃ Oikonomia শব্দটি ২ টি শব্দের সমন্বয়ে গঠিত। যেমনঃ
- Oikos(গৃহ)
- Nomas(ব্যবস্থাপনা)
২৫) কার্টেল কাকে বলে? অথবা রপ্তানি কার্টেল কাকে বলে?
উত্তরঃ প্রতিযোগিতা এড়ানোর জন্য বিভিন্ন দেশ যখন পণ্যের দাম নির্ধারণ এবং উৎপাদন
সম্পর্কিত চুক্তিতে উপনীত হয় তখন তাকে বলা হয় কার্টেল বা রপ্তানি
কার্টেল।
২৬) মহামন্দা কত সালে ঘটেছিল?
উত্তরঃ মহামন্দা ঘটেছিল ১৯৩০ সালে।
২৭) দরিদ্রের দুষ্টু চক্রের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তরঃ দরিদ্রের দুষ্টু চক্রের প্রবক্তা হচ্ছে রাগনার নার্কস।
২৮) দরিদ্রের দুষ্টু চক্র কাকে বলে?
উত্তরঃ দরিদ্রের দুষ্টুচক্র হল এমন কতগুলো অর্থনৈতিক উপাদান বা শক্তি, যেগুলো
পরস্পরের সাথে চক্রাকারে বারবার আবর্তিত হয় এবং একটি দেশকে দরিদ্র করে দেয় বা
বারবার চক্রাকারে আবর্তিত হওয়ার কারণে সে দেশটি বার বার দরিদ্র থেকে
যায়।
২৯) দরিদ্রের দুষ্টু চক্রের উপাদান গুলো কি কি?
উত্তরঃ একটি দেশের দরিদ্রের দুষ্ট চক্রের মূল উপাদান গুলো হচ্ছে-
- দুর্নীতি
- স্বল্প বিনিয়োগ
- স্বল্প উৎপাদন
- স্বল্প সঞ্চয়
- স্বল্প আয়
৩০) চাহিদা কাকে বলে?
উত্তরঃ দ্রব্যের আকাঙ্ক্ষা, দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং ব্যয় করার ইচ্ছা থাকা
অবস্থায় যদি কোন ব্যক্তি, কোন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে সেই পণ্যটি
ক্রয় করতে প্রস্তুত থাকে তখন তাকে বলা হয় চাহিদা বা ডিমান্ড(Demand)।
৩১) চাহিদার শর্তগুলো কয়টি কি কি?
উত্তরঃ চাহিদার শর্তসমূহ ৩ টি। যেমনঃ
- আকাঙ্ক্ষা
- সামর্থ্য
- অর্থ ব্যয় করার ইচ্ছা বা প্রবণতা
৩২) চাহিদা রেখা কাকে বলে?
উত্তরঃ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক যখন কোন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন
সে রেখাকে বলা হয় চাহিদা রেখা।
৩৩) যোগান কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট দামে যখন কোন বিক্রেতা কোন নির্দিষ্ট
পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করে তখন তাকে বলা হয় যোগান
বা সাপ্লাই(Supply)।
৩৪) উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি?
উত্তরঃ উৎপাদনের উপকরণ চারটি। যেমনঃ
- ভূমি
- শ্রম
- মূলধন ও
- সংগঠন
৩৫) মূলধন কাকে বলে?
উত্তরঃ মূলধন বলতে সেই সমস্ত দ্রব্য বা দ্রব্যের আর্থিক রূপকে বোঝায় যা শ্রম দ্বারা
উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এবং উৎপাদন প্রক্রিয়ায়
সহায়তা করে।
৩৬) “Monet is what money does” এই উক্তিটি কে দিয়েছেন?
উত্তরঃ “Monet is what money does” এই উক্তিটি দিয়েছেন এফ.এ ওয়ালকার (F.A
Walker)।
৩৭) অর্থ বলতে কী বোঝায়? বা অর্থ কাকে বলে?
উত্তরঃ যে বস্তু হস্তান্তর করার মাধ্যমে ঋণ এবং চুক্তি সংক্রান্ত কাজ সম্পন্ন হয় এবং
যে বস্তুর মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় সেটিকে বলা হয় অর্থ।
৩৮) খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো।
৩৯) বিনিয়োগ কাকে বলে?
উত্তরঃ যখন ব্যবসা প্রতিষ্ঠান বা মানুষ তার সঞ্চিত অর্থ, যখন কোন উৎপাদনের কাজে
লাগানোর জন্য, সেই সঞ্চিত অর্থ ব্যবহার করে তখন তাকে বলা হয় বিনিয়োগ বা
ইনভেস্টমেন্ট।
৪০) বাজার কাকে বলে?
উত্তরঃ যে স্থানে কোন দ্রব্য বা পণ্যের দর কষাকষির মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার
মধ্যে দাম নির্ধারণ হয় তখন তাকে বা সেই স্থানকে বলা হয় বাজার।
৪১) ওলিগোপলি বাজার কাকে বলে?
উত্তরঃ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শুধুমাত্র কয়েকজন উৎপাদক এবং বিক্রেতা
থাকে,তারাই উৎপাদন এবং বিক্রয়ের পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে,সেই
বাজারকে বলা হয় ওলিগোপলি।
৪২) মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়?
উত্তরঃ মুদ্রাস্ফীতি হচ্ছে যখন দেশের সমগ্র অর্থনীতিতে মুদ্রা বা টাকার সরবরাহ
বেড়ে যায়। অর্থাৎ পণ্য দ্রব্য ও সেবার মান যখন যখন সমান থাকে কিন্তু টাকার
সরবরাহ বেড়ে যায়, এই অবস্থায় মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতিতে দ্রব্যমূল্যের
দাম বৃদ্ধি পায় কারণ টাকার সরবরাহ বেশি থাকলেও দ্রব্যমূলের উৎপাদন বেশি থাকে না।
৪৩) মূল্যস্ফীতি বলতে কী বোঝায়?
উত্তরঃ যখন সমগ্র অর্থনীতিতে মুদ্রাস্ফীতি অর্থাৎ মুদ্রা বা টাকার সরবরাহ বেড়ে
যায় কিন্তু পণ্য বা সেবার সরবরাহ বাড়ে না অর্থাৎ সমান থাকে, ঠিক তখনই
মূল্যস্ফীতি সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতির কারণেই মূল্যস্ফীতি হয়ে থাকে।
৪৪) মুদ্রা সংকোচন কাকে বলে?
উত্তরঃ মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির ঠিক উল্টো। মুদ্রা সংকোচন এর সময়
অর্থনীতিতে টাকার পরিমাণ বা সরবরাহ কমে যায় বা সমান থাকে। আবার এই সময় পণ্য
দ্রব্যের উৎপাদন বা সরবরাহ বেড়ে যায় কিন্তু টাকার সরবরাহ কমে যাওয়া বা সমান
থাকার কারণে দ্রব্যমূল্যের দাম হ্রাস পায়।
৪৫) চাহিদা বিধি কাকে বলে?
উত্তরঃ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আবার কোন দ্রব্যের দাম কমলে
চাহিদার পরিমাণ বাড়ে, দাম ও চাহিদার মধ্যেকার এইরকম বিপরীতমুখী সম্পর্ককে বলা
হয় চাহিদা বিধি।
৪৬) অর্থনীতির ভাষায় রিফ্লেকশন কাকে বলে?
উত্তরঃ মুদ্রা সংকোচন এর ফলে দাম স্তর, আয় ইত্যাদি অনেক পরিমাণে কমে যায় যার
ফলে দেশে মন্দা ভাব দেখা দেয়। যখন অর্থনীতিতে এই মন্দা ভাব দেখা দেয়, তখন এমন
একটি অর্থনৈতিক নীতির অবলম্বন করা হয়, যে নীতির মাধ্যমে অর্থনীতির মূল্য স্তর
স্বাভাবিক বা বৃদ্ধি করা যায়। এই নীতিকেই বলা হয় রিফ্লেকশন।
৪৭) উপযোগ কাকে বলে?
উত্তরঃ কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ।
৪৮) প্রান্তিক উপযোগ কাকে বলে?
উত্তরঃ অতিরিক্ত এক একক ভোগ করার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক
উপযোগ বলে।
৪৯) প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কেমন হবে?
উত্তরঃ ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
৫০) প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমবে না বাড়বে?
উত্তরঃ কমবে।
দ্বিতীয় ৫০টি অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) প্রান্তিক উপযোগ লেখাটি ডানদিকে নিম্নগামী হয় কেন?
উত্তরঃ কারণ ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে ।
২) প্রান্তিক ব্যয় কাকে বলে?
উত্তরঃ কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে মোট যে পরিমাণ খরচ বৃদ্ধি পায়
তখন তাকে বলে প্রান্তিক ব্যয়।
৩) অভাব কি?
উত্তরঃ মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলীর উৎস হচ্ছে অভাব।
৪) অভাব কত প্রকার?
উত্তরঃ অভাব তিন প্রকার। যেমনঃ
- প্রয়োজন
- আরামপ্রদ
- বিলাসজাত
৫) মানুষের প্রয়োজনীয় অভাব কত প্রকার?
উত্তরঃ মানুষের প্রয়োজনীয় অভাব ৩ প্রকার। যেমনঃ
- জীবনধারণের জন্য প্রয়োজন
- দক্ষতার জন্য প্রয়োজন
- অভ্যাস জনিত প্রয়োজন।
৬) ফিলিপস রেখা কি?
উত্তরঃ যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীত সম্পর্ক
নির্দেশিত হয় তখন তাকে বলা হয় ফিলিপস রেখা।
৭) রিচেট ইফেক্ট (Ratchet Effect) কাকে বলে?
উত্তরঃ আয় বাড়লে ভোগ ব্যয় একটি নির্দিষ্ট হারে বাড়ে কিন্তু আয় কমলে ভোগ ব্যয়
সে হারে কমেনা। ভোগের ক্ষেত্রে এরুপ প্রভাবকে বলা হয় রিচেট ইফেক্ট(Ratchet
Effect)। অর্থনীতিতে ভোগের এই রিচেট ইফেক্ট কে বলা হয় রাতকানা রোগ।
৮) সমুচ্ছেদ বিন্দু বা Break Even Point (BEP) কি?
উত্তরঃ ভোগ রেখার যে বিন্দুতে আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান হয় তাকে বলা হয়
সমুচ্ছেদ বিন্দু বা Break Even Point (BEP)।
৯) সঞ্চয় কাকে বলে?
উত্তরঃ বর্তমান আয়ের কোন অংশ যখন ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা হয় তখন তাকে বলা
হয় সঞ্চয়।
১০) অর্থনীতিতে ভোগ কাকে বলে?
উত্তরঃ মানুষের অভাব পূরণের জন্য যখন দ্রব্য সামগ্রী ব্যবহার করার মাধ্যমে উপযোগ
নিঃশেষ করা হয় তখন তাকে বলা হয় ভোগ।
১১) জাতীয় আয়ের বৈশিষ্ট্য গুলো কি কি?
উত্তরঃ জাতীয় আয়ের বৈশিষ্ট্য গুলো হচ্ছে-
- জাতীয় আয় নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে
- উৎপাদিত পণ্য ও সেবা অর্থনৈতিক কর্মকান্ডের ফল হতে হবে
- পণ্য ও সেবার আর্থিক মূল্য বা বাজার মূল্য বা বাজার দাম থাকতে হবে
১২) প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে?
উত্তরঃ যখন কর দাতা প্রত্যক্ষভাবে সরাসরি সরকারকে কর প্রদান করে,তখন তাকে বলা হয়
প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স।
১৩) বৈদেশিক বিনিময় কাকে বলে?
উত্তরঃ যখন বৈদেশিক বিনিময়ের মাধ্যমে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায়
রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় বৈদেশিক বিনিময়।
১৪) বৈদেশিক বিনিময়ে হার কাকে বলে?
উত্তরঃ যখন বৈদেশিক বিনিময়ের মাধ্যমে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায়
একটি নির্দিষ্ট হারে রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় বৈদেশিক বিনিময় হার।
১৫) আয় কাকে বলে?
উত্তরঃ উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাকে বলে
আয়।
১৬) আয় কত প্রকার?
উত্তরঃ আয় তিন প্রকার। যেমনঃ
- মোট আয়
- প্রান্তিক আয়
- গড় আয়।
১৭) মোট আয় কাকে বলে?
উত্তরঃ উৎপাদিত দ্রব্যের সবকিছু বিক্রি করে যা পাওয়া যায় তাকে বলে মোট আয়।
১৮) দাম কাকে বলে?
উত্তরঃ কোন দ্রব্যের বিনিময় মূল্যকে টাকার অঙ্কে প্রকাশ করলে তাকে দাম বলে।
১৯) অনুপার্জিত আয় বা অগ্রিম আয় কাকে বলে?
উত্তরঃ যে আয়ের টাকা অগ্রিম পাওয়া হয়ে গেছে কিন্তু সে আয় টির সেবা এখনো প্রদান
করা হয়নি এবং ভবিষ্যতে সেই সেবাটি প্রদান করা হবে, এই আয়কে বলা হয় অনুপার্জিত
আয়।
২০) BOT বা বাণিজ্যের ভারসাম্য কাকে বলে?
উত্তরঃ দ্রব্যের আমদানিকৃত রপ্তানির (+) নীট মূল্যকে বলা হয় BOT বা বাণিজ্যের
ভারসাম্য।
২১) BOP বা বিনিময় ভারসাম্য কাকে বলে?
উত্তরঃ যখন একটি দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে লেনদেন সম্পূর্ণ হয়,
এই লেনদেনের হিসাবরক্ষণকে বলা হয় BOP বা বিনিময় ভারসাম্য।
২২) সুযোগ ব্যয়(Opportunity Cost) কাকে বলে?
উত্তরঃ যখন একটি দ্রব্য বেশি উৎপাদনের জন্য অন্য একটি উৎপাদন ছেড়ে দেওয়া হয়
তখন তাকে বলা হয় সুযোগ ব্যয়।
২৩) সুযোগ ব্যয় এর একটি উদাহরণ দিন?
উত্তরঃ ধরুন আপনি একটি জমিতে ধান এবং পাট এর মধ্যে যেকোনো একটি চাষ করতে চাচ্ছেন।
এখন আপনি হিসাব করে দেখলেন ১০০০ টাকায় আপনি যদি ৫ মণ ধান উৎপাদন করতে পারেন,
তাহলে আপনি সেই ১০০০ টাকায় ৭ মণ পাঠ উৎপাদন করতে পারবেন।
এই অবস্থায় আপনি যেহেতু ২ মণ বেশি পাঠ উৎপাদন করতে পারছেন সেহেতু আপনি ধান
উৎপাদন ছেড়ে দিচ্ছেন। এটাকেই বলা হয় সুযোগ ব্যয়।
২৪) SDG এর বাংলা অর্থ কি?
উত্তরঃ SDG এর বাংলা অর্থহচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা।
২৫) SDG কি?
উত্তরঃ SDG সর্বপ্রথম আলোচনায় আসে ১৯৮৭ সালে। এটির অর্থ হল ভবিষ্যৎ আন্তর্জাতিক
টেকসই উন্নয়ন একগুচ্ছ লক্ষ্যমাত্রা।
২৬) SDG এর সর্বমোট লক্ষ্য কয়টি?
উত্তরঃ SDG এর সর্বমোট লক্ষ্য ১৭ টি।
২৭) SDG বাংলাদেশ সরকারের লক্ষ্য কি কি ছিল?
উত্তরঃ
- দরিদ্র বিমোচন
- ক্ষুধা মুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- সুপেয় পানি ও পয়নিষ্কাশ ব্যবস্থা
- নবায়নযোগ্য ও ব্যয় সাধ্য জ্বালানি
- কর্মসংস্থান এবং অর্থনীতি
- টেকসই নগর এবং সম্প্রদায়
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
২৮) GDP এর বাংলা কি?
উত্তরঃ GDP এর বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন।
২৯) GDP বলতে কী বোঝায়?
উত্তরঃ একটি দেশের সাধারণত এক বছরে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য
ও সেবার সমষ্টিকে বলা হয় GDP বা Gross Domestic Product।
৩০) GNP এর বাংলা কি?
উত্তরঃ GNP এর বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন।
৩১) GNP বলতে কী বোঝায়?
উত্তরঃ একটি দেশে ১ বছরে সকল নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য এবং সেবার সমষ্টিকে
বলা হয় GNP বা Gross National Product।
৩২) GDP ও GNP এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ
- GDP একটি ভৌগোলিক অবস্থান ভিত্তিক পরিমাপ।
- GNP একটি জাতীয়তা ভিত্তিক পরিমাপ।
নোটঃ GDP তে দেশে অন্তর্ভুক্ত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে
কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে না।
৩৩) GDP ও GNPএর মধ্যে কোনটি বড়?
উত্তরঃ GDP ও GNP এর মধ্যে কোনটি বড়, এটি নির্ভর করে দেশে অবস্থানরত বিদেশী
নাগরিকদের আয় এবং বিদেশের অবস্থানরত দেশি নাগরিকদের আয়ের উপর।
- দেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের আয়, বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের আয়ের চেয়ে বেশি হলে হবে= GDP > GNP
- দেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের আয়, বিদেশে অবস্থানরত দেশে নাগরিকদের আয়ের চেয়ে কম হলে হবে= GDP < GNP
- দেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের আয়, বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের আয় সমান হলে হবে= GDP=GNP
৩৪) কোন অর্থনীতিতে GDP এবং GNP সমান থাকে?
উত্তরঃ বদ্ধ অর্থনীতিতে GDP এবং GNP সমান থাকে।
৩৫) কর কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের বিভিন্ন ধরনের ব্যয় নির্বাহের জন্য যখন কোন ব্যক্তি বা
প্রতিষ্ঠান তার আয়ের উপর নির্দিষ্ট হারে বাধ্যতামূলক অর্থ প্রদান করে তখন তাকে
বলা হয় কর।
৩৬) বাণিজ্য চক্র কাকে বলে?
উত্তরঃ সময়ের ব্যবধানে অর্থনৈতিক কার্যকলাপের তথা ব্যবসা বাণিজ্যের যে নিয়মিত
উত্থান ও পতন ঘটে তখন তাকে বলা হয় বাণিজ্য চক্র।
৩৭) আবগারি শুল্ক কাকে বলে?
উত্তরঃ দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর যে শুল্ক আরোপণ করা হয় তাকে বলা হয়
আবগারি শুল্ক।
৩৮) ব্যাংক হার কাকে বলে?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে যে হারে ঋণ দেয় সেই হারকে বলা
হয় ব্যাংক হার।
৩৯) নিকাশ ঘর কাকে বলে?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, যার ফলে একটি
ঘরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক লেনদেন বা দেনা পাওনা সম্পন্ন
করে। এটাকে বলা হয় নিকাশ ঘর।
৪০) অর্থ বা মুদ্রা কাকে বলে?
উত্তরঃ যে বস্তু বিনিময়ের মাধ্যমে চাহিবা মাত্র কোনো পণ্য বা সেবা পাওয়া যায়
এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহক হিসেবে কাজ করে সেটিকে বলা হয় অর্থ বা
মুদ্রা।
৪১) অর্থের প্রচলন গতি বলতে কী বোঝায়?
উত্তরঃ এক একক অর্থ দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার করা হয় তাকে
অর্থের প্রচলন গতি বলে।
৪২) জাতীয় আয় গণনার পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তরঃ জাতীয় আয় গণনার পদ্ধতি হচ্ছে ৩ টি। যেমনঃ
- উৎপাদন পদ্ধতি
- আয় পদ্ধতি
- ব্যয় পদ্ধতি
৪৩) বাজেট কাকে বলে?
উত্তরঃ আয় এবং ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলা হয়।
৪৪) জাতীয় আয় কাকে বলে?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ শ্রম ও মূলধন
ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদন করে তার
বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জাতীয় আয়।
৪৫) মাথাপিছু আয় কাকে বলে?
উত্তরঃ দেশের জাতীয় আয় কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায়
তাকে বলা হয় মাথাপিছু আয়।
৪৬) Laissez Faire নীতির প্রবক্তা কে?
উত্তরঃ Laissez Faire নীতির প্রবক্তা হচ্ছে এডাম স্মিথ।
৪৭) CCI কাকে বলে?
উত্তরঃ CCI হল ভোক্তার মূল্য সূচক যা কতিপয় দ্রব্য ও সেবা ক্রয়ের ব্যয় পরিমাপ
করে। সূচকের দ্বারা দ্রব্য ও সেবা সামগ্রী এর ক্রয়ের ব্যয়ের পরিমান প্রকাশ করাকে
বলা হয় CCI.
৪৮) অপেক্ষক কাকে বলে?
উত্তরঃ দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতা সম্পর্ক যখন গাণিতিক উপায়ে প্রকাশ
করা হয় তখন তাকে বলা হয় অপেক্ষক।
৪৯) ভ্যাট কি?
উত্তরঃ মুল্য সংযোজন কর।
৫০) প্রত্যক্ষ কর কি?
উত্তরঃ করদাতা কর্তৃক সরাসরি প্রদানকৃত কর।
তৃতীয় ৫০টি অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ IMF এর সদর দপ্তর হচ্ছে- ওয়াশিংটন ডিসি।
২) আয়কর কোন ধরনের কর?
উত্তরঃ আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর।
৩) মূলধন ব্যয় কাকে বলে?
চউত্তরঃ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী যে ব্যয় নির্বাহ করে তাকে বলা হয় মূলধন
ব্যয়।
৪) দাম ও যোগানের সম্পর্ক কেমন?
উত্তরঃ দাম ও যোগানের সম্পর্ক সম্মুখীন বা ধনাত্মক।
৫) অর্থনীতিতে উৎপাদন অর্থ কি?
উত্তরঃ অর্থনীতিতে উৎপাদন অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি।
৬) চাহিদা রেখা অনুসারে চাহিদা রেখা উর্দ্ধগামী না নিম্নগামী?
উত্তরঃ চাহিদা রেখা অনুসারে চাহিদা রেখা নিম্নগামী হয়।
৭) দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকলে তাকে কি বলে?
উত্তরঃ একচেটিয়া বাজার।
৮) অর্থের চাহিদার তুলনায় জোগান বৃদ্ধি পেলে কি দেখা দেয়?
উত্তরঃ দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকলে তাকে মুদ্রাস্ফীতি বলে।
৯) অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন?
উত্তরঃ অ্যাডাম স্মিথ স্কটল্যান্ড দেশের অর্থনীতিবিদ ছিলেন।
১০) অর্থনীতি কোন বিজ্ঞানের একটি অন্যতম শাখা?
উত্তরঃ অর্থনীতি সমাজ বিজ্ঞানের একটি অন্যতম শাখা।
১১) অর্থনীতির অনুসারীরা অর্থনীতিকে কি বলে আখ্যায়িত করেছেন?
উত্তরঃ অর্থনীতির অনুসারীরা অর্থনীতিকে Science Of Wealth বলে আখ্যায়িত করেছেন।
১২) নিউ ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ নিউ ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা- আলফ্রেন্ড মার্শাল।
১৩) অর্থনীতিকে প্রথম ধারণা দেন কে?
উত্তরঃ অর্থনীতিকে প্রথম ধারণা দেন- এরিস্টোটল।
১৪) Principles Of Economics কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ Principles Of Economics প্রকাশিত হয় ১৮৯০ সালে।
১৫) আধুনিক মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ আধুনিক মতবাদের প্রবক্তা হচ্ছে- L. Robins।
১৬) উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল কোনটি?
উত্তরঃ উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল হছে- পুঁজি।
১৭) বাংলাদেশের উৎপাদন কৌশল কোনটি?
উত্তরঃ বাংলাদেশের উৎপাদন কৌশল হচ্ছে শ্রম।
১৮) নিরপেক্ষ রেখার অপর নাম কি?
উত্তরঃ নিরপেক্ষ রেখার অপর নাম- সম উপযোগ রেখা।
১৯) সুযোগ ব্যয়ের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ সুযোগ ব্যয়ের ইংরেজি প্রতিশব্দ- Opportunity cost।
২০) Micro শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তরঃ Micro শব্দটি এসেছে Mikros হতে।
২১) Macro শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তরঃ Macro শব্দটি এসেছে Makros হতে।
২২) চাহিদা সুচি কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যেমনঃ
- ব্যক্তিগত চাহিদা সুচি
- বাজার চাহিদা সুচি
২৩) চাহিদা রেখার ডানদিকে নিম্নগামী না উর্ধ্বগামী?
উত্তরঃ চাহিদা রেখার ডানদিকে নিম্নগামী হয়।
২৪) চাহিদা রেখার ডানদিকে নিম্নগামী কেন?
উত্তরঃ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক থাকার কারণে।
২৫) চাহিদা সুচি ও চাহিদা রেখা কি প্রকাশ করে?
উত্তরঃ চাহিদা সুচি ও চাহিদা রেখা চাহিদা বিধি প্রকাশ করে।
২৬) মূল্যের সাথে চাহিদার সম্পর্ক কি?
উত্তরঃ মূল্যের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী হয়।
২৭) বাজার চাহিদা রেখা কখন পরিবর্তন হয় না?
উত্তরঃ যদি মূল্যের পরিবর্তন হয় তাহলে বাজার চাহিদা রেখা পরিবর্তন হয় না।
২৮) স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত?
উত্তরঃ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান- ১ এর বেশি।
২৯) অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত?
উত্তরঃ অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান- ১ এর কম।
৩০) যোগানের সাথে সরাসরি সম্পর্ক কিসের?
উত্তরঃ যোগানের সাথে সরাসরি সম্পর্ক দামের।
৩১) যোগান দাম কাকে বলে?
উত্তরঃ বিক্রেতার যে দামে পণ্য বা দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকে যোগার দাম
বলে।
৩২) যোগান বিধি কাকে বলে?
উত্তরঃ যে বিধির সাহায্যে দ্রব্যের দাম ও জোয়ানের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে
বলা হয় যোগান বিধি।
৩৩) মনোপসনি বাজার কাকে বলা হয়?
উত্তরঃ যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে সে বাজার কে
বলা হয় মনোপসনি বাজার।
৩৪) মনোপলি বাজার কাকে বলে?
উত্তরঃ যে বাজারে ফার্ম কে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয় তাকে মনোপলি
বাজার বলে।
৩৫) শিল্প কাকে বলে?
উত্তরঃ সম জাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে বলে শিল্প।
৩৬) একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কার অবাধে প্রবেশ করার সুযোগ থাকে না?
উত্তরঃ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার অবাধে প্রবেশ করার সুযোগ থাকে না।
৩৭) ডুয়োপলি বাজারে বিক্রেতার সংখ্যা কয়জন থাকে?
উত্তরঃ ডুয়োপলি বাজারে বিক্রেতার সংখ্যা দুইজন থাকে।
৩৮) দাম স্তর থাকে কোন বাজারে?
উত্তরঃ দাম স্তর থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে।
৩৯) ক্রেতা এবং বিক্রেতা এককভাবে দাম কে প্রভাবিত করতে পারেনা কোন বাজারে?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে।
৪০) বাৎসরিক কত টাকা হলে একজন ব্যক্তিকে আয়কর দিতে হয়?
উত্তরঃ সাড়ে তিন লক্ষ টাকার ওপরে।
৪১) ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
৪২) মুদ্রাস্ফীতির কারণ কি?
উত্তরঃ মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস।
৪৩) বাংলাদেশের টাকা ছাপানোর জন্য কোন দেশ থেকে কাগজ আমদানি করা হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড থেকে কাগজ আমদানি করা হয়।
৪৪) বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
৪৫) বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার দেশ- যুক্তরাষ্ট্র।
৪৬) বাংলাদেশের প্রথম নোট চালু হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ৪ মার্চ।
৪৭) কোন দ্রব্যের বিনিময় মূল্য নির্ভর করে কিসের উপর?
উত্তরঃ চাহিদা ও যোগানের উপর।
৪৮) যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকে কোন বাজার বলে?
উত্তরঃ যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকে মনোপলি বাজার বলে।
৪৯) যে বাজারে দুইজন মাত্র ক্রেতা থাকে তাকে কোন বাজার বলে?
উত্তরঃ যে বাজারে দুইজন মাত্র ক্রেতা থাকে তাকে ডুয়োপলি বাজার বলে।
৫০) যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তাকে কি বাজার বলে?
উত্তরঃ একচেটিয়া বাজার বলে।
চতুর্থ ৬৪টি অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্ন
এখন আমি আপনাদের অর্থনীতির ভাইভার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো
একটু কম ইম্পর্টেন্ট। তবুও আপনারা দেখে যাবেন।
১) মোট খাজনা কি?
উত্তরঃ অর্থনৈতিক খাজনা+মজুরি+মুনাফা-মূলধনের সুদ।
২) ভূমি রাজস্ব কোন ধরনের কর?
উত্তরঃ ভূমি রাজস্ব একটি প্রত্যক্ষ কর।
৩) অর্থনীতিতে সুদ কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ অর্থনীতিতে সুদ কে ২ ভাগে ভাগ করা যায়।
৪) শ্রম বিভাগ শ্রমিকদের কি বৃদ্ধিতে সহায়তা করে?
উত্তরঃ শ্রম বিভাগ শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে।
৫) বাতাস অর্থনীতিতে সম্পদ বলে বিবেচিত হয়?
উত্তরঃ না, বাতাস অর্থনীতিতে সম্পদ বলে বিবেচিত হয় না।
৬) অর্থনীতিতে বিলাস দ্রব্য অর্থনৈতিক দ্রব্য বলে বিবেচিত হয়?
উত্তরঃ হ্যাঁ, অর্থনীতিতে বিলাস দ্রব্য অর্থনীতির দ্রব্য বলে বিবেচিত হয়।
৭) পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা।
৮) বিশ্বের কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি?
উত্তরঃ কুয়েতি দিনার।
৯) অর্থনীতিতে খাদ্য সামগ্রী অর্থনৈতিক দ্রব্য হিসেবে বিবেচিত হয়?
উত্তরঃ না, অর্থনীতিতে খাদ্য সামগ্রী অর্থনৈতিক দ্রব্য হিসেবে বিবেচিত হয় না।
১০) পল স্যামুয়েলসন এর মতে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি?
উত্তরঃ তিনটি।
১১) উৎপাদন সম্ভাবনা রেখার অক্ষে কি নির্দেশ করে?
উত্তরঃ উপকরণ পরিমাণ।
১২) কোনটি অর্থনীতিতে উৎপাদনের উপকরণ নয়?
উত্তরঃ খনিজ পদার্থ।
১৩) উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোন বিন্দুতে উৎপাদন সম্ভব?
উত্তরঃ সম্ভব কিন্তু অদক্ষ।
১৪) কোনটি চাহিদার নিয়ামক নয়?
উত্তরঃ চাহিদার নিয়ামক নয়- উৎপাদন খরচ।
১৫) গ্রামীণফোন এবং বাংলা লিংক এর মধ্যে কেমন স্থিতিস্থাপকতা সম্পর্ক?
উত্তরঃ গ্রামীণফোন এবং বাংলা লিংক এর মধ্যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা সম্পর্ক।
১৬) উত্তরাধিকার কর কোন ধরনের কর?
উত্তরঃ উত্তরাধিকার কর হচ্ছে প্রত্যক্ষ কর।
১৭) অর্থের মূল্যের সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক কি?
উত্তরঃ অর্থের মূল্যের সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক ধনাত্মক হয়।
১৮) অর্থ দৃশ্য পরিবর্তন পরিমান করা হয় কিসের মাধ্যমে?
উত্তরঃ ইনডেক্স নাম্বার (Index Number) এর মাধ্যমে।
১৯) ড্যাস ক্যাপিটাল বইটির প্রকাশকাল কত সালে?
উত্তরঃ ড্যাস ক্যাপিটাল বইটির প্রকাশকাল হচ্ছে ১৮৭২ সাল।
২০) সঞ্চয় হতে বিনিয়োগ সৃষ্টি হয় এবং বিনিয়োগ হতে কি সৃষ্টি হয়?
উত্তরঃ বিনিয়োগ হতে মূলধন সৃষ্টি হয়।
২১) অর্থনীতি যোগসূত্র স্থাপন করে কিসের মাধ্যমে?
উত্তরঃ লক্ষ্য এবং উপায় এর মাধ্যমে।
২২) সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূলে কি রয়েছে?
উত্তরঃ দুষ্প্রাপ্যতা ও নির্বাচন।
২৩) অর্থনৈতিক ইতিহাসে প্রথম থেকে স্বীকৃতি পেয়েছে কোনটি?
উত্তরঃ অর্থনৈতিক ইতিহাসে প্রথম থেকে স্বীকৃতি পেয়েছে- সুপ্রাপ্যতা।
২৪) যুক্ত দ্রব্য বলতে কী বোঝায়?
উত্তরঃ যে সকল দ্রব্যের যোগান অসীম এবং যোগান দাম নেই তাকে বলা হয় যুক্ত দ্রব্য।
যেমনঃ বায়ু।
২৫) মানব সমাজের সার্বিক উদ্দেশ্য কি?
উত্তরঃ মানব সমাজের সার্বিক উদ্দেশ্য হলো অভাবপূরন।
২৬) অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা কি?
উত্তরঃ অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে “কি উৎপাদন করা
হবে”।
২৭) অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়?
উত্তরঃ অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ বৃদ্ধি করাকে বোঝায়।
২৮) এক্সচেঞ্জের অর্থ কি?
উত্তরঃ এক্সচেঞ্জের অর্থ- বিনিময়।
২৯) মানবীয় কর্ম প্রচেষ্টার শুরু কোনটি?
উত্তরঃ উৎপাদন।
৩০) মানবীয় কর্ম প্রচেষ্টার শেষ কোনটি?
উত্তরঃ ভোগ।
৩১) কোথায় সমাজতন্ত্রের উত্থান হয়েছিল?
উত্তরঃ সমাজতন্ত্রের উত্থান হয়েছিল রাশিয়াতে।
৩২) কত সালে সমাজতন্ত্রের উত্থান হয়েছিল?
উত্তরঃ ১৮১৭ সালে সমাজতন্ত্রের উত্থান হয়েছিল।
৩৩) কার নেতৃত্বে সমাজতন্ত্রের উত্থান হয়েছিল?
উত্তরঃ লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্রের উত্থান হয়েছিল।
৩৪) সক্রিয় চাহিদা কাকে বলে?
উত্তরঃ চাহিদার তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্ক্ষাকে বলা হয় সক্রিয় চাহিদা।
৩৫) এককের অধিক স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কিরুপ?
উত্তরঃ দাম অংকে ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী।
৩৬) এককের কম স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কিরূপ?
উত্তরঃ ভূমি অংকে ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী।
৩৭) মূল্যস্ফীতি কমানো যায় কিভাবে?
উত্তরঃ রপ্তানি বৃদ্ধি করার মাধ্যমে।
৩৮) সরকারি নোট কাকে বলে?
উত্তরঃ ১ টাকা ২ টাকা এবং ৫ টাকার নোটকে সরকারের নোট বলা হয়।
৩৯) বাংলাদেশের দশমিক মুদ্রা চালু হয় কবে?
উত্তরঃ ১৯৬১ সালে বাংলাদেশের দশমিক মুদ্রা চালু হয়।
৪০) চিনির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা বৃদ্ধি পায় না হ্রাস পায়?
উত্তরঃ হ্রাস পায়।
৪১) অর্থনৈতিক তত্ত্ব কিভাবে বিশ্লেষণ করা হয়?
উত্তরঃ অর্থনৈতিক তত্ত্ব চিত্র দ্বারা।
৪২) প্রাপ্তির দিক দিয়ে দ্রব্য কত প্রকার?
দুই প্রকার। যথাঃ
- অবাধ দ্রব্য,
- অর্থনৈতিক দ্রব্য।
৪৩) আর্থিক আয় কাকে বলে?
উত্তরঃ আমার বিনিময়ে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে বলে আর্থিক আয়।
৪৪) প্রকৃত আয় কাকে বলে?
উত্তরঃ আর্থিক আয়ের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা হয়
তাকে বলা হয় প্রকৃত হয়।
৪৫) অর্থনীতিতে ভোগ বলতে কী বোঝায়?
উত্তরঃ অভাব পূরণের উদ্দেশ্যে ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে
বলা হয় অর্থনীতিতে ভোগ।
৪৬) সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক- ঘনিষ্ঠ।
৪৭) ভোগ ক্রিয়ার ভিত্তিতে বিলাস দ্রব্য কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যেমনঃ
- ক্ষতিকারক বিলাস দ্রব্য,
- ক্ষতিবিহীন বিলাস দ্রব্য।
৪৮) অভাবের বৈশিষ্ট্য কয়টি?
উত্তরঃ অভাবের বৈশিষ্ট্য চারটি। যেমনঃ
- অভাব অসীম
- বিশেষ অভাব সসীম
- অভাব পরস্পর পরিপূরক
- অভাব পরস্পরের বিকল্প
৪৯) আধুনিক অর্থ ব্যবস্থার প্রাণকেন্দ্র কি?
উত্তরঃ আধুনিক অর্থ ব্যবস্থার প্রাণকেন্দ্র হচ্ছে- বাজার।
৫০) সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয় কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ
- স্বল্পকালীন উৎপাদন ব্যয় ও
- দীর্ঘকালীন উৎপাদন ব্যয়।
৫১) (VC)পরিবর্তনীয় ব্যয় কাকে বলে?
উত্তরঃ উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে এর পরিবর্তন হলে তাকে বলা হয়
(VC)পরিবর্তনীয় ব্যয়।
৫২) উৎপাদন শূন্য হলে পরিবর্তন ব্যয় কত হবে?
উত্তরঃ উৎপাদন শূন্য হলে পরিবর্তন ব্যয় শূন্য হবে।
৫৩) স্থির ব্যয় কাকে বলে?
উত্তরঃ উৎপাদনের কাজে স্থির উপকরণের জন্য যে খরচ হয় তাকে বলে স্থির ব্যয়।
৫৪) কোন স্তরের পর উৎপাদন বাড়ানো হলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়
বাড়ে?
উত্তরঃ কাম্য স্তরের পর উৎপাদন বাড়ানো হলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বাড়ে।
৫৫) সময়ের ভিত্তিতে দাম কে কয় ভাগে প্রকাশ করা যায়?
উত্তরঃ তিন ভাগে প্রকাশ করা যায়। যেমনঃ
- বাজার দাম,
- স্বল্পকালীন ভারসাম্য দাম,
- দীর্ঘকালীন ভারসাম্য দাম।
৫৬) স্বাভাবিক দাম কাকে বলে?
উত্তরঃ চাহিদা ও যোগানের দীর্ঘকালীন প্রভাবে যে দাম নির্ধারিত হয় তাকে বলে
স্বাভাবিক দাম।
৫৭) একচেটিয়া কারবারের উদ্দেশ্য কি?
উত্তরঃ একচেটিয়া কারবারের উদ্দেশ্য- অধিক মুনাফা অর্জন।
৫৮) অধিক মুনাফা কখন অর্জন করা সম্ভব?
উত্তরঃ ভারসাম্য উপনীত হলে অধিক মুনাফা কখন অর্জন করা সম্ভব।
৫৯) সমাজতন্ত্রে কিসের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়?
উত্তরঃ যোগান রেখার উপর।
৬০) কোন ধরনের অর্থনীতিতে স্বল্প সময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছানো যায়?
উত্তরঃ সমাজতান্ত্রিক অর্থনীতিতে।
৬১) বাংলাদেশের উৎপাদিত ফসল কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুই ভাগ।
৬২) বাংলাদেশের প্রধান দুটি খাদ্যশস্যের নাম কি?
উত্তরঃ চাউল এবং গম।
৬৩) উৎপাদনের কয়টি খাত রয়েছে?
উত্তরঃ উৎপাদনের তিনটি খাত রয়েছে। যেমনঃ
- প্রাথমিক খাত
- মধ্যবর্তী খাত
- টারশিয়ারী খাত
৬৪) ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তরঃ সরকারের আয় থেকে ব্যয় বেশি হয়ে গেলে তখন তাকে বলা হয় ঘাটতি বাজেট।
পূর্ণরূপসমূহ
অর্থনীতি সাবজেক্ট এর যত গুরুত্বপূর্ণ পূর্ণরূপ রয়েছে সে সমস্ত পূর্ণরূপ গুলো
এখন জেনে নিন।
১) MEC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ MEC এর পূর্ণরূপ হচ্ছে “Marginal Efficiency Of Capital”।
২) NNP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ NNP এর পূর্ণরূপ Net National Product।
৩) BOT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BOT এর পূর্ণরূপ হচ্ছে Balance Of Trade।
৪) BOP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BOP এর পূর্ণরূপ হচ্ছে Balance Of Payment।
৫) GDP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ GDP এর পূর্ণরূপ হচ্ছে Gross Domestic Product।
৬) GNP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ GNP এর পূর্ণরূপ হচ্ছে Gross National Product।
৭) PPC/PPF এর পূর্ণরূপ কি?
উত্তরঃ PPC/PPF এর পূর্ণরূপ হচ্ছে Production Possibility Curve/Frontier।
৮) NAIRU এর পূর্ণরূপ কি?
উত্তরঃ NAIRU এর পূর্ণরূপ হচ্ছে Non-Accelerating Inflation Rate Of
Unemployment।
৯) PPP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ PPPএর পূর্ণরূপ হচ্ছে Public Private Partnership।
অর্থনীতি ভাইভা প্রশ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিন
দেখুন অর্থনীতি সাবজেক্টের প্রশ্নগুলো মনে রাখা আসলেই একটু কঠিন। তাই একবার
দুইবার কিংবা তিনবার পড়ে এই প্রশ্নগুলো মনে রাখা সম্ভব নয়। আপনি যদি নিয়মিত এই
প্রশ্নগুলো রিভিশন দিন তাহলে দেখবেন একসময় এই প্রশ্নগুলো আপনার কাছে আর কঠিন মনে
হবে না।
তাই প্রতিদিন ৫ টা করে পড়ে প্রথমে সবগুলো শেষ করে ফেলুন। এরপর আস্তে আস্তে
রিভিশন দিন। আমি আবারো বলছি রিভিশন দেওয়ার সময় আপনার অনেক কিছুই মনে থাকবে না।
কিন্তু যখন আপনি বারবার রিভিশন দিবেন একটি বিষয়, তখন দেখবেন আস্তে আস্তে আপনার
এই প্রশ্নগুলো আয়ত্বে চলে আসছে।
FAQ
১) অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
উত্তরঃ অর্থনীতিতে চাহিদার শর্ত চারটি।
২) চাহিদা সূচির অপর নাম কী?
উত্তরঃ চাহিদা সূচির অপর নাম হচ্ছে চাহিদা তালিকা।
৩) অর্থনীতির ইংরেজি কি?
উত্তরঃ অর্থনীতির ইংরেজি হচ্ছে ইকোনমিক্স।
৪) বাংলাদেশের অর্থনীতির জনক কে?
উত্তরঃ বাংলাদেশের অর্থনীতির জনক হচ্ছে- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ
মুহাম্মদ ইউনুস।
৫) অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার?
উত্তরঃ অর্থনৈতিক ব্যবস্থা সর্বমোট চার প্রকার। যেমনঃ ধনতান্ত্রিক বা
পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামি। (সুত্রঃ উইকিপিডিয়া)
৬) অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
উত্তরঃ অর্থনৈতিক সমস্যা একটি কারণের উপর ভিত্তি করে হয় না। অর্থনৈতিক সমস্যা
সৃষ্টি হওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। যেমন অর্থনীতি বই এর তথ্য মতে-
সীমিত উৎপাদন, সসীম অভাব, সীমিত সম্পদ ইত্যাদি কারণে অর্থনৈতিক সমস্যা হতে
পারে।
৭) অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে ছিলেন?
উত্তরঃ অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী হলেন- এলিনর অস্ট্রম।
৮) অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কি?
উত্তরঃ অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ সম্পদের অভাব।
৯) অর্থনীতিতে প্রথম নোবেল পান কে?
উত্তরঃ অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পেয়েছিলেন দুইজন। তাদের নাম হচ্ছে- রাগনার
ফ্রেশ ও জ্যান টিনবার্গেন।
১০) অর্থনীতি দুর্বল হওয়ার কারণ কি?
উত্তরঃ অর্থনীতির দুর্বল হওয়ার মূল কারণ হচ্ছে বিশ্ব রাজনৈতিক ও স্থিতিশীলতা।
অর্থনীতির দুর্বল হওয়ার দ্বিতীয় মূল কারণ হচ্ছে বেকারত্ব ও শিক্ষার অভাব।
শেষ মন্তব্য
আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অর্থনীতি সম্পর্কিত ভাইভা প্রশ্নগুলো কেমন
হয়ে থাকে। অর্থনীতির প্রশ্নগুলো মুখস্থ করা একটু কঠিন কারণ এর ভাষাগুলো বোঝা
একটু দুঃসাধ্য। এজন্য আপনাকে এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং
নিজের মত করে বলতে হবে। তাহলে দেখবেন আপনার এই সমস্ত প্রশ্নগুলো সহজেই মনে থেকে
যাবে।