সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্ন | সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রস্তুতি
সমাজকর্ম
সম্পর্কিত ভাইভা প্রশ্ন আজকে আপনারা এই আর্টিকেল থেকে খুব সহজ ভাষায় পেয়ে
যাবেন। আপনারা অনেকেই সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং সমাজকর্ম
সম্পর্কিত ভাইভা প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যদি
আমার এই আর্টিকেলের সমাজকর্ম সাবজেক্টের ভাইভা প্রশ্ন গুলো পড়ে যান তাহলে
ইনশাল্লাহ কমন পাবেন।

বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা যেমন: বিসিএস, প্রাইমারি ইত্যাদি
পরীক্ষাগুলোতে আপনার সমাজকর্ম সাবজেক্ট থেকে অবশ্যই পাঁচ থেকে দশটি প্রশ্ন
করবে। আপনি যদি আপনার সাবজেক্টের প্রশ্নের উত্তর গুলো না পারেন তাহলে আপনি
ভাইভাতে খারাপ করবেন।
সূচিপত্রঃ সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্ন | সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রস্তুতি
এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
প্রথম ৫০টি সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্ন
ভাইভার প্রস্তুতি নেওয়ার জন্য সম্পূর্ণ বই পড়ে মনে রাখা সম্ভব নয় এজন্য সমাজকর্ম বই থেকে গুরুত্বপূর্ণ বেসিক সংক্ষিপ্ত প্রশ্ন গুলো পড়তে হবে। এই প্রশ্নগুলো আপনাদের আর নোট করার প্রয়োজন নেয়, কারণ আমি আপনাদের বইয়ের যে সমস্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তা এখন নোট আকারে শেয়ার করব।
আপনাদের যদি ভাইভার প্রস্তুতির জন্য পূর্বেই সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্নগুলো নোট করা থাকে তাহলেও আপনাদের আমার এই আর্টিকেলের প্রশ্নগুলোর প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনার তৈরি করা নোটের সাথে আমার এখানকার প্রশ্নগুলো সংযুক্ত করে নিন। কারণ এখানে মোস্ট ইম্পরট্যান্ট প্রশ্নগুলো দেয়া হয়েছে। এগুলো সমাজকর্ম বিভাগের স্টুডেন্টদের ভাইভা বোর্ড ধরে থাকে।
সমাজকর্ম সাবজেক্টের ভাইভা প্রশ্নগুলো একবার পড়লে বা দুই বার পড়লে মনে থাকবে না
তাই আপনাকে বারবার এই প্রশ্নগুলো রিভিশন দিতে হবে। মনে রাখবেন সমাজকর্ম সম্পর্কিত
ভাইভা প্রস্তুতি ভালোভাবে নিতে হলে আপনাকে অবশ্যই কৌশলগতভাবে পড়াশোনা করতে হবে।
তাই সম্পূর্ণ বই থেকে প্রশ্ন পড়ে আপনার মনে থাকবে না। ঠিক এজন্যই আপনাকে
কৌশলগতভাবে অন্যান্যদের চেয়ে ভাইভা পরীক্ষায় এগিয়ে যাওয়ার জন্য বাছাই করে
পড়তে হবে।
নিম্নে সমাজকর্ম সম্পর্কিত ভাইবা প্রশ্নগুলো নিচে দেওয়া হলঃ
১) সমাজকর্ম কি বা কাকে বলে?
উত্তরঃ সমাজ কল্যাণের বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে
তাকে বলা হয় সমাজকর্ম।
অথবা, সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা, যা কতগুলো পদ্ধতির মাধ্যমে
ব্যক্তি দল ও সমষ্টির সমস্যার সমাধান করে।
ডব্লিউ এ ফ্রিড ল্যান্ডারের মতে- সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক
সম্পর্ক বিষয়ক এমন এক পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং
স্বাধীনতা লাভে কোন ব্যক্তিকে একক অথবা দলীয় ভাবে সাহায্য করে।
২) সমাজকর্মের উদ্ভব কোথায় হয়েছিল?
উত্তরঃ সমাজকর্মের উদ্ভব হয়েছিল যুক্তরাষ্ট্রে।
৩) সমাজকর্মের জনক কে?
উত্তরঃ সমাজকর্মের জনক বলা হয় জেন অ্যাডামস (Jene Adams) কে।
৪) প্রথম আমেরিকান নারী হিসেবে ১৯৩১ সালে কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল?
উত্তরঃ প্রথম আমেরিকান নারী হিসেবেও ১৯৩১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল
জেন অ্যাডামস (Jene Adams)।
৫) সমাজকর্ম শিক্ষার জনক কে?
উত্তরঃ সমাজকর্ম শিক্ষার জনক হচ্ছে এনা এল. ডয়েস।
৬) সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা এবং পেশা হিসেবে আখ্যায়িত করেছেন কি?
উত্তরঃ সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা এবং পেশা হিসেবে আখ্যায়িত করেছেন রেক্স এ.
স্কিডমোর এবং মিল্টন জি. থ্যাকারি।
৭) পেশাদার সমাজকর্মের উদ্ভব ঘটে কখন?
উত্তরঃ পেশাদার সমাজকর্মের উদ্ভব ঘটেছিল শিল্প বিপ্লবের পরে।
৮) জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছে?
উত্তরঃ জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের তিনটি বৈশিষ্ট্য নির্ধারণ করেছে।
৯) কত সালে জাতিসংঘ সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছিল?
উত্তরঃ ১৯৮১ সালে জাতিসংঘ সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করেছিল।
১০) পদ্ধতি কি বা কাকে বলে?
উত্তরঃ সুশৃংখলভাবে কোন কাজ সম্পাদনের প্রক্রিয়াকে বলা হয় পদ্ধতি।
১১) পেশাদার সমাজকর্মী বলতে কাদের বোঝানো হয়?
উত্তরঃ সমাজকর্মের জ্ঞান, পদ্ধতি কৌশল এবং মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করে যারা
সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সেবা প্রদান করে তারাই পেশাদার সমাসকর্মী।
১২) সমাজকর্ম কি ধরনের পেশা?
উত্তরঃ সমাজকর্ম হলো সহায়তাকারী ও সক্ষমকারী পেশা।
১৩) সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তরঃ সমাজকর্মের পদ্ধতি দুইটি। যেমনঃ
- মৌলিক পদ্ধতি এবং
- সহায়ক পদ্ধতি।
১৪) সমাজকর্মের মৌলিক পদ্ধতি কত প্রকার ও কি কি?
উত্তরঃ সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকার। যেমনঃ
- ব্যক্তি সমাজকর্ম
- দল সমাজকর্ম এবং
- সমষ্টি সমাজকর্ম
১৫) সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তরঃ সমাজ কর্মের সহায়ক পদ্ধতি তিনটি। যেমনঃ
- সামাজিক গবেষণা
- সামাজিক কার্যক্রম এবং
- সমাজকল্যাণ প্রশাসন।
১৬) ব্যক্তি সমাজকর্মের ইংরেজি কি?
উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের ইংরেজি- Social Case Work।
১৭) ব্যক্তি সমাজকর্মের উপাদান কি কি?
উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি, যেটাকে সংক্ষেপে বলা হয় 5p।
- Person
- Problem
- Place
- Professional representative
- Process
১৮) ব্যক্তি সমাজকর্মের 5p সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের 5p সংজ্ঞাটি দিয়েছেন এইচ এইচ পার্লম্যান।
১৯) এইচ এইচ পার্লম্যান এর 5p সংজ্ঞাটি কি?
উত্তরঃ এইচ এইচ পার্লম্যান এর 5p সংজ্ঞাটি হচ্ছে- Person with a problem comes
to a place where a professional representative helps him by a given
process।
২০) ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির জনক কে?
উত্তরঃ ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির জনক Mary Richmond।
২১) Mary Richmond এর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তরঃ Mary Richmond এর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম Social Diagnosis।
২২) Social Diagnosis এই বইটি কত সালে লেখা হয়েছে বা প্রকাশিত হয়েছে?
উত্তরঃ ১৯১৭ সালে Social Diagnosis এই বইটি লেখা হয়েছে বা প্রকাশিত হয়েছে।
২৩) দল সমাজকর্মের ইংরেজি কি?
উত্তরঃ দল সমাজকর্মের ইংরেজি- Social Group Work।
২৪) সমষ্টি সমাজকর্মের ইংরেজি কি?
উত্তরঃ সমষ্টি সমাজকর্মের ইংরেজি- Community Social Work।
২৫) সামাজিক কার্যক্রমের ইংরেজি কি?
উত্তরঃ সামাজিক কার্যক্রমের ইংরেজি- Social Action।
২৬) সামাজিক গবেষণার ইংরেজি কি?
উত্তরঃ সামাজিক গবেষণার ইংরেজি- Social Recharge।
২৭) সমাজকল্যাণ প্রশাসন এর ইংরেজি কি?
উত্তরঃ সমাজকল্যাণ প্রশাসন এর ইংরেজি- Social Work Administration।
২৮) সমাজকর্মের বৈশিষ্ট্য গুলো কি কি?
উত্তরঃ সমাজকর্মের বৈশিষ্ট্য গুলো হচ্ছে-
- সমস্যা সমাধান, মোকাবিলা ও উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি করন
- জনগণকে সম্পদ, সেবা ও সুবিধার সাথে সম্পৃক্তকরণ
- কার্যকরী, সেবা ও মানব সম্পদের উন্নয়ন
- সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন
২৯) সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য গুলো কি কি?
উত্তরঃ সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য গুলো হচ্ছে-
- সামাজিক কুসংস্কার দূরীকরণ
- প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা
- জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা
- মানব সম্পদের উন্নয়ন
- জাতীয় উন্নয়ন
- পারস্পারিক সম্পর্কের উন্নয়ন
- সমস্যার বৈজ্ঞানিক সমাধান
- ব্যক্তিত্বের বিকাশ
- ব্যক্তি স্বাধীনতা অর্জন
- দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন।
৩০) সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তরঃ সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান।
৩১) সমাজকর্ম কিভাবে ব্যবহারিক বিজ্ঞান হয়?
উত্তরঃ আধুনিক জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে মানুষের বিভিন্নমুখী সমস্যা
সমাধানের প্রচেষ্টাগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে যুগোপযোগী করে তোলার নিরলস
প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে সমাজকর্ম।
৩২) সমাজকর্ম শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তরঃ সমাজকর্ম শিক্ষা হল আনুষ্ঠানিক প্রশিক্ষণ ও পরবর্তী অভিজ্ঞতা যা
সমাজকর্মীকে তাদের পেশাগত ভূমিকা পালনে প্রস্তুত করে তোলে।
৩৩) সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয় কেন?
উত্তরঃ সমাজকর্ম মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে করে তারা নিজেরাই নিজেদের
সাহায্য করতে পারে, ঠিক এজন্যই সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয়।
৩৪) দরিদ্র আইন বলতে কী বোঝায়?
উত্তরঃ দরিদ্র দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি রোধকল্পে চতুর্দশ শতাব্দী থেকে বিংশ
শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সেগুলোকে বলা
হয় দরিদ্র আইন।
৩৫) দরিদ্র আইনের ভিত্তি ভূমি কোথায়?
উত্তরঃ দরিদ্র আইনের ভিত্তি ভূমি ইংল্যান্ডে।
৩৬) কল্যাণ রাষ্ট্রের জনক কে?
উত্তরঃ কল্যাণ রাষ্ট্রের জনক হচ্ছে- স্যার উইলিয়াম বিভারিজ।
৩৭) বিভারিজ রিপোর্ট কি?
উত্তরঃ বিভারিজ রিপোর্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটি
প্রতিবেদন।
৩৮) বিভারিজ রিপোর্ট ব্যাখ্যা করে বলুন?
উত্তরঃ বিভারিজ রিপোর্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটি
প্রতিবেদন। এটি শুধু ইংল্যান্ডের জন্য নয় বরং সমগ্র বিশ্বের সামাজিক নিরাপত্তা
কর্মসূচি প্রণয়নে এক গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচিত।
৩৯) পঞ্চ দৈত্য কি এবং এই সম্পর্কে ব্যাখ্যা করুন?
উত্তরঃ বিভারেজ রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পঞ্চ দৈত্য (5 Giant)।
৪০) পঞ্চ দৈত্য সম্পর্কে ব্যাখ্যা করুন?
উত্তরঃ মানব সমাজের অগ্রগতির প্রধান অন্তরায় ও প্রতিবন্ধকতা হিসেবে অভাব, রোগ,
অজ্ঞতা, অলসতা, মৌলিনতাকে বিভারিজ রিপোর্টে দেখানো হয়েছে।মানব সমাজের অগ্রগতিতে
এই পাঁচটি অস্বাভাবিক অবস্থার নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে এগুলোকে পঞ্চ
দৈত্য হিসেবে আখ্যায়িত করা হয়।
৪১) সক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?
উত্তরঃ সবল ও কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বা Sturdy Beggars বলা হয়।
৪২) পেশা কাকে বলে?
উত্তরঃ পেশা হচ্ছে কোন ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ, পরবর্তী জীবন
জীবিকা নির্বাহের জন্য চাকরি বা অন্য কোন বৃত্তি বিশেষ। এর মাধ্যমে তারা অর্থ
উপার্জন করে বা জীবিকা নির্বাহ করে।
৪৩) পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ পেশা ও বৃত্তির অন্যতম প্রধান সম্পর্ক হল সেবা প্রদান করা। একজন পেশাজীবী
যেমন মানুষকে সেবা দিয়ে থাকে, তেমনি একজন বৃত্তিধারী ব্যক্তিও মানুষকে সেবা
দিয়ে থাকে। এজন্য পেশা ও বৃত্তি উভয়েই সেবা কার্য হিসেবে সম্পর্কিত।
৪৪) পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ মানুষ তার জীবনধরণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকে
বৃত্তি বলা হয়।
অন্যদিকে বুদ্ধিবৃত্তির প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন করায় পেশার মূল দিক।
মূলত সব পেশাবৃত্তি হলেও, সব বৃত্তি পেশা নয়। পেশার জন্য নির্দিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং উচ্চমানের দক্ষতা অর্জন করতে হয়। কিন্তু বৃত্তির জন্য তা করতে হয় না।
৪৫) সমাজকর্ম কেন প্রয়োজন?
উত্তরঃ
- সমাজ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সমাজকর্ম অবশ্যই প্রয়োজন।
- সমাজের অসহায় ও গরিব লোকদের সাহায্য করার জন্য সমাজকর্ম প্রয়োজন।
- একটি দেশকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য সমাজকর্ম প্রয়োজন।
- সমাজের সকলেই যাতে স্বাবলম্বী হতে পারে এজন্য সমাজকর্ম প্রয়োজন।
৪৬) বেগম রোকেয়াকে চেঞ্জ অফ এজেন্ট (Change of agent) কেন বলা হয়?
উত্তরঃ পরিকল্পিত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের ইতিবাচক
পরিবর্তন সাধন করার জন্য বেগম রোকেয়াকে চেঞ্জ অফ এজেন্ট (Change of agent) বলা
হয়।
৪৭) নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন দূরীকরণ এর জন্য গৃহীত পদক্ষেপ গুলো কি
কি?
উত্তরঃ নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন দূরীকরণ এর জন্য গৃহীত পদক্ষেপ গুলো
হচ্ছে-
- জাতীয় নারী নীতি গ্রহণ করা হয়েছে।
- নারী নির্যাতন সম্পর্কিত প্রচলিত আইন সংশোধন করে যুগপযোগী করা হয়েছে।
- নতুন আইন প্রণয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।
- দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন এবং পাচার সম্পর্কীয় বিচার নিষ্পত্তি নিশ্চিত করা হয়েছে।
- বিচার বিভাগ ও পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
৪৮) সমাজকর্ম মূল্যবোধ নিরপেক্ষ নয় কেন?
উত্তরঃ স্বীকৃত পেশাবলের জন্য সমাজকর্ম মূল্যবোধ নিরপেক্ষ নয়।
৪৯) বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায় কত সালে?
উত্তরঃ বাংলাদেশে ১৯৫৫ সালে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায়।
৫০) সমাজকর্মের গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তরঃ সমাজকর্মের গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে ডব্লিউ এ ফ্রিড ল্যান্ডার (W A
Friedlander)।
তার মতে- সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক এমন এক পেশাদার
সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোন ব্যক্তিকে
একক অথবা দলীয় ভাবে সাহায্য করে।
দ্বিতীয় ৫০টি সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) Introduction to social welfare এই গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ Introduction to social welfare এই গ্রন্থের রচয়িতা ডব্লিউ এ ফ্রিড
ল্যান্ডার (W A Friedlander)।
২) Introduction to social এই গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ডব্লিউ এ ফ্রিড ল্যান্ডার (W A Friedlander)।
৩) কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
উত্তরঃ ইংল্যান্ডকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়।
৪) সমাজকর্মের উদ্ভব কোথায়?
উত্তরঃ সমাজকর্মের উদ্ভব ইংল্যান্ডে।
৫) কত সালে আমেরিকায় মহামন্দা হয়েছিল?
উত্তরঃ ১৮২৯ সালে আমেরিকায় মহামন্দা হয়েছিল।
৬) সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি?
উত্তরঃ সামাজিক নিরাপত্তা তিন প্রকার। যথাঃ
- সামাজিক বীমা
- সামাজিক সাহায্য এবং
- সামাজিক কর্মসূচি
৭) ব্রাক্ষসমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তরঃ ব্রাক্ষসমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়।
৮) সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তরঃ সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন মেরি রিচমন্ড।
৯) NASW এর পূর্ণরূপ কি?
উত্তরঃ NASW এর পূর্ণরূপ হচ্ছে National Association of Social Works।
১০) সমাজকর্মে ব্যক্তি কাকে বলা হয়? বা সমাজকর্মে ব্যক্তি কে?
উত্তরঃ সমস্যাগ্রস্থ বা Client কে সমাজকর্মে ব্যক্তি বলা হয়।
১১) সোসাইটি (Society) গ্রন্থের লেখক কে?
উত্তরঃ সোসাইটি (Society) গ্রন্থের লেখক এর নাম হচ্ছে- আব্রাহাম লিংকন।
১২) শিল্প বিপ্লবের সময়কাল কত?
উত্তরঃ শিল্প বিপ্লবের সময়কাল হচ্ছে ১৭৮০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত।
১৩) বাংলাদেশের একমাত্র সামাজিক সমস্যা কোনটি?
উত্তরঃ বাংলাদেশের একমাত্র সামাজিক সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা।
১৪) সামাজিক নিরাপত্তা কাকে বলে?
উত্তরঃ সামাজিক নিরাপত্তা হচ্ছে এমন একটি ব্যবস্থা যা বিভিন্ন কর্মসূচি এবং আইনগত
উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে পরস্পর সহবাসস্থান এবং সম্পৃতির একটি সুষম
পরিবেশ তৈরি করা।
১৫) সমাজকর্মের Three Aspect কি?
উত্তরঃ সমাজকর্মের Three Aspect হচ্ছে-
- প্রতিকার (Curative)
- প্রতিরোধ (Preventive)
- উন্নয়নমূলক (Development)
১৬) বিচ্যুৎ আচরণ কি বা কাকে বলা হয়?
উত্তরঃ সমাজের রীতিনীতির বিরুদ্ধে আচরণ করাকে বলা হয় বিচ্যুৎ আচরণ।
১৭) সমাজের কল্যাণ কিভাবে নিশ্চিত করা যায়?
উত্তরঃ জনগণের সমস্যা এবং চাহিদার সাথে মোকাবেলা করা, এবং মানুষের সেবা ও
কল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের কল্যাণ নিশ্চিত করা যায়।
১৮) বিশ্বায়ন কি বা কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মধ্যে অবাধ যোগাযোগ স্থাপন
করতে পারা যায়,সেই প্রক্রিয়াকেই বলা হয় বিশ্বায়ন।
১৯) Unesco এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Unesco এর পূর্ণরূপ হচ্ছে- United Nations Educational Scientific and
Cultural Organization।
২০) নারীর ক্ষমতায়ন কি বা কাকে বলে?
উত্তরঃ নারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতাকে বলা হয় নারীর ক্ষমতায়ন।
২১) শরণার্থীদের নিয়ে কাজ করে কোন সংস্থাটি?
উত্তরঃ শরণার্থীদের নিয়ে কাজ করে UNHCR সংস্থা।
২২) UNHCR এর পূর্ণরূপ কি?
উত্তরঃ UNHCR এর পূর্ণরূপ হচ্ছে- United Nations High Commissioners for
Refugees।
২৩) সাইবার ক্রাইম (Cyber Crime) কি?
উত্তরঃ যখন কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে কোন অপরাধ করা হয় তখন
তাকে বলা হয় সাইবার ক্রাইম (Cyber Crime)।
২৪) গ্রামীণ ক্ষমতা কাঠামোর তিনটি স্বাধীন চলক কি কি?
উত্তরঃ গ্রামীন ক্ষমতা কাঠামোর তিনটি স্বাধীন চলক হচ্ছে-
- ভূমি মালিকানা
- অর্থনৈতিক শক্তি
- ব্যক্তিগত গুণাবলী বা সমাজ নেতৃত্ব।
২৫) ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ।
২৬) সেক্টর তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ সেক্টর তত্ত্বের প্রবক্তা হচ্ছে হোমার হোয়াইট।
২৭) স্থানীয় সরকার অধ্যাদেশ জারি হয় কবে?
উত্তরঃ স্থানীয় সরকার অধ্যাদেশ জারি হয়েছিল ১৯৭৬ সালে।
২৮) SDG এর পূর্ণরূপ কি?
উত্তরঃ SDG এর পূর্ণরূপ হচ্ছে- Sustainable Development Goal।
২৯) বাংলাদেশের সমাজকর্ম বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স চালু হয় কত সালে?
উত্তরঃ বাংলাদেশের সমাজকর্ম বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স চালু হয়েছিল ১৯৫৩
সালে।
৩০) সংস্কৃতি এবং কৃষ্টির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ সংস্কৃতি বা কৃষ্টি শব্দটির আভিধানিক অর্থ চিৎপ্রকর্ষ বা মানবীয়
বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। কোন স্থানের
মানুষের আচার ব্যবহার জীবিকার উপায়, সংগীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক
সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ
করা হয় তাই সংস্কৃতি। সংস্কৃতির আরেকটি রূপ হচ্ছে কৃষ্টি তাই সংস্কৃতি এবং
কৃষ্টির মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় না।
৩১) সামাজিক মূল্যবোধ কাকে বলে?
উত্তরঃ সর্বজন স্বীকৃত যেসব ভালো, উত্তম, সুন্দর, চমৎকার, শালীন, সৌহার্দ্যপূর্ণ
ও কল্যাণকর বিষয় কোনো সমাজকে কল্যাণময় সোনালী সমাজে পরিণত করে। সেগুলোর চর্চা ও
সংরক্ষণের সক্রিয় চেতনাবোধকে সামাজিক মূল্যবোধ বলে।
৩২) কল্যাণমূলক রাষ্ট্র বা সেবামূলক রাষ্ট্র কাকে বলে?
উত্তরঃ কল্যাণমূলক রাষ্ট্র বলতে এমন এক রাষ্ট্রকে বোঝায় যা জনগণের সামগ্রিক
কল্যাণ আত্মনিয়োগ করে। অর্থাৎ রাষ্ট্রের জনগণের সামাজিক, আর্থিক, রাজনৈতিক
কল্যাণের জন্য করনীয় সবকিছু যে রাষ্ট্র করে বা করার চেষ্টা করে সেই রাষ্ট্রকে
বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র বা সেবামূলক রাষ্ট্র।
৩৩) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
৩৪) অক্ষ শক্তি কাকে বলে?
উত্তরঃ বিশ্বযুদ্ধের যে সকল দেশসমূহ মিত্র শক্তির বিরুদ্ধে জোট গঠন করেছিল
তাদেরকে বলা হয় অক্ষ শক্তি।
৩৫) মিত্র শক্তি কাকে বলে?
উত্তরঃ বিশ্বযুদ্ধে যে সকল দেশ সমূহ অক্ষ শক্তি গঠন করেচিহল এবং তাদের বিরুদ্ধে
যে জোট গঠিত হয়েছিল সেটি হচ্ছে মিত্র শক্তি।
৩৬) DPEO এর পূর্নরুপ কি?
উত্তরঃ DPEO এর পূর্নরুপ হচ্ছে- District Primary Education Office।
৩৭) District Primary Education Office এর বাংলা কি?
উত্তরঃ District Primary Education Office এর বাংলা হচ্ছে- জেলা প্রাথমিক শিক্ষা
অফিস।
৩৮) দুজন বিখ্যাত সমাজকর্মীর নাম কি কি?
উত্তরঃ দুইজন বিখ্যাত সংস্করণের নাম হচ্ছে-
- Jane Adams
- Marry Richmond
৩৯) পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্রের নাম কি?
উত্তরঃ পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্রের নাম সুইডেন।
৪০) কয়েকটি কল্যাণ রাষ্ট্রের নাম কি কি?
উত্তরঃ কয়েকটি কল্যাণ রাষ্ট্রের নাম হচ্ছে-
- ফিনল্যান্ড
- ডেনমার্ক
- আইসল্যান্ড
- সুইডেন
- নরওয়ে ইত্যাদি
এই পাঁচটি দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ।
৪১) কয়েকজন সমাজ সংস্কারকের নাম কি কি?
উত্তরঃ কয়েকজন সমাজ সংস্কারকের নাম হচ্ছে-
- বেগম রোকেয়া
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- স্যার সৈয়দ আহমেদ খান
- নবাব আব্দুল লতিফ প্রমূখ।
৪২) সমাজকর্ম দিবস কবে?
উত্তরঃ সমাজকর্ম দিবস প্রতিবছর মার্চ মাসের তিন নম্বর মঙ্গলবার পালিত হয়।
৪৩) সমাজকর্মের লক্ষ্য কি?
উত্তরঃ সমাজকর্মের লক্ষ্য হচ্ছে সামাজিক সমস্যার সমাধান করা।
৪৪) মানবাধিকার দিবস কবে?
উত্তরঃ মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।
৪৫) সমাজসেবা কি বা কাকে বলে?
উত্তরঃ সমাজসেবা হলো সেইসব সু সংগঠিত কাজের সমষ্টি যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
মানব সম্পদ উন্নয়ন সংরক্ষণ ও প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট।
৪৬) সমাজকল্যাণ কি বা কাকে বলে?
উত্তরঃ মানুষের মঙ্গল ও হিতের জন্য সরকারি ও বেসরকারি সকল ধরনের উদ্যোগকে বলা হয়
সমাজ কল্যাণ।
৪৭) সমাজকর্ম ও সমাজকল্যাণের মধ্যে পার্থক্য কি কি?
উত্তরঃ সমাজকর্ম এবং সমাজ কল্যাণ এই দুটি একই মনে হলেও এদের মধ্যে যথেষ্ট
পার্থক্য বিদ্যমান রয়েছে। যেমনঃ
- সমাজকর্ম একটি পেশা কিন্তু সমাজকল্যাণ পেশা নয়
- সমাজকর্মের পরিধি সমাজ কল্যাণের চেয়ে ছোট।
- সমাজকল্যাণের তুলনায় সমাজকর্ম নবীন।
- যে কেউ সমাজ কল্যাণ করতে পারে কিন্তু যে কেউ ইচ্ছা করলে সমাজকর্ম করতে পারেনা।
- সমাজকল্যাণ হচ্ছে লক্ষ্য কিন্তু সমাজ লক্ষ অর্জনের একটি উপায়।
৪৮) সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের পার্থক্য কি কি?
উত্তরঃ সমাজবিজ্ঞানের সাথে সংস্করণের কিছু পার্থক্য রয়েছে। যেমনঃ
- সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা কিন্তু সমাজবিজ্ঞান সাহায্যকারী পেশা নয়।
- সমাজকর্ম একটি ব্যবহারিক বা প্রয়োগিক বিজ্ঞান কিন্তু সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান।
- সমাজবিজ্ঞান একটি মৌলিক সামাজিক বিজ্ঞান কিন্তু সমাজকর্ম একটি মৌলিক স্বাভাবিক বিজ্ঞান নয়।
- সমাজকর্ম একটি সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান কিন্তু সমাজবিজ্ঞান একটি সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান নয়।
- সমাজবিজ্ঞান সমাজকর্মের চেয়ে অনেক প্রাচীন। সমাজকর্ম নতুন।
- সমাজকর্ম সামাজিক সমস্যার সমাধানে কাজ করে। সমাজবিজ্ঞান সামাজিক সমস্যার কারণ উদঘাটন করে।
- সমাজ বিজ্ঞানের পরিধি সমাজকর্মের তুলনায় বড় হয়।
৪৯) কল্যাণ রাষ্ট্র কাকে বলে?
উত্তরঃ যে রাষ্ট্র সকল জনগণের সার্বিক কল্যাণে কাজ করে তাই কল্যাণ রাষ্ট্র।
কল্যাণ রাষ্ট্র সকল জনগণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক নিরাপত্তার ব্যবস্থা
করে।
৫০) বাংলাদেশ কি কল্যাণ রাষ্ট্র?
উত্তরঃ বাংলাদেশ একটি কল্যাণকামী বা কল্যাণমুখী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ পুরোপুরি
কল্যান রাষ্ট্র হয়ে ওঠেনি। যেমনঃ
- কল্যাণ রাষ্ট্রে বেকারদের বেকার ভাতা প্রদান করা হয় যা বাংলাদেশ প্রদান করা হয় না।
তৃতীয় ৫০টি সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) জাতীয় সমাজসেবা দিবস কবে?
উত্তরঃ জাতীয় সমাজসেবা দিবস ২ জানুয়ারি।
২) শহর সমাজ সেবা কার্যক্রম শুরু হয় কবে?
উত্তরঃ শহর সমাজ সেবা কার্যক্রম শুরু হয়েছিল ১৯৫৫ সালে।
৩) সমাজসেবা অধিদপ্তর শুরু হয় কবে?
উত্তরঃ সমাজসেবা অধিদপ্তর শুরু হয় ১৯৮৪ সালে।
৪) বাংলাদেশের কয়টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে?
উত্তরঃ বাংলাদেশের ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে।
৫) বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা কোনটি?
উত্তরঃ বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা হচ্ছে জনসংখ্যাস্ফীতি।
৬) হাজী মুহাম্মদ মহসিন কি একজন সমাজকর্মী?
উত্তরঃ না, হাজী মুহাম্মদ মহসিন একজন সমাজকর্মী নয়। কারণ সমাজকর্মী তাকেই বলা হয়
যার সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রী, জ্ঞান দক্ষতা এবং প্রশিক্ষণ রয়েছে। হাজী
মোহাম্মদ মহসিন একজন সমাজসেবী।
৭) সমাজ সংস্কার কি?
উত্তরঃ সমাজ সংস্কার হচ্ছে সমাজের অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা, রীতিনীতি, ব্যবস্থা
দূর করে বাচক সামাজিক পরিবর্তন আনয়ন। যেমনঃ
- নারী শিক্ষার পক্ষে জনমত সৃষ্টি করে নারী শিক্ষার প্রসার।
৮) সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান কি?
উত্তরঃ সমাজ সংস্কারের রাজা রামমোহন রায়ের সবচেয়ে বড় অবদান হচ্ছে সতীদাহ প্রথা
উচ্ছেদ করা। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ১৮২৯ সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়।
৯) সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অবদান কি?
উত্তরঃ সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচেয়ে বড় অবদান হচ্ছে হিন্দু
বিধবা বিবাহ চালু করা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ১৮৫৭ সালে হিন্দু
বিধবা বিবাহ চালু হয়। এর আগে হিন্দু বিধবারা দ্বিতীয় বিয়ে করতে পারত না।
১০) সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান কি?
উত্তরঃ সমাজ সংস্কারে বেগম রোকেয়ার সবচেয়ে বড় অবদান হচ্ছে নারী শিক্ষা চালু
করা। বেগম রোকেয়ার প্রচেষ্টায় এদেশে নারী শিক্ষা চালু হয়। বেগম রোকেয়া কাকে
বলা হয় নারী জাগরণের অগ্রদূত।
১১) সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমদ খান এবং নবাব আব্দুল লতিফের অবদান কি?
উত্তরঃ ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজের মধ্যে আধুনিক শিক্ষা সংক্রান্ত কুসংস্কার
দূর করেন এবং মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ইফতারে অগ্রণী ভূমিকা পালন করেন এই
দুইজন।
১২) সামাজিক নিরাপত্তা কি?
উত্তরঃ অসুস্থতা বার্ধক্য বেকারত্ব প্রতিবন্ধীকতা বা অন্য কোনো কারণে কোন ব্যক্তি
যখন চলতে পারেনা তখন রাষ্ট্র যে নিরাপত্তা প্রদান করে তাকেই বলে সামাজিক
নিরাপত্তা।
১৩) বাংলাদেশর সামাজিক নিরাপত্তা কর্মসূচি কি কি?
উত্তরঃ বাংলাদেশের কয়েকটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি হচ্ছে- বয়স্ক ভাতা, বিধবা
ভাতা, প্রতিবন্ধী ভাতা, পেনশন ইত্যাদি।
১৪) বাংলাদেশের সবচেয়ে বড় বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে বড় বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি হচ্ছে বয়স্ক
ভাতা।
১৫) বয়স্ক ভাতা সম্পর্কে ব্যাখ্যা করুন?
উত্তরঃ দেশের বয়োজ্যেষ্ঠ দুস্ত ও সল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক
জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে
১৯৯৭-১৯৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
১৬) বিধবা ভাতা সম্পর্কে ব্যাখ্যা করুন?
উত্তরঃ ১৯৯৮-১৯৯৯ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের ভাতা
কর্মসূচি প্রবর্তন করা হয়।
১৭) প্রতিবন্ধী ভাতা সম্পর্কে ব্যাখ্যা কর?
উত্তরঃ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার ও সময মর্যাদা প্রদানে
বদ্ধপরিকর।২০০৫-২০০৬ অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
১৮) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়?
উত্তরঃ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন প্রণীত হয় ২০১৩ সালে।
১৯) জাতীয় প্রতিবন্ধী দিবস কবে?
উত্তরঃ জাতীয় প্রতিবন্ধী দিবস ২ এপ্রিল।
২০) পল্লী সমাজসেবা কার্যক্রম সম্পর্কে কি জানেন?
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধুর দিকনির্দেশনে সমাজসেবা অধিদপ্তর ১৯৭৪ সালে
পরীক্ষামূলকভাবে তৎকালীন ১৯ টি থানায় পল্লী সমাজ সেবা কার্যক্রম শুরু করে।
বর্তমানে ৪৯২ টি উপজেলায় এটি চালু রয়েছে।
২১) শহর সমাজসেবা কার্যক্রম কবে চালু হয়?
উত্তরঃ ১৯৫৫ সালের সর্বপ্রথম ঢাকার কায়েতটুলিতে শহর সমাজসেবা কার্যক্রম শুরু
হয়।
২২) হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সম্পর্কে কি জানেন?
উত্তরঃ ১৯৯৮ সালের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন চিকিৎসা সমাজকর্মী নিয়োগ
করার মাধ্যমে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু হয়।
২৩) সমাজসেবা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে।
২৪) জাতীয় সমাজসেবা দিবস কবে?
উত্তরঃ জাতীয় সমাজসেবা দিবস দুই জানুয়ারি।
২৫) সমাজকল্যাণ মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে।
২৬) সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ব নাম কি?
উত্তরঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্ব নাম হচ্ছে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।
২৭) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কোন কোন অধিদপ্তর রয়েছে?
উত্তরঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত অধিদপ্তর গুলো রয়েছে তা
নিম্নরুপঃ
- সমাজসেবা অধিদপ্তর
- জাতীয় সমাজকল্যাণ পরিষদ
- জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
- শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট।
২৮) বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে।
২৯) সামাজিক সমস্যা কি?
উত্তরঃ সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি সামাজিক অবস্থা যা সমাজ থেকে সৃষ্টি হয়,
যা সমাজের জন্য ক্ষতিকর এবং যা সমাজের কল্যাণের পরিপন্থী। এটি এমন একটি
অবাঞ্ছিত অবস্থা যা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর ও নেতিবাচক প্রভাব
বিস্তার করে।
৩০) কয়েকটি সামাজিক সমস্যার নাম কি কি?
উত্তরঃ কয়েকটি সামাজিক জনসংখ্যার সমস্যা গুলো হচ্ছে-
- দারিদ্র
- জনসংখ্যাস্ফীতি
- নিরক্ষরতা
- বেকারত্ব
- মাদকাসক্তি ইত্যাদি।
৩১) দারিদ্র কাকে বলে?
উত্তরঃ দারিদ্র হচ্ছে অভাব অনটন বা নেতিবাচক অর্থনৈতিক অবস্থা। দারিদ্র এমন একটি
নেতিবাচক আর্থ সামাজিক অবস্থা যেখানে মানুষ তাদের মৌল মানবিক চাহিদা পূরণ করতে
পারে না এবং নিম্নমানের জীবন যাপন করে।
৩২) দারিদ্র্যের দুষ্ট চক্র এর প্রবক্তা কে?
উত্তরঃ দারিদ্র্যের দুষ্ট চক্রের প্রবক্তা হচ্ছে- অর্থনীতিবিদ রাগনার নার্কস।
৩৩) আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ দিবস কবে?
উত্তরঃ আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ দিবস হচ্ছে- ১৭ অক্টোবর।
৩৪) মানবাধিকার কাকে বলে?
উত্তরঃ মানবাধিকার মানে হচ্ছে মানুষের অধিকার। একজন ব্যক্তি মানুষ হিসেবে জন্ম
নেওয়ার ফলে যেসব অধিকার প্রাপ্য হন তাকে বলা হয় মানবাধিকার।
৩৫) মানবাধিকার দিবস কবে?
উত্তরঃ মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।
৩৬) এনজিও কি?
উত্তরঃ এনজিও হচ্ছে একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তবে জেনে রাখুন সব নন
গভর্নমেন্ট এনজিওগুলোকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলা হয় না। অর্থাৎ যেসব
বেসরকারি সংস্থা মুনাফার উদ্দেশ্যে গঠিত নয় এমন সমাজকল্যাণমূলক বেসরকারি
সংস্থাকে বলা হয় এনজিও।
৩৭) বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এনজিও কোনটি?
উত্তরঃ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এনজিও এর নাম হচ্ছে ব্র্যাক।
৩৮) ব্র্যাক কত সালে গঠিত হয়?
উত্তরঃ ব্র্যাক ১৯৭২ সালে গঠিত হয়।
৩৯) ব্র্যাক কে প্রতিষ্ঠা করেছেন?
উত্তরঃ ব্র্যাক প্রতিষ্ঠা করেছেন- স্যার ফজলে হাসান আবেদ।
৪০) গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে।
৪১) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ডঃ মুহম্মদ ইউনুস।
৪২) ডঃ মুহম্মদ ইউনুস কবে শান্তিতে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ ডঃ মুহম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ২০০৬ সালে।
৪৩) সামাজিক উন্নয়ন কি?
উত্তরঃ শিক্ষা, স্বাস্থ্য, জীবন যাত্রার মান, মানব সম্পদ, জনসংখ্যা, পরিবেশ
ইত্যাদি ক্ষেত্রে পূর্বাবস্থা থেকে অপেক্ষাকৃত উন্নত অবস্থায় পরিবর্তনকে সামাজিক
উন্নয়ন বলে।
৪৪) সমাজকল্যাণের যাত্রা শুরু হয় কিভাবে?
উত্তরঃ সমাজ কল্যাণের যাত্রা শুরু হয় দানশীলতার মাধ্যমে।
৪৫) সমাজকল্যাণের প্রায়োগিক রূপ কোনটি?
উত্তরঃ সমাজকল্যাণের প্রায়োগিক রূপ হচ্ছে সমাজকর্ম।
৪৬) আধুনিক সমাজকল্যাণ বিকাশের পটভূমি কি?
উত্তরঃ আধুনিক সমাজকল্যাণ বিকাশের পটভূমি হল- সামাজিক সমস্যার গতি পরিবর্তন।
৪৭) প্রাক শিল্প যুগের সমাজকল্যাণ ধারার নাম কি?
উত্তরঃ প্রাক শিল্প যুগের সমাজ কল্যাণ ধারার নাম হচ্ছে- সনাতন সমাজ কল্যাণ।
৪৮) বায়তুল মালের অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহৃত হতো?
উত্তরঃ বায়তুল মালের অর্থ জনহিতিকর কাজের জন্য ব্যবহৃত হতো।
৪৯) Government and social welfare গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ Government and social welfare গ্রন্থটির লেখক হচ্ছে- ওয়েন ভেসি।
৫০) সমাজকল্যাণের ধারণা কিরুপ?
উত্তরঃ সমাজ কল্যাণের ধারণা অতি প্রাচীন।
চতুর্থ ৫০টি সমাজকর্ম সম্পর্কিত ভাইভা প্রশ্ন
১) ঐতিহ্যগত সমাজকল্যাণ বলতে কী বোঝায়?
উত্তরঃ ঐতিহ্যগত সমাজকল্যাণ বলতে বোঝায় প্রাক শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত
সমাজসেবা কার্যক্রম।
২) সংস্কার শব্দটির আভিধানিক অর্থ কি?
উত্তরঃ সংস্কার শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে- সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন।
৩) নিসাব পরিমাণ সম্পদ বলতে কী বোঝায়?
উত্তরঃ নিসাত পরিমাণ সম্পদ বলতে বোঝায় সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন
তোলা রুপা বা সমপরিমাণ সম্পদ।
৪) বিশ্বের সব দরিদ্র আইন এবং নিরাপত্তা কর্মসূচির পথ প্রদর্শক হিসেবে অভিহিত
করা হয় কোনটিকে?
উত্তরঃ বিশ্বের সব দরিদ্র আইন এবং নিরাপত্তা কর্মসূচির পথ প্রদর্শক হিসেবে অভিহিত
করা হয় যাকাত কে।
৫) এতিমখানার আধুনিক রুপ কি?
উত্তরঃ এতিমখানার আধুনিক রূপ হচ্ছে- শিশু পরিবার।
৬) জেমস মিজলে সামাজিক উন্নয়নের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?
উত্তরঃ জেমস মিজলে সামাজিক উন্নয়নের ৮ টি বৈশিষ্ট্যের কথা বলেছেন।
৭) সামাজিক নিয়ন্ত্রণ কে সমাজ ও সমাজের কিছু সদস্যের এক সংগঠিত প্রয়াস বলে
আখ্যায়িত করেছে কে?
উত্তরঃ সামাজিক নিয়ন্ত্রণ কে সমাজ ও সমাজের কিছু সদস্যের এক সংগঠিত প্রয়াস বলে
আখ্যায়িত করেছে রবার্ট এল বার্গার।
৮) সমাজকল্যাণ হচ্ছে সকল মানুষের কল্যাণের লক্ষ্যে সকল মানুষের সুসংগঠিত কর্ম
প্রচেষ্টা- সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
উত্তরঃ ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার।
৯) দানশীলতার ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ দানশীলতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে- Charity।
১০) দানশীলতার পরে সর্বাপেক্ষা প্রাচীন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ দানশীলতার পরে সর্বাপেক্ষা প্রাচীন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হচ্ছে- এতিমখানা।
১১) দানশীলতা কি?
উত্তরঃ দুস্থ, অসহায় ও সংস্থাগ্রস্ত মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কোন কিছু
দান করাকেই বলা হয় দানশীলতা।
১২) Charity কোন শব্দ থেকে উদ্ভব?
উত্তরঃ Charity শব্দটি ল্যাটিন শব্দ Charitas থেকে উদ্ভব।
১৩) ম্যাকাইভারের সংজ্ঞাটি কি?
উত্তরঃ ম্যাকাইভারের সংজ্ঞাটি হচ্ছে- সামাজিক আন্দোলন হল নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার একটি দলীয় প্রচেষ্টা।
১৪) সংস্কার শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ সংস্কার শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে- Reform।
১৫) অর্থবহ সামাজিক পরিবর্তন আনোনয়নে সমাজকর্ম কিভাবে সহায়তা করে?
উত্তরঃ সকল মানুষের কল্যাণ সাধন করে।
১৬) কোন সমাজের জটিল আর্য সামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে
সমাজকর্মের উদ্ভব হয়েছে?
উত্তরঃ শিল্প বিপ্লবোত্তর সমাজের জটিল আর্য সামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব হয়েছে।
১৭) সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে
সহায়তা করে?
উত্তরঃ মনো সমাজ ভূমিকা পালনে।
১৮) সনাতন সমাজ কল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
উত্তরঃ সনাতন সমাজ কল্যাণের পরিশীলিত রূপ হচ্ছে- সমাজকর্ম।
১৯) সক্ষমকারী পেশা বলতে কি বুঝায়?
উত্তরঃ সমস্যা গ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলাই হচ্ছে সক্ষমকারী পেশা।
২০) সমাজকর্ম এর ইংরেজি কি?
উত্তরঃ সমাজকর্ম এর ইংরেজি হল- Social Work।
২১) ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি?
উত্তরঃ ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে- সমাজকর্ম।
২২) সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের উপর দাঁড় করিয়েছেন কোন
মনীষী?
উত্তরঃ ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার।
২৩) Social Welfare in Today’s World এই গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ Ronald C Federico।
২৪) কোন যুগের অবসান ঘটলে ভূমি দাস ও তাদের পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে
পড়ে?
উত্তরঃ সামন্ত যুগ।
২৫) ইংল্যান্ডের বিভিন্ন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দায়িত্ব সমস্যা
প্রকট আকার ধারণ করে কোন যুগে?
উত্তরঃ প্রাক শিল্প যুগে।
২৬) ১৩৪৮ খ্রিস্টাব্দের মহামারীতে ইংল্যান্ডের কত শতাংশ লোক মৃত্যুমুখে পতিত
হয়েছিল?
উত্তরঃ দুই তৃতীয়াংশ লোক মৃত্যুমুখে পতিত হয়েছিল।
২৭) দরিদ্র ও অসহায়দের জন্য ইংল্যান্ড সরকার কর্তৃক আইন স্বীকৃত হয় কিভাবে?
উত্তরঃ দরিদ্র আইনের মাধ্যমে।
২৮) ইংল্যান্ডের শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নিয়মিত করা এবং একটি শিক্ষানবিশ
ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কত খ্রিস্টাব্দে একটি আইন প্রণীত
হয়?
উত্তরঃ ১৫৬২ খ্রিস্টাব্দে আইন প্রণীত হয়।
২৯) ১৩৪৮ খ্রিস্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে প্লেগ রোগ ব্ল্যাক ডেথ
নামে পরিচিত লাভ করে?
উত্তরঃ ইংল্যান্ড ১৩৪৮ খ্রিস্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে প্লেগ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত লাভ করে।
৩০) ১৩৪৯ থেকে ১৫৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রণীত আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত
হয় কেন?
উত্তরঃ কতিপয় শ্রেণীর ঘৃণ্য শ্রেণীর আইনের কারনে।
৩১) সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার
স্বাধীনতা থাকে- এই উক্তিটি কার?
উত্তরঃ এই উক্তিটি জি মিলারসনের।
৩২) পেশা কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তরঃ পেশা ফারসি শব্দ থেকে উদ্ভূত।
৩৩) পেশা কাকে বলে?
উত্তরঃ নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে পেশা বলে।
৩৪) চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন?
উত্তরঃ এতে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান রয়েছে এজন্য।
৩৫) বৃত্তি কাকে বলে?
উত্তরঃ মানুষ তার জীবন ধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকে বৃত্তি বলে।
৩৬) পেশার মূল দিক কোনটি?
উত্তরঃ বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন করাই হচ্ছে পেশার মূল দিক।
৩৭) পেশা ও বৃত্তির মধ্যে কোন বিষয়টির মিল রয়েছে?
উত্তরঃ পেশা এবং বৃত্তি উভয়ই জীবিকার্জনের পন্থা।
৩৮) কত সালে গ্রীনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে গ্রীনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়।
৩৯) বস্তুতপক্ষে সমাজকর্ম একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি সম্পন্ন পেশা যা মানব
জীবনের প্রায় প্রতিটি দিক এবং উপাদান নিয়ে ব্যপৃত।- এই উক্তিটি কার?
উত্তরঃ আরমান্ডো মরেলস ও বি ডব্লিউ শাফারের।
৪০) সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে মানুষের কোন জায়গার উদ্ভব ঘটে?
উত্তরঃ নিরাপত্তা জায়গার উদ্ভব ঘটে।
৪১) মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয়?
উত্তরঃ মানুষের মৌলিক চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয়।
৪২) Common Human Needs গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ Charlotte Towle।
৪৩) মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে?
উত্তরঃ বেশি হয়ে থাকে।
৪৪) মৌলিক মানবিক চাহিদাগুলোর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ পরস্পর নির্ভরশীলতা।
৪৫) চাহিদা কোন ধরনের প্রত্যয়?
উত্তরঃ চাহিদা আপেক্ষিক।
৪৬) সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কি পূরণ করতে হয়?
উত্তরঃ বহুমুখী চাহিদা প্রত্যয়।
৪৭) চাহিদা হল সেই সব দৈহিক মানসিক আর্থিক সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন
যেগুলো মানুষের বেঁচে থাকা কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির অপরিহার্য- উক্তিটি
কার?
উত্তরঃ গর্ডন মার্শাল।
৪৮) চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ- Need।
৪৯) সমাজবিজ্ঞানী টোলে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ ছয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন।
৫০) ব্যক্তিগত বা মনো সামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে থাকে?
উত্তরঃ সমাজকর্মীরা কাজ করে।
মাঠকর্ম নিয়ে কিছু বেসিক প্রশ্ন যা আপনাকে অবশ্যই ধরবে
সরকারি চাকরির ভাইভা গুলোতে নিচের প্রশ্নগুলো ধরার সম্ভাবনা কম, তবে অনার্স বা
মাস্টার্সে থাকা অবস্থায় নিচের এই প্রশ্নগুলো অবশ্যই ধরবে।
১) মাঠকর্ম কাকে বলে?
উত্তরঃ শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান বা শিক্ষাকে আমরা যখন আমাদের প্রয়োগ ক্ষেত্রের
সংশ্লিষ্ট বিষয়ে যদি প্রয়োগ করতে পারি তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয়
মাঠকর্ম।
২) মাঠকর্ম কয় প্রকার ও কি কি?
উত্তরঃ মাঠকর্ম দুই প্রকার। যেমনঃ
- সহগামী মাঠকর্ম
- আবদ্ধ মাঠকর্ম
৩) আবদ্ধ মাঠকর্ম কাকে বলে?
উত্তরঃ অনার্স শেষ করার পরে একটি নির্দিষ্ট সময়ে ৬০ কর্ম দিবসের জন্য ফিল্ডে বা
এজেন্সিতে অর্জিত শিক্ষা প্রয়োগ করার ক্ষেত্রে নিয়োজিত করা হয়, তাকেই বলা হয়
আবদ্ধ মাঠকর্ম।
৪) সহগামী মাঠকর্ম কাকে বলে?
উত্তরঃ এক বছরের মধ্যে ৬ মাসের ক্লাসে শেখার জ্ঞান সমূহ, এজেন্সিতে প্রয়োগ
ক্ষেত্রে, যখন মাঠকর্মে পাঠিয়ে দেওয়া হবে তখন তাকে সহগামী মাঠকর্ম বলা হবে।
অর্থাৎ পড়াশোনা এবং মাঠকর্ম পাশাপাশি হবে।
৫) মাঠকর্মের রিপোর্টের অন্যতম বড় উপাদান কোনটি?
উত্তরঃ মাঠকর্মের রিপোর্টের অন্যতম বড় উপাদান হচ্ছে কেস।
৬) কেস কত প্রকার ও কি কি?
উত্তরঃ কেস দুই প্রকার। যেমনঃ
- শর্টকেস এবং
- লং কেস
ভাইভা প্রস্তুতির গুরুত্বপূর্ণ কথা
সরকারি চাকরির ভাইভা গুলোতে সাধারণত উপরিউক্ত প্রশ্নগুলোই করে থাকে। তাছাড়া
আপনারা যখন অনার্স এবং মাস্টার্সে ভাইবা দিবেন তখন আপনাদের পরীক্ষায় আসা "ক"
বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে যাবেন। কারণ অনার্স এবং মাস্টার্স এর পরীক্ষা
দেওয়ার পরে যে ভাইভাটা হয় সেই ভাইভাতে কোশ্চেন পেপার এর ক বিভাগ থেকেই প্রশ্ন
করে।
তাই এই আর্টিকেলের প্রশ্নগুলোর সাথে সেই প্রশ্নগুলো আপনি সংযুক্ত করে নিতে পারেন।
সেই প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতেও ধরতে পারে। এভাবে আপনি যদি নোট করে আপনার বিষয়
ভিত্তিক সাবজেক্টের সমাজকর্ম সম্পর্কিত ভাইবা প্রস্তুতি নেন তাহলে আপনি ভাইবা
বোর্ডে ভালো মার্কস পাবেন আশা করছি।
FAQ
১) সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে?
উত্তরঃ সমাজকর্ম শিক্ষার অগ্রদূত হচ্ছে- অ্যানা এল. ডস।
২) সমাজকর্মের অগ্রদূত কে?
উত্তরঃ সমাজকর্মের অগ্রদূত হচ্ছে- ম্যারি ইলেন রিচমন্ড।
৩) সমাজকর্ম কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ বাংলাদেশের সমাজকর্ম প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সাল থেকে।
৪) সমাজকর্ম পড়ে কি চাকরি করা যায়?
উত্তরঃ সমাজকর্ম পড়ে অবশ্যই চাকরি পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন এনজিওতে এই
সাবজেক্টের অনেক সুবিধা রয়েছে।
৫) আধুনিক সমাজকর্মের জনক কে?
উত্তরঃ আধুনিক সমাজকর্মের কোন জনক নেই।
৬) মানবিক বিভাগ থেকে কি কি চাকরি পাওয়া যায়?
উত্তরঃ অবশ্যই মানবিক বিভাগ থেকে পড়ে চাকরি পাওয়া যায়। মানবিক বিভাগের
স্টুডেন্টরা সবচেয়ে বেশি সরকারি চাকরি পায় কারণ তাদের সাবজেক্টগুলো সাধারণ
জ্ঞানে অনেক কাজে লাগে। তাই আমি বলব মানবিক বিভাগে এখন পড়া সবচেয়ে উত্তম।
৭) সমাজকর্মের মূল্যবোধ কি কি?
উত্তরঃ সমাজের সকল মানুষের একে অন্যের প্রতি বিশ্বাস, মর্যাদা, আচার-আচরণ,
লক্ষ্য ও উদ্দেশ্য এ সকল বিষয় হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ।
৮) সমাজকর্ম পেশা কি?
উত্তরঃ যে পেশায় সামাজিক সমস্যার সমাধান, জনগণের উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণ
নিশ্চিত করা হয় তাকে বলা হয় সমাজকর্ম পেশা।
৯) সমাজকর্ম শিক্ষা কি?
উত্তরঃ যে শিক্ষায় পেশাগত দক্ষতা অর্জন এবং ব্যক্তি ও সমাজের কল্যাণে কাজ করার
জন্য প্রস্তুতি নেওয়া শেখায় তাকে বলা হয় সমাজকর্ম শিক্ষা।
১০) সমাজকর্মের উৎপত্তি কোথায়?
উত্তরঃ সমাজকর্মের উৎপত্তি ইউরোপ ও উত্তর আমেরিকায়। সমাজকর্মের উৎপত্তি
হয়েছিল ১৯ শতকের শেষ দিকে।
শেষ মন্তব্য
সমাজকর্মের ভাইভা প্রশ্ন ভবিষ্যতে আরও আপডেট করা হবে। সমাজকর্ম সম্পর্কিত
ভাইবা প্রস্তুতির গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আসলেই আমরা এই আর্টিকেলে সেই
তথ্য সংযোজন করে দিব। তাছাড়া চাকরির ভাইভা সম্পর্কে অথবা বাংলাদেশের সকল
সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য আপনাদের আমি এই ওয়েবসাইটের
মাধ্যমে সাহায্য করবো।