ঔষধের জেনেরিক নাম ও কাজ

ঔষধের জেনেরিক নাম ও কাজ আজকে আমি আলোচনা করব। জেনেরিক নাম ব্যবহার করে যেকোনো ঔষধ সহজে চেনা যায়, কারণ এটি ঔষুধের মূল উপাদান নির্দেশ করে। সাধারণত ঔষধের প্যাকেট এই নাম উল্লেখ থাকে।

ঔষধের-জেনেরিক-নাম-ও-কাজ
একবার জেনেরিক নাম জানলে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের একই ঔষধ সনাক্ত করা যায়। জেনেরিক মেডিসিন মানে কি ও কিভাবে জেনেরিক দেখে বুঝতে পারবেন কোন ঔষধ কি কাজ করে, সে বিষয়ে আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে ধারণা দিব।

সূচিপত্রঃ ঔষধের জেনেরিক নাম ও কাজ

এই আর্টিকেলে আপনি যা যা জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

ভূমিকা: ঔষধের জেনেরিক নাম ও কাজ

আমি পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি গ্রুপের ঔষধের জেনেরিক নাম এখানে প্রদান করব। আপনারা যদি ভবিষ্যতে ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান অথবা ঔষধের দোকানে কাজ করতে চান তাহলে এ আর্টিকেলটি আপনাকে অনেক অনেক সহায়তা করবে। এখানকার জেনেরিক গুলো মুখস্ত করার পর আপনি মেডিকেল প্রমোশন অফিসার বা ঔষধ কোম্পানির যেকোনো চাকরি বা ঔষধের যেকোনো প্রফেশনে অনায়াসেই কাজ করতে পারবেন।

জেনেরিক মেডিসিন মানে কি?

আপনারা অনেকেই জানেন না জেনেরিক মানে কি সে সম্পর্কে। আমাদের সবার মনেই একটি প্রশ্ন থাকে সেটি হচ্ছে এত ঔষধের নাম কিভাবে ডাক্তাররা মনে রাখে? আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা আজকে এই আর্টিকেল পড়ার পর, সবাই ঔষধ দেখেই চিনে ফেলতে পারবেন যে- এটি কোন গ্রুপের ঔষধ।


এজন্য আপনাকে সর্বপ্রথম ঔষধের জেনেরিক নাম মুখস্ত করতে হবে। আপনাদের আমি একটি উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন জেনেরিক মেডিসিন সম্পর্কে।
জেনেরিক-মেডিসিন-কি
আমরা সকলেই জানি জ্বরের ঔষধের জেনেরিক নাম হচ্ছে "প্যারাসিটামল"। এখন একটি কথা মাথার মধ্যে রেখে দিন সেটি হচ্ছে- পৃথিবীর সকল জ্বরের ঔষধের জেনেরিক নাম হবে প্যারাসিটামল। শুধুমাত্র কোম্পানিভেদে ঔষধের নাম আলাদা আলাদা হবে কিন্তু জেনেরিক নাম একই থাকবে।

চলুন আমরা এখন একটি টেবিলের সাহায্যে এ বিষয়টি সহজভাবে জেনে আসি-

উদাহরণঃ জ্বরের ঔষধ দেখে চেনার উপায়

কোম্পানি নাম জেনেরিক নাম ঔষধের নাম
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল এইস ট্যাবলেট
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্যারাসিটামল নাপা ট্যাবলেট
একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্যারাসিটামল ফাস্ট ট্যাবলেট
রেনেটা লিমিটেড প্যারাসিটামল পাইরালজিন ট্যাবলেট
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল রিসেট ট্যাবলেট
অপসোনিন ফার্মা লিমিটেড প্যারাসিটামল রেনোভা ট্যাবলেট
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল Tamen Tablet
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস প্যারাসিটামল Cafedon Tablet
পপুলার ফার্মাসিউটিক্যালস প্যারাসিটামল P-Dol Tablet
এসিআই লিমিটেড প্যারাসিটামল এক্সেল ইআর ট্যাবলেট
ড্রাগ ইন্টারন্যাশনাল প্যারাসিটামল Momodol Extra Tablet
ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল সিনাপল ট্যাবলেট
এসএমসি লিমিটেড প্যারাসিটামল প্যারাজেসিক ট্যাবলেট
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল ডলসিটা ট্যাবলেট
অ্যারিস্টো ফার্মা লিমিটেড প্যারাসিটামল Xpa-C Tablet
জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল এটিপি এক্সট্রা ট্যাবলেট
বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল Fap Tablet

এখন নিশ্চয়ই এই টেবিলটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে অনেক ঔষধের নাম মনে রাখা যায় এবং কিভাবে একটি ঔষধের দেখেই চিহ্নিত করা যায় যে এটা কোন গ্রুপের ঔষধ।

উপরের আলোচনা থেকে বুঝতে পারছেন প্রতিটি কোম্পানির জ্বরের ঔষধের নাম আলাদা আলাদা হবে কিন্তু ঔষধের জেনেরিক নাম একই থাকবে। অর্থাৎ ঔষধের প্যাকেটের গায়ে আপনি প্যারাসিটামল লেখা দেখতে পেলেই বুঝে যাবেন সেটি জ্বর ও ব্যথার ঔষধ।

যখন ঔষধের উপাদান সমূহ একই রেখে কোন ঔষধ তৈরি করা হয় এবং প্রতিষ্ঠান ভেদে ঔষধের গায়ে ঔষধের নাম ভিন্ন ভিন্ন হলেও জেনেরিক নাম একই থাকে তাকেই বলা হয় জেনেরিক মেডিসিন। অর্থাৎ এখানে জেনেরিক নাম পরিবর্তন হলে ঔষধের উপাদান গুলো পরিবর্তন হবে।

কোন একটি নির্দিষ্ট গ্রুপের ঔষধ তৈরি করতে যে সমস্ত উপাদান গুলো ব্যবহার করা হয়, সে সমস্ত উপাদান গুলো ব্যবহার করার পর সেই ঔষধের একটা জেনেরিক নাম ঠিক করা হয়।

এরপরে আস্তে আস্তে প্রতিটি কোম্পানি সেই উপাদান গুলো দিয়ে নতুনভাবে নিজেদের ব্র্যান্ডের একই গ্রুপের ঔষধ তৈরি করে যার জেনারিক নাম একই থাকে কিন্তু ঔষধের নাম আলাদা আলাদা হয়।

ঔষধ দেখে চেনার উপায়

যেকোনো ঔষধ দেখে চেনার উপায় নিম্নরুপ-
  • প্রতিটি ঔষধের গায়ে একটি জেনেরিক নাম লেখা থাকে।
  • এই নামটি সাধারণত ব্র্যান্ড নামের নিচে বা পাশে লিখা থাকে।
  • জেনেরিক নাম ইংরেজিতে লেখা থাকবে।
  • আপনি যদি যেকোনো ব্র্যান্ডের ঔষধ না চিনেন তবুও আপনি জেনেরিক নাম দেখে বুঝতে পারবেন এটি কী কাজে লাগে।
  • একাধিক কোম্পানি এক জেনেরিক দিয়ে ভিন্ন ভিন্ন নামের ঔষধ তৈরি করে।
  • যেমন “Paracetamol” জেনেরিক দিয়ে তৈরি ব্র্যান্ড হচ্ছে Napa (Beximco Pharmaceuticals Ltd.)।
  • ডাক্তার প্রেসক্রিপশনে সাধারণত জেনেরিক নাম উল্লেখ করেনা। শুধুমাত্র ঔষধের ব্র্যান্ডের নাম ডক্টর প্রেস্ক্রিপশনে লিখে। সেক্ষেত্রে জেনেরিক নাম জানা থাকলে আপনি ঔষধ কেনার সময় সহজে বুঝতে পারবেন সেই ঔষধগুলো কোন কাজের।
  • অনলাইন ড্রাগ ডাটাবেইজ বা অ্যাপেও জেনেরিক দিয়ে সার্চ করে আপনি অনেক তথ্য যানতে পারবেন সেই ঔষধ সম্পর্কে।
  • এতে করে আপনি সহজেই বিকল্প ঔষধ খুঁজে বের করতে পারবেন।
  • জেনেরিক নাম জানা থাকলে ঔষধ কেনায় ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
এখন আমি পর্যায়ক্রমিকভাবে হিউম্যান বডি সেকশন গুলোর জেনেরিক নাম আপনাদের প্রদান করব। এক্ষেত্রে আমি আলাদা আলাদা সেকশনে জেনেরিক নাম গুলো আপনাদের দিয়ে দিব।
ঔষধ-দেখে-চেনার-উপায়
এই জেনেরিক নাম গুলো মুখস্ত করতে পারলেই যথেষ্ঠ। তবে হ্যাঁ কোম্পানি নতুন কোন জেনেরিক নাম দিয়ে ঔষধ বাজারে নিয়ে আসছে কিনা তা খোঁজ খবর রাখবেন।

ঔষধের জেনেরিক নাম ও কাজ

আপনারা এখানে সম্পূর্ণ হিউম্যান বডির যে সমস্ত সেকশনের জেনারিক নাম গুলো জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
  1. Anti Infection-Antibiotic
  2. Gastrointestinal Tract (GIT)
  3. Nonsteroidal anti-inflammatory drugs (NSAID)
  4. Respiratory
  5. Central Nervous System (CNS)
  6. Cardiovascular System (CVS)
  7. Dermatological
  8. Vitamin
  9. Diabetics
  10. Hormon
এখন চলুন বিস্তারিতভাবে এগুলো আলোচনা করা যাক।

(1) Anti Infection-Antibiotic

A) Therapeutic subclass of antibiotic | Cell wall synthesis inhibit (Beta lactam)

* Penicillin: Generic name 👇
  • Cloxacillin
  • Floxacillin
  • Amoxicillin
* Cephalosporins: Generic name 👇
  • Cefradine 
  • Cefadroxil
  • Cefaclor
  • Cefuroxime Axetil
  • Cefuroxime Axetil + Clavulanic Acid
  • Cefixime Trihydrate
  • Cefpodoxime
  • Ceftriaxone Sodium
  • Ceftazidime pentahydrate
  • Cefepime
* Carbapenem: Generic name 👇
  • Meropenem Trihydrate

Therapeutic subclass of antibiotic | Protein synthesis inhibit

* Tetracycline: Generic name 👇
  • Tetracycline 
  • Doxycycline
* Macrolide: Generic name 👇
  • Azithromycin dihydrate
  • Clarithromycin

Therapeutic subclass of antibiotic | Nucleic acid synthesis inhibit

* Fluoroquinolones: Generic name 👇
  • Ciprofloxacin
  • Levofloxacin
  • Delafloxacin

Therapeutic subclass of antibiotic | Cell membrane disruptors

* Polypeptides: Generic name 👇
  • Colistimethate

B) Therapeutic subclass of antiprotozoal-Generic name 👇

  • Empty (Will be update soon)

C) Therapeutic subclass of antiviral-Generic name 👇

  • Entecavir
  • Favipiravir

D) Therapeutic subclass of anthelmintic-Generic name 👇

  •  Albendazole

(2) Gastrointestinal Tract

A) Antacid: Generic name 👇

  • Sodium alginate + Sodium bicarbonate + Calcium carbonate
  • Aluminium Hydroxide + Magnesium Hydroxide + sulphate
  • Magaldrate + Simethicone

B) Anti ulcerant: H2 receptor blocker-Generic name 👇

  • Famodin

Anti ulcerant: Proton pump inhibitor-Generic name 👇

  • Omeprazol
  • Dexlansoprazol
  • Esomeprazol
  • Pantoprazole Sodium
  • Rabeprazole Sodium

Anti ulcerant: Cytoprotective agent-Generic name 👇

  • Sucralfate

Anti ulcerant: Potassium competitive acid blocker-Generic name 👇

  • Vonoprazan

C) Anti  Flatulence-Generic name 👇

  • Simethicone

D) Gastroprokinetic-Generic name 👇

  • Domperidone
  • Dalnosetrum

E) Antiemetic-Generic name 👇

  • Amisulpride

F) Anti diarrheal-Generic name 👇

  • Element Zinc

G) Antibiotic-Generic name 👇

  • Rifaximin

H) Digestive enzyme-Generic name 👇

  • Pancreation

I) Laxative-Generic name 👇

  • Magnesium Hydroxide + Liquid Paraffin
  • Polyethylene glycol + Electrolytes
  • Lactulose

J) Antispasmodic-Generic name 👇

  • Mebeverine
  • Timonium
  • Propantheline Bromide

K) Hepatobiliary-Generic name 👇

  • Ursodeoxy colic acid

(3) Nonsteroidal anti-inflammatory drugs

A) Analgesic and antipyretic/Paracetamol-Generic name 👇

  • Paracetamol
  • Paracetamol + caffeine 
  • Paracetamol + tramadol

B) Anti inflammatory/Rheumatoid arthritis

* NSAID: Generic name 👇
  • Naproxen
  • Naproxen + Esomeprazol
  • Diclofenac
  • Diclofenac + Lidocaine
  • Diclofenac Potassium
  • Ketorolac Tromethamine
  • Aceclofenac
* SAID: Generic name 👇
  • Deflazacort
* Joint Supplement: Generic name 👇
  • Glucosamine + Chondroitin / Diacerin
  • Ibandronic acid
  • Undenatured type 2 collagen and glucosamine

C) Anti Gout: Generic name 👇

  • Febuxostat

(4) Respiratory

A) Anti Histamin: Generic name 👇

  • Bilastine
  • Rupatidin fumarate (non sedating)
  • Ebastine
  • Mebhydrolin
  • Cetirizin
  • Fexofenadine
  • Diphenhydramine
  • Ketotifen

B) Anti Asthmatic

* Leukotriene receptor agonist: Generic name 👇
  • Montelukast
  • Pranlukast
* Bronchodilators & Inhaled corticosteroids: Generic name 👇
  • Salbutamol
  • Levosalbutamol
  • Salbutamol + Ipratropium
  • Salmeterol + Fluticason
* Phosphodiesterase Inhibitors: Generic name 👇
  • Doxophylline
  • Theophylline
  • Roflumilast

C) Cough and cold

* Cough expectorant (Mucolytic) / Wet cough / Productive cough: Generic name 👇
  • Ambroxol hydrochloride
  • Vasakarista
  • Guaifenesin + Levomenthol
  • Guaifenesin + Dextromethorphan + Menthol
* Antitussive / Dry cough / Not productive cough: Generic name 👇
  • Butamirate Citrate
  • Dextromethorphan + phenylephrine + Triprolidine

D) Nasal decongestant

* Anti inflammatory & Anti allergic nasal preparation: Generic name 👇
  • Xylometazoline
  • Oxymetazoline
  • Sodium chloride

(5) Central Nervous System

A) Subclass anxiolytic: Generic name 👇

  • Clonazepam
  • Bromazepam

B) Subclass antidepressant: Generic name 👇

  • Duloxetine
  • Escitalopram
  • Mirtazapine

C) Anxiolytic & depressant combination: Generic name 👇

  • Chlordiazepoxide + Amitriptyline

D) Antiemetic: Generic name 👇

  • Clonazepam
  • Brivaracetam

E) Anti Neuropathy: Generic name 👇

  • Pregabalin
  • Mirogablin

F) Antiemetic & Antivertigo combination: Generic name 👇

  • Cinnarizine
  • Cinnarizine + Dimenhydrinate

G) Memory Enhancer: Generic name 👇

  • Vinpocetine

H) Antimigraine: Generic name 👇

  • Pizotifen
  • Sumatriptan

I) Skeletal muscle relaxant: Generic name 👇

  • Baclofen
  • Tolperisone
  • Prindol

J) Antiparkinsonian: Generic name 👇

  • Levodopa + Carbidopa

(6) Cardiovascular

A) Anti Hypertensive

* ARB / At1 blocker / Sartan: Generic name 👇
  • Losartan potassium
  • Losartan potassium + Hydrochlorothiazide
  • Olmesartan medoxomil
  • Olmesartan medoxomil + Hydrochlorothiazide
  • Olmesartan medoxomil + Amlodipine medoxomil
  • Telmisartan
  • Telmisartan + Amlodipine medoxomil
* CCB: Generic name 👇
  • Cilnidipine
  • Amlodipine
  • Levamlodipine
* Beta receptor blocker: Generic name 👇
  • Bisoprolol Hemifumarate
  • Bisoprolol Hemifumarate + Hydrochlorothiazide
  • Bisoprolol Hemifumarate + Amlodipine
* Diuretic: Generic name 👇
  • Spironolactone + Furosemide
* ACE: Generic name 👇
  • Empty (Will be update soon)

B) Anti Anginal

* Nitres: Generic name 👇
  • Nitroglycerine
* Fatty acid oxidation inhibitor: Generic name 👇
  • Trimetazidine HCL

C) Lipid Lowering

* Hmg Coa reductase inhibitor / Statins: Generic name 👇
  • Atorvastatin
  • Atorvastatin + Ezetimibe
  • Rosuvastatin
* Fibrates: Generic name 👇
  • Fenofibrate
  • Vericiguat

D) Antiplatelets

* NSAID: Generic name 👇
  • Aspirin
  • Aspirin + Clopidogrel
* Antiplatelets: Generic name 👇
  • Clopidogrel
  • Ticagrelor

(7) Dermatological

A) Atopic Dermatitis (Skin infection): Generic name 👇

  • Tacrolimus
  • Betamethasone valerate + Clotrimazole + Gentamicin
  • Betamethasone valerate + Neomycin
  • Clindamycin

B) Candidiasis: Generic name 👇

  • Nystation
  • Fluconazole
  • Apremilast

C) Tinea infection: Generic name 👇

  • Sertaconazole
  • Betamethasone valerate + Clotrimazole

D) Onychomycosis: Generic name 👇

  • Terbinafine

E) Eczema: Generic name 👇

  • Betamethasone valerate
  • Econazole nitrate + Triamcinolone

F) Surgical site infection: Generic name 👇

  • Mupirocin

G) Scabies: Generic name 👇

  • Permethrin

H) Fungal: Generic name 👇

  • Miconazole
  • Voriconazole

(8) Vitamin

A) Vitamin: Generic name 👇

  • Cholecalciferol
  • Folinic acid
  • Biotin
  • Vitamin B complex

B) Multivitamin+multimineral: Generic name 👇

  • Multivitamin + multimineral
  • Multivitamin with L-Lysine
  • Vitamin B1, B6, B12
  • Elemental/carbonyl iron + Folic acid + Zinc sulphate

C) Calcium+Vitamin: Generic name 👇

  • Calcium carbonate + Vitamin D3 (Algae & Elemental source)
  • Calcium orotate

(9) Diabetics

A) Therapeutic subclass Anti Diabetic drug (Oral)

* Insulin Secretagogues: Generic name 👇
  • Glimepiride
  • Gliclazide
* Biguanide: Generic name 👇
  • Metformin
* DPP-4 Inhibitor: Generic name 👇
  • Sitagliptin
  • Vildagliptin
  • Linagliptin
* SGLT-2 Inhibitor: Generic name 👇
  • Empagliflozin
* GLP-1 Analogue: Generic name 👇
  • Semaglutide
Diabetes combination product
DPP-4 Inhibitor + Biguanide: SGLT-2 Inhibitor + Biguanide: SGLT-2 Inhibitor + DPP-4 Inhibitor
Sitagliptin + Metformin Empagliflozin + Metformin Empagliflozin + Linagliptin
Vildagliptin + Metformin - -
Linagliptin + Metformin - -

B) Therapeutics subclass insulin

  • Empty (Will be update soon)

(10) Hormon

A) Contraceptive: : Generic name 👇

  • Drospirenone + Ethinyl Estradiol
  • Desogestrel + Ethinyl Estradiol
  • UliPristal Acetate

B) Endometriosis: Generic name 👇

  • Norethisterone
  • Dienogest
  • Elagolix

C) Abortion prevention: Generic name 👇

  • Allylestrenol
  • Progesterone

D) Hormone Replacement therapy: Generic name 👇

  • Letrozole
  • Tibolone
  • Dehydroepiandrosterone
  • Flibanserin
  • Estriol

E) Thyroid: Generic name 👇

  • Levothyroxine sodium

FAQs

প্রশ্নঃ SGLT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ SGLT এর পূর্ণরূপ হচ্ছে- Sodium-Glucose Cotransporter।

প্রশ্নঃ GLP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ GLP এর পূর্ণরূপ হচ্ছে- Glucagon-like peptide।

প্রশ্নঃ CCB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ CCB এর পূর্ণরূপ হচ্ছে- Calcium Channel Blockers।

প্রশ্নঃ ARB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ARB এর পূর্ণরূপ হচ্ছে- Angiotensin Receptor Blocker।

প্রশ্নঃ ACE এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ACE এর পূর্ণরূপ হচ্ছে- Angiotensin Converting Enzyme।

প্রশ্নঃ CNS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ CNS এর পূর্ণরূপ হচ্ছে- Central Nervous System।

প্রশ্নঃ CVS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ CVS এর পূর্ণরূপ- Cardiovascular System।

প্রশ্নঃ NSAID এর পূর্ণরূপ কি?
উত্তরঃ NSAID এর পূর্ণরূপ হচ্ছে- Nonsteroidal anti-inflammatory drugs।

প্রশ্নঃ GIT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ GIT এর পূর্ণরূপ হচ্ছে- Gastrointestinal Tract।

উপসংহার

এই ছিল আজকের আলোচনা যেখানে আমি ঔষধের জেনেরিক নাম ও কাজ আলোচনা করেছি। প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে জেনেরিক নাম গুলো আমি তুলে ধরেছি। এতে করে আপনারা ক্যাটাগরি ভাবে জেনেরিক নাম গুলো সহজেই মনে রাখতে পারবেন। এই আর্টিকেল এর জেনেরিক নামগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে।

বিশেষ দ্রষ্টব্য: ডাক্তারের পরামর্শ ব্যতীত যেকোনো গ্রুপের ঔষধ নিজে নিজে খাওয়া নিষেধ।
এই পোস্ট শেয়ার করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url