রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন | রাষ্ট্রবিজ্ঞান ভাইভা প্রস্তুতি

রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্নগুলো এই আর্টিকেলে সুবিন্যস্ত ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই আর্টিকেল থেকে প্রশ্নগুলো পড়ে গেলেই বিভিন্ন ধরনের প্রাইমারি, নিবন্ধন অথবা সরকারি চাকরির পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ।

রাষ্ট্রবিজ্ঞান-সম্পর্কিত-ভাইভা-প্রশ্ন
তাই যদি আপনি আপনার পঠিত রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভাইভাতে ভালো করতে চান, তাহলে এখনই এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং একটি নোট খাতা বের করে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্নগুলো লিখে মুখস্ত করে ফেলুন।

সূচিপত্রঃ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন | রাষ্ট্রবিজ্ঞান ভাইভা প্রস্তুতি

এই আর্টিকেল থেকে আপনি যে সমস্ত বিষয় জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

প্রথম ২৫টি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন

আপনি যখন বিভিন্ন ভাইভা পরীক্ষায় প্রবেশ করবেন তখন আপনাকে সর্বপ্রথম কিছু পরিচিতি মূলক প্রশ্ন করবে। অর্থাৎ আপনার বেসিক বিষয় থেকে প্রশ্ন করার আগে আপনাকে তারা যাচাই করবে। প্রথমে আপনাকে কেমন ধরনের প্রশ্ন করতে পারেন তা জানার জন্য প্রথমে নিচের আর্টিকেলটি পড়ুন।


এরপর স্যারেরা আপনাকে জিজ্ঞেস করবে- আপনি কোন বিভাগে পড়াশোনা করেছেন? আপনি যখন বলবেন আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, তখন আপনাকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্নগুলো অবশ্যই ধরবে। তাই আপনাকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান ভাইভা প্রস্তুতি ভালোভাবে নিয়ে যেতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান-ভাইভা-প্রস্তুতি
মনে রাখবেন আপনি যখন একটি প্রশ্নের উত্তর দিবেন তখন স্যারেরা সেই প্রশ্নের উত্তর থেকেই আপনাকে প্রশ্ন করে যাবে। তাই আপনাকে ছোট ছোট এই বেসিক বিষয়গুলো মুখস্ত করে রাখতে হবে।

নিম্নে রাষ্ট্রবিজ্ঞানের ভাইভা প্রশ্ন গুলো নিচে দেওয়া হলোঃ

১) রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, সরকার ও সরকারের বিভিন্ন কাঠামো সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়।

২) রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি নাম কি?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি নাম হচ্ছে পলিটিক্যাল সাইন্স (Political Science)।

৩) কয়েকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি কি?
উত্তরঃ কয়েকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর নাম হচ্ছে- এরিস্টোটল, সক্রেটিস, প্লেটো, দান্তে, ইমানুয়েল কান্ট, স্যার টমাস একুইনাস।

৪) রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান শব্দটি Polis শব্দ থেকে এসেছে। Polis শব্দটি একটি গ্রিক শব্দ।

৫) Polis শব্দের অর্থ কি?
উত্তরঃ Polis শব্দের অর্থ হচ্ছে- নগর।

৬) রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি দিয়েছেন- ম্যাকাইভার।

৭) ম্যাকাইভারের প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা কি?
উত্তরঃ রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত সংগঠন। যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত আদিবাসীদের উপর বলবৎ হয়।

৮) রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়- এরিস্টোটলকে।

৯) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে মেকিয়াভেলি।

১০) রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম কি কি?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে- রিপাবলিক, ওয়েলথ অব ন্যাশনস, পলিটিক্স, A Grammar Of Politics।

১১) রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ রিপাবলিকের রচয়িতা কে?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ রিপাবলিকের রচয়িতা হচ্ছে- প্লেটো।

১২) এরিস্টোটল কে ছিলেন?
উত্তরঃ এরিস্টোটল ছিলেন বিখ্যাত গ্রীক দার্শনিক।

১৩) ওয়েলথ অব ন্যাশনস গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ওয়েলথ অব ন্যাশনস গ্রন্থের রচয়িতা হচ্ছে এরিস্টোটল।

১৪) A Grammar Of Politics গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ A Grammar Of Politics গ্রন্থের রচয়িতা হচ্ছে- অধ্যাপক লাস্কি।

১৫) পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে- এরিস্টোটল।

১৬) রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক কি?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক হচ্ছে রাজনীতি।

১৭) দুইজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি?
উত্তরঃ দুইজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হচ্ছে- গ্রাহাম ওয়ালাস এবং আর্থার বেন্টলি।

১৮) উদারনীতিবাদের জনক কে?
উত্তরঃ উদারনীতিবাদের জনক বলা হয় অধ্যাপক জন লক কে।

১৯) কত সালে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি আধুনিক অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ সর্বপ্রথম ১৮৯০ সালে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি আধুনিক অর্থে ব্যবহৃত হয়।

২০) বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ গণপ্রজাতন্ত্রী চীন।


২১) জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ এই কথাটি বাংলাদেশের কে বলেছেন?
উত্তরঃ জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ এই বিখ্যাত উক্তিটি করেছেন বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

২২) জাতি কাকে বলে?
উত্তরঃ জাতি হলো ঐতিহাসিকভাবে গড়ে ওঠা একটি জনসমষ্টি, যা একই ভাষা, অঞ্চল, অর্থনৈতিক জীবন ও সংস্কৃতির মধ্যে দিয়ে অভিব্যক্তি মনস্তাত্ত্বিক গঠনের ভিত্তিতে গঠিত হয়।

অথবা, রাজনৈতিকভাবে সংঘটিত, বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত বা মুক্তিকামী নির্দিষ্ট জনসমাজকে বলা হয় জাতি।

২৩) বঙ্গভঙ্গ কি?
উত্তরঃ ভারতের সর্ববৃহৎ বাংলা প্রদেশ কে বিভক্ত করে দুইটি ভাগে বিভক্ত করা হয় যার নাম হয় পূর্ববঙ্গ এবং আসাম। ইতিহাসে এই বিষয়টিকে বঙ্গভঙ্গ বলা হয়।

২৪) বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল?
উত্তরঃ বঙ্গভঙ্গ হয়েছিলো ১৯০৫ সালে।

২৫) অর্থনৈতিক উন্নয়নের সূচক গুলো কি কি?
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়নের সূচক গুলো হচ্ছে- অর্থনৈতিক কল্যাণ, জাতীয় আয়, মাথাপিছু আয়, মানব উন্নয়ন।

দ্বিতীয় ২৫টি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন

১) জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
উত্তরঃ জাতীয়তাবাদের জনক বলা হয়- মাৎসিনি কে।

২) কি ধরনের জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়?
উত্তরঃ উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়।

৩) বিকৃত জাতীয়তাবাদ এর জনক কে?
উত্তরঃ বিকৃত জাতীয়তাবাদের জনক বলা হয় হিটলার কে।

৪) স্বাধীনতার একটি শর্ত রয়েছে এই শর্ত টির নাম কি?
উত্তরঃ স্বাধীনতার শর্ত হচ্ছে আইন।

৫) আইনের উদ্দেশ্য কি?
উত্তরঃ আইনের উৎস হচ্ছে ন্যায়বিচার করা।

৬) গণতন্ত্র কথাটি সংবিধানের কোথায় রয়েছে?
উত্তরঃ গণতন্ত্র কথাটি সংবিধানের প্রস্তাবনায় রয়েছে।

৭) গণতান্ত্রিক শাসনব্যবস্থা কি?
উত্তরঃ প্রতিনিধিত্বমূলক সরকার হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থা।

৮) গণতন্ত্রের সাফল্যের জন্য অন্যতম শর্ত কোনটি?
উত্তরঃ গণতন্ত্রের সাফল্যের জন্য অন্যতম শর্ত হচ্ছে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা।

৯) কোন শাসন ব্যবস্থায় দলীয় স্বার্থের প্রাধান্য থাকে?
উত্তরঃ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দলীয় স্বার্থের প্রাধান্য থাকে।

১০) সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি?
উত্তরঃ যেখানে নির্বাচিত আইনসভার নিকট দায়িত্বশীল ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ থাকে তাকে বলা হয় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা।

১১) ভারত কোন ধরনের রাষ্ট্র?
উত্তরঃ ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।

১২) অধিকার বলতে কী বোঝায়?
উত্তরঃ ব্যক্তিত্ব বিকাশের জন্য নাগরিক জীবনে যে সমস্ত সুযোগ-সুবিধা একান্তই প্রয়োজন হয় তাকে বলা হয় অধিকার।

১৩) ধর্মের অধিকার কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে?
উত্তরঃ ধর্মের অধিকার সামাজিক অধিকারের মধ্যে পড়ে।

১৪) মানুষের ভোট দানের অধিকার কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে?
উত্তরঃ ভোটদানের অধিকার রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে।

১৫) বাক স্বাধীনতার অধিকার কোন ধরনের অধিকার?
উত্তরঃ বাক স্বাধীনতার অধিকার হচ্ছে সামাজিক অধিকার।

১৬) গণপরিষদ কি?
উত্তরঃ দেশের জনগণের সংবিধান রচনার দায়িত্ব যারা পালন করে তাদেরকে একত্রে বলা হয় গণপরিষদ।

১৭) প্রস্তাবনা বলতে কী বোঝায়?
উত্তরঃ সংবিধানের ভূমিকাকে বলা হয় প্রস্তাবনা।

১৮) ঠান্ডা লড়াই এর ইংরেজি নাম কি?
উত্তরঃ ঠান্ডা লড়াই এর ইংরেজি নাম হচ্ছে Cold war।

১৯) ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ পুঁজিবাদী জোট এবং সমাজতান্ত্রিক জোট এদের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল।

২০) পুঁজিবাদী জোট এবং সমাজতান্ত্রিক জোট কোন দেশের নেতৃত্বে হয়েছিল?
উত্তরঃ পুঁজিবাদী জোট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং সমাজতান্ত্রিক জোট হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।

২১) সুয়েজ সংকট কবে হয়েছিল?
উত্তরঃ সুয়েজ সংকট হয়েছিল ১৯৫৬ সালে।

২২) দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কি?
উত্তরঃ দক্ষিণ দক্ষিণ সহযোগিতা হচ্ছে- সাউথ সাউথ কো-অপারেশন।

২৩) দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝায়?
উত্তরঃ দক্ষিণ গোলার্ধের যে সমস্ত উন্নয়নশীল দেশ রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতায় হচ্ছে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা।

২৪) সিমলা চুক্তি কি?
উত্তরঃ কাশ্মীরের সমস্যা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয় সেটাই হচ্ছে সিমলা চুক্তি।

২৫) সিমলা চুক্তি কবে হয়েছিল?
উত্তরঃ সিমলা চুক্তি হয়েছিল ১৯৭২ সালে।

তৃতীয় ২৫টি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন

১) উন্নত দেশ কাকে বলা হয়?
উত্তরঃ যে সমস্ত দেশ সমূহ উৎপাদন পদ্ধতির জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে যে সমস্ত দেশগুলোকে বলা হয় উন্নত দেশ।

২) ইনডেমনিটি অধ্যাদেশ কি?
উত্তরঃ যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে ভবিষ্যৎ বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য একটি অধ্যাদেশ জারি করা হয় সেটি হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ।

৩) ইনডেমনিটি অধ্যাদেশ কে জারি করেছিল?
উত্তরঃ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল খন্দকার মোশতাক আহমেদ।

৪) পূর্ণ কর্মসংস্থান কি?
উত্তরঃ যখন অর্থনীতিতে উৎপাদনের সকল উপকরণসমূহ সঠিকভাবে ব্যবহার করা হয় এবং উৎপাদন কার্য পরিচালনা করার জন্য সকল শ্রম প্রয়োগ করা হয়। এই শ্রম প্রয়োগের জন্য অর্থনীতিতে শ্রম শক্তি নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে দক্ষ এবং অদক্ষ শ্রমিক কর্ম ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়।

৫) রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কি কি?
উত্তরঃ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নাগরিকের প্রধান কর্তব্য। এছাড়া আরো কিছু কর্তব্য রয়েছে যেমন- নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্য রাখার জন্য সর্বদা প্রস্তুত থাকা, শাসনকার্যে সহযোগিতা করা এবং কর প্রদান করা।

৬) রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি?
উত্তরঃ রাষ্ট্রের উপাদান চারটি। যেমনঃ সরকার, জনসমষ্টি, সার্বভৌমত্ব, নির্দিষ্ট ভূখণ্ড।

৭) সরকারের বিভাগ কয়টি ও কি কি?
উত্তরঃ সরকারের সর্বমোট বিভাগ তিনটি। যেমনঃ আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ।

৮) সরকার কাকে বলে?
উত্তরঃ সরকার হলো একটি দেশের শাসন যন্ত্র অথবা শাসন সংস্থা অথবা শাসন কর্তৃপক্ষ, যার মাধ্যমে কোন একটি রাজনৈতিক এককের শাসন কর্তৃত্ব নির্বাহিত হয়।

৯) মন্ত্রণালয় কাকে বলে?
উত্তরঃ মন্ত্রণালয় হচ্ছে সরকারের বিভিন্ন শাখা যা দেশের রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত একটি প্রশাসনিক ইউনিট।

১০) পঞ্চশীল নীতি কি?
উত্তরঃ পঞ্চশীল নীতি হচ্ছে ভারত এবং চীনের মধ্যে একটি চুক্তি।

১১) পঞ্চশীল নীতি কবে সংঘটিত হয়েছিল?
পঞ্চশীল নীতি ১৯৫৪ সালে হয়েছিল ভারত এবং চীনের মধ্যে।

১২) পঞ্চশীল নীতি চুক্তির সময় ভারতের এবং চীনের প্রধানমন্ত্রী কে ছিল?
উত্তরঃ পঞ্চশীল নীতি চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল জহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিল চৌ এন লাই।

১৩) পঞ্চশীল নীতির প্রবক্তা কে?
উত্তরঃ পঞ্চশীল নীতির প্রবক্তা হচ্ছে- তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু।

১৪) পঞ্চশীল নীতিগুলো কি কি ছিল?
উত্তরঃ পঞ্চশীল নীতিগুলো হচ্ছে- শান্তিপূর্ণ সহাবস্থান, ভূখণ্ডত অখন্ডতা, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সুবিধা, অনাগ্রাসন নীতি গ্রহণ করা।

১৫) জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।

১৬) জাতিসংঘের মূল উদ্দেশ্য কি?
উত্তরঃ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের মধ্যে শান্তিরক্ষা বজায় রাখা হচ্ছে জাতিসংঘের মূল উদ্দেশ্য।

১৭) ক্ষমতার উপাদান গুলো কি কি?
উত্তরঃ ক্ষমতার উপাদান গুলো হচ্ছে- প্রাকৃতিক সম্পদ, কূটনীতি, অর্থনৈতিক সামর্থ্য, ভৌগলিক আয়তন, জনসংখ্যা, সামরিক শক্তি ইত্যাদি।

১৮) বিশ্বায়ন বলতে কী বোঝায়?
উত্তরঃ যখন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে একে অপরের সাথে অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে তখন তাকে বলা হয় বিশ্বায়ন।

১৯) বিশ্বায়নের দুইটি সুফল কি কি?
উত্তরঃ বিশ্বায়নের দুটি সুফল হচ্ছে- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং পুঁজির বিনিয়গ বৃদ্ধি।

২০) বিশ্বায়নের দুইটি কুফল কি কি?
উত্তরঃ বিশ্বায়নের দুইটি কুফল হচ্ছে- আর্থ ও সামাজিক নিরাপত্তার ক্ষুন্ন হবে এবং তৃতীয় বিশ্বের জনগণ চরমভাবে শোষিত হবে।

২১) বিশ্বায়নের উদ্দেশ্য কি?
উত্তরঃ বিশ্বায়নের উদ্দেশ্য হচ্ছে- মুক্ত বাজার অর্থনীতি গড়ে তোলা এবং কর্মী সংকোচন।

২২) কূটনীতি কি?
উত্তরঃ কূটনীতি হচ্ছে একটি নীতি।

২৩) কূটনীতি বলতে কী বোঝায়?
উত্তরঃ কূটনীতি হচ্ছে এমন একটি নীতি যার মাধ্যমে কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা নির্ধারণ করে।

২৪) জোট নিরপেক্ষতা কি?
উত্তরঃ জোট নিরপেক্ষতা হচ্ছে যখন সমাজতান্ত্রিক, পুঁজিবাদী নেতৃত্বে যোগদান না করা এবং সামরিক জোটে অংশগ্রহণ না করা।

২৫) জোট নিরপেক্ষতা উদ্ভবের কারণ কি?
উত্তরঃ জোট নিরপেক্ষতা উদ্ভবের কারণ হচ্ছে- জাতীয়তাবাদ ও অর্থনৈতিক অনাগ্রসরতা।

চতুর্থ ৩০টি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্ন

১) আন্তর্জাতিক বিচারালয় বলতে কী বোঝায়?
উত্তরঃ বিভিন্ন রাষ্ট্র থেকে একজন করে বিচারপতি নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিচারালয় গঠন করা হয় যার মেয়াদকাল থাকে নয় বছর। এটাই হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়।

২) আন্তর্জাতিক বিচারালয় কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে।

৩) জাতিপুঞ্জ কি?
উত্তরঃ লীগ অব নেশনসকে জাতিপুঞ্জ বলা হয়। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রথম বিশ্বযুদ্ধের পর সংগঠিত হয়েছিল।

৪) জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়?
উত্তরঃ জাতিপুঞ্জ গঠিত হয় ১৯২০ সালের ১০ই জানুয়ারি।

৫) জাতিপুঞ্জের সম্মেলন কোন দেশে সংঘটিত হয়?
উত্তরঃ জাতিপুঞ্জের সম্মেলন হয় ফ্রান্সের ভার্সাই নগরীতে।

৬) জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জাতিপুঞ্জের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে।

৭) জাতিপুঞ্জের উদ্দেশ্য কি?
উত্তরঃ জাতিপুঞ্জের উদ্দেশ্য শান্তিরক্ষা।

৮) জাতিপুঞ্জের অঙ্গ কয়টি ও কি কি?
উত্তরঃ জাতিপুঞ্জের অঙ্গ সর্বমোট ছয়টি। যেমনঃ সাধারণ সভা, অছি পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয় এবং আন্তর্জাতিক বিচারালয়।

৯) নয়া উদারনীতি বাদীর নাম কি কি?
উত্তরঃ নয়া উদারনীতি বাদীর নামগুলো হচ্ছে- ফ্রীডম্যান, রলম, বারলিন, হায়েক, নজিক।

১০) ফ্যাসিবাদ কাকে বলে?
উত্তরঃ ফ্যাসিবাদ হল এক দলীয় একনায়ক তন্ত্রী শাসন ব্যবস্থা।

১১) ক্ষমতার স্বতন্ত্রীকরণ কি?
উত্তরঃ আমরা সকলেই জানি সরকারের তিনটি বিভাগ রয়েছে। এই তিনটি বিভাগ একে অপরের থেকে নিয়ন্ত্রণ মুক্তভাবে এবং স্বাধীনভাবে কাজ করার যে নীতি তাকে বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ।

১২) মার্কসবাদ এর মূল উৎস গুলো কি কি?
উত্তরঃ মার্কসবাদ এর মূল উৎস গুলো হচ্ছে- ফরাসি সমাজতন্ত্র জার্মান দর্শন এবং ব্রিটিশ অর্থশাস্ত্র।

১৩) শাসন বিভাগের কাজ কি কি?
উত্তরঃ শাসন বিভাগের কাজ হচ্ছে- পররাষ্ট্রনীতি নির্ধারণ করা এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা।

১৪) উদারনীতিবাদের বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ উদারনীতিবাদের বৈশিষ্ট্য গুলো হচ্ছে- জনগণের সম্মতি, ব্যক্তির অধিকার, ব্যক্তির প্রাধান্য, ব্যক্তি স্বাধীনতা, আংশিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ।

১৫) প্রজাতান্ত্রিক সরকার বলতে কী বোঝায়?
উত্তরঃ রাষ্ট্রের সর্বোচ্চ বিচার বিভাগীয় প্রধান যখন জনগণের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচিত হয় তখন তাকে বলা হয় প্রজাতান্ত্রিক সরকার।

১৬) বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি কি?
উত্তরঃ বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম হচ্ছে- আফতাব চৌধুরী, ডক্টর হারুনুর রশিদ, ডক্টর রওনক জাহান, ডক্টর এমাজউদ্দিন আহমেদ, দিলারা চৌধুরী।

১৭) ব্যানানা রিপাবলিক কি?
উত্তরঃ যে দেশের অর্থনীতি মাত্র একটি পণ্যের উপর নির্ভরশীল থাকে তাকে বলা হয় ব্যানানা রিপাবলিক।

১৮) ব্যানানা রিপাবলিক এর উদাহরণ কি?
উত্তরঃ আফ্রিকার দেশ বতসোয়ানা শুধুমাত্র হীরা উৎপাদন ও রপ্তানির কাজে অর্থনৈতি সচল রাখে এজন্য আফ্রিকার এই দেশটি ব্যানানা রিপাবলিক।

১৯) বাংলাদেশ কোন সময় ব্যানানা রিপাবলিক ছিল?
উত্তরঃ বাংলাদেশে যখন শুধুমাত্র পাঠ উৎপাদন ও রপ্তানি করা হতো তখন বাংলাদেশ ছিল ব্যানানা রিপাবলিক। আবার বাংলাদেশ এক সময় রেডিমেড গার্মেন্টস এর উপর নির্ভরশীল ছিল, তখনও বাংলাদেশকে ব্যানানা রিপাবলিক বলা হতো।

২০) আরএমজি অর্থ কি?
উত্তরঃ আরএমজি অর্থ হচ্ছে রেডিমেড গার্মেন্টস।

২১) বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক খাত কেমন?
উত্তরঃ পূর্বে বাংলাদেশের অর্থনৈতিক খাত একমুখী থাকলেও, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক খাত বহুমুখী। তাই এখন বাংলাদেশকে ব্যানানা রিপাবলিক বলা হয় না।

২২) ফরাসি বিপ্লব কি?
উত্তরঃ যে বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে নিরঙ্কস শাসনতন্ত্র উঠে গিয়ে প্রজাতান্ত্রিক শাসনতন্ত্র গঠিত হয়েছিল, ইতিহাসে এটাকেই বলা হয় ফরাসি বিপ্লব।

২৩) ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়?
উত্তরঃ ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ১৭৮৯ সালে এবং এই বিপ্লব শেষ হয়েছিল ১৭৯৯ সালে।

২৪) ফরাসি বিপ্লব কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে।

২৫) ফরাসি বিপ্লবের মূলনীতি কি কি?
উত্তরঃ ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল- স্বাধীনতা, সমতা ও ভাতৃত্ব।

২৬) ফরাসি বিপ্লবের জনক কে?
উত্তরঃ ফরাসি বিপ্লবের জনক হচ্ছে বিখ্যাত দার্শনিক রুশো।

২৭) ফরাসি বিপ্লবের জননী কোনটি?
উত্তরঃ ফরাসি বিপ্লবের জননী বলা হয় ফ্রান্সের প্যারিস শহরকে।

২৮) ফরাসি বিপ্লবের কারণ কি ছিল?
উত্তরঃ ফরাসি বিপ্লবের কারণগুলো হচ্ছে- দুর্নীতিগ্রস্ত আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা, সামাজিক মর্যাদা ও প্রাধান্য কমে যাওয়া, খারাপ রাজস্ব ব্যবস্থা, আর্থিক সংকট ইত্যাদি।

২৯) ফরাসি বিপ্লবের ফলে সর্বশেষ ফলাফল কি ছিল?
উত্তরঃ ফরাসি বিপ্লবের ফলাফল হচ্ছে- রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী ধারনার বিকাশ, সুসংগঠিত গণতন্ত্রের ভিত্তি তৈরি, ধর্মনিরপেক্ষ রাজনীতির সূচনা, সমাজতন্ত্র ও অভিজাতন্ত্রের পতন ইত্যাদি।

৩০) বাংলাদেশ কি প্রজাতন্ত্র?
উত্তরঃ বাংলাদেশ একটি সংসদীয় প্রজাতন্ত্র।

রাষ্ট্রবিজ্ঞান ভাইভা প্রশ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা

আপনারা যদি আরো প্রশ্ন সমাধান করতে চান তাহলে আপনারা আপনাদের পরীক্ষার কোশ্চেন পেপার গুলো সংরক্ষণ করে রাখবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স করছেন।
রাষ্ট্রবিজ্ঞান-সম্পর্কিত-ভাইভা-প্রশ্ন-সম্পর্কে-গুরুত্বপূর্ণ-কথা
ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স কোর্স কমপ্লিট হওয়ার সময় আপনারা যে পরীক্ষাগুলো দেবেন এই পরীক্ষাগুলোর কোশ্চেন গুলো সংরক্ষণ করে রাখুন এবং ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নোট করে রাখুন। কারণ ওই কোশ্চেনগুলোতেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে।

এছাড়া মনে রাখবেন আপনাদের ব্যাচেলর অফ সোশ্যাল সাইন্স এর ভাইভা গুলোতে সেই কোশ্চেনগুলো থেকেই প্রশ্ন ধরা হয়।

FAQ

রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এফএকিউ দেখে নিন-

১) রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা কি কি?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা গুলো হচ্ছে- রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যকলাপ, শাসন ও ক্ষমতার ব্যবস্থা, রাজনৈতিক চিন্তা ও আচার-আচরণ, সংবিধানের সুষ্ঠু প্রয়োগ, সুষ্ঠু আইন প্রয়োগ ইত্যাদি।

২) রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি?
উত্তরঃ রাষ্ট্রের সর্ব প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের নিরাপত্তা প্রদান করা।

৩) রাষ্ট্র কত প্রকার?
উত্তরঃ রাষ্ট্র দুই প্রকার যেমন একনায়কতন্ত্র এবং গণতান্ত্রিক।

৪) বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র?
উত্তরঃ বাংলাদেশ একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র।

৫) বাংলাদেশের পূর্ব নাম এবং বর্তমান নাম কি?
উত্তরঃ স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পর বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৬) সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ সিমলা চুক্তি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে।

শেষ আলোচনা

আমি আশা করছি আপনারা রাষ্ট্রবিজ্ঞানের ভাইভা প্রশ্ন গুলো কেমন হয় সে সম্পর্কে ধারণা পেয়েছেন। আপনার কাছে যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ভালো নোট করা থাকে তাহলে আপনি অতিরিক্ত ভাবে এখানকার প্রশ্নগুলো সংযুক্ত করে নিন। অথবা আপনার যদি কোন নোট করা না থাকে তাহলে আপনি শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে গিয়েই ভাইভাতে কমন পাবেন। 

মনে রাখবেন আপনি ভাইভা পরীক্ষার জন্য যখন রাষ্ট্রবিজ্ঞানের বেশি প্রশ্ন করে যাবেন তখন আপনি সেগুলো মনে রাখতে পারবেন না। তাই এই গুরুত্বপূর্ণ রাষ্ট্র বিজ্ঞানের ভাইভা প্রশ্ন গুলো পড়ে ফেলুন। আমি আশা করছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের এই প্রশ্নগুলো ভাইভা পরীক্ষায় অনেক উপকার করবে।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url