মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি | মেডিকেল প্রমোশন অফিসারের বেতন
আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই-বোন রয়েছেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে
মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি সে সম্পর্কে। তাই আজকে আমি এই বিষয়ে
বিস্তারিতভাবে আপনাদের সকল তথ্য প্রদান করব। এখানে আপনারা আরো পাবেন মেডিকেল প্রমোশন অফিসার ট্রেনিং এর সম্পূর্ণ গাইড লাইন।
এছাড়া মেডিকেল প্রমোশন অফিসারের বেতন কেমন হয় সে সম্পর্কেও আপনারা এখানে
বিস্তারিত আলোচনা পাবেন। তাই সমস্ত তথ্য জানার জন্য এই আর্টিকেলটি প্রথম থেকে
শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। ইনশাল্লাহ আজকের পর থেকে মেডিকেল প্রমোশন
অফিসার সম্পর্কে আপনার কোন তথ্য অজানা থাকবে না।
সূচিপত্র: মেডিকেল প্রমোশন অফিসারের কাজ, বেতন ও ট্রেনিং
- ভূমিকা
- মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি
- মেডিকেল প্রমোশন অফিসারের বেতন
- মেডিকেল প্রমোশন অফিসারদের সুবিধা
- মেডিকেল প্রমোশন অফিসারদের অসুবিধা
- মেডিকেল প্রমোশন অফিসারের কাজ সহজে করার উপায়
- ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা
- মেডিকেল প্রমোশন অফিসার পদোন্নতি
- মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ কবে হয়
- ঔষধ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ
- মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ প্রশ্ন
- মেডিকেল প্রমোশন অফিসার ট্রেনিং
- Medical promotion officer training free course
- FAQs
- উপসংহার
ভূমিকা: মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি
এমপিও দের কাজ হল স্বাস্থ্যসেবা পণ্য ও সেবার প্রচারে বিশেষজ্ঞ ব্যক্তি হিসেবে
কাজ করা। MPO রা ডাক্তার, কেমিস্ট এবং অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের সাথে
যোগাযোগ করে এবং নতুন চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের তথ্য প্রদান করে। এর মাধ্যমে
তারা ব্র্যান্ড বা পণ্যের প্রচার ও বিক্রয় বৃদ্ধি করে।
এই পদের জন্য দক্ষ কমিউনিকেশন এবং মেডিকেল জ্ঞানের সমন্বয় প্রয়োজন। মেডিকেল
প্রমোশন অফিসাররা চিকিৎসকদের মাঝে পণ্যের বৈশিষ্ট্য এবং উপকারিতা সম্পর্কে
সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করে।
মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি
মেডিকেল প্রমোশন অফিসারদের মূলত ৪ ধরনের কাজ করতে হয়। নিম্নে এই চার
ধরনের কাজগুলো বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
মেডিকেল প্রমোশন অফিসারদের ৪টি কাজঃ
ডক্টর ভিজিট করাঃ কোম্পানির বিভিন্ন ধরনের ঔষধের গুনাগুন সম্পর্কে
ডাক্তারকে জানানোর জন্য মেডিকেল প্রমোশন অফিসারদের ডক্টর ভিজিট করতে হয়।
কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন করে এবং এই
ঔষধগুলো মেডিকেল প্রমোশন অফিসারদের মাধ্যমে ডক্টরদের কাছে পৌঁছায়। সুতরাং
বুঝতে পারছেন ডক্টর ভিজিট করতে হলে আপনাকে ডিটেইলিং এ দক্ষ হতে হবে।
ডক্টরকে দিয়ে প্রেসক্রাইব করানোঃ প্রেসক্রিপশনে আপনার কোম্পানির
ঔষধগুলো লেখানোর জন্য সর্বপ্রথম আপনাকে ভালোভাবে ডিটেইলিং করতে হবে। তবে আপনি
ডাক্তারকে দিয়ে প্রেসক্রাইব করাতে পারবেন।
প্রেসক্রিপশন জরিপঃ ডক্টর আপনার কোম্পানির ঔষধ লিখছে কিনা তার জন্য
আপনাকে প্রেসক্রিপশন জরিপ করতে হবে। এর জন্য আপনি বিভিন্ন রোগীদের প্রেসক্রিপশন
তাদের অনুমতি নিয়ে জরিপ করতে পারেন।
অর্ডার রিসিভঃ মার্কেটে গিয়ে আপনাকে মোবাইলের মাধ্যমে অর্ডার রিসিভ করে
পাঠাতে হবে। আপনার পাঠানো অর্ডার একজন সেলস রিপ্রেজেন্টেটিভ মার্কেটে এনে পৌঁছে
দিবে এবং টাকা কালেকশন করবে।
সুতরাং বোঝা যাচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজ শুধুমাত্র মোবাইলের মাধ্যমে
অর্ডার রিসিভ করে পাঠানো এবং সেলস রিপ্রেজেন্টেটিভ এর কাজ হচ্ছে সেই অর্ডার করা
ঔষধগুলো মার্কেটের দোকানে দোকানে গিয়ে পৌঁছে দেওয়া।
মেডিকেল প্রমোশন অফিসারের বেতন
MPO দের বেতন প্রাথমিক অবস্থায় ২০ হাজার টাকার আশেপাশে থাকে। তবে সময় বাড়ার
সাথে সাথে বেতন বাড়তে থাকে। সাধারণত এক বছর পরেই বেতন ৫ হাজার টাকা বাড়ে।
আপনি
যদি ঔষধ কোম্পানিতে মনোযোগের সহিত পাঁচ থেকে দশ বছর চাকরি করতে পারেন তাহলে
আপনার বেতন ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি নির্ভর করছে
সম্পূর্ণ আপনার কাজের দক্ষতার উপর এবং পদোন্নতির উপর।
তাই আপনি যদি একজন দক্ষ এবং কর্মঠ ব্যক্তি হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবত সততার
সহিত ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান, তাহলে আপনার বেতন এভারেজ ৩০ থেকে
৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আপনি যত পদোন্নতি অর্জন করবেন আপনার বেতন
আস্তে আস্তে তত বাড়তে থাকবে।
বেতনের নমুনাঃ
বেতন উপাদান | প্রতিমাসে (টাকা) | মন্তব্য |
---|---|---|
মূল বেতন (Basic Salary) | ১৫,০০০ – ২২,০০০ | কোম্পানিভেদে ভিন্ন হতে পারে। |
টি.এ/ডি.এ (TA/DA) | ৫,০০০ – ১০,০০০ | প্রতিদিন ভিজিটের উপর নির্ভরশীল। |
ইনসেনটিভ (Sales Incentive) | ২,০০০ – ১৫,০০০+ | টার্গেট পূরণ করলে বৃদ্ধি পায়। |
মোবাইল বিল (Mobile Allowance) | ৫০০ – ১,০০০ | অধিকাংশ কোম্পানি দিয়ে থাকে। |
মেডিকেল এলাউন্স | ১,০০০ – ২,০০০ | কিছু কোম্পানি মেডিকেল সুবিধা দেয়। |
মোট সম্ভাব্য আয় | ২৫,০০০ – ৫০,০০০+ | অভিজ্ঞতা ও কোম্পানির উপর নির্ভর করে |
মেডিকেল প্রমোশন অফিসারদের সুবিধা
*আপনি যদি ঔষধ কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে ভালোভাবে চাকরি করতে
পারেন এবং প্রতি মাসে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তাহলে আপনি একসময়
উচ্চপর্যায়ে যেতে পারবেন।
*আপনি যখন ধীরে ধীরে কোম্পানির উচ্চতর স্তরে পৌঁছাবেন তখন আপনি কোম্পানি থেকে
গাড়ি পাবেন ড্রাইভার সহ।
*এছাড়া বছরে বিদেশ ভ্রমণের সুযোগ থাকে প্রত্যেকটি মেডিকেল প্রমোশন অফিসারদের।
*আপনারা আরো পাবেন প্রতিটি উৎসবে বোনাস।
*ভালো পারফরম্যান্স দেখাতে পারলে কোম্পানি থেকে আপনি বিভিন্ন ধরনের গিফট পাবেন।
*বেতন থেকে সামান্য কমিশন প্রতিমাসে প্রদান করার মাধ্যমে আপনি কোম্পানি থেকে
মোটরবাইক কিনতে পারবেন।
মেডিকেল প্রমোশন অফিসারদের আরেকটি বড় সুবিধা হচ্ছে এই চাকরিতে চার দেওয়ালের
মধ্যে থাকতে হয় না। আপনি সব সময় বাইরে সবার সাথে গল্প করে এবং চা খেয়ে সময়
কাটাতে পারবেন ও আপনার কাজ চালিয়ে যেতে পারবেন।
মেডিকেল প্রমোশন অফিসারদের অসুবিধা
ছুটি কমঃ যারা মেডিকেল প্রমোশন অফিসারে চাকরি করতে চান তাদের বেশ কিছু
বিষয় মাথায় রেখে চাকরি করা উচিত। যেমন এই সেক্টরে খুব কম ছুটি পাওয়া যায়।
অর্থাৎ আপনি ঈদের ছুটি ছাড়া আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন না।
দূরে পোস্টিংঃ এছাড়া এই প্রফেশনের আরো একটি বড় সমস্যা হচ্ছে- এই চাকরি
নিজ জেলা বা উপজেলায় করা যায় না। এই চাকরি সাধারণত নিজ জেলা থেকে অনেক দূরে
প্রদান করা হয়। তাই মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নিয়েই আপনাকে এই চাকরিতে
আসতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে নিজ জেলাতেই আপনি আপনার
পোস্টিং পেতে পারেন। তবে এটা সম্ভাবনা ১০০ এর মধ্যে ১% মাত্র।
প্রেসক্রিপশন জরিপ সমস্যাঃ মেডিকেল প্রমোশন অফিসারদের আরেকটি অন্যতম
সমস্যা হচ্ছে প্রেসক্রিপশন জরিপ করা। আমরা জানি মেডিকেল প্রমোশন অফিসারদের
প্রেসক্রিপশন জরিপ করার জন্য রোগীদের প্রেসক্রিপশন দেখার প্রয়োজন পড়ে। এ
ক্ষেত্রে আপনি যখন কোন রোগীর কাছে প্রেসক্রিপশন চাইবেন তখন তারা বিরক্ত হতে
পারে। এজন্য অনেককেই দেখা যায় মেডিকেল প্রমোশন অফিসারের সাথে খারাপ ব্যবহার
করতে।
ক্রেডিট সমস্যাঃ বাংলাদেশের অনেক ভালো ভালো ঔষধ কোম্পানি আছে যারা এখনো
বাকিতে ঔষধ বিক্রি করে। যার ফলে মাস শেষে বাকি টাকা গুলো উত্তোলন করতে অনেক
পরিশ্রম করতে হয়। অনেক সময় দেখা যায় একটি দোকানে টাকা কালেকশন করার জন্য তিন
থেকে চারবার যাওয়ার প্রয়োজন পড়ে। আবার ঔষধ কোম্পানির আরেকটি বড় সমস্যা
হচ্ছে- আপনি যতক্ষণ বাকিতে বিক্রি করা ঔষধের টাকা উত্তোলন করতে না পারবেন
ততক্ষণ আপনি বেতন পাবেন না।
টার্গেট পূরনঃ প্রতি মাসে ঔষধ কোম্পানি আপনাকে একটি টার্গেট প্রদান
করবে। সে টার্গেট অনুসরণ করে আপনাকে ঔষুধ মার্কেটে বিক্রি করতে হবে। টার্গেট
ফিলাপ না হলে আপনি বেতন পেতেও পারেন আবার নাও পেতে পারেন। এটি সম্পূর্ণ নির্ভর
করছে এরিয়া ম্যানেজার কেমন তার ওপর।
প্রচুর পরিশ্রমঃ মেডিকেল প্রমোশন অফিসারদের অনেক পরিশ্রম করতে হয়।
যেমন- তাদের খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ৮টা থেকে ৮:১৫ মিনিটের মধ্যে একটি
নির্দিষ্ট জায়গায় অবস্থিত হয়ে প্রেজেন্ট দিতে হয়। এরপর একদম দুপুর পর্যন্ত
আপনাকে কাজ করতে হবে। দুপুরে এক থেকে দুই ঘন্টা রেস্ট নেওয়ার পরে পুনরায়
আপনাকে ডাক্তার ভিসিট করতে এবং অর্ডার গ্রহণ করতে মার্কেটে নেমে পড়তে হবে।
কাজ শেষের নির্দিষ্ট কোন টাইম নেইঃ এই পেশাতে রাত কয়টার সময় আপনার
ক্লোজিং শেষ হবে এটা বলা কঠিন। তবে নরমালি দেখা যায় রাত ১০ টা থেকে ১১ টার
মধ্যে ক্লোজিং শেষে বাসায় আসা যায়। সুতরাং উপরের আলোচনা থেকে বুঝতে পারছি ঔষধ
কোম্পানিতে সর্বমোট সারাদিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করার প্রয়োজন পড়ে।
মেডিকেল প্রমোশন অফিসারের কাজ সহজে করার উপায়
যারা প্রথম অবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ করতে যাবেন তাদের কাজ করতে
অনেক সমস্যা হবে। কারণ এখানে একই সঙ্গে ডক্টর ভিজিট এবং অর্ডার কালেকশন করার
প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট এরিয়া ভাগ করে দেওয়া হবে।
কোন এরিয়াতে কখন কাজ করতে হবে এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে প্রথম
অবস্থায় MPO দের কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
মেডিকেল প্রমোশন অফিসার পদে যোগদান করার পরে আপনি প্রথমে আপনার সহযোগীদের কাছ
থেকে একটি রুটিন লিখে নিবেন। অর্থাৎ সপ্তাহে ৭ দিন কোন সময়ে কোথায় ডঃ ভিজিটে
যাওয়া লাগবে এবং সপ্তাহে সাত দিন কোন সময়ে অর্ডার কালেকশন করতে হবে তার একটি
সময়সূচি তৈরি করুন।
এভাবে আপনি যদি সাত দিনের একটি কাজের পরিকল্পনা তৈরি করে ফেলতে পারেন তাহলে
দেখবেন প্রতিদিনের কাজ সময়মত করতে অনেক সহজ হবে। এভাবে আপনি আস্তে আস্তে এই
কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন।
ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা
ঔষধ কোম্পানিতে আপনারা যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী, স্নাতক বা মাস্টার
পাস করে চাকরি করতে পারবেন। ঔষধ কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে এসএসসি এবং
এইচএসসিতে সায়েন্স থাকা ভালো। কারণ ঔষধ কোম্পানিতে চাকরি করতে হলে আপনাকে
বায়োলজি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ২০টি ঔষধ কোম্পানি
বাংলাদেশের ১ থেকে ২০ নম্বরের মধ্যে যে সমস্ত ভালো ভালো ঔষধ কোম্পানি রয়েছে
তাদের মধ্যে কিছু কিছু ঔষধ কোম্পানি শুধুমাত্র সাইন্স ব্যাকগ্রাউন্ডের
স্টুডেন্টদের নিয়ে থাকে। তবে বাংলাদেশের স্বনামধন্য কিছু ঔষধ কোম্পানি যেমন
একমি এবং ড্রাগ ইন্টারন্যাশনাল সাইন্স, আর্টস এবং কমার্স সকল স্টুডেন্টদের
নিয়োগ দেয়।
যে সমস্ত ঔষধ কোম্পানিগুলো আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট নিয়োগ
দেয়, সে সমস্ত ঔষধ কোম্পানিগুলোর ট্রেনিং অত্যন্ত ভালো হয়। কারণ তাদের
ট্রেনিংয়ে বায়োলজি সম্পর্কে ফুল ধারণা দেওয়া হয়। যেহেতু কমার্স এবং আর্টস
ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের বায়োলজি সম্পর্কে পূর্ব ধারণা থাকে না সেহেতু এই
ট্রেনিং করানো হয়।
আর আপনারা যারা এইচএসসি পাশ করে ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান তাহলে আপনাদের
এস আর পদে চাকরি করতে হবে। এস আর মানে হল সেলস রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ
কোম্পানির যাবতীয় ঔষধের বিক্রয়ের কাজ আপনাকে করতে হবে।
মেডিকেল প্রমোশন অফিসার পদোন্নতি
মেডিকেল প্রমোশন অফিসারের পদোন্নতি খুব তাড়াতাড়ি হয়। ঔষধ কোম্পানিতে এই
প্রফেশন থেকে পদোন্নতির মাধ্যমে অনেক উচ্চপর্যায়ে যাওয়া যায়।
এক্ষেত্রে প্রতি মাসে মেডিকেল প্রমোশন অফিসারদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন
পড়ে। যারা পরীক্ষাগুলোতে ভালো ভালো করে তারাই পর্যায়ক্রমিকভাবে পদোন্নতি লাভ
করে। যেমনঃ
- MPO
- Senior MPO
- Area Manager
- Senior Manager
- Regional Manager
- Assistant Manager
- General Manager
- National Manager
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
ঔষধ কোম্পানির চাকরি কিভাবে পাওয়া যায় এবং নিয়োগ সংক্রান্ত তথ্য অনেকেই
খুঁজে পান না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে- ঔষধ কোম্পানিতে প্রতিমাসে
সার্কুলার দেয়। তাই আপনারা প্রতি মাসে তাদের ওয়েবসাইটে খোঁজ খবর রাখবেন। অথবা
প্রতিমাসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি গুলো লক্ষ্য
রাখবেন।
ঔষধ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ
বিজ্ঞপ্তি দেখার পরে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের ফরমাল পোশাকে
ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। এখানে আপনাকে প্রাথমিকভাবে বাছাই করার জন্য একটি
লিখিত এমসিকিউ পরীক্ষা ও ভাইভা অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে এই পরীক্ষায় টেকা হয়ে গেলে সেই দিনই আপনাকে তারা বলে দিবে যে-
কবে থেকে ট্রেনিং শুরু হবে সে সম্পর্কে। অথবা মোবাইলের মাধ্যমেও আপনাকে জানিয়ে
দিতে পারে কবে থেকে ট্রেনিং শুরু হবে।
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ প্রশ্ন
প্রাথমিক বাছাই পরীক্ষায় ৫০ মার্ক থেকে ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হতে
পারে। প্রতিষ্ঠান ভেদে মার্ক কম বেশি হতে পারে। এই এমসিকিউ পরীক্ষাগুলোতে
সাধারণ জ্ঞানের বেসিক প্রশ্ন, বাংলা থেকে বেসিক প্রশ্ন, গণিত থেকে বেসিক প্রশ্ন
এবং ইংরেজি থেকে বেসিক প্রশ্ন হয়ে থাকে।
মেডিকেল প্রমোশন অফিসার ট্রেনিং
প্রাথমিক বাছাই শেষে সকলকেই ট্রেনিংয়ের জন্য যেতে হয়। এই ট্রেনিং দুই থেকে
তিন মাস পর্যন্ত চলতে থাকে। ঔষধ কোম্পানিতে কাজ করার জন্য যে সমস্ত বিষয় জানা
প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো এই ট্রেনিংয়ে এ টু জেড শেখানো হয়।
যেমনঃ মানুষের হিউম্যান বডি ও ঔষধের জেনেরিক নাম। যারা ভেটেনারিতে যোগদান করতে
চান তাদেরকে পশু পাখির বডি ও পশুপাখির জেনেরিক ঔষধ সম্পর্কে শেখানো হয়।
প্রতিদিন ট্রেনিং শুরু হয় সকাল ৯ টা থেকে এবং ট্রেনিং শেষ হয় বিকাল ৪টা বা
৫টায়।
প্রতিদিন ট্রেনিংয়ে আপনাকে একটি করে শীট প্রদান করবে। এই শীট আপনাকে রাতে
পড়তে হবে এবং পরের দিন শীটের ওপরে লিখিত ও ভাইভা পরীক্ষা দিতে হবে। অর্থাৎ
প্রতিদিন আপনাকে নতুন করে শীট দিবে এবং পরের দিন সেই শীট মোতাবেক লিখিত ও ভাইভা
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এভাবে ট্রেনিং শেষ হওয়ার পরে আপনাদের কয়েকদিনের ছুটি দেওয়া হবে। চাকরিতে
যোগদানের পূর্বে আপনাকে তাদের মেইন অফিসে আমন্ত্রণ জানাবে এসএমএসের মাধ্যমে।
আপনারা মেইন অফিসে যাওয়ার পরে সেখানে কাগজপত্র জমা দিয়ে এর পরেই জানতে পারবেন
আপনার পোস্টিং কোথায় হয়েছে।
Medical promotion officer training free course
মনে রাখবেন যেহেতু মেডিকেলে সকল টার্ম ইংরেজিতে ব্যবহৃত হয় সেহেতু আপনাকে
ইংলিশে ট্রেনিং কমপ্লিট করতে হবে। বোঝার সুবিধার্থে আপনি ইংরেজি লেখাগুলো
Google Translate ব্যবহার করে
বাংলায় নোট করে রাখতে পারবেন।
প্রতিটি ক্লাসের প্রতিটি গুরুত্বপূর্ণ সেকশন গুগল ট্রান্সলেট এর মাধ্যমে
বাংলায় অনুবাদ করে, প্রতিটি ইংরেজি সেকশনের পাশে লিখে রাখবেন। এভাবে অনুবাদ
করে করে পড়লে আপনি আস্তে আস্তে হিউম্যান বডির প্রতিটি বিষয় সম্পর্কে অবগত
হতে পারবেন।
মেডিকেল প্রমোশন অফিসারদের পর্যায়ক্রমিকভাবে ট্রেনিংয়ের ক্লাস গুলো নিম্নে
নিচে দেওয়া হল-
- Basic medical science for MPO | MPO training 1
- Cell Tissue Organ and Human Body System | MPO training 2
- Learn Cardiovascular system basics | MPO training 3
- Basic Respiratory system of human body | MPO training 4
- Basic Urinary system of human body | MPO training 5
- Nervous system basics for beginners | MPO training 6
- Learn human digestive system basics | MPO training 7
- Musculoskeletal system for beginners | MPO training 8
- ঔষধের জেনেরিক নাম ও কাজ
FAQs
প্রশ্নঃ MPO এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ঔষধ কোম্পানিতে MPO এর পূর্ণরূপ হচ্ছে- Medical Promotion Officer।
প্রশ্নঃ MPO এর আরেক নাম কি?
উত্তরঃ MPO এর আরেক নাম হচ্ছে- Medical Representative (MR)।
প্রশ্নঃ SR এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ঔষধ কোম্পানিতে SR এর পূর্ণরূপ হচ্ছে- Sales Represtative।
উপসংহার
এই ছিল আজকের মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা।
আমি এই একটি আর্টিকেলেই মেডিকেল প্রমোশন অফিসার চাকরির সবকিছু বিষয় খুটিনাটি
ভাবে আলোচনা করেছি। আশা করছি আপনারা এই আর্টিকেল থেকে বুঝতে পারবেন মেডিকেল
প্রমোশন অফিসার প্রফেশনটি কেমন সে সম্পর্কে।