চাকরির প্রস্তুতি সহায়ক PDF
যদি আপনি চাকরির প্রস্তুতি নিতে চান, তবে চাকরির প্রস্তুতি সহায়ক PDF সমূহ আপনাকে সঠিক কৌশল এবং গাইডলাইন প্রদান করবে। এই PDF গুলোতে আপনি চাকরি প্রস্তুতির জন্য
প্রয়োজনীয় তথ্য পাবেন, যা আপনাকে সফলভাবে প্রস্তুত হতে সহায়তা করবে। পিডিএফ
চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক মাত্র। এই পিডিএফ গুলো চাকরি
প্রার্থীদের চাকরি পাবার জন্য এক দারুণ উপকরণ হিসেবে কাজ করে।
পোস্ট সূচিপত্রঃ চাকরির প্রস্তুতি সহায়ক PDF
এই আর্টিকেল থেকে আপনারা যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
চাকরির প্রস্তুতি সহায়ক PDF
চাকরির প্রস্তুতি সহায়ক PDF গুলো চাকরি প্রস্তুতির বিভিন্ন টপিক সম্পর্কে
গুরুত্বপূর্ন তথ্য দেয়। এই PDF গুলোতে রয়েছে চাকরির পরীক্ষায় সফল হতে প্রয়োজনীয় সব
তথ্য, যা আপনাকে সঠিকভাবে এবং কম সময়ে প্রস্তুত হতে সাহায্য করবে।
এই আর্টিকেলে আপনারা প্রতিটি সাবজেক্টের জন্য বিভিন্ন ধরনের পিডিএফ পাবেন।
বিভিন্ন ধরনের পিডিএফ পাওয়ার ফলে আপনাদের যে সুবিধাটা হবে তা হল- আপনাদের যে
পিডিএফ থেকে চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সহজ মনে হবে অর্থাৎ বুঝতে সুবিধা হবে,
আপনারা সেই পিডিএফ নিয়ে নোট করে রাখবেন।
PDF গুলো নিচে দেওয়া হল -
বাংলা সাবজেক্ট PDF কালেকশন
-
বাংলা ব্যাকরণ -
-
বাংলা ব্যকরণ ফুল হ্যান্ড নোট 👇
-
কারক 👇
-
শব্দ 👇
-
সন্ধি 👇
-
বাংলা ব্যকরণ ফুল হ্যান্ড নোট 👇
- বাংলা সাহিত্য -
-
প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ হ্যান্ড নোট প্রাইমারি 👇
ইংরেজি সাবজেক্ট PDF কালেকশন
-
ইংরেজি গ্রামার -
-
১০টা গুরুত্বপূর্ণ অধ্যায় 👇
-
Preposition 👇
-
Verb 👇
-
১০টা গুরুত্বপূর্ণ অধ্যায় 👇
-
ইংরেজি সাহিত্য -
-
ইংরেজি সাহিত্য ফুল হ্যান্ড নোট 👇
-
ইংরেজি সাহিত্য ফুল হ্যান্ড নোট 👇
গণিত সাবজেক্ট PDF কালেকশন
-
পার্টিগণিত -
-
৯ম-১০ম শ্রেণি সূত্র 👇
-
৯ম-১০ম শ্রেণি সূত্র 👇
-
বীজগণিত -
-
বীজগণিত সকল সূত্র 👇
-
বীজগণিত সকল সূত্র 👇
-
জ্যামিতি -
-
জ্যামিতি হ্যান্ডনোট 👇
-
জ্যামিতি হ্যান্ডনোট 👇
-
ত্রিকোণমিতি -
-
ত্রিকোনমিতি হ্যান্ডনোট 👇
-
ত্রিকোনমিতি হ্যান্ডনোট 👇
-
পরিমিতি -
-
পরিমিতি নবম-দশম শ্রেণী অদ্ধ্যায় ১৬ 👇
-
পরিমিতি নবম-দশম শ্রেণী অদ্ধ্যায় ১৬ 👇
সাধারণ জ্ঞান PDF কালেকশন
-
বাংলাদেশ বিষয়াবলী -
-
১৯৪৭-১৯৭১ ঘটনাপ্রবাহ 👇
-
১৯৪৭-১৯৭১ ঘটনাপ্রবাহ 👇
-
আন্তর্জাতিক বিষয়াবলী -
-
১৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টপিক 👇
-
১৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টপিক 👇
সাধারণ বিজ্ঞান সাবজেক্ট PDF কালেকশন
-
এখান থেকে প্রাইমারি, বিসিএস, নিবন্ধন এবং যেকোনো পরীক্ষায় ১০০% প্রশ্ন হয়-
-
সাধারন বিজ্ঞান সব অধ্যায় হ্যান্ডনোট 👇
-
সাধারন বিজ্ঞান সব অধ্যায় হ্যান্ডনোট 👇
আইসিটি সাবজেক্ট PDF কালেকশন
-
PDF গুলো এখানে পাবেন -
-
কম্পিউটার হ্যান্ডনোট নিশ্চিত ১০ মার্ক 👇
-
কম্পিউটার হ্যান্ডনোট নিশ্চিত ১০ মার্ক 👇
PDF সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কথা
মনে রাখবেন শুধুমাত্র পিডিএফ পড়ে কখনো চাকরির পরীক্ষায় ভালো করা যায় না।
পিডিএফ কেবলমাত্র আপনাকে সহায়তা করবে চাকরির প্রস্তুতি এগিয়ে যাওয়ার জন্য।
পিডিএফ মোবাইলে ডাউনলোড করে পড়ার মাধ্যমে কখনো চাকরি পাওয়া যাবে না।
আরো পড়ুনঃ ব্যাংক সম্পর্কিত ভাইভা প্রশ্ন
তাই এই পিডিএফ গুলো ডাউনলোড করার পর আপনাকে খাতায় নোট করে রাখতে হবে। আপনি যদি
পূর্বেই কোন সাবজেক্ট খাতায় নোট করে রাখেন, তাহলে আমার এই আর্টিকেলের পিডিএফ
গুলো নিয়ে আপনার নোটে তথ্যগুলো অ্যাড করে নিন।
এভাবে আপনি যদি পিডিএফ গুলো খাতায় নোট করে রেখে দেন তাহলে আপনি অন্যান্য
চাকরি প্রার্থীদের থেকে অনেক এগিয়ে যাবেন। এছড়া চাকরির ভাইভা পরীক্ষাতেও
ইনশাল্লাহ ভালো করতে পারবেন। কারণ এই পিডিএফগুলো থেকে আপনি শুধু চাকরির
পরীক্ষায় কমন পাবেন বিষয়টি এমন নয়। অর্থাৎ আপনি ভাইভাতেও এই পিডিএফগুলো থেকে
কমন পেতে পারেন।
বই পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়ক পিডিএফ সংগ্রহ করুন এবং আপনার নোট করা
খাতায় সেই পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ ইম্পরট্যান্ট তথ্যগুলো লিখে রাখুন।
চাকরির পরীক্ষায় টিকতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ সিলেবাস ফলো করে কৌশলগতভাবে
এগিয়ে যেতে হবে। আমার আর্টিকেলের এই পিডিএফ গুলোই আপনাকে বিভিন্ন সাবজেক্টে
কৌশলগত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ।
বিসিএস প্রিলিমিনারি বই তালিকা
চাকরির জন্য কোন বই ভালো হবে তা জানার জন্য আপনারা অনেকেই সার্চ করে থাকেন।
এজন্য আমি এখন আপনাদের চাকরির প্রস্তুতির জন্য সেরা বই কোনগুলো তা তুলে ধরব।
প্রথমেই মনে রাখবেন যে কোন চাকরির পরীক্ষায় টিকতে হলে আপনাকে কৌশলী হতে হবে।
বেশি পড়লেই চাকরিতে টেকা যাবে এই কথাটি ভুল।
আপনাকে লিমিটেড কিছু বই বাছাই করতে হবে এবং সেই বইগুলো বারবার পড়ে রিভিশন
দিতে হবে। আপনি যদি একটি সাবজেক্ট এর উপরে বিভিন্ন বই কিনেন তাহলে আপনি কোন
বই পড়ে শেষ করবেন? এজন্য শুধুমাত্র একটি বইকে টার্গেট করুন।
বিসিএস প্রিলিমিনারিতে টেকার জন্য এত বই পড়ার দরকার নেই। এতো বই পড়ে মনে
রাখা সম্ভব নয়। বিসিএস প্রিলিমিনারিতে টেকার জন্য যে সমস্ত বই কেনা জরুরী তা
নিচে দেওয়া হল-
- একসেট গাইড বই যেকোনো প্রকাশনীর। (যেমনঃ MP3, জর্জ বা অন্যান্য)
- ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনোম'স জব সল্যুশন। (টপিকভিত্তিক জব সল্যুশন)
- ইউনিক বা প্রিসেপটর্স বা ইনসেপশন বিসিএস প্রিলিমিনারি ডায়জেস্ট। (যেকোনো ১টি)
- বাংলার জন্য বাংলা অগ্রদূত বই।
- গণিতের ম্যাথ ককটেল বই।
- ইংরেজির জন্য Need English Grammar।
উপরের এই কয়টা মাত্র বই কিনলেই আপনার বিসিএস প্রস্তুতি অনেক গোছানো হবে।
কিভাবে আপনি এই বইগুলো দিয়ে গুছিয়ে প্রিপারেশন নিবেন তা জানার জন্য নিচে
পড়ুন।
চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন
১) চাকরির একটি গোছানো প্রস্তুতি নেওয়ার পূর্বে আপনাকে উপরের বইগুলো কিনে
নিতে হবে। উপরের বই গুলো কেনার পরে আপনাকে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক
বিষয়াবলী, ভূগোল, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, সাধারন বিজ্ঞান,
কম্পিউটার, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এই সাতটা সাবজেক্ট ইউনিক ডাইজেস্ট থেকে
পড়ে ফেলতে হবে।
২) ইউনিক ডাইজেস্ট থেকে আপনি যে বিষয়টি পড়বেন সে বিষয়টির প্রিভিয়াস
কোশ্চেন গুলো গাইড বয়ে গিয়ে শেষ করে ফেলবেন। মনে রাখবেন, প্রিভিয়াস
কোশ্চেন গুলো পড়ার সময় আপনার ডাইজেস্টের কোন তথ্য যদি নাও থাকে তবুও আপনি
টানা মুখস্ত করে ফেলবেন।
৩) এভাবে প্রতিটি চ্যাপ্টার ডাইজেস্ট থেকে রিডিং পড়ুন এবং প্রিভিয়াস ইয়ার
কোশ্চেন গুলো গাইড বই থেকে পড়ে ফেলুন। বাংলা ব্যাকরণের জন্য আপনাকে পড়তে
হবে অগ্রদূত বই। অর্থাৎ বাংলা ব্যাকরণের জন্য ডাইজেস্ট থেকে পড়া যাবে না।
৪) ম্যাথ খুব সুন্দরভাবে শর্টকাটে শেখার জন্য ম্যাথ ককটেল বইটি খুবই
গুরুত্বপূর্ণ। আপনি ঘরে বসেই এই বইটির মাধ্যমে পরিপূর্ণ প্রিপারেশন নিতে
পারবেন। কারণ এই বইতে দেওয়া রয়েছে কিউআর কোড। প্রতিটি অংকের পাশেই আপনি এই
কিউআরকোড স্ক্যান করে অংক গুলো শিখে ফেলতে পারবেন ইউটিউবে ভিডিও দেখার
মাধ্যমে।
৫) ইংরেজি একদম বেসিক থেকে শুরু করার জন্য আপনি পড়তে পারেন নিড ইংলিশ
গ্রামার। এই বইটি অনেক জনপ্রিয় একটি বই। আপনি যদি চাকরির পরীক্ষায় ইংরেজিতে
Boss হতে চান তাহলে এই বইটি ছাড়া আপনি Boss হতে পারবেন না। এই বইয়ের
লেখক মোঃ রফিক ইউটিউবে প্রতিটি চ্যাপ্টারের ক্লাস গুলো ফ্রিতে দিয়ে দিয়েছে।
আপনি এই ফ্রি ক্লাস গুলো দেখে এই বইটি শেষ করতে পারবেন।
৬) সবগুলো বই শেষ হয়ে গেলে আপনাকে বারবার রিভিশন দিতে হবে। বিশেষ করে বিগত
বছরের প্রশ্নগুলো বেশি বেশি রিভাইস দিতে হবে।
৭) রিভিশন দেওয়ার পর ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বা ফেনোম'স জব সল্যুশন বইটি
গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ এখানে বিগত বছরের সমস্ত কোশ্চেন গুলো এক
জায়গায় চ্যাপ্টার ভিত্তিক পেয়ে যাবেন। এই জন্য জব সলিউশন পরীক্ষা
প্রস্তুতির প্রথমেই পড়ার দরকার নেই। জব সল্যুশনে কোন প্রশ্ন
শ্রেণীবদ্ধভাবে দেওয়া থাকে না। আপনি যদি এভাবে স্কেটারভাবে প্রিপারেশন নেন
তাহলে আপনি চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন না।
আপনি যদি উপরের এই নিয়মগুলো অনুসরণ করার প্রিপারেশন নেন তাহলে যেকোনো চাকরির
পরীক্ষায় ভালো করতে পারবেন। সেটা প্রাইমারি হোক বা এনটিআরসি হোক, কিংবা নন
ক্যাডার হোক, কিংবা অন্য যেকোনো সরকারি প্রতিষ্ঠান হোক। আপনি যদি এই নিয়ম
মেনে প্রিপারেশন নেন তাহলে মাত্র একটি প্রিপারেশনে সব পরীক্ষায় টিকতে
পারবেন।
ফেনোম’স প্রিভিয়াস এমসিকিউ বই
আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ব্যাখ্যা সহ পড়তে চান তাহলে
ক্র্যাক বই না পড়ে ফেনোম’স প্রিভিয়াস এমসিকিউ বইটি পড়তে পারেন। যেহেতু
ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বইয়ে ব্যাখ্যাসহ দেয়া নাই সেহেতু ক্র্যাক বইতে
একটু বেশি প্রশ্ন দেওয়া রয়েছে।
আবার যেহেতু ফেনোম’স প্রিভিয়াস এমসিকিউ বইয়ে ব্যাখ্যা সহ দেয়া আছে,
সেহেতু এখানে ক্র্যাক এমসিকিউ প্রিভিয়াস বইয়ের চেয়ে একটু কম প্রশ্ন
দেওয়া রয়েছে। তাই লাইব্রেরীতে গিয়ে যাচাই-বাছাই করে যে কোন একটি বই কিনে
পড়াশোনা শুরু করুন।
আরো পড়ুনঃ
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক
তবে আমার মতে ফেনোম’স না কিনে ক্র্যাক বইটি কেনা অনেক ভালো। আপনি বিভিন্ন
ব্যাখ্যা সমূহ ডাইজেস্ট থেকে পড়বেন। তাই আপনার আলাদাভাবে ব্যাখ্যা পড়ার
প্রয়োজন নেই। তবুও আপনি যদি চান ব্যাখ্যাগুলো আলাদাভাবে পড়বেন তাহলে
ফেনোম’স নিতে পারেন।
চাকরি প্রস্তুতির মডেল টেস্ট
চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে সিলেবাস শেষ করে অবশ্যই মডেল টেস্ট
পরীক্ষা দিতে হবে। মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য প্রথমেই মডেল টেস্ট
বইগুলো পড়বেন না।
মডেল টেস্ট দেওয়ার জন্য প্রথমে একটি প্রফেসর্স বা ওরাকলের অথবা যে
কোন প্রকাশনীর জব সলিউশন কিনে আনুন। এই জব সল্যুশন থেকে আপনি বিগত বছরের
বিসিএস সহ বিভিন্ন নন ক্যাডারে আসা কোশ্চেন গুলো না দেখে মডেল টেস্ট
দেওয়ার চেষ্টা করুন।
এতে করে আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশন ভালো হয়েছে নাকি খারাপ
হয়েছে। যদি আপনি এখানকার প্রশ্নগুলো না পারেন তাহলে বুঝবেন আপনার
প্রিপারেশন ভালো হয়নি। আর প্রিপারেশন ভালো না হলে পুনরায় আপনাকে
ভালোভাবে সাবজেক্ট গুলো রিভিশন দিতে হবে।
আপনি যদি দেখেন জব সল্যুশনের সব প্রশ্ন পারছেন তাহলে আপনি বাজার থেকে
নতুন একটি মডেল টেস্ট বই কিনে আনুন এবং পরীক্ষা দিতে থাকুন। এভাবে যদি
আপনি প্রস্তুতি নেন তাহলে আপনাকে কোন কোচিং সেন্টারে মডেল টেস্ট দেওয়ার
জন্য যেতে হবে না।
FAQ
এই আর্টিকেল এর কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন-
১) চাকরির পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে বেশি হয়?
উত্তরঃ চাকরির পরীক্ষার ১০০ ভাগের মধ্যে ৬০ থেকে ৮০ ভাগ প্রশ্ন বিগত বছরের
হয়ে থাকে। সুতরাং যেকোনো চাকরির পরীক্ষায় টিকতে হলে আপনাকে বিগত বছরের
প্রশ্নগুলো একটাও ভুল করা যাবে না।
২) চাকরির প্রস্তুতির সেরা জব সল্যুশন কোনটি?
উত্তরঃ চাকরির প্রস্তুতির জন্য সেরা জব সলিউশন দুইটা- ১) ক্র্যাক প্রিভিয়াস
এমসিকিউ জব সল্যুশন এবং ২) ফেনোম'স জব সল্যুশন।
৩) চাকরির প্রস্তুতিতে পিডিএফ থেকে কি উপকার পাবো?
উত্তরঃ চাকরির প্রস্তুতিতে পিডিএফ গুলো আপনাকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ
তথ্য প্রদান করবে এবং গুছিয়ে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
৪) বিসিএস প্রস্তুতি নিতে কতদিন লাগে?
উত্তরঃ বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে কতদিন লাগবে সেটি নির্ভর করে
পূর্বের প্রস্তুতির উপর। যাদের বেসিক ভালো থাকে তারা খুব তাড়াতাড়ি
প্রস্তুতি গুছিয়ে নিতে পারে। যাদের বেসিক একটু খারাপ থাকে তাদের প্রস্তুতি
গুছিয়ে নিতে ১ থেকে ১.৫ বছর লেগে যায়।
৫) বিসিএস ক্যাডার হতে কত সময় লাগে?
উত্তরঃ বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন শেষ করে ভাইভা দেওয়ার পরে সাধারণত ১
থেকে ১.৫ বছর সময় লাগে ক্যাডার হতে।
৬) প্রাইমারির জন্য কোন বই ভালো?
উত্তরঃ প্রাইমারির জন্য আপনি যেকোনো বই পড়তে পারেন। কিন্তু মনে রাখবেন
প্রাইমারির জন্য বিগত বছরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিসিএস
এর প্রশ্ন এবং প্রাইমারির বিগত প্রশ্নগুলো যদি শেষ করতে পারেন তাহলে
নিশ্চিত আপনার প্রাইমারিতে চাকরি হবে।
৭) প্রাইমারির জন্য প্রস্তুতি কিভাবে নিব?
উত্তরঃ প্রাইমারির প্রস্তুতি ভালোভাবে নিতে হলে আপনাকে সর্বপ্রথম সিলেবাস
বুঝতে হবে। কারণ প্রাইমারির সিলেবাস বিসিএস এর মত এত বড় হয় না।
৮) নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় কি?
উত্তরঃ নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় হচ্ছে সর্বপ্রথম সিলেবাস বুঝে
প্রতিটি অধ্যায় শেষ করা। প্রতিটি অধ্যায়ের বিগত বছরের বিসিএস, নন
ক্যাডার, নিবন্ধন এবং প্রাইমারির প্রশ্নগুলো পড়তে হবে।
শেষ মন্তব্য
আপনার চাকরির প্রস্তুতি আরও সহজ করতে চাকরির প্রস্তুতি সহায়ক PDF ব্যবহার
করুন। এই PDF গুলোতে চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য এবং টিপস দেওয়া রয়েছে,
যা আপনাকে সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করবে।