যেকোনো প্যারাগ্রাফ লেখার নিয়ম | Paragraph Good Side Bad Side

যেকোনো প্যারাগ্রাফ লেখার নিয়ম আপনারা এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন। আপনারা আজকে এই ব্লগ পোষ্ট থেকে এমন এমন সব প্যারাগ্রাফ লেখার টেকনিক গুলো পেয়ে যাবেন, যে টেকনিকগুলো আপনি শিখতে পারলে শত-শত হাজার-হাজার প্যারাগ্রাফ লিখতে পারবেন।
যেকোনো-প্যারাগ্রাফ-লেখার-নিয়ম
একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় তার বিস্তারিত টেকনিক আপনারা খুব সহজভাবে যদি পেতে চান তাহলে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি আপনাদের আজকের এই আর্টিকেল থেকে অনেক উপকার হবে।

সূচিপত্রঃ যেকোনো প্যারাগ্রাফ লেখার নিয়ম | Paragraph Good Side Bad Side

এই আর্টিকেল থেকে আপনি যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

যেকোনো প্যারাগ্রাফ লেখার নিয়ম

আপনারা এই আর্টিকেল থেকে শুধু Paragraph Good Side Bad Side পাবেন বিষয়টি এমন নয়। আমি এখানে প্যারাগ্রাফ লেখার গুড সাইড ব্যাড সাইড ছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম, পারসন এবং বিভিন্ন ধরনের Day ভিত্তিক প্যারাগ্রাফ কিভাবে লিখতে পারবেন সেই টেকনিক শিখিয়ে দিব। আপনারা এখানে টোটাল ৫টা প্যারাগ্রাফ লেখার টেকনিক পাবেন। 


এই ৫টা টেকনিক থেকে আপনারা সব ধরনের প্যারাগ্রাফ নিজের মত করে লিখতে পারবেন ইনশাল্লাহ। যারা ইংরেজিতে দুর্বল এবং ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন না তারা আমার এই আর্টিকেলের প্যারাগ্রাফ লেখার নিয়ম খুব মনোযোগ দিয়ে দেখুন। তারপর দেখা হয়ে গেলে সব প্যারাগ্রাফ লেখার টেকনিকগুলো আপনার খাতায় নোট করে রেখে দিন।

যেকোনো ধরনের Problem প্যারাগ্রাফ লেখার নিয়মঃ
যেমনঃ
  • Air Pollution
  • Hortal Day
  • Violence
  • Load Shedding
  • Traffic jam
  • Environment Pollution
  • Women & Child Torture
  • Sound Pollution
  • Orice Hike
  • Child Labour
  • Road Accident
  • Terrorism
  • Arsenic Problem
  • Black Market
  • Un-Adult Marriage
  • Dowry System
  • Deforstation
  • Literacy
  • Street Accident etc.
*** is nowadays a dangerous and harmful problem. It is one of the greatest problems not only in our country but also in the countries lying in the third world. *** causes social unrest and throws the peaceful society down to the dust. *** is going out of control day by day creeting other problems too. We cannot think of a happy and carefree life for it. 

We lose progress with it. The people have to suffer a lot. It seems that the problem of *** is going unchecked. It is, as if, an epidemic which is spreading rapidly. It is no doubt causing untold suffering for us. 

It may be mentioned that the issue of email has become more pressing in recent times than ever before. Though the problem was identified long ago, it still prevails dominantly in rural areas. If *** goes on at such an alarming rate, Our country is sure to face an irreparable loss in the near future. While the modern world is advancing day by day, *** is leading us to a disaster. 

Though the government is trying to solve the problem of ***, the proper solution lies in raising public awareness and working together with the common people. If this cannot be done our dream of living a healthy, happy and prosperous life will be nipped in the bud.

(* চিহ্নের জায়গায় প্যারাগ্রাফের নাম বসিয়ে দিন)।

দেখুন এই ধরনের প্যারাগ্রাফগুলো যেহেতু একটি থেকে অনেকগুলো লেখা যায়, সেহেতু এই প্যারাগ্রাফ গুলো ছোট লিখলে মার্ক কম পাওয়া যাবে। তাই আমি একটু বড় করে লিখে দিলাম যেন আপনারা কমপক্ষে ৭ মার্ক তুলতে পারেন।


যেকোনো ধরনের Person প্যারাগ্রাফ লেখার নিয়মঃ
যেমনঃ
  • A Day Labour
  • Farmer
  • Teacher 
  • Doctore
  • Fisherman
  • Hawker
  • Begger
  • Player
  • Singer
  • Poet etc.
We live in Bangladesh. Bangladesh is a very small and popular country. Various types of people live here. The standard of living of the people is not the same. Most of them are illiterate and deprived of modern facilities. Such as doctor, teacher, fisherman, poet, singer, player, bigger, hawker, farmer etc. ***** is one of them. ***** is a common figure too. ***** lives from hand to mouth. ***** is also an important person. ***** is an educated / Uneducated person. 

His / Her truthfulness and honesty is unthinkable. He / She is a busy person.There is a high of went in his face. ***** leads a very miserable life. ***** can hardly fulfil the needs of his family members. ***** has to remind half fed due to wanting our scarcity. However ***** does not complain about his need to anybody. This life is meant for the struggle of existence. so we have a soft feeling for him.

যেকোনো ধরনের Day প্যারাগ্রাফ লেখার নিয়মঃ
যেমনঃ
  • The 21st February
  • International Mother Language Day
  • The Shaheed Day
  • Victory Day
  • The Independence Day
The *** is a memorable day in our national life. Every year on this very day,  men and women with their children come to the martyr’s monument and the rituals are performed to commemorate those who laid down their valuable lives in 1952 / 1971. The day is observed in a befitting manner home and abroad. The national flag is hoisted in all important office buildings, institutions and shops. 

As it is an important day of Bangladesh,  various kinds of indoor and outdoor games and sports,  such as football, volleyball, badminton, cricket and so on are held in different places of Bangladesh to celebrate this day. All important places are well decorated because this is the most tragic happening in the history of Bangladesh. We are proud of our *****. Really, the memories of this day will remain ever fresh and evergreen in our mind.


শব্দার্থ: Ritual = প্রথাগত অনুষ্ঠান, Hoisted = উত্তোলন করা, Celebrate = উদযাপন করা, Commemorate = কাউকে অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা।

Paragraph Good Side Bad Side

এখন আমরা এখানে প্যারাগ্রাফের গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই শিখে নিব, তাহলেই আমাদের সকল ধরনের প্যারাগ্রাফ লেখার টেকনিক শেখা হয়ে যাবে।
Paragraph-Good-Side-Bad-Side

Paragraph Good Side:
যেমনঃ
  • Learning English - ইংরেজি শেখা।
  • Good Character - উত্তম চরিত্র।
  • Faithfulness - বিশ্বস্ততা।
  • Dutifulness  - কর্তব্য পরায়ন।
  • Well-behavior - ভালো ব্যবহার।
  • Physical exercise - শারীরিক ব্যায়াম।
  • Patience - ধৈর্য।
  • Respect - সম্মান।
  • Struggle - সংগ্রাম।
  • Integrity - উত্তম।
  • Common-sense - সাধারণ জ্ঞান।
  • Gain knowledge - অর্জন।
  • Unity - একথা।
  • Sacrifice - ত্যাগ।
  • Punctuality - নিয়মানুবর্তিতা।
  • Cleanliness - পরিচ্ছন্নতা।
  • Discipline - শৃঙ্খলা।
  • Maintain value of time - সময়ের মূল্য।
  • Education - শিক্ষা।
  • Labour - পরিশ্রম।
  • Politeness - ভদ্রতা।
  • Kindness - দয়া।
  • Honesty - সততা।
  • Patriotism - দেশপ্রেম।
  • Dignity of Labour - শ্রমের মর্যাদা।
  • Industry - শ্রম।
  • self-reliance - আত্মনির্ভরশীলতা।
  • Ambition - আকাঙ্ক্ষা বা লক্ষ।
  • Maintain daily routine - প্রতিদিনের রুটিন মেনে চলা
  • Courtesy - সৌজন্যতা।
  • Truthfulness - সত্যবাদিতা।
  • Friendship - বন্ধুত্ব।
  • Maintain good health - ভালো সুস্বাস্থ্য বজায় রাখা।
  • Charity - দান।
  • Modesty - আদর্শ।
  • Co-operation - সহযোগিতা।
  • Obedience - আনুগত্য।
  • Confidence - আত্মবিশ্বাস।
  • Perseverance - অধ্যবসায়।
  • Duties to superiors - বড়দের প্রতি কর্তব্য।
  • Self-employment - আত্মকর্মসংস্থান।
  • Moral courage - মনোবল।
  • Maintain culture - সংস্কৃতি মেনে চলা।
  • Contentment - স্পৃহা।
  • Tolerance - সহনশীলতা।
  • Amusement -হালকা আমোদ প্রমোদ।
  • Favouritism and equity - সাম্যতা।
  • Hospitality - অতিথিতা।
  • Painstaking - কষ্ট সহিষ্ণুতা।
  • Self-criticism - আত্ম সমালোচনা।
  • Early-rising - সকাল সকাল ঘুম থেকে ওঠা।
  • Good manners - সু-আচরণ।
  • Genius -প্রতিভা।
  • Honest intention - সদিচ্ছা।
  • Morning walk - প্রাত ভ্রমণ, ইত্যাদি।
Success in life depends on the best use of “X”. “X” is the most valuable and powerful way to get success in life. Man is a social being. In society he cannot do whatever he likes. He has to abide by some rules and regulations. Without “X” there is no peace in his family or society. “X” is the most valuable step in our lives. It is the way to success in life. The man, abides by this great virtue, achieves a great respect in his life. 

It is nothing but it has a great demand to prepare one’s life. It is preferable to wealth. One may have much mental wealth but he is hated in the absence of “X”. Without this noble virtue man becomes unhappy and helpless. If we do not make the right use of “X” we Suffer to repent when it is too late and we will suffer in our day to day life. We should try our best to abide by the rules of this virtue.

Paragraph Bad Side:
যেমনঃ
  • Acid throwing - এসিড নিক্ষেপ।
  • Drug addiction -  মাদকাশক্তি।
  • Campus violence -  ক্যাম্পাসের সন্ত্রাস।
  • Rape -  ধর্ষণ।
  • Child torture -  শিশু নির্যাতন।
  • Dacoity -  ডাকাতি।
  • Beriberi/Bribe -  ঘুষ।
  • Terrorism -  সন্ত্রাসবাদ।
  • Gambling -  জুয়া।
  • Coping in the examination - পরীক্ষায় নকল।
  • Smoking / Danger of smoking -  ধূমপান, ইত্যাদি।
“X” is a common phenomenon in towns and villages. “X” is a dangerous thing for our life. We cannot lead a peaceful and normal life without problems. Almost everyday we see the news of “X” in the daily newspaper.  Everybody realizes that it is a serious social problem. But it is getting out of control day by day.  All over the world in big cities, “X” has turned into an acute problem. But it is surprisingly too much in poor countries like Bangladesh. 

It is certain that one of the main causes of “X” is the negligence of some people. There are also other major factors which are responsible for “X” in our country. It not only loses life but also progresses.  it demolishes peace in moral life. In our country,  everybody feels the problem but nobody takes proper steps to remove the bad effects of it. We should realise that it spoils the peace in life. It ruins the standard of socialism. The problem should be solved shortly if you want to survive and prosper.

যেকোনো প্যারাগ্রাফ লেখার টেকনিক সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা

যে কোন প্যারাগ্রাফ লেখার নিয়ম গুলো সাধারণত দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য স্যারেরা তৈরি করে থাকে। তাই প্রথমে ইম্পরট্যান্ট কিছু প্যারাগ্রাফ যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো মুখস্ত করে নিবেন। তারপরে এই প্যারাগ্রাফ গুলো মুখস্ত করবেন কারণ এই প্যারাগ্রাফ থেকে আপনি পাঁচ থেকে ছয় মার্কস এর বেশি তুলতে পারবেন না।
প্যারাগ্রাফ-লেখার-টেকনিক
এই প্যারাগ্রাফ গুলো শুধুমাত্র কমন না পেলে তারপর লিখতে হয়। তাছাড়া যারা ইংরেজিতে একদমই ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে পারেন না তাদের জন্য এই প্যারাগ্রাফগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার খাতায় কিছু না লিখে আসার চাইতে আপনি যদি এই প্যারাগ্রাফগুলো লিখেন তাহলে আপনি পাঁচ থেকে ছয় মার্ক অথবা সাত মার্ক পেতে পারেন। একদম জিরো পাওয়ার চেয়ে ৫ থেকে ৬ মার্ক পাওয়া অনেক ভালো।

অর্থাৎ আপনি ইংরেজিতে ফেল হওয়ার হাত থেকে বেঁচে যাবেন। আপনি যদি শুধুমাত্র পাশ করার কথা চিন্তা করেন তাহলে এই ধরনের টিপস এবং ট্রিক্সস গুলো আপনার সহায়ক হবে। আশা করছি বুঝতে পেরেছেন এ প্যারাগ্রাফগুলো কাদের জন্য।

FAQ

১) যেকোনো প্যারাগ্রাফ লেখার নিয়ম কী?
উত্তরঃ যেকোনো প্যারাগ্রাফ লেখার সঠিক নিয়ম শিখতে আপনি এই আর্টিকেল থেকে বেশ কিছু কার্যকর টেকনিক পেতে পারেন। আপনি প্যারাগ্রাফের গুড সাইড এবং ব্যাড সাইড, বিভিন্ন সমস্যা, ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ দিন ভিত্তিক প্যারাগ্রাফ লিখার কৌশল শিখতে পারবেন। এগুলো শিখলে আপনি একাধিক প্যারাগ্রাফ তৈরি করতে পারবেন নিজে নিজেই যা আপনাকে পরীক্ষায় ভালো মার্কস পেতে সহায়তা করবে।

২) প্যারাগ্রাফ অর্থ কি?
উত্তরঃ প্যারাগ্রাফ অর্থ হচ্ছে- অনুচ্ছেদ।

৩) প্যারাগ্রাফের গুড সাইড ও ব্যাড সাইড কীভাবে লিখতে হয়?
উত্তরঃ প্যারাগ্রাফ এর গুড সাইড ও ব্যাড সাইড শেখার জন্য এই আর্টিকেলটি আপনাকে অনেক সহায়তা করবে। প্যারাগ্রাফ এর গুড সাইড ও ব্যাড সাইড লেখার যে সমস্ত টেকনিকগুলো রয়েছে তা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্যারাগ্রাফ এর গুড সাইড ও ব্যাড সাইড কিভাবে লিখবেন তা সংক্ষেপে বলা সম্ভব নয় তাই বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে।

৪) অনুচ্ছেদ ইংরেজি কি?
উত্তরঃ ইংরেজিতে অনুচ্ছেদ বলতে প্যারাগ্রাফ কে বোঝায় যেখানে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাষায় বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

৫) বডি প্যারাগ্রাফের কয়টি অংশ রয়েছে?
উত্তরঃ বডি প্যারাগ্রাফ এর চারটি অংশ রয়েছে। যেমনঃ বিষয় বাক্য, বিস্তারিত বাক্য, সমর্থনকারী বাক্য এবং সমাপ্তি বাক্য।

৬) অনুচ্ছেদ কিভাবে লিখতে হয়?
উত্তরঃ অনুচ্ছেদ লেখার জন্য আপনাকে সর্বপ্রথম একটি নির্দিষ্ট ফরমেট জানতে হবে, যা আমি এই আর্টিকেলে আলোচনা করেছি। এরপর Tense এবং ভোকাবাড়িতে ভালো হলেই আপনি সহজেই অনুচ্ছেদ লিখতে পারবেন।

শেষ মন্তব্য

আমি এখানে টোটাল পাঁচটি প্যারাগ্রাফ আপনাদের দিয়েছি। আপনি যদি শুধুমাত্র এই পাঁচটি প্যারাগ্রাফ মুখস্ত করেন তাহলে আপনি পরীক্ষার রুমে শতশত প্যারাগ্রাফ নিজেই লিখতে পারবেন। আবার আপনারা যদি প্যারাগ্রাফ কমন না পান তাহলেও আপনাদের এই প্যারাগ্রাফ গুলো অনেক হেল্প করবে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url